#আয়নামতী
#পর্ব_৩৩
#পুষ্পিতা_প্রিমা
শুকনো মুখে দাওয়ায় বসা ছিলেন আয়শা বেগম। আয়ান আর আজহার সাহেব বাজার থেকে ফিরলো। চোখমুখে আতঙ্ক তাদের। বিষাদগ্রস্ত। আয়শা বেগম তাদের দেখে উঠে দাঁড়ালেন। ছুটে গিয়ে বললেন
‘ আমার বাছাটার খোঁজ পেলি?
আয়ান বলল
‘ খোঁজ আসবে আম্মা। মুখ এত শুকনো কেন? এখনো কিছু খাওনি?
‘ আমি কিছু খামু না আব্বা। তোর বইনরে খুঁইজা আন আগে। কোথায় হারায় গেল? আমি এজন্যই চাইছিলাম বড় বড় মানুষের লগে সম্পর্কে না জড়াতে। ওদের বড় বড় কাজকারবার। জীবনের প্রতি মায়া দরদ নাই।
আয়ান বলল
‘ অনেক গোয়েন্দা কমিটি ও তাদের খোঁজে নেমেছে আম্মা। টুনি ফিরবে। দোয়া করো শুধু। মায়ের দোয়া বিফলে যায় না আম্মা।
‘ আমি তো সারাক্ষণ তোদের লাগি দোয়া করি আব্বা। কিন্তু এত বিপদ ক্যান আসে?
আয়ান আর কিছু বলতে পারলো না। আজহার সাহেব কোনো কথা ও বলছেন না।
রূপা কাঁদোকাঁদো চেহারায় এসে দাঁড়ালো আয়ানের সামনে। আঙুল ধরে বলল
‘ ভাই আপা এখন কোথায়? কবে আসবে?
আয়ান তার মাথায় হাত বুলিয়ে দিল। বলল
‘ আসবে। কাঁদিস না। আম্মাকে দেখ
__________
আনহিতা প্রচন্ড ক্ষেপে আছে সবার উপর। তার ছেলের খোঁজখবর নেই আর এদের কোনো চিন্তাই নেই সে ব্যাপারে। অনিমা এসে বলল
‘ মা কে বলেছে কারো খোঁজ নেই। ভাই আর আয়নার অলরেডি খোঁজ চলছে। ওই বাড়িটা থেকে নাকি একটা বৃদ্ধার লাশ পাওয়া গেছে। কেউ খুন করেছে ওই বুড়িকে।
আনহিতার চোখে জল। মুখ ও কাঁপছে কথা বলতে। শরীর খারাপ লাগতে শুরু করছে। হাত পা মোচড়ামুচড়ি শুরু হতে দেখে শায়খ চৌধুরী অনিমাকে বলল
‘ তোমার মাকে ঘরে নিয়ে যাও নিমা। অসুস্থবোধ করছে।
আনহিতা বলে উঠলো
‘ নাহ। আমার সোহাগকে এনে দিন। আমি শান্তি পাচ্ছিনা কোথাও। আমার বাচ্চাটা কোথায় কে জানে? আমার কিচ্ছু ভালো লাগছেনা। ওর যদি কিছু হয় সব আপনার দোষ। কে বলেছে ওসব রাজনীতিতে যুক্ত হতে? আমার সহজসরল ছেলেটা। আমি ছাড়ব না আপনাকে।
শায়খ চৌধুরী সোফায় গিয়ে বসলেন। চিন্তা হচ্ছে ভীষণ। রাশেদ এখনো ফোন করে কিছু জানালো না কেন? পুলিশ ও কিছু জানালো না। কোথায় গেল দুজন? আনহিতা মরেই যাবে ছেলের কিছু হলে।
টিভির রিমোট হাতে অমি এসে বলল
‘ নানুমণি টিভিতে বলছে মামা আর মামির উপর সন্ত্রাস হামলা হয়েছে।
অনিমা গিয়ে মুখ চেপে ধরলো অমির। টেনে নিয়ে গেল। আনহিতা মাথা চাপড়াতে থাকলো। শায়খ চৌধুরী চুপচাপ নিরুপায় বসে থাকলো। কিছুই নেই তার হাতে। তবে উপরওয়ালা অন্যায় যেন না করেন তার ছেলের সাথে। এই বাড়িটার প্রাণ সে।
_________
কালো দুটি খাবার প্লেট আর এক বোতল পানি নিয়ে হাজির হলো মুখ ঢাকা একটা লোক। কুঠুরির নিচে দিয়ে ঠেলে দিল প্লেট দুটো। বলল
‘ এগুলো খেয়ে নিতে বলেছে।
আয়না চুপচাপ দেখলো। পানির বোতলটা নিয়ে অনুরাগের কাছে গেল৷ মাথাটা তার কোলে তুলে পানি খাইয়ে দিল। অনুরাগ পানি খেয়ে আধবোজা চোখ খুললো। বলল
‘ তুমি খেয়েছ?
‘ আমার তেষ্টা পাইনি। আপনি একটু কষ্ট করে উঠুন। খাইয়ে দেই। ভালো লাগবে।
‘ কিন্তু এভাবে কতক্ষণ আয়নামতী? আমরা মুক্তি পাব কবে?
‘ আমি জানিনা প্রফেসর। কিন্তু আপনি এভাবে ভেঙে পড়বেন না দয়া করে। এতক্ষণে নিশ্চয়ই আমাদের খোঁজে লেগে পড়েছে অনেকে। আপনি শক্ত হন।
অনুরাগ উঠে বসতে চেষ্টা করলো। আয়না বসালো। বলল
‘ কি দিয়ে মেরেছে আপনাকে?
‘ জানিনা। খেয়াল করিনি। বাদ দাও তো। আমার ফোনটা ও নিয়ে নিল। এরা চাচ্ছেটা কি আসলে?
‘ আপনাকে পদত্যাগ করতে বলছে স্বেচ্ছায়। করে দিন।
অনুরাগ চোখ তুলে তাকালো। বলল
‘ এটা তো গায়ের জোরে বলা কথা আয়নামতী। তুমি কি করে সমর্থন করছ?
আয়না ফিরে বসলো অনুরাগের দিকে। বলল
‘ তো কি করব? মরে যাই তাহলে। আপনি ও মরুন। প্রফেসর আমি সাধারণ পরিবারের সাধারণ একটা মেয়ে। এসব রাজনীতি আমি বুঝিনা। বুঝতে ও চাই না। ওরা আমাকে বলেছে আপনি যদি স্বেচ্ছায় পদত্যাগপত্রে সাইন করেন, এবং একটা কারণ দেখাতে পারেন। তাহলে আপনাকে মুক্তি দেবে। নয়ত এভাবে থাকতে হবে। এটা গোপন আস্তানা, কেউ আমাদের খোঁজ পাবে সেটা আমি বলতে ও পারছিনা।
‘ তুমি চলে যাও।
‘ আপনি বললেই আমি যেতে পারছিনা। নাহলে চলে যেতাম।
অনুরাগ এবার সরাসরি তাকালো। বলল
‘ আমাকে ছেড়ে?
আয়না প্লেট বাড়িয়ে দিল। বলল
‘ খেয়ে নিন। খাওয়া জরুরী।
‘ খাব না আমি। শুকনো পাউরুটি খেতে পারিনা আমি। খিদে ও নেই।
‘ পারিনা বললে হবে না। খেতে হবে। অন্তত খিদে না লাগার জন্য খেতে হবে। খান।
অনুরাগ খেল না। বলল
‘ এদের আমি শেষ দেখে ছাড়ব। আমি মাথা নোয়াবো না এদের কাছে। সাহস কত এদের?আমাকে নরম গলায় কথা বলতে দেখেছে, গর্জে উঠতে দেখেনি তাই এতবড় দুঃসাহস দেখিয়েছে। একবার মুক্তি পাই শুধু।
আয়না ক্ষেপে তাকালো। বলল
‘ আপনার এই অনিশ্চিত জীবনের সাথে আমাকে জড়ালেন কেন? কেন জড়ালেন?
অনুরাগ কোনো উত্তর দিতে পারলো না। আয়না তার শার্টের কলার চেপে ধরলো। গিজগিজ করতে করতে কপাল ঠেকল অনুরাগের কাঁধে। বলল
‘ আমি আপনার জীবনসঙ্গিনী হতে পারব না। তাতে আমি একটি অনিশ্চিত ভবিষ্যৎ ছাড়া কিচ্ছু পাব না। আমি পারব না প্রফেসর। পারব না। আপনি আমার সাথে কেন অন্যায় করলেন?
অনুরাগ তার দুহাতের আজলে নিল আয়নার মুখ। বৃদ্ধাঙুলি চেপে কপোল বেয়ে গড়ানো জল মুছে দিতে দিতে বলল
‘ প্রত্যেকটা মানুষের জীবনই অনিশ্চয়তা দিয়ে ঘেরা আয়নামতী। উপরওয়ালা ছাড়া কেউ জীবনের নিশ্চয়তা দিতে পারেনা। মৃত্যু দুয়ারে এসে দাঁড়ালে কেউ তাকে ঠেকাতে পারেনা। তবে কেউ যদি তোমাকে একটি নিশ্চিত ভবিষ্যৎ দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে, খোদার কছম আমি সেদিন তোমাকে ছেড়ে দেব। আমার কাছে আর রাখব না।
আয়না বাম হাতটা দিয়ে ঠেলে দিল অনুরাগকে। রেগে বলল
‘ আমি ছাড়ব না আপনাকে।
অনুরাগ হেসে ফেলল। রুক্ষ শুষ্ক ঠোঁটের কোণার হাসিটা দেখার মতো তখন। আয়নার পাশ ঘেঁষে বসে আয়নাকে নিজের কাছে টেনে নিল সে। বলল
‘ ছেড়োনা। আমি ছাড়তে ভুলেও বলব না।
_____________
কুহেলীর কাছে অনাকাঙ্ক্ষিত একটি চিঠি আসলো সন্ধ্যায়। সে মাত্রই তার বাসায় ফিরেছে। খালেকুজ্জামানের লোক তাকে আজ অনেক খাটিয়েছে। সে আর কোনোকিছু করতে পারবে না। তবে চিঠি কেম আসলো তা খুলে দেখতেই সে হতভম্ব হলো। চিঠিতে লেখা
‘ অনুরাগ চৌধুরী ও তার সদ্য বিবাহিত স্ত্রী নিখোঁজ হওয়ার পেছনে আপনার হাত আছে তা আমরা জেনে গিয়েছি। বিষয়টি জলঘোলা হওয়ার আগেই তাড়াতাড়ি নিজে গিয়ে আত্মসমর্পণ করুন। নইলে আপনার ক্যারিয়ার, আপনার পুরো লাইফটাই শেষ।
ইতি
আপনার শুভাকাঙ্ক্ষী।
কাগজটা মোচড়ে ফেলল কুহেলী। কে হতে পারে ভেবে ভেবে পুরো ঘরময় পায়চারী করলো সে। দারোয়ানকে বলল
‘ কে দিয়েছে এটা?
‘ পিয়নের মতো একটা লোক এসে দিয়ে গেল। মুখ মাক্সে ঢাকা ছিল ম্যাডাম।
‘ ঠিক আছে। যাও এখন।
দারোয়ান চলে গেল। কুহেলী কাকে যেন একটি ক্ষুদে বার্তা পাঠালো। তারপর তৈরি হয়ে নিল বোরকা পড়ে। উদ্দেশ্য কোনোমতে গা ঢাকা দিয়ে থাকা এই শহর থেকে।
____________
নাচ থেমে গিয়েছে মিনিট দুয়েক আগে। চারপাশে বিরাজ করছে সুনসান নীরবতা। পায়ের নুপুরের আওয়াজে ধ্যান ভাঙলো কামালউদ্দীনের। টকটকে লাল চোখজোড়া মেলতেই দেখতে পেল সামনে দাঁড়ানো একটি রমণী। আগাগোড়া ভারী লেহেঙ্গা পড়া। মুখের উপর একটি পাতলা চাউনি।
‘ আমার পাওনা হুজুর।
‘ কি নাম?
‘ জুলিয়া।
‘ খুব সুন্দর নাম। কত চাই?
‘ খুশি হয়ে যা দেন। তবে আমার একটা বিশেষ অনুরোধ আছে হুজুর। আমি ভালো রাঁধতে জানি।
‘ কি কি রাঁধতে জানো।
‘ সব রাঁধতে জানি। আমি আজকে এখানে ভোজের আয়োজন করতে চাই।
দেলোয়ার হোসেন এসে বলল
‘ একজন রাঁধুনীর আসার কথা ছিল। সেই তুমি?
‘ আজ্ঞে হুজুর।
‘ নাচতে ও জানো?
‘ সব পারি। জুতো পলিশ থেকে খুন পর্যন্ত।
বলেই খি খি করে হেসে ফেলল জুলিয়া। বাকিরা স্তব্ধ।
দেলোয়ার ঘোর কেটে বলল,
‘ স্যার ইনি বিশ্বস্ত। খালেক স্যারের ভাগিনা পাঠিয়েছে।
কামালউদ্দীন বলল,
‘ ঠিক আছে যাও। রান্নাঘরে। ওখানে আর ও মানুষ আছে। তবে সাবধান ওই ডানদিকের ঘরগুলোর দিকে এগোবে না।
‘ কেন হুজুর?
‘ প্রশ্ন করবে না। সোজা যাও।
‘ আজ্ঞে।
কামালউদ্দীন টাকা হাজার খানেক ছুঁড়ে মারলো জুলিয়ার দিকে। রাতে আবার ও নাচ দেখতে চাই। রান্না সেড়ে এসো।
জুলিয়া ঠোঁটের কোণায় রহস্য হাসি টেনে বলল
‘ অবশ্যই হুজুর।
কোমরের একগাদা ঝুমকা ঝুমুর করে আওয়াজ করে উঠলো কোমরের ভাঁজে কাপড়ে টাকা গুঁজে ফেলায়। টাকা রাখলো। তবে অন্য কিছু একটা নিয়ে এগোলো রান্নাঘরের দিকে। মুখে সুর টানলো
‘ নাচিয়া, গাহিয়া, দুলিয়া চলি জুলিয়া।
কয়েকজন বিরক্ত নিয়ে তাকালো। জুলিয়া হেসে হেসে চলে গেল। রান্নাঘরে নিজের মর্জি মতো রান্না বসালো । রসালো হাতের রসালো রান্না। ঘ্রাণে ম ম করে উঠলো চারপাশ। গরুর মাংস, মুরগীর রোস্ট, চিংড়িমাছের তরকারি।
প্রায় রাত নেমে গেল ইয়া বড় বড় পাতিলের রান্না শেষ করতে করতে। অনেকে সাহায্য করলো তাকে।
জুলিয়া রান্না শেষে সবাইকে ডেকে বলল
‘ সাহেবদের খাবারের জায়গা কোথায়?
‘ ওই আসরে খাবেন।
জুলিয়া সেখানে থাকা মেয়েগুলোকে দিয়ে খাবার পাঠিয়ে দিল। তাদের ও জোর করে খেতে বসিয়ে দিল। খিদের চোটে গপাগপ গিলতে বসে গেল সবাই। তার উপর মজার মজার রান্না।
আর যেগুলো আলাদা করে রাখা ছিল সেগুলো নিয়ে এগিয়ে গেল জুলিয়া ওই অন্ধকার কুঠুরির দিকে। তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো চারপাশ। অন্ধকার কুঠুরির দিকে এগোতেই দেখলো মোমবাতি জ্বলছে মিটমিট করে সেই কুঠরিতে। সাদা শার্ট গায়ে লোকটির বুকের উপর গুটিসুটি মেরে ঘুমোচ্ছে একজন সাদা শাড়ি পড়া ভাগ্যবতী। জুলিয়ার দৃশ্যটি অনন্য মনে হলো। অসাধারণ মনে হলো।
হেসে ফেলল সে। বলল
‘ আসিয়াছে জুলিয়া
দেখেন চোখ মেলিয়া
আনিয়াছি মজার খাবার রান্ধিয়া।
অনুরাগ তার বন্ধ চোখ খুললো। নড়তে গিয়ে নড়তে পারলো না। আয়নামতী ঘুমিয়েছে। তবে বেশকিছুক্ষণ ডাকাডাকি করতেই আয়নার ঘুম ছুটে গেল। জুলিয়াকে দেখে অনুরাগের কাছ থেকে চট করে সরে পড়লো। দাঁড়িয়ে বলল
‘ কে আপনি?
‘ জুলিয়া।
‘ কি চাই? আমাদের মুক্তি দিন এখান থেকে।
‘ আমি ওসব কিছু জানিনা বাপু। রান্না করেছি, আপনারা খেয়ে শুকরিয়া করুন। আমি যাই।
খাবার প্লেট আর বোতল দিয়ে চলে গেল জুলিয়া। আয়না বামহাতে খাবারের প্লেট টেনে নিল। দেখলো একটি কাগজ সেখানে। অনুরাগ তুলে নিল কাগজটা। খুলে দেখলো সেখানে গুটিগুটি অক্ষরে লিখা
‘ আমি গোয়েন্দা সংস্থা থেকে এসেছি। আমাকে পাঠানো হয়েছে অনেক কষ্ট করে।
আমি সবার খাবারে কড়া ঘুমের ঔষধ দিয়েছি স্যার । মনে হচ্ছেনা চব্বিশ ঘন্টায় ও জ্ঞান ফিরবে।
সবাই ঘুমিয়ে পড়লে আমি আপনাদের পালাতে সাহায্য করব। তার আগে খাবার গুলো খেয়ে নিন। শরীরে শক্তি থাকা লাগবে।
অনুরাগ বলল
‘ খেয়ে নাও আয়নামতী। আমাদের অনেকদূর যেতে হবে।
‘ আমার গলা দিয়ে খাবার নামবেনা। আপনি খেয়ে নিন।
অনুরাগ বলল
‘ আমি খাইয়ে দেই। এদিকে এসো।
‘ যাব না। খাব না। চুপ থাকুন।
অনুরাগ চুপ থাকলো না বরং জোর করে আয়নাকে খাইয়ে দিল। সে আজকাল একটি বেশিই জোরাজোরি করে ফেলছে বোধহয়। থাক না। জোর করে হলেও তো রাখতে হবে।
জুলিয়া বাড়ির বাইরে এসে দেখলো কেউ নেই। গোপন আস্তানা হওয়ায় বাইরে দারোয়ান নেই। যারা পাহারাদার ছিল সবাই খাওয়ায় মগ্ন। ঘুমিয়ে পড়লে মোক্ষম সুযোগ। জঙ্গলের পেছন দিক দিয়ে পালিয়ে যাবে তিনজন। উত্তেজনায় কাঁপলো জুলিয়া। নিজে একটু আরাম করলো একটা ঘর খুঁজে নিয়ে। কিছুক্ষণ পর দেখলো যে যেখানে পেরেছে সেখানে ঘুমিয়ে পড়েছে। কামালউদ্দীনের কাছ থেকে চাবি খুঁজে নিল জুলিয়া। এক লাতি দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। পরপর বারকয়েক লাতি দিয়ে বলল
‘ শালা খালেক ব্যাপারীর চামচা। ডিপার্টমেন্টে বলেনি নইলে তোর এমন হাল করতাম আমি!
_________
তালা খুলে দেওয়ার সাথে সাথে আয়নাকে নিয়ে বের হয়ে এল অনুরাগ। জুলিয়াকে বলল
‘ তোমাকে কি যে বলব।
‘ এখন এসব বলার সময় নেই স্যার। আগে এই বাড়ি ছাড়তে হবে।
অনুরাগ আয়নাকে বলল
‘ হাঁটতে পারবে?
আয়না নাকফুলিয়ে তাকালো। জুলিয়া মিটমিট করে হাসলো। অনুরাগ মাথা চুলকে বলল
‘ না ওর হাতভাঙা তো তাই বলছিলাম। আচ্ছা চলো।
জুলিয়া বলল
‘ আমি কিছু মনে করিনি স্যার। আমি আছি তাই ম্যাম লজ্জা পাচ্ছে।
আয়না বলল
‘ যাব নাকি আজকে এখানেই থাকব?
অনুরাগ বলল
‘ অনেক ঘুমিয়েছ। এখন চলো।
জুলিয়া হেসে ফেলল। নিরাপদে বের হয়ে এল বাড়িটা থেকে। জঙ্গলের পেছনে নদীর পাড়ে চলে গেল। সেখানে একটি ট্রলার দেখা গেল। অনুরাগ বলল
‘ গায়ে তো হাওয়া লাগবে।
‘ ওখানে ভেতরে থাকবেন আপনারা। কেউ দেখে ফেললে সমস্যা বাড়বে স্যার।
আয়না একা একা ট্রলারে উঠে গেল।
অনুরাগ জুলিয়াকে বলল
‘ কৃতজ্ঞ থাকব সবসময়।
‘ আমি ছোট্ট বোন হিসেবে থাকি? বোন তো ভাইয়ের জন্য এটুকু করতেই পারে।
‘ ঠিক আছে।
আয়না ট্রলারে উঠে দাঁড়ালো। অনুরাগ আর জুলিয়াকে দেখে কপাল কুঞ্চন হলো।
‘ এত কিসের কথা? আর সে অসভ্য ডাকলে নাকি খারাপও লাগে।
জুলিয়া আয়নাকে ওভাবে তাকাতে দেখে বলল
‘ ম্যাম কি আমার ছোট হবে নাকি বড়?
‘ কত বয়স?
‘ ২১ চলছে।
‘ তাহলে তো ছোট। ওর উনিশ।
‘ হায়রে তাহলে তো আমি বড় আপু।
অনুরাগ হাসলো। বলল
‘ যাও রেস্ট নাও কিছুক্ষণ। অনেক রান্নাবান্না করেছ।
‘ জ্বি স্যার।
__________
শাঁ শাঁ বাতাস চারপাশে। আয়নার পড়নে সাদা শাড়িটার আঁচল উড়ছে। অনুরাগ পেছনে এসে দাঁড়িয়ে বলল
‘ সাদা শাড়ি দিয়েছে কে?
‘ ইচ্ছে করে পড়েছি।
‘ এত বিধবা হওয়ার শখ কেন? আমি যাচ্ছিনা কোথাও।
‘ আমি যাব। এত যুদ্ধ করে থাকতে পারব না আমি। সরুন লোকে দেখবে।
অনুরাগ আর ও কাছে ঘেঁষে দাঁড়ালো। আয়না সামনে ফিরে এদিকওদিক চোখ বুলালো। বলল
‘ মেয়েটা কোথায়?
‘ঘুমানোর জায়গায় ঘুমাচ্ছে।
‘ সরুন সামনে থেকে। ভালো লাগছেনা। বাড়ি ফিরি। একমুহূর্ত ও থাকব না আপনার সাথে। এত লড়াই,যুদ্ধ করে আমি কেন কেউ থাকবেনা আপনার সাথে। কুহেলী ঠিক কাজ করেছে একদম। আমি ও চলে যাব।
‘ তোমাকে থাকতে হবে আয়নামতী। যেভাবে আজ ছিলে।
‘ পারব না।
‘ আমি জানি তুমি আমায় ঘেন্না করো না। হয়ত শ্রদ্ধা সম্মানোর জায়গাটা ফিরিয়ে দিতে পারিনি। কিন্তু ঘৃণা সরিয়ে দিতে পেরেছি।
‘ আমার সামনে থেকে যান। আমি একটু একা থাকব।
‘ থাকো।
অনুরাগ চলেই যাচ্ছিল। আয়না এদিকসেদিক তাকালো। আবার ডেকে বলল
‘ দূরে দাঁড়ান। একেবারে যাবেন না।
অনুরাগ হাসলো। পা টিপে টিপে এগিয়ে আসলো। আয়না বলল
‘ দূরে থাকতে বলেছি।
‘ দূরেই তো যাচ্ছিলাম। তুমি যেতে দিলে না।
আয়না কথা বলল না। অনুরাগ এগিয়ে গেল তার দিকে। বলল
‘ বাড়ি ফিরে তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে।
‘ লাগবে না।
‘ লাগবে।
আয়না বলল
‘ আমি সোজা আমাদের বাড়ি যাব। আপনাদের বাড়ি যাব না।
অনুরাগের মুখ মলিন হলো। আয়না চোখ তুলে তাকালো। বলল
‘ একদম ওইভাবে তাকাবেন না। আমি গলছিনা। মানুষ এতটা তুচ্ছতাচ্ছিল্য সহ্য করতে পারে আমার জানা ছিল না।
‘ তুমি অকারণে তুচ্ছতাচ্ছিল্য করছ তাই সইতে পারছি। ইচ্ছে করে এমন করছ যাতে আমি তোমাকে দূরে সরিয়ে দিই। মন থেকে করছ না।
‘ সবজান্তা তিনি। না বুঝার ভান করে থাকেন। ইচ্ছে করে একদম,,
অনুরাগ হেসে ফেলল। আয়নার বামহাতটা ধরে টেনে আনলো নিজের কাছে। দুহাত দিয়ে ঘিরে ধরলো আয়নাকে। আয়নার চোখে তখন রাগমিশালো জল ছলছল করছে। ক্লান্ত শরীরটা আরেকটু আশ্রয় খুঁজছে।
অনুরাগ হাতটা তুলে হাতের উল্টোপিঠ ভিজিয়ে দিল। বলল,
‘ আয়নামতী আমি রণবীর হব , তুমি আমার রণরঙ্গিণী হয়ে যাও । তোমার চোখ নামিয়ে দেওয়া একটুখানি আশ্বাস আমার শক্তি,আমার অনুপ্রেরণা হয়ে যাক । শুধু জীবনসঙ্গী নয়, তুমি আমার তলোয়ার হয়ে যাও আয়নামতী । যে তলোয়ার থাকলে আমি শক্তিশালী আর না থাকলে নিঃস্ব।
আয়না চোখ বন্ধ করে নিল। চোখের পাতা ভিজলো টুপটাপ। আর চোখের কোণ, মনের শক্ত কোণ। হৃদয়গলানো মন ভোলানো কতশত কথা বলে ফেলল অনুরাগ। কতশত আকুতি, অনুরোধ, আবদার। প্রেমালাপ। সবটা লৌহমানবীর মনে একটু নিজের জায়গা করে নেওয়ার জন্য।
জুলিয়া দূর থেকে হঠাৎ দুজনকে দেখে
ভাবলো ভালোবাসা আসলেই সুন্দর। ভাগ্যবান তো তারাই যাদের খুব করে ভালোবাসার একজন মানুষ আছে। আগলে রাখার একজন আছে। শত তুচ্ছতাচ্ছিল্যর পরে ও যারা ভালোবাসা পায় তাদের কপাল সোনায় মোড়ানো। এই যে তার জীবনের এত লড়াই আর সাকসেসফুল কেসের গল্প। সেসব তার আসল সাকসেস না। তার আসল সাকসেসটা তার খোঁজ নেওয়ার মতো, পাশে থাকার মতো একজন মানুষ। আজ সে অনেককিছুই শিখলো। ধন্যবাদ অনুরাগ স্যারকে। সে তার সবটা দিয়ে তাকে ভালোবাসার মানুষটিকে আগলে রাখবে।
চলবে,,
#আয়নামতী
#পর্ব_৩৪
#পুষ্পিতা_প্রিমা
পাখির কিচিরমিচির আওয়াজ, আর দরজার ফটক দিয়ে বারান্দায় এসে পড়া রোদ্দুরের উঁকিঝুঁকি ঘরের ভেতরও । বারান্দায় লাগানো বাগানবিলাসের ঘ্রাণ ভেসে আসছে। চিনচিনে ব্যাথা অনুভব হলো হাতের কনুইয়ে। কপাল কুঞ্চিত হয়ে পড়লো আয়নার। গায়ের উপর চেপে বসেছে ভারী কম্বল। শীতের আগমনী বার্তা আর প্রচন্ড জ্বরে উত্তপ্ত শরীরে প্রচন্ড রকম কাঁপছে সে। ঘুম ঘুম চোখ মেলে তাকালো মাথার উপরে। কিছুদিনের চেনাপরিচিত ঘরটা দেখে হাঁফ ছাড়লো। বাম হাতের শক্তি দিয়ে কম্বল সরাতে গিয়ে আর ও বেশি ব্যাথা অনুভব হলো তার। তবে সরাতে পারলো। বিছানা থেকে নেমে পায়ে স্যান্ডেল পড়তেই হাজির হলো অনুরাগ। গায়ে ছাইরঙা ঢিলেঢালা শার্ট। মাথার চুলগুলো অবিন্যস্ত। দায়সারা চোখে তাকালো আয়নার দিকে। একটু তীর্যক চোখে তাকিয়ে ড্রয়ার থেকে চাবি জাতীয় কিছু খুঁজে আবার চলে গেল। আয়না ভাবলো
‘ আশ্চর্য! আমার সাথে কথা বললো না কেন?
ভাবনার রেশ না কাটতেই অনুরাগ আবার ফিরে এল। ডাকল
‘ আয়নামতী?
‘ কি ?
অনুরাগ জবাব দিল না। আয়না হেঁটে বাথরুমে ঢুকলো। মুখ হাত ধুয়ে আসতেই অনুরাগ নিজের কাজ করতে করতে পুনরায় ডাকল
‘ আয়নামতী?
‘ কি হয়েছে? আশ্চর্য!
অনুরাগ বেশ বিরক্ত। বলল
‘ আহা! উত্তর দাও কেন? আমি ডাকতেই থাকব, তুমি শুনতেই থাকবে।
‘ যতসব পাগল।
বলেই হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল আয়না। অনুরাগ তার পিছুপিছু দাওয়া করে বলল
‘ আয়নামতী সবাইকে কিছু বলবে না। আমি যা বলার বলেছি। জোর করলে ও চুপ থাকবে।
আয়না চট করে পিছু ফিরলো। হঠাৎ করে থেমে যাওয়ায় অনুরাগের মুখোমুখি পড়লো। ভুরু উঁচিয়ে বলল
‘ আমাকে কথা বলতে কখনো দেখেছেন তাদের সাথে?
অনুরাগ বোকাসোকা হাসলো। ঘরের দিকে ইশারা করে বলল
‘ তাহলে তো আমি এখন নিশ্চিন্তে ঘরে যেতে পারি রাণীসাহেবা?
‘ কেন নয়?
চলে গেল অনুরাগ। আয়না ও চললো। তবে খাবার টেবিলের কাছাকাছি যেতে না যেতেই শায়লা বেগমের মুখোমুখি হতে হলো।
‘ নাতবৌ হাত পা ভেঙে এ কি অবস্থা হয়েছে তোমার?
আয়না জবাব দিল না৷ আনহিতা পা টেনে টেনে আসলো। বলল
‘ বৌমা তোমার বাড়িতে জানিয়েছ? মানে ওনারা তো চিন্তায় থাকবেন।
অনুরাগের গলা ভেসে আসলো।
‘ আমি জানিয়ে দিয়েছি মা । বলেছি সব ঠিকঠাক আছে। ওর অসুস্থতার খবর যেন না যায়। ওর পরিবার চিন্তায় পড়বে।
আনহিতা আরও কিছু বলতে চাইলো তবে আয়নার গম্ভীর মুখখানা দেখে আর কিছু বলার সাহস করে উঠলো না। শায়লা বেগম অনুরাগের পাশে গিয়ে দাঁড়ালো। মিনমিন করে বলল
‘ দাদুভাই এর সাথে কিভাবে থাকো? আমি কথা বলতো গেলেই গুলিয়ে ফেলি। কি ভয়ানক মেয়েরে বাবা।
অনুরাগ মাথা একটু নিচু করে ফিসফিসিয়ে বলল
‘ আতঙ্কের অপর নাম আয়নামতী দাদীজান। জ্বালারে জ্বালা, মুক্তি নাই শালা।
ঠোঁট চেপে হেসে ফেলল শায়লা বেগম। নাতির কান টেনে ধরে একটু নিচে নিয়ে আসলো। ফিসফিস করে বলল
‘ আমাদের একটা খেলার সাথী এনে দিতেই তো পারো। মেয়ে মানুষের স্বামী সংসারে মন বসে কোলে বাচ্চাটাচ্চা এলে।
অনুরাগ সোজা হয়ে দাঁড়িয়ে খুকখুক করে কেশে উঠলো। বলল
‘ অন্তত শ্বাসপ্রশ্বাস নিয়ে বাঁচতে দাও ভাই। কুবুদ্ধি শিখিয়ে মারার পরিকল্পনা করছ?
শায়লা বেগম আবারও হেসে ফেললেন।
__________
বাড়ির ডাক্তার এসে ব্যান্ডেজ পাল্টে দিল আয়নার ডাম হাতটার । ঠিকঠাক ঔষধ খেতে বলল। অনুরাগ বলল
‘ রাগ কমার ঔষধ থাকলে দিয়ে যান ডাক্তার। কারণে অকারণে রাগা ও একটা রোগ। তাই না?
‘ হ্যা। রোগ তো বটে।
আয়না সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ডাক্তার বলল
‘ এখন ও কি রাগ দেখালো?
অনুরাগ বলল
‘ হ্যা। বললাম না হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে ও রাগ। আমি রাগের রাজ্যে বসবাসরত এক অসহায় জীব।
ডাক্তার হেসে উঠলো উচ্চস্বরে।
_______________
মাত্র এশার আজান পড়েছে। অনুরাগ বাড়ি ফিরলো মাত্রই। বোয়ালখালী গিয়েছিল সকালে। ঘরে গিয়ে আয়নাকে দেখলো না। বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে নিল। অনেক্ক্ষণ সময় পার হওয়ার পর ও আয়নাকে দেখলো না। তখন বসার ঘরে চলে এল। আনহিতা বলল
‘ সোহাগ খেতে দেব কিছু? মুখ হাত ধুয়েছ?
‘ আয়না ঘরে নেই মা।
‘ সে কি? কোথায় গেল তাহলে?
‘ কেন রান্নাঘরে নেই?
‘ না নেই তো।
অনুরাগ বিরক্ত হলো। বলল
‘ একটা মানুষ কি হাওয়া হয়ে গেল বাড়ি থেকে? আশ্চর্য!
অনিমা বলল
‘ বাইরে দেখ। তোর বউকে উঠোনের দিকে বের হতে দেখেছি আমি।
অনুরাগ কোনো কথা না বলেই বের হয়ে গেল। দারোয়ান বলল
‘ বৌরাণি তো বাগানের দিকে গিয়েছেন স্যার।
অনুরাগ আবার বাগানের দিকে রওনা দিল। এত রাতে ওইদিকে কি আয়নামতীর? সাহস তো কম না। বাগানের অনেকটা কাছাকাছি যেতেই সে থামলো। দেখলো আয়না বেরিয়ে আসছে,সাথে কালো বোরকা পড়া একটা মেয়েমানুষ । আয়নার গায়ে শাড়ি আর পড়নে পাতলা চাদর।
অনুরাগ আড়ালে লুকিয়ে পড়লো। কথা শেষ হওয়ার সাথে সাথেই বোরকা পড়া মেয়েটি চলে গেল দ্রুত। আর আয়না চলে এল বাড়িতে।
অনুরাগ তার পেছন পেছন বাড়ি চলে এল। আয়না তাকে ঘরে ঢুকতে দেখে বলল
‘ কখন ফিরেছেন?
‘ অনেক্ক্ষণ। কোথায় গিয়েছিলে তুমি এমন সময়?
আয়না চাদরটা রেখে দিল। বলল
‘ বাগান দেখতে গিয়েছি। আপনি এত জেরা করছেন কেন? আমি কি হাত পা গুটিয়ে বসে থাকব নাকি?
‘ হাত পা গুটিয়ে রাখতে কখন বলেছি? তুমি সঠিক কথাটা কেন বলছ না? মিথ্যে অপছন্দ আমার আয়নামতী।
আয়না তেড়ে এল। বলল,
‘ সত্যমানব সাজতে আসবেন না একদম। কতটা অপছন্দ করেন সেটা ভালো করেই জানা আছে আমার। মিথ্যে বলে ডেকে নিয়ে গিয়ে জোর করেননি আমার উপর?
‘ একবার করেছি। অনুতপ্ত ও হয়েছি। পছন্দ ধরে রাখতে অপছন্দের কাজ করা যায়।
‘ হ্যা হ্যা সব করা যায়। শুধু আমিই কিছু পারিনা। করেন আপনার যা ইচ্ছা। আমাকে ও বাঁধা দেবেন না।
বলেই আয়না চলে যাচ্ছিল। অনুরাগ হাত ধরে টান দিল৷ সামনাসামনি দাঁড় করিয়ে বলল
‘ আমাকে আবার কি শাস্তি দেওয়ার পরিকল্পনা করছ আয়নামতী?
আয়না শান্ত চোখে তাকালো। হাতটা ছাড়িয়ে নিয়ে বলল
‘ অনেক সুযোগ ছিল আমার কাছে। চাইলেই শাস্তি দিতে পারতাম। কিন্তু আমি চাইনি। কারণ শাস্তি আপনি এই মুহূর্তে ও পাচ্ছেন। আশ্চর্য আমি আপনাকে কোনোরকম শাস্তি দিচ্ছি না তারপরও আপনি পাচ্ছেন৷ এখানেই শান্তি লাগছে আপনার।
‘ সবাই তো বুঝতে পারো। তাহলে এই শাস্তি শেষ হবে কখন?
‘ হবে না কখনো।
অনুরাগ মাথা নাড়িয়ে বলল
‘ আচ্ছা।
______________
প্রায় অনেকগুলো দিনপর আয়না নিজের বাগানবাড়ি দেখতে গেল। নিজ হাতে যত্ন না করলে ভালো ফুল হলেও তার মন ভরেনা। শ্রমিকদের পারিশ্রমিক বাকি রয়ে গেছে। আয়না ভাবলো সব পারিশ্রমিক একসাথে শোধবোধ করে দেবে কিন্তু গিয়ে জানতে পারলো অনুরাগ সব মিটমাট করে ফেলেছে। আয়না ওদের উপর রাগারাগি করলো। রহমত আয়নার কাছ থেকে এমনিতেই লুকিয়ে থাকার চেষ্টায় থাকে ওই ঘটনাটির পরে। মনে হয় আয়না তার উপর প্রচন্ড রেগে আছে।
আয়না বিষয়টা ধরতে পারলে ও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। চাপা রাগ এখনো আছে তার। রহমত ওইদিন তাকে সাহায্য করলে বিয়েটা হত না। রহমত ও সেদিন হাত মিলিয়েছিল প্রফেসরের সাথে।
বিছানায় বসে পায়ে মোজা পড়ছিল অনুরাগ। বাইরে যেতে হবে তাকে। যা ঘটে গেছে। এইবার একটু শক্তপোক্তভাবে মাঠে নামা দরকার। নিজের দুর্বলতাগুলো ঢেকে রাখা দরকার। আয়না ঘরে প্রবেশ করা মাত্রই অনুরাগকে দেখলো। বলল
‘ ওদের টাকা দিতে কে বলেছে? আমার হয়ে টাকা কেন দিয়েছেন? ওইটা আমার ব্যবসা। আপনি মাঝখানে এক একটা কাজ করে সব এলোমেলো করে দেন কেন? আমি আগামাথা কিছুই বুঝতে পারছিনা। আশ্চর্য মানুষ তো আপনি!
‘ আমি বেরোচ্ছি আয়নামতী। বাড়ি ফিরে তোমার সাথে কথা সেড়ে নেব।
‘ কোথায় যাওয়া হচ্ছে?
‘ সাতকানিয়ার দিকে যাব। ফিরে আসব।
‘ যান তবে একলা নয়।
‘ একলাই যাইতে হবে। সঙ্গে কেহ নাই।
‘ মশকরা করবেন না প্রফেসর। অনেক মানুষ আছে আপনার। আপনি বেশি পন্ডিতগিরি দেখান।
‘ ভয় পাচ্ছ? হারানোর?
‘ থাকলেই তো হারাবে।
অনুরাগ মোজা পড়ে জুতো পায়ে দিল। এগিয়ে এল আয়নার দিকে। বলল
‘ আছি তো।
আয়না চোখ তুলে তাকালো। বলল
‘ শত্রুদের সাথে লড়তে শিখুন। এসব ছাড়ুন।
‘ কোনগুলো ছাড়তে বলছ? তোমাকে?
‘ আপনার পাগলামিগুলোকে।
অনুরাগ চুপ করে থাকলো। আয়না চলে যেতে উদ্যত হলো। অনুরাগের কথায় থামতে হলো।
‘ ভালোবাসতে বারণ করছ?
আয়না ফিরলো তার দিকে। বলল
‘ পাগলামো কমাতে বলেছি। এসব পাগলামোকে ভালোবাসা বলেনা। আপনি অবুঝ নন।
‘ তাহলে কোনগুলোকে বলে? ভালোবাসা বলতে কি বুঝো তুমি? এমন তো নয় কেউ একজনকে খুব ভালোবেসেছিলে। যদি বাসতে তাহলে নাহয় মেনে নিতাম। আমি তোমার কাছ থেকে শিখবো না, বরং তুমি নিজেই আমার কাছ থেকে শিখবে আয়নামতী ভালোবাসা ঠিক কাহাকে কয়?
‘ বারবার আয়নামতী বলে ডাকবেন না। ভালো লাগেনা আমার।
‘ মায়ায় পড়ে যাচ্ছ বুঝি?
‘ মায়া হলে মায়া। কিন্তু ভালো কখনো বাসব না আপনাকে।
‘ বাসতে হবে না শুধু মায়ায় পড়ে দেখো। দূরে যেতে ঠিক কতটা কষ্ট লাগে।
‘ লাগেনা আমার। লাগবে ও না৷
‘ তোমার চোখ কথা বলে আয়নামতী। আর আমি তা পড়তে পারি। আমি তুমি নামক আয়নাটিতে আজকাল নিজেকে খানিকটা হলে ও দেখতে পাচ্ছি। তোমার খুব কাছে গিয়ে দাঁড়ালে নিজেকে অনুভব করতে পারছি। এসব মিথ্যে নয়। বরঞ্চ এর থেকে সত্যি আর কোনোটাই নয়।
‘ আপনার ভুল ধারণা। আমি হয়ত সম্পর্কটা মেনে নেব পরিস্থিতির চাপে কিন্তু আপনাকে নয়। কখনোই না।
‘ সম্পর্কটা মানেই বিয়েটা। আর বিয়ে মানেই দুটো মানুষ। সেই মানুষগুলো আমি আর তুমি আয়নামতী। আমি তুমি ছাড়া সম্পর্কের সংজ্ঞাটা মিলবে না। আমি তো বলেছি, তোমার আমাকে ভালোবাসতে হবেনা। শুধু থেকো।
শুধু থেকে যাও আমার কুঁচকে যাওয়া ওই বিছানার চাদরটা ঠিক করে দেওয়ার জন্য। আমার এলোমেলো হয়ে থাকা ঘরটা গুছিয়ে দেওয়ার জন্য। ভালোবাসতে তো বলছিনা। বাইরে থেকে নেয়েঘেমে আসলে শুধু একগ্লাস ঠান্ডা পানি বাড়িয়ে দিও৷ শাড়ির আঁচলটা বাড়িয়ে দিয়ে মুখটা মুছে দিও। মুখ ফুটে দুটো ভালো কথা না বলো কিন্তু চোখ নামিয়ে একটুখানি ভরসা দিও। নিজ থেকে হাতটা বাড়িয়ে দিতেও বলছিনা। শুধু আমি ধরলে না হয় আরেকটু শক্ত করে ধরো। তোমাকে খুব কাছে আসতে ও বলছিনা। আমি গেলে অন্তত দূরে ঠেলে না দিতে অনুরোধ করছি। ভালো না বাসাটা অপরাধ নয় আয়নামতী, ভালো বাসতে না দেওয়াটাই অপরাধ।
আয়না একমুহূর্তও দাঁড়ালো না। রান্নাঘরে গিয়ে চামেলিকে বলল
‘ আপনাদের বড়মাকে গিয়ে বলে আসুন ওনার ছেলে আবারও একা একা বের হচ্ছেন৷
চামেলি বলল
‘ আইচ্ছা। কিন্তু আপনেও তো বলতে পারেন।
আয়না ঘাড় ঘুরিয়ে তাকালো। চামেলি দ্রুত পা বাড়ালো।
অনুরাগ নিচে নেমে এল৷ আনহিতাকে ডাক দিল। তখনি দারোয়ান একটা ফাইল নিয়ে বাড়িতে এল। বলল
‘ বৌরাণির নামে এসেছে।
অনুরাগ নিয়ে নিল। খুলে দেখতেই পেল একটি চিঠি। আয়না এসে কেড়ে নিল সেটি। খাবার বক্স হাতে দিয়ে বলল
‘ বাইরের খাবার খাবেন না । সাবধানে যাবেন। তাড়াতাড়ি ফিরবেন।
বলেই দোতলায় চলে গেল আয়না। অনুরাগ তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। শায়লা বেগম বলল
‘ বউ তো ভালোই খেয়াল রাখে।
অনুরাগ মৌন স্বরে বলল
‘ হু। কিন্তু আমি খাবারগুলো নিয়ে যেতে পারব না। ডিনার সবার সাথে সাড়তে হবে।
চলবে,,,,
#আয়নামতী
#পর্ব_৩৫
#পুষ্পিতা_প্রিমা
দিনটা শুক্রবার।
কাঠের জানালার ফাঁক দিয়ে রোদের একটুকরো ফালি এসে ঢুকে পড়লো ঘরে। ঘুম ভেঙে গেল রূপার। সায়ানের কান্নার আওয়াজ ভেসে আসছে। রূপা ঘুমঘুম চোখে হেঁটে গেল বাইরে। আয়শা বেগম তাকে দেখেই বলে উঠলো
‘ হারামজাদি বেলা কত হইছে খেয়াল আছে তোর? ঢুসে ঢুসে ঘুমাচ্ছিস? নামাজ কালাম তো নাই তোর। তোর আপা থাকলে এরকম করতে পারতি তুই? আমি কিছু বলছি না বলে কি পার পেয়ে গেছিস?
‘ বাবুকে কোলে দাও জেম্মা। কাল থেকে পড়বো। আপাকে বলিওনা।
‘ ধুরর হ । তোরে লাগতো না আমার। রহমত কোথায়? আমার বাছার খবর পাইনাই অনেকদিন। ওই চৌধুরীর বাড়িত ফোন লাগাইতে ইচ্ছা করেনা।
‘ ছোটসাহেবের কাছে তো ফোন দেওয়া যায় জেম্মা।
‘ ফোন ধরেনা ওই চৌধুরীর পোলা।
রূপা বলল
‘ জেম্মা আমি গিয়ে আপার খোঁজ নিয়ে আসি? বেশিদূর তো না।
‘ দরকার নাই। রাস্তাঘাট ভালা না। স্কুলে যাওয়ার পথে রহমতকে ডাইকা দিবি। আমি ওরে কমু।
‘ আচ্ছা জেম্মা।
আয়ান এসে দাঁড়ালো বারান্দায়। রূপাকে বলল
‘ কি হয়েছে রে রূপা? আম্মা কাকে বকে?
রূপা জড়োসড়ো হয়ে দাঁড়ালো। বলল
‘ আমাকে।
‘ কেন?
আয়শা বেগম এলেন। সায়ানকে আয়ানের কোলে দিয়ে বললেন
‘ কেন আর জিগাইবিনা বাবু। একডা গেছে আরেকডা থাইকা গেছে জ্বালানোর লগে।
আয়ান হেসে মাথা চাপড়ে দিল রূপার। বলল
‘ কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবি। ঠিক আছে।
‘ আচ্ছা ভাই।
সায়ান নিচু হয়ে গেল হঠাৎ। আয়ান বলল
‘ কি?
সায়ান রূপার মাথার চুল দুহাতের মুঠোয় নিয়ে নিল। টানতে টানতে উহ আহ শব্দ করলো। রূপা ঠোঁট টেনে বলল
‘ আল্লাহ গো আমি মরে যাচ্ছি। ছাড় বাবু। নইলে খুব মারব।
সায়ান ছাড়লো না। রূপার কোলে গেল তারপর চুল ছাড়লো। আয়ান গালে আদর করে দিয়ে বলল
‘ রূপা ফুপীকে তো ভালোই চেনে।
নামিরা হাত মুছতে মুছতে এল। বলল
‘ সবাইকে চেনে শুধু তোমাকে চেনে না।
আয়ান তার পেছন পেছন গেল। বলল
‘ কি বললে মিরা? আমার ছেলে আমাকে চেনে না? তুমি দেখোনি কাল কিভাবে কোলে ঝাপিয়ে পড়েছিল? মিরা?
নামিরা জবাব দিল না। ঘরে পা রাখতেই আয়না তার কোমর আঁকড়ে ধরলো। কাঁধে থুঁতনি ঠেকিয়ে বলল
‘ আবার বলো কি বলতে চেয়েছ?
নামিরা বলল
‘ এসব কি হচ্ছে? কেউ দেখে ফেলবে। আয়ান?
আয়না ছেড়ে দিল। নামিরাকে সামনে ফিরিয়ে বলল
‘ ওরকম কেন বলেছ?
নামিরা বলল,
‘ সপ্তাহে একদিন দেখলে কি চিনবে সে সেটাই বলেছি।
‘ চাকরি তো মিরা।
‘ জানি আমি।
অন্যদিকে তাকিয়ে কথাটা বলল নামিরা।
” আমার দিকে তাকাও মিরা।
নামিরা তাকালো। আয়ান নাকে নাক ছুঁয়ে বলল
‘ খুব শীঘ্রই এইখানে পোস্টিং নেব। ওই কোম্পানির একটা শাখা খুলছে এখানে। আমি বললেই দিয়ে দেবে।
‘ সত্যি?
‘ আমি তোমাকে মিথ্যে কখন বলি মিরা?
নামিরা আর কথা বলল না। শক্ত করে জড়িয়ে ধরে বুকে পড়ে রইলো। বলল,
‘ নামিরা আমি। মিরা নই।
‘ সবার তুমিটার নাম নামিরা হোক আর যাইহোক। কিন্তু আমার তুমিটার নাম মিরা। আমি এটাই ডেকেছি প্রথম। ডাকছি। ডাকবো। আমি এটাও জানি তুমি এই ডাকটা শোনার জন্য কতটা ব্যাকুল হয়ে থাকো।
নামিরা একগাল হাসলো। আয়ানের মাথা টেনে এনে কপালে চুমু খেল। বলল
‘ আমি তোমার কাছে কেমন ধরনের স্ত্রী শ্বশুরের ছেলে?
‘ খুব জটিল প্রশ্ন মিরা।
‘ তুমি সহজ করে বলো।
‘ তুমি আমার কাছে ,,
‘ কি ?
‘ তুমি আমার,,,, আহ,,
‘ কিহ? ভাবতে এতক্ষণ লাগে?
‘ তুমি আমার কাছে ঠিক তেমনটা মিরা, ঠিক আমি চাই যেমনটা। তুমি আমার মনমাধবী মিরা।
নামিরা জোরে আয়ানের নাক টেনে দিল। বলল
‘ তাহলে কলেজে আমাকে দেখামাত্র পালিয়ে যেতে কেন? কত কষ্ট লাগতো আমার।
‘ সব এলোমেলো লাগতো। তুমি খুব পাজি ছিলে মিরা। সিনিয়রদের কেউ নাম ধরে ডাকে? ক্লাসমেট হলে একটা কথা।
নামিরা হেসে ফেলল। আয়ানের কলার টেনে এনে নাকে নাক ছুঁয়ালো। বলল
‘ আমি ডাকি। আমার বর, আমি যেমন ইচ্ছা তেমন ডাকব।
‘ তখন বর ছিলাম না তো।
‘ আমার ভবিষ্যৎ বর তো ছিলে। তাই অধিকার দেখিয়ে ডাকতাম। বিয়ের পরদিন আম্মা কি বলেছিল মনে আছে? বলেছিল, আজকালের পোলাপানের মুখে কিছু আটকায় না। জামাইর নাম ধরে ধরে ডাকে। ছিঃ ছিঃ এসব ভাবা ও যায় না।
আয়ান আওয়াজ করে হেসে উঠলো। বলল
‘ এখন সায়ানের আম্মার মতো লাগছে।
নামিরা একগাল হাসলো।
_____________
সাতকানিয়া থেকে অনুরাগ তার পরের দিন ফিরলো। ফেরার কথা ছিল রাতেই। কিন্তু কথার নড়চড় হয়ে গেল। আনহিতা তাতেই রেগে খুন। ছেলেকে দেখা দিলেন না আর। অনুরাগ অনেক করে মায়ের রাগ ভাঙানোর চেষ্টা করলো। শেষমেশ আয়নাকে গিয়ে বলল
‘ আয়নামতী মাকে একটু ডেকে দাও না। রুম থেকে বেরই হচ্ছেনা৷ কাজের চাপে পড়ে আর ফিরতে পারিনি।
আয়না বলল
‘ আমি আপনার মায়ের সাথে কথা বলিনা।
অনুরাগ আচমকা এমন উত্তর শুনে থেমে গেল। নিজেকে সামলে বেশ নরম গলায় বলল
‘ কেন? আমার মা কি দোষ করেছে?
‘ আপনার মা কেন? আমি আপনার পরিবারের কারো সাথেই কথা বলিনা। আপনি সেটা জানেন না এমনটা নয়।
‘ তাহলে জমিলা আপা আর চামেলি আপার সাথে কেন বলো? আমার পরিবার অতটা নগন্য তোমার কাছে?
আয়না বলল
‘ রেগে যাচ্ছেন কেন আশ্চর্য? আমার বলতে ইচ্ছে করেনা তাই বলিনা। আপনি কি জোর করবেন আমায়?
অনুরাগ নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। বলল
‘ তুমি আমার মায়ের একমাত্র ছেলের বউ। আর কোনো ছেলে নেই। আমি একটাই। আর তুমি ও একটাই। আমার মায়ের তো ইচ্ছা হয় ছেলের বউয়ের সাথে দুটো কথা বলতে। একটু গল্পগুজব করতে। তুমি তোমার মা ভাবিকে দেখোনি?
‘ আমার ভাইয়ের মতো নন আপনি। আর আমি ও আমার ভাবির মতো নই। আর আমার মায়ের সাথে কারো তুলনা হয় না।
কোথাও একটা ভীষণরকম আঘাত পেল অনুরাগ। সবার মা সবার কাছে অনন্য। কারো মায়ের সাথে কারো মায়ের তুলনা হয় না। আয়না বলল
‘ আমি আপনার মাকে ছোট করিনি প্রফেসর। আপনি আমার সাথে কথা বলতে আসবেন না।
‘ ছোট করোনি, আলাদা তো করেছ। তোমার মা, আর আমার মা। তোমার মায়ের সাথে কারো তুলনা হয় না, আর আমার মায়ের সাথে হয়। এটাই তো বুঝাতে চেয়েছ।
শায়লা বেগম লাঠিতে ভর দিয়ে এগিয়ে এলেন। বললেন
‘ কি হয়েছে দাদুভাই? বউয়ের সাথে এত কথা কাটাকাটি কেন?
আয়না রোষপূর্ণ চোখে চাইলো অনুরাগের দিকে। চোখের কোণায় জ্বলজ্বল করছে অশ্রুকণা । অনুরাগ বলল
‘ কিছু হয়নি। তোমাদের একটা বলি যে তোমাদের সাথে কথা বলেনা তার সাথে তোমরা ও বলবেনা। সামনাসামনি ও পড়বে না। মাকে ও বলে দেবে।
শায়লা বেগম কিছু বলতে চাইলো।
আয়না ফোঁপাতে ফোঁপাতে চলে গেল।
‘ এসব না বললেও হতো দাদুভাই।
‘ আমি বলতে চাইনি। বাধ্য করেছে বলতে।
‘ তোমার মা শুনলে আর ও রাগ করবে।
‘ করুক। দেখতে ও পাচ্ছি সেবা করে উল্টে দিচ্ছে তার ছেলের বউ। মরে গেলেও তো ওই মেয়ে পানি দেবে না আমার মাকে।
‘ আহা চুপ থাকো দাদুভাই।
অনুরাগ হনহনিয়ে চলে গেল।
রুমের চারপাশে চোখ বুলিয়ে ও আয়নাকে কোথাও দেখলো না অনুরাগ। খুঁজলো ও না। মুখ হাত ধুয়ে মায়ের ঘরের দিকে গেল আবার। ঝগড়া হয়েছে শুনে আনহিতা নিজেই আসছিলেন। অনুরাগকে দেখে থেমে গেল।
বলল
‘ আসামাত্র ঝগড়া লাগিয়ে দিয়েছ? এই আমার সেই শান্তশিষ্ট ছেলেটা?
‘ তুমি দরজা খুলছো না। রাগ উঠেছিল মাথায়। কি বলে ফেলেছি জানিনা।
শায়লা বেগম এসে বলল
‘ সে ঠিক আছে। কটু কথা শুনিয়ে রাগিয়ে দিয়েছ, এইবার মিষ্টি কথা বলে রাগ ভাঙাও। মেয়ে মানুষের রাগ ভাঙাতে আদরই যথেষ্ট।
আনহিতা দ্রুত সরে গেল সেখান থেকে। অনুরাগ কপাল ভাঁজ করে বলল
‘ উফফ তুমি কি বুড়ি? নাকি ছোট্ট বাচ্চা দাদীজান? মায়ের সামনে কি উল্টাপাল্টা কথা বলো?
শায়লা বেগম হেসে ফেললেন। বললেন,
‘ তোমার সামনে তো বাচ্চাই ভাই। যাও যাও একটু সোহাগ টোহাগ করে রাগ ভাঙিয়ে ফেল তো। এরকম রাগারাগি ও মাঝেমধ্যে করা লাগে।
‘ আমার বউয়ের রাগ ওসব দিয়ে ভাঙেনা দাদীজান। বহুত ডেঞ্জারাস বউ আমার।
হেসে ফেলল শায়লা বেগম।
__________
অনুরাগ ঘরে গিয়ে অনেক্ক্ষণ বসলো। দেখলো আয়নার কোনো নামনিঃশ্বাস নেই। এই ঘর ছেড়ে সে যাবেই বা কই?
অনুরাগ রান্নাঘর ঘুরে এল। পেল না। ছাদটা ঘুরে এল। পেল না। আয়নামতী এমনিতেও ছাদে আসেনা। তবে ছাদ থেকে চলে যেতেই ওই দূরে বাগানের দিকে চোখ গেল অনুরাগের। আয়নাকে দেখলো। বাগানে। তাও বোরকা পড়া একটা মহিলা ও দুইজন লোকের সাথে। ফোন টিপে কাকে কি যেন বলল অনুরাগ। তারপর সোজা চলে এল নিচে। আয়না বাগান থেকে ফিরতেই অনুরাগ তার মুখোমুখি হলো। বলল
‘ কোথায় গিয়েছিলে?
আয়না তাকালো না। সোজা ঘরে চলে গেল। অনুরাগ তার পিছুপিছু গিয়ে বলল
‘ বাগানে কেন গিয়েছিলে?
‘ আপনাকে বলতে বাধ্য নই আমি।
অনুরাগ ক্ষেপে গেল। বলল
‘ আমাকে বলতে বাধ্য তুমি। আমি স্বামী তোমার।
আয়না সামনে ফিরলো। বলল
‘ কুহেলীর সাথে দেখা করতে গিয়েছি।
‘ কুহেলীকে পুলিশ খুঁজছে। তাকে পাওয়া গেলেই খালেকুজ্জামানের সব জারিজুরি শেষ। আমি ও তাকেই খুঁজছি। মিথ্যে বলবে না আয়নামতী।
‘ আপনার বিশ্বাস না হলে কিচ্ছু করার নেই আমার। আমি আপনাকে বিশ্বাস করাতে যাচ্ছি ও না।
অনুরাগের এবার মতিগতি ভাল ঠেকলো না। বলল
‘ কুহেলীর সাথে তোমার কি? কেন কুহেলীর সাথে তোমার যোগাযোগ থাকবে?
আয়না কোনো জবাব দিল না। অনুরাগ বলল
‘ ওর ঠিকানা দাও। আমি ওকে পুলিশে দেব। চোরের মতো পালিয়ে পালিয়ে থাকছে ওই নষ্ট মহিলা।
‘ আমার কাছে ঠিকানা নেই।
অনুরাগ হাতের বাহু ধরে তার সামনে নিয়ে এল আয়নাকে। আয়না আর্তনাদ করে উঠতেই ছেড়ে দিল অনুরাগ। বলল
‘ কি চাইছো তুমি আয়নামতী? আমার শত্রু সে, তোমার ও শত্রু হওয়া উচিত ছিল। আর তুমি তার সাথে,,
‘ আপনি ও আমার শত্রু। বন্ধু নন। কুহেলীর কেসটা নিয়ে নিন। ওর মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে। চিকিৎসা দরকার। ওকে লুকিয়ে থাকতে হচ্ছে তাই কিছু করতে পারছেনা। ও ক্ষমা চেয়েছে।
অনুরাগ বলল
‘ কখনোই না। কখনো ওকে ক্ষমা করব না আমি। বাহ তুমি শেষমেশ পর দুঃখটাও বুঝলে। শুধু আমার বেলায় অবুঝ তুমি।
‘ প্রফেসর মানুষের ক্ষমা হয়।
‘ হয় তো। হয়। আমি ও জানি হয়। ভুলের ক্ষমা হয়। আমার ভুলটার ও ক্ষমা হয়। করেছিলে তুমি? করোনি। নিজেই তো করোনা, আর আমাকে কেন জ্ঞান দিচ্ছ? ওই কেসটা আমি তুলব না। আমি তুললেই বা কি হবে? কালারিং হয়ে গেছে কুহেলী সরকার।
‘ ওর মা খুব অসুস্থ প্রফেসর। ওর অন্য কোনো ভাইবোন ও নেই।
‘ তো আমি কি করব? আমার প্রাণ নিতে চেয়েছিল ওই মহিলা। কুহেলী এসেছিল আমার জীবনে, তাই সবকিছু এত এলোমেলো। নয়ত সব গোছানো থাকত। তুমি ও থাকতে। এই লোক দেখানো তুমি নয় বরং আসল তুমিটা থাকতে।
‘ আপনি কেসটা তুলে নিন। সব মিটমাট হয়ে যাবে।
‘ জীবনে ও নেব না।
‘ কুহেলীর মা ও একজন মানুষ প্রফেসর। কুহেলীর মা না ভেবে একজন সাধারণ মানুষ মনে করুন ওনাকে। কেসটা তুলে নিন।
‘ আমি পারব না। চরম শাস্তি দেব আমি কুহেলীকে।
আয়না শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। অনুরাগ চলে যেতে যেতে থেমে গেল আয়নার কথায়।
‘ যে জোর করে বিয়ে করতে পারে তার দ্বারা সবই সম্ভব। জেনেশুনে একটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ও সম্ভব। অমানুষ।
অনুরাগ ফিরতি পথে ফিরে এল। বলল
‘ কি ডেকেছ?
‘ অমানুষ।
রাগ-ক্ষোভে এদিক-ওদিক তাকালো অনুরাগ। বলল
‘ এক্ষুনি বেরিয়ে যাও আমার ঘর থেকে। বাড়ি থেকে। অমানুষের ঘরে তোমাকে থাকতে হবে না৷ যাও বেরিয়ে যাও। আমি অমানুষ। ঠিক আছে আমি অমানুষ। অমানুষের সঙ্গে থাকার দরকার নেই। সংসার করার দরকার নেই।
আয়না হতবাক হয়ে তাকালো। সামান্য কথায় এত কথা শোনানোর কি ছিল? সে ভুল কিছু তো বলেনি।
‘ আমাকে তাড়িয়ে দিচ্ছেন?
অনুরাগ বজ্রগম্ভীর গলায় বলল,
‘ দিচ্ছি। আমার শত্রুর সাথে যার লেনাদেনা তার সাথে আমার কি? চলে যাও যেখানে ইচ্ছে। তোমাকে দেখতেও চাই না আমি।
আয়না চলে গেল সেখান থেকে। আনহিতা,অনিমা আর শায়লা বেগম এত চেঁচামেচি শুনে চলে আসলো। শায়লা বেগম বলল
‘ তোমাদের হয়েছেটা কি দাদুভাই?
অনুরাগ গর্জে বলল
‘ আমাকে কেন জিজ্ঞেস করছ? ওই মেয়েকে জিজ্ঞেস করো৷ শেষমেশ ওই কুহেলীর সাথে হাত মিলিয়েছে।
আনহিতা বলল
‘ কুহেলী? ওর সাথে কুহেলীর সাক্ষাৎ হলো কোথায়? ওকে চলে যেতে বলেছ তুমি? যদি চলে যায়?
অনুরাগের গলার স্বর নরম হয়ে এল। বলল
‘ ইচ্ছে করলে চলে যাবে। আমার কি? এত যত্ন-আত্তির করে ঘরে শত্রু পুষতে পারব না মা।
কপালে হাত দিয়ে বসলো আনহিতা। অনিমা বলল
‘ কুহেলী কি মধু খাইয়েছে কে জানে তোর বউকে। শয়তানি তো শয়তানি বুদ্ধিই দেবে।
ছোটখাটো ব্যাগটাতে যা পারলো সবটা ভরে ফেলল আয়না। তারপর বোরকা গায়ে দিয়ে নিচে চলে আসলো। আনহিতা হতভম্ব হয়ে বলল
‘ এসব কি হচ্ছে? সামান্য কথা কাটাকাটির জন্য? বৌমা এগুলো তো রাগের বশে বলেছে অনুরাগ। এভাবে যেতে নেই বৌমা। কি বলবে সবাই?
আয়নার দুচোখ লাল টকটকে। বলল
‘ আমাকে দূর হয়ে যেতে বলা হয়েছে। আমি এতিম নই যে এত কথা শোনার পর ও এখানে পড়ে থাকব। আমি নিজ থেকে ও আসিনি এই বাড়িতে। জোর করে আনা হয়েছে।
আনহিতা অনুরাগের কাছে গেল। বলল
‘ আহা আটকাচ্ছ না কেন অনু? কি হচ্ছে এসব?
‘ যাক। দরকার নেই কাউকে আমার।
আয়না একমুহূর্ত ও দাঁড়ালো না। বের হয়ে গেল বাড়ি থেকে। আনহিতা বলল
‘ একা একা কিভাবে যাবে? আল্লাহ কি হচ্ছে এসব? তোমরা কি পাগল হয়ে গেছ?
অনুরাগ ঘরে চলে গেল।
ড্রাইভার আয়নার পিছু পিছু গিয়ে জিজ্ঞেস করল
‘ বৌরাণি আমি গাড়িতে করে দিয়ে আসি? এত রাগারাগির কি দরকার? দুদিন পরে স্বামীর ঘরে তো আবার ফিরতেই হবে।
আয়নার ফোঁপানি উঠলো। ওই অভদ্র লোকটার কাছে কখনোই ফিরব না আমি। ড্রাইভার হেসে ফেলল। বলল
‘ আমার বউ ও সবসময় এই কথায় বলে। দুইতিনদিন পার হতে না হতেই নিজেই ফিরে আসে।
আয়না ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। ড্রাইভার আর না পেরে একটি রিকশা ডেকে তুলে দিল। বলল
‘ বৌরাণিকে একদম তাদের বাড়ির উঠোনে গিয়ে রেখে আসবি।
রিকশাওয়ালা নিয়ে গেল। অনুরাগ এসে ড্রাইভারকে জিজ্ঞেস করল
‘ কোথায়?
‘ আমি রিকশাতে তুলে দিয়েছি।
‘ কে বলেছে তুলে দিতে? ওহ শিট! আমি বেঁধে রাখতাম ঘরের ভেতর। ধ্যাত।
‘ আপনি কি বউ মারছেন নাকি সাহেব? চোখমুখের তো বেহাল অবস্থা।
অনুরাগ ধমকালো।
‘ একদম চুপ। আমাকে দেখে কি মনে হচ্ছে আমি বউ পিটাতে পারব? আমি ভদ্রলোক। ওসব করিনা। একটু গলার আওয়াজ বড় করে কথা বলেছি ওতেই বউ বাপের বাড়ি উঠেছে। এত জ্বালা নিয়ে মানুষ থাকতে পারে ভাই?
অনুরাগ ও চলে গেল আয়নাদের বাড়ি। আয়শা বেগম বলল
‘ চৌধুরীর পোলা আমার মেয়েরে কি কইছো? আসছে পর্যন্ত কেঁদে যাচ্ছে। কটু কথা শুনাইছো। আমি কখনো শুনাইছি? তোমারে অত সাহস দিল কেডা? হাত টাত তো ভাঙায় ফেলছ।
অনুরাগ মাথা চুলকাতে থাকলো। আয়শা বেগম বলল
‘ তোমার শাস্তি হইতাছে আইজ আর কোথাও যাইতে পারবে না। শ্বশুরবাড়িতে থাকা লাগবো। থাকবা?
‘ আজ?
‘ না করবানা। তোমার বউয়ের কি ব্যারাম হইছে সেটার ঔষধ ও কিনে আনবা।
‘ জ্বি আচ্ছা।
আয়না অনুরাগের সামনে একবার ও গেল না। নিজের ঘরে শুয়ে ছিল। বাইরে ও যায়নি। রাতে বিরাট আয়োজন হলো জামাইয়ের জন্য। নামিরা, রূপা আর আয়শা বেগম তিনজন মিলে করেছেন যা করার। আয়না উঁকি ও দেয়নি। যে তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তাকে এত অ্যাপ্যায়ন করার কি দরকার?
রাতে খাওয়াদাওয়া শেষে আয়নার দেখা পেল অনুরাগ। রান্নাঘরের দিকে হনহনিয়ে যেতে দেখা গেল আয়নাকে। অনুরাগ ঘরে ঢুকে বসলো। রূপা আর সায়ানের সাথে অনেক সময় কাটালো। আয়না ততক্ষণে খেয়েদেয়ে ঘুম দিয়ে ফেলেছে। সায়ান ঘুমিয়ে পড়লে রূপা তাকে নিয়ে চলে গেল। অনুরাগ এদিকওদিক তাকিয়ে বলল
‘ আমি ঘুমাবো কোথায় ভাই? শাড়ি চুল সব আমি শোবার জায়গায়।
আয়না নড়লো না। অনুরাগ শাড়ি আর চুল সরিয়ে দিয়ে শুয়ে পড়লো। আয়না খানিকটা কাছে এসে ডাকল
‘ রাগীসাহেবা আমার দিকে কি একটু ফিরবেন?
আয়না শুনলো কি শুনলো না। অনুরাগ তার কোমরে টেনে নিজের কাছে আনলো। কানের কাছে গিয়ে বলল
‘ আয়নামতী আমি কেসটা তুলে নিয়েছি।
আয়না সাথে সাথে ফিরলো তার দিকে। একেবারে মুখোমুখি । নিঃশ্বাসে নিঃশ্বাসে সংঘর্ষ তখন।
‘ মিথ্যে বলছেন।
‘ মিথ্যে বলে তোমার থেকে দূরে কেন থাকব?
‘ কোনো অভিযোগ রাখেননি?
‘ কুহেলীর উপর কোনোকালেই আমার কোনো অভিযোগ ছিল না। সব অভিযোগ তোমার উপর।
‘ আমাকে ছাড়ুন। ওভাবে ধরেছেন কেন?
অনুরাগ আরও নিবিড়ভাবে ধরলো তাকে। একদম বক্ষপটে আবদ্ধ করে চুলে বিলি কাটতে কাটতে বলল
‘ হাজারবার ধরব। তুমি হাজারবার দূরে গিয়ে দেখাও। একসময় ক্লান্ত হয়ে ঠিকই আমার কাছে ফিরে আসবে।
চলবে,,