রোদ্দুরে মেঘের বর্ষন পর্ব-৩৬

0
1195

#রোদ্দুরে_মেঘের_বর্ষন❤️
#লেখিকা:#তানজিল_মীম❤️
— পর্বঃ৩৬

“রাগী মুড নিয়ে গাড়িতে বসে আছে তানজু,রাগে তার মাথায় আগুন জ্বলছে!’তারওপর রিয়াদের হাসি যেটা তানজুর রাগান্বিত মুখকে আরো রাগিয়ে দিচ্ছে!’শেষমেশ নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে কাট কাট কন্ঠে বললো তানজুঃ

—“আপনি এতো হাসছেন কেন?’

“উওরে রিয়াদ কিছু না বলে তার হাসি থামিয়ে দিলো!’রিয়াদ তার হাসি থামিয়ে দিতেই জানালার দিক মুখ করে বসে রইলো তানজু!’

“বেশ কিছুক্ষন পর রিয়াদ তার গাড়ি থামিয়ে দিলো!’

___

“সময়টা রাত_৮ঃ০০টা….

“চলন্ত জাহাজের রেলিং ধরে মুখ ঘোমরা করে দাঁড়িয়ে আছে তানজু আর ওর পাশেই রিয়াদ!’রাতের পুরো আকাশ জুড়ে জ্বল জ্বল করছে তাঁরারা!’সাথে মন মাতাল করা শীতলতা মিশ্রিত ঠান্ডা বাতাস!’বাতাসে তানজু রিয়াদের দু’জনেই চুল উড়ছে!’তাদের সামনেই সমুদ্রের পানিরা ঢেউদের আঙিনায় নেচে বেড়াচ্ছে এখান থেকে ওখানে আবার কখনো ছিঁটকে যাচ্ছে দূর থেকে দূরান্তে!’তানজুর দৃষ্টি সেদিকেই,,যদিও তানজুর আশেপাশের পরিবেশ দেখে খুশি হওয়ার কথা বাট কোথাও না কোথাও এখনো জ্বেলাসিটা কাজ করছে তার ভিতর!’অন্যদিকে রিয়াদের দৃষ্টি তানজুর দিকে!’তানজুকে এখনও মুড অফ করে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল রিয়াদঃ

—“কি হলো তানজু এত চুপচাপ কেন জায়গাটা ভালো লাগে নি..?’

“উওরে তানজু চুপ!’তানজুকে এখনও কিছু বলতে না দেখে রিয়াদ আবারো বলে উঠলঃ

—“কি হলো তানজু তুমি কথা বলছো না কেন?’

“তানজু চুপ!’

“এবার রিয়াদ কিছুটা হেঁসেই বলে উঠলঃ

—“তবে যাই বলো তানজু তোমার তখন ঝগড়াটা কিন্তু দারুণ ছিল…

“এবারের কথা শুনে তানজু গম্ভীর একটা ভাব নিয়ে তাকায় রিয়াদের দিকে কিন্তু কিছু বলে না!’এবার হতাশ রিয়াদ বুঝেও না বুঝার ভান করে মজার ছলে বলে উঠল সেঃ

—“আচ্ছা তুমি হুট করে ওভাবে রেগে গেলে কেন এমনটা তো নয় কিছুক্ষন আগের ঘটনাটা নতুন কিছু ছিল এমনটা তো এর আগেও বহুবার হয়েছে?’কই তখন তো এভাবে রিয়েক্ট করো নি তুমি…?’তাহলে আজ হঠাৎ কি হলো তোমার?

“রিয়াদের একের পর এক প্রশ্নের কথা শুনতেই তানজুর রাগ গায়েব সাথে ভাবতে লাগলো সে, এখন কি বলবে ও!’তানজু তাড়াতাড়ি রিয়াদের ওপর থেকে চোখ সরিয়ে সামনে তাকালো!’রিয়াদ তানজুর কাছাকাছি দাঁড়িয়ে বললোঃ

—“কি হলো তানজু কথা বলছো না কেন?’

—“ইয়ে না মানে…

—“তোমার এই ইয়ে মানে বাদ দিয়ে সরাসরি কথা বলো ব্যাপারটা কি?’ (ভূ-কুচকে)

“রিয়াদের কথা শুনে এবার ঘাবড়ে যায় তানজু,কাঁপা কাঁপা কন্ঠে বলে সেঃ

—“এখানে খুব শীত করছে আমি ভিতরে যাচ্ছি!’

“বলেই তাড়াতাড়ি সরে আসতে নেয় তানজু!’তানজুকে যেতে দেখে হাত ধরে বসলো রিয়াদ!’রিয়াদ হাত ধরতেই তানজুর ঘাবড়ানো মুখ আরো ঘাবড়ে গেল!’রিয়াদ তানজুর আবভাব দেখে হাত ধরে দিলো টান সাথে সাথে তানজু তালসামলাতে না পেরে এসে পড়লো সোজা রিয়াদের বুকের কাছে!’তবে মাথা উঁচু করলো না সে,মাথা নিচের দিকে করেই তাকিয়ে রইলো তানজু!’বুকের ধুকপুকানি কয়েশ বেগে চলছে তাঁর!’রিয়াদ তানজুর মুখের দিকে তাকিয়ে বললোঃ

—“প্রশ্নের উওর না দিলে তো তোমায় যেতে দিচ্ছি না তানজু?’

“রিয়াদের কথা শুনে তানজুর যাচ্ছে তাই অবস্থা!’তানজু ঘাবড়ানো ফেস নিয়ে মাথা নিচু অবস্থায় বললোঃ

—“এখানে প্রচুর শীত স্যার আমরা ভিতরে গিয়ে কথা বলি…

—“হু তোমায় স্যার বলতে বারন করেছি না তানজু..

—“স….রি….

—“লুক এট মি তানজু?’

“এবার তো সত্যি সত্যি হার্ডএটাক করবে তানজু!’

—“কি হলো তানজু আমি কিছু বলেছি তোমায় লুক এট মি,,তাকাও আমার দিকে…

“এবার না চাইতেও তানজু আস্তে আস্তে তাকালো রিয়াদের চোখের দিকে!’রিয়াদ তানজুর চোখের দিকে তাকিয়ে বললোঃ

—“এবার বলো…

—“না মানে…

“তানজুর কথার মাঝখানেই রিয়াদ তানজুর ঠোঁটে আঙুল দিলো!’তারপর বললোঃ

—“Do you love me tanju…?'(আঙুল সরিয়ে)

“এই রে খাইছে এখন কি বলবে তানজু!’তানজু রিয়াদের প্রশ্নের উত্তর না দিয়ে উত্তেজিত কন্ঠে বলে উঠলঃ

—“বিশ্বাস করুন স্যার ধুরি বিশ্বাস করো থুক্কু বিশ্বাস করুন আমি আর জীবনে কোনোদিন এমন করবো না ভুল হয়ে গেছে,,তখন আমারে ভূতে ধরছিল স্যার এবারের মতো যেতে দিন…সরি স্যার , থুক্কু থ্যাংক ইউ,ধ্যাত দুঃখিত আই মিন সরি সরি চাইরশো কুড়ি বার…

“কথাগুলো তাড়াতাড়ি বলে রিয়াদকে ছাড়িয়ে চলে আসতে নেয় তানজু!’দু’পা এগোতেই রিয়াদ বলে উঠলঃ

—“ভালোবাসি তোমায় তানজু?’

“সাথে সাথে দাঁড়িয়ে পড়লো তানজু,,যেন কি শুনলো সে সেটা সত্যি ছিল না মিথ্যে!’তানজু অবাক দৃষ্টিতে পিছন ঘুরে তাকালো রিয়াদের দিকে!’চারপাশে সমুদ্রের পানির শব্দ স স করছে,আকাশে তাঁরারা জ্বল জ্বল করছে,বাতাসের হাল্কা বেগের শব্দ যেন কানে বাজছে,সাথে জাহাজের গতির তীব্রতা আরোই জোরে চলছে মনে হয় তানজুর!’তানজু নিজের কানকে এখনো বিশ্বাস করতে পারছে না,হয়তো সে ভুল শুনেছে!’

“তানজুকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে দেখে রিয়াদ আবার বলে উঠলঃ

—“আমি সত্যি তোমায় ভালোবাসি তানজু,আই রিয়েলি লাভ ইউ…

“এবার তানজু আস্তে আস্তে শকটলি এগিয়ে গেল রিয়াদ কাছে!’তারপর আশেপাশের চারদিকে তাকিয়ে আস্তে বলে উঠলঃ

—“কি স্যার আশে পাশে তো কেউ নেই তাহলে অকারণে একটিং কেন করছেন…?

“তানজুর এমন কথা শুনে রিয়াদ হতাশ অবশ্য আগেই ভেবে ছিল রিয়াদ তানজু তার কথা শুনে এমন রিয়েকশনই দিবে আর এই কারনেই তো আজ ছয় মাস সময় লাগলো রিয়াদের তানজুকে প্রপোজ করতপ!’যতবারই তানজুকে তার মনের কথা বলতে গেছে রিয়াদ ততবারই এই একটা প্রশ্নের উত্তরের জবাবে কি বলবে ভাবতে ভাবতে আর বলা হয় নি তানজুকে তার মনের কথা!’আজও হয়তো বলতে পারতো না রিয়াদ তানজুকে তার মনের কথা,কিন্তু তখন শপিং মলে তানজুর কিউট জ্বেলাসি দেখে রিয়াদ যেন সাহস পেল একটু,সাথে তার মতো তানজুরও যে তার প্রতি অনূভুতি আছে এটা শিওর রিয়াদ!’রিয়াদকে চুপ থাকতে দেখে আবারো বলে উঠল তানজুঃ

—“কি হলো এখন কেন কথা বলছেন না?’

“রিয়াদ আশেপাশে তাকিয়ে বললোঃ

—“আমি মিথ্যে বলছি না তানজু…

—“কি স্যার কেন রাতের বেলা এভাবে মজা নিচ্ছেন আমার সাথে…

—“আমি তোমায় কি করে বুঝাবো…?’

—“আমাকে কিছু বুঝাতে হবে না স্যার আমি সব বুঝে গেছি…

রিয়াদ হতভম্ব কন্ঠে বললোঃ

—“কি বুঝেছো?’

—“নিশ্চয়ই আশেপাশে অনন্যা ম্যামের কোনো লোক আমাদের ফলো করছে তাই আপনি এমন করলেন?’ডোন্ট ওয়ারি স্যার আমি কিছু মনে করি নি…

“বলেই আশেপাশে একবার তাকিয়ে হুট করেই তানজু নিজেই গিয়ে রিয়াদের গলা জড়িয়ে ধরলো!’তারপর কানে কানে বললোঃ

—“আপনার একটিং সত্যি নিখুঁত স্যার,মাঝে মাঝে আমি সত্যি ভেবে বসি আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন…

“বলেই হাল্কা hug করে চলে যায় তানজু ভিতরে!’

.
.

“এদিকে তানজু যেতেই রিয়াদ হতাশ হয়ে রেলিং এর দিকে ঘুরে নিজেই নিজেকে বলে উঠলঃ

—“তোকে হিরো হতে কে বলেছিল রিয়াদ,এখন তুই সত্যি সত্যি কিছু বললেও তোর বউ একটিং মনে করছে,অবশ্য ওর জায়গায় তুই নিজে থাকলেও এমনটাই ভাবতি,তবুও..

“ভেবেই দীর্ঘ শ্বাস ফেললো রিয়াদ,তারপর আকাশের দিক মুখ করে দুটো তাঁরার দিকে তাকিয়ে চিন্তিত কন্ঠ বলে উঠলঃ

—“মা – বাবা এখন কি করবো বলো, তোমাদের বউমা তো কিছুতেই মানতে চাইছে না আমি তোমাদের বউমাকে সত্যি সত্যি ভালোবাসি….

“বলেই একটু বাচ্চা বাচ্চা মুুখ করে কান্না মাখা ফেস নিয়ে তাকিয়ে রইলো রিয়াদ সমুদ্রের পানির দিকে!’প্রচন্ড হতাশ সে…..

“সত্যি বুঝতে পারছে না রিয়াদ কি করে সে বুঝাবে তানজুকে এটা অভিনয় নয় সত্যি ভালোবাসা,,অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে সে….
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে………

[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!’]