জলফড়িঙের খোঁজে পর্ব-৫৩+৫৪

0
820

#জলফড়িঙের খোঁজে ❤
#লেখিকা: অনিমা কোতয়াল
#পর্ব- ৫৩
.

সৌহার্দ্যর প্রশ্ন শুনে তুর্বী মুহূর্তেই থমকে গেলো। এই প্রশ্নটা ওর মন আর মস্তিষ্কে ভীষণভাবে ধাক্কা দিল। আমাকে জীবনে এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমাদের মন জানে কিন্তু মস্তিষ্ক মানতে চান না। সত্যিই কী তুর্বী ভালোবাসে স‍ৌহার্দ্যকে? তুর্বীর মস্তিষ্ক বলছে এই প্রশ্নের উত্তর ওর কাছে এখনো ধোঁয়াশা। কিন্তু মন তীব্র প্রতিবাদ জানিয়ে বলছে যে ‘না’, এই প্রশ্নের উত্তর ওর জানা, স্পষ্টভাবে জানা। আজ যেনো মস্তিষ্কের চেয়েও মন বেশী দাপটের সাথে তার কথা জানাচ্ছে তুর্বীকে। এসব ভাবতে ভাবতেই সৌহার্দ্য বলে উঠল,

” কী হল বল? চুপ থাকলে তো হবে না তুর। ও সরি তুর্বী। তুমি আমার ওপর অধিকার খাটাবে। আমি কার সাথে মিশবো সেটা নিয়ে তদারকি করবে। আমার পার্সোনাল লাইফেও নাক গলাবে। অথচ একটা সময় ছিলো যখন আমাদের সো কল্ড রিলেশনশীপ চলছিল। তখনতো আমার গায়ে কেউ চিপকে থাকলেও তোমার যায় আসতো না তাইনা? আমাকে নিয়ে তোমার কোন ইন্টারেস্টও ছিলোনা। কজ ইউ ডিডেন্ট লাভ মি। আর এখন তো আমাদের কোন সম্পর্কও নেই। তাহলে এখন তোমার এতো প্রবলেম কীসের? বাই দা ওয়ে, এটা আবার জেলাসির এক্সপিরিমেন্ট না তো?”

তুর্বী অবাক কন্ঠে বলল,

” সৌহার্দ্য?”

সৌহার্দ্য হালকা হেসে বলল,

” হোয়াট? প্রেমের এক্সপিরিমেন্ট করতে পারলে জেলাসির এক্সপিরিয়েন্স করাটা কী খুব বেশি অস্বাভাবিক, মিস? আমার তো মনে হয় তুমি পৃথিবীর সব কিছু নিয়েই এক্সপিরিমেন্ট করতে প্রস্তুত আছো।”

তুর্বী ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল সৌহার্দ্যর দিকে। ওর সবকথাই জেনো এই মুহূর্তে কন্ঠনালিতে আটকে গেছে। সৌহার্দ্যও যে এভাবে মনে আঘাত দিয়ে দিয়ে কথা বলতে জানে সেটা তুর্বীর জানা ছিলোনা। কান্নাগুলো ভেতরে জমে একপ্রকার দলা পাকিয়ে যাচ্ছে। খুব বেশিই কষ্ট হচ্ছে আজ। আচ্ছা সৌহার্দ্যর নরমাল এই কথাগুলোতে ওর কষ্ট এতো কেনো হচ্ছে? তবে সত্যিই কী ভালোবাসে এই লোকটাকে। তা না হলে এমন অদ্ভুত অনুভূতি কেন হবে? কেন সৌহার্দ্যর সামান্য কটু কথা ওকে দুমড়ে-মুচড়ে দেবে? কেন সৌহার্দ্য ওর জন্যে এতোটা মূল্যবান হবে। এটা কী ভালোবাসা না? তুর্বী প্রচন্ড কাঁপাকাঁপা গলায় বলল,

” সৌহার্দ্য আমার মনে হয় আমি তোমাকে..”

কিন্তু পেছন থেকে ডাক পরায় ওরা দুজনেই তাকাল। দোলা ওরা ডাকছে ওদের। সৌহার্দ্য একপলক তুর্বীর দিকে তাকিয়ে চলে গেল। তুর্বী ডাকতে চেয়েও ডাকতে পারল না। চোখ ভিজে উঠল ওর। কী হচ্ছে ইদানীং এসব? এগুলো কেমন অনুভূতি? এরকম তো আগে কখনও হতোনা? গত দু-বছর সৌহার্দ্যকে রোজ মনে পরলেও এরকম কষ্ট হতোনা যতটা গত এক সপ্তাহ ধরে ওর হচ্ছে। ও কী চায় নিজেই বুঝতে পারছে না আবার যা হচ্ছে তা মানতেও পারছেনা। কী করবে এখন ও? আর ওর চোখ দিয়ে এতো জল কেন পরছে? এতো ছিঁচকাঁদুনে কবে থেকে হলো ও? অদ্ভুত!

___________

বিকেলের দিকে তুর্বী, রিখিয়া আর শাফিন গ্রামে ফিরল। সৌহার্দ্য আর বিহানকে ইনভাইট করেছে শাফিন। এবং ওদের কালকেই চলে আসার জন্যে কড়া নির্দেশ দেওয়া হয়ে গেছে। ওরা বলেছেও আসবে। আসার সময় বিহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে ছিল রিখিয়ার দিকে। রিখিয়া শুধু ভেবে চলেছে ও কী করবে? কোন দিকে যাবে ও এখন? এই মুহূর্তে ওর কি করা উচিত? ওদেরকে বাড়ি ছেড়ে দিয়ে শাফিন চলে গেল। রিখিয়া আর তুর্বী দুজনেই অন্যমনষ্ক হয়ে বাড়িতে ঢুকলো। দুজনের মনের মধ্যেই যে দুরকমের চিন্তা কাজ করছে। ওদের দুজনেরই ধ্যান ভাঙলো রিখিয়া আর শাফিনের মায়ের ডাকে। শাফিনের মা বলল,

” ওহ যাক তোরা চলে এসছিস? এই দেখতো রিখিয়ার জন্যে এই হারটা এনেছি। বিয়ের দিন পড়ার জন্যে।”

বলে রিখিয়াকে ধরে বসিয়ে গলায় হারটা পরিয়ে দেখতে লাগল। রিখিয়া তাকাল ওনার দিকে। চোখেমুখে কত খুশী! কত আনন্দ! দু-দিন পর তার ছেলের বিয়ে! এই আনন্দ ওর নষ্ট করে দেবে? তুর্বী অনুভূতিহীন ভাবে দাঁড়িয়ে দেখছে সব। ওর মন-মস্তিস্ক কিছুই কাজ করতে চাইছেনা এখন। কিছুক্ষণ থেকে সন্ধ্যার দিকে শাফিনের মা চলে গেলেন। সন্ধ্যার পর থেকে রিখিয়ার পুরোটা সময় নিজের পরিবারের মানুষগুলোর খুশি দেখছিল। জাহানারা বারবার রিখিয়াকে কখন কী পরাবে? কী কী হবে সেসব নিয়ে কথাবার্তা বলছিল, সে-কি উৎসাহ তার। রেজাউল একে ওকে ফোন দিচ্ছেন। বেশ ভালো আছেন এখন উনি। ওর ভাই ভাবীও খুব আন্তরিক হয়ে সবকিছু করছে। ওনাদের মধ্যেও সেই উচ্ছাস দেখা দিচ্ছে। এসব রিখিয়ার ভেতরটা গুড়িয়ে গেল। এতক্ষণ যেটুকু ভেবেছিল সেটুকুও মুছে ফেলল মন থেকে। কী ভাবছিল ও? শুধু নিজের কথাই? দু দুটো পরিবারের আশা-ভরসা, আনন্দ, সম্মান সবকিছুই এই বিয়েকে ঘিরে। কত খুশি এই দুই পরিবারের মানুষগুলো। ও পারবেনা এতোটা স্বার্থপর হতে। কখনও না। রিখিয়াকে এভাবে মলিন মুখে বসে থাকতে দেখে রেজাউল ইসলাম এসে মেয়ের মাথায় আলতো করে হাত রেখে বললেন,

” তুমি খুশিতো মা?”

রিখিয়া চোখ তুলে তাকাল নিজের বাবার দিকে তারপর মলিন হেসে বলল,

” আমি খুব খুশি বাবা।”

রেজাউল ইসলাম হেসে রিখিয়ার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন। রিখিয়া বাবার যাওয়ার দিকে তাকিয়ে কেঁদে ফেলল। সত্যিই মানুষ খুব অদ্ভুত, বুকে কষ্টের বিশাল এক পাহাড় রেখে কত সহজেই কৃত্রিম হাসি হেসে বলতে পারে, আমি ভালো আছি, খুশি আছি। মানুষ সত্যিই রহস্যময়। এরা ছলনাপ্রিয়। নিজের অনুভূতিকে নিজের মধ্যেই পুষে রাখতে বেশি পছন্দ করে। হোমো স্যাপিয়েন্স নামক এই প্রাণীটির হাসির আড়ালে থাকা কান্না, আর কান্নার আড়ালে থাকা হাসিকে শনাক্ত করা হয়তো পৃথিবীর কঠিনতম কাজগুলোর মধ্যে একটি।

রিখিয়া বিছানা গুছিয়ে বসতেই তুর্বী এসে রাগ নিয়ে বসল বিছানাতে। তারপর রিখিয়ার দিকে তাকিয়ে বলল,

” তুই এই বিয়েটা করবি-ই?”

রিখিয়া ছোট্ট শ্বাস ফেলে বলল,

” করতে হবে তুর। এখন এই অবস্থায় আর পেছন ফিরে তাকানো সম্ভব নয়। আমি বিয়ে করছি। আর এতেই সবার ভালো হবে।”

তুর্বী ভ্রু কুচকে বলল,

” আর তোর?”

রিখিয়া তাচ্ছিল্যের এক হাসি হেসে বলল,

” আমার কথা ছাড়ো!”

তুর্বী এবার রেগে বালিশটা সাইডে ছুড়ে রেখে বলল,

” ছাড়বো কেন? মরে যাবি তুই কালকে? রিখু ছাড়ো বললেই ছাড়া যায়না। বিয়েটা ভেঙ্গে দিলে কী হবে? দু-দিন হাঙ্গামা হবে। পাড়া-প্রতিবেশি কিছুদিন এটা-ওটা বলবে। কিন্তু আলটিমেটলি সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই বিয়েটা করলে তোদের তিনজনেরই জীবন শেষ হয়ে।”

রিখিয়া মাথা চেপে ধরে বলল,

” তুর প্লিজ! আমি অনেক কষ্টে, নিজের সাথে অনেক যুদ্ধ করে মনকে একদিকে স্হির করেছি। আমাকে আর দ্বিধায় ফেলোনা। প্লিজ! আমি আর পারছিনা। সত্যিই আর পারছিনা।”

বলে ফুঁপিয়ে কেঁদে দিল রিখিয়া। তুর্বী রিখিয়ার দিকে হতাশ দৃষ্টিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাইরে চলে গেলো। সত্যিই রিখিয়ার ওপর মানসিক চাপটা বড্ড বেশি পরে যাচ্ছে। একটা মেয়ে আর কত সহ্য করবে।

___________

বিহান খাটে হেলান দিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করে রেখে দিয়েছে। সৌহার্দ্য ওয়াশরুম থেকে বেড়িয়ে এসে বিহানের দিকে একপলক তাকালো। টাওয়েলটা রেখে দিয়ে বিহানের পাশ দিয়ে বসে কিছুক্ষণ তাকিয়ে রইল বিহানের দিকে। তারপর বলল,

” তো কী ঠিক করলি? সত্যিই তুই কিচ্ছু করবিনা?”

বিহান কপাল থেকে হাত সরিয়ে সৌহার্দ্য দিকে তাকাতে বলল,

” আমি আগেই বলেছি আমার হাতে আর কিছুই নেই। সবটা রিখিয়ার হাতে। ও যা চাইবে সেটাই হবে।”

” তোর কী মনে হয় ওর আর কোন নিজস্ব চাওয়া আছে? ও যা করবে ওর আর শাফিনের পরিবারের কথা ভেবেই করবে।”

” তাহলে আমিও ওদের ক‍থাই ভাবব।”

সৌহার্দ্য রিখিয়ার দিকে তাকিয়ে রইল কিন্তু কিছুই বলল না। বেশ কিছুক্ষণ নিরবতার পর বিহান বলল,

” কাল যাবি না ওখানে?”

সৌহার্দ্য অবাক হয়ে তাকিয়ে বলল,

” তুই সত্যিই যেতে চাস?”

বিহান ঠোঁটে ক্লান্ত এক হাসি ফুটিয়ে বলল,

” হুম চাইতো! ওকে হলুদ শাড়িতে কাঁচা ফুলের সাজে কেমন লাগে, মেহেদী রাঙা হাতদুটো কেমন লাগে, আলতা রাঙা পা দুটো কেমন লাগে, লাল শাড়িতে বউয়ের সাজে কেমন লাগে সেটা দেখার বড্ড লোভ হচ্ছে। এরপর তো ওর দিকে ওভাবে তাকানোর অধিকার আমার থাকবেনা। শেষবারের মত মনভরে ওকে দেখার জন্যে হলেও যাবো।”

” যদি ওকে দেখে ওকে পাওয়ার ইচ্ছে জেগে ওঠে মনে?”

” ভালোবাসলে পাওয়ার ইচ্ছে করতে নেই। শুধু ভালোবাসার মানুষটার ভালো রাখার চেষ্টা করতে হয়। হোক কাছে টেনে কিংবা দূরে সরিয়ে দিয়ে।”

” এতোটা ভালোবাসতে কবে থেকে শিখলি?”

” দিন-ক্ষণ গুনে রাখিনি।”

সৌহার্দ্য বিহানের মাথায় হাত রেখে বলল,

” অনেক বকবকর করেছিস এবার ঘুমো। কাল সকাল সকাল উঠতে হবে।”

বলে সৌহার্দ্য বিহানের মাথায় হাত বুলিয়ে দিল। বিহানও চোখ বন্ধ করে আছে। ঘুমানোটা সত্যিই খুব প্রয়োজন এখন।

___________

তুর্বী নদীর পারে দাঁড়িয়ে আকাশ দেখছে। চাঁদের আলোতে হালকা আলোকিত চারপাশ। নদীর জল স্পষ্ট দেখা যাচ্ছেনা শুধু কলকল আওয়াজ আসছে। মনটা ভীষণ খারাপ। একেতো রিখিয়ার এরকম অবস্থা তারওপর সৌহার্দ্যর প্রতি ওর অনুভূতি। সৌহার্দ্যর সাথে কাটানো সব মুহূর্তেগুলো খুব বেশি মনে পরছে। SR এর সাথে ঝগড়া, ওদের প্রথম দেখা, SR এর ওকে কিডন্যাপ করা, সৌহার্দ্যর ওর বস হয়ে আসা, এরপর ওদের রিলেশন, সৌহার্দ্যর ওর প্রতি দুর্বল হয়ে পরা, ওর সৌহার্দ্যকে ফিরিয়ে দেওয়ার সময় সৌহার্দ্যর সেই অসহায় চাহনী, ছলছলে চোখ। সব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল তুর্বী। সত্যিই ভীষণ কষ্ট দিয়েছিল ছেলেটাকে। তাই হয়তো আজ সেই কষ্টটা ও ফেরত পাচ্ছে। রিখিয়া বলেছিল তুমি যাকে ভালোবাসবে তার কথাই সারাক্ষণ মাথায় ঘুরবে, না চাইতেও তোমার ভাবনায় সারাক্ষণ তার যাওয়া আসা চলবে, তার জন্যে তুমি ফিল করবে, তার কষ্টে তুমি কষ্ট পাবে, তার দেওয়া সামান্য আঘাতও তোমাকে শেষ করে দেবে, তাকে তুমি অন্য কারো সাথে সহ্য করতে পারবেনা। এখন তুর্বী বুঝে গেছে ও ভালোবেসে ফেলেছে সৌহার্দ্যকে। এই দু-বছরে বারবার সৌহার্দ্যকে মনে পরাটা শুধু মায়ার জন্যে ছিলোনা। ভালোবাসা ছিল। হ্যাঁ তুর্বীও আজ ভালোবেসেছে। কাউকে ভীষণভাবে ভালোবেসেছে। ভালোবেসে ফেলেছে সৌহার্দ্য নামক পুরুষটিকে।

#চলবে…

#জলফড়িঙের খোঁজে ❤
#লেখিকা: অনিমা কোতয়াল
#পর্ব- ৫৪
.

ভালোবাসা! যার নির্দিষ্ট কোনরকম কোন সজ্ঞা নেই, না আছে কোন ব্যাখ্যা। ভালোবাসা একেকজনের কাছে একেকরকম হয়। কিন্তু ভালোবাসলে কখনও না কখনও মন ঠিক বলে ওঠে ‘ভালোবাসি’। কারো মন খুব তাড়াতাড়ি বলে, কারো খুবই দেরীতে। ঠিক যেরকম তুর্বীর মন আজ চিৎকার করে বলছে, ‘ভালোবাসি। ভালোবাসি স‍ৌহার্দ্যকে।’ হঠাৎই একটু জোরে বাতাস বইতে শুরু করল। চোখ বন্ধ করে হাত ভাজ করে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সেই বাতাসকে অনুভব করল তুর্বী। ভালোতো অনেক আগেই বেসে ফেলেছিল। কিন্তু আজ সেই ভালোবাসাকে মন খুলে অনুভবও করতে পারছে। জীবনটাকে কোনদিনও ও সিরিয়াসলি নেয়নি। প্রচন্ড এক্সপেরিমেন্টাল একটা মেয়ে ছিল। এসব প্রেম-ভালোবাসা ওর দু-দিনের খেলা ছাড়া আর কিছুই মনে হতো না। কিন্তু এখন সময়ের সাথে সাথে নিজেকে সিরিয়াস করে নেওয়ার পরেই হয়তো ভালোবাসা নামক অনুভূতি বুঝতে সক্ষম হলো ওর মন। কিন্তু এখন কী করা উচিত ওর? সৌহার্দ্যকে বলবে নিজের মনের কথা? খুব বেশি দেরী হয়ে যায়নি তো? সৌহার্দ্য কী মেনে নেবে ওকে আবার? সৌহার্দ্যর যে বিয়ে ঠিক হয়ে যাচ্ছে তারবেলা? সৌহার্দ্যকে হঠাৎই ভীষণ মিস করছে তুর্বী। কালতো আসবে ওরা। কিন্তু তবুও একটাবার সৌহার্দ্যর গলা শুনতে ভীষণ ইচ্ছে করছে। বেশিকিছু না ভেবে সৌহার্দ্যকে ফোন করল।
বিহানকে ঘুম পাড়িয়ে দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছিল সৌহার্দ্য। তুর্বীর কথাই ভাবছিল। আজ তুর্বীর ওর ওপর ওরকম অধিকার খাটানোটা নাড়িয়ে দিয়েছে সৌহার্দ্যকে। সদ্য সামলে নেওয়া মনটাকে আবার এলোমেলো করে দিয়েছে। এমন ব্যবহার কেন করল তুর্বী? তবে কী তুর্বী ওকে ভালোবেসে ফেলেছে? আজ তুর্বীর সাথে ওর ওভাবে কথা বলতে ভালো লাগেনি। কিন্তু ওর কী হয়েছিল নিজেই জানেনা। তবে ও তুর্বীর চোখে ওর প্রতি কিছুতো একটা দেখেছে আজ। এসব ভাবতে ভাবতেই ওর ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখল যে তুর্বীরই ফোন। ও কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে ফোনটা রিসিভ করল। তারপর গম্ভীর কন্ঠে বলল,

” হ্যাঁ বল!”

ওপাশ থেকে তুর্বী চুপ করে রইল কয়েকসেকেন্ড। সৌহার্দ্যও অপেক্ষায় আছে তুর্বীর উত্তরের। কিন্তু তুর্বীকে চুপ থাকতে দেখে ভ্রু কুচকে বলল,

” সমস্যা কী? চুপ করে আছো কেন? কল করেছ, কিছু বলবে?”

তুর্বী এবারও চুপ। ও ভাবছে একসময় এভাবেই কথা বলত তুর্বী সৌহার্দ্যর সাথে, ওদের সম্পর্ক চালাকালীন সময়ে। অসময়ে সৌহার্দ্য ফোন করলেই বলত, ‘কল দিলে কেন? কিছু বলবে?’ তখন সৌহার্দ্য কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলত, ‘ না, রাখছি।’ আজ ও বুঝতে পারছে মানুষ শুধু দরকারে-ই ফোন দেয়না। প্রিয় মানুষটার সাথে মনের কথাগুলো বলতেও ফোন করে। সত্যিই কত অদ্ভুত হয় মানুষ। নিজের ভুলগুলো বুঝতে পারে ঠিকই, কিন্তু সময় চলে গেলে। যদি সময় থাকতে মানুষ নিজের ভুলগুলো বুঝতে পারত তাহলে জীবনটা কত সুন্দর হতো। নিজেকে স্বাভাবিক করে তুর্বী নিচু গলায় বলল,

” না আসলে__ রিখিয়া আর বিহানের ব্যাপারেই কিছু বলার ছিল।”

সৌহার্দ্য একটা তাচ্ছিল্যের হাসি দিল। এরপর দু আঙুল দিয়ে নিজের নাক ঘষে বলল,

” সেটাই! আমাকে তুমি নিশ্চয়ই প্রেম নিবেদন করতে ফোন করবে না। হুম বল, কী বলবে?”

সৌহার্দ্য কথাগুলো তুর্বীর মনে সুঁচের মত ফুটছে। চোখে জল চলে এলো ওর। এতো কঠোর কেনো হচ্ছে সৌহার্দ্য? এভাবে মনে আঘাত করতে ছেলেটা কবে থেকে শিখলো? চোখ মুছে তুর্বী বলল,

” ওদের ব্যাপারে কী করবে ভেবেছ?”

সৌহার্দ্য দরজা দিয়ে একবার ঘুমন্ত বিহানের দিকে তাকিয়ে বলল,

” এখন আমাদের হাতে আর কিছুই নেই। আমাদের পক্ষে যতটা করা সম্ভব ছিল আমরা করেছি। এখন করার হলে একটা জিনিসই করা যায়, শাফিনকে সবটা বলে দেওয়া যায়।”

” সেটাও সম্ভব নয়। রিখিয়া সাফ সাফ জানিয়ে দিয়েছে ও বিয়ে করবে। এবার ওর মতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারব না। মেয়েটা আর কত মানসিক চাপ নেবে?”

” সেটাই! তাই আমাদের আর কিছুই করার নেই। ওপরওয়ালা ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে।”

তুর্বী চুপ করে রইল। কিছুক্ষণ চুপ থাকার পর হঠাৎই ও বলে উঠল,

” আমাকে কী এখনও ভালোবাসো সৌহার্দ্য?”

সৌহার্দ্য চমকে উঠল। হঠাৎ এরকম প্রশ্ন করছে কেন? এই মেয়ে চায়টা কী? বারবার ওর ভেতরের অনুভূতিকে জাগিয়ে দিয়ে আবার আঘাত করে সেটাকে রক্তাক্ত করতে? ওকে কষ্ট দিয়ে কী শান্তি পায় তুর? পরক্ষণেই নিজেকে সামলে বলল,

” তাতে কী তোমার কিছু যায় আসে?”

” এভাবে কথা বলছ কেন? নরমাল একটা প্রশ্ন করেছি। তুমি দোলাকে বিয়ে করবে ঠিক করেছ। ওকে ভালোবাসো বা পছন্দ হয়েছে তাই? না-কি তোমার পরিবারের পছন্দ তাই?”

সৌহার্দ্য কঠিন গলায় বলল,

” আই থিংক দ্যাটস নান অফ ইউর বিজনেস।”

” সৌহার্দ্য আমি __”

সৌহার্দ্য ফোনটা রেখে দিল। ওর এসব কথা শুনতে অসহ্য লাগছে। ওর পুরোনো ঘায়ে বারবার ইচ্ছে করেই আঘাত করছে মেয়েটা। যা বলার সরাসরি বললেই তো হয়। এভাবে পুরোনো ঘা খোঁচানোর মানে কী? ওকে মানুষ মনে হয়না না-কি?
সৌহার্দ্য এভাবে ফোন রেখে দেওয়াতে তুর্বী মনে মনে ভীষণ কষ্ট পেলো। ফোনটা রেখে দিয়ে হাটু ভেঙ্গে বসে পরল ওখানে। আচ্ছা সেদিন যদি সৌহার্দ্যকে ফিরিয়ে না দিতো? যদি নিজের গোপন অনুভূতিকে সেদিনই খুঁজে পেত? তাহলে কী খুব ক্ষতি হত? আজ ওকে এভাবে কাঁদতে হতো? এরকম আবেগপ্রবণ ও কোনদিনও ছিলোনা। কিন্তু সময় ওকে এরকম তৈরী করে দিল! সত্যি সময় অনেক শক্তিমান!

__________

পরেরদিন সৌহার্দ্য আর বিহান গ্রামে এলো। সবার প্রথমে ওরা রিখিয়াদের বাড়িতে গিয়ে-ই উঠল। ওদের আসার খবর শুনে শাফিনও চলে এলো! বিকেলবেলা সবাই বসে আড্ডা দিচ্ছে, আত্মীয়রাও সব আছে। বিয়েবাড়ি তাই স্বাভাবিকভাবেই একটা উৎসবমুখর পরিবেশ তৈরী হয়ে আছে চারপাশে। কিন্তু সৌহার্দ্য, তুর্বী, রিখিয়া, বিহান চারজনই চুপচাপ বসে আছে। চারজনেরই ভীষণরকম মন খারাপ। ওদের কারো মনেই কোন আনন্দ নেই। সবার সামনে চেষ্টা করেও মুখে হাসি ফোটাতে পারছে না। ওদের ভেতরটা কীভাবে দুমড়ে-মুচড়ে যাচ্ছে শুধু ওরাই জানে। অথচ নিজেদের ভেতরকার এই তীব্র ব্যাথা কারো সামনে প্রকাশ করাও ওদের পক্ষে সম্ভব নয়। তখন একজন মধ্যবয়স্ক মহিলা বললেন,

” কী ব্যাপার? পরশু বাড়িতে বিয়ে! আর আজ তোমরা এমন মুখ গোমড়া করে আছো কেন?”

এরপরই সবার নজর পরে ওদের দিকে। আর স্বভাবতই নানারকম প্রশ্ন করা শুরু করে। তাই পরিস্থিতি সামলাতে বাধ্য হয়েই হাসিমুখে আড্ডায় অংশগ্রহণ করতে হল। রিখিয়া আর বিহান একটু পরপরই একে ওপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছে। সেই দৃষ্টিতে একেওপরকে হারিয়ে ফেলার তীব্র যন্ত্রণা ছিল, ভেতরের সমস্ত কষ্টের আর্তনাদ ছিল। যে আর্তনাদ কেউ শুনতে পায়নি। মনের গহীনেই চাঁপা পরে গেল সেই চিৎকার। সারাবিকেল আড্ডা দেওয়ার পরে ঠিক করা হল যে, রাতে বিহান আর সৌহার্দ্য শাফিনদের বাড়িতেই থাকবে। রিখিয়াদের বাড়িটা ছোট। তারওপর এতো মেহমান আছে তাই এখানে থাকতে সমস্যা হবে। শাফিন ওদের দুজনের সাথে এমনভাবে মেলামেশা করছে যেন ওরই বন্ধু। শাফিনের এরকম ব্যবহার সৌহার্দ্য আর বিহান দুজনকেই মুগ্ধ করেছে।

রিখিয়া মনমরা হয়ে দাঁড়িয়ে ছিল। শাফিন এসে মাথায় টোকা মারল। রিখিয়া ঘুরে তাকিয়ে দেখে শাফিন মুচকি হেসে তাকিয়ে আছে। শাফিন ভ্রু নাচিয়ে বলল,

” কী হয়েছে? মন খারাপ কেন? এই বাড়ি ছেড়ে যেতে হবে তাই? না-কি তোমার সেই ভালোবাসার মানুষটার কথা মনে পরছে।”

রিখিয়া শাফিনের দিকে তাকিয়ে সোজাসাপ্টা উত্তর দিলো,

” দুটোই।”

শাফিন রিখিয়ার দিকে কয়েকসেকেন্ড তাকিয়ে থেকে বলল,

” আমাদের বিয়ের পরও এরকমই ভালোবাসবে তাঁকে?”

রিখিয়া এবারেও কোন ভনিতা না করে বলল,

” ওনাকে ভোলা সম্ভব নয় আমার পক্ষে। কিন্তু আপনাকে ভালোবাসতে পারব কি-না। সেটা জানিনা। আপনার খারাপ লাগলেও এটা সত্যি ”

শাফিন কপালে স্লাইড করে হেসে বলল,

” আমি কিন্তু এই রাগ করিনি। সবটা জেনে বুঝেই রাজি হয়েছি আমি। তাই তুমি সারাজীবন তাকে ভালোবাসতেই পারো আমি না করব না। আমাকে ভালো না বাসলেও সমস্যা নেই। কিন্তু হ্যাঁ আমায় ভালোবাসতে কিন্তু বাঁধা দিতে পারবেনা। মনে থাকবে?”

রিখিয়া কিছুই বলল না শুধু মলিন একটা হাসি দিল। শাফিনও হেসে চলে গেল। এতক্ষণ দূর থেকে ওদের দেখছিল বিহান। প্রচন্ড কষ্ট হচ্ছিল ওর। মনে হচ্ছিল ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছে। এখনই এতো কষ্ট হলে বাকিটা সময় কীকরে সহ্য করবে ও? রিখিয়ার চোখ ওর দিকে পরতেই। বিহান চোখ সরিয়ে নিলো। রিখিয়া এগিয়ে বিহানের কাছে গেল। কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল মলিন, লালচে মুখটার দিকে।অনেকটাই কষ্ট পেয়েছে হয়তো ছেলেটা। চোখ ছলছল করে উঠল ওর। অসহায় কন্ঠে বলল,

” ঠিক আছেন আপনি?”

বিহান চমকে তাকালো। দ্রুতই নিজেকে স্বাভাবিক করার ব্যর্থ চেষ্টা করে, ঠোঁটে কোনরকম জোরপূর্বক হাসি টেনে বলল,

” হুম? হ্যাঁ! ঠিক আজি আমি।”

রিখিয়া মাথা নিচু করে কম্পিত কন্ঠে বলল,

” আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ।”

বিহান রিখিয়ার হাত ধরে একদম নিজের সামনে আনলো। এরপর চোখদুটো নিজের হাতে যত্ন সহকারে মুছে দিয়ে বলল,

” তোমার কোন দোষ নেই রিখিয়া। কোন অন্যায় করোনি তুমি। বরং আমার করা অন্যায়ের ফল ভোগ করছ। ক্ষমার যোগ্য নই আমি। তবুও পারলে আমাকে ক্ষমা করে দিও।”

রিখিয়া করুণ চোখে তাকিয়ে রইল বিহানের দিকে। এরপর কিছু একটা ভেবে চোখ মুছে দ্রুত চলে গেল ওখানে থেকে। বিহান রিখিয়ার যাওয়ার দিকে তাকিয়ে রইল। চোখ দিয়ে গড়িয়ে পরল একফোটা অশ্রুকণা।

__________

রাত বারোটা বাজে। গ্রামে রাত বারোটা মানেই মধ্যরাত! সৌহার্দ্য নদীর পারের মাচাটার ওপর বসে অপেক্ষা করছে তুর্বীর জন্যে। কিছুক্ষণ আগে হঠাৎই তুর্বী ওকে মেসেজ করেছে এখানে আসার জন্যে। কিছু একটা বলতে চায় ও। সৌহার্দ্য বেশ অবাক হয়েছে। এমন কী বলতে চায় তুর্বী যে এতো রাতে ডাকল ওকে? এসব ভাবতে ভাবতেই তুর্বী এসে হাজির হল ওখানে। হাটুতে দুহাত রেখে হাফাচ্ছে ও। সৌহার্দ্য মাচা থেকে নেমে ভ্রু কুচকে বলল,

” হঠাৎ এতো রাতে কেন ডাকতে কেন? কী হয়েছে?”

তুর্বী এখনও হাফাচ্ছে স‍ৌহার্দ্যর দিকে তাকিয়ে। এতোটাই হাফাচ্ছে যে কথাই বলতে পারছেনা। শুধু তাকিয়ে আছে। সৌহার্দ্য ভ্রু কুচকে রেখেই হাত ভাজ করে বলল,

” কী হয়েছে বলবে? কুকুরে তাড়া করেছিল না-কি? এভাবে হাফাচ্ছো কেন? কিছু বলার থাকলে বল। না হলে আমি গেলাম।”

তুর্বী সোজা হয়ে দাঁড়িয়ে একটা ঢোক গিলে হাফানো কন্ঠেই বলল,

” বিয়ে করবে আমাকে?”

#চলবে…