রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-২৯

0
1087

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ২৯

“সোফার সামনে দাঁড়িয়ে লাগাতার পায়চারি করছে রিয়াদ!’ঘড়ির কাটায় তখন ১১ঃ০০টা বেজে ছাড়িয়ে গেছে!’এখন প্রচুর টেনশন হচ্ছে রিয়াদের কারন তানজু বলেছিল এক দেড় ঘন্টার ভিতর চলে আসবে কিন্তু এখনও আসছে না!’কতক্ষণ আগে ফোন করেছিল রিয়াদ তানজুকে কিন্তু ধরে নি পরের বার ফোন করতে ফোন অফ!’রিয়াদ ভাবলো হয়তো চার্জ নেই!’কিন্তু এখনও তানজুকে আসতে না দেখে কিছুটা অস্থিরতা ফিল হচ্ছে তার!’রিয়াদ আর বেশি কিছু না ভেবে মুখে মাস্ক পড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো!’

__

“রেস্টুরেন্টে মাতাল হয়ে টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে আছে তানজু,,আর ওর সামনেই অনন্যা রহস্যময়ী হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে!’এমন সময় অনন্যার একজন লোক বলে উঠলঃ

—“ম্যাম আমাদের তো কাজ শেষ এখন কি করবো?’

—“কিছু করতে হবে না চল এখান থেকে…

—“আর তানজু…

—“ওকে কিছু করতে হবে না ওর ফোনটা অন করে টেবিলের ওপর রাখো…

—“ওকে ম্যাম…

“অনন্যার কথা মতো তানজুর ফোনটা অন করে তানজুর মাথার পাশেই টেবিলের ওপর রাখলো!’তারপর একে একে সবাই বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে!’অনন্যা কিছুক্ষন তানজুর দিকে তাকিয়ে থেকে বললোঃ

—“কালকের সকালের সারপ্রাইজের জন্য তৈরি থাকো রিয়াদ,সাথে তুমিও তানজু?’…

“এতটুকু বলে সেও বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে!’

.

“ঘড়ির কাঁটায় ১২টা বেজে ৪ মিনিট!’এমন সময় একজন ওয়েটার এসে ডাকলো তানজুকে!’কারো আওয়াজ পেতেই তানজু মাথা তুলে তাকালো!’কিন্তু অতিরিক্ত নেশা করে ফেলায় সব কিছু ঘোলা ঘোলা দেখছে সে!’তানজু আবছা আবছা কন্ঠে বলে উঠলঃ

—“হুম…

—“ম্যাম আপনি কি বাড়ি যাবেন না আমরা তো আর কিছুক্ষনের মধ্যেই রেস্টুরেন্ট অফ করে দিবো…

“তানজুর আবছা আবছা বুঝতে পারলো লোকটার কথা!’আস্তে আস্তে বসা থেকে উঠে দাঁড়ালো সে!’তারপর বললোঃ

—“ওহ ওকে!’

“এতটুকু বলে টেবিলের উপর থেকে ব্যাগটা নিলো তানজু!’তারপর ওয়েটারকে থ্যাংক ইউ বলে চলতে শুরু করলো!’ঠলতে ঠলতে এগোচ্ছে তানজু!’তানজু দু’পা এগোতেই ওয়েটার টেবিলের উপর তানজুর ফোনটা দেখে বলে উঠলঃ

—“ম্যাম আপনার ফোন?’

“ওয়েটারের কথা শুনে দু’পা এগিয়েও আবার পিছন ফিরে তাকায় তানজু!’তানজুকে দাঁড়াতে দেখে ওয়েটার হেঁটে এসে ফোনটা দিতে নেয় তানজুর হাতে!’এরই মাঝে তানজুর ফোনটা বেজে উঠল ওয়েটার কিছু একটা ভেবে ফোনটা তুলে বললোঃ

—“হ্যালো….

“তানজুর ফোনে একটা অপরিচিত ছেলের কন্ঠ পেতে চিন্তিত কন্ঠে বলে উঠল রিয়াদঃ

—“হ্যালো তানজু, এটা তো তানজুর নাম্বার…

—“জ্বী স্যার এটা ওনারেই নাম্বার…

—“তাহলে তানজুু কোথায়..?’

“ওয়েটার তানজুর দিকে তাকিয়ে বলে উঠলঃ

—“উনি তো মাতাল হয়ে আছে স্যার…

“ওয়েটারের কথা শুনে রিয়াদ অবাক হয়ে বললোঃ

—“কি,,এসব কি বলছেন?

—“ঠিকই বলছি স্যার…

—” আচ্ছা ও একজেকলি এখন কোথায় আছে…?’

—“উনি তো এখন চলে যাচ্ছে স্যার…

—“ওকে যেতে দিও না আমি এক্ষুনি আসছি এড্রেস বলো…

“রিয়াদের কথা শুনে ওয়েটারও এড্রেস বললো রিয়াদকে!’রিয়াদ ওয়েটারের কথা শুনে বললোঃ

—“ওকে আমি এক্ষুনি আসছি,আর দেখো ও যেন কোথাও না যায়…

—“ওকে স্যার…

“উওরে রিয়াদ আর কিছু না বলে ফোনটা কেটে গাড়ির স্পিড বারিয়ে দেয়!’

_____

“টেবিলে বসে আবারো ড্রিংক করছে তানজু!’এমন সময় রেস্টুরেন্টের ভিতর ছুট্টে আসলো রিয়াদ!’তানজুর এমন অবস্থা দেখে অবাক হয়ে বললো সেঃ

—“এসব কি করছো তানজু?’

“তানজু কিছু বলবে তার আগেই ওয়েটার আসলো রিয়াদের সামনে!’তারপর বললোঃ

—“দেখুন স্যার অনেক্ক্ষণ যাবৎ বারন করছি ওনাকে কিন্তু উনি শুনছেনই না…

“ওয়েটারের কথা শুনে তানজু বলে উঠলঃ

—“কে বলেছে আমি শুনি নি,উনি মিথ্য বলছে স্যার…

—“shut up তানজু…

“রিয়াদের কথা শুনে তানজু ঠোঁটে আঙুল দিয়ে বসে পড়লো!’রিয়াদ ওয়েটারকে থ্যাংক ইউ জানিয়ে আর রেস্টুরেন্টের বিল মিটিয়ে তানজুকে কোলে তুলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো!’রিয়াদকে কোলে তুলতে দেখে তানজু বলে উঠলঃ

—“এসব কি করছেন স্যার?’

—“চুপ থাকো তানজু,এসব কি করে হলো আর তুমি তো বলেছিলে তোমার ফ্রেন্ড আছে কোথায় সে…

—“কি জানি…

—“তুমি তো ড্রিংক করো না তানজু তাহলে…

“রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের গলা জড়িয়ে ধরে বললোঃ

—“আপনি কত্তো ভালো স্যার…

“তানজুর মুখে এমন আহামরী কথা শুনে রিয়াদ কিছুটা রাগান্বিত কন্ঠ নিয়ে বললোঃ

—“আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি তানজু…

—“আমি কিছু জানি না স্যার,

“উওরে আর কিছু জিজ্ঞেস করলো না রিয়াদ,কারন সে বুঝে গেছে এখন আর তার কোনো কথাই তানজুর মগজে ঢুকবে না!’কিন্তু রিয়াদ এতটুকু শিওর এখানে কিছু তো একটা হয়েছিল!’

“তানজুকে কোলে করে গাড়ি পর্যন্ত আসতে না আসতেই তানজুর কাশতে শুরু করে সাথে বমি বমি ভাব!’রিয়াদ বুঝতে পেরেছে এখন কি হবে, তাড়াতাড়ি তানজুকে কোল থেকে নামিয়ে রাস্তার এক সাইডে দাঁড় করিয়ে মাথা নুড়িয়ে দিল রিয়াদ!’অতিরিক্ত হারে নেশা করার ফলে বমি করে বসে তানজু?’এভাবে কিছুক্ষন পর রিয়াদ কোনোভাবে তানজুকে নিয়ে যায় গাড়ির কাছে!’তারপর তানজুকে গাড়িতে বসিয়ে দিয়ে চললো বাড়ির উদ্দেশ্যে!’কিছুতেই রিয়াদের মাথায় আসছে না হুট করে তানজু এত ড্রিংক কেন করলো?’কি হয়েছিল এখানে….?’

“রাতের জোৎসা ভরা আলোতে নীরব রাস্তা পেরিয়ে এগিয়ে চলছে রিয়াদ!’পাশেই তানজু কতক্ষণ চোখ বন্ধ করছে আবার খুুলছে!’আবার কতক্ষণ হাসছে,নয়তো রিয়াদকে জড়িয়ে ধরছে!’আজ রাতে এ মেয়ে যে রিয়াদকে জ্বালিয়ে ছাড়বে এটা ভালোই বুঝতে পেরেছে রিয়াদ….

_____

“বেশকিছুক্ষন পর….

“রিয়াদ তার গাড়ি থামালো তার বাড়ির সামনে!’তারপর গাড়ি থেকে বেরিয়ে তানজুকে আবার কোলে তুলে নিয়ে চললো বাড়ির ভিতর!’

“বাড়ির ভিতর ঢুকে রিয়াদ তানজুকে সোফায় বসিয়ে দিল!’তারপর নিজের মুখের মাস্কটা খুলে জোরে জোরে শ্বাস ফেললো!’তানজু পাগলামিতে গাড়িতে বসেও মাস্ক পড়ে ছিল রিয়াদ!’এবার রিয়াদ তাকালো তানজুর মুখের দিকে,,কিছুটা লালচে বর্নধারন করেছে তানজুর চোখ!’রিয়াদ কিছু একটা ভেবে তানজুর পাশে বসলো তারপর তানজুর দিকে তাকিয়ে বললোঃ

—“তুমি এত ড্রিংক কেন করেছো তানজু?’

“রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের কাছে এসে ওর গাল স্পর্শ করলো!’আচমকা তানজুর এমন এটাকে কিছুটা চমকে উঠলো রিয়াদ!’তানজু এক দৃষ্টিতে তাকিয়ে আছে রিয়াদের দিকে,,তানজুকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলে উঠল রিয়াদঃ

—“কি হলো তানজু,কথা বলছো না কেন,এত ড্রিংক কেন করেছো তুমি…

“রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের ঠোঁটে আঙুল দিয়ে বললোঃ

—“হুস,আস্তে বলুন স্যার কেউ শুনে ফেলবে..

“কিছুটা বিরক্ত নিয়ে বললো রিয়াদঃ

—“কেউ শুনবে না তানজু,তুমি বলো…

“রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের দু’গাল চেপে ধরে বললোঃ

—“আমি…

“তানজুর কথা শুনে রিয়াদ অতি আগ্রহের সঙ্গে তানজুর দিকে তাকিয়ে বললোঃ

—“হুম তুমি…

“তানজু ছলছল চোখে রিয়াদের গাল আর একটু টাইট করে ধরে বললোঃ

—“আমি…

—“তারপরের গুলো তো বলো, তুমি কি…

—“আমি জানি না স্যার…

“বলেই হেঁসে রিয়াদের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে তানজু!’তানজুর কান্ডে রিয়াদ বোকা বনে যায়!’কিছুটা বিরক্ত নিয়ে তাকায় সে তানজুর দিকে!’চোখ বন্ধ করে রয়েছে তানজু,ফর্সা গাল হাল্কা লাল বর্ন ধারন করেছে তার,সাথে গোছালো চুলগুলো একদম এলেমেলোভাবে ছড়িয়ে ছিটে রয়েছে চারপাশে,,রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তানজুর মুখের দিকে,কিছু একটা ফিল হচ্ছে তার,তানজুর চোখ, মুখ,ঠোঁট সব কিছুতেই এক অন্যরকম অনুভূতি ফিল হচ্ছে!’তানজুর চোখের পাশে ছোট্ট একটা দাগ আছে যেটা আরো বেশি আকৃষ্ট করেছে রিয়াদকে!’

“হঠাৎই চোখ খুলে ফেললো তানজু,আচমকা এমনটা হওয়াতে রিয়াদ কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে,তানজু রিয়াদের দিকে তাকিয়ে বললোঃ

—“এভাবে কি দেখছেন স্যার…

“তানজুর কথা শুনে অন্যদিক মুখ ঘুরিয়ে ফেলে রিয়াদ!’রিয়াদ অন্যদিক মুখ ঘুরাতেই তানজুর চোখের সামনে ভাসছে রিয়াদের গাল!’তানজু কিছুক্ষন সেদিকে তাকিয়ে থেকে হুট করেই তার মাথাটা একটু উপরে উঠিয়ে রিয়াদের গালে চুমু দিয়ে বসে!’গালে কিছু একটা স্পর্শ পেতেই কেঁপে উঠলো রিয়াদ!’অবাক চোখে তাকায় সে তানজুর দিকে!’তানজু রিয়াদের গালে চুমু দিয়ে আবার শুয়ে পড়ে রিয়াদের কোলে তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে বললোঃ

—“আপনি এত সুন্দর কেন স্যার,মাঝে মাঝে মনে হয় আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন কিন্তু আবার ভাবি এটা কি করে সম্ভব, কোথায় আপনি আর কোথায় আমি…

“বলেই রিয়াদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে তানজু!’অন্যদিকে তানজুর কান্ডে রিয়াদ এতটাই শকট হয়েছে যে স্বাভাবিক হতে তার কিছুটা সময় লাগে!’তাই তো তানজুর কথাগুলো তার কান অবদি পৌঁছায় নি…

“ঘড়ির কাঁটায় একটার উপরে বেজে গেছে!’তানজু বেঘোরে ঘুমিয়ে আছে রিয়াদের কোলে মাথা দিয়ে তার রিয়াদ তাকিয়ে আছে তানজুর মুখের দিকে!’নানান কল্পনায় জল্পনায় বিভক্ত সে!’রিয়াদ কিছুক্ষন তানজুর দিকে তাকিয়ে থেকে নিজের গায়ের জ্যাকেটটা খুলে তানজুর গায়ে জড়িয়ে দিলো!’তারপর তানজুর কপালে ছোট্ট একটা চুমু দিয়ে সোফায় বসেই ঘুমিয়ে পড়লো!”

“রাতের জোৎসা ভরা আলো চিকচিক করছে বাড়ির বাহিরে!’রুমের চারিপাশে থাকা থাইগ্লাসের সাদা পর্দা ভেদ করে উঁকি মারছে চাঁদ মামা,হয়তো নতুন কিছু আগমনের আভাস পেয়েছে সে…

.
.

“নিজের রুমের বিছানায় বসে আছে অনন্যা,ঠোঁটে রয়েছে তার রহস্যময়ী হাসি আর হাতে মোবাইল!’অনন্যা তার মোবাইলটার দিকে তাকিয়ে হেঁসে বলে উঠলঃ

—“সকালের সারপ্রাইজের জন্য তৈরি থেকো রিয়াদ,,আমায় বিয়ে করবে না বলে এতো নাটক রিয়াদ,কালকেই এই নাটকের The End হবে,just wait and see Riyad…..

____

“সকালে…..
সূর্যের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙলো তানজুর!’মাথাটা প্রচন্ড ভাড় হয়ে আছে তার,,আশেপাশে তাকাতেই তানজু বুঝতে পারলো সে বাড়িতে আছে,কিন্তু কিছুতেই তার মাথায় আসছে না সে বাড়ি কি করে আসলো সে তো তানিশার সাথে রেস্টুরেন্টে ছিল!’হাল্কা নড়তেই তানজুর সামনে রিয়াদের ফেসটা ভেসে আসলো,সোফার কর্নারে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সে!’তাড়াতাড়ি লাফ মেরে শোয়া থেকে উঠে বসলো সে!’মাথার ওজনে ঠিকভাবে মাথা উঁচু করতে পারছে না তানজু!’দু’হাত দিয়ে নিজের মাথা চেপে ধরলো তানজু,সাথে মনে করতে লাগলো কাল রাতের কথা “কিন্তু না তার কিছুই মনে পড়ছে না”,….

“এরই মাঝে রিয়াদের ঘুম ভেঙে যায় সামনেই তানজুকে মাথা চেপে ধরে রাখতে দেখে কিছুটা বিস্মিত কন্ঠে বলে উঠল সেঃ

—“কি হয়েছে তানজু?’

“রিয়াদের কথা শুনে তানজু তাকায় রিয়াদের দিকে তারপর বললোঃ

—“কাল রাতে কি হয়েছিল স্যার,আমি বাড়ি কখন আসলাম আর আপনি আমি সোফায়…

“তানজুর কথা শুনে রিয়াদ দীর্ঘ শ্বাস ফেলে বললোঃ

—“সে অনেক বড় কাহিনি তানজু,আগে বলো তুমি কাল রাতে ওতো ড্রিংক কেন করেছিলে…

“রিয়াদের কথা শুনে তানজু ভিষণ অবাক হয়,অবাক হয়ে বলে সেঃ

—“কিসব বলছেন স্যার,আমি ড্রিংক করি না আপনি তো জানেন?’

—“সেটা তো আমারও প্রশ্ন?,একটু মনে করার চেষ্টা করো তানজু কাল রাতে কি হয়েছিল তোমার সাথে…

“রিয়াদের কথা শুনে তানজু চিন্তিত মুখ নিয়ে তার মাথাটা চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে!’তারপর কিছুক্ষণ চিন্তা করে বললোঃ

—“আমার যতদূর মনে পড়ছে স্যার আমি জুস খেয়েছিলাম তারপরই কেমন একটু লাগছিল আমার,জুসের টেস্টটাও যেন কেমন ছিল তারপর আর কিছু মনে নেই স্যার…?

—“তার মানে তোমার জুসেই কেউ কিছু মিশিয়ে দিয়েছিল,,?’

—“কিন্তু কেউ এমন কেন করবে স্যার…

—“কারন তো একটা আছেই তানজু..

“রিয়াদের কথা শুনে তানজু চোখ খুলে তাকালো রিয়াদের দিকে!’রিয়াদও তাকালো তানজুর দিকে….

“এরই মাঝে রিয়াদের বাড়ির সামনে প্রচুর চেঁচামেচির আওয়াজ শোনা গেল!’চেঁচামেচির আওয়াজ পেতেই রিয়াদ তানজু দুজনেই দুজনের দিকে দুপলক ফেলে চললো বাহিরে!’

“দরজার বাহিরে যেতেই….
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!”আর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু!”]

#TanjiL_Mim♥️