শেষ খন্ড
সত্য ঘটনা
Nusrat Haq
অভাব যখন দুয়ারে দাঁড়ায় প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয়।
ভাবি মারা যাওয়ার দুই দিন পরেই আমার ভাই কাজে যায়।
ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর ঘরে আগুন জ্বলে।
টাকার অভাবে ভাবির চার দিন এর দিন কুলখানির মিলাদ ও পড়াতে পারি নাই।
আমার ভাবি মারা যাওয়ার পর আমার শশুর বাড়ির লোকজন বলে মা*গির অনেক মুখ চলতো দূর হয়ছে ভালো হয়েছে।
যাক সে সব আমলে, নেইনা আমি।
চাষ করে আর সংসার চলে না আমাদের।
ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেলো শহরে রাজমিস্ত্রীর কাজে।
দিন ১৫০ টাকা বেতনে।
ভাই যাওয়ার পর সপ্তাহে এক দিন বাড়িতে আসতো। আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো। ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজনে মিলে।
আমি ছেলে বাচ্চা টারে মায়ের কাছে রেখে মানুষ এর বাড়ি গিয়ে ধান শুকানো, মরিচ শুকানোর কাজ করতাম।
যখন যে কাজের জন্য ডাকতো তখন তা করতাম।
এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায়।
টাকার অভাবে বাঁচাতে পারিনি।
জন্মের ২ মাস পর মারা যায়।। যাক সব আল্লাহর হাতে।
ও মারা যাওয়ার ৭ দিন পর ৫ তলা বিল্ডিং রং করতে ছিলো আমার ভাই সহ আরো কয়েকজন মিলে।
সেখান থেকে রশি ছিঁড়ে আমার ভাই সহ আরেকজন মারা যায়৷। আমার ভাই জায়গায় মারা যায় মাথা ফেটে মস্তিস্ক বের হয়ে যায়।
আমার পরিবার সবার বিদায় বেলা এসেছে।
আমার শাশুড়ী গ্রামে রটায় উনার অভিশাপে নাকি আমাদের জীবন গুলো এমন হয়েছে।।
উনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায়।
আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না৷
মানুষিক রোগী হয়ে যায়।।
ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো।।
দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম। আর ভাইজি টাকে পাহারা দিতে বলতাম৷
একদিন কাজ থেকে ফিরে দেখি মা নাই। ভাইজি ছোট মানুষ বাচ্চা দের সাথে খেলতেছিলো।
মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম।
এরকম প্রায় সময় মা ঘরের বাহিরে চলে যেত উধাও হয়ে যেত। পরে খুঁজে বের করতাম৷
মা পাগল হোক আর ছাগল হোক মা তো মাই তাকে তো আর ফেলে দেওয়া যায় না।
এভাবে বছর পার হয়।
মা আর সুস্থ হয়না।।
রান্নার জন্য পাতা, আর লাকড়ি খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায়। যেখানে একটু গাছ পালা বেশি।
সেখানে একটা সাপ তাকে কামড় দেয়৷
আমি মানুষ এর বাড়িতে কাজে যাই।
সকালের দিকে খবর পাই আমার ভাজিকে সাপে কাটছে।
তাড়াতাড়ি বাড়িতে যাই। ওখান থেকে প্রতিবেশীদের সাহায্য তে ওঝার বাড়িতে যাই।
কিন্তুু বিষ নামাতে পারি নাই ভাইঝি আমার আল্লাহর কাছে চলে যায়।
ভাইঝি একটা নতুন জামা চেয়েছিলো।
কিন্তুু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারি নি।
দোয়া করি আল্লাহ তোদের জান্নাত দিক।
এই দুনিয়ায় সুখ পাস নাই ওই দুনিয়ায় আল্লাহ সুুখ দিক।
ভাইঝি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার।
তারপর থেকে কাজ কর্ম তেমন করতে পারতাম না৷
আমার স্বামীদের অবস্থা অনেক ভালো। অনেক বড়লোক খুব সুখে আছে। আমার শাশুড়ী মারা যায়। ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায়। আল্লাহ উনাদের অনেক সুখ দিয়েছেন দোয়া করি আল্লাহ আরো সুখ দিক।
তারপর কিছু মনে রাখতে ও পারতাম না৷
ভুলে যেতাম সব৷
এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেক বছর কাটায়।
মা আর আমার কোন রকম পেট চলতো।
এরপর মা ও মারা যায়৷
আমি ও বৃদ্ধ হয়৷ অসুস্থ হয়ে যাই ৷ কাজ কর্মে জোর পাই না।
এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে।
এজন্য জায়গা টা থেকে উচ্ছেদ করে দেয়।
এরপর শহরে আসি ভিক্ষা করি।
ভিক্ষা করেই জীবন যায়।।।
এখন আর আগের মত হাঁটতে পারি না। জানি না উপরওয়ালা কখন ডাক দেয়।
এই দুনিয়ায় তো সুখ পেলাম না এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেন।
সমাপ্ত।