#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ৩৩
“হাল্কা ঘাবড়ানো ফেস নিয়ে তাকিয়ে আছে তানজু রিয়াদের দিকে!’আর রিয়াদ তানজুর দিকে তাকিয়ে হেঁসে চলছে!’তানজু রিয়াদের হাসি দেখে ওর দিকে তাকিয়েই বললোঃ
—“এত হাসার কি আছে স্যার…?’
—“বারে তুমি এতক্ষণ এত সুন্দর সুন্দর কথা বললে আর আমি হাসবো না…
—“হুম আপনি তো হাসবেনই আপনার মাথায় তো আর এতওো এতওো গাট্টি বস্তা দেয় নি…
—“লাইক সিরিয়াসলি তানজু এত এত দামের মেকাপকে তোমার গাট্টি বস্তা মনে হচ্ছে…
—“তা নয়তো কি,,
“উওরে আর কিছু বললো না রিয়াদ!’তানজুর সামনে এসে দাঁড়ালো সে’!!তারপর বললোঃ
—“ওয়েট আমি তোমায় হেল্প করছি?’
“রিয়াদের কথা শুনে বিস্মিত হয় তানজু চোখ বড় বড় করে বললো সেঃ
—“না না স্যার তার দরকার নেই আমি পারবো..
—“হুম কত যে পারবে জানা আছে আমার..
“বলেই রিয়াদ তানজুর মাথায় হাত দিলো!’রিয়াদের হাতের স্পর্শ পেতেই তানজু তার মাথা নাড়াতে নাড়াতে বললোঃ
—“আরে আরে কি করছেন স্যার…
—“বললাম তো আমি তোমায় হেল্প করি…
—“না স্যার তার প্রয়োজন নেই…(মাথা নাড়াতে নাড়াতে)
“তানজুর কান্ড দেখে রিয়াদ হাল্কা ধমক দিয়ে বললোঃ
—“শ্যাট আপ তানজু,এত কথা কেন বলো তুমি..
“সাথে সাথে তানজু চুপ,আয়নার দিকে নিশ্চুপে তাকালো সে!’আর রিয়াদ আস্তে আস্তে তানজুর মাথার ক্লিপ খুলতে ব্যস্ত হয়ে পড়লো,হঠাৎই একটা ক্লিপ ধরে টান দিতেই তানজু চোখ বন্ধ করে বলে উঠলঃ
—“আউচ,,
“সাথে সাথে রিয়াদ কিছুটা চমকে উঠে বললোঃ
—“সরি সরি…
“এতটুকু বলে আবারো যত্ন সহকারে নিজের কাজ করতে লাগলো রিয়াদ!’এরই মাঝে তানজু তার চোখ খুলে তাকালো আয়নার দিকে, আয়নাতে স্পষ্ট রিয়াদের ফেসটা দেখা যাচ্ছে,রিয়াদের মাথার ছোট ছোট চুল হাল্কা লেপ্টে রয়েছে রিয়াদের কপাল জুড়ে,ফর্সা মুখ সাথে হাল্কা আলো এসে পড়াতে আরো বেশি সুন্দর লাগছে রিয়াদকে,তানজু কিছুটা ভালো লাগা নিয়ে তাকিয়ে রইলো রিয়াদের দিকে,কিছুটা মুগ্ধতা এসে গ্রাস করেছে তাকে!’হঠাৎই রিয়াদ তাকালো আয়নার দিকে সাথে সাথে তানজু তার চোখ অন্যদিকে সরিয়ে ফেললো!’তানজুর কাজে রিয়াদ আনমনেই হাসলো…
“কিছুক্ষন পর…
“রিয়াদ তানজুর চুলে থাকা সব ক্লিপ খুলে রাখলো ড্রেসিং টেবিলের উপর,তারপর হাল্কা শ্বাস ফেলে বললোঃ
—“হয়ে গেছে…
“রিয়াদের কথা শুনে তানজু তার ধ্যান থেকে বেরিয়ে আসলো তারপর নিজের চুলে হাত দিয়ে বললোঃ
—“থ্যাংক ইউ…
—“হুম ওকে…
“বলেই সরে আসে রিয়াদ তানজুর কাছ থেকে!’
রিয়াদ যেতেই এক পলক তাকালো তানজু আয়নার দিকে!'”তারপর একে একে তার গলায় আর কানে থাকা ভাড়ি গহনাগাটি গুলোও খুলে ফেললো!’তারপর ভাড়ি লেহেঙ্গাটা ধরে দাঁড়িয়ে জোরে শ্বাস ফেলে বললোঃ
—“স্যার আমার তো এখন ড্রেসের প্রয়োজন এটা পড়ে তো ঘুমানো যাবে না…
“তানজুর কথা শুনে রিয়াদ তানজুর দিকে না তাকিয়েই বললোঃ
—“আমার আলমারিতে দেখো অনেক ড্রেস আছে একটা পড়ে আসো…
“রিয়াদের কথা শুনে তানজু কিছুটা বিভ্রান্ত হয়ে বললোঃ
—“আপনার আলমারিতে তো আপনার জামাকাপড় আছে স্যার…
—“তো ওখান থেকেই একটা পড়ে আসো..
—😳😳😳
—“কি হলো ওভাবে তাকিয়ে আছো কেন?’
—“সিরিয়াসলি স্যার আমি আপনার জামাকাপড় পড়বো…
—“এত বেশি বকো কেন তুমি?
—“না মানে..
—“গিয়ে দেখো ওখানে তোমার জন্য অনেক কিছু আছে.?’
“রিয়াদের এবারের কথা শুনে তানজু কিছুটা অবাক হয়ে বললোঃ
—“সত্যি….
—“হুম,
“উওরে তানজু আর কিছু না বলে এক্সাইটিং নিয়ে চলে যায় আলমারির কাছে!” আলমারি খুলতেই রং বেরঙের শাড়ি, চুড়িদার সাথে জিন্স টপস দেখে খুশি হয়ে বললোঃ
—“এগুলো সব আমার জন্য…
“উওরে রিয়াদ বললোঃ
—“না একটা তোমার আর বাকি গুলো আমার…
—“কি স্যার এত রাতে মজা নিচ্ছেন..
—“তুমি কেন বোকার মতো প্রশ্ন করছো,বেশি না বকে তাড়াতাড়ি চেঞ্জ করে আসো আজ রাতে না ঘুমানোর প্লান আছে নাকি…
—“এই তো যাচ্ছি স্যার…
“বলেই একটা জিন্স আর টপস নিয়ে চলে যায় তানজু ওয়াশরুমের দিকে!’
___
“বিছানায় চুপচাপ বসে আছে রিয়াদ,ঘড়িতে তখন প্রায় দেড়টা বেজে ছাড়িয়ে গেছে!’এমনটা নয় রিয়াদ অপেক্ষা করছে তানজুর জন্য তার ঘুম আসছে না,সে বুঝতে পারছে না কবে কখন কিভাবে তানজুকে প্রপোজ করলে ঠিক হবে!’তবে রিয়াদ মনে মনে ভেবে নিয়েছে খুব তাড়াতাড়ি সব বলবে রিয়াদ তানজুকে!’এমন সময় রিয়াদের ভাবনার ছেদ কাটিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো তানজু,খোলা চুল,ফ্রেশ মুখ এক অন্যরকম মুগ্ধতা এসে গ্রাস করেছে তানজুকে!’রিয়াদ কিছুক্ষন তানজুর তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ সরিয়ে ফেললো!’
“তানজু ওয়াশরুম টপকে আস্তে আস্তে চলে আসে রিয়াদের কাছে!’তানজুকে সামনে আসতে দেখে রিয়াদ তানজুর জন্য বিছানায় শোয়ার জন্য জায়গা করে দিয়ে বললোঃ
—“এখন তবে ঘুমিয়ে পড়ো তানজু…
“রিয়াদের কাজ দেখে তানজু হতভম্ব বলে উঠলঃ
—“কি বলছেন স্যার আমি আপনি এক বিছানায়…
“এবার কি বলবে,রিয়াদ বুঝে না এই মেয়ের সবকিছুতে এত প্রবলেম কেন আরে আমরা তো স্বামী স্ত্রী একসাথে ঘুমালে কি হবে!’রিয়াদ রাগী লুক নিয়ে বললোঃ
—“তাহলে কোথায় ঘুমাবে তুমি…
“তানজু রিয়াদের কথা শুনে কিছু একটা ভেবে এদিক ওদিক তাকালো তারপর ড্রয়ার থেকে মোটা একটা চাঁদর বের করে রিয়াদের বিছানার পাশেই নিচে পেতে বললোঃ
—“এই তো স্যার এখানে…
“তানজুর কান্ডে বাকরুদ্ধ রিয়াদ,কিছুটা রাগী মুড নিয়ে কিছু না বলেই হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সে!’রিয়াদকে শুয়ে পড়তে দেখে তানজুও আর বেশি কিছু না ভেবে বিছানার উপর থেকে একটা বালিশ আর কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লো!’
.
“রুম জুড়ে তখন ঘড়ির কাঁটা টিক টিক করে চলছে দ্রুত গতিতে, তানজুর নিচে ঘুমাতে একটু প্রবলেম হচ্ছে তারপরও এপাশ করে ঘুমানোর চেষ্টা করছে,এইজন্যই বলে বেশি ভাব নিতে নেই,কিন্তু কি করার…,
“অন্যদিকে আরেকজন,,
“তানজুর অবস্থা বেশ বুঝতে পেরেছে, তানজু যে বার বার এপাশ ওপাশ করছে তাও অনুভব করছে রিয়াদ!’রিয়াদ শোয়া থেকে উঠে বললোঃ
—“আমি বুঝতে পারছি তোমার নিচে ঘুমাতে অসুবিধা হচ্ছে তাই আর নড়াচড়া না করে উপরে চলে আসো…
“রিয়াদের কথা শুনে তানজু চোখ খুলে স্টেট কন্ঠে বললোঃ
—“না স্যার অসুবিধা হচ্ছে না আপনি ঘুমান…
“এবারে রিয়াদের রাগ সপ্তম আকাশে উঠে যায়!’তাড়াতাড়ি বিছানা থেকে নেমে চলে যায় তানজুর সামনে তারপর চার পাঁচ কিছু না ভেবেই কাঁথা সমেত তানজুকে কোলে তুলে নেয়!’
–
“আচমকা কেউ ঘুমের মধ্যে উপরের দিক উঠাতে ঘাবড়ে যায় তানজু!’ভয়ার্ত চেহারা নিয়ে সামনের ব্যক্তির হাত শক্ত করে ধরে, তারপর চোখ খুলে তাকায়, সামনেই রিয়াদের মুখটা দেখে চোখ বড় বড় করে বললো তানজুঃ
—“আরে আরে স্যার কি করছেন…?’
“তানজুর কথা শুনে রিয়াদ রাগী লুকিং এ তাকায় তানজুর দিকে!’তারপর কাট কাট কন্ঠে বলেঃ
—“আর একটা কথা বললে তোমায় যে আমি কি করবো তানজু…
“এতটুকু বলে থেমে যায় রিয়াদ!’রিয়াদের রাগ দেখে অনেকটাই ঘাবড়ে যায় তানজু!’রিয়াদ তানজুকে কোলে নিয়ে ঠাস করে বিছানার উপর ফেলে দেয়,তারপর নিচ থেকে বালিশ উঠিয়ে নিজেও পাশ দিয়ে শুয়ে কাট কাট কন্ঠে বললোঃ
—“এখান থেকে যদি এক পাও নিচে ফেলো তাহলে কিন্তু তোমার একদিন কি আমার একদিন তানজু…
“বলে চোখ বন্ধ করে ফেলে রিয়াদ!’এদিকে তানজু পড়েছে মহা বিপদে এখন কি করবে!’তানজু রিয়াদের দিকে তাকিয়ে মিন মিন করে বললোঃ
—“বলছিলাম কি স্যার…?’
—“আবার তানজু…
—“আপনি বুঝতে পারছেন না স্যার আমা..
“আর কিছু বলবে তার আগেই রিয়াদ তানজুর অনেকটা কাছে এসে ওকে বিছানার সাথে চেপে ধরে রাগী কন্ঠে বললোঃ
—“তুমি ঘুমাবে…
“রিয়াদের এমন এটাকে ভয়ে চুপসে যায় তানজু,কাঁপা কাঁপা কন্ঠে বলে সেঃ
—“এই তো ঘুমাচ্ছি স্যার…
“বলেই চোখ বন্ধ করে ফেলে তানজু!’রিয়াদ তখনও রাগী লুকিং নিয়ে তাকিয়ে থাকে তানজুর দিকে!’কিছুক্ষন পর আবার তানজু চোখ খুলতেই রিয়াদ রাগী কন্ঠে বলেঃ
—“তোমায় আমি ঘুমাতে বলেছি…
“সঙ্গে সঙ্গে কেঁপে উঠে তানজু,সে ভেবেছিল রিয়াদ হয়তো ঘুমিয়ে পড়েছে!’অর্ধেক চোখ খুলে আবারো তাড়াতাড়ি বন্ধ করে ফেললো তানজু!’
“এভাবে কিছুক্ষন যাওয়ার পর তানজু ঘুমিয়ে পড়েছে এটা বুঝতে পেরে রিয়াদও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে নিজের জায়গায়!’
___
“রাত তখন প্রায় সাড়ে তিন টা….
“হঠাৎই ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠলো তানজু!’আচমকা তানজুকে চেঁচাতে দেখে ঘুম ভেঙে যায় রিয়াদের!’কিছুটা হতভম্ব হয়ে তাকায় সে তানজুর দিকে!’তানজু চোখ বন্ধ করেই কিছু একটা বির বির করছে,,রিয়াদ বেশি কিছু না ভেবে আস্তে আস্তে চলে যায় তানজুর মুখের সামনে!’এরই মাঝে হঠাৎই তানজু গোল বলে চেঁচিয়ে উঠলো’!!
“তানজুর গোল শুনে রিয়াদ ঘাবড়ে গিয়ে বিছানার একদম কিনারায় চলে যায়!’অনেকটাই ঘাবড়ে গেছে সে!’রিয়াদ আবারো আস্তে আস্তে চলে যায় তানজুর কাছে ওর হাত ধরে টানতে টানতে বললোঃ
—“তানজু, তানজু কি হয়েছে তোমার..?
“উওরে তানজু কিছু না বলে আবারো বির বির করতে থাকে তারপর ঘুমের মধ্যে গোল বলে চেঁচিয়ে উঠে!’তানজুর এমন কাজে প্রচন্ড ঘাবড়ে গেছে রিয়াদ,সে বুঝতে পারছে না তানজুর কি হয়েছে?’রিয়াদ আর একবার তানজুর হাত ধরে টানতে থাকে এবার তানজুর হাত ধরতেই তানজু তার হাত দিয়ে মারলো একটা বারি যেটা গিয়ে পড়লো সোজা রিয়াদের চোখে,আচমকা এমনটা হওয়াতে রিয়াদ ছিটকে গিয়ে বারি খায় দেয়ালের সাথে!’সাথে সাথে ব্যাথা পেয়ে বলে উঠলঃ
—“আহ্….
“হঠাৎই কিছু অস্পষ্টকর আওয়াজ কানে আসতেই চোখ খুলে তাকালো তানজু!’সামনেই রিয়াদকে দেয়ালের সাথে লেগে থাকতে দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে বললোঃ
—“কি হলো স্যার…?’
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………