রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-২৩

0
1039

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ২৩

“ডিনার সেরে বিছানায় শুয়ে আছে রিয়াদ!’কিছুক্ষন চোখ খোলা রেখে আকাশ পাতাল কল্পনা করতে করতে চোখ বন্ধ করে ফেললো সে!’চোখ বন্ধ করতেই তানজুর মুখটা ভেসে আসলো রিয়াদের সামনে!’তানজুর চোখ,মুখ,মুখে থাকা হাসি, ওর ঘুমন্ত ফেস,হলুদ শাড়ি,ভাড়ি লেহেঙ্গা সব!’সাথে সাথে চোখ খুলে ফেললো রিয়াদ!’এক অস্থিরতা কাজ করছে তাঁর ভিতর!’কিছুটা বিরক্তি নিয়ে অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিলো রিয়াদ,কিন্তু চোখ বন্ধ করলেই তানজুর ফেস ভেসে আসছে তার সামনে কতক্ষণ এপাশ ওপাশ করে বিছানা ছেড়ে উঠে বসলো রিয়াদ!’তরপর কিছুটা বিস্মিত কন্ঠ নিয়ে বললো সেঃ

—“উফ!’আজ রাতে মনে হয় ঘুমানো যাবে না…

“বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিলো রিয়াদ!’কিন্তু তাতেও শান্তি মিললো না তার, বিরক্ত নিয়ে ফোনটা রাখলো তার বিছানার পাশে!’তারপর কিছুক্ষন চোখ বন্ধ করে বসে রইলো রিয়াদ!’সে কিছুতেই বুঝতে পারছে না তার সাথে হঠাৎ এমন কেন হচ্ছে?’

“কিছুক্ষণ বসে আবার শুয়ে পড়লো রিয়াদ!’এবার আর চোখ খুললো না সে তানজুকে কল্পনা করতে করতেই ঘুমিয়ে পড়লো রিয়াদ!’

“রাতের জোৎসা ভরা আলো এসে পড়ছে রিয়াদের মুখে!’দূর আকাশের চাঁদ মামাও উঁকি মারছে রিয়াদের রুমে,হয়তো তাঁরা রিয়াদের অস্থিরতা বুঝতে পেরেছে!’জানালার সাদা পর্দা ভেদ করে আসছে রাতের ঠান্ডা বাতাস!’সাথে মুগ্ধ করা জোৎসা ভরা রাতের আকাশ!’

____

“পরেরদিন সকালে…

“ব্লাক শাড়ি পড়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে তানজু!’সদ্য গোসল সেরে এসেছে সে!তানজু মুচকি হেঁসে এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে রিয়াদের রুমের দিকে!’আয়নার সামনে দাঁড়িয়ে টাওয়াল দিয়ে চুল ঝাড়ছে তানজু…

“আচমকা ঘুমের মধ্যে মুখে পানির ফোঁটা এসে পড়ায় নড়েচড়ে উঠলো রিয়াদ!’কিন্তু চোখ খুললো না, এরকম বেশ কয়েকবার চোখে পানির ছিটে পড়ায় বিরক্ত নিয়ে শোয়া থেকে উঠে বসলো রিয়াদ!’কিছুটা বিরক্ত নিয়ে ঘুম ঘুম কন্ঠে বললো সেঃ

—“এসব কি হচ্ছে, আমায় ঘুমোতে কেন দিচ্ছো না…?’

“রিয়াদের কথা শুনে চুল ঝাড়া বন্ধ করে দেয় তানজু!’তারপর রিয়াদের দিকে তাকিয়ে বললোঃ

—-“এত ঘুমিয়ে কি করবে শুনি…

“ঘুমের মধ্যে তানজুর কন্ঠ শুনতে পেয়ে আরেকদফা অবাক হয় রিয়াদ, তাড়াতাড়ি চোখ খুলে ফেললো সে!’সামনেই তানজুকে দেখে চোখ বড় বড় করে বললো রিয়াদঃ

—“তুমি….

“রিয়াদের কথা শুনে তানজু তার কানে দুল পড়তে পড়তে বললোঃ

—“হুম আমি…

“উওরে রিয়াদ কিছু না বলে তাকিয়ে রইলো তানজুর দিকে,ভেজালো খোলা চুল, ব্লাক শাড়ি,হাতে ব্লাক কাঁচের চুড়ি,কানে কালো দুল,ঠোঁটে হাল্কা লিপস্টিক!’সব মিলিয়ে সুন্দর লাগছে তানজুকে,কিন্তু রিয়াদের বিশ্বাস হচ্ছে না তানজু তার সামনে দাঁড়িয়ে, কারন তানজু তো রাজশাহীতে তাহলে ওর রুমে শাড়ি পড়ে,বেশি ভাবলো না রিয়াদ!’কিছুটা বিস্মিত কন্ঠ নিয়ে তানজুর দিকে তাকিয়ে বললোঃ

—“তুমি তো রাজশাহীতে ছিলে তানজু তাহলে আমার বেডরুমে কি করছো…?’

“উওরে তানজু হেঁটে এসে বসলো রিয়াদের পাশে!’ তারপর বললোঃ

—“হুম ছিলাম তো রাজশাহী কিন্তু তোমার জন্য মন খারাপ হচ্ছিল তাই চলে আসলাম…

“তানজুর কথা বলার ধরন রিয়াদের ঠিক কেমন কেমন লাগছে,কারন সে জানে তানজু এভাবে তার সাথে কথা বলে না তাহলে হঠাৎ কি হলো তানজুর!’রিয়াদ তানজুর গাল স্পর্শ করতে যাবে সাথে সাথে তানজু একটু সরে এসে বলে উঠলঃ

—“তোমার বিশ্বাস হচ্ছে না আমি এসেছি….

—“তুমি কি ঠিক আছো তানজু,তুমি এইভাবে আমার বেড রুমে কি করছো,আর থেকেও বড় কথা তুমি রাজশাহী থেকে এলে কখন?’….

—“উফ, এত প্রশ্ন!’ওসব বাদ দেও আগে বলো তুমি আমায় মিস করছিলে না…

“বলেই তানজু আস্তে আস্তে ঝুঁকে পড়ে রিয়াদের দিকে,তানজুর কাজে ঘাবড়ে যায় রিয়াদ!’বিছানার দিকে শুতে শুতে বলে উঠল সেঃ

—“এসব কি করছো তানজু…?’

“রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের ঠোঁটে হাত দিয়ে বললোঃ

—“হুস!’….

“তানজুর কাজে আরো চমকে উঠলো রিয়াদ!’এই তানজুকে একদমই নতুন নতুন লাগছে রিয়াদের কাছে!’

“এদিকে….

“তানজু তাকিয়ে আছে রিয়াদের চোখের দিকে,রিয়াদের ভয়ার্ত চোখ দেখে হাল্কা হাসলো তানজু!’তারপর রিয়াদের গলা জড়িয়ে ধরে ওর কানের কাছে নিজের মুখ নিয়ে বললোঃ

—“এত ভয় পেলে চলে নাকি প্রিয়,তবে তোমায় ভয় পেতে দেখতে কিন্তু দারুন লাগছে আমার..

“বলেই হেঁসে উঠলো তানজু!’

“তানজুর হাসি শুনে রিয়াদের হার্টবিট বেড়ে গেছে খুব,সাথে এক অস্থিরতা ফিল হচ্ছে তার!’

.

“ঘুমের মধ্যে চোখ বন্ধ করে কাঁপছে রিয়াদ,তাড়াতাড়ি চোখ খুলে উঠো বসলো রিয়াদ,তারপর জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো সে,আশেপাশে তাকাতেই দেখলো রিয়াদ তার রুম পুরো ফাঁকা,বিস্ময় কন্ঠ নিয়ে বললো সেঃ

—“কোথায় তানজু?’

“এরই মাঝে রিয়াদের ফোনটা বেজে উঠল,রিয়াদ টেবিলের উপর ফোনটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে ফোনটা তুলে বললোঃ

—“হ্যালো…

“রিয়াদের ‘হ্যালো’ শুনে অপর পাশে তানজু নিজের রুমের বিছানায় বসে বলে উঠলঃ

—“গুড মর্নিং স্যার…

“ফোনে তানজুর ভয়েস শুনে ফোনটা চেক করলো রিয়াদ উপরেই তানজুর নাম্বার দেখে কিছুটা বিস্মিত কন্ঠে বলে উঠল সেঃ

—“কোথায় তুমি?’

“রিয়াদের কথা শুনে অবাক হয়ে বললো তানজুঃ

—“কোথায় আবার স্যার আমার ঘরে…

—“তুমি রাজশাহীতে…

—“হুম স্যার…

—“ওহ..

—“কেন স্যার কিছু কি হয়েছে?’

“তানজুর কথা শুনে এতক্ষণ পর রিয়াদ বুঝতে পারলো এতক্ষণ সে স্বপ্ন দেখছিল,কিছুক্ষন চুপ থেকে নিজেকে শান্ত করতে লাগলো রিয়াদ,রিয়াদকে চুপ থাকতে দেখে অপর পাশে তানজু চিন্তিত কন্ঠে বলে উঠলঃ

—“কি হলো স্যার কথা বলছেন না কেন,কিছু কি হয়েছে?’

“তানজুর কথা শুনে রিয়াদ জোরে শ্বাস ফেলে বলে উঠলঃ

—“না না কিছু হয় নি,আসলে হুট করে ঘুমের মধ্যে তোমার ফোনটা আসলো তাই একটু চমকে গেছিলাম আর কি?’

—“ওহ, আই এক্সট্রিমলি সরি স্যার…

—“ইট’স ওকে তারপর বলো তোমাদের ওখানে সব ঠিকঠাক তো…

—“হুম স্যার….

—“গুড,তারপর তাসলিমার বউভাতের অনুষ্ঠান কবে হচ্ছে?’

—“এই তো স্যার কালকে…

—“ওহ,

—“হুম,আপনার শুটিং তো আজ থেকে শুরু হবে তাই না স্যার…

—“হুম আর কিছুক্ষন পরই আমি বের হবো তানজু…

—“ওহ,অল দা বেস্ট স্যার, এমনিতেও আপনার প্রতিটা শুটিংই বেস্ট হয় আজও হবে…

“উওরে মুচকি হাসে রিয়াদ তারপর বললোঃ

—“থ্যাংক ইউ!’

“এরপর এটা ওটা নিয়ে কথা বলতে শুরু করে রিয়াদ তানজু!’এরই মাঝে হঠাৎই তানজু বলে উঠলঃ

—“ওই আদির বাচ্চা ফোন দে আমার…

“কথার মাঝখানে তানজুর এমন কথা শুনে কিছুটা বিষম খায় রিয়াদ!’

_____

ওদিকে….

“দরজার বাহিরে দাঁড়িয়ে তানজুকে ফোনে কথা বলতে দেখে আদি রুমে ঢুকে তানজুর কানের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়!’ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে চমকে উঠলো তানজু,সামনেই আদিকে দেখে বলে উঠলঃ

—”ওই আদির বাচ্চা ফোন দে আমার…

“তানজুর কথা শুনে আদি দাঁত কেলানি হাসি দিয়ে বললোঃ

—“এত সকালে কার সাথে কথা বলছিস পেত্নী…

—“আমি যার সাথেই কথা বলি তাতে তোর কি…

—“আমার কি মানে আমার অনেককিছু…

—“বেশি বকিস না ফোন দে আমার…

—“না দিবো না কি করবি তুই…

—“তোকে তো আমি…

“বলেই বিছানা ছেড়ে নিচে নামলো তানজু তারপর পুরো রুম জুড়ে ছোটাছুটি করতে লাগলো আদি আর তানজু…

“অন্যদিকে আদি আর তানজুর কান্ড আন্দাজ করতে পেরে কিছুটা রাগ নিয়ে ফোনটা কেটে দেয় রিয়াদ,এই আদিকে একদমই সহ্য হচ্ছে না রিয়াদের!’রাগ নিয়ে মোবাইলটা রাখলো রিয়াদ টেবিলের উপর,তারপর রাগ নিয়েই বিছানা ছেড়ে উঠে চললো রিয়াদ ওয়াশরুমের দিকে,রাগ হচ্ছে তার ভিষন রাগ!’……

____

“রুমের চারদিক ছোটাছুটি করে ক্লান্ত হয়ে বিছানায় বসে পড়ে তানজু!’তানজুকে বসতে দেখে আদিও এসে বসলো তানজুর পাশে তারপর হাঁপাতে হাঁপাতে বললোঃ

—“কি হলো এতটুকুতেই ক্লান্ত হয়ে পড়লি নাকি…

“তানজু চুপ!’তানজুকে চুপ থাকতে দেখে বললো আদিঃ

—“কি হলো কথা বলছিস না কেন?’

“তানজু চুপ!’

—“আরে কথা বলবি না নাকি…

“তানজু চুপ!’

—“রাগ করলি নাকি….

“তানজু চুপ!’তানজুকে এবারও চুপ থাকতে দেখে আদি তানজুর সামনে দু হাঁটু ভাজ করে বসে কান ধরে বললোঃ

—“সরি রাগ করছিস…

“আদির এবারের কথা শুনে অন্যদিকে মুখ করে ফেলে তানজু!’তানজুকে অন্যদিকে মুখ করতে দেখে আদি বিচলিত কন্ঠে বলে উঠলঃ

—“আরে সরি বললাম তো,এই নে তোর ফোন…

“বলেই এগিয়ে দেয় আদি তানজুর ফোন,আদিকে ফোন এগিয়ে দিতে দেখে তানজু হেঁসে মোবাইলটা নিতে যাবে সাথে সাথে আদি মেবাইলটা সরিয়ে ফেলে বললোঃ

—“তুই কি ভেবেছিস আমি এগুলো বলবো…

“সাথে সাথে রাগে আগুন তানজু, ফট করে আদির কলার চেপে ধরে বললোঃ

—“শয়তান পোলা…

“তানজুর এটাকে ঘাবড়ে যায় আদি, সে একদমই প্রস্তুত ছিল না ঘটনাটায়!’আদি চোখ বড় বড় করে বললোঃ

—“এটা কি করছিস…..

“উওরে তানজু আদির হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে বললোঃ

—“যা করেছি বেশ করেছি শয়তান ছেলে….

“বলেই আদিকে কয়েকটা কিল ঘুষি মেরে রুম থেকে বেরিয়ে যায় তানজু,রাগ হচ্ছে তার আদির উপর!’আদির জন্য ভালোভাবে কথাও বলতে পারলো না তানজু রিয়াদের সাথে…

_______

“ওয়াশরুমের ঝর্নার নিচে দাঁড়িয়ে আছে রিয়াদ,উপর থেকে টপ টপ পানি পড়ে ভিজিয়ে দিচ্ছে তাকে,রিয়াদের এখনও বিশ্বাস হচ্ছে না কিছুক্ষন আগে সে স্বপ্ন দেখছিল,এখনও চোখ সামনে তানজুর মুখটা ভেসে আসছে রিয়াদের সামনে ব্লাক শাড়ি, ভেজালো চুল,হাতে চুড়ি, কানে দুল,তুমি করে কথা বলা,সাথে হুট করে কাছে চলে আসা,সেই মুহূর্তটা ভাবতেই তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললো রিয়াদ,কেমন যেন সবকিছু অগোছালো লাগছে তার কাছে,,তারওপর আবার আদি…

“সবমিলিয়ে বিরক্ত, অসস্থি, রাগ সব হচ্ছে রিয়াদের…

“এক ঘন্টার লম্বা সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো রিয়াদ!’এরই ভিতর ফোন বাজলো রিয়াদের, উপরে ডিরেক্টরের নাম্বার দেখে ফোনটা তুলেই বললো রিয়াদঃ

—“আমি আসছি….

“উওরে ডিরেক্টর আর কিছু বললো না ফোন কেটে দেয় সে!’

.

“রিয়াদ তার ড্রেসিং রুমে ঢুকে ওয়াইট টিশার্ট আর নীল কোট, নীল প্যান পড়ে নিলো, গলায় টাই, হাতে ব্লাক ওয়াচ, চুলগুলো সুন্দর মতো আঁচড়িয়ে গায়ে ছেন্ট লাগিয়ে, কালো জুতো পড়ে ফুল এটিটিউড লুকিং নিয়ে বের হলো রুম থেকে!’তারপর হাল্কা ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হয়!’রিয়াদ বাড়ি থেকে বের হতেই তার গার্ডরা হাজির!’

“রিয়াদ সবার সামনে থেকে হেঁটে চলে গেল গাড়ির কাছে!’গাড়ি পর্যন্ত আসতেই একজন গার্ড দরজা খুলে দিলো গাড়ির,রিয়াদও গিয়ে বসে পড়লো গাড়িতে,,রিয়াদ বসতেই আবার দরজা বন্ধ করে দিয়ে গার্ডটি বসলো সামনের সিটে!’

“রিয়াদ বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো….
“তারপর এক এক করে চললো সবাই তাদের গন্তব্যে…

“দু’বছর পর আজ প্রথম রিয়াদ তার এসিস্ট্যান্ট তানজুকে ছাড়া কোনো শুটিং এ যাচ্ছে!’হাল্কা খালি খালি ফিল হচ্ছে রিয়াদের!’

“হঠাৎই রিয়াদের মনে পড়লো স্বপ্নে দেখা তানজুর বলা সেই কথাটাঃ

—“তুমি আমায় মিস করছিলে না…..

“আনমনেই বলে উঠল রিয়াদঃ

—“খুব….

“আচমকা রিয়াদের কন্ঠ শুনে রিয়াদের সামনে সিটে বসে থাকা গার্ডটি বলে উঠলঃ

—“আপনি কিছু বলছিলেন স্যার….

“সাথে সাথে বিষম খায় রিয়াদ,কিছুটা বিচলিত কন্ঠ নিয়ে বলে সেঃ

—“না কিছু না…

—“ওকে স্যার…

“বলেই গার্ডটা সামনে ঘুরে তাকালো,গার্ডকে সামনে ফিরতে দেখে সস্থির নিশ্বাস ফেললো রিয়াদ,তারপর গলার টাইটাকে হাল্কা নাড়িয়ে চুপচাপ বসে রইলো সে…

“সমান্তরাল পথ পেরিয়ে আপন গতিতে চলছে রিয়াদদের গাড়ি…..
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!’এন্ড সরি ফর লেট!’]

#TanjiL_Mim♥️