“হুমায়ূন আজাদ বলেছিলেন;

0
1461

“হুমায়ূন আজাদ বলেছিলেন; – অামি অমিলে সংসার করিনা… বড়জোর সঙ্গম করি। সংসার পবিত্র, অঙ্ক কষে বেঁধে থাকতে হয়, যোগ বিয়োগের ভুল হলেই ধুলিসাৎ!!

মানুষ সব কিছুতেই নিজের মিল খুঁজে… সিনেমায় ডুবে থাকা সিনেমা প্রেমি মানুষটা খুঁজে আড্ডায় তার সাথে সিনেমা টেনে কথা বলুক কেউ। বইপোঁকা টাইপ মানুষ গুলো চায়- তার সাথে একজন গল্প বুঝতে পারা মানুষের সন্ধি হোক।

প্রচন্ড মন খারাপ থাকা মানুষটি চায় তার মন খারাপটা কেউ পড়ে ফেলুক অকপটে; আষ্টেপৃষ্টে লেগে থাকুক কারণ খুঁজে নিতে। মানুষ সব কিছুতে নিজের মত করে একজন মানুষকে খুঁজে।

প্রেমিকার অযাচিত গল্প নিয়ে পড়ে থাকা সদ্য প্রেমিক হয়ে উঠা ছেলেটি চায়- তার প্রেমের খুঁটিনাটি জেনে নিক কাছের কোন বন্ধু।

শেষ টিকিটের নিঃসঙ্গ যাত্রীটা চায় তার পাশের সিটে এমন একজন মানুষ থাকুক- যার সাথে কথা বলেই দীর্ঘ পথের ইতি হবে।

মানুষের সাথে মানুষের সম্পর্কটা মিল অমিলের ছকে আশ্রয় খুঁজে; অমিলের সম্পর্ক টেনে নেওয়া যায় বহুপথ, বাঁচিয়ে রাখা যায়না… মানুষের টেনে নেওয়ার ক্ষমতা দীর্ঘ হয়না কখনো। টেনেটুনে সম্পর্ক বাঁচেনা, একটা সময় হাল ছেড়ে দিতে হয়।”

দশজন বন্ধুর আড্ডায় মানুষ এমন একজনের সাথেই বেশি কথা বলা চেষ্টা করে- যে মনোযোগ নিয়ে শুনতে চায়; নিঃস্বার্থ শ্রোতার মাঝে মিলের গন্ধ খুঁজতে মানুষ ভালোবাসে।

সাহিত্যে ডুবে থাকা মানুষের সাথে ভ্রমন প্রিয় মানুষের কখনো সম্পর্ক হয়ে উঠেনা, বড়জোর কুশল বিনিময় হয়। অমিলের কাউকে নিয়ে মানুষ অনেক পথ যেতে পারেনা !!

প্রিয় গানটা শুনার সময় যখন কেউ বলে দেয়, গানটি তারও প্রিয়! তখন মানুষটিকে ভীষণ আপন আপন লাগে। গান নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলেও তখন ক্লান্তি আসেনা… অমিল মানুষের সাথে কথা বলে কখনো ক্লান্ত হওয়া যায়না।

মানুষ নিজের মত একটা মানুষ খুঁজে… যার সাথে পাড়ার টং দোকানীর গল্প হবে, বিশ্ব রাজনীতির বিশ্লেষণ হবে… কল্পনায় প্যারিসের রাস্তায় হাত ধরে হেঁটে যাবে প্রিয় কবির কবিতার লাইনে। রাত জেগে কথার যুদ্ধ হবে প্রিয় লেখকের লেখা নিয়ে; প্রিয় সিনেমার নায়কের পাগলামী নিয়ে হবে মধুর তর্কবির্তক।

এরকম মিল খুঁজে সুদূর আমেরিকা থেকে কাঠমিস্ত্রির কাছে চলে আসা নারীকে আমার ঈর্ষা হয়… অমিলে নৈঃশব্দে ফিরে আসা প্রেমিকার চাপা কান্নায় আমি দুমড়ে মুঁছড়ে যাই… মানুষ শুধু নিজের মত একটা মানুষ খুঁজে …যে মানুষটাই নিজেকে হারিয়ে নিখোঁজ করা যায় !!

লেখাঃ Rasel Uddin
ছবিঃ সংগৃহীত