আমার শুধু তোমাকেই চাই পর্ব-০৪

0
3582

#আমার_শুধু_তোমাকেই_চাই🍁🍁
#লেখিকা;সুমাইয়া_সুলতানা_সুমী
#পর্ব;৪

১১,,,
আজকে মেঘলার আসতে দেরি হচ্ছে বলে আমি একেবারে রেডি হয়ে নিচে নামছি ভাবলাম খেয়ে তারপর মেঘলাকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে ভার্সিটি যাবো। এই জন্য নিচে নামছি তখনি দেখলাম ভাইয়ার রুমের দরজা খোলা ভাইয়া এখনো যায়নি কেনো কোনো সম্যসা হলো নাকি সেটা দেখতে ভাইয়ার রুমের ভিতর গেলাম গিয়ে দেখলাম মেঝেতে ভাইয়া আর মেঘলা পড়ে আছে মেঘলা নিচে আর ভাইয়া উপরে (মাহি)

একি তোমরা দুজন মেঝেতে কি করো? (মাহি)

হটাৎই মাহির কথা শুনে আমি জলদি করে মেঘলার উপর থেকে উটে ওয়াশরুমের ভিতর চলে গেলাম ছি কি একটা খারাপ অবস্থা না জানি মাহি কী ভাবলো (মেঘ মনে মনে বলল)

এই যে আমার হাফ ভাবি উঠুন আর স্বপ্নের জগত থেকে বার হয়ে আসুন আপনার সে চলে গেছে এবার তো চোখটা খুলুন(মাহি)

মাহির কথা শুনে আমি আস্তে করে চোখ খুললাম দেখলাম মেঘ নেই। তাই উঠতে গেলাম কিন্তু পারলাম না কমরে একটু বেথ্যা পেয়েছি,, এই জন্য মাহিকে বললাম।

আমায় উঠতে একটু হেল্প কর ওরে বাবাগো তোর ভাই কত ভারি যেনো আস্তো একটা হাতি(মেঘলা উঠে জামা ঝারতে ঝারতে বলল)

এ্যাই মোটেই আমার ভাইকে হাতি বলবি না। আর আমার ভাই যদি এতোই হাতি হবে তাহলে এতোক্ষণ ওই হাতির নিচে শুয়ে ছিলি কেনো বল বল।(মাহি)

আব,,আ,,বাদ দে না দেখ আমার জামা কতটা ভিজে গেছে এখন কি হবে(মেঘলা)

ওমম তাইতো একটা কাজ কর আমার রুমে গিয়ে ফানের বাতাসে জামাটা শুকাইনে ততটাও তো ভিজে না হালকা। (মাহি)

আচ্ছা। তারপর আমি মাহির রুমে চলে গেলাম।।

ওমমম ভাইয়া আজকে আমাদের একটু ড্রপ করে দেতো অনেক দেরি হয়ে গেছে। (মাহি)

কেবলি আমি গাড়ি নিয়ে বার হচ্ছিলাম তখনি মাহি কথা গুলো বলল (মেঘ)

আচ্চা ঠিক আছে আয়।

এরপর আমি আর মেঘলা গাড়িতে গিয়ে বসলাম। দুজনেই পিছে বসলাম।

কিরে আমাকে কি তোদের ডাইভার মনে হয়?? দুজনই পিছে বসলি কেউ একজন সামনে বস (মেঘ)

এই মেঘলা তুই সামনে সামনে যা না তুই,, তুই জানিসই আমার সামনে বসলে কতটা সম্যসা হয়(যদিও এটা ডাহা মিথ্যা কথা 😁😁)

আ,,আমি??(মেঘলা)

হ্যাঁ তুই যা তো আর দেরি করিস না এমনি তেই অনেক দেরি হয়ে গেছে (মাহি)

আচ্ছা যাচ্ছি(এই মাহিটাও না বড্ড ফাজিল যেনেশুনে আমায় লজ্জায় ফেলছে এমনিতেই সকালের ঘটনায় আমার করুনীয় অবস্থা তারপর এখন আবার ওনার পাশে বসবো ও আল্লাহ আজকে এসব কি হচ্চে মেঘলা মনে মনে বলল)

১২,,
,,,ভার্সিটীতে,,,

আজকে সকাল সকাল আসলাম যাতে আমার বিউটি কুইন কে দেখতে পারি আর আজকেই ও দেরি করে আসছে ওকে আজ কে আমি বসে বসে যখনি আমি এসব কথা ভাবছিলাম তখনি দেখলাম গেট দিয়ে যেনো একটা পরি আসছে। নীল জামা আর খোলা চুলে যেনো পুরো নীল পরি,,, আজকে তো তোমার খবর আছে মাই বিউটি কুইন আমায় পাগল করা না৷ হম দেখবে মজা (মেহরাব)

আমি আর মেঘলা গেট গিয়ে ভার্সিটীতে ঢুকছিলাম তখনি দেখলাম মেহরাবরা তাদের আড্ডার জায়গা আড্ডা দিছছে। এদের কি কোনো কাজ নেই সারাক্ষণ শুধু আড্ডা দেয় (মাহি)

আরে না মেহরাব ভাই অনেক ভালো স্টুডেন্ট আর ওদের ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি তাই আড্ডা দিচ্ছে। (মেঘলা)

আমি আর মেঘলা কথা বলতে বলতে যাচ্চিলাম তখনি ওই মেহরাব আমাদের ডাক দিলো।

ওই মেঘলা শোন এদিকে আয়(মেহরাব)

হ্যাঁ ভাইয়া আসছি,,, (মেঘলা)

এই বলে মেঘলা নিজেও গেলো আর আমাকেও নিয়ে গেলো।(মাহি)

হ্যাঁ ভাইয়া বলো।(মেঘলা)

এই আমি শুধু তোকে ডাকছি। আর তুমি (মাহি কে উদ্দেশ্য করে) এখন যাও ক্লাসে যাও আমার মেঘলার সাথে কথা আছে (মেহরাব)

কি আমার এতো বড় অপমান? আমি গেলাম মেঘলা তোর কথা শেষ হলে তুই আসিস (এই বলে মাহি রেগে ধাপধুপ পা ফেলে চলে গেলো)

ওরে বাবা কী রাগ,, তবে জান যতই রাগ দেখাও না কেনো শেষ মেষ আমার কাছেই আসতে হবে(মনে মনে বলল মেহরাব)

কি ভাইয়া বলো কি বলবা আমার তো দেরি হয়ে যাচ্ছে। আর দেখলে তো মাহি রেগে চলে গেলো যলদি বলো কি বলবা (মেঘলা)

ও,হ্যাঁ কি বলছিলাম যেন হুম তোর ফোনটা দে তো(মেহরাব)

কেনো কি করবে আমার ফোন নিয়ে (মেঘলা)

দরকার আছে আগে ফোন দে তারপর বলছি (মেহরাব)

তারপর আমি মেঘলার কাছ থেকে ফোনটা নিয়ে টিপাটিপির ভাব করে টুপ করে মাহির নাম্বার টা নিয়ে নিলাম।

যা হয়ে গেছে এখন ক্লাসে যা (মেহরাব)

কি করলে?? হুট যা খুশি করো গা আমি গেলাম দেখি আবার মাহি কোতায় গেলো। এই বলে আমি মাহিকে খুঁজতে চলে গেলাম (মেঘলা)

১৩,,,,
ওই ছেলের কত বড় সাহস আমায় ইগনর করে আমায়?? মাহিকে??,, ওকে তো আমি দেখে নেবো ধুর ছাই কিছু ভালো লাগছে না মেঘলাটাও আসছে না কি এতো কথা বলছে কে জানে।। (মাহি)

যাই একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি,, প্রথম যে স্যারের ক্লাসের ছিলো সেই স্যার ছুটিতে আছে স্যার নাকি অসুস্থ তাই প্রথম ক্লাস অফ।

এই বলে আমি লাইব্রেরির দিকে যাচ্ছিলাম আর তখনি কেউ আমার হাত দরে টেনে পাশের দেওয়ালের সাথে চেপে ধরলো। আমি তো প্রথমে ভয়ই পেয়ে গিছিলাম পরে সামনে তাকিয়ে দেখি মেহরাব।

আপনি??(মাহি)

তো কাকে আশা করেছিলে হুম বলো বলো (মেহরাব মাহির দিকে তাকিয়ে)

দ,,দেখুন আপনি কিন্তু এসব ঠিক করচেন না (মাহি)

কোন সব হুব বলো। আর আমি তোমাকে বলেছি না,, যে এমন মিষ্টি সেজে আসবে না তবুও তুমি এতো মিষ্টি সেজে এসেছো কেনো, এখন যদি আমি টুপ করে খেয়ে ফেলি তাহলে কি করবে হুম?বলো(মেহরাব নেশা ভরা কন্ঠে বলল)

আমি মিষ্টি সেজে আসি আর তেতো সেজে আসি তাতে আপনার কি হুম,, এটা আমার লাইফ আমি ইচ্চা জামা পড়ে আসবো আবার ইচ্চা করলে জামা খুলে,,,(এই যা কি বলতে যাচ্ছিলাম ছি,,এই টুকু বলে জিভ কাটলাম,)

এই এই তুমি কি বললে বলো বলো(মেহরাব)

ক,,কই কিছু নাহ সরেন তো আমি যাবো (মাহি)

হুম যাবে তো কিন্তু তুমি এতো মিষ্টি সেজে এসেছো বলে তোমাকে এখন শাস্তি পেতে হবে। মিষ্টি শাস্তি(ঠোট কামড়ে বলল মেহরাব)

ওনার কথা শুনে আমি কি মনে করে যেনো ফট করে হাত দিয়ে নিজের ঠোঁট জোড়া ঢেকে ফেললাম(মাহি)

হাহাহাহা তুমি তো দেখি আগেই বুঝে গেছো আমি কোন শাস্তির কথা বলেছি,, কিন্তু তুমি আজ বুঝতে একটু ভুল করেছো। আমি তো অন্য শাস্তি দিবো (এই বলে আমি মাহির ঘাড়ে প্রথমে আলতো করে নিজের ঠোঁট ছোয়ালাম তারপর জোরে সোরে একটা লাভ বাইট দিয়ে ছেড়ে দিলাম)

আআআআআ এটা কি করলেন কামড় দিলেন কেনো বেথ্যা পাই আমি (আমি ভাবতেও পারিনি ওনি এমন করবেন প্রথমে তো ঘারে ওনার ছোঁয়া পেয়ে পুরো পাথর হয়ে গিছিলাম কিন্তু ওনি এতো জোরে কামড় দিলো যে আবার মানুষ হয়ে গেছি)

এটাকে কামড় বলে না বিউটি কুইন এটাকে লাভ বাইট বলে উম্মাহ আসি তাহলে (এই বলে ওনি চলে গেলেন)

আচ্চা ওনি কি সত্যি এখানে ছিলো নাকি আজকেও আবার কালকের মতো হ্যালুসোলেশন। যেয়ে দেখি তো.

তারপর আমি জলদি করে দুতালা থেকে নিচে তাকিয়ে দেখি মেহরাবের জ্যাকেট দেখা যাচ্ছে। তাহলে ওনি ওখানে?? তাহলে এখন এই মাএ এখানে কে ছিলো। ও আল্লাহ আমি পাগল হয়ে যাবো এসব আমার সাথে কি হচ্ছে। মেঘলার কথায় ঠিক আমিই ওনাকে নিয়ে একটু বেশি ভাবছি তাই হ্যালুসোলেশন হচ্চে,, উফফ যাই ক্লাসে যাই।(মাহি)

এরপর আমি মেঘলাকে খুজে ওর সাথে ক্লাস এ গেলাম পরপর সব গুলো ক্লাস করে বার হয়ে আসলাম।

হেপ্ল হেল্প কেউ আছেন প্লিজ হেল্প।

কেবলি মাহিদের ফলো করবো তখনি দেকলাম একটা মেয়ে হেল্প হেল্প করছে তাই ওই মেশের কাছে গিয়ে বললাম (কি হয়েছে আপু কোনো সম্যসা)

হ্যাঁ আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করচিলাম আর তখনি একটা লোক এসে আমার ব্যাক ছিনতাই করে নিয়ে চলে গেছে প্লিজ হেল্প(মেয়েটা)

আচ্ছা আপু আপনি চিন্তা করবেন না আমি দেখছি।
এই বলে মেহরাব বাইক নিয়ে ওই ছিনতাই কারির পিছে গেলো আর তখনি,,,,,

চলবে,,,,