#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ২৮
“বিছানার উপর বসে আছে রিয়াদ,তার চুল থেকে এখনও বিন্দু বিন্দু পানি পড়ছে!’রিয়াদের সামনেই দাঁড়িয়ে আছে তানজু হাত কচলাচ্ছে সে!’রিয়াদ বেশ বুঝতে পেরেছে তানজু কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না!’রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বললোঃ
—“কি হয়েছে তানজু,কিছু বলছো না কেনো?’
—“আসলে স্যার..
—“আর কতক্ষণ আসলে আসলে বলবে তানজু,এখন তো আসলের পরের অংশগুলো বলো…
—“বলছিলাম কি স্যার আমাদের চুক্তির মেয়াদ তো শেষ…
“রিয়াদ তার মাথায় হাত দিয়ে বললোঃ
—“কি…
—“না মানে স্যার কাল রাতে অনন্যা ম্যাম…
“এতটুকু বলে তানজু অনন্যার বলা কথাগুলো বললো রিয়াদকে!’তানজুর কথা শুনে রিয়াদ বসা থেকে উঠে দাঁড়ালো!’তারপর কিছুটা হতভম্ব কন্ঠে বললোঃ
—“তুমি কি বলেছো তানজু?’
“আচমকা রিয়াদকে বসা থেকে দাঁড়িয়ে পড়তে দেখে কিছুটা চমকে উঠলো তানজু!’তারপর বিষন্নভরা কন্ঠ নিয়ে বললোঃ
—“আমি কিছু বলি নি স্যার,কিন্তু এখন তো আপনাকে সবটা বলতে হবে সবাইকে…
“তানজুর কথা শুনে রিয়াদ একটু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললোঃ
—“কি বলবো…
—“কেন স্যার ভুলে গেলেন…
—“কি ভুলবো..
—“বারে স্যার আপনার আমার মধ্যে তো সত্যি কারের কিছু নেই,এতদিন যা করেছেন সবই তো নিছোকি অভিনয় ছিল,তাই এবার আপনার সবাইকে সব সত্যি বলে দেওয়া উচিত স্যার,আর এমনিতেও আজ নয় কাল সবাইকে সত্যিটা তো বলতেই হতো তাই না…
“তানজুর কথা শুনে রিয়াদ এগোতে থাকে তানজুর দিকে,হুট করে রিয়াদকে এগোতে দেখে কিছুটা ঘাবড়ে যায় তানজু প্রথমে ভেবেছিল রিয়াদ হয়তো অন্যদিকে যাবে কিন্তু নিজের দিকে আসতে দেখে বললো তানজুঃ
—“আমি কি কিছু ভুল বলেছি স্যার…?’
“রিয়াদ এগোতে এগোতে তানজুর অনেকটা কাছে এসে বললোঃ
—“না ভুল বলবে কেন যেটা সত্যি সেটাই বলেছো…
“রিয়াদের কথা শুনে হাল্কা কেঁপে ওঠে তানজু তারপর পিছন যেতে যেতে বলেঃ
—“তাহলে কবে বলবেন সবাইকে সত্যিটা…
“হঠাৎ কি হলো রিয়াদের তানজুর হাত ধরে দিলো টান!’আচমকা এমনটা হওয়াতে তানজু এসে পড়লো রিয়াদের বুকের কাছে!’চোখ বড় বড় করে তাকায় তানজু রিয়াদের দিকে!’রিয়াদ তানজুর দিকে ছলছল চোখে তাকিয়ে বললোঃ
—“ধরো আমি যদি সবাইকে বলি সত্যি সত্যি আমাদের মধ্যে কিছু আছে তাহলে…
“রিয়াদের কথা শুনে বুক ধরফর করছে তানজুর,বুকের স্পন্দন কয়েকশত বেগ গতিতে চলছে তার!’তানজু কাঁপা কাঁপা কন্ঠে বলে উঠলঃ
—“কিন্তু এটা তো সত্যি নয় স্যার…
“তানজুর কথা শুনে রিয়াদ তার হাত দিয়ে তানজুর মুখের সামনের থাকা চুলগুলো কানের পাশে গুজিয়ে দিল!’রিয়াদের কাজে বিস্মিত হয় তানজু,রিয়াদের কান্ডগুলো তার মাথার উপর দিয়ে যাচ্ছে!’রিয়াদ তানজুর চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললোঃ
—“সত্যিও তো হতে পারে…
—“ম মা নে…
—“মানে…
“আর কিছু বলবে রিয়াদ তার আগেই তানজুর হাতে থাকা ফোনটা বেজে উঠলো!’ফোনের শব্দ পেতেই আরো কেঁপে উঠল তানজু!’রিয়াদের দিকে তাকিয়ে বললো সেঃ
—“ফোন আসছে স্যার…
“এতটুকু বলে রিয়াদকে ছেড়ে দিয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় সে!’তার শ্বাস আঁটকে যাচ্ছিল প্রায়!’তানজু রুম থেকে বের হতেই রিয়াদ বিছানায় বসে পড়লো এই মুহূর্তে মনে হচ্ছে তানজুকে তার মনের কথা বলে দেওয়ার সঠিক সময় চলে এসেছে,জোরে এক নিঃশ্বাস ফেললো রিয়াদ,একরাশ অস্থিরতা এসে গ্রাস করেছে তাকে…
_____
“নিজের রুমে ঢুকে জোরে জোরে শ্বাস ফেললো তানজু,এখনও বুক কাঁপছে তাঁর!’সে বুঝতে পারলো না হুট করে রিয়াদ স্যারের কি হলো?’নিশ্চয়ই আশেপাশে কেউ ছিল তাদের তাই রিয়াদ স্যার এমন করলো!’ভাগ্যিস ফোনটা এসেছিল না হলে তো ওখানেই দম আঁটকে মারা পড়তো!’ফোনের কথা মনে পড়তেই তাড়াতাড়ি কলটা তুললো তানজু!’তারপর বললোঃ
—“হ্যালো….
“তানজুুর হ্যালো শুনে অপর পাশে তানজুর বেস্টফ্রেন্ড তানিশা বলে উঠলঃ
—“হ্যালো কেমন আছিস দোস্ত…
“অনেকদিন পর তানিশার কন্ঠ পেতেই খুশিতে মনটা ভরে উঠলো তানজুর!’কিছুটা এক্সাইটিং কন্ঠ নিয়ে বললোঃ
—“দোস্ত তুই কেমন আছিস?’
—“হুম ভালো তোর তো কোনো খবরই নেই,সেলিব্রেটি বয়ফ্রেন্ড পেয়ে আমায় ভুলে গেলি একদম…
—“আরে না তোকে ভুলবো কেন আসলে কাজে একটু বিজি থাকি তো তাই আর কাউকে ফোন করা হয় না…
—“হুম বুঝি বুঝি কাজ না ছাই সেলিব্রেটি বয়ফ্রেন্ডের সাথে ডেটিং সেটিং করোস সারাদিন…
—“আরে না তুই যা ভাবছিস এমন কিছুই না…
—“হুম কিছু না বললেই হলো…
—“আরে সত্যি বলছি…
—“ঠিক আছে মেনে নিবো আগে আজ রাতে আমার সাথে দেখা কর তারপর..
—“আজকে…
—“হুম কেন আসতে পারবি না তুই?’…
—“না তেমন কিছু নয় আচ্ছা বল কোথায় আসবো…?’
—“ঠিক আছে আমি তোকে জায়গাটা টেক্স করে দিচ্ছি রাত ৯টায় চলে আসিস…
—“ঠিক আছে,কিন্তু ৯টায় কেন তোর অফিস তো ৮ টায় শেষ হয় না তাই না?’…
“উওরে তানিশা কিছু না বলে ফোনটা কেটে দিল!’তানিশা ফোন কেটে দিতে তানজুও আর কিছু বলতে পারলো না!’তানিশার কন্ঠ শুনে বেশ বুঝতে পেরেছে তানজু তানিশা রেগে আছে তার ওপর!’
.
.
.
“রাত আঁটটা নিজের রুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে তানজু!’পরনে তার পিংক কালার টপ’স,আর ওয়াইট জিন্স!’খোলা চুল,চোখে মুখে হাল্কা মেকাপ দিয়ে তৈরি সে!’এমন সময় তার রুমে ঢুকলো রিয়াদ!’হঠাৎই রিয়াদকে সামনে দেখে কিছুটা চমকে উঠে তানজু,রিয়াদ তানজুকে দেখে বলে উঠলঃ
—“কোথাও কি যাচ্ছো তানজু?’
“রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের সামনে দাঁড়িয়ে বললোঃ
—“হুম,আমি আপনার কাছে এক্ষুনি যেতাম স্যার কিন্তু তার আগেই আপনি চলে আসলেন,কিছু কি বলবেন স্যার?’
—“কোথায় যাচ্ছো তুমি…?
—“আসলে স্যার আমার বেস্টফ্রেন্ডের সাথে দেখা করতে অনেকদিন কথা হয় নি বলে রেগে আছে খুব,এখন তো এমনিতেও কোনো কাজ নেই তাই আর কি?’
—“কখন ফিরবে…
—“এই তো স্যার এক দেড় ঘন্টার মধ্যে চলে আসবো…
—“ওহ..
—“হুম, তা আপনি কি কিছু বলবেন আমায় না মানে আপনি তো কারন ছাড়া আমার রুমে আসেন না…
—“হুম কিছু বলার ছিলো…
—“ওহ বলুন তাহলে…
—“না থাক তুমি ফিরে আসো তারপর বলবো…
“উওরে তানজুও আর জোর করলো না!’মুচকি হেঁসে বললো সেঃ
—“ঠিক আছে স্যার,,,
“রিয়াদ আর কিছু না বলে বেরিয়ে যায় রুম থেকে!’রিয়াদ বের হতেই তানজুু আবার চলে যায় আয়নার সামনে ঠোঁটে হাল্কা গোলাপি লিপস্টিক দিয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে ফোনটা হাতে নিয়ে কাঁধে ব্যাগ ঝুঁলিয়ে চললো সে!’
.
“বাড়ির বাহিরে বের হতেই রিয়াদকে গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল তানজুঃ
—“স্যার আপনি এখানে…
—“হুম তুমি যেখানে যাবে আমার গাড়ি তোমায় পৌঁছে দিবে..
—“না স্যার এটার প্রয়োজন নেই,আমি চলে যেতো পারবো,আর আপনি ছাড়া আপনার গাড়িতে যাবো এটা ভালো দেখায় না…
—“কিন্তু তানজু…
—“কিছু হবে না স্যার,বেশি টেনশন নিবেন না,আর আমি তাড়াতাড়ি চলে আসবো…
“এতটুকু বলে তানজু রিয়াদকে বাই জানিয়ে বেরিয়ে পড়ে নিজের গন্তব্যে!’রিয়াদ কিছুক্ষন তাকিয়ে রইলো তানজুর যাওয়ার পানে!’তারপর সেও আর বাহিরে বেশিক্ষণ না থেকে চলে যায় বাড়ির ভিতর…..
_____
“একটা বড় রেস্টুরেন্টের দু’তলায় বসে আছে তানজু,আর ওর সোজাসুজি তানিশা!’কিছুক্ষন আগেই তানজু এসে বসলো এখানে!’তানিশা তো তাকে দেখেই দৌড়ে জড়িয়ে ধরলো!’তানজুর খুশি মনে বললোঃ
—“তারপর কেমন আছিস তুই?’
—“হুম ভালো তুই…
—“হুম ভালো কতদিন পর তোকে দেখলাম,, সেলিব্রেটিকে পেয়ে আমায় তো একদম ভুলেই গেলিস…
—“আরে তেমন কোনো ব্যাপার নয়….
—“হুম তুই তো কথায় বলিস না রিয়াদের সাথে তোর চক্কর চলছে তার একবার বলিসও নি,এই তুই আমার বেস্টফ্রেন্ড…
—“না আসলে…
“এখন কি বলবে তানজু!’তানজুকে চুপ থাকতে দেখে বলে উঠল তানিশাঃ
—“কি আসলে…
—“আরে খালি মুখেই বক বক করবি শুধু নাকি কিছু খাবিও…
—“ওহ দেখছো আমি একদমই ভুলে গিয়েছিলাম…
“এই বলে ওয়েটারকে ডাক দেয় তানিশা!’তারপর কিছু সফটড্রিংক আর কিছু খাবারের অর্ডার করে সে!’কিছুক্ষনের মধ্যেই ওয়েটার ওদের জন্য খাবার নিয়ে আসে!’খাবার আনতেই তানজু কাঁচের গ্লাসের জুস খেতে শুরু করে!’জুসে এক চুমুক দিতেই কেমন একটু ফিল হলো তানজুর!’তারপরও কিছু না ভেবে খেতে শুরু করলো সে!’তানিশাও খাচ্ছে তার সাথে সাথে!’হঠাৎই কি হলো তানজুর মাথাটা চক্কর দিয়ে উঠলো,,চোখের সামনে সবকিছু ঘোলা ঘোলা দেখছে সে!’তানজু তানিশার দিকে তাকিয়ে বললোঃ
—“এটা কিসের জুস ছিল বলতো…
—“কেন ভালো লাগে নি…
—“না তেমন নয়..
—“তাহলে আরো নে
“এতটুকু বলে আরেক গ্লাস হাতে দিয়ে দেয় তানিশা তানজুকে!’তানজুও কিছু না ভেবে খেয়ে ফেলে সবটা!’এ রকম পরপর কয়েক গ্লাস খেতেই তানজুর মাথা ঝিম ধরে গেছে!’সবকিছু দুটো দুটো দেখছে সে!’
“অন্যদিকে ওয়েটার দূর থেকে তানজুকে ঝিমাতে দেখে ফোন করলো একটা, তারপর বললোঃ
—“কাজ হয়ে গেছে ম্যাম…
—“গুড আমি আসছি…
“ঘড়ির কাঁচায় ১০টা ছাড়িয়ে গেছে প্রায়!’টেবিলের উপর মাথা দিয়ে চুপচাপ শুয়ে আছে তানজু!’মাথা ঝিম ঝিম করছে তার!’এমন সময় কালো মাস্ক পড়ে সেখানে উপস্থিত হয় অনন্যা!’তানজুর সোজাসুজি বসে বললো সেঃ
—“কি হলো তানজু এখানে ঝিমাচ্ছো কেন বাড়ি যাবে না?’
“আচমকা কারো কন্ঠ কানে আসতেই সোয়া থেকে উঠে বসলো সে!’সামনে তাকাতে সবকিছুই ঘোলা ঘোলা দেখছে সে!’ঠিকভাবে তাকাতে পারছে না তানজু!’বেশ কয়েকবার পলক ফেললো সে!’এরই মাঝে আবারো কানে ভেসে আসলো তারঃ
—“কি হলো তানজু বাড়ি যাবে না নাকি রিয়াদ তোমায় নিতে আসবে…
“রিয়াদের কথা শুনতেই হেঁসে ফেলে তানজু!’তারপ বলেঃ
—“হুস চুপ রিয়াদ স্যার কেন আসবে এখানে?’
—“বারে তুমি ওনার গার্লফ্রেন্ড আর উনি আসবে না…
“তানজু টেবিলে ওপর থেকে আরেক গ্লাস জুস হাতে নিয়ে ঢকঢক করে খেলো তারপর বললোঃ
—“কে বলেছে আমি ওনার গার্লফ্রেন্ড?’
“তানজুর কথা শুনে মনে মনে খুশি হয় অনন্যা!’সে তো এটাই শুনতে চেয়েছিল!’অনন্যা মনে মনে খুশি হয়ে তানজুর দিকে আরেক গ্লাস জুস এগিয়ে দিয়ে বললোঃ
—“তুমি রিয়াদের গার্লফ্রেন্ড নও তাহলে সেদিন যে কানাডায় বসে রিয়াদ বললো….
—“ওগুলো তো…
“আর কিছু বলবে তার আগেই ফোন বাজলো তানজুর!’রিয়াদ ফোন করেছে তাকে!’বিরক্ত হয় অনন্যা তানজু ফোন ধরতে যাবে তার আগেই অনন্যার লোকেরা ফোনটা নিয়ে সুইচ অফ করে দেয়!’অনন্যা তানজুর দিকে তাকিয়ে বললোঃ
—“কি হলো তানজু বলছো না কেন রিয়াদ যে কানাডায় বসে বললো সেগুলো কি ছিলো তবে…
—“ওগুলো তো নাটক ছিল অনন্যা ম্যামকে যাতে বিয়ে করতে না হয় তাই রিয়াদ স্যার মিথ্যে বলেছিলেন….
—“তার মানে তুমি রিয়াদের গার্লফ্রেন্ড নও তানজু…
“তানজু তার হাতের গ্লাসটা মুখে নিয় আরেক চুমুক দিয়ে বললোঃ
—“না….
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………
[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!”]
#TanjiL_Mim♥️