রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-৩০

0
1124

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ৩০

“রিয়াদের পুরো বাড়ি জুড়ে ভিড় জমিয়েছে প্রেস মিডিয়ার লোকেরা!’তাদের সবার একটাই প্রশ্ন রিয়াদ তানজুর সম্পর্কটা নাকি মিথ্যে ছিল এটা সত্যি কিনা,,আর এটা সত্যি হলে রিয়াদ কেন কানাডায় বসে মিথ্যে বলেছিল!’

“সকাল সকাল মিডিয়াদের এমন প্রশ্ন শুনে রিয়াদ তানজু দুজনেই বেশ অবাক হচ্ছে!’তানজুর তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে!’এমন সময় রিয়াদের গার্ডেরা এসে মিডিয়াদের দূরে সরিয়ে রিয়াদ তানজুকে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিল!’রিয়াদ বেশ অবাক হয়ে বললোঃ

—“এগুলো কি হচ্ছে আর কেনই বা হচ্ছে…

“রিয়াদের কথা শুনে রিয়াদের গার্ড আশরাফ বললোঃ

—“কেউ একজন তানজুর কিছু ভিডিও ভাইরাল করে দিয়েছে স্যার..?

“আশরাফের কথা শুনে ভিষনভাবে অবাক হয় তানজু রিয়াদ!’রিয়াদ আশরাফের দিকে তাকিয়ে বললোঃ

—“কিসের ভিডিও…?’

“রিয়াদের কথা শুনে আশরাফ তার ফোনটা বের করে একটা ভিডিও অন করে দেখালো রিয়াদকে!’

“ভিডিওটা হচ্ছে কাল রাতের,তানজু রেস্টুরেন্টে মাতাল হয়ে রিয়াদ আর তার মিথ্যে সম্পর্কের কথা বলে দেয়,সাথে ওদের ৬ মাসের চুক্তির কথাও বলে!’এসব ভিডিও দেখে তানজুর কলিজা কেঁপে উঠল,কখন এসব হলো তানজুর কিছুই মনে নেই!’তানজু ভয়ে ভয়ে তাকালো রিয়াদের দিকে,সে বুঝতে পারছে না এখন কি হবে?’

“রিয়াদ চুপচাপ দাঁড়িয়ে রইলো কিছুক্ষন!’এবার রিয়াদের মাথায় আসলো কাল রাতে তানজু এত ড্রিংক কেন করেছিল,কেউ ইচ্ছেকৃতভাবে তানজুর মুখ থেকে সত্যিটা জানার জন্য এমন করেছে!’রিয়াদ বুঝতে পারছে না এই মুহূর্তে তার কি করা উচিত,বাহিরে মিডিয়ার লোকেরা লাগাতার দরজায় নক করে চলেছে!’সাথে চেঁচামেচিও করছে!’

“রিয়াদ মুখে হাত দিয়ে বসে পড়ে সোফায়!’অন্যদিকে তানজু চুপচাপ দাঁড়িয়ে আছে ভয়ে কিছু বলতে পারছে না সে!’কতক্ষণ বাহিরের দিকে তাকাচ্ছে আবার কতক্ষণ রিয়াদের দিকে,তানজুর কান্না পাচ্ছে এখন?কতবড় ভুল সে করে ফেলেছে কাল রাতে,তানজু তার মাথাটা চেপে ধরলো শক্ত করে মাথা যন্ত্রণা করছে তার,সাথে প্রচন্ড ভাড়ও হয়ে আছে!’

“এভাবে কিছুক্ষন পর…

“তানজু তার মাথা থেকে হাত নামিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল রিয়াদের দিকে!’তারপর কান্নাভেঁজা কন্ঠে বলে উঠলঃ

—“আই এক্সট্রিমলি সরি স্যার, বিশ্বাস করুন আমি বুঝতে পারি নি এমন কিছু হবে…

—“এখন আর সরি বলে কি হবে তানজু?যা করার তুমি তো করেই ফেলেছো…

“উওরে মাথা নিচু করে ফেলে তানজু,সত্যি তার ধারা অনেক বড় ভুল করে হয়ে গেছে!’তানজুর বিশ্বাস হচ্ছে তানিশা তার সাথে এমন করবে!’ মাথা নিচু করে আবারো বলে উঠল তানজুঃ

—“সরি স্যার…

“বাহিরে ধীরে ধীরে মিডিয়াদের চেঁচামেচি আরো বেড়ে গেছে,তানজু তো পারুক এখানে কেঁদেই ফেলুক!’এরই মাঝে রিয়াদের একজন গার্ড এসে বললোঃ

—“এখন কি করবো স্যার মিডিয়ার লোকেরা তো কিছুতেই মানতে চাইছে না আপনার সাথে সরাসরি কথা বলতে চাইছে ওঁরা….

“রিয়াদ কিছু একটা ভেবে বললোঃ

—“তোমাকে কিছু করতে হবে না যা করার এখন আমিই করবো…

“এতটুকু বলে জোরে শ্বাস ফেলে সোফার উপর থেকে জ্যাকেটটা হাতে নিয়ে পড়ে নিলো রিয়াদ!’তারপর তানজুর হাত ধরে চললো সে বাহিরে!’

“আচমকা রিয়াদের হাতের স্পর্শ পেতে হাল্কা চমকে উঠলো তানজু,,তবে কিছু বলতে পারলো না!’ভয়ে তার মুখ থেকে কথাই বের হচ্ছে না,তাই রিয়াদের সাথেই হাঁটতে শুরু করলো সে…..

____

“নিজের রুমের টিভির সামনে সোফায় বসে আছে অনন্যা,ঠোঁটে রয়েছে তার রহস্যময়ী হাসি!’আর থাকবেই বা না কেন এসব তো ওই করেছে,কাল রাতের তানজুর প্রতিটা কথা মেবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে সে!’আর ভিডিও পেতেই রাতারাতি ভাইরাল হয়ে এখন রিয়াদের বাড়ির সামনে মিডিয়া!’টিভিতে লাইভে রিয়াদের বাড়ির সামনের ঘটনা দেখানো হচ্ছে এটা অবশ্য অনন্যা টাকা খাইয়ে করাচ্ছে,কারন সে সবটা সরাসরি দেখতে চায়!’ কিছুক্ষন আগের রিয়াদের ফেসও সে দেখেছিল!’সব দেখে খুশি খুশি লাগছে তাঁর,এখন শুধু অপেক্ষা রিয়াদ সবার সামনে সত্যিটা বলে দিক,এরই মাঝে মাঝে মিডিয়ার সামনে এসে হাজির রিয়াদ তানজু দুজনে,অনন্যা অতি আগ্রহের সঙ্গে তাকিয়ে রইলো সেদিকে….

.
.

“রিয়াদ তানজু মিডিয়াদের সামনে আসতে না আসতেই সবার হাজারটা প্রশ্ন!’রিয়াদ কেন মিথ্যে বললো?’তানজু তার গার্লফ্রেন্ড নয় তাহলে এতদিন কেন মিথ্যে সম্পর্কের বাহানা দিয়েছিল?’কেনই বা কানাডায় বসে এত বড় মিথ্যে সাজিয়েছে রিয়াদ?আর তানজুই বা কেন এসব করতে রাজি হলো, হাজার হাজার প্রশ্ন সবার মুখে,চারিদিকে ক্যামেরা, ফটোসুট সবকিছুই যেন ঘিরে ধরেছে রিয়াদ তানজুকে!’তানজু জীবনেও ভাবে নি এরকম একটা পরিস্থিতিতে পড়তে হবে তাকে!’ভয়ে শরীর কাঁপছে তাঁর,,,

“এমন সময় রিয়াদ তানজুর হাত ছেড়ে দিয়ে একজন মিডিয়ার লোকের কাছ থেকে মাইক নিয়ে বলে চেঁচিয়ে উঠলঃ

—“স্টপ গাইস,,আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিবো,তবে তার আগে সবাই চেঁচামেচি করা বন্ধ করুন!’

“রিয়াদের কথা শুনে মিডিয়ার লোকেরা চেঁচামেচি করা বন্ধ করে দিলো!’তারপর এদের মাঝখানে থাকা একটা মেয়ে বলে উঠলঃ

—“এখন তাহলে বলুন স্যার এত বড় মিথ্যে কেন বলেছিলেন,সাথে এতদিন মিথ্যে অভিনয়ই বা কেন করছিলেন…?তার চেয়েও বড় কথা আমরা যে ভিডিওটা পেয়েছি সেটা সত্যি না মিথ্যে…?’

“রিয়াদ তার মাইকে হাত দিয়ে বললোঃ

—“হুম সব বলবো…

“তানজু তো ভেবেই নিয়েছে রিয়াদ এখন সব সত্যি বলে দিবে,কারন এর চেয়ে ভালো ছলিওশন আর কিছু দেখছে না তানজু!’তানজুও বাকি সবার মতো তাকিয়ে আছে রিয়াদের দিকে!’

“রিয়াদকে চুপ থাকতে দেখে বলে উঠল সামনের মেয়েটিঃ

—“কি হলো স্যার বলছেন না, আমরা যে ভিডিওটা পেয়েছি সেখানে তানজু ম্যাম যেসব কথাগুলো বলেছে সব কি সত্যি স্যার,আপনার আর ওনার সম্পর্কটা নাকি একটা চুক্তি ছিল…?’

“রিয়াদ মেয়েটির কথা শুনে তানজুর হাত ধরে সবার সামনে বলে উঠলঃ

—“আপনারা কি শুনেছেন বা কি দেখেছেন সেটা আমার দেখার বিষয় নয়,কারন আমি আর তানজু আগামী দশদিনের মধ্যে বিয়ে করছি,আর সেখানে আপনাদের সবার ইনভাইট রইলো…

“রিয়াদের কথা শুনে তানজুর চোখ বেরিয়ে আসার উপক্রম!’সে ভাবতেই পারে নি রিয়াদ এমন কিছু একটা বলবে,রিয়াদের কথা শুনে মিডিয়ার লোকেরা বলে উঠলঃ

—“তাহলে আমরা যে ভিডিওটা পেয়েছি সেটা কি মিথ্যে ছিল স্যার…

—“না মিথ্যে কেন হবে,সত্যিই ছিল…

—“মানে…

—“মানে এটা বিষয়টা সত্যি ছিল, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে…

—“আপনি কি বলতে চাইছেন স্যার,একটু বুঝিয়ে বলবেন…

—“হুম অবশ্যই বলবো আসলে কাল রাতে আমার সাথে তানজুর একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল,আর ঝগড়ার বেগ এতটাই বেড়ে গিয়েছিল যে আমি রেগে গিয়ে বলেছিলাম তোমায় আমি বিয়ে করবো না তানজু,মানে ব্রেকআপ করার কথা বলি তবে সেটা মন থেকে ছিল না রেগে বলেছিলাম,আর তানজু আমার কথাটা সিরিয়াসলি নিয়ে রেগে বাড়ি থেকে বের হয়ে যায়!’তারপর রেগে গিয়ে ড্রিংক করে বসে আর সেটারই কেউ ফায়দা তুলে এমন ভিডিও বানিয়ে ভাইরাল করে দিয়েছে…

—“তার মানে আপনি বলতে চাইছেন,কালকে তানজু রেগে গিয়ে এসব বলে…

—“একজেকলি,আপনারা সবাই দেখেছেন তানজু কি অবস্থায় কথাগুলো বলেছিল?’…

—“তাহলে চুক্তি কিসের ছিল স্যার,আপনারা নাকি ছয়মাস চুক্তির সম্পর্কে ছিলেন…

—“ওগুলো সব মিথ্যে কথা,আর আমি তো বলেই দিলাম আগামী ১০ দিনের মধ্যে আমরা বিয়ে করছি,আর আগামী দশদিনেই সব বুঝতে পারবেন আপনারা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে,চুক্তির বিষয়টা নিছোকি কেউ বসিয়ে দিয়েছে…

—“কিন্তু স্যার,আমাদের তো মনে হচ্ছে না তানজু রেগে গিয়ে এসব বলেছে?’…

—“আপনার কি মনে হয় বা না মনে হয় সেটা আমার দেখার বিষয় নয়, কাল রাতে যেগুলো হয়েছিল সবকিছুই জাস্ট একটা ভুল বোঝাবুঝি যেটা এখন চলে গেছে,,আশা করি আপনারা সবাই আপনাদের উওর পেয়ে গেছেন,আর তো কারো কোনো প্রশ্ন নেই,আর রেগে গিয়ে মানুষ কতই কিছুই বলে আমি ও বলে ফেলি যার জন্য এতো সমস্যা,এর জন্য আমি আপনাদের এবং তানজুকেও সরি বলছি….

“রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বললোঃ

—“আই এক্সট্রিমলি সরি তানজু,কাল তোমার সাথে ওভাবে কথা বলা ঠিক হয় নি আমার…

“এতটুকু বলে জড়িয়ে ধরে তানজু রিয়াদকে!’তানজুর তো কিছু মাথায় ঢুকছে না সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে,,মাথার যন্ত্রণায় আরোই কিছু ঢুকছে না,তানজু শুধু ছলছল চোখে তাকালো রিয়াদের দিকে!’…

“এমন সময় একজন মিডিয়ার ছেলে বলে উঠলঃ

—“আপনি কিছু মনে না করলে আমি একটা প্রশ্ন করতে পারি স্যার…?’

“রিয়াদ মুচকি হেঁসে বললোঃ

—“হুম অবশ্যই…

—“আপনাদের ঝগড়ার কারনটা কি বলবেন স্যার,না মানে আপনি বলতে না চাইলে আমি জোর করবো না….

—“বলতে কেন চাইবো না,আসলে আমরা বিয়ের পর হানিমুনে কোথায় যাবো এটা নিয়ে ঝগড়া হয়েছিল ও বলেছিল সমুদ্রে আর আমি বলেছিলাম পাহাড়ে…

—“এখন কি ভাবলেন স্যার…

—“এটাই প্রথমে সমুদ্রে তারপর পাহাড়…

—“গুড আইডিয়া স্যার…

—“থ্যাংক ইউ,এখন আশা করি সবার ভুল আর বাজে ধারনাগুলো চলে গেছে,আর হ্যাঁ আমাদের বিয়েতে আপনারা সবাই আসবেন কিন্তু,বিশেষ করে এই আপনারা (ক্যামেরা ম্যানদের দিকে তাকিয়ে) আপনারা সবাই আমাদের বিয়ের ফটো শুট করে দিবেন…

“উওরে সবাই হেঁসে বললোঃ

—“অবশ্যই স্যার…

—“এখন তাহলে আমরা ভিতরে যেতে পারি….

—“জ্বী স্যার…

“উওরে রিয়াদ আর কিছু বললো না তানজুর হাত ধরে সবার সামনে দিয়ে চললো সে বাড়ির ভিতরে!’

____

“রাগে গা জ্বলছে অনন্যার,সে ভাবতেই পারে নি রিয়াদ এমন কিছু বলবে!’রেগে গিয়ে নিজের রুমের টিভিটা ভেঙে ফেলে অনন্যা!’এই মুহূর্তে মনে হচ্ছে তার,তানজুর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেললো সে!’রাগে জোরে চেঁচিয়ে উঠলো অনন্যা!’অনন্যার চেঁচানো শুনে পাশের রুম থেকে অনন্যার বাবা চলে আসলো অনন্যার রুমে!’অনন্যার রুমের অবস্থা দেখে প্রচন্ড ঘাবড়ে যান উনি,সাথে এটাও বুঝতে পেরেছেন রিয়াদের বিয়ের কথা শুনেই এত রেগে গেছে তার মেয়ে..নিজের রুমে বসে এতক্ষণ অনন্যার বাবাও লাইভ দেখছিল রিয়াদ আর তানজুর বিষয়টা!’অনন্যা রিয়াদকে ভালোবাসে এটা অনন্যার বাবা আগেই জানতো,অনন্যার বাবা চলে যায় মেয়ের কাছে মেয়েকে জড়িয়ে ধরে বললেন উনিঃ

—“এসব কি করেছিস তুই…

“অনন্যা তার বাবাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে উঠলঃ

—“বাবা এটা কি করে ফেললাম আমি,তানজুর ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করে বসলাম…

—“তার মানে কাল রাতে তুমি তানজুর ভিডিও বানিয়েছো অনন্যা…

“উওরে চুপ হয়ে যায় অনন্যা!’অনন্যাকে চুপ থাকতে দেখে অনন্যার বাবা অনন্যার মাথায় হাত বুলাতে বুলাতে বলে উঠলঃ

—“দেখ মা জোর করে কখনো ভালোবাসা হয় না,ভালোবাসা হয় হৃদয় থেকে রিয়াদ হয়তো সত্যি সত্যি তানজুকে ভালোবাসে,তাই বলবো তুমি শুধু শুধু ওদের লাইফে ঢুকো না,এতে ওদের চেয়ে নিজের ক্ষতি করবে বেশি…

“বাবার কথা শুনে আরো রেগে যায় অনন্যা!’রেগে গিয়ে বাবাকে ছাড়িয়ে বললোঃ

—“আমি ওদের কিছুতেই সুখে থাকতে দিবো না বাবা,,ওরা আমায় যতটা না কষ্ট দিয়েছে তার থেকেও বেশি কষ্ট আমি ওদের দিবো…

“বলেই রেগে হন হন করে বেরিয়ে গেল অনন্যা!’আর অনন্যার বাবা চেয়েও কিছু বলতে পারলেন না মেয়েকে,কিছুক্ষন মেয়ের যাওয়ার পানে তাকিয়ে থেকে অনন্যার রুমের থাকা ওর মায়ের একটা ছবির দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেললেন…

____

“বাড়ির ভিতর ঢুকে তানজু কিছু বলবে তার আগেই তার মাথাটা চক্কর দিয়ে উঠলো!’সাথে ঢলে পড়লো সে রিয়াদের বুকের উপর!’তানজুর অবস্থা দেখে রিয়াদ তানজুকে ধরে বলে উঠলঃ

—“কি হলো তানজু…?’

“উওরে তানজু আর কিছু বলতে পারলো না!’রিয়াদ তানজুর অবস্থা বুঝতে পেরে কোলে তুলে নেয় তানজুকে!’তারপর কোলে নিয়ে এগিয়ে যায় তানজুর রুমের দিকে!’কারন সে বেশ বুঝতে পেরেছে অতিরিক্ত নেশা করার ফলে মাথা ভাড় হয়ে আছে তানজুর সাথে সকাল সকাল এত পেশার নিতে না পেরে অজ্ঞান হয়ে গেছে!’রিয়াদ তানজুকে কোলে তুলে রুমে ঢুকে বিছানায় শুয়িয়ে দিল!’তারপর কাঁথা জড়িয়ে দিয়ে বসলো তানজুর পাশে!’তারপর তানজুর দিকে তাকিয়ে বললোঃ

—“আমি জানি তানজু তুমি হয়তো আমার ডিসিশনটা নিতে পারো নি,বিশ্বাস করো আমার এমনটা করার একদমই ইচ্ছে ছিল না কিন্তু কি করবো বলো এটা ছাড়া আর তো কোনো উপায় ছিল না,সবাইকে সত্যিটা বলে দিলে নানান প্রশ্ন তোমায় ঘিরে ধরতো,সাথে অনেক বাজে বাজে মন্তব্য করতো,যেটা আমি মেনে নিতে পারতাম না,তাই সরি তানজু,….

“এতটুকু বলে বলে রুম থেকে বেরিয়ে যায় রিয়াদ,আর তানজু বিছানায় চুপটি করে শুয়ে থাকে,সে জানে না এরপর কি হবে বা কি হতে চলেছে?’……
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………