রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-২৭

0
1031

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ২৭

“রাগী মুড নিয়ে গাড়িতে বসে আছে রিয়াদ!’প্রচন্ড রাগ হচ্ছে তার,আর ওর পাশেই বিন্দাস মুড নিয়ে বসে আছে তানজু,ফোন দেখছে সে!’তানজুর এই ডোন্ট কেয়ার ভাবটা একদমই নিতে পারছে না রিয়াদ!’কিছু বলবে তাও পারছে না বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেছে রিয়াদ!’শেষমেশ কিছু করতে না পেরে বিরক্ত নিয়েই চুপচাপ গাড়িতে বসে চললো সে!’এরই মাঝে তানজু তার ফোনটা রেখে বলে উঠলঃ

—“আজকের শুটটা কিন্তু অনেক সুন্দর ছিল স্যার,আপনায় আর জুথি ম্যামকে অনেক সুন্দর লাগছিল…

“উওরে রিয়াদ কিছু বললো না!’রিয়াদকে চুপ থাকতে দেখে তানজুও আর কিছু বললো না!’কারন সে বুঝে গেছে কোনো এক কারণে রিয়াদের মুড অফ,তানজু ছোট্ট একটা দীর্ঘ শ্বাস ফেলে জানালার দিক মাথা দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে নিলো,হাল্কা ক্লান্ত লাগছে তাঁর…

___

“রাত_৯ঃ০০টা…..

“ডিনার পার্টির জন্য তৈরি হচ্ছে রিয়াদ!’যদিও তার তেমন একটা আগ্রহ নেই তারপরও ডিরেক্টরের কথা রাখতে তাকে যেতে হবে!’ওয়াইট শার্ট সাথে নীল কোট পড়ে তৈরি সে!’হঠাৎই দরজায় নক করলো কেউ,রিয়াদ তার মাথার চুলগুলোকে হাল্কা ঠিক করে চললো দরজার কাছে!’দরজা খুলতেই তানজুকে দেখে বলে উঠল রিয়াদঃ

—“কি হলো তুমি এখনো তৈরি হও নি কেন?’

—“বলছিলাম কি স্যার আমি যদি না যাই তাহলে কি সমস্যা হবে..

—“যাবে না কেন তুমি?’

—“আসলে স্যার আপনি তো জানেন আমি ড্রিংক করা পছন্দ করি না কিন্তু আপনার এই ডিনারে অলওয়েজ ড্রিংক থাকে আর বার বার রিফিউজ করতে ভালো লাগে না আমার তাই আর কি?’

—“তুমি এই সামান্য বিষয়ের জন্য যাবে না,ডোন্ট ওয়ারি তোমাকে ড্রিংক করতে হবে না আর রিফিউজ তোমার করা লাগবে না আমি বলবো ওকে,এখন যাও তাড়াতাড়ি তৈরি হয়ে আসো..

”উওরে তানজু মুচকি হেঁসে বললোঃ

—“ওকে স্যার..

____

“বড় একটা রেস্টুরেন্টে বসে আছে রিয়াদ আর ওর পাশেই তানজু!’এছাড়াও ডিরেক্টর,জুথি,রিকসহ আরো অনেকেই আছে!’ডিরেক্টর সবাইকে উদ্দেশ্য করে বললোঃ

—“আজকে এই ডিনারের একমাত্র কারণ হলো আমাদের সাকসেসফুললি শুটিং, খুব তাড়াতাড়ি আমাদের মুভি রিলিজ হবে…আর এবারের মুভিতে ভালো সফলতা আসলে অনেক বড় পার্টির অরগ্রানাইজ করবো আমি,,

“ডিটেক্টরের কথা শুনে সবাই হাতে তালি দিলো!’এমন সময় সেখানে উপস্থিত হলো অনন্যা,পরনে তার কালো শর্ট ড্রেস,হাতে দুটো সুন্দর ফুলের তোড়া,পায়ে কালো হাই হিল পড়ে রেস্টুরেন্টে ঢুকলো সে!’তাকে দেখে সবাই বেশ অবাক হয়েছে শুধু ডিরেক্টর বাদে,কারন সেই ডেকেছে অনন্যাকে!’তানজু অনন্যাকে দেখে একবার অনন্যার দিকে আর একবার রিয়াদের দিকে তাকাচ্ছে!’এই মুহূর্তটা একদমই কল্পনার বাহিরে ছিল তানজুর!’অনন্যাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়লো শুধু রিয়াদ বাদে!’অনন্যা মুচকি হেঁসে আসলো সবার সামনে,ডিরেক্টরসহ সবাই খুশি মনে তাকালো অনন্যার দিকে!’অনন্যা তার হাতের একটা তোড়া রিয়াদের দিকে এগিয়ে দিয়ে বললোঃ

—“কংগ্রেস রিয়াদ…

“উওরে রিয়াদ হাল্কা হেঁসে তোড়াটা হাতে নিয়ে বললোঃ

—“থ্যাংক ইউ!’

“উওরে মুচকি হাসলো অনন্যা,তারপর সে চলে যায় জুথির কাছে ওর দিকে আরেকটা তোড়া এগিয়ে দিয়ে বললোঃ

—“কংগ্রেস জুথি…

“অনন্যার কাজে জুথি তো মহা খুশি কারন অনন্যা হচ্ছে তার চেয়ে এক বছরের সিনিয়র,আর সিনিয়রদের কাজ থেকে কোনো গিফট পাওয়া সত্যি আনন্দদায়ক!’খুশি হয়ে অনন্যার হাত থেকে তোড়াটা নিয়ে বললো জুথিঃ

—“থ্যাংক ইউ ম্যাম…

“জুথির কথা শুনে মুচকি হেঁসে মাথা নাড়ালো অনন্যা,তারপর সবাইকে উদ্দেশ্য করে বললোঃ

—“কংগ্রেস অল টিম….

“উওরে সবাই হেঁসে বললোঃ

—“থ্যাংক ইউ ম্যাম!’

“এরপর অনন্যা গিয়ে বসে পড়ে রিয়াদের সোজাসুজি চেয়ারে!’অনন্যার পাশেই ছিল রিক!’রিককে দেখে বলে উঠল অনন্যাঃ

—“ও কে?’

—“আমার ভাই (জুথি)

—“ওহ,,

—“হুম…!’

“রিক অনন্যার দিকে নিজের হাত এগিয়ে দিয়ে বললোঃ

—“nice too meet you…

“উওরে অনন্যা নিজের হাত না এগিয়ে হাল্কা হাসলো!’অনন্যার কাজে কিছুটা বিব্রত ফিল করলো রিক!’তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে ফেললো সে!’এর মধ্যে ডিরেক্টর সবাইকে উদ্দেশ্য করে বলে উঠলঃ

—“তাহলে ডিনার শুরু করা যাক…

—“হুম…

“শুরুতেই সবাই যার যার খাবারের পাশে ড্রিংকের গ্লাসে হাত নিলো!’তানজু কি করবে বুঝতে পারছে না!’রিয়াদ তানজুর অবস্থা বুঝতে পেরে ওর দিকে হাল্কা ঝুঁকে আস্তে বললোঃ

—“ডোন্ট ওয়ারি তানজু,এটা সফট ড্রিংক উইথ কোক?’

“রিয়াদের কথা শুনে হাসলো তানজু তারপর বললোঃ

—“থ্যাংক ইউ!’

“রিয়াদ অনেক আগেই তানজুর জন্য সফটড্রিংক অর্ডার করেছিল!’আর সুযোগ বুঝে গ্লাস এক্সচেঞ্জও করে ফেলেছে!’

“অনন্যা রিয়াদ আর তানজুর কাজ দেখে ভিতরে ভিতরে জ্বলে পুড়ে যাচ্ছে রাগ হচ্ছে তার প্রচুর রাগ!’সবাই যে যার ড্রিংকের গ্লাস হাতে নিয়ে একসাথে দাঁড়িয়ে একসাথে সবার গ্লাস এক জায়গায় এনে বললোঃ

—“চিয়ার্স….

“তারপর ড্রিংকে এক চুমুক দিয়ে সবাই যার যার খাবার খেতে শুরু করলো!’

“অন্যদিকে অনন্যা তাকিয়ে আছে রিয়াদ আর তানজুর দিকে!’কারন রিয়াদ একটু বেশি কেয়ারিং দেখাচ্ছে তানজুকে!’যেমন মুখে একটু খাবার লাগলেই রিয়াদ হাত দিয়ে তা মুছে দিচ্ছে!’আর এসব কেয়ারিং অনন্যার সহ্য হচ্ছে না….

“রিক বিষয়টা খেয়াল করেছে!’তবে কিছু বললো না সে’….

____

“ঘড়িতে প্রায় ১১ঃ০০টার কাঁটায় ছুঁই ছুঁই!’সবাই যে যার খাবার শেষ করেছে অনেক আগেই!’একে একে সবাই সবাইকে বিদায় জানিয়ে চললো নিজেদের গন্তব্যে..

.

“গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তানজু,,কারন রিয়াদ এখনো বের হয় নি রেস্টুরেন্ট থেকে!’হঠাৎই একটা ফোন আসায় রিয়াদ ওখানেই বসেই কথা বলতে শুরু করে!’আর তানজু চলে আসে!’চুপচাপ দাঁড়িয়ে আছে তানজু!”এমন সময় তানজুর পাশে এসে দাঁড়ালো অনন্যা!’তানজু অনন্যাকে দেখে কিছুটা বিস্মিত হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো!’অনন্যা তানজুর কাছে এসে বললোঃ

—“কংগ্রেস…

“তানজু কিছুটা বিষন্নতা নিয়ে বলে উঠলঃ

—“আমায় কংগ্রেস কেন দিচ্ছেন ম্যাম…

—“বারে ভুলে গেলে নাকি রিয়াদ কানাডায় বসে বলে ছিল এই ফ্লিমটা রিলেস হলেই তোমরা বিয়ে করছো তাই আগেই কংগ্রেস তোমাদের জন্য….

“অনন্যার কথা শুনে বাজ পড়লো তানজুর মাথায় সে তো প্রায় ভুলে গিয়েছিল বিষয়টা!’তানজু হাল্কা হাসলো!’তানজুর হাসি দেখে আর কিছু বললো না অনন্যা!’অনেককিছুই বলতে ইচ্ছে হচ্ছিল তার কিন্তু বলতে পারলো না সে!’চুপচাপ চলে যায় অনন্যা!’এদিকে তানজু কিছুটা ঘাবড়ে গেল আবার ভাবলোঃ

—“স্যারের সাথে তার চুক্তির দিন তো শেষ প্রায়,,

“জোরে এক নিঃশ্বাস ফেললো সে!’তার বললোঃ

—“অবশেষে তবে সেই দিন চলেই আসলো তানজু,,সবাই যখন পুরো বিষয়টা জানবে না জানি কেমন রিয়েকশন দিবে…?

—“কিসের রিয়েকশন তানজু…?’

“আচমকা রিয়াদের কন্ঠ শুনে কিছুটা চমকে উঠলো তানজু!’তারপর কাঁপা কাঁপা গলায় বললোঃ

—“না স্যার কিছু না…

—“এক্ষুনি তো কিছু একটা বলছিলে তুমি…

—“না স্যার কিছু নয়…

—“সত্যি বলছো…

—“জ্বী স্যার..

—“ওকে…

“উওরে তানজু আর কিছু না বলে তাড়াতাড়ি গিয়ে বসে পড়ে গাড়িতে!’তানজুকে গাড়িতে বসতে দেখে রিয়াদও আর কিছু না ভেবে গিয়ে বসে পড়ে গাড়িতে!’ওরা বসতেই ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলো….

.

“রাতের মুক্ত আকাশের ঠান্ডা বাতাসের মাঝখান দিয়ে নীরবতায় গাড়িতে করে চলছে রিয়াদ তানজু!’কারো মুখেই কোনো কথা নেই,তানজু অনেককিছু বলবে ভেবেও কিছু বলতে পারছে না!’কোথা থেকে কি শুরু করবে সেটাই বুঝতে পারছে না সে!’কিছুটা অস্থিরতা নিয়ে বসে আছে তানজু!’শেষমেশ কিছু বলতে না পেরে নীরবেই বসে রইলো সে!’

____

“বেশ কিছুক্ষন পর রিয়াদদের গাড়ি এসে থামলো রিয়াদের বাড়ির সামনে!’গাড়ি থামতেই রিয়াদ আগেই নেমে চললো তার রুমের দিকে!’তানজুও তাড়াতাড়ি নেমে পড়লো তারপর দৌড়ে চললো সে রিয়াদের কাছে!’

“রিয়াদ বাড়ির ভিতর ঢুকে দুই সিঁড়ি ওপরের ওঠতেই পিছন থেকে তানজু বলে উঠলঃ

—“এক মিনিট স্যার…

“তানজুর কথা শুনে দাঁড়িয়ে পড়লো রিয়াদ!’তারপর পিছন ঘুরে তানজুর দিকে বললোঃ

—“হুম…

—“আমার কিছু বলার ছিল স্যার…

—‘এখন..

—“জ্বী স্যার..

—“কাল শুনবো তানজু এখন বড্ড ক্লান্ত লাগছে আমার…

—“কিন্তু স্যার..

“উওরে রিয়াদ কিছু না বলেই চললো তার রুমের দিকে!’তানজু একরাশ বিষন্নতা নিয়ে তাকিয়ে রইলো রিয়াদের যাওয়ার পানে!’তারপর ছোট্ট শ্বাস ফেলে সে চললো তার রুমের দিকে….

____

“নিজের রুমে ঢুকে ভাংচুর শুরু করে দিল অনন্যা!’চরম রাগ হচ্ছে তার বার বার শুধু রিয়াদের তানজুর ওপর কেয়ারিং করার বিষয়গুলো মনে পড়ছে!’তারওপর তানজুর হাসি,সবকিছু ভাবতেই রাগে মাথা গরম হয়ে যাচ্ছে তার!’ড্রেসিং টেবিলের কাঁচের আয়নার ওপর ফুলদানি মেরে ভেঙে ফেললো অনন্যা!’পুরো রুমের জিনিসপএ তছনছ করেও তার রাগ কমছে না!’এরই মাঝে অনন্যার ফোনটা বেজে উঠল!’অনন্যা ফোনটা তুলে বললোঃ

—“কাজ হয়েছে…

—“ইয়েস ম্যাম প্রথমে রাজি না হলেও এখন রাজি কাজটা করতে…?’

—“ওকে,কালকেই কাজটা করিয়ে নিবে…

—“ইয়েস ম্যাম,,আপনিও ঠিক টাইমে চলে আসবেন…?’

—“সেটা নিয়ে তোমায় ভাবতে হবে না আমি চলে যাবো…

—“ওকে ম্যাম…

—“হুম,,,

“বলেই ফোনটা কাটলো অনন্যা!’

.
.

সূর্যের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙলো তানজুর কিছু একটা ভেবে চটজলদি বিছানা ছেড়ে উঠে বসলো সে!’তারপর কিছু একটা ভেবে দৌড়ে চললো সে রিয়াদের রুমের দিকে!’

.

“সদ্য গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয় রিয়াদ!’তারপর ওয়াইট টিশার্ট আর ব্লাক ট্রাউজার পড়ে আয়নার সামনে দাঁড়ায় সে!’চুল দিয়ে এখনো পানি পড়ছে তার!’হাতে টাওয়াল নিয়ে মাথা মুছতে থাকে সে!’এমন সময় দরজায় নক করেই ভিতরে ঢুকে পড়ে তানজু!’তারপর হতভম্ব কন্ঠ নিয়ে বলে সেঃ

—“স্যার….

“তানজুর কাজে কিছুটা অবাক হয়ে চুল মুছতে মুছতেই বললো রিয়াদঃ

—“তানজু তুমি…

“রিয়াদের কথা শুনে তানজু তার হাত কচলাতে কচলাতে বলে উঠলঃ

—“এইভাবে ঢুকে পড়ার জন্য সরি স্যার আসলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে…?
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………