শান্তি সমাবেশ পর্ব-১৪

0
750

#শান্তি_সমাবেশ
#সাইয়্যারা_খান
#পর্বঃ১৪

দিন গুলো বিষাদময়। বড্ড বেদনাদায়ক। এত সুন্দর জ্বলজ্বল করা রাতের গোল ভরাট চাঁদ। আকাশ জুড়ে তাঁরা’র আনাগোনা। দিন ভরা সুন্দর এই প্রকৃতি। শরৎ এখন বিদায় নেয় নি। আসে নি হেমন্তের সকাল। মাঝেমধ্যে কাশ ফুলের পাপড়ি উড়ে এসে জানান দেয় আমরা এখনও আছি। চাইলে কোন প্রেমদীপ্ত নর-নারী ছুটে আসতে পারো। উদার মনে তোমাদের প্রেম নিবেদন এ হাত বাড়াব আমরা।
এতোসবের মাঝে কেউ কি মন মরা থাকতে পারে? কেউ কি মনের গহীনে লুক্কায়িত অনুভূতিগুলো কবর দিয়ে রাখতে পারে? উহু পারে না তো। একদম ই পারে না। মৃত্তিকা ও পারে না। পারছে না। আজ বড্ড আফসোস হচ্ছে। কেন নিজের বিড়াল সমান মনটা দিতে গেলো ঐ পাষান্ড পুরুষকে? এখন মৃত্তিকার এই উত্তপ্ত কয়লা পোড়ানো মনটাকে কে ঠান্ডা করবে? সেই পাষাণ পূর্ণ ভাই তো তাকে মনেও করে না। পাগল পাগল লাগে নিজেকে মৃত্তিকা’র। হ্যাংলার মতো পূর্ণ’র অপেক্ষায় দাঁড়িয়ে থাকে তার ডিপার্টমেন্টের বাইরে। অথচ পূর্ণ যেন দেখেও দেখে না। সময় নেই তার। পড়াশোনায় বেশ চাপে আছে সে। মৃত্তিকা’কে কিভাবে সময় দিবে। হাজার হোক দিন শেষে গভীর হাতে একটা কল ও দেয়া যায় না। আফসোস! নাম্বার নেই সেই পাষান্ড পুরুষের। নাহলে মৃত্তিকা নিজেই ছেঁচড়া সাজতো। কল করতো রাত দুপুরে।

বিষাদে ভরপুর মৃত্তিকা বাবা’র রুমে শুয়ে আছে। এখন ও আসে নি তিনি। কিছুক্ষণ বাবা’র জিনিস পত্ত হাতাহাতি করলো। বই আর বই। এত জ্ঞান কোথায় রাখে সে? হঠাৎ চিরপরিচিত ডাক পরলো,

— কি করেন আমার ছানা?

— বই দেখি তোমার হুলো বিড়াল।

বাবা চমকালেন। আচর্য স্বরে বলে উঠলেন,

— হুলো বিড়াল?

— আমাকে ছানা বললে কেন?

কথাটা বলেই বাবা’র হাতে থাকা ব্যাগটা নিলো। বিছানায় গোল হয়ে বসে ব্যাগ হাতালো। কিছু না কিছু তো এনেছেই বাবা। তখনই পেয়ে ও গেলো। এক বক্স চকলেট। খুলে মুখে দিতেই শুনা গেলো,

— আমি কি বলেছি বিড়াল ছানা আপনি?

— এটাও তো বলো নি যে পাখির ছানা।

বাবা হাত উঠালেন সমর্পণ করার ভঙ্গিতে। মৃত্তিকা ঝলমলিয়ে হাসলো। উঠে বাবা’র মুখে একটা চকলেটের টুকরো পুরে দিয়ে বললো,

— ফ্রেশ হও তারাতাড়ি। ক্ষুধা লেগেছে তো।

বাবা মাথা দুলিয়ে চলে গেল। মৃত্তিকা মিঠি’র মা’কে ডাকতে ডাকতে নিচে নামলো। বাবা আসতেই একসাথে খেতেও বসলো। মৃত্তিকা খাবার খাচ্ছে কম নাড়ছে বেশি। বাবা লক্ষ্য করলেন সেটা। নিজের প্লেট রেখে হাত রাখলেন মেয়ের প্লেটে। মৃত্তিকা চমকাতেই বাবা বলে উঠলেন,

— হা করুন।

চুপচাপ মুখ খুলে বাবা’র হাতে খেয়ে নিলো সে। আজকাল খাওয়াতেও অরুচি ধরেছে। গুণে ধরেছে তার আধ ঘন্টার প্রেমে। কত অপেক্ষা করে সেই বট তলায়। এই বুঝি পূর্ণ আসে কিন্তু মৃত্তিকা’কে বরাবরই নিরাশ করে পূর্ণ আসে না। প্রেমে পড়েছে নাকি বেকায়দায় তা মৃত্তিকা নিজেও বুঝে উঠতে পারছে না।

নিজের রুমেই বসে ছিলো মৃত্তিকা। হঠাৎ বাবা এসে ওর কোলে মাথা রেখে শুয়ে পরলো। মৃত্তিকা আলতো হাতে বাবা’র চুল টেনে দিচ্ছে। বাবা ওর একটা হাত নিজের দুই হাত দিয়ে ধরলেন। তাতে চুমু খেয়ে আদুরে গলায় জিজ্ঞেস করলেন,

— মন খারাপের কারণ কি আম্মা?

নিরদ্বিধায় উত্তর এলো,

— পূর্ণ ভাই এর এক্সাম চলে। অনেক দিন দেখা হয় না।

— দেখা হয় না?

— উউউ… আসলে দেখা হয় কিন্তু কথা হয় না।

— একটুও না।

— না আব্বু।

দীর্ঘ সময় পর বাবা বললেন,

— আশা করা ভালো কিন্তু আসক্তি ভালো না আম্মা।

— সে আমার আসক্তি?

— আপনার মনটাকে জিজ্ঞেস করুন।

________________

রাত প্রায় এগারোটা। চারদিকে মানুষের আনাগোনা এখনও সচল। হিমু দাঁড়িয়ে আছে একটা কলোনির সামনে। বেশ বড়সড় এরিয়া এটা। বস্তি বললে ভুল হবে না। আশেপাশে সবাই ব্যাস্ত। একদিকে মহিলারা হইচই করছে কলের পানির জন্য। লাইনে দাঁড়িয়ে কেউ কেউ পানি নিচ্ছে কেউ বা আগে নেয়ার জন্য পারাপারি করছে। হাতাহাতি লেগে যাবে যাবে ভাব।

হিমু দৃষ্টি ঘুরালো। এমন জায়গায় আগে আসে নি সে। গ্রামে তাদের বাসা হলেও অবস্থা এমন না। যথেষ্ট ভালো এর থেকে। অথচ ঢাকা’র মতো প্রাণকেন্দ্রে কি না এমন পরিবেশ?

সময় নেই তাই পা বাড়ালো হিমু৷ হাতে তার একটা লিস্ট। অনেকগুলো সংখ্যা লিখা তাতে। একশত বাইশ নাম্বার লিখা দরজায় ঠকঠক শব্দ করলো। জং ধরা সিটকিনিটা খুলে মধ্যবয়স্ক এক লোক কোমড়ে লুঙ্গি বেঁধে বের হলেন। দানবীয় শরীরটা দেখে কিছুটা ভয় পেয়ে যায় হিমু। পরপর হাতে থাকা কাগজটা এগিয়ে দেয়। লোকটা হিমু’কে একপলক দেখে নিলো। গম্ভীর কণ্ঠে বললো,

— খাড়ান আইতাসি।

কন্ঠ শুনেই নড়ে উঠলো হিমু’র রোগাপাতলা শরীর। লোকটা মিনিটের মাঝেই আবার এলো। একটা খাম ধরিয়ে দিলো হিমুর হাতে।
প্রায় বিশটার উপরে ঘর থেকে এমনি কাগজ দেখিয়ে খাম তুললো হিমু। কিছু কিছু ঘরে আবার খাম দিলো না। বললো পরের সপ্তাহে একবারে দিবে।
হিমু বুঝলো না কিছুই। কি আছে খামে তাও অজানা তার।
তাকে এই কাজটা রুপা দিয়েছে। বলেছে যাতে এই বস্তিতে এই কাগজ দেখায় তাহলেই তারা খাম দিবে। রাত তখন বারোটা বেজে সাত। হিমু কপালের ঘাম মুছে নিলো৷ রুপা’র বলা জায়গায় যেতেই দেখলো রুপা সহ দুই জন মেয়ে আর তিনজন ছেলে৷ এরা সবাই ই ভার্সিটির। একজন ছেলে শুধু বাইরের। রুপা হিমুকে দেখেই এগিয়ে এলো। হিমু খামগুলো দিতেই রুপা মিষ্টি হেসে ধন্যবাদ দিলো। হিমু যেন তাতেই শান্তি পেলো। রুপা’র এই হাসিটাই তার শান্তি লাগায়।

রুপা খামগুলো এগিয়ে দিলো একটা ছেলের কাছে। একটু রাগরাগি করলো কারণ খাম কম। কেউ কেউ খাম দেয় নি। হিমু অবাক হলো তখন যখন দেখলো সেসব খাম ভর্তি টাকা। এত এত টাকা গুণে সেখান থেকে রুপা সহ বাকিদের দিতেই রুপা এগিয়ে এসে হিমু’কে সেখান থেকে এক হাজার টাকার তিনটা নোট দিলো৷ হিমু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো,

— কিসের টাকা?

— এই যে তুমি কাজ করলে।

— মানে বলছি টাকাটা কেন দিলো তারা?

রেগে যায় রুপা। তেঁজি গলায় বলে,

— এত কথা না বলে টাকাগুলো নাও। পকেট তো ফাঁকা। ফকিরের মতো কত ঘুরবা আর?

ব্যাস হিমু চুপ করে গেলো। স্বভাব সুলভ হাসিটাও আজ দিতে পারলো না। কোথায় যেন বাঁধা লাগছে।

___________________

বইতে মুখ গুজে আছে পূর্ণ। পাশেই বাবা আধশোয়া হয়ে আছেন। নজর তার সম্পূর্ণ টিভির পর্দায়। কোন একটা নিউজ চলছে। কারওয়ান বাজারে কেউ বা কারা সিন্ডিকেট গড়ে তুলেছে। সরকারি অনুমোদন ছাড়া টাকা আদায় করে রাত বিরাতে। সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলেও লাভ মেলে না। মুখ খুলতে নারাজ সকলে। এর পেছনে যে বড় নেতাদের হাত আছে তা স্পষ্ট। পাতি নেতারা কিছুই বলছে না। এর আগেও অভিজান চালানো হয়েছিলো। ফলাফল শূন্য। টাকা খেয়েই কেটে পড়েছিলো সাংবাদিকরা। এবার ব্যাপারটা কিছুটা জটিল। জনগণের দুর্ভোগ সবার নজরের সামনে৷
পূর্ণ’র বাবা ছেলের দিকে একপলক তাকিয়ে জিজ্ঞাসু চোখে বললেন,

— কিছু জানো এ বিষয়ে? এর আগে না তুমি তোমার দলের সাথে লাগালাগি হলো ওখানে?

পূর্ণ বই থেকে নজর সরালো না। গম্ভীর ও ভারী কন্ঠে উত্তর দিলো,

— আমি স*ন্ত্রা*সী না আব্বু যে এসব বিষয়ে খোঁজখবর রাখব।

ব্যাস এক কথায় চুপ করে গেলেন তিনি। তখনই ওর পা ছেলের পাশে বসে মাথায় হাত বুলালো। পূর্ণ একপলক মা’কে দেখে নিলো। বুঝে নিলো মাতৃহৃদয়ের সকল ভাবনা। ঠোঁটে বড় একটা হাসি ফুটিয়ে বাচ্চা বাচ্চা ভাব নিয়ে বিচার দিলো মা’কে,

— আম্মু তোমার জামাই আমাকে রাজনৈতিক বিষয় নিয়ে খোঁচা খোঁচি করছিলো। দেখে যে পড়ছি তবুও এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

কথাটা বলেই কেটে পরলো পূর্ণ। যতটুকু দেখেছে মা চোখ দিয়েই বাবা’কে ভস্ম করে দিচ্ছিলো। বেশ লাগে নিরিহ বাবাটাকে ফাঁসাতে। পেছন থেকে মায়ের গলা শুনা যাচ্ছে। বাবা’কে ঝারছেন কেন ছেলেকে এসব জিজ্ঞেস করে রাজনৈতিক কাজে উৎসাহ দেয়? বাবা বেচারা ভেজা বিড়ালের মতো মিউ মিউ করে বলার চেষ্টা করছে সে শুধু মাত্র জিজ্ঞেস করেছে তাও খবর দেখে। বউ কি তার আর মানে। ছেলে ভক্ত মা ছেলের কথায়ই স্বামী’কে একদফা ঝেঁড়ে দম নেন।
.
বিছানায় টানটান হয়ে শুয়ে আছে পূর্ণ। এসিটা একদম কমিয়ে গায়ে পাতলা একটা কম্বল টেনে রেখেছে। শরীর আবার উদাম। ফর্সা চওড়া বুকটা যেন কোন নারীর একমাত্র ভরসা স্থল হলে নারীটি ধন্য হতো। না চাইতেও মৃত্তিকা’র চিন্তা ভাবনা গুলো মনে মস্তিষ্কে জেঁকে বসেছে। পূর্ণ চেয়েও দমাতে পারছে না সেই অনুভূতি। মৃত্তটাকে দেখা হয় না ঠিক কতদিন? রোজ কেমন চাতকিনী’টা অপেক্ষা করে তার জন্য। কিভাবে বিরস মুখে তাকিয়ে থাকে পূর্ণ’র দিকে। চেয়েও নিরুপায় পূর্ণ তাকায় না ঠিক মতো। এই মৃত্ত’কে দেখলেই মন চাবে তাকে সময় দিতে। মৃত্তিকা’কে নিয়ে বসে থাকলে কিভাবে পড়াশোনা হবে? পড়াশোনা না হলে কি আর মৃত্তিকা’র বাবা তাকে মৃত্ত দিবে? মোটেও দিবে না। এই মৃত্ত’কে হালাল ভাবে চায় পূর্ণ। একদম নিজের মতো করে চায়। চোখ দুটো বন্ধ করে নিন্দ্রা আনার চেষ্টা চালালো। হচ্ছে না। বারবার ষষ্ঠইন্দ্রিয় বলছে তার মৃত্ত’টাকে সে উপেক্ষা করে যাচ্ছে দিন কে দিন।

একদিকে পূর্ণ অন্য দিকে মৃত্তিকা। নিশুতি রাতটাকে তারা করে রেখেছে বিষাদময়। বাবা’র বুক ভিজিয়ে এখন ঘুমাচ্ছে মৃত্তিকা। মৃন্ময় হাওলাদার একবার তাকালেন মেয়ের দিকে পরপর বুকের ভেজা অংশে। এভাবেই ভিজে নি এতখানি। তার কলিজা টুকরো মেয়ের চোখের পানি দিয়ে ভিজেছে। একটা দুই দিনের ছেলের জন্য এই পানি? মেয়েটা যে মনমরা হয়ে থাকে তা ভালোই উপলব্ধি করতে পেরেছিলেন তিনি। মৃত্তিকা বাবা থেকে লুকায় নি কিছুই। স্বাভাবিক বাচন ভঙ্গিতে বাবা’কে জানিয়েছে পূর্ণ’র সাথে তার কথা হয়। এতদিন যাকে মেয়ে সিনিয়র ভাই বলে এসেছে সেই সিনিয়র ভাই’য়ের প্রেমে যে মেয়ে হাবুডুবু খাচ্ছে তা সে জানে। মেয়েটা এই প্রথম বাবা বাদে অন্য একজন পুরুষের কাছে গিয়েছে। ভরসা করেছে। হয়তো মন হৃদয়ের কিছুটা অংশ ও দিয়ে ফেলেছে।
দীর্ঘ শ্বাস ফেললেন তন্ময় হাওলাদার। কবে বড় হলো তার আদুরে ছানাটা? তিনি তো বুঝলেন ই না। আজও মনে হয় সেই তো তার ছোট্ট মৃত্তিকা বাবা বাবা বলে দৌড়ে কোলে ঝাঁপিয়ে পড়ে। গলা জড়িয়ে কাঁদে যখন কেউ তাকে কিছু বলে। বুকে মাথা রেখে ঘুমায় এই যেমন এখন ঘুমাচ্ছে। মেয়েটা চলে গেলে কিভাবে থাকবেন উনি? বাঁচবেন কি নিয়ে? কথাগুলো ভাবতেই দম আটকে আসে যেন।

_________________

সকাল সকাল আজ ফুঁড়ফুঁড়া মনে আছে মৃত্তিকা। আজ শেষ পরিক্ষা পূর্ণ’র। মন চাইলো একবার শাড়ী পড়ে রেডি হতে আবার ভাবলো পূর্ণ বলেছে শাড়ীতে পূর্ণ ব্যাতীত তাকে কেউ দেখলে পূর্ণ তার খবর বানিয়ে ছাড়বে। বলবে, কতবড় কলিজা আপনার মৃত্ত? কলিজা ছোট্ট করুন। নিজে নিজে কথাগুলো ভেবেই ফিক করে হেসে ফেললো মৃত্তিকা। লোকটা জেলাস হয় তাকে নিয়ে। জেলাস সিনিয়র ভাই মৃত্তিকা’র। গুনগুন শব্দ তুলে একটা গোল ফ্রোক পড়ে সুন্দর করে গলায় উরণা পেচিয়ে নিলো। খোলা চুলগুলো একত্রে করে একটা বেণী করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বের হলো রুম থেকে। বাবা’কে দেখেই একটা সিটি মে-রে বললো,

— কত কি সাজে আমার হ্যান্ডসাম আব্বু?

মৃন্ময় হাওলাদার হেসে দিলেন মেয়ের বাচ্চামিতে। গলার টাইটা এনে মেয়ের হাতে দিতেই মৃত্তিকা টুলে দাঁড়িয়ে বেঁধে দিলো। বাবা’র মতো এতটা লম্বা না সে। না এতটা ফর্সা বাবা’র মতো। বাবা তো এত সুন্দর সেখানে মৃত্তিকা শ্যামলা। বাবা’র গালে টুপ করে একটা চুমু খেয়ে বললো,

— লাভ ইউ মাই হ্যান্ডসাম আব্বু।

— লাভ ইউ ঠু মাই বাচ্চা।
.
মৃত্তিকা’র বাবা মেয়েকে ভার্সিটি রেখেই রওনা দিলেন কাজে। এদিকে মৃত্তিকা সোজা চলে গেল নিজের ক্লাসে। পূর্ণ’দের পরিক্ষা শেষ হতে আরো তিনঘন্টা। ক্লাসে ঢুকেই দেখলো গোমড়া মুখে বসে আছে উজ্জ্বল। মৃত্তিকা খুশি মনে পাশে বসে জিজ্ঞেস করলো,

— কি হয়েছে তোর? মুখটা পেঁচা’র মতো করে রেখেছিস কেন?

— যা তো **ল। ভালো লাগে না। ঐ হিমুর বাচ্চা’র কাছে যা।

মৃত্তিকা বুঝলো না এতটা কেন রেগে আছে উজ্জ্বল। নরম কন্ঠে জিজ্ঞেস করলো,

— বলবি না কি হয়েছে?

উজ্জ্বল বিরক্ত হলো। এই মেয়ের সাথে চেয়েও রাগ করে থাকা যায় না। দীর্ঘ শ্বাস ফেলে বললো,

— ঐ রুপা নকল এটা হিমু শ্যালাকে বুঝাতে বুঝাতে পাগল আমি। একদিন এই রুপা’র জালে আটকে শ্বাস আটকে ম’রবে ও। মিলিয়ে নিস আমার কথা।

মৃত্তিকা নিজেও চিন্তিত হলো। হিমুটা বুঝে না কিছু। যদিও এতসব প্যাঁচগোজ মৃত্তিকা নিজেও বুঝতে পারছে না। তখনই হিমু সব সময়ের মতো মুখ ভর্তি হাসি নিয়ে ওদের কাছে এলো। উজ্জ্বল মুখটা ঘুরিয়ে নিলেও মৃত্তিকা পারলো না। হিমু উজ্জ্বলের কাঁধে হাত রাখতেই এক ঝটকায় তা সরিয়ে দিলো। হিমু কিছু বলার আগেই উজ্জ্বল উঠে যেতে নিলো। ওমনি ওর কাঁধে ঝুলে গেলো হিমু। রোগা টাইপের শরীরটার হাড্ডি বাদে কোন ওজনই পেলো না। ওদের কান্ডে ক্লাসের বাকি সবাই হেসে উঠলো। উজ্জ্বল ও হেসে দিলো এক সময়। এই ছেলের সাথে কথা না বলে উপায় নেই।
.
প্রায় ঘন্টা খানিক মৃত্তিকা দাঁড়িয়ে রইলো পূর্ণ’র ডিপার্টমেন্টের সামনে। একে একে সবাই বের হলেও পূর্ণ হলো না। সে বেরুলো প্রায় দেড় ঘন্টা পর। মৃত্তিকা কথা বলতে এগিয়ে যাবে তখনই তাকে পাশ কেটে হাতা গুটাতে গুটাতে পূর্ণ কয়েকজন ছেলে নিয়ে চলে গেল। মৃত্তিকা’র বুঝতে সময় লাগলো না পরিক্ষা শেষ করেই মারামারি তে লেগেছে পূর্ণ। সে ও দাঁড়ালো না। চলে গেল বট তলায়। এখানে আসবেই পূর্ণ। তার মৃত্ত’কে দেখতে আসবে। আর কত অপেক্ষা করাবে?

অনেকক্ষণ অপেক্ষার পরও যখন পূর্ণ এলো না তখনই চোখ টলমল করে উঠলো মৃত্তিকা’র। একটা দলের ছেলে এসে শুধু জানালো,

— আপনাকে পূর্ণ ভাই বাসায় যেতে বলেছে। আর এই সপ্তাহ দেখা করতে পারবে না। ব্যাস্ত তিনি। আমি কি এগিয়ে দিব আপনাকে?

— লাগবে না। আপনি চলে যান।

ছেলেটা চলে গেল। অধীর আগ্রহে অপেক্ষা করা নতুন মাটির গড়া মনটা ভেঙে গেলো মৃত্তিকা’র একদম শব্দহীন ভাবে।

ওকে চলে যেতে বললেও ততক্ষনাৎ গেলো না মৃত্তিকা। আস্তে ধীরে উঠে সামনে পা বাড়ালো। সে কি একটু বেশিই ভাবতে লেগেছে পূর্ণ’কে নিয়ে। ছেলেটা কি আদৌ মূল্য দিচ্ছে মৃত্তিকা’র অনুভূতির?

হঠাৎ বড় সড় একটা ট্রাক সামনে দিয়ে চলে গেল। একটুর জন্য মৃত্তিকা তার নীচে পড়ে নি। কেউ একজন তাকে বুকে আগলে নিয়েছে। মৃত্তিকা’র বুকটা তড়িৎ গতিতে উঠানামা করে যাচ্ছে। মাথা তুলে তাকাতেই দেখলো সুন্দর একটা লোক তাকে ধরে আছে। সুন্দর মুখটার ঠোঁটে গুজা একটা সিগারেট। লোকটা ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে ধোঁয়াগুলো একদম মৃত্তিকা’র মুখে ছেড়ে দিলো। মুহূর্তেই গলগল করে লোকটার বুকে বমি করে দিলো ও। নাক মুখ কুঁচকে মৃত্তিকা’কে সরিয়ে দিলো বুক থেকে। কিছুটা ছুঁড়েই মেরেছে। ঠিক সেই মুহূর্তে আবারও কেউ তাকে আগলে নিলো। সেকেন্ডের জন্য। পূর্ণ ছিলো এবার। সামনে’র লোকটাকে তখন দুই দিন জন ছেলেপুলে পানি দিয়ে বুকের দিকের পাঞ্জাবি পরিষ্কার করে দিচ্ছে। মৃত্তিকা তখনও হতভম্ব হয়ে আছে। সাফারাত নাক মুখ কুঁচকে বললো,

— জান বাঁচালাম আমি। বুকে ঠাই দিলাম আমি। আর বমি করে নোংরা ও করলা কি না আমারই বুক। দিস ইজ আনফেয়ার মিস…

— কু*ত্তা*র বাচ্চা! ওর নাম মুখে নিবি না। জিভ কেটে নিব আমি।

পূর্ণ’র এহেন আচরণে থেমে গেলো সাফারাত। শুধু আহত দৃষ্টিতে তাকিয়ে রইলো পূর্ণ’র দিকে। পূর্ণ তখন কোনদিকে না তাকিয়ে মৃত্তিকা’র হাত ধরে টেনে একটা রিক্সায় তুলে দিলো। রাগী কন্ঠে শুধু বললো,

— বলেছিলাম বাসায় যেতে। শুনেন নি আমার কথা। এর ফল খুব শিঘ্রই পাবেন মৃত্ত।

#চলবে…..