নেশাক্ত ভালোবাসা পর্ব-২৮+২৯

0
1453

#নেশাক্ত_ভালোবাসা
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ২৮

মাঝখানে চলে যায় আরো ৭ দিন। আব্রাহাম আঠার মতো আইরাতের পেছনে লেগেই থাকে। তাকে জ্বালানো, তাকে এটা-ওটার অর্ডার করা, হুট হাট কোন প্ল্যান ছাড়াই আইরাতকে নিয়ে বাইরে বের হয়ে পরা। এগুলো যেন আব্রাহামের প্রতিদিন কার কাজ। আজও অফিসের কাজ বাদ দিয়ে এই দুই ল্যায়লা-মাজনু বাইরে বের হয়ে পরেছে। তবে আইরাত কথা বলছে না, কারণ সে জানে যে এখন আব্রাহাম কে জিজ্ঞেস করেও লাভ নেই। কথার ভাজে কথা ঘুড়িয়ে দিবে সে। তাই দুই হাত ভাজ করে শুধু বসে আছে। আব্রাহাম গাড়ি এনে সোজা তার বাসার সামনে থামে। আইরাত আব্রাহামের দিকে তাকায়। সে এই সময়ে তাকে তার বাসায় নিয়ে এলো কেন!

আইরাত;; আপনি এখানে কেন আনলেন আমায়?

আব্রাহাম;; মন চাইলো তাই এনে পরলাম।

আইরাত;; কিন্তু…

আব্রাহাম;; জলদি নামো।

আইরাত নেমে পরলো। আব্রাহাম একটা গার্ড কে চাবির থুকা টা ঢিল দেয় আর সে তা ধরে ফেলে। তারপর গাড়ি টা পার্ক করে দেয়। আব্রাহাম আইরাতের হাত ধরে ভেতরে আসে। ভেতরে এসেই দেখে আব্রাহামের দাদি ইলা পানের বাটা নিয়ে বসে আছেন।

আব্রাহাম;; ওইতো আবার শুরু হয়েছে। দাদি তোমার এই পান খাবার অভ্যাস টা গেলো না এখনো। তুমি জানো এগুলো কত্তো ক্ষতি করে মানুষের বডিতে।

ইলা;; আরে আমি তো।

আব্রাহাম;; রাখো তুমি এগুলো, রাখো।

আব্রাহাম এক রকম জোর করেই তার দাদির হাত থেকে পানের বাটা টা সরিয়ে দেয়৷ আর আইরাত দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদি-নাতির এগুলো কান্ড দেখছিলো। ইলা এতোক্ষণে আইরাতকে খেয়াল করে।

ইলা;; আরে আইরাত!

আইরাত;; জ্বি

ইলা;; কেমন আছো?

আইরাত;; আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি?

ইলা;; হ্যাঁ এইতো ভালো, আরে বসো বসো।

আইরাত গিয়ে ইলার পাশে বসে। কিছুক্ষন খোশগল্প করে। আব্রাহাম হুট করেই বলে ওঠে…

আব্রাহাম;; বেবিগার্ল!

আইরাত;; কি?

আব্রাহাম;; বড্ড বেশি ক্ষুদা পেয়েছে আমার যাও রান্না করো।

আইরাত;; এহ?

আব্রাহাম;; হ্যাঁ যাও৷

ইলা;; এই পাগল হয়েছিস তুই? মেয়েটা এসেছে মাত্র আর তুই ওকে রান্না করতে বলছিস?

আব্রাহাম;; আরে দাদি রাখো তো। আইরাত জান তুমি যাও।

আইরাত;; হারামি তুই এখানে নিয়ে এসেছিস আমাকে দিয়ে রান্না করানোর জন্য (মনে মনে)

আব্রাহাম;; যেভাবে তাকিয়ে আছো দেখে মনে হচ্ছে মনে মনেই প্রচুর গালি দিচ্ছো।

আইরাত;; আরে না না।

আব্রাহাম;; তো যাও রান্না করো। রান্নাঘর ওইদিকে।

আইরাত;; আচ্ছা কি রানবো?

আব্রাহাম;; বিরিয়ানি।

আইরাত;; কিহ বিরিয়ানি?

আব্রাহাম;; চেহারার নকশা পালটে ফেললে কেনো, যাও

আইরাত;; আব..আসলে আমি না পারি না।

আব্রাহাম;; কি?

আইরাত;; আসলে মানলাম যে আমি এর আগে রেস্টুরেন্টে কাজ করেছি কিন্তু সেখানে আমি রান্না করতাম না। খুব কম। ফাস্ট ফুড গুলো তাও। এইসব বড়ো বড়ো খাবার আমি পারি না।

আব্রাহাম;; প্রব্লেম নেই, যেমন পারো তেমন ভাবেই রানবে। আমি খাবো। নাও গো

আইরাত;; আচ্ছা।

আইরাত চুপচাপ রান্না ঘরে চলে গেলো। একজন স্টাফ এসে আইরাতের সামনে সব কিছু রেখে গেছে। আইরাত কোমড়ে হাত দিয়ে মুখ কে বাংলার পাচ বানিয়ে রেখে দিয়েছে। বুঝতেই পারছে না যে কীভাবে কি করতে হয়। ইলা এসে আইরাত কে একটু হেল্প করতে চাচ্ছিলো কিন্তু তাকেও আব্রাহাম এসে টেনে নিয়ে চলে গেছে। এখানে বেশ গরম আইরাত দরদর করে ঘামছে। আর হাতের উল্টো পাশ দিয়ে বারবার কপালের ঘাম মুছে ফেলছে। আইরাত আর না পেরে গলার ওরনা টা এক পাশ করে কোমড়ে বেধে ফেললো। আইরাত বিরিয়ানি রান্না করতে যা যা লাগে সব ঠিক ঠাক করে নিলো। একটার পর একটা কাজ করছে। আর তখনই আব্রাহাম এসে রান্নাঘরের দরজার আড়ালে দুই হাত ভাজ করে দাঁড়ায়৷ আইরাতের এমন হাল দেখে আব্রাহাম মুখে হাত রেখে হাসছে। হঠাৎ আব্রাহাম গলা কিছুটা খাকাড়ি দিয়ে ওঠে। আইরাত পেছন ঘুড়ে তাকায়। দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে। আব্রাহামের দিকে তাকাতেই আব্রাহাম তার ভ্রু দুটো নাচায়।
আইরাতের এখন মন টা চাচ্ছে হাতে থাকা খুন্তি টা দিয়ে আব্রাহামের মাথা ফাটাতে। একে তো এত্তো গরম তার ওপর এই রান্না যা সে ঠিক ভাবে পারেও না। উফফফফফ বিরক্তিকর!

আব্রাহাম;; জানপাখি তোমাকে দেখতে এখন পুরোদমে একটা টিপিকাল ওয়াইফ লাগছে জানো!

আইরাত;; আর আপনি একটা কশাই৷

আব্রাহাম;; আমি বাজারে মাংস কাটি না বেইব।

আইরাত;; হ্যাঁ তবে মানুষ কে ঠিকই কাটেন।

আব্রাহাম;; হুমম।

আব্রাহাম সেখান থেকে চলে গেলো। আর আইরাতের অবস্থা কাহিল। তার ঠিক এক ঘন্টা পর আইরাতের বিরিয়ানি রান্না শেষ হয়। একটা পাত্রে বিরিয়ানি নিয়ে আইরাত ডাইনিং টেবিলের ওপর রেখে দেয়। স্মেল তো মোটামুটি ভালোই আসছে৷ আইরাত হাত কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। না জানি কি হয়েছে। ফোনে যে একটু ইউ টিইব থেকে হেল্প নিবে সেই সুযোগ টাও পায় নি। কারণ আব্রাহাম তার ফোন কেড়ে নিয়ে নিয়েছিলো। এত্তো কঠিন তো স্কুলের ফাস্ট ব্রেঞ্চে বসে অংক পরিক্ষাও হয় না। ইলা আগে থেকেই ডাইনিং টেবিলে গালে হাত দিয়ে বসে ছিলো। উনি বুঝতে পারছেন আইরাতের অবস্থা টা। মেয়েটা যে কি করেছে আল্লাহ জানেন। আইরাত খুব বেশি নারভাস তা তার মুখ দেখেই বুঝা যাচ্ছে। আইরাতের টেবিলে বিরিয়ানি রাখতেই আব্রাহাম দ্রুত এসে বসে পরে।

আব্রাহাম;; হুমমম স্মেল গুড।

আইরাত;; আমি জানি না এটা কি হয়েছে। বিরিয়ানি নাকি জগা খিচুড়ি 🙂।

আব্রাহাম;; রাখো তো তুমি। আমাকে খেতে দাও।

আইরাত কাপা কাপা হাতে আব্রাহামের প্লেটে বিরিয়ানি বেড়ে দেয়। ইলার প্লেটেও দেয়। আইরাত ডাইনিং টেবিলের সামনে তার ফিংগার ক্রোস করে চোখ খিচে বন্ধ কিরে দাঁড়িয়ে আছে। “আল্লাহ প্লিজ যেন খেতে ভালো হয়” এটাই বারবার জপ করে চলেছে মুখে। ইলা একবার খেয়েই আইরাতের দিকে তাকায়। আইরাত বেকুল নয়নে তাকিয়ে আছে ইলার দিকে। আইরাতের এমন ভোলাভালা চেহারা দেখে ইলা আর কিছু বলতে পারে না। শুধু আইরাতের দিকে তাকিয়ে মুচকি হাসে। পরক্ষণেই আব্রাহামের দিকে তাকায়। কিন্তু তাকে দেখে আইরাতের কপাল গুলো যেন আরো কুচকে গেলো৷ কারণ আব্রাহামের মাঝে কোন হাবভাব কিছু দেখা যাচ্ছে না। সে তার মতো করে গপাগপ খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। আব্রাহামের খাওয়া দেখে মনে হলো যে বিরিয়ানি বেশ ভালোই হয়েছে। কিন্তু তাহলে ইলা খাচ্ছে না কেন। আইরাত আর থাকতে না পেরে বলেই ফেললো….

আইরাত;; আচ্ছা খেতে কেমন হয়েছে?

আব্রাহাম;; বেস্ট বিরিয়ানি এভার।

আইরাত;; তাই নাকি? তাহলে তো আমার একটু খেতেই হয়।

যেই আইরাত এই কথা বলে তার সাথে সাথেই ইলা আর আব্রাহাম একসাথে চিল্লিয়ে বলে ওঠে….

ইলা-আব্রাহাম;; না না না না।

আইরাত শুকনো শুকনো মুখে তাকায়। কিন্তু আইরাত জেদ করেই আব্রাহামের হাত থেকে চামচ নিয়ে নেয়। তারপর একটু বিরিয়ানি তুলে মুখে পুড়ে নেয়। ওদিকে ইলা তার হাত কপালে দিয়ে দিয়েছে। আর আব্রাহাম তার বাম হাত দিয়ে মুখ চেপে ধরেছে। কিন্তু আইরাত তো বিরিয়ানি একবার খেয়েই দিন দুপুরে চোখে সরষে ফুল দেখছে৷ আইরাত কি করবে কি না করবে কোন দিশা খুঁজে পাচ্ছে না। দৌড়ে বেছিং এ চলে যায়। এত্তো জোরে জোরে কাশি দিচ্ছে যা বলার বাইরে। একদম নাকে-মুখে হয়ে গেছে৷ আব্রাহাম গিয়ে আইরাতের পিঠে আস্তে আস্তে চাপড় দিতে থাকে আর পানি খাইয়ে দিচ্ছে। কাশি কিছুটা কমলে আইরাত এসে আবার বসে পরে।

আইরাত;; এটা বিরিয়ানি নামে কলঙ্ক। আপনি খাচ্ছেন কীভাবে?

আব্রাহাম;; তোমার কাছে খারাপ হতে পারে কিন্তু আমার কাছে না।

আইরাত;; দাদি আপনি ঠিক আছেন৷ আপনার কিছু হয় নি। ইশশশ এটা খাওয়ার অযোগ্য।

আব্রাহাম;; এই একদম চুপ৷ খবরদার যদি উল্টাপাল্টা কিছু বলেছো তো৷ ঠিকই আছে আর আমার কাছে এটাই ভালো।

ইলা হেসে দেয় এই দুইজনের কথা শুনে।

আইরাত;; দাদি প্লিজ আমাকে আগে বিরিয়ানি রান্না করা শিখাবেন।

ইলা;; একটা শর্তে!

আইরাত;; সব শর্ত রাজি। কিন্তু শর্ত টা কি?

ইলা;; এই যে এই আপনি আপনি ডাক বন্ধ করতে হবে। আব্রাহাম যেভাবে ডাক ওইভাবেই ডাকতে হবে।

আইরাত;; আচ্ছা রাজি৷

আইরাত উঠে গিয়ে ইলার পাশে বসলো। আইরাত আর ইলা মুখে হাত দিয়ে আব্রাহামের কান্ড দেখছে৷ আব্রাহামের কোন কিছুই হচ্ছে না এগুলো খেয়ে৷ বিরিয়ানি প্রচুর ঝাল হয়েছে,, চাল গুলো কেমন যেন শক্ত শক্ত, হ্যাঁ তবে মাংস অনেক সুন্দর ভাবেই হয়েছে। তবে আর বাকি কিছু ঠিক হয় নি। দেখতে দেখতেই এভাবে আব্রাহাম পুরো প্লেট শেষ করে উঠলো। আইরাত অবাক হয়ে শুধু দেখে যাচ্ছে।

আইরাত;; দেখুন পরে যদি ফুড পইজন হয় তাহলে প্লিজ আমায় বকবেন না৷

আব্রাহাম;; আহা, এখন তো আমার এই বিরিয়ানি প্রতিদিন চাই।

আইরাত;; 😵

আব্রাহাম;; 😘


আব্রাহামের সব উলটা পাল্টা কাজ শেষ হলে তারা এসে পরে সেইদিন কার মতো।

আইরাত;; এখন কোথায় যাচ্ছি আমরা?

আব্রাহাম;; কেন আরো কোথাও যাওয়ার ইচ্ছে আছে নাকি?

আইরাত;; আব.. না।

আব্রাহাম;; তাহলে এখন বাসায়।

আইরাত;; আচ্ছা।

আব্রাহাম আইরাতকে তার বাসার সামনে রেখে চলে যায়। আব্রাহাম যখন আইরাতকে তার বাসার সামনে ড্রপ করে দেয় তখন তা ইকবাল সাহেব ওপর থেকে দেখেন। তারপর ভেতরে চলে যান। আইরাত বাসায় ভেতরে গিয়ে দেখে কলি রান্না করছে। আইরাতকে দেখে কিন্তু কিছু বলে না। আইরাত সোজা তার রুমে চলে যায়। তার কিছুক্ষন পরেই রনিত আসে তার রুমে।

আইরাত;; কিরে ছোটু কিছু কি বলবি?

রনিত;; তুমি জানো বাড়িতে কি হচ্ছে?

আইরাত;; না তো। কেন কি হয়েছে?

রনিত;; আরে বিয়ে।

আইরাত;; বিয়ে মানে?

রনিত;; তোমার বিয়ের কথা চলছে।

এই বিয়ের নাম শুনতেই আইরাতের মাথায় আব্রাহামের কথা আসে আর আইরাত হেসে দেয়।

আইরাত;; আচ্ছা বুঝলাম,, ঠিকিআছে কথা বার্তা চলতে থাক৷ দেখি কি হয়৷

রনিত;; তুমি না বলো যে পড়াশোনা শেষ না করে বিয়ে করবে না।

আইরাত;; হ্যাঁ তা তো করবোই না।

রনিত;; তাহলে!

আইরাত;; আরে দেখি না কি হয়। আর রইলো কথা বিয়ের তো আমি এতো সহজে তা করছি না বুঝলি।

রনিত;; তাহলে কি করবে?

আইরাত;; আগে আগে দেখ কি করি৷

রনিত;; আচ্ছা।

রনিত এটা বলেই চলে যায়। কিন্তু আইরাতের মাথায় আসে এক ধামাকাদার বুদ্ধি।


রায়হান কেন জানি এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে কিছুটা। আগে সে আইরাতকে অন্য মেয়েদের মতো ভাবলেও এখন আর না। সেও হয়তো আইরাতের প্রেমে তলিয়ে গেছে৷ যাই হোক তাকে যা ই করার দ্রুত সব কিছু করতে হবে। সে চায় না আব্রাহাম যাতে কোন কিছুতে ঝামেলা করে।

ওদিকে আইরাত যে কি করবে তা একমাত্র সেই ভালো জানে। বিয়ের পিড়িতে সে তো এতো সহজে বসবে না। আর আব্রাহাম একবার যদি জানে যে আইরাতের বিয়ে ঠিক বা বিয়ের কথা চলছে তখন কি হবে জাস্ট ভাবা যায় না। তবে আব্রাহাম কে জানতে দিবে না আইরাত কেননা তার আগেই আইরাত কিছু না কিছু তো অবশ্যই করবে।

আর আব্রাহাম, তার পক্ষে সম্ভব হলে তো সে সেইদিনই আইরাতকে নিজের বউ করে ঘরে তুলে আনতো যদি আইরাত তাকে বুঝিয়ে না বলতো।

এ যেন এক ত্রিকোণমিতির ন্যায় হয়ে গেলো। আব্রাহাম-আইরাত-রায়হান।





চলবে~

#নেশাক্ত_ভালোবাসা
#লেখিকাঃ Tamanna Islam
#পর্বঃ ২৯

শুভ সকাল!! আইরাত তো মনের আনন্দে ঘুম আসছে। হয়তো এখনো সে স্বপ্নের রাজ্যে বসবাস করছে। তাই তো চোখ না খুলেই ঘুমের মাঝেই কেমন মিটমিট করে হেসে চলেছে। কিন্তু “বাড়িতে তোর বিয়ের কথা চলছে” এই কথা টুকু যেন হুট করেই কানে এসে ধাক্কা খেলো। ব্যাস হয়ে গেলো। আইরাত ধরফর করে ঘুম থেকে ওঠে পরে। উঠেই দেখে সবকিছু ঠিকঠাক আছে আর সে বিছানাতে। বুকে হাত দিয়ে একটু দম ছাড়ে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা বাজে ৯ টার কাছাকাছি। আজ শনিবার অফিস ছুটি। আর আব্রাহাম একদিনের জন্য কাজে আউট অফ সিটি গিয়েছে। গতকালই আইরাতকে বলে রেখে গেছে৷ আর ভার্সিটি যেতে মন চাইছে না। আইরাত এগুলোই ভেবে ভেবে বসে ছিলো। তখনই রুমের দরজা তে কড়া নাড়ে। আইরাত গিয়ে খুলে দেয়। রেখে রনিত হাতে কি যেন একটা নিয়ে দাঁড়িয়ে আছে। তখনই রনিতের পেছনে আইরাতের চাচি কলি দাঁড়িয়ে পরে। তারা রুমের ভেতরে যায়। আইরাতের চাচি গিয়েই বিছানার ওপর শাড়ির এক প্রকার দোকান বসিয়ে দেয়।

কলি;; দেখ তো কোনটা ভালো লাগে?

আইরাত;; এই শাড়ি টাড়ি দিয়ে আমি কি করবো?

কলি;; অনেক কিছু করার আছে৷ এবার জলদি দেখ তো কোনটা ভালো লাগে!

আইরাত;; কি মানে আজ কি কোন ওকেইশন আছে নাকি?

কলি;; তোকে দেখতে আসছে।

কলির কথায় আইরাত বাকা হেসে দুই হাত ভাজ করে দাঁড়ায়৷

আইরাত;; ওহহ আচ্ছা আচ্ছা।

কলি;; হুম, এবার যেটা ভালো লাগে সেটা পর। পরতে পারবি নাকি আমি পরিয়ে দিবো?

আইরাত;; না আমি পরে নিবো, জানি না কীভাবে পরবো কিন্তু পরে নিবো। তুমি যাও।

কলি;; আচ্ছা।

কলি চলে গেলো কিন্তু রনিত না। কলি চলে যেতেই রনিত তার ৩২ টা দাত বের করে আইরাতের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে।

আইরাত;; তাকিয়ে আছিস কেন?

রনিত;; হিহিহিহিহিহিহিহি

আইরাত;; হেহেহেহেহেহেহেহে,, মুখ বন্ধ কর গরু।

রনিত;; 🤐

আইরাত;; শোন যাবি না এখানেই বসে থাক কথা আছে। আমি ফ্রেশ হয়ে আসি।

রনিত;; আচ্ছা।

আইরাত রনিত কে বলে ফ্রেশ হতে চলে যায়। রনিত সারা ঘরে দৌড়াদৌড়ি করছে। কিছুক্ষণ পর আইরাত এসে পরে। এসেই রনিত কে আগে ঘুষ হিসেবে এক বক্স চকোলেট দিয়ে দেয়।

রনিত;; কি করতে হবে জলদি বলো!

আইরাত;; আরে ওয়াহহ বুঝে গেছিস।

রনিত;; হুম বলো…

___________________________________________


আইরাত রনিত কে সব বলে বুঝিয়ে দিলো। তারপর রনিত রুম থেকে দৌড়ে চলে যায় ডিম আনতে। হ্যাঁ ডিম আনতে। এবার আইরাত নিজের সামনে ফোন অন করে ইউ টিউবে গিয়ে শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও অন করে দিলো। ওরা যেভাবে যেভাবে শাড়ি পরছে আইরাত ইচ্ছে করেই ঠিক তার উলটো ভাবে শাড়ি পরছে। বেশকিছুক্ষন পর হুট করেই আবার দরজাতে নক পরে। আইরাতের চাচি চিল্লিয়ে বলে ওঠে….

কলি;; হলো তোর। দশ টা বাজে ওরা এগারো টার দিকে এসে পরবে।

আইরাত;; হ্যাঁ হ্যাঁ প্রায় হয়ে গেছে। তুমি যাও আমি আসছি।

আইরাতের চাচি সেখান থেকে চলে যেতেই আইরাত দ্রুত ফোন টা নিয়ে দিয়া কে ফোন করে। দিয়া হয়তো তখনো ঘুম থেকেই উঠে নি। তিন বার ফোন দেয় আইরাত কিন্তু সে ধরে না। চার বারের সময় দিয়া ফোন ধরে আর ফোন ধরতেই….

আইরাত;; দিয়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া!!

দিয়ার ঘুমের মা-বোন এক্কেবারে এক হয়ে গেছে এমন চিল্লানিতে।

দিয়া;; কি হইছে ভাই?

আইরাত;; এদিকে আমার হাওয়া টাইট হইয়া যাইতে আছে আর তুই বজ্জাত মাইয়া ঘুমাস। এই তোর ঘুমের খেতা পুড়ি। জলদি আমার বাসায় আয়। দশ মিনিটে আসবি।

দিয়া;; আরে বাবা হয়েছে কি?

আইরাত;; জানু আজকে আমার সুন্দর মুখমণ্ডল খানা দর্শন করিবার জন্য অতি প্রাণপ্রিয় পুত্রপক্ষরা আসিতেছে 🙂।

দিয়া;; এই তোর সংস্কৃত বুঝি না, বাংলা ক।

আইরাত;; দিয়া আমায় দেখতে আসছে ছেলেরা। ছেলে কেমন, কি করে, নাম কি, কোথায় থাকে। আই জাস্ট ডোন্ট নো। আমি তো ভাবছি যে চাচ্চু পর্যন্ত আমাকে কিছু বললো না৷ আচ্ছা যাই হোক। দেখতে আসছে আসুক। আমিও কম না,, এইখনে কি মামার বাড়ি মোয়া পেয়েছি নাকি। আসতে দে ওদের তারপর বুঝাবো। আর শোন প্লিজ তুই জলদি আয়।

দিয়া;; এইতো উঠে পরেছি। দশ টা মিনিট টাইম দে আমাকে।

আইরাত ফোন কেটে দেয়। ওদিকে দিয়াও জলদি উঠে পরে। আর প্রায় ২০ মিনিট পর আইরাতের শাড়ি পরা শেষ হয়েছে। আল্লাহ জানেন এটা শাড়ি পরা হয়েছে নাকি অন্য কিছু। কুচি গুলো ঠিক নেই, এলোমেলো, আচল ছোট হয়েছে। বলা যায় শাড়ি কে এক প্রকার ওরনার মতো করে নিজের চারিদিকে শুধু পেচিয়ে গেছে। এই হলো আইরাতের শাড়ি পরা। তবে আইরাত আজ খুশি কেননা দেখতে তাকে তেমন ভালো লাগছে না। আরে ভালো ভাবে পরাই হয় নি তাহলে ভালো দেখতে আর কীভাবে লাগবে। ওদিকে দিয়া হাওয়ার বেগে আইরাতের বাসায় আসে। এসেই দেখে হলরুমে ইকবাল সাহেব বসে আছেন৷ আর আইরাতের চাচি রান্না করছে। দিয়া কে আসতে দেখেই ইকবাল সাহেব বলেন…

ইকবাল;; আরে দিয়া মা যে এসো এসো। কেমন আছো?

দিয়া;; জ্বি চাচ্চু ভালো আছি।

কলি;; আরে দিয়া ভেতরে এসো। অনেক দিন পর আসলে আজ।

দিয়া;; না মানে চাচি এমনেই আর কি।

কলি;; আচ্ছা ভালোই হয়েছে এসেছো। আইরাত একা একা ছিলো। যাও ওর রুমে যাও।

দিয়া;; আচ্ছা।

দিয়া এই বলেই দ্রুত আইরাতের রুমে চলে যায়। ঠাস করে আইরাতের দরজা খুলে ফেলে। খুলেই দেখে আইরাত ভূতের মতো দাঁড়িয়ে আছে। দিয়া মুখ কে ভেটকিয়ে দিয়ে আইরাতের আপাদমস্তক সব দেখে নেয়। গোপাল ভাড় যেমন ধূতি পরে আইরাতের শাড়ি পরাও ঠিক সেইম। আইরাত দিয়া কে দেখে কপাল কুচকায়। দিয়া মুখ চেপে হাসছে। আইরাত দিয়ার সামনে গিয়ে একটা ঘুরান্টি মেরে বলে…..

আইরাত;; এই হারামি ক কেমন দেখা যাচ্ছে আমাকে?

দিয়া;; ঝাক্কাস আফা।

আইরাত;; থাংকু।

দিয়া;; আচ্ছা মানে এভাবে হুট করেই ছেলে দেখেতে কেন আসছে?

আইরাত;; আর বলিস না। কাল রাতে রনিত আমায় বলেছিলো একবার আমি ভেবেছি মজা করছে হয়তো। কিন্তু না আজ সকাল বেলা চাচি এসে বলে এই যে শাড়ি রেডি হো ছেলেরা আসবে৷ আমি তো অবাক।

দিয়া উকি দিয়ে আইরাতের বিছানার দিকে তাকায়। দেখে শুধু শাড়ি আর শাড়ি। কিন্তু এক একটা শাড়ি হেব্বি সুন্দর। দিয়া আইরাতের দিকে তাকায়৷

দিয়া;; আরে ধুর এত্তো সুন্দর সুন্দর আর ভালো শাড়ি গুলো রেখে তুই কি এই ফ্যাকাসে কালারের শাড়ি টা পরেছিস রে!?

আইরাত;; তোর কি মনে হয় আজ আমি ভালো ভাবে চলবো। দাড়া না ছেলেপক্ষ কে কীভাবে বিদায় করতে হয় তা আমার বেশ ভালো করেই জানা আছে। আর এমন ভাবেই বিদায় করবো না যে আর জীবনে এই বাড়ির আঙিনা পেরোবে না৷

দিয়া;; এই রনিত কোথায় রে?

আইরাত;; দেশি পচা ডিম আনতে পাঠিয়েছি।

দিয়া;; ছিঃ কেন?

আইরাত;; কাজ আছে বাবু কাজ আছে।

আইরাত এর মধ্যেই দিয়া কে যা যা করতে হবে সব A-Z বুঝিয়ে দেয়। দিয়ার হাসতে হাসতে পেটে খিচ ধরে গেছে।

দিয়া;; এই তোর বিয়া ভাংার বুদ্ধি৷ বইন টিস্যু দে। হাসতে হাসতে চোখ দিয়া পানি বাইর হইয়া গেছে।

আইরাত টিস্যুর বক্স টা দিয়ার মাথায় বারি মেরে দিয়ে দেয়। দিয়া স্বাভাবিক হয়ে বলে ওঠে..

দিয়া;; আচ্ছা এগুলো কি আব্রাহাম স্যার জানেন?

আইরাত;; কি কইলি। ভাই আমি অকাল মৃত্যু মরতে চাই না। আব্রাহাম যদি জানে এগুলো তাহলে প্রথমত ওই ছেলেকে খুন করে সে দুই সেকেন্ডেই গুম করে দিবে যা ওর জন্য কোন ব্যাপারই না। আর তারপর আমাকে যে কি করবে আল্লাহ৷ আমাকে একদম মেরে কেটে টুকরো টুকরো করবে। কিন্তু আমি ওকে জানতেই দিবো না। তার আগেই আমি সব মিটমাট কিরে নিবো।

দিয়া;; হুমমম বুঝলাম।

দিয়া আর আইরাতের কথা বলার মাঝেই রনিত চলে এলো৷ হাতে কমপক্ষে ২০-২২ টা পচা ডিম।

আইরাত;; আহহ ময়না আইছো তুমি।

রনিত;; হ্যাঁ এসেছি। এখন এগুলো ধরো আগে কি বিশ্রী গন্ধ।

দিয়া কোন রকমে গিয়ে ডিম গুলো নেয়।

রনিত;; জানো আপু, দোকানদার কে যখন গিয়ে বলি যে দেশি পচা ডিম দিন। তখন কেমন করে যেন আমার দিকে তাকিয়ে ছিলো।

আইরাত;; তাকবে না, মানুষ বেছে বেছে ভালো ডিম নিয়ে আসে আর তুই টাকা দিয়ে কিনে বেছে বেছে পচা ডিম গুলোই নিয়ে এসেছিস।

রনিত;; আচ্ছা শুনো আমি বাসায় আসার সময় বাইরে একটা সাদা গাড়ি দেখে এসেছি মনে হয় ওরা এসে গেছে।

দিয়া;; এই ছেলে কে দেখেছিস রনিত?

রনিত;; না তো। তবে হ্যাঁ চকচকে একটা টাক মাথা আমি দেখেছি। কি সুন্দর সূর্যের আলোতে চিকচিক করছিলো টাকম

আইরাত-দিয়া;; 🤣😂

কয়েক মিনিট পর নিচ থেকে কিছু মানুষের আওয়াজ কানে এলো। তার মানে ছেলেরা এসে গেছে। তারপর আইরাতের চাচি এসে গেলো। চাচিকে দেখে দিয়া দ্রুত ডিম গুলো লুকিয়ে ফেলে।

কলি;; আইরাত তুই রেডি তো?

আইরাত;; আবার জিগায়,, একদম রেডি।

কলি;; আচ্ছা চল তাহলে।

দিয়া;; আ আব.. চাচি আপনি যান আমি আইরাত কে নিচে নিয়ে আসছি।

কলি;; আচ্ছা।

কলি এই বলে চলে যেতে নিলে আবার থেমে যায়। আইরাতের দিকে ঘুড়ে তাকিয়ে আইরাতকে সম্পূর্ণ একবার দেখে নেয়।

কলি;; কিরে এমন লাগছে কেন তোকে?

আইরাত;; ধুরু কি যে বলো না কি কেমন লাগছে আমাকে। বলো সুন্দর লাগছে দেখতে।

কলি;; হুম জলদি নিচে আয়।

আইরাত;; তা তো আসতেই হবে।

কলি চলে যায়। আইরাত আরো একটু আয়নাতে নিজেকে দেখে নেয়। তারপর শাড়ির আচল টা মাথায় তুলে নিতে ধরলেই দিয়া বলে….

দিয়া;; কিরে চুল গুলো তো কমছেকম আচড়িয়ে নে।

আইরাত;; আহা, চুল এমনই থাকবে এলোমেলো। এর জন্যই তো সেই সকাল থেকে চুল আচড়াই নি।

দিয়া;; 🤦‍♀️।

রনিত উকি দিয়ে দেখে আসে তিনজন এসেছে। দুইজন মধ্যবয়স্ক আর ঠিক তাদের মাঝেই চিকনা চাকনা করে ডাবল ব্যাটারি ওয়ালা একটা ছেলে বসে আছে। মানে ছেলেটা চশমা পরে আর কি। দিয়া আর আইরাত নিচে চলে যায়। দিয়া আইরাত কে নিয়ে আস্তে আস্তে নিচে নামছে। মানে ফির্মালিটি পালন করা আর কি। হাটতে হাটতে আইরাত ফিসফিস করে দিয়া কে বলে ওঠে….

আইরাত;; আচ্ছা দিয়ু…!

দিয়া;; বল

আইরাত;; আমার না এতো সাতি-সাবিত্রি ওয়ালা লুক ভালো ঠেকছে না। নিজের ফুল ফর্মে এসে পরি?

দিয়া;; এই না না এখন না। কোন্ট্রল বইন কোন্ট্রল।

আইরাত;; এক কাজ করি র‍্যাম্প ওয়ার্ক করা শুরু করে দেই।

দিয়া;; আরে হারামি চুপ কর।

আইরাত;; এএ ভাই সামনে তাকাইয়া দেখ একটু।

আইরাত আর দিয়া সামনে তাকায় দেখে যে ঠিক যেন একটা মরাচিকা এমন ছেলে বসে আছে। আইরাত আর দিয়া ফিক করে হেসে দেয়।

দিয়া;; ওয়াহহ রে জামাই।

আইরাত;; এই চুপ কর হালি। আমি কুমারী মরতেও রাজি বাট এমন জামাই। ভাই আমি মাফও চাই দোয়াও চাই। লাগবো না৷

দিয়া আইরাত কে সবার সামনে নিয়ে যায় তারপর বসিয়ে দেয়৷ আইরাতের কেমন যেন এই শাড়িতে গা কুটকুট করছে। তবুও নিজেকে দমিয়ে রাখছে। আইরাত দিয়া কে ইশারা করতেই প্ল্যান অনুযায়ী দিয়া আর রনিত ছাদে চলে যায়। আর এদিকে শুরু হয় পরিচয়পত্র……

ইকবাল;; এই যে আমার মেয়ে আইরাত। একটাই মেয়ে আমাদের।

উর্মি (ছেলের মা);; বাহ বাহ মেয়ে তো মাশআল্লাহ ভারি সুন্দর দেখতে।

আইরাত তাকিতে দেখে যে যেই লজ্জা এই মূহুর্তে তার পাওয়া উচিত সবার সামনে সেই লজ্জা টা এখন এই ছেলে পাচ্ছে। মনে হয় আইরাতই পাত্র আর তাকে দেখতে আসছে। আইরাতের এখন এগুলো দেখে ঠিক কি রিয়েকশন দেয়া উচিত সে তা ভুলে গেছে। যাই হোক অনেক কথা বার্তা হয়। সবাই কুশল বিনিময় করে। আর আইরাত হু হা ব্যাস এই পর্যন্তই উত্তর। তবে ছেলের বাবা গোমড়া মুখো একজন মানুষ। আর ছেলের মা তো বলতে গেলে আইরাতের ইন্টারভিউ ই নিলো। আইরাতের একবার বলতে ইচ্ছে করছিলো যে “” কেনো গো আন্টিজ্বি আপনি কি আমাকে কোন সরকারি চাকরি দিবেন নাকি যে এতো প্রশ্ন করে যাচ্ছেন “”। কিন্তু এটা বলতে চেয়েও আইরাত বললো না। আইরাতের চাচি কলি বেশ কিছু মিষ্টি প্লেটে এনে তাদের সামনে দিলো। কিন্তু আইরাত এবার ইচ্ছে করেই নিজে আগে মিষ্টি গুলো খেতে শুরু করলো। অর্থাৎ মিষ্টি গুলো রাখার সাথে সাথে নিজে ঝাপিয়ে পরেছে। নয়তো এই মিষ্টি জিনিস আইরাতের একদমই পছন্দ না। আইরাতের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মানে এমন অদ্ভুত আচরণ করলে তো তাকিয়ে থাকবেই। সবাই অবাক। তারই মাঝে অন্তু মানে ছেলে আর কি ভেটকাতে ভেটকাতে বলে ওঠে….

অন্তু;; হেহেহে,, আব.. আমার না আসলে পেটুক মেয়েই পছন্দ৷

অন্তুর এমন কথা শুনে আইরাতের মুখের মিষ্টি সব উলটে আসার উপক্রম। শালার যেন খারাপ আর বেয়াদপ ভাবে তাই করতে যাচ্ছিলো কিন্তু উলটো পছন্দ হয়ে গেলো৷ ধের ছাতার মাথা। ওহ হ্যাঁ ছেলের নাম অন্তু মাহমুদ। বাবার বিজন্যাস আছে তা দেখা শোনা করে। বড়ো একজন বোন আছে সে বাইরের দেশে থাকে। তাই আসতে পারে নি। আইরাত বুঝলো যে ভাগ্য ভালো বড়ো ঝামেলা মানে বড়ো বোন আসে নি। নিয়তো ইন্টারভিউ মায়ের সাথে সাথে মেয়েও নিতো। যাক অনেক কথা বলার পরে আইরাত নিজেই বলে ফেলে….

আইরাত;; চাচ্চু!

ইকবাল;; হ্যাঁ মা।

আইরাত;; আব না মানে বলছিলাম কি যে অন্তুর সাথে কি একা একটু কথা বলা যায় না!

উর্মি;; এমা যাবে না কেন। আলবাদ যবে, অবশ্যই যাবে।

কলি;; আইরাত অন্তু কে নিয়ে ওপরে যাও। বাড়ি টা দেখাও। যাও যাও নিয়ে যাও।

আইরাত উঠে চলে গেলো আর তার পেছন পেছন অন্তু ব্যাটারিও। আর ওদিকে বড়োরা সবাই কথা বলতে থাকলো। আইরাত অন্তুকে তার রুমে নিয়ে গেলো। অন্তু শুধু আইরাতের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে আর একটু পর পর নিজের চশমা ঠিক করে। আইরাত অন্তু কে নিয়ে করিডরে যায়। এবার আইরাত একটু নিজের রুপে আসে। মাথা থেকে শাড়ির আচল দেয় সরিয়ে।

অন্তু আইরাতের দিকেবতাকায়। আর এবার আইরাত তার চোখ দুটো ইচ্ছে করেই একদম ট্যারা করে ফেলে। মানে অটিস্টিক দের চোখ যেমন ট্যারা থাকে ঠিক তেমন। আইরাতের এমন চাহনি দেখে অন্তু কিছুটা চিল্লিয়ে ওঠে৷ তারপর আইরাত ঠিক করে নেয় তার চোখ গুলো আর মুখে হাত দিয়ে হাসছে।

আইরাত;; তো এতো হাবলা কেন আপনি?

অন্তু;; (হা করে আইরাতের দিকে তাকিয়ে আছে)

আইরাত;; এই যে হ্যালো। মুখে মশা যাবে মুখ বন্ধ করেন। আর বলেন কি সমস্যা আর কোন মাইয়া পাইলেন না, মানে আমাকেই কেন?

অন্তু;; না মানে আম্মু বললো একটা সুন্দর মেয়ে আছে৷ তার জন্য বিয়ের কথা বার্তা বলতে হবে তাই এসে গেলাম। (চশমা ঠিক করে)

আইরাত;; এহহহহহ আইছে রে সুন্দর মাইয়া আছে, আম্মু বলছে। হাহ ওলে আম্মুর দুলাল লে।

অন্তু;; নিচে এক রকম ওপরে আরেক রকম।

আইরাত;; না না বাচ্চু আরো অনেক রকম আছি দেখাইলে নাকের পানি চোখের পানি এক হবে৷ যেই অবস্থা আপনার।

অন্তু;; আসলে ছোট বেলা থেকেই আমি অনেক ভীতু রকমের। সবাই অনেক ক্ষেপায় আমায়। বন্ধুরাও অনেক ঠাট্টা-তামাশা করেছে। এখনো করে। কিন্তু কি করবো বলুন। আমি এমনই আল্লাহ বানিয়েছেন এমন করে।

আইরাতের কেন জানি খুব বেশিই খারাপ লাগে অন্তুর কথায়। আসলেই এমন করা টা ঠিক না। কারো উইকন্যাস নিয়ে মজা করা, এটা ভালো না।

আইরাত;; এই দুনিয়া তে যে যতো বেশি উইক তাকে মানুষ ততো বেশি আরো নিচে দাবানোর চেষ্টা করে। এখানে এক মানুষ আরেক মানুষের পিঠে পারা দিয়ে ওপরে ওঠে। এখানে এতো হাবলা হতে নেয়। চালাক হতে শিখুন। চালাক না হলে মানুষ যাতে আপনাকে না ঠকায় সেই কায়দা শিখুন। নয়তো অস্তিত্ব শেষ হয়ে যাবার আশংকা থেকেই যাবে।

অন্তু;; আপনি আসলেই অনেক সুন্দর করে কথা বলেন। (একটু ভেটকি দিয়ে)

অন্তুর এমন হাসি দেখে আইরাত নিজেও হেসে দেয়। তবে এভাবে ভুলে গেলে হবে না। কাজের কাজ করতে হবে। আইরাত গলা খাকাড়ি দিয়ে বলে ওঠে…

আইরাত;; আপনাকে আমার কিছু বলার ছিলো!

অন্তু;; জ্বি বলুন না।

আইরাত;; আমার একটা না না বেশ কিছু সমস্যা আছে।

অন্তু;; আমায় বলুন।

আইরাত;; আমার ওপর জ্বিনের আছর আছে।

অন্তু;; কি বলেন 😟, হায় আল্লাহ

আইরাত;; হ্যাঁ গো হ্যাঁ, এই ধরেন রাতের বেলা ঘুম থেকে উঠে একা একাই হাটা। ছাদের ওপর নূপুর পরে দৌড়াদৌড়ি করা। আবার ঠাকুমা ঝুলির সেই সবুজ শাকচুন্নির মতো কিটকিটিয়ে হেসে ওঠা। সব ট্যালেন্টই আছে আমার মাঝে।

অন্তু;; ট্যালেন্ট?

আইরাত;; ইয়ে মানে ভৌতিক আচরন আর কি।

অন্তু;; ওঝা কে দেখান নি?

আইরাত;; না দেখেয়েছিলাম তো। কিন্তু পরেরদিন ওঝা সেই মরে গেছে । আরে শুধু তা না তা না নিচে যাকে দেখলেন মানে আমার চাচা উনি তো খাবার খান না।

অন্তু;; হ্যাঁ খাবার খান না। তাহলে বেচে আছেন কীভাবে?

আইরাত;; উনি তো অনেক আগেই মরে গেছেন।
(নায়ুজুবিল্লাহ আল্লাহ মাফ করো,, মনে ননে)

অন্তু;; কি বলেন তাহলে ন ন নিচে যা যা যাকে দে দেখলাম স সে ক কে?

আইরাত;; আত্না।

অন্তু;; আম্মু….

আইরাত;; এই আস্তে, এই রইলো আমার চাচা। আমার চাচির খবর তো জানেনই না। উনি রাত-বিরাতে সাদা কাপড়ে বাইরে ঘুড়েন৷ আর যাকেই দেখেন তাকেই টাস করে ঘাড় মটকে দেন। আমাকেই মটকে দিতো যদি না আমি তাদের মতো না হতাম তো।

অন্তু;; এই কি বলেন৷ মানে কি?

আইরাত;; মানে এই যে আমিও ভূত। ওইযে বললাম জ্বিনের আছড় আছে।

অন্তু;; এখন উপায়?

আইরাত;; কাছে আসেন মিয়া।

অন্তু;; হ্যাঁ??

আইরাত;; আরে একটু এদিক আসেন কানে কানে একটা কথা বলি।

অন্তু;; জ্বি বলেন।

আইরাত;; সোজা কথায় আসি, বিয়ে কইরেন না আমাকে। যত দ্রুত সম্ভব চইলা যান নিজের আম্মু আর ওই টাক কে নিয়ে ধুর মানে আপনার আব্বু কে নিয়ে।নয়তো সবাই মরবে। আর বিয়ে হলে আপনাকে তো আমি বাসর রাতে সবার আগে মারমু।

অন্তু;; আল্লাহ না প্লিজ বইন আমি মাফ চাই প্লিজ। আমি চলে যাবো। বিয়ের নিকুচি করেছে। আমি চলে যাবো।

আইরাত;; আরেক কথা এই বাড়িতে যে আসে তাদের কিন্তু আমরা চিনে রাখি পরে তাদের কেই আগে খুন করি। তো অন্তু বেবি এখন তুমি কি করবে বলো তো………

অন্তু;; আম্মু 🥺

এই বলেই অন্তু চলে যায় ধরফর করে নিচে। অন্তু কে এভাবে নিচে নামতে দেখে সবাই অবাক। কিন্তু তবুও অন্তু একটু স্বাভাবিক হয়ে তার মা কে বলে ওঠে….

অন্তু;; আম্মু আম্মু এখান থেকে যেতে হবে আম্মু। থাকা যাবেনা। জলদি চলো।

এগুলো বলেই অন্তু তার বাবা মাকে নিয়ে চলে যায় কোন রকমে। কেউ কিছু বুঝতে পারছে না। কিন্তু অন্তুর হাল বেগতিক দেখে অন্তুর বাবা মা চলে যান। আর ওদিকে আইরাতও দৌড়ে ছাদে চলে যায়। অন্তুর বাবা মা বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে পরে। বাড়ির বাইরে এসে যেই না গাড়িতে উঠতে যাবে তখনই ছাদের ওপর থেকে শুরু হয় “” মিশন পচা ডিম হামলা “”। বাপরে বাপ ওপর থেকে ডিম সব তাদের গায়ে পরছে। ডিম গুলো গায়ে লেগেই ফেটে যাচ্ছে আর তাদের ভেতর থেকে কালো কালারের পচা কুসুম বের হচ্ছে। ইশশশ গন্ধ কি বাজে। প্রায় সব ডিম শেষ। এবার দিয়া রনিত আর আইরাত যার যার হাতে লাস্ট একটা করে ডিম নেয়। রনিত আর দিয়া ডিম ঢিল দিয়েছে তা অন্তু আর তার মায়ের গায়ে লেগেছে। কিন্তু আইরাত,, আইরাত তার হাতের সেই লাস্ট ডিম টা দিয়ে মেরেছে এক ঢিল আর তা সোজা গিয়ে লেগেছে অন্তুর বাবার টাক মাথার ওপর। ইশশশশ সেই চকচকে টাক মাথার ওপর গিয়ে পচা ডিম টা লেগেছে। অন্তুর বাবা প্রথমে বুঝে নি কিন্তু পরে মাথায় হাত দিয়ে দেখে পচা দেশি ডিম। ওপরে ছাদে তাকাতেই আইরাত, দিয়া আর রনিত দ্রুত নিচে ঝুকে পরে। যার ফলে ওপরে কাউকেই দেখা যায় না। রাগে-দুঃখে তারা আইরাতের বাড়ি থেকে চলে আসে। আর অন্যদিকে ছাদে ওরা তিনজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে হাসছে।

দিয়া সারাদিন আইরাতের বাসাতেই থাকে৷ আর আইরাত এক জটকায় এইসব শাড়ি টাড়ি খুলে ফ্রেশ হয়ে সুন্দর হয়ে আসে। এই যেন আইরাতের আসল চেহারা দেখা যাচ্ছে। আইরাত, দিয়া আর রনিত রুমে বসে বসে ইচ্ছে মতো চকোলেট খাচ্ছে আর এগুলো বলে হাসছে। তখন কলি আইরাতের রুমে আসে। ভেবেছিলো আইরাতকে কিছু বলবে কিন্তু এসেই দেখে সবাই চকোলেটের মাঝে ডুবে গেছে তাই আর কিছু বলে না চলে যায়। দিয়া বিকেলের দিকে চলে যায় তার বাসায়। কিন্তু সেই রাতেই হঠাৎ করে কলির মা অর্থাৎ ইকবাল সাহেবের শাশুড়ী অনেক গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরেন। তাই বাধ্য হয়ে তাদের মানে আইরাতের চাচা চাচি আর রনিত কে চলে যেতে হয় সেখানে। তার ঘন্টা খানেক পর দিয়ার ফোন আসে আইরাতের কাছে৷ দিয়া বললো কিছু নোটস আছে তার কাছে ভার্সিটির। তাই আইরাত যেন তার বাসায় এসে পরে। আইরাত ভাবলো বাড়িতেও কেউ নেই। তার চেয়ে ভালো দিয়ার বাড়িতেই চলে যাক। যেই ভাবা সেই কাজ। আইরাত বাড়ির সব দরজা জানালা অফ করে চাবি নিয়ে দিয়ার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পরে।


আব্রাহামের সকল কাজ শেষ। বাইরে গিয়েছিলো এর ফলে আইরাতকেও দেখতে পারে নি সে। এখন যেন নিজেকে কেমন পাগল পাগল লাগছে। আইরাতকে লাগবে তার। আব্রাহাম ড্রাইভ করছে আর আইরাতের কথা গুলোই মাথায় নিয়ে ঘুরছে। ড্রাইভ করতে করতেই হঠাৎ আব্রাহামের গাড়ির সামনে ঠাস করে ধাক্কা লাগে কিছু একটা । মনে হয় এক্সিডেন্ট। ও গড। আব্রাহাম জীবনে ভূল করেও কখনো এক্সিডেন্ট করে না আর এখন কিনা। আব্রাহাম দ্রুত ব্রেক কষে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে বের হয়ে পরে। বের হতেই দেখে……………………….।





চলবে~