রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-২৪

0
1101

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ২৪

“ছাঁদের রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তানজু!’সকালের রূপালি রোদ্দুর এসে লাগছে তার গায়ে!’আনমনেই মোবাইল হাতে ফেসবুকিং করছে সে, হঠাৎই একটা ছবির দিকে চোখ পড়ে যায় তানজুর,ছবিটা হলো তার আর রিয়াদের!’কানাডায় বসে যেদিন সবার সামনে রিয়াদ তাকে অভিনয়ের ভালোবাসার বা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল সেদিনের!’হাজার হাজার লাইক আর কমেন্ট করা হয়েছে সেই পিকের নিচে!’অনেকেই বাজে কমেন্ট করেছে আবার অনেকে কান্নার ইমোজি দিয়ে ভরিয়ে ফেলেছে আবার কেউ খুশি মনে বিষয়টা এক্সেপ্ট করে নিয়েছে!’ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেললো তানজু!’ভাগ্যিস তাদের এখানে তেমন কেউ ফোন চালায় না!’

— না জানি সবাই জানলে কি রিয়েকশন দিতো!’একমাস হয়েও এসেছে প্রায় আর মাএ দু’মাস কে জানে দুমাস পর যখন সবাই সত্যিটা জেনে যাবে তখন কি হবে আর অনন্যা ম্যামও বা কি করবেন হয়তো খুশিই হবেন,(মনে মনে)

“নানান কিছু ভাবনায় মগ্ন তানজু!’এমন সময় ওর মাথায় একটা চাটি মারলো হিয়ামিনি!’আচমকা এমনটা হওয়াতে তানজু কিছুটা চমকে উঠলো সামনে তাকিয়ে হিয়ামিনিকে দেখে বলে উঠল সেঃ

—“তুই…

“তানজুর কথা শুনে দাঁত কেলানি হাসি দিয়ে বললো হিয়ামিনিঃ

—“হুম আমি…

—“মাথায় মারলি ক্যান…

—“এমনি,তা এখানে কি করছিস…😁

—“তেমন কিছু না এমনি দাঁড়িয়ে আছি…

—“এমনি এমনি কেউ দাঁড়িয়ে থাকে নাকি..

—“দাঁড়িয়ে থাকতেও কারন লাগে নাকি…

—“অবশ্যই লাগে আচ্ছা তুই কি রিয়াদ ভাইয়াকে মিস করছিস না…

“হিয়ামিনির কথা শুনে ভ্রু-কুচকে তাকালো তানজু হিয়ামিনির দিকে!’তারপর বললোঃ

—“তোর কি হয়েছে বল তো কাল থেকেই দেখছি শুধু রিয়াদ স্যারকে মিস করছি না জিজ্ঞেস করছিস,ব্যাপার কি বলতো?’

—“এখানে ব্যাপারের কি আছে, আমি তো এমনি জিজ্ঞেস করেছি,আর এতে ভ্রু-কুচকানোরও বা কি আছে…?’

—“অনেক কিছু আছে,ছাফ ছাফ বলতো তুই কি ভাবছিস…

—“আরে কিছুই ভাবছি না আমি তো জাস্ট এমনি জিজ্ঞেস করেছি…

—“সত্যি বলছিস…

—“আরে বাবা হুম,আচ্ছা যা আর বলবো না…

“উওরে তানজু আর কিছু বললো না,তার কেমন যেন সন্দেহ হচ্ছে এই হিয়ামিনির মাথায় কিছু একটা চলছে নিশ্চিত তানজু…

_____

“শুটিং স্পটে একটা চেয়ারে বসে আছে রিয়াদ,তার পাশেই ডিরেক্টর!’উল্টোদিকে রিয়াদের নতুন মুভির নাইকা সহ আরও অনেকেই বসে আছে!’ডিরেক্টর সবার উদ্দেশ্য করে বলে উঠলেনঃ

—“আজকে সবার আগে আমি কাহিনীটা বলছি তোমাদের,এবারের কাহিনিটা একদমই ভিন্ন আর কমেডিয়ান টাইপের হবে,শুরুতে হিরো-হিরোইনের ঝগড়া আর একদমই আনএক্সপেকটেড ভাবে দেখা হবে….

“এতটুকু বলে ডিরেক্টর তার রাইটারের কাছ থেকে কিছু কাগজ নিয়ে রিয়াদ আর নাইকা জুথির হাতে তুলে দিলো!’তারপর বললোঃ

—“এর মধ্যে সবকিছু লেখা আছে তোমরা দেখে নেও….

“ডিক্টেটরের কাছ থেকে কাগজ নিয়ে রিয়াদ জুথি দুজনেই দেখতে শুরু করলো!’রাইটার ওদের উদ্দেশ্য করে বললোঃ

—“ফাস্ট মিট, হিরো পেইন্টিং করতে খুব ভালোবাসে,সে তার অবসর সময়ে পেইন্টিং করে,আর হিরো একটু রাগী লাইপের হবে….

“তো একদিন একটা সুন্দর জায়গার নদীর কাছে একটা গাছের নিচে বসে ছবি আঁকছিল রিয়াদ আইমিন গল্পের হিরো যার নাম থাকবে আকাশ,আর হিরোইন জুথি ওর নাম থাকবে মিষ্টি!’তো জুথি আইমিন মিষ্টি হবে একটু দুষ্টু প্রকৃতির মেয়ে আর মিশুক টাইপের!’

“সো ওয়ান ডে….

“সময়টা দুপুর!’রোদ্দুরে চিক চিক করছে চারপাশ,ধবধবে সাদা আকাশ,নদীর কিনারায় একটা সুন্দর আলিশান জায়গায় বড় গাছের নিচে দাঁড়িয়ে পেইন্টিং আঁকতে ব্যস্ত হিরো,গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকছে সে…

অন্যদিকে…

“হিরোইন হিরোর কাছ থেকে কয়েক কদম দূরে বাচ্চাদের সাথে পানির পাইপ নিয়ে লাফালাফি করছে হঠাৎই হিরোইনের হাতের পাইপের পানি ছিঁটকে পড়লো হিরোর পেইন্টিং এর মধ্যে সাথে হিরোকেও ভিজিয়ে দিল…

.

“এদিকে চেয়ারে বসে রিয়াদ রাইটারের কথা শুনে মনে পড়লো তার সেদিন রাতের কথা যেদিন বর্ষনের রাত,লোডশেডিং হওয়ার কারনে তানজু তার জন্য পুরো রুম জুড়ে ক্যান্ডেল সাজিয়েছিল সাথে তাকে বিছানায় বসিয়ে বলেছিলঃ

—“just feel sir, আপনি ধবধবে সাদা আকাশের নিচে সুন্দর এক বিশাল কাঠগোলাপ ফুলের গাছের নিচে বসে আছেন!’গাছ থেকে সাদা রঙের কাঠগোলাপের পাপড়ি পড়ছে,আপনি গাছের নিচে বসে জিনিসটা ফিল করছেন এমন সময় একটা মেয়ে দৌড়ে এসে আপনার মুখে এক বালতি পানি ঢেলে দিলো সাথে সাথে আপনার ঘুম ভেঙে গেল…

“তানজুর কথা শুনে রিয়াদ চোখ খুলে বলেছিলঃ

—“লাইক সিরিয়াসলি তানজু এইটা ফিল করবো…

—“না মানে ওই আর কি….(মাথা চুলকিয়ে)

—“আর কিছু পেলে না..

—“দেখুন স্যার আমি কোনো রাইটার নই যে আপনাকে এর থেকে ভালো স্টোরি শুনাতে পারবো…

—“তাই বলে, বলা নেই কওয়া নেই প্রথম দেখায় সোজা মুখে পানি ঢেলে দিলো….

—“কেন স্যার প্রথম দেখাটা এভাবে হলে প্রবলেম কি?’

—“প্রবলেম কি মানে…

“এই নিয়ে কথা কাটাকাটি হয়ে গিয়েছিল তাদের মধ্যে…

.

“কথাগুলো ভাবতে ভাবতে উচ্চস্বরে হেঁসে উঠল রিয়াদ!’

“আচমকা রাইটারের কথার মাঝখানে রিয়াদকে হাসতে দেখেই সবাই অবাক হয়ে তাকালো রিয়াদের দিকে!’সবাইকে এইভাবে তাকাতে রিয়াদ কিছুটা আনিজি ফিল হলো নিজের হাসি থামিয়ে বললো সেঃ

—“আই এম সরি…

“রিয়াদের কথা শুনে রাইটার বলে উঠলঃ

—“গল্প কি ভালো লাগে নি…

—“না না তেমন কিছু নয় আসলে এই কাহিনিটার কথা শুনে আমার কিছু মনে পড়ে গিয়েছিল তাই হেঁসে ফেলেছি…

—“ওহ,

—“হুম বি কন্টিনিউ রাইটার…

“রিয়াদের কথা শুনে রাইটার আবারো বলতে শুরু করলো!’এদিকে রিয়াদ রাইটারের প্রতিটি কথায় তানজুকে ফিল করছে!’

“মাঝখানে কাটলো ৫ দিন!’….

“প্রচন্ড বিরক্ত আর অস্থিরতা নিয়ে শুটিং শেষ হওয়ার আগেই বাড়ি চলে আসলো রিয়াদ!’তারপর হন হন করে নিজের রুমে ডুকে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়লো সে…

“আজকাল কোনোকিছুই যেন ঠিক লাগছে না তার,সবকিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে সাথে অস্থিরতা ফিল হচ্ছে রিয়াদের!’অস্থিরতার কারনে ঠিকভাবে নিজের কাজও করতে পারছে রিয়াদ,যেখানে তাকায় সেখানেই শুধু তানজুর প্রতিচ্ছবি ভেসে আসে সামনে!’সব কিছু কেমন পাগল পাগল লাগছে তার,,এতবছর কাজ করে কখনো রিয়াদের এমন ফিল নি কিন্তু কিছুদিন যাবৎ কোনোকিছুই যেন ঠিক ভাবে হচ্ছে না রিয়াদের!’চারপাশে কেমন যেন শুধু তানজুকেই ফিল হয় তার,নিমিষেই বিছানায় বসে চোখ বন্ধ করে ফেললো রিয়াদ…

“আজ থেকে ঠিক দুদিন আগের কথা রিয়াদ শুটিং এর মাঝখানে ক্লান্ত হয়ে চেয়ারে বসে একটু,আর কাউকে বলে এক গ্লাস পানি দিতে!’পানির কথা শুনে একটা মেয়ে রিয়াদের দিকে একগ্লাস পানি দিয়ে বলেঃ

—“স্যার আপনার পানি….

“মেয়েটির কথা শুনে রিয়াদ পানির গ্লাস হাতে নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে বললো থ্যাংক আর কিছু বলবে তার আগেই তানজুকে দেখে অবাক হয়ে বললোঃ

—“তুমি…

—“হুম আমি…

—“তুমি এখানে কি করছো…?’

—“মানে কি বলছেন স্যার..?’

“সাথে সাথে বিষম খায় রিয়াদ,কিছুক্ষন পর আবার তাকিয়ে দেখলো মেয়েটি তানজু নয় অন্য কেউ!’সাথে সাথে চমকে উঠলো রিয়াদ!’রিয়াদকে চমকে উঠতে দেখে বললো মেয়েটিঃ

—“কি হলো স্যার…

—“না কিছু নয়…

“বলেই ঢকঢক করে পুরো পানি শেষ করে মেয়েটির কাছে খালি গ্লাস দিয়ে দিল রিয়াদ!’এভাবে এখানে ওখানে বার বার শুধু রিয়াদ তানজুকে দেখছে আর চমকে যাচ্ছে!’আজ তো….

“কিছুক্ষন আগে…

“জুথির সাথে একটা কাপল ড্যান্সের শুটিং করতে ছিল রিয়াদ,হুট করেই জুথির জায়গায় তানজুকে দেখলো রিয়াদ সাথে সাথে রিয়াদ চমকে উঠে ছেড়ে দেয় জুথিকে,জুথিকে ছেড়ে দিতেই নিচে পড়ে যায়!’ঘটনাচক্রে সবাই বেশ অবাক হয়,ডিরেক্টর তো দৌড়ে এসে বললোঃ

—“কি হলো রিয়াদ….

“উওরে রিয়াদ কিছু বলতে পারলো না!’

“ইদানীং রিয়াদের আচরণের কিছুটা পরিবর্তন দেখছে সবাই!’হুট করেই কথার মাঝখানে হেঁসে ফেলে,আবার হুট করেই চমকে উঠে!’বিষয়টা নিয়ে সবাই বেশ সমালোচনা করছিল তাই আজ বাধ্য হয়ে রিয়াদ শুটিং ছেড়ে চলে আসে,বিরক্ত লাগছে তার,চরম বিরক্ত,সাথে রাগও হচ্ছে…..

“কিছু একটা ভেবে চোখ খুলে ফেললো রিয়াদ,তারপর বিছানার উপরে থাকা মোবাইলটা হাতে নিয়ে ফোন করলো সে….

_______

“তাসলিমার শশুড় বাড়ি বেড়াতে এসেছে তানজু,আদি আর হিয়ামিনি!’বউভাতের পর আজ আর একবার তানজু আসলো এখানে!’খুব ধুমধাম করেই তাসলিমার বউভাতের অনুষ্ঠান পালন করা হয়েছিল!’আজ ওরা এসেছে তাসলিমা আর তৌহিদকে ওদের সাথে ওদের বাড়ি নিয়ে যেতে!’এটা ওদের দুলাভাইর আবদার!’আর তাসলিমার শশুড় বাড়িটাও খুব সুন্দর!’তাই ওরা তিনজন চলে এসেছে এখানে…

.

“বাড়ির পিছনে সুন্দর পথ পেরিয়ে গাছেদের টপকে নীরবে হেঁটে চলেছে তানজু!’আশেপাশে কেউ নেই তার!’বউভাতের দিন তেমন কিছুই ঘুরে দেখা হয় নি তানজুর তাই আজ একটু ঘুরে ঘুরে দেখছে সবকিছু!’একদম নিরিবিলি আর সুনসান জায়গা!’এমন সময় তানজুর হাতে থাকা ফোনটা বেজে উঠল!’উপরে রিয়াদের নাম দেখে তানজু হাল্কা হেঁসে বলে উঠলঃ

—“হ্যালো স্যার….

“অপরপাশে রিয়াদ তানজুর হ্যালো শুনে আগে পিছনে কিছু না বলেই হতভম্ব হয়ে বললোঃ

—“তোমাকে কালকের মধ্যে আমার সামনে দেখতে চাই তানজু…?’

“হুট করেই রিয়াদের এমন কথা শুনে ঘাবড়ে যায় তানজু,কিছুটা বিষন্ন কন্ঠ নিয়ে বললোঃ

—“কেন স্যার কি হয়েছে?’

—“কিছু হয় নি তুমি কালকের মধ্যে ঢাকা বেক করছো তানজু ইট’স ফাইনাল….

—“কিন্তু স্যার…

—“আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না তানজু কালকের ভিতর তুমি আমার সামনে আসছো মানে আসছো…?’

“উওরে তানজুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয় রিয়াদ!’এদিকে তানজু কিছুক্ষন হ্যালো হ্যালো করে অবাক হয়ে বললোঃ

—“এটা কি হলো উনি নিজেই তো বলেছিলেন আমার ইচ্ছে মতো যেতে,তাহলে হুট করে কি হলো ওনার আর এতো রেগেই বা কথা কেন বলছিলেন..?’😳
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!’খুব তাড়াতাড়ি একটা ধামাকা দিবো সবাই অপেক্ষা কর]

#TanjiL_Mim♥️