শেষ থেকে শুরু পর্ব-২৬+২৭

0
371

#শেষ_থেকে_শুরু
কলমে: লাবন্য ইয়াসমিন
পর্ব:২৬

জ্ঞান ফিরে চোখের সামনে অনাকাঙ্খিত একজনের মুখটা দেখে হৈমন্তী অপেক্ষা করলো না মানুষটার বুকে ঝাপিয়ে পড়ে ফুপিয়ে উঠলো। হঠাৎ এমন ঘটনায় আবির ঘাবড়ে গিয়ে চোখ বড়বড় করে ফেলল।।দরজায় ওর সেক্রেটারি জাবেদ দাঁড়িয়ে ছিল। হৈমন্তী এমন করবে হয়তো ও বুঝতে পারেনি। তাই দ্রুত চোখ নামিয়ে সরে গেলো। এই মেয়েটাকে ও বছর খানেক আগে দেখেছিল তারপর নিখোঁজ। হঠাৎ এখানে কিভাবে আসলো বুঝতে পারছে না। তাছাড়া বড়লোকদের মন মর্জি বোঝা খুব মুশকিল। জাবেদ কৌতূহল দমিয়ে বেরিয়ে আসলো। স‍্যার নিজে থেকে না বললে কিছুই জানা যাবে না। আবির চুপচাপ অনুভূতি শূন্য কাঠের পুতুলের মতো বসে আছে। প্রথমবার মেয়েটা ওর এতোটা কাছে এসেছে। শুধু দূর থেকেই ভালোলাগা তারপর ভালোবাসা। কখনও ভাবেনি মেয়েটা ওর এতটা কাছে আসবে। বুক ধুকপুক করছে। অনাকাঙ্খিত একটা প্রাপ্তি। আবির নিজেকে সামলে নিয়ে হৈমন্তীর মাথায় হাত রাখলো। মেয়েটা এখনো কেঁদে কেটে অস্থির হচ্ছে। ভয় ওকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিয়েছে হয়তো নিজের মধ্যে নেই। তাই এই দূরত্ব কমিয়ে আনা। নয়তো হৈমি কখনও নিজ ইচ্ছেতে আবিরের কাছে ধরা দিবে না আবির খুব ভালো করে জানে। আবিরের কাধের বেশ কিছু অংশ হৈমির চোখের পানিতে ভিজে গেলো। আবির ফিসফিস করে বলল,

> কিছু হয়নি আমি আছি তো।

হৈমন্তী হঠাৎ ফুপানো বন্ধ করে দিয়ে হুট করে আবিরকে ছেড়ে দিয়ে পিছিয়ে গেলো। এতক্ষণ কি করছিল ভেবে নিভে গেলো। হিতাহিত জ্ঞান ছিল না। মারিয়াম আন্টির খুনের দৃশ্যটা আজও চোখের সামনে ভাসে। আজ হঠাৎ সেদিনের মতো ভয় করছে। আবির কি বলবে বুঝতে পারছে না। এই মেয়েটার সঙ্গে ওর খুব একটা কথাবার্তা হয়নি। কেমন গা ছাড়া ভাব ছিল। কিভাবে যে একে ভালোবেসে ফেলেছিল মাঝেমাঝে আফসোস হয়। মানুষের জীবনে প্রেম বারবার আসে কিন্তু আবিরের প্রেম কেনো হৈমন্তীকে ঘিরেই সীমাবদ্ধ রয়ে গেলো এটার হিসেব মিলাতে পারেনা। হৈমন্তীর কথায় ওর ধ‍্যান ভাঙলো,

> বাসাই ফিরবো।

আবির ভ্রু কুচকে ঘড়ি দেখিয়ে বলল,
> একটা বাজে এখন রাস্তায় বের হওয়া যাবে না। অবরোধ চলছে। কি থেকে কি হয়ে যাবে তখন ঝামেলা হবে। তাছাড়া জান্নাত আছে আমি কোনো রিস্ক নিতে চাইছি না।

জান্নাতের কথা বলতেই হৈমন্তী পাশে থাকা ঘুমন্ত মেয়েকে নিজের কোলের মধ্যে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে বলল,

> ওরা আমাকে মারতে চাইছে মিস্টার আবির। হয়তো খুব তাড়াতাড়ি ওদের ক্ষোভের স্বীকার হয়ে যাবো। মেয়েটাকে দেখবেন।

হৈমন্তীর এমন কথায় আবিরের মেজাজ খারাপ হলো। রাস্তাঘাটে মেয়েদের এমন সমস্যা নতুন না। একা নির্জন রাস্তায় ঘুরাঘুরি করার সখ মিটে যেতো আবির একটু দেরী করলে। ফল কিনে আসার সময় হঠাৎ রাস্তাই চিৎকার শুনে কয়েকজন এগিয়ে আসে। আবিরও ছিল তাদের মধ্যে। মেয়েটাকে উদ্ধার করার পরে আবির বুঝতে পারলো এটা হৈমি। আবির গম্ভীর কন্ঠে বলল,

> রাতে একা একা ঘুরছিলে কেনো?গাড়ি কোথায়? কিসের এতো কাজকর্ম করছো শুনি যে মেয়েকে ছেড়ে সারাদিন অফিসে থাকতে হয়। রাতে রাস্তায় হাঁটতে হয়? চাকরির খুব দরকার থাকলে অনেক জায়গা আছে। আমার অফিসে কাজ করতে পারো। রাজীব ভাইয়ার ব‍্যবসাতে হাত লাগাতে পারো। এতেও না হলে আলাদা জায়গাই জবের চেষ্টা করো। জীবন বাজি রেখে এসব করে কিসের লাভ?

আবির ঝাঝালো কণ্ঠে একদমে কথাগুলো বলে থামলো। হৈমি চোখ বন্ধ করে বলল,

> মিটিং ছিল। লোকগুলোর কথা আমি শুনেছি ওরা আমাকেই খুন করতে এসেছিল। ওখানে থাকতেও হয়েছিল। কাজটা আমি ভালোবেসে করি নিজের যোগ্যতাতে।

আবির বিস্তারিত শুনতে চাইলে হৈমন্তী ওকে সবটা খুলে বলল।সব শুনে আবির ভ্রু কুচকে বলল,

> কার সঙ্গে কি শত্রুতা তৈরী করেছো আল্লাহ্ ভালো জানে? ভালো কাজ তো পারো না।

আবির কথাটা বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। হৈমন্তী চুপচাপ বসে আছে। লোকটা ওর উপরে রাগ করছে কি বুঝতে পারলো না। যায় হয়েছে এতে কি ওর দোষ ছিল? হৈমন্তী প্রথম থেকে ভাবতে শুরু করলো কিন্তু ভয় আর আতঙ্ক ছাড়া কিছুই পেলো না। এখনো বুকের মধ্যে ঢিপঢিপ করছে। কথাটা ভাবতে ভাবতে মেয়েকে কোলের মধ্য নিয়েই গভীর ঘুমে তলিয়ে গেলো হৈমি। আবির চোখ বন্ধ করে শুয়ে ছিল। মনের মধ্যে হাজারো চিন্তাভাবনা ঘুরপাক খাচ্ছে। হৈমন্তীর এই শত্রুটাকে সনাক্ত করা অতী জরুরি কিন্তু কিভাবে? আবির ভাবতে ভাবতে উঠে আসলো। হৈমন্তীর কোল থেকে জান্নাতকে নিজের কাছে নিয়ে ওর গায়ে ভালো করে চাঁদর জড়িয়ে দিয়ে সোফায় ফিরে আসলো। মেয়েকে বুকের উপরে নিয়ে আয়েশ করে শুয়ে পড়লো। আজকের রাতটা ওর ঘুম হবে না। রুমে মিটিমিটি আলো জ্বলছে। হৈমির মুখের দিকে তাঁকিয়ে থাকতে থাকতে ওর চোখদুটো লেগে আসলো। ভোরবেলা ফোনের শব্দে আবিরের ঘুম ভাঙলো। এখনো জান্নাত ওর বুকের উপরেই আছে। আবির হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে রিসিভ করলো। ওপাশ থেকে বলা একটা কথা ওর কানের মধ্যে বেঁজে উঠলো। হাত পা কাঁপছে। প্রিয়জন হারানোর বেদনাতে হৃদয় ভেঙে খানখান হচ্ছে। শরীর থরথর করে কাঁপছে। মনে হচ্ছে এটা বুঝি স্বপ্ন। আবির তাড়াতাড়ি করে মেয়েকে হৈমীর কাছে রেখে বেরিয়ে গেলো। যাওয়ার আগে সেক্রেটারি জাবেদকে রেখে গেলো হৈমন্তীকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। জাবেদ যেতে চেয়েছিল কিন্তু আবির বাঁধা দিলো। ও একাই সামলে নিতে পারবে। জাবেদ চুপচাপ চোখের পানি ফেলছে। একবার ভাবলো হৈমন্তীকে ডেকে তুলে দিতে কিন্তু আবিরের কড়া হুকুম ওকে জাগানো জাবে না। উপায়ন্তর না দেখে জাবেদ দরজার দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওর শাস্তি চলছে।
☆☆
সকাল সাতটায় হৈমন্তীর ঘুম ভাঙলো। জান্নাত তখনও ঘুমে বিভোর। রুমে আবির নেই দরজা বন্ধ। সাত সকালে কোথায় গেলো লোকটা? কথাটা ভেবে ও দরজা খুলে উঁকি দিতেই জাবেদকে দেখতে পেলো। হৈমন্তী থতমত খেয়ে বলল,

> আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন?
> স‍্যারের হুকুম।
> উনি কোথায়?
> হাসপাতালের মর্গে।

হৈমন্তী জাবেদে এমন ছন্নছাড়া কথায় আতঙ্কে চমকে উঠলো। মর্গের কথা শুনেই বুকের মধ্যে ছ‍্যাত করে উঠেছে। সুস্থ মানুষ মর্গে কেনো থাকবে বুঝতে পারলো না। ভয়ে শরীর কাঁপছে তবুও নিজেকে সামলে নিয়ে বলল,
> কার কি হয়েছে? উনি ঠিক আছেন? কখন গিয়েছেন? আমাকে ডাকেনি কেনো?

হৈমন্তী একদমে কথাগুলো বলে থামলো। ওর নিশ্বাস ঘন হয়ে আসছে। হয়তো শ্বাসরোধ হয়ে আসছে। জাবেদে ওর মুখের দিকে তাঁকিয়ে আছে। আবিরের সঙ্গে এই মেয়েটার সম্পর্ক ঠিক কেমন এটা ওর বোধগম্য হচ্ছে না। বিয়ের এতগুলো দিন মেয়েটাকে কখনও স‍্যারের সঙ্গে দেখা হয়নি। প্রথমদিন ভেবেছিল স‍্যার মেয়েটাকে জোরজবরদস্তি করেই বিয়ে করছে কিন্তু পরে ভেবেছিল স‍্যারের মতো মানুষ কখনও এমন করবে না। হয়তো কোনো কারণ আছে। জাবেদ সেসব জানতে চাইনি। ও শুধু আবিরের ভালো চেয়েছে। ছেলেটা বাবার মতোই ভালো মানুষ কিন্তু সেই মানুষতো আজ কোথায়? কথাটা ভেবে ওর চোখ দুটো আবারও ভিজে উঠলো। জাবেদকে চুপচাপ দেখে হৈমন্তী এবার শব্দ করে বলল,

> আমার প্রশ্নের উত্তর দিন। আমি টেনশন করছি।

জাবেদ মাথা নিচু করে বলল,

> স‍্যারের বাবা গতকাল রাতে মারা গেছেন। অনুমান করা হচ্ছে এটা স্বাভাবিক মৃত্যু না মার্ডার। রুমে সিসি ক‍্যামেরা ছিল সেটা গায়েব। পুলিশ এসেছিল লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে। স‍্যার সকালবেলায় বাড়িতে গিয়ে পুলিশের সঙ্গে হাসপাতালে আছেন। আমি যেতে চেয়েছিলাম কিন্তু আপনার জন্য স‍্যার আমাকে যেতে দেয়নি। আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি স‍্যারের কাছে যাবো।

জাবেদ শেষের কথাগুলো কেমন ধারা গলাই বলল। হৈমন্তী এবার শব্দ করে কেঁদে ফেলল। আবিরের জন্য ভালোবাসা নাকি একজন বাবা হারা সন্তানের জন্য কষ্ট হচ্ছে হৈমন্তী বুঝতে পারছেনা। ওর বুক ফেঁটে যাচ্ছে। মনে হচ্ছে ও সত্যিই কুফা। ছেলেটার জীবনে আসা মাত্র অশান্তি শুরু হয়ে গেছে। গতকাল যদি ও বাড়িতে থাকতো তাহলে এমন কিছুই হতো না। শুধু ওর জন‍্যই এসব হচ্ছে। হৈমন্তী পুরদমে দোষটা নিজের উপরে চাপিয়ে দিলো। জাবেদ হৈমন্তীর কান্না দেখে বলল,

> ম‍্যাডাম বাসাই ফিরবেন না? চলুন।

হৈমন্তী উত্তর করলো না। দ্রুত রুমে গিয়ে জান্নাতকে তুলে নিয়ে বেরিয়ে আসলো। জাবেদ ওর পিছনে পিছনে গাড়িতে গিয়ে বসলো। হৈমন্তী চোখের পানি মুছে বলল,

> দ্রুত হাসপাতালে চলুন প্রশ্ন করবেন না।

জাবেদ বাধ্য হলো হৈমন্তীকে নিয়ে হাসপাতালের দিকে গাড়ি ঘুরাতে। মনিবের কথা মানতে ও বাধ্য। হাসপাতালে যেতে ওদের পনেরো মিনিট সময় লাগলো। হৈমন্তী হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে মর্গের দিকে ছুটলো। আবির বাইরে একটা চেয়ারে মুখ ঢেকে বসে আছে। শরীর মাঝেমাঝে কেঁপে কেঁপে উঠছে। কিছুক্ষণ আগেই ডাক্তার ভেতরে ঢুকেছে। একেতো বাবার অকাল মৃত্যু তারপর আবার ময়নাতদন্তের জন্য কাটাছেড়া। কিভাবে সহ‍্য করবে?মাথায় উপরে থাকা বাবা নামক বৃক্ষটার আজ শরীল সমাধী হলো। ভেবেছিল এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। বাবার বয়সও তেমন খুব বেশি ছিল না। আবিরের রাগ হচ্ছে নিজের উপরে। ইচ্ছা করছে নিজেই নিজেকে শেষ করে ফেলতে। কেমন ছেলে সে যে বাবাকে বাঁচাতে পারলো না। বাড়িতে নিয়ে যাওয়ায় সবথেকে বড় ভূল হয়েছিল। হয়তো উনি কিছু জানতেন তাই মুখ বন্ধ করতে খুনীরা এমনটা করলো। হৈমন্তী মেয়েকে কোল থেকে নামিয়ে আবিরের পাশে ফ্লোরে ধুপ করে বসে পড়লো। শব্দ শুনে ও পাশে তাকিয়ে হৈমন্তীকে দেখে ভ্রু কুচকে ফেলল। মেয়েটা ওর জন্য কাঁদছে কিন্তু কেনো? ভালোবাসা ছাড়া করুনা খাপছাড়া সহানুভূতি দিয়ে আবির করবেটা কি? নারী মানেই নিজেকে বিসর্জন দিয়ে পরের কথা ভাবা না। আবির চোখের পানি মুছে গম্ভীর কণ্ঠে বলল,

> কাঁদছো কেনো? ওকে নিয়ে ফিরে যাও।

হৈমন্তী কিছুই বলছে না নিচের দিকে তাঁকিয়ে চোখের পানি ফেলছে। দৃশ্যটা আবিরের কাছে খুব তিক্ত লাগলো। ও ঝট করে উঠে চলে গেলো। এভাবেই অনেকখানি সময় পার হলো। আরাফাত এসেছে হাসপাতালে। হৈমন্তী দ্রুত নিজেকে ঠিক করে ফেলল। আরাফাত ভ্রু কুচকে বোনকে দেখছে। গতকাল অফিসের কাজে আটকে গিয়েছিল কিন্তু এখানে কি করছে বুঝতে না পেরে বলল,
> তুই এখানে?

হৈমন্তী ফুপিয়ে বলল,

> জান্নাত মিস্টার আবিরের কাছে ছিল।
আরাফাত বুঝতে পারলো হৈমন্তী জান্নাতকে নিতে এসে এই অবস্থা দেখে ভয় পেয়েছে। ও আর প্রশ্ন করলো না। লাশ নিয়ে যাওয়া হবে। আরাফাত সব ব‍্যবস্থা করেছে। হৈমন্তীকে চলে যেতে বলা হলো কিন্তু ও গেলো না। আরাফাতের সঙ্গে আবিরদের বাড়িতে এসে হাজির হলো। বাসা থেকে ছোট বড় সবাই এসেছে। আমেনা বেগম পযর্ন্ত আবিরদের বাসাই হাজির। হৈমন্তীর এমন বিধ্বস্ত চেহারা দেখে চয়নিকা এগিয়ে গেলো। জান্নাত আরাফাতের আছে ছিল চয়নিকা যেতেই ওর কোলে তুলে দিয়ে চলে গেলো। অরিন চিৎকার করে কাঁদছে। বাবার জন্য একটা বছর ওর হাসপাতালেই কেঁটেছে কখনও আফসোস করেনি। শুধু ভেবেছে বাবা ঠিক হয়ে গেলে আবারও সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে কিন্তু তেমন কিছুই তো হলো না। আবির ছেলে মানুষ চিৎকার করতে পারছে না কিন্তু চোখের পানি বাধ ভাঙেছে। মা বোনের দিকে তাকালে পৃথিবীর ধবংস করে ফেলতে মন চাইছে। প্রশ্ন ঘুরছে কার জন্য এমন হচ্ছে নিজের জন্য নাকি অন‍্য কারো জন্য? আবির ভাবতে পারলো না। বাবার খাটিয়ার পাশে বসে ছিল এসব ভেবে আস্তে করে পাশে ঢোলে পড়লো। আরাফাত আর রাজীব দৌড়ে গিয়ে ওকে সরিয়ে নিলো। পরিবারিক ডাক্তার বাড়িতেই ছিল উনি গিয়ে দেখলেন। ফারজানা হক স্বামীর হাত ধরে বসে আছেন। কয়েকঘন্টা চিৎকার করে কেঁদেছেন গলা বসে গেছে। শব্দ বের হচ্ছে না। ফ‍্যাল ফ‍্যাল করে মৃত স্বামীকে দেখছেন। কত বছরের সংসার কত স্মৃতি সব এক নিমিষেই শেষ। মৃত্যুতে কি ভালোবাসা শেষ হয়? এতো আবেগ অনুভূতি কোথায় যায়? হৃদয় নামক অদৃশ্য বস্তুটির অস্তিত্ব কি শরীরের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে যায়?
___________________
বাবার কবরের পাশে বসে আছে আবির। সবাই চলে গেছে ও যেতে পারেনি। হাতে হাত রেখে পথ চলা শিখিয়েছিল সেই লোকটা আজ অতীত। বাবা নেই এতিমের সীলমোহর গায়ে লেগে গেছে। আবির মুঠো শক্ত করে ভাবলো যেই এসব করে থাকুক ও কাউকে ছাড়বে না। এভাবে বসে থাকলে তো চলবে না। রুমের সিসি ক‍্যামেরা কে খুঁলেছে জানতে হবে। তাছাড়া রুমে যে ক‍্যামেরা আছে এটা ও ছাড়া কেউ জানতো না তাহলে করলোটা কে? বাড়িতে আরশী ফারজানা হক আর কাজের দু একজন মানুষ ছিল। এর বাইরে কে এসেছিল? আবির দ্রুত উঠে বাড়ির পথ ধরলো।

আমেনা বেগম ফারজানা হকের পাশে বসে নানারকম কথাবার্তা বলে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছেন ধৈর্য ধারণ করতে হবে। সবাইকে যেতে হবে কেউ আগে আর কেউ পরে। এরকম বেশ কিছু কথা বলে ফিসফিস করে বললেন,
> আপা একটা কথা বলি মন দিয়ে শুনেন। আপনি একা বাড়িতে থাকেন। সব সময় মন খারাপ হবে তার চাইতে ছেলের একটা বিয়ে দেন। বয়সতো কম হলো না। মেয়েতো দেখলাম আপনার ঘরেই আছে। কি সুন্দর অতিথিদের সেবাযত্ন করছে চোখ জুড়িয়ে গেলো। বউ শাশুড়ি মিলেমিশে থাকেন দুদিন পরে সদস্য বাড়বে সংসার ভরে উঠবে।
ফারজানা হক উত্তর করার অবস্থায় নেই তবে আমেনা বেগমের কথা ফেলে দিতে পারছেন না। এবার সত্যিই ছেলের একজন জীবন সঙ্গী দরকার। ছেলেটা বাবার জন্য ভেঙে পড়েছে ওকে সামলানোর জন্য হলেও দরকার। কথাগুলো ভেবে উনি দীর্ঘশ্বাস ফেললেন। আত্মীয়স্বজন সবাই চলে গেলো কিন্তু হৈমন্তীদের বাড়ির কেউ ফিরতে পারলো না। এই কঠিন সময়ে আত্মীয়দের পাশে না থাকলে আবার কেমন আত্মীয়। তাছাড়া অরিনের বেশ কাহিল অবস্থা। কেঁদেই যাচ্ছে। আরাফাত ওকে জোর করে রুমে নিয়ে গেলো। গোসল করেছে কিন্তু খাওয়া হয়নি। বাইরে হৈমন্তী আর চয়নিকা বসে আছে। হৈমন্তীর এলোমেলো চুল মুখটা মলিন হয়ে আছে মনে হচ্ছে ওর উপর দিয়ে ঝড় চলে গেছে।মনের মধ্যে কিছু একটা খেচুরি পাকিয়ে ফেলেছে।


আবির গোরস্থান থেকে ফিরে বাড়ির গেটের সামনে আসতেই দারোয়ান ওর হাতে একটা চিঠি ধরিয়ে দিলো। কিছুক্ষণ আগে পিয়ন এসে দিয়ে গেছে। চিঠি পড়ার মতো ইচ্ছে নেই ওর তবুও হাটতে হাটতে চিঠিটা খুলে চোখের সামনে তুলে ধরলো। চিঠি না কয়েক লাইনের একটা ধাঁধা নাকি কবিতা বুঝলো না। গোটা গোটা অক্ষরে লেখা,

” ছায়া শূন্য মস্তক, আর প্রেয়সী শূন্য হৃদয়।
শুকিয়ে যাবে অনুভূতি,জাগিয়ে তুলবে সহানুভূতি। এক প্রান্তে হাহাকার অন‍্য প্রান্তে উল্লাস।”

আবির বুঝতে পারলো না এটা ওকে কে পাঠিয়েছে। খামে প্রেরকের নাম ঠিকানা কিছু দেওয়া নেই। আবির হাতের মুঠোয় চিঠিটা পুরে নিয়ে হঠাৎ থেমে গেলো। আবারও কাগজটা চোখের সামনে তুলে ধরলো। কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে মুঠো শক্ত করলো। পরের আক্রমণ কার উপরে আসবে বুঝতে ওর একটুও অসুবিধা হচ্ছে না। আবির হন্তদন্ত হয়ে ভেতরে চলে আসলো। ডাইনিং রুমে হৈমন্তীর সামনে গিয়ে থামলো। গম্ভীর কন্ঠে আস্তে করে বলল,

> এখনো বসে আছো? হৈমি তুমি তো এমন ছিলে না? লজ্জা শরমের মাথা খেয়ে আমার সামনে বসে আছো। প্লিজ একটু শান্তি দাও। বাবা নেই সেই কষ্টে দম বন্ধ হয়ে আসছে। তারপর আবার তুমি চোখের সামনে ঘুরছো আমি সহ‍্য করতে পারছি না। আমাকে একটু দয়া করো প্লিজ। তোমার মুখ দেখতে চাইছি না।

আবির আর দাড়ালো না। হন্তদন্ত হয়ে উপরে গিয়ে ধপাস করে দরজা বন্ধ করে দিলো। হৈমন্তীর চোখ থেকে আপনা আপনি কয়েক ফোঁটা পানি বেয়ে পড়লো। হৈমন্তীর নিজেকে ছোট ছোট মনে হচ্ছে। সত্যিই বেহায়া হয়ে গেছে কিন্তু ওতো এমন ছিল না। এখানে থাকা যাবে না। কথাটা ভেবে মেয়েকে তুলে নিয়ে সোজা রাজীবকে বলল বাড়িতে যাবে। এখানে ভালো লাগছে না। ঘুমানোর দরকার। রাজীব কিছু বললো না। বোনকে নিয়ে বাড়িতে ফিরে আসলো সেই সঙ্গে আমেনা বেগম ও আসলো। চয়নিকা আর রনি থাকলো। রাজীব ওদেরকে বাড়িতে রেখে আবারও আসবে।
☆☆☆
এভাবেই দুদিন পার হলো। আবিরের খোঁজখবর নেই। না জান্নাতকে নিতে আসলো না ওর খোঁজ নিলো। আরাফাত অরিনের সঙ্গে আঠার মতো লেগে আছে। চয়নিকা বাড়িতে ফিরে এসেছে। মোটামুটি সব আগের মতো। তবে যার প্রিয়জন হারিয়েছে সেই বুঝবে যন্ত্রণা। হৈমন্তী কাজের ছুটি নিয়েছিল দুদিন। ছুটি শেষ মেয়েকে চয়নিকার কাছে রেখে বের হলো। সঙ্গে নিতে চেয়েছিল কিন্তু চয়নিকা দিতে চাইনি। রনির সঙ্গে জান্নাতের বেশ ভাব হয়েছে। দুটো সারা বাড়ি মাতিয়ে রাখে। তাছাড়া মেয়েটা বেশি বিরক্ত করে না। হৈমন্তী ভাবিকে ভরসা করে। তাই শান্তিতে কাজকর্ম করছে। আবিরের উপরে চাপা অভিমানটা আরও গাঢ় হয়েছে। ছেলেটার কথা ভাববেনা বলেও ভেবে ফেলছে আজকাল। মাথা ঠিক ছিল না কি বলতে কি বলছে সেটা ধরে বসে থাকলে চলবে না। আজকে বাড়িতে ফিরে ফোন করবে ভাবলো। হঠাৎ মেহুল ডাকে ওর ধ‍্যান ভাঙলো,

> হৈমন্তী তোমার সঙ্গে একটা কথা ছিল।
হৈমন্তী ফাইল চেক করছিল। ওর কথা শুনে মাথা তুলে তাঁকালো। মেয়েটার মখটা মলিন হয়ে আছে। চোখের নিচে কালো হয়ে আছে। রাতে ঘুম হয়নি বুঝতে পারলো। হৈমন্তী ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল,
> হুম আপু বলো।
> আমি আবিরকে ভালোবাসি। আবির ও আমাকে খুব ভালোবাসতো। আমাদের বিয়ের কথাবার্তা চলছিল হঠাৎ কি হলো জানিনা। ও আমার সঙ্গে প্রতারণা করেছে।

মেহুলের কথা শুনে হৈমন্তীর হাত থেকে কলমটা খপ করে ফ্লোরে পড়ে গেলো।

(চলবে)

ভুলত্রুটি মার্জনা করবেন।

#শেষ_থেকে_শুরু
কলমে: লাবণ্য ইয়াসমিন
পর্ব: ২৭

হৈমন্তী এক দৃষ্টিতে মেহুলের দিকে তাঁকিয়ে আছে। মেয়েটা আগের মতো নেই। হৈমী ওকে এভাবে ভেঙে পড়তে কখনও দেখেনি। কতগুলো বছর এক সঙ্গে আছে।তাছাড়া আবিরের কথা ওকে কেনো শোনানো হচ্ছে ও ঠিক বুঝতে পারলো না। বিষয়টা বুঝতে ওর কয়েক সেকেন্ড লাগলো। হৈমী ভ্র কুচকে বলল,

> আপু তুমি ঠিক আছো?

মেহুল চোখের পানি মুছে বলল,

> ঠিক আছি। তুমি আবিরের জীবন থেকে সরে যাও। তোমার জন্য আমি আবিরকে পাচ্ছিনা। তুমি সরে গেলেই ও আমাকে গ্রহণ করবে।

হৈমন্তী ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল,

> আমি কি মিস্টার আবিরের জীবনে ছিলাম নাকি আছি যে সরে যাবো? তাছাড়া উনার সাথে আমার কিবা সম্পর্ক যে তুমি এসব বলছো?

> শুনো হৈমন্তী তুমি নেকা সাজার চেষ্টা করবে না। আমি কি বলছি তুমি খুব ভালো করে জানো। দুদিন আগেও তোমরা এক সঙ্গে আবাসিক হোটেলে রাত কাটিয়ে এসেছো। এসব এমনি এমনি না। একটা ছেলে একটা মেয়েকে এমনি এমনি হোটেলে নিয়ে যাবে না নিশ্চয়ই?

মেহুল বেশ ঝাঝালো কন্ঠে কথাগুলো বলল।হৈমন্তী হাসি থামিয়ে ভ্রু কুচকে ফেলেছে। হোটেলের বিষয়টা ওরা তিনজন ছাড়া কেউ জানেনা। আবিরের পক্ষে বলা সম্ভব না। জাবেদ য‍দি বলতো তবে বিয়ের কথাগুলো বলে দিতো আগেই। আর থাকলো হৈমন্তী নিজে ওতো প্রায় ভূলেই গিয়েছিল সেদিনের কথা। চিন্তা হচ্ছে এতো গোপন বিষয় মেহুল কিভাবে জানতে পারে? ও সন্দেহের চোখে তাঁকিয়ে বলল,

> আবাসিক হোটেল মানে? আপু তোমার মাথা ঠিক আছে?

মেহুল ঝঙ্কার দিয়ে বলল,

> ভাজা মাছ উল্টে খেতে জানো না এমন বিহেভ করবে না। প্লিজ একটা মেয়ে হয়ে একটা মেয়ের এমন ক্ষতি করোনা। আমাদের অনেক বছরের সম্পর্ক। ওকে ছেড়ে থাকা সম্ভব না।

হৈমন্তী কিছু একটা ভেবে বলল,

> মিস্টার আবিরকে আমি বুঝিয়ে বলবো। উনি নিশ্চয়ই তোমাকে বুঝবে। তাছাড়া উনি ভালো মানুষ।

মেহুল চমকে উঠে বলল,

> না না তুমি ওকে কিছুই বলবে না। শুধু ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও। এতেই হবে। জান্নাতকে ওর ধারেকাছেও যেতে দিবে না। বাচ্চাদের প্রতি ওর একটা দুর্বলতা আছে। প্লিজ হৈমি আমাকে দয়া করো।

হৈমন্তী মলিন হাসলো। মেহুল দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যেতেই হৈমন্তী আবিরের নাম্বারে ডায়েল করলো। তৃতীয়বারের মাথায় ফোন রিসিভ হলো। হৈমন্তীকে চুপ থাকতে দেখে আবির প্রশ্ন করলো,

> ফোন করেছো কেনো!বলেছিলাম না সামনে আসবে না?

হৈমন্তী গম্ভীর কন্ঠে উত্তর দিলো,

> ভাজা মাছ উল্টে খেতে ফোন দিয়েছি। আপনার প্রেমিকা আপনার নামে উল্টাপাল্টা বকছে আমার কাছে। উনাকে থামানো আপনার দায়িত্ব। দেখুন এসব কিন্তু আমি সহ‍্য করবো না। কি ভেবেছেন একবার আপনি বিরক্ত করবেন আবার আপনার গার্লফ্রেন্ড বিরক্ত করবে। সমস্যা কি আপনাদের?

হৈমন্তীর কথা শুনে আবির ভ্রু কুচকে ফেলল। প্রেমিকা শব্দটা ওর হজম হলো না। সেই নাইন টেনের প্রেম কি আবার ফিরে আসলো? সেটা তো সিরিয়াস ছিল না। মেয়েটার চেহারা পযর্ন্ত মনে নেই। বন্ধুদের পাল্লাই পড়ে কয়েকদিন খুব উড়াউড়ি করেছিল। তারপর মেয়েটা নিজেই ওকে ছ‍্যাকা দিয়ে চলে গেলো। সেই দুঃখে কদিন সিগারেট খেয়ে কাঁটিয়ে দিয়েছিল। আবারও সেই প‍্যারা। আবির নিজেকে সামলে নিয়ে বলল,

> কোন গার্লফ্রেন্ড কিসের গার্লফ্রেন্ড?মজা করছ আমার সঙ্গে?

> মজা করার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আপনার গার্লফ্রেন্ড মেহুল আমার পেছনে গোয়েন্দা ঠিক করেছে। আবাসিক হোটেলে আমাকে নিয়ে রাত কাটিয়েছেন সেটা আবধি জানে। খুব রিকুয়েস্ট করেছে আপনাকে ছেড়ে দিতে।

> ধরেছো কবে যে ছেড়ে দিতে বলেছে? যাইহোক বিজি আছি।

আবির রেখে দিতে চাইলো কিন্তু হৈমন্তী চিৎকার দিয়ে বলল,

> থামুন থামুন আরেকটা কথা ছিল। মেহুলকে বলবেন না আমি আপনাকে বলে দিয়েছি। মেবি কেউ ওকে চাপাচাপি করেছে এসব বলতে। আপনি ওর উপরে নজর রাখেন কিছু একটা হয়েছে।

আবির কপট রাগ দেখিয়ে বলল,

> আমার গার্লফ্রেন্ড আমি বুঝবো তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। দুরে থাকো আমার থেকে মঙ্গল হবে।

আবির কথা শেষ করে ফোন রেখে দিলো। হৈমন্তীর রাগ হচ্ছে। লোকটা ওকে ইগনোর করছে কিন্তু কেনো? এলোমেলো লাগছে। মেজাজ খারাপ হচ্ছে। মেহুলের বলা একটা কথাও ওর বিশ্বাস হয়নি। কেনো হবে লোকটাকে ও বহুদিন ধরে চিনে। ভালোবাসার জন্য এমন বেপরোয়া কাউকে হতে দেখেনি। তাঁকে অবিশ্বাস করা বোকামি ছাড়া কিছুই না। হৈমন্তী ওর কাছে ধরা দেয়নি ছেলেটা খারাপ এই জন্য না। বরং নিজের ত্রুটির জন্য। কাউকে সুখী করতে হলে আগে নিজে তার উপযুক্ত হতে হয়। হৈমন্তী তো ভাঙাচুরা মনের একজন মানুষ ছিল। নিজকে দেখলেই নিজের ঘৃণা হতো। সেই সময় কিভাবে পারতো আবিরকে কাছে টেনে নিতে? আবির ভালো ছেলে ওর জন্য ভালো মেয়ে পাওয়া কঠিন কিছু না। হৈমন্তীর ধ‍্যান ভাঙলো ফোনের শব্দ শুনে। ও তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। চয়নিকা ফোন করেছে। হৈমন্তীকে বাড়িতে যেতে বলছে জান্নাত কান্নাকাটি করছে। হৈমন্তী টাইম দেখে নিলো দুপুর হয়ে গেছে। কাজ শেষ বাড়িতে যেয়ে আসুবিধা হবে না। হৈমন্তী হন্তদন্ত হয়ে ছুটলো বাড়ির পথে।

হৈমন্তী ওর বোন মাধুবির সামনে বসে আছে। বহুদিন পর সামনে থেকে দেখা।মেয়েটার চেহারা কেমন ফ‍্যাকাশে হয়ে আছে। অফিস থেকে বাড়িতে ফিরে নিজের বোনকে দেখে চমকে যায় হৈমন্তী। হৈমন্তীকে দেখে মাধুবি খুব কান্নাকাটি করছে। নিজের বোনের কঠিন সময়ে তার পাশে থাকতে না পারার কষ্ট মেয়েটাকে তিলে তিলে যন্ত্রণা দিয়েছে। ইচ্ছা করলেও পারেনি বোনকে দেখতে আসতে। স্বামী সংসার নিয়ে ওর ভরা সংসার। ওর স্বামী ইমতিয়াজ বউকে কাছছাড়া করে না। সব সময় নিজের কাছাকাছি রাখে। পুলিশ মানুষ বাইরে যেমন বাড়ির ভেতরেও তেমন কড়া। মাধুবী স্বামীর কথার বাইরে একটা কথাও বলতে পারে না। চুপচাপ সহ‍্য করে। এক বোন ডিভোর্সী সেই দুঃখে মায়ের অবস্থা খারাপ তারপর যদি ও নিজেও এমন করে তাহলে সমাজে মুখ দেখানো যাবে না। শত কষ্ট হলেও স্বামীর মন যুগিয়ে চলার চেষ্টা করে। এবছরেও আসা হতো না শুধু ছেলেটা মেডিক্যালের ভর্তি হবে বেশ কিছু টাকার দরকার। ইমতিয়াজ বলে দিয়েছে,” তোমার বাপ ভাই তো মেয়ে বিয়ে দিয়েই খালাস। শুধু খোঁজ নিলেই দায়িত্ব পালন হয়না। এবার গিয়ে বলো ছেলের জন্য কিছু দিতে। আমিতো আছি আর থাকবো যদি না দিয়েছে পরে দেখবো। শুধু এক বোনকে দেখলেই হবে নাকি?” মাধুবী লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছে। ভাইয়ের কাছে টাকা চাইতে বিবেকে বাঁধছে। কি করবে বুঝতে পারছে না। খালি হাতে ফিরে গেলে লোকটা উঠতে বসতে ওকে খোঁচা দিবে। কথার খোঁচা সহ‍্য করা বেশ কঠিন। গায়ের ব‍্যাথা বেশিদিন থাকে না। কিন্তু মনের আঘাত কখনও যায়না। হৈমন্তী বোনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বোন ওর থেকে বেশ বড়, আরাফাতের বড়। বোন আসার খুশীতে ভাইয়েরা পাগল হয়ে গেছে। আরাফাত অফিসে যায়নি। অরিনকে নিয়ে বাড়িতে ফিরছে। রাজীব বাজার করতে গেছে। চয়নিকা রান্নাঘরে ঢুকেছে। আমেনা বেগম হৈমন্তীকে শুনিয়ে শুনিয়ে মেয়ের সঙ্গে খোশমেজাজে গল্প করছে। হৈমন্তী শুধু বোনকে দেখছে। মেয়েটা হাসছে কিন্তু চোখমুখ কেমন শুকনো তাই কৌশলে ডেকে নিয়েছে। হৈমন্তী বোনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাঁকিয়ে আছে। মাধুবী ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল,

> কি দেখছো?
হৈমন্তীর সোজাসাপ্টা প্রশ্ন,

> তুমি ভালো আছো আপা? দুলাভাই তোমাকে আসতে দিলো? কি হয়েছে বলবে?

মাধবী বোনের কথায় চমকে উঠে নিজেকে সামলে নিয়ে বলল,

> কিছু হয়নি আমি ভালো আছি হৈমী। শুধু তোমার জন্য খারাপ লাগছে। মেয়েদের জীবনটাই এমন হৈমী। সবকিছু সহ‍্য করার ক্ষমতা নিয়ে জন্মাতে হয়। খারাপ লাগা বলতে কিছু থাকতে নেই।

হৈমন্তী ভ্রু কুচকে বলল,

> দুলাভাই তোমাকে এমনি এমনি পাঠিয়েছে বিশ্বাস হচ্ছে না। এতো বিপদ গেলো তোমাকে দেখিনি। আজকে হঠাৎ আসাটা আমাকে ভাবাচ্ছে। তাছাড়া দুদিন আগেও ভাইয়া দুলাভাইকে বলেছিল তখন উনি রাজি ছিলেন না। হঠাৎ একদিনে কি হলো? আপা তোমাকে দেখে আমার ঠিক লাগছে না। বলে দাও আমি না তোমার বোন?

মাধুবী কষ্টটা চেপে রাখতে পারলো না। হুহু করে বোনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। হৈমন্তী বোনের মাথায় হাত রেখে বলল,

> কেঁদো না আপা। তোমাকে কাঁদতে দেখলে আমার কষ্ট হয়। তুমি তো এমন ছিলে না আপা। তোমার হাসি দেখলে চির দুঃখীর ও হাসতে ইচ্ছা হতো।

বাধুবী নিজেকে সামলে নিয়ে চোখের পানি মুছে সবটা হৈমন্তীকে খুঁলে বলল। লোকটার সঙ্গে সংসার করাটা কেমন দিনদিন অসহ‍্য হয়ে উঠছে। খিটখিটে স্বভাবের বউ ছেলেমেয়েকে চোখে চোখে রাখে। সন্দেহ করে। পুলিশ বলে কি সবাইকে সে চোর মনে করবে? এটা কেমন কথা। হৈমন্তী বোনের হাত ধরে বলল,

> চিন্তা করোনা। টাকার ব‍্যবস্থা আমি করে ফেলবো। আমার কাছে এতগুলো টাকা আছে সেগুলো তো পড়েই আছে। আমি কাজকর্ম করছি এই দিয়ে মা মেয়ের চলে যাবে। তুমি সামান্য একটা ব‍্যাপার নিয়ে কষ্ট পাচ্ছো।

মাধুবী বোনের দিকে তাঁকিয়ে আছে। বোনটা ছোট থেকেই খুব নরম মনের ছিল। আর ও ছিল চঞ্চল। কিন্তু সব এখন বদলে গেছে। সত্যিই মেয়েদের সাবলম্বি হওয়াটা খুব জরুরি। হৈমন্তী বোনকে বুঝিয়ে বাইরে আসলো। রাজীব বাজার থেকে ফিরেছে। হৈমন্তী ভাইয়ের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করলো। রাজীব একাই টাকাটা দিতে রাজি হলো কিন্তু হৈমন্তী রাজি না।আরাফাতকেও বলা হয়েছে। শেষমেশ চার ভাইবোনে মিলে বোনকে টাকা দেবে বলে ঠিক করলো।

আমেনা বেগম এসবের কিছুই জানেনা। উনি বেশ ফুরফুরে মেজাজে আছেন। বড় মেয়েকে উনি অনেক ভালোবাসেন। বিয়ের পরে মেয়েটাকে তেমন কাছে পাননি তবে মেয়ে সুখে আছে এতেই উনি খুশী। আমেনা বেগম থালা ভর্তি ফল নিয়ে মেয়ের পাশে গিয়ে বসলেন। মাধুবী জান্নাতকে নিয়ে বসে ছিল। পুতুলের মতো মেয়েটা। দেখলেই আদর করতে মন চাই। আমেনা বেগম মেয়ের কোলে জান্নাতকে দেখে মুখটা কুচকে ফেলে বললেন,

> ওকে নিয়ে বসে থাকলে চলবে? খেয়ে নাও কিছু। তোমাকে দেখলে আমার চোখ দুটো ভরে উঠে। কতটা সুখে আছো স্বামী সংসার নিয়ে। তুমি আমার অহংকার। বোনকে দেখিয়ে দাও সংসার কাকে বলে।

মাধুবী কিছুক্ষণ মায়ের দিকে তাঁকিয়ে মলিন মুখে উত্তর দিলো,

> যেই বয়সে আমার বাবার বাড়িতে হেসে খেলে বাড়ানোর কথা সেই বয়সে দাঁতে দাঁত চেপে স্বামীর সংসার করেছি। তিলতিল করে নিজের রক্ত মাংস পানি করে ছেলেমেয়েকে মানুষ করেছি। বিনিময়ে হাসতে ভূলে গেছি। শতরাত চোখের পানিতে বালিশ ভিজিয়েছি। এটাকে যদি তুমি সুখে থাকা বলো তাহলে আমি খুব সুখী আম্মা। আমার বাল‍্যকালটা তুমি নষ্ট করেছো।তোমাকে আমি কখনও ক্ষমা করতে পারবো না আম্মা। যদি হৈমন্তীর মতো চলে আসতে পারতাম তবে হয়তো এই যন্ত্রণা থেকে মুক্তি পেতাম। মৃত্যু ছাড়া আমার তো সে পথ খোলা নেই। ছেলে মেয়ের মুখের দিকে তাঁকিয়ে হজম করতে হচ্ছে। ভালো আছি আম্মা খুব ভালো আছি তুমি সেই আনন্দে নাচতে পারো।

মাধুবী মুখটা কঠিন করে ধীর কন্ঠে কথাগুলো বলে উঠে আসলো। আমেনা বেগমের চোখেমুখে বিস্ময়। বুকের মধ্যে হুহু করে উঠলো। এতদিনের বিশ্বাস এক নিমিষেই শেষ। এতদিন ভাবতো মেয়টা বুঝি খুব সুখে আছে। ক্লান নাইন পাশ করার আগেই উনি মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দিয়েছিলেন। ছেলের বয়স একটু বেশি ছিল। ভেবেছিলেন মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে চলবে। বড়ঘর ছেলের সরকারি চাকরি আর কি চাই? টাকা থাকলে সুখ এমনিই চলে আসে। আসলেই কি অর্থসম্পদই সকল সুখের মূল?দুদিন পরে হৈমন্তীর বোন চলে গেল। টাকার পরিমাণ নেহায়েত কম ছিল না।ইনিয়ে বিনিয়ে বিশ লক্ষ টাকা। চার ভাইবোনেরা মিলেমিশে টাকাগুলো দিয়েছে তবে কারো তেমন সমস্যা হয়নি। হৈমন্তী যা রোজগার করে সেসব খরচ হয়না। এতগুলো ভাই থাকতে এইটুকু একটা বোনের খরচ চালানো বিষয় না। রাজীব একাই পারে তবুও সবাই মিলেমিশে সংসারের দায়িত্ব পালন করে।

__________________
দুদিন ধরে আবির প্রচুর ব‍্যস্ত সময় পার করছে। পুলিশ তোড়জোড় তদন্ত করছে খুনীকে ধরার জন্য। আবির আরশীকে চোখে চোখে রেখেছে কিন্তু তেমন কিছুই চোখে পড়েনি তাছাড়া ওর কল লিস্ট চেক করেছে সেখানেও কিছু নেই। সেদিন বাড়িতে কেউ আসেনি এমনকি কেউ যায়নি। বিষয়টা জটিল। আবির প্রচণ্ড টেনশনে করছে। কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। ফোন বের করে বারবার জান্নাতের ছবিটা দেখছে। সেক্রেটারি জাবেদ ওর সামনে আধা ঘন্টা ধরে চুপচাপ বসে আছে। আবির ফোন সামনে নিয়ে গম্ভীর কন্ঠে বলল,

> জাবেদ তোমার কি মনে হয় আমার চরিত্র ভীষণ খারাপ? লুচ্চা কিছিমের ছেলে আমি?

জাবেদ দাঁত দিয়ে জিব কামড়ে কানে হাত দিয়ে বলল,

> ছিঃ ছিঃ কি বলেন স‍্যার। আপনার চরিত্র ফুলের মতোই পবিত্র।

আবির সন্তুষ্ট হতে পারলো না। অফিসের বস বলে কি তাকে খুশী করতে মিথ্যা বলতে হবে নাকি। যা সত্যি তাই বলতে হবে। আবির গম্ভীর কন্ঠে বলল,

> পাম দিতে বলছি না জাবেদ। আমি সত্যিটা জানতে চাই? যার জন্য পাগলামী করলাম তাকে পেলাম না অথচ যাকে আমি কখনও কল্পণাতেও ধরিনি সে বলছে আমি তাকে ঠকিয়েছি। পাগল হয়ে যাচ্ছি।

জাবেদ কিছুই বুঝতে পারলো না। কৌতূহলী হয়ে জিঞ্জাসা করলো,

> ম‍্যাডাম কিছু বলেছে আপনাকে? অবিশ্বাস করেছেন উনি?

জাবেদ তোমার ম‍্যাডামের কথা আমি ভাবছি না। শুধু ভাবছি আমার নামে শুধু শুধু একজন মিথ্যা কেনো বলবে?কারণ আছে নিশ্চয়ই। তুমি কারণ খুজে বের করো। যাও লোক লাগাও আজকের মধ্যেই আমি ওকে চাই।

জাবেদ বিস্তারিত জেনে উঠে আসলো। আবির মেহুলের ফোনে কল দিতে গিয়েও থেমে গেলো। রুচিতে বাধছে। মেয়েটা মিথ্যাচার করেছে। ওকে ক্ষমা করা যায়না। বাবা নেই চার‍দিক থেকে বিপদ ওকে ঝাপটে ধরেছে। অসহায় লাগছে।

☆☆☆
অফিস থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে হৈমন্তীর। মেহুলের সঙ্গে আবিরের বিষয়ে আর কোনো কথাবার্তা হয়নি। হৈমন্তী দ্রুত ব‍্যাগ নিয়ে গাড়িতে গিয়ে বসলো। কিন্তু ড্রাইভার নেই। হৈমন্তী ড্রাইভারকে ফোন দিলো বন্ধ বলছে। ভাবলো বেরিয়ে আসবে কিন্তু হলো না হঠাৎ একজন লোক গাড়ির দরজা খুঁলে ভেতরে গিয়ে বসে পড়লো। হৈমন্তী প্রশ্ন করার আগেই সামনে থেকে ওর দিকে কিছু একটা ছুড়ে দেওয়া হলো। মিষ্টি পারফিউমের গন্ধ। হৈমন্তীর নাকে গন্ধটা প্রেবেশ করার সঙ্গে সঙ্গেই ও অচেতন হয়ে ঢোলে পড়লো। বাঁধাহীনভাবে গাড়িটা চলছে। একজন পরম তৃপ্তিতে হৈমন্তীর মুখের দিকে তাঁকিয়ে আছে। মনে হচ্ছে কতকাল পরে দেখা। এ দেখার শেষ হবে না। হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে সুপ্ত অনুভূতি শিরশির করছে। এতো মায়া এই মুখে আগে কেনো উপলব্দি হয়নি আফসোস হচ্ছে। জীবন কত বিচিত্র। যাকে একদিন অনাদর করে বাতিলের খাতায় আবদ্ধ করা হয় সময়ের ব‍্যবধানে পরে সেই খাতায় আবার চিরুনি অভিযান করে খোঁজা হয়। সব কিছু শুধু সময়ের ব‍্যবধান নাকি প্রয়োজন? ভালোবাসার আরেক নাম হয়তো প্রয়োজন। হৈমীকে লোকটার এখন বড্ড বেশি প্রয়োজন। লোকটা নিজের শক্ত হাতের আঙুল দিয়ে হৈমীর কপালে থাকা হিজাবটার কিছু অংশ মুখ থেকে সরিয়ে দিলো। চুলগুলো হিজাবের ভেতরে থেকে উঁকিঝুকি কাঁটছে। শীতল বাতাসে প্রাণ ঠাণ্ডা হবার জোগাড়।

(চলবে)

ভুলত্রুটি মার্জনা করবেন।