অরুণিকা পর্ব-৪৫+৪৬+৪৭

0
1236

#অরুণিকা
#লেখিকা_সামিয়া_বিনতে_হামিদ
||পর্ব-৪৫||

৭৬.
ইভান একটা বেঞ্চে বসে ফোন দেখছিল। হঠাৎ কোথা থেকে পানির ছিটকে তার গায়ে এসে পড়লো। সে তাড়াতাড়ি বেঞ্চ থেকে উঠে পেছন ফিরে দেখলো একটা মেয়ে তার হাতে থাকা বোতলটা খুলতে গিয়েই অর্ধেক পানি বের করে ফেলেছে, যার ছিঁটেফোঁটা ইভানের গায়ে এসে পড়েছে। মেয়েটা এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না।
এদিকে ইভানের মেজাজ খারাপ হয়ে গেলো। সে কিছুটা বিরক্ত হয়ে বলল,
“এতো জায়গা থাকতে, আমার মাথার কাছে এসেই আপনার বোতলটা খুলতে হলো?”

মেয়েটা এমন কথা শুনে ভড়কে গেলো। দাঁতে দাঁত চেপে বললো,
“ও লিসেন, আমি ইচ্ছে করে করি নি। এটা জাস্ট একটা এক্সিডেন্ট ছিল।”

ইভান ভ্রূ কুঁচকে বললো,
“দেখুন, সুন্দর করে কথা বলবেন। আমি এখানে ঝগড়া কর‍তে বসি নি।”

“আহ! আচ্ছা। তাহলে আমি কি অসুন্দর করে কথা বলছি? আর আপনার কি মনে হয় আপনার সাথে ঝগড়া করার জন্য আমি এখানে এসেছি?”

“দেখুন আপনার সম্বোধনটা আমার পছন্দ হয় নি।”

“ওহ আচ্ছা। তাহলে আপনাকে কি মাননীয়, জনাব বা স্যার সম্বোধন করে কথা বলতে হবে?”

“আপনি এভাবে আঙ্গুল দেখিয়ে দেখিয়ে কথা বলছেন কেন?”

“আমার ইচ্ছে।”

ইভান আর কিছুই বলল না। সে আবার বেঞ্চে বসে পড়লো। এদিকে সানায়া আপনমনে বিড়বিড় করে যাচ্ছে। তার বাবার পাঠানো বডিগার্ডগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য সে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কে এসে বসেছে। সে ভেবেছে বডিগার্ডগুলো তাকে না পেয়ে চলে গেলে, সে মেলায় যাবে। অনেকক্ষণ বসে থাকায় পানির তৃষ্ণা পেয়েছিল। তাই একটা পানির বোতল কিনে সেটা খুলতে গিয়েই এই অঘটন ঘটলো। ইভানকে চুপ করে থাকতে দেখে সানায়া তার পাশে বসে পড়লো। আর গটগট করে পানি খেতে লাগল। ইভান এক নজর তার দিকে তাকালো।

সানায়া পানি খেয়ে ইভানের দিকে তাকালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল,
“সরি। আসলে কিছু বদমাশ লোক আমার পিছনে পড়েছিল। ওদের থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি এই পার্কে এসেছি। কারণ জায়গাটা নিরাপদ মনে হয়েছে। এখানে অনেক মানুষও আছে। আর এসব ঝামেলার কারণে মাথা ঠিক ছিল না। তাই আপনাকে হয়তো উল্টোপাল্টা বলে ফেলেছি। সরি।”

ইভান কোনো উত্তর দিলো না। সানায়া ভ্রূ কুঁচকে কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে থাকার পর বলল,
“আপনি মনে হয় শুনতে পান নি। আমি আপনাকে সরি বললাম।”

ইভান চোখ ছোট করে সানায়ার দিকে তাকালো। সানায়াও প্রতুত্তরে চোখ ছোট করে তাকালো। এবার ইভান অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলো। সানায়াও অন্যদিকে মুখ ঘুরিয়ে মিনমিনিয়ে বলল,
“ইগোয়িস্টিক ম্যান।”

ইভান সানায়ার দিকে তাকিয়ে বলল, “সরি?”

সানায়া উঠতে যাবে তখনই দু’জন বডিগার্ড তার সামনে চলে এলো। ইভান তাদের দেখে বেঞ্চ ছেড়ে উঠে অন্যদিকে যাবে তখনই সানায়া ইভানের পাশে দাঁড়িয়ে বলল,
“তোমরা যাও, আমি আমার বন্ধুর সাথে আছি।”

ইভান ভ্রূ কুঁচকে সানায়ার দিকে তাকালো। বডিগার্ড দু’জন এখনো দাঁড়িয়ে আছে। সানায়া চেঁচিয়ে বলল,
“আমাকে কি এখন প্রাইভেসিও দেবে না?”

তারা দু’জনই চুপচাপ সরে গেলো। ইভান বুকে হাত গুঁজে বলল,
“আমি আপনার বন্ধু না।”

সানায়া মুখ বাঁকিয়ে বলল,
“আপনার মতো ইগোয়িস্টিক লোক এমনিতেই আমার বন্ধু হওয়ার যোগ্য না।”

ইভান কোনো উত্তর না দিয়েই চলে গেলো৷ ইভান চলে যেতেই সানায়া বিড়বিড় করে বলল,
“মির্জাদের সাথে থাকতে থাকতে আমি সত্যিই রুড হয়ে যাচ্ছি। শুধু শুধু লোকটার সাথে মেজাজ দেখালাম। দোষটা তো আমারই ছিল।”

এদিকে উপমা নিচের দিকে তাকিয়ে আছে। সে কি বলবে বুঝতে পারছে না। তূর্য টেবিলে হাত রাখতেই সে এক নজর তূর্যের দিকে তাকালো। তূর্য বলল,
“ফোনে তো অনেক কথা বলো। আর এখন চুপ করে আছো!”

উপমা লাজুক হেসে বলল,
“আমার খুব নার্ভাস লাগছে।”

তূর্য খাবার অর্ডার দেওয়ার জন্য মেন্যু এগিয়ে দিলো। উপমা মেন্যু দেখে মনে মনে ভাবলো,
“আমি ওর সামনে কিভাবে খাবো? কিছু খেলেই মুখটা হাঁ করতে হবে, লিপস্টিক নষ্ট হয়ে যাবে। আমি ভালোভাবে খেতেই পারবো না।”

তূর্য টেবিলে ঠোকা দিয়ে বলল, “কি ভাবছো?”

উপমা হেসে বলল,।”কিছু না।”

“কি খাবে, বলো?”

“কোল্ড ড্রিংক্স।”

“শুধু কোল্ড ড্রিংক্স? অন্য কিছু অর্ডার করো।”

“না, আমার ক্ষিধে নেই।”

তূর্য বুঝতে পেরে মুচকি হাসলো। বলল,
“আমাকে সেলেব্রিটি মনে করলে কিছু খেতে পারবে না। আমাকে বন্ধু মনে করো।”

উপমা তূর্যের কথা শুনে আরো লজ্জা পেলো। তূর্য আবার বলল,
“আমার টুইংকেল একদম তোমার মতো। কোথাও গেলে খেতে চায় না। ওর লিপস্টিক নষ্ট হয়ে যাবে তাই।”

উপমা ভ্রূ কুঁচকে বললো, “আপনার টুইংকেল!”

“হ্যাঁ, আমার টুইংকেল।”

“ওই বাচ্চাটা?”

“হ্যাঁ, বাচ্চা না। এখন বড় হয়ে যাচ্ছে।”

“ও কি আপনার সাথেই থাকে।”

“হ্যাঁ।”

“কিন্তু আপনি তো বললেন, ও আপনার বন্ধুর কাজিন।”

“হ্যাঁ, আমরা একসাথেই থাকি।”

“আমি আসলে বুঝতে পারছি না। কেন একসাথে থাকেন? আই মিন, আপনি আপনার পরিবারের সাথে থাকেন না?”

তূর্য দীর্ঘশ্বাস ফেলে বলল,
“আমার বাবা-মা নেই। কেউই নেই। আমার বন্ধুরাই আমার পরিবার। আর অরুণিকা, আমার টুইংকেল, আমার মানসিক শক্তি। ওকে একদিন না দেখলে আমার খুব অস্বস্তি লাগে। বাংলাদেশে আসার পর থেকে ওর সাথে অনেক বার ভিডিও কলে কথা বলেছি। তবুও ভালো লাগছে না।”

উপমা কিছুটা দমে গেলো। ক্ষীণ কন্ঠে বললো,
“ওর বয়স কতো?”

“হবে তোরো-চৌদ্দ।”

“অনেক বড় হয়ে গেছে।”

“হ্যাঁ।”

উপমা তার একটা হাত দিয়ে অন্য হাত চেপে ধরে রাখলো। তূর্যের অরুণিকার প্রতি ভালোবাসা দেখে তার নিজেকে নিয়েই সন্দেহ হচ্ছে। সে ভাবছে, তূর্য কি তাকে সত্যিই পছন্দ করে? ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছে। উপমা নিজের মনকে শক্ত করে তূর্যকে বলল,
“আমি একটা কথা বলতে চাই।”

“হ্যাঁ, বলো। তোমার সাথে কথা বলতেই তো এসেছি।”

উপমা অনেক ইতস্তত ভাব নিয়ে বলল,
“আমার আপনাকে ভালো লাগে।”

তূর্য হেসে বলল, “হ্যাঁ, বুঝতে পেরেছি।”

“না, ওরকম না।”

উপমা আমতা আমতা করছে দেখে তূর্য বলল,
“রিল্যাক্স। কি হয়েছে?”

“আমি আসলে আপনাকে পছন্দ করি। পছন্দ না, ভালোবাসি। ভক্ত হিসেবে না, সত্যি সত্যি।”

তূর্য আশেপাশে তাকিয়ে বলল,
“আচ্ছা, আমি পাস্তা অর্ডার করছি। তোমার ভালো লাগবে। শুনেছি এখানের পাস্তাটা অনেক মজার।”

তূর্যকে প্রসঙ্গ পালটাতে দেখে উপমা অনেক লজ্জা পেলো। সে আর কিছু বলল না। তূর্য তার ভার্সিটি, ক্লাস, আর পরিবার নিয়ে টুকটাক প্রশ্ন করলো। আর উপমা শুধু হু, হ্যাঁ করে উত্তর দিলো। সে একবারো চোখ তুলে তূর্যের দিকে তাকালো না। রেস্টুরেন্ট থেকে বের হতেই তূর্য বলল,
“মেলায় যাবে?”

উপমা ব্যস্ত কন্ঠে বলল,
“না না, বাসায় যাবো। আর আপনাকে থ্যাংক ইউ বলার ছিল। আমার কথায় দেখা করতে এসেছেন তাই।”

তূর্য মুচকি হাসলো। উপমা বলল,
“আমার কথায় কিছু মনে করবেন না। আমি এমনিতেই বেশি কথা বলি।”

তূর্য এবারও কিছু বলল না। শুধু একটা মুচকি হাসি দিলো। উপমা সামনে পা বাড়িয়ে একটা রিক্সায় উঠে পড়ল। তারপর তূর্যের দিকে একনজর তাকিয়ে রিকশার হুডি তুলে দিল। পুরো রাস্তায় সে নিরবে কেঁদেছে। বারবার তূর্যের প্রসঙ্গ পালটে দেওয়াটাই তার মনে পড়ছে। তাহলে কি তূর্য তাকে ভালোবাসে না? বাসায় এসে সে ধপ করে বিছানায় শুয়ে পড়লো। টেবিলে থাকা ফ্রেমে বাঁধানো তূর্যের সেই হাতের ছবিটা সামনে এনে বলল,
“সবাই ঠিকই বলেছে। স্টার তো স্টারই৷ আর আমি তো সাধারণ একটা মেয়ে। আমিই শুধু শুধু মিথ্যে স্বপ্ন দেখেছি।”

এরপর টানা অনেকদিন তূর্য ইন্সটাগ্রামে আসে নি। উপমা সারারাত কেঁদেকেটে বালিশ ভিজিয়ে যাচ্ছে।

আসলে মেয়েরা প্রচন্ড আবেগী হয়। তারা অসম্ভব বস্তুকেই নিজের খুব প্রিয় করে তোলে, আর সেটি নিয়েই স্বপ্ন দেখা শুরু করে। আর স্বপ্ন পূরণ না হলে অকারণেই অশ্রু বিসর্জন করে।

চলবে-

#অরুণিকা
#লেখিকা_সামিয়া_বিনতে_হামিদ
||পর্ব-৪৬||

৭৭.
কবরস্থান থেকে বের হয়ে সায়ন্তনীর মায়ের সাথে দেখা করার জন্য পুরোনো মহল্লার দিকে হাঁটা শুরু করল আরাফ। হাঁটার পথে রাস্তায় এক জোড়া প্রেমিক-প্রেমিকার দিকে তার চোখ পড়ল। ছেলেটা মেয়েটার হাত ধরে তাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। আরাফ একনজর তার খালি হাতের দিকে তাকালো। তারও ইচ্ছে করে কারো হাত শক্ত করে ধরতে, কিন্তু তার ভাগ্যটা এতোই খারাপ যে সে কারো হাতই শক্ত করে ধরতে পারে না। যাকেই সে ভালোবাসতে চায়, সেই অনেকদূরে হারিয়ে যায়৷
আরাফ মহল্লায় ঢুকতেই ডুমুরের সাথে দেখা হয়ে গেলো। ডুমুর তাকে দেখেই দৌঁড়ে ঘরে ঢুকে তার মাকে আরাফের আসার খবর জানালো। সুরাইয়া ঘর থেকে বেরিয়ে আরাফকে বললেন,
“কেমন আছো, আরাফ?”

আরাফ বলল,
“আসসালামু আলাইকুম চাচি। ভালো আছি। আপনি কেমন আছেন?”

“ওয়ালাইকুম আসসালাম। আমি আর কেমন থাকবো? আগের মতোই। বাবুন সোনা আসে নি?”

“না, ও স্কুলে গেছে। আমি সায়ান আর আন্টির সাথে দেখা করতে এসেছিলাম।”

“ওহ। আচ্ছা, যাও যাও। ওরা ঘরেই আছে।”

সুরাইয়া আরো কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু সালেহ আলীকে দেখে আর বলতে পারলেন না। এদিকে আরাফ সায়ন্তনীর মায়ের সাথে দেখা করে বেরিয়ে আসার সময় সায়ান বলল,
“ভাইজান, একটা কথা বলার ছিল!”

“হ্যাঁ বলো।”

“অরুণিকাকে নিয়ে।”

আরাফ কিছুটা অবাক হলো। সে সায়ানকে একপাশে বসিয়ে বলল,
“অরুকে নিয়ে কি কথা! কিছু কি হয়েছে?”

“হ্যাঁ, পাশের বাসার আন্টির ছেলে বাঁধন, ও স্কুলে গিয়ে অরুণিকাকে বিরক্ত করে। আগের স্কুলে তো করতোই। এখন নতুন স্কুলে যাওয়ার পর থেকে আরো বেশি করে করছে।”

“বাঁধন তো ওই স্কুলে পড়ে না। আর অরু তো আমাদের এই ব্যাপারে কিছুই বলে নি।”

“হ্যাঁ পড়ে না। কিন্তু স্কুলের বাইরেই দাঁড়িয়ে থাকে। ভাইজান, আগের স্কুলে তো আমিও ছিলাম। তাই ওখানে আমি অনেকবার দেখেছিলাম। আর নতুন স্কুলে বাঁধনের অনেক বন্ধু আছে। ওরা ওদের বাড়িতে একবার বেড়াতে এসেছিল, তখনই আমি ওদের দেখেছিলাম। আর ওদিন ওর নতুন স্কুলের সামনে দিয়েই যাচ্ছিলাম, তখন দেখলাম ওকে বাঁধন আর ওর বন্ধুরা বিরক্ত করছে।”

আরাফ গম্ভীরমুখে বলল, “আচ্ছা, ঠিক আছে।”

“ভাইজান, কিছু মনে করবেন না। ও আসলে অনেক সুন্দর একটা মেয়ে। আমাদের ক্লাসের অনেক ছেলেই ওকে পছন্দ করে। আমার পাশে বসে ছেলেটাও ওর ক্লাসের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো।”

আরাফ চুপ করে রইল। সায়ান আবার বলল,
“আমার মনে হয়, অরুণিকাও ওদের মধ্যে কাউকে পছন্দ করে।”

আরাফ একটু রাগী কন্ঠে বললো,
“কি বলছো এসব? ও এখনো ছোট!”

“জানি ভাইজান। ও তো আমার বোনের মতো। ও যখন ছেলেগুলোর সাথে কথা বলে, তখন আমার ভালো লাগে না। আমি ওকে বারণ করলে, সবার সামনে আমাকে বকাবকি করে।”

আরাফ আর কিছু না বলে উঠে দাঁড়ালো। এরপর সে মহল্লা থেকে বের হওয়ার সময় বাঁধনকে দেখলো। বাঁধন রাস্তার বখাটে ছেলেদের সাথে একপাশে দাঁড়িয়ে আছে। আরাফকে দেখেই সে সালাম দিয়ে বলল,
“কেমন আছেন, ভাইয়া?”

আরাফ সালামের উত্তর দিয়ে চলে গেলো। বাঁধন তার বন্ধুদের উদ্দেশ্য করে বলল,
“যেমন বোন, তেমনই তার ভাই। বড় ঘরের ছেলে-মেয়ে, তাই কথাও বলে মেপে মেপে। বাবার কাছে শুনেছি, এদের দেশে, এরা নাকি কোটি টাকার মালিক। অনেক বড় ব্যবসায়ীর ছেলে।”

“ভাই, তুই এই মেয়েকে পটাতে পারলে তো সেই টাকার মালিক হয়ে যাবি!”

“ধুর, কি যে বলিস। এই মেয়েকে বিয়ে করলে মরতে হবে। এদের সাথে আত্মীয়তা মানেই মরণের খাতায় নাম লেখা। এদের শত্রুর অভাব নেই।”

“তো তুই ওর পেছনে পড়ে আছিস কেন?”

“সময় পার করা আর কি!”

এদিকে আরাফ বাসায় এসে চুপচাপ বসে রইলো। আহনাফ আর তাহমিদ তাকে এভাবে বসে থাকতে দেখে কি হয়েছে জিজ্ঞেস করলো। আরাফ কোনো উত্তর দিলো না। দুপুরে ইমন অরুণিকাকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরলো। অরুণিকাকে দেখেই আরাফ জোর গলায় বলল,
“ব্যাগ রেখে আমার সামনে এসে বসো।”

আরাফকে থমথমে গলায় কথা বলতে দেখে অরুণিকাও ভয় পেয়ে গেলো। অরুণিকা কোনো কথা না বলে চুপচাপ আরাফের সামনে বসে পড়লো। আরাফ সায়ানের বলা সব কথা অরুণিকাকে বলল। অরুণিকা মাথা নিচু করে বলল,
“আরাফ, সায়ান সব সত্য কথা বলে নি। ও তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে। হ্যাঁ বাঁধন আমাকে বিরক্ত করে। ওর বন্ধুরাও করে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। কিন্তু আমার একটা ফ্রেন্ড আছে, উষ্মা, ও বলেছে সব কথা তোমাদের না জানাতে। ওর তো মা আছে, আমার তো মা নেই, বোনও নেই। ছেলেদের নাকি সব কথা বলা ভালো না। অনেক ঝামেলা হয়। আর তোমাকে বললে, তুমি বাঁধনকে মারতে না, বলো? মারলে তো ও আমাকে আরো বিরক্ত করবে। তখন আমার ওর সামনে যেতে আরো ভয় লাগবে। ও যদি কিছু করে ফেলে? আর উষ্মাই আমাকে বলেছে চুপ করে থাকতে। একদিন পাত্তা না পেয়ে ওরাই শান্ত হয়ে যাবে। আর আমার কাউকেই ভালো লাগে না। প্রমিজ করে বলছি। হ্যাঁ, অনেকে আমার সাথে কথা বলতে আসে। আর আমি তখন মুখের উপর কিভাবে সরে আসবো বলো? আর জানো, ক্লাসে যেই মেয়েদের সাথে বেশি বেশি ছেলে কথা বলতে আসে, সেই মেয়েকেই সবাই পাত্তা দেয়।”

ইমন অরুণিকার শেষ কথা শুনে হাসতে হাসতে বলল,
“আমিও এটাই ভাবতাম।”

আরাফ চোখ গরম করে তাকাতেই ইমন হাসি আটকে ফেললো। এদিকে আহনাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকিয়ে আছে। সে বিড়বিড় করে বলল,
“আমি ওই বাঁধনের হাড্ডি গুঁড়ো করে দেবো।”

অরুণিকা আরাফের কাছে এসে বলল,
“প্লিজ, তুমি রাগ করো না, আরাফ।”

আরাফ শান্ত কন্ঠে বললো,
“তোমার আর উষ্মার বয়স আমাদের চেয়ে কম। ওর চেয়ে আমরা বেশি বুঝবো। আমরা কি করবো, না করবো এটা আমাদের ব্যাপার। কিন্তু তুমি এই কথাগুলো আমাদের সাথে শেয়ার না করে ভুল করেছিলে। এখন থেকে আমাকে সব কথা বলবে। আমাকে না বললে তূর্যকেও বলতে পারো।”

আহনাফ বলল,
“তূর্যকে বলতে হবে কেন? আমাকেও তো বলতে পারো।”

অরুণিকা মুখ বাঁকিয়ে বলল,
“আমি তোমাকে কিছুই বলবো না।”

আহনাফ অবাক হয়ে বলল, “কেন?”

অরুণিকা কিছু না বলায় আহনাফ রাগী কন্ঠে বললো,
“এই তুমি আমার সাথে বেয়াদবি করো কেন? সবসময় আমার সাথে বাঁকা বাঁকা কথা বলো।”

“কারণ তুমিই আমার সাথে বাঁকা বাঁকা কথা বলো। আমাকে সবসময় বকা দাও।”

“বাসায় কি শুধু আমিই তোমাকে বকা দেই?”

“হ্যাঁ, তুমিই দাও।”

“ইভান আর আরাফের গুলো কি বকা লাগে না?”

“আরাফ বকা দিতে পারবে। তুমি পারবে না। আর ইভানের সাথে আমি কথায় বলি না। ও নিজেও আমার সাথে কথা বলে না। আমাকে বিরক্তও করে না। কিন্তু তুমি সবসময় আমাকে বিরক্ত করো।”

“অদ্ভুত মেয়ে তো! আমি তোমাকে কখন বিরক্ত করেছি? তুমিই আমার কথা শুনো না। ইভান তো একবার কিছু বললেই তুমি সোজা হয়ে যাও।”

“কারণ আমি তোমাকে ভয় পাই না। ইভানকে ভয় পাই।”

আহনাফ বসা থেকে উঠে অরুণিকার কাছে আসতে যাবে তখনই ইমন তার সামনে এসে দাঁড়িয়ে বলল,
“ভাই, আর ঝগড়া করিস না।”

আহনাফ ক্ষুব্ধ কন্ঠে বললো,
“ও আমার সাথে এমন কেন করবে?”

অরুণিকা দৌঁড়ে নিজের ঘরে চলে গেলো। তাহমিদ বলল,
“তুই ওকে একদমই বকা দিস না। দেখ, একজনকে এতো মানুষ শাসন করা ভালো না। আরাফ আর ইভান যেহেতু শাসন করছে, সেহেতু আমাদের চুপ থাকা উচিত। তুইও এর মধ্যে কথা বললে, ও আরো রেগে যাবে।”

“তূর্যের সাথে কি রাগারাগি হয় না?”

“খুব কম। আর তূর্য তোর মতো চেঁচামেচি করে না।”

আহনাফ আর কিছু না বলে নিজের রুমে চলে গেলো। সে পুরো দিন রুমে বসে ভাবলো, কিভাবে সে অরুণিকাকে সন্তুষ্ট করতে পারবে। শেষমেশ তার মাথায় একটা বুদ্ধি এলো। পরের দিন আহনাফ তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য অরুণিকার রুমে এসে তার পাশে বসে বলল,
“কি করছো?”

অরুণিকা মাথা ঘুরিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল,
“দেখছো না? হোমওয়ার্ক করছি।”

আহনাফ মুচকি হেসে বললো,
“ঘুরতে যাবে?”

অরুণিকা অবাক হয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ বলল,
“চলো, আজ তোমাকে বাইকে করে ঘুরাবো।”

অরুণিকা বসা থেকে উঠে আহনাফের কাছে এসে বলল,
“তুমি সত্যি আমাকে বাইরে নিয়ে যাবে?”

“হ্যাঁ। এখন যাবে?”

অরুণিকা এক গাল হেসে বলল, “হ্যাঁ, যাবো।”

আহনাফ রুম থেকে একটা প্যাকেট এনে সেটা অরুণিকার হাতে দিয়ে বলল,
“এটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমি নিচে দাঁড়াচ্ছি।”

আহনাফ চলে যেতেই অরুণিকা প্যাকেট খুলে দেখলো নীল রঙের শর্ট টপস আর হোয়াইট জিন্স। অরুণিকা তাড়াতাড়ি সেটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একনজর দেখে রুম থেকে বের হলো। আরাফ অরুণিকার সাথে নিচে নামলো। আহনাফ অরুণিকাকে দেখে বলল,
“অনেক সুন্দর লাগছে তোমাকে।”

আরাফ বলল,
“হ্যাঁ, তাই বলছি একটু এদিক-ওদিক লক্ষ্য করে বাইক চালাইস।”

আহনাফ ভ্রূ কুঁচকে আরাফের দিকে তাকালো। এবার আহনাফ বাইকে উঠে বসলো। অরুণিকাও তাকে শক্ত করে ধরে বসলো।

আহনাফ বাইকে চাবি ঘুরিয়ে আরাফকে বলল,
“যাচ্ছি। বাই।”

অরুণিকাও হাতের ইশারায় আরাফকে বিদায় দিলো। এবার অরুণিকা বলল,
“আহনাফ, তুমিও ব্লু শার্ট পরেছো?”

আহনাফ হেসে বলল,
“হ্যাঁ, কেন, ভালো লাগছে না?”

“হুম, ম্যাচিং ম্যাচিং। বাহ!”

আহনাফ হাসলো। অরুণিকা আবার বলল,
“তোমার আজকে মন ভালো নাকি!”

“হ্যাঁ, আমার মন সবসময় ভালো থাকে। শুধু তুমিই বুঝো না।”

“আচ্ছা! তবে আজকে তোমার মন ভালো আছে, সেটা বোঝাই যাচ্ছে। তাই তো বিনা মূল্যে ভ্রমণ করাচ্ছো।”

আহনাফ সাথে সাথেই ব্রেক করে বলল,
“আমি কখনো টাকা নিয়ে তোমাকে বাইকে উঠিয়েছি?”

“না, কিন্তু উঠানোর সময় তো বাইকটা একশোবার ধরে বলেছো, যাতে বেশি নড়াচড়া করে তোমার বাইকের কোনো ক্ষতি না করি। নখ দিয়ে সীটে কোনো আঁচড় না দেই। আজ তো এমন জ্ঞান দিচ্ছো না, তাই বললাম।”

আহনাফ পেছন ফিরে অরুণিকার নখ দেখে বলল,
“থাক, নখ কাঁটা আছে, সমস্যা নেই। এখন চুপচাপ বসে থাকো।”

আহনাফ আবার বাইক চালু করলো। এবার অরুণিকা বলল,
“আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়?”

“চুপচাপ বসে থাকো। গেলেই দেখতে পারবে।”

আহনাফ অরুণিকাকে বিড়লা প্ল্যানেটেরিয়ামে নিয়ে গেলো। তারপর দু’জনই গ্যালারিতে বসে তারা মন্ডল দেখতে লাগলো। অরুণিকার মহাকাশ নিয়ে জানার অনেক ইচ্ছে ছিল। মাঝে মাঝেই সে বিজ্ঞান পড়তে বসলে এসব নিয়ে অনেক প্রশ্ন করে। তাই আহনাফ তাকে এখানে নিয়ে এসেছে। অরুণিকা পুরো সময়টা আহনাফের হাত ধরে বসে ছিল। সেখান থেকে বের হওয়ার পর অরুণিকার চোখেমুখে আনন্দ খেলা করছে। সে আহনাফের হাত ধরে বলল,
“তুমি জানো, আমার কত্তো ভালো লেগেছে? মহাকাশ এতো সুন্দর হয়?”

আহনাফ হাঁটু গেড়ে বসে বলল,
“হুম, চলো, তোমাকে আরেক জায়গায় নিয়ে যাবো।”

সে এবার অরুণিকাকে নিয়ে নিকো পার্কে গেলো। সেখানে তারা অনেকগুলো রাইডে চড়লো। এরপর আহনাফ একটা হাওয়াই মিঠাই অরুণিকার দিকে এগিয়ে দিলো। অরুণিকা মনোযোগ দিয়ে সেই হাওয়াই মিঠাই খাচ্ছে। এদিকে আহনাফ অরুণিকার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল,
“ক্লাসে কোনো ছেলে তোমাকে কিছু বললে, আমাকে বলবে কিন্তু।”

অরুণিকা খাওয়া বাদ দিয়ে আহনাফের দিকে তাকিয়ে বলল,
“ওহ আচ্ছা। তাহলে এতো ঘুরাঘুরি এই জন্য করিয়েছ, যাতে তোমাকে সব বলি?”

“কেন, আমাকে বললে কি সমস্যা?”

“তুমি অনেক মারপিট করো৷ যদি কাউকে মেরে চলে আসো?”

“আসলে আসবো।”

“জ্বি না। আমার রেপুটেশন নষ্ট হয়ে যাবে।”

আহনাফ হাসতে হাসতে বলল,
“বাহ, এতোটুকু মেয়ের রেপুটেশন নষ্ট হয়ে যাবে!”

“হুম, এখন বাসায় চলো।”

“আরেকটু বসি।”

“না, আমাকে মশা কামড়াচ্ছে।”

অরুণিকার জোরাজোরিতে আহনাফ বাধ্য হয়ে উঠল। এদিকে শতাব্দী আজ বাবার বাড়ি এসেছে। শতাব্দীকে দেখতে মহল্লার সব মেয়ে মানুষ ভীড় করেছে। মিতু বালা মেয়েকে সাজিয়ে ঘরে বসিয়ে রেখেছেন৷ কিন্তু শতাব্দীর কিছুই ভালো লাগছে না। শ্রীজা বোনের পাশে বসে বলল,
“তোমাকে এতো অস্থির লাগছে কেন, দিদি? আসার পর থেকেই দেখছি, কেমন ছটফট করছো!”

“কিছু না।”

“বলো না, দিদি। কি হয়েছে?”

“আচ্ছা, তুই আমাকে বাসা থেকে বের করতে পারবি?”

“মানে? কেন?”

“তাহমিদের সাথে দেখা করতে যাবো। ওকে ফোন দিচ্ছি, কিন্তু ফোন বন্ধ।”

“দিদি, বাসায় কেউ জানলে?”

“জানবে না। বেশিক্ষণের জন্য যাবো না।”

শ্রীজা কিছু একটা ভেবে বলল,
“আচ্ছা, দাঁড়াও, আমি দেখছি।”

শ্রীজা রান্নাঘরে এসে দেখলো মা রান্নায় ব্যস্ত। সে নিচে নেমে ডুমুরকে বলতেই ডুমুর একটা বুদ্ধি দিলো। শ্রীজা শতাব্দীর কাছে এসে বলল,
“দিদি, ডুমুর তোমাকে নিয়ে যাবে। খালা বাসায় নেই৷ আমি মাকে বলবো, তুমি ডুমুর আপুর বাসায় গেছো।”

কিছুক্ষণ পর ডুমুর তাদের বাসায় এসে তাকে নিয়ে গেলো। শতাব্দী মাথায় বড় একটা উড়না ঝাঁপিয়ে মহল্লার সামনে থেকে একটা রিকশা নিয়ে তাহমিদদের বাসায় গেলো। গিয়ে দেখলো, ঘরে তালা দেওয়া। দারোয়ানকে জিজ্ঞেস করতেই বলল, তারা দু’দিন আগেই বাসা পরিবর্তন করে ফেলেছে। কোথায় গিয়েছে সেটা জানে না। শতাব্দী উপায় না দেখে তাহমিদের পুরোনো রেস্টুরেন্টে গেলো। তবে এবার ভাগ্য তাকে ফিরিয়ে দেয় নি৷ রেস্টুরেন্টের সামনে গিয়েই সে তাহমিদকে দেখতে পেলো। কিন্তু কোনোভাবেই আর কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। কিছুক্ষণ সে দূর থেকেই তাহমিদকে দেখে চলে এলো। বাসায় এসে সোজা রুমে ঢুকে অনেকক্ষণ কাঁদলো। সে এই মুহূর্তে দো’টানার মধ্য দিয়ে আছে!

বিরাজ বিয়ের এক সপ্তাহ পর ক্যাম্পে চলে গেছে। শ্বশুড় বাড়ির কেউই তার সাথে ভালোভাবে কথা বলে না। সারাদিন একটা রুমে বসেই তার সময় কাটে৷ আর এই একাকীত্বটা তাকে কোনোভাবেই তাহমিদকে ভুলতে দিচ্ছে না। জীবনটা তার কাছে কাচের চুড়ির মতো হয়ে গেছে। জোড়া থাকলে সুর সৃষ্টি করে, একা থাকলে নিস্তব্ধতা দিয়ে যায়৷ এই সময়ে তাহমিদকে ভুলে থাকার তার একমাত্র উপায় ছিল বিরাজের সঙ্গ। কিন্তু মানুষটাও কেমন নির্জীব। মনে হয়, তার গলায় জোর করে শতাব্দীকে বেঁধে দেওয়া হয়েছে। এই জোরাজোরির সংসারে, কার গলায় কি বিঁধেছে, তার হিসেব রাখার সময় এই সমাজের নেই।
মা বলেছে, মেয়েদের মানিয়ে নিতে হয়। স্বামীর মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য মরিয়া হয়ে উঠতে হয়। কি হাস্যকর জীবন! যেখানে সে অতীতটাকেই ভুলতে পারছে না, সেখানে মরিয়া হয়ে সে কিভাবে বিরাজের মনে জায়গা পাবে?

চলবে-

#অরুণিকা
#লেখিকা_সামিয়া_বিনতে_হামিদ
||পর্ব-৪৭||

৭৮.
তূর্য চুপচাপ খোলা বারান্দায় বসে আছে। তারা অনেকদিন ধরেই চট্টগ্রামে আছে, তাই একটা বাড়ি ভাড়া নিয়ে ফেলেছে। বাড়িটা ডুপ্লেক্স, আর প্রতিটা রুমই অনেক বড়। সামনে বাগানও আছে। একমাসের জন্য পঁচিশ হাজার টাকা দিতে হবে। যদিও অনেক পুরোনো বাড়ি, কিন্তু হোটেলে তাদের অনেক অসুবিধা হচ্ছিলো, তার চেয়ে তাদের এই বাড়িটাই অনেক ভালো মনে হয়েছে। এদিকে ইভান তূর্যের কাঁধে হাত রাখতেই সে পাশ ফিরে তাকালো। ইভান বলল,
“মনে হচ্ছে, মন খারাপ!”

তূর্য মাথা নেড়ে বলল,
“না, কিন্তু চিন্তায় আছি।”

“কি বিষয় নিয়ে?”

“উপমাকে নিয়ে।”

“ওহ, হ্যাঁ। ওইদিন কি কিছু হয়েছিল? মেয়েটার সাথে তো তোকে আর কথায় বলতে দেখছি না।”

তূর্য মলিন মুখে বললো,
“মেয়েটা আমাকে সত্যি সত্যিই ভালোবাসে।”

ইভান বুকে হাত গুঁজে চেয়ারে আরাম করে বসে বলল,
“তোর কি মনে হয় পৃথিবীর সব বান্দায় তোর মতো ভন্ড?”

“ইভান, তুই আমাকে ভন্ড বলছিস?”

“হ্যাঁ, একমাত্র তুই-ই মিথ্যে ভালোবাসার অভিনয় করিস৷ বাকিরা না। আজ পর্যন্ত কয়টা প্রেম করেছিস, হিসাব আছে?”

“আমি একটাও প্রেম করি নি৷ বলতে পারিস, অনেক মেয়ের সাথেই আমি কথাবার্তা বলেছি। আর কথাবার্তা বলার পর ওরা দুর্বল হয়ে পড়লে, আমার তো কিছু করার নেই।”

“আর ওরা তোর জন্য যা যা করতো, ওগুলো শুধু দুর্বল হওয়া ছিল না। ওটা মানসিক ভাবে অসুস্থ হয়ে যাওয়া ছিল। ওটা একটা অসুস্থতা, কোনো দুর্বলতা না। আর তুই-ই তাদের অসুস্থ করে দিয়েছিস।”

এবার তূর্য বলল,
“হ্যাঁ, আর এই অসুস্থতার জন্য তারা বড়জোর আমার পেছনে কয়েকদিন ঘুরঘুর করতো। পরে আবার ঠিক হয়ে যেতো। তুই যা-ই বল, আমি কিন্তু ওদের অনেক সাহায্য করেছিলাম।”

“কোন দিক দিয়ে?”

“আরেহ, আমার প্রেমে পড়েই তো ওরা মানসিক ভাবে শক্ত হয়েছিল। একটা ধাক্কা না খেলে মেয়েরা শক্ত হয় না। দুর্বল মনের মেয়েরা সংসারও করতে পারে না। আর তুই যেভাবে বলছিস মনে হচ্ছে কেউ আত্মহত্যা করতে গিয়েছিল। আমি তো কাউকে ভালোবাসি বলি নি।”

“তুই নিজেই তোর দেওয়া মেসেজগুলো একবার পড়ে দেখ। সবসময় ভালোবাসি বলতে হয় না। তোর কথাগুলোই একটা মেয়েকে মানসিকভাবে আকর্ষণ করে ফেলে।”

তূর্য কাতর কন্ঠে বলল,
“ভাই, আর কখনো এমন করবো না। এবারের মতো আমাকে বাঁচা।”

“কি হয়েছে আবার!”

“উপমার ভাই আমার সাথে কথা বলেছে।”

ইভান একটু নড়েচড়ে বসলো। তূর্য মলিন মুখে বললো,
“দেখা করতে বলেছে। আমাকে যদি গণপিটুনি দেয়?”

ইভান বসা থেকে উঠে দাঁড়ালো। আর বলল,
“আমাকে কেন বলছিস এসব? আমি কি করবো এখানে?”

“আমার সাথে যাবি। আর বলবি যে আমি রিকি না। বলবি, আমার মাথায় সমস্যা আছে। বলে দিস, আমার ভুলে যাওয়ার রোগ আছে।”

“তুই কি আমাকে তোর মতো গাঁধা মনে করেছিস? আমি বলবো, আর সে বিশ্বাস করবে? বাহ!”

ইভান চলে যেতেই তূর্য উঠে বাইরে চলে গেলো। আর আহনাফকে ফোন করে পরামর্শ চাইলো। আহনাফ পরামর্শ দেওয়ার পরিবর্তে বলল,
“তোকে গণপিটুনি দেওয়ার সময় ইভানকে বলিস ভিডিও করতে। আমরা লাইভ দেখতে চাই।”

পরের দিন ইভানের জোরাজুরিতে তূর্য আদিলের সাথে সেই জায়গায় দেখা করার সিদ্ধান্ত নিলো, যেখানে উপমার সাথে দেখা হয়েছিল। আর দেখা করতে না চাইলে রিকির জন্য এটা অসম্মানজনক হবে। তূর্য যদি কোনো সাধারণ মানুষ হতো, তাহলে এই বিষয়টা এড়িয়ে যেতে পারতো। কিন্তু সমস্যা হলো, সে-ই রিকি, আর এটা এখন উপমা জানে। তাই নিজের সম্মান রক্ষার্থে তূর্য ইভানকে নিয়ে রিকশায় উঠে পড়লো। অর্ধেক রাস্তা যাওয়ার পর হঠাৎ পেছন থেকে একটা বাইকের সাথে ধাক্কা লাগায়, ইভান আর তূর্য দু’জনই ধপ করে রিকশা থেকে নিচে পড়ে গেলো। তূর্য ওরকম ব্যথা না পেলেও, ইভানের অনেকখানি ছিঁড়ে গিয়েছিল। ইভান হাত ধরে বসে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল, তখনই একটা হেলমেট পরা মেয়ে তার দিকে এগিয়ে এসে বলল,
“সরি, সরি, সরি। কিছু বদমাশ লোক আমার পিছু করছিল, ওদের থেকে নিজেকে বাঁচানোর জন্য হুড়োহুড়ি কর‍তে গিয়েই আপনার রিক্সা উলটে দিয়েছি।”

ইভান মাথা তুলে মেয়েটার দিকে তাকাতেই মেয়েটা বলল,
“আরেহ, আপনি সেদিনের সেই লোকটা না?”

তূর্য উঠে ইভানকে ধরে বসালো। মেয়েটা তার হেলমেট খুলে বলল,
“আমি আপনাকে রিকশাওয়ালা মামা ভেবেছিলাম।”

এই বলে মেয়েটা রিকশাওয়ালা মামার হাতে কিছু টাকা দিয়ে বলল,
“আমাকে মাফ করবেন, মামা। আমি বুঝতে পারি নি।”

মেয়েটাকে এতো বিনয়ের সাথে অপরাধস্বীকার করতে দেখে রিকশাওয়ালা মামা বললেন,
“সমস্যা নাই আপা, আপনে ঠিক আছেন?”

ইভান দাঁত কিড়মিড়িয়ে বলল,
“জ্বি না, আমি ঠিক নেই।”

ইভান তূর্যের হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো, আর মেয়েটার দিকে আঙ্গুল তাক করে তূর্যকে বলল,
“এই মহিলাটা যেখানেই যায়, ঝামেলা করে। ওদিনও একটা ঝামেলা বাঁধিয়েছিল।”

মেয়েটা তেড়ে এসে বলল,
“কি বললেন? আমি মহিলা? আপনার কি আমাকে মহিলা মনে হয়?”

ইভান তাচ্ছিল্যের সুরে বলল,
“তাহলে কি আপনি পুরুষ? ওহ, আচ্ছা। মেয়ে সেজে ঘুরছেন!”

সানায়া রাগী কন্ঠে বললো,
“আই এম সানায়া। আর আমি একজন মেয়ে। মহিলা না।”

তূর্যও সানায়ার কথায় সম্মতি দিয়ে ইভানকে বলল,
“হ্যাঁ, মেয়েই তো। তোর মহিলা বলা উচিত হয় নি। এতো বয়সও তো হয় নি।”

ইভান রাগী দৃষ্টিতে তূর্যের দিকে তাকাতেই তূর্য সানায়াকে উদ্দেশ্য করে বলল,
“আর আপনি যে আমার বন্ধুকে লোক বললেন!”

রিকশাওয়ালা মামা বললেন,
“ভাইজান, আপনেরা উঠেন। যাবেন না?”

তূর্য ইভানকে রিকশায় উঠিয়ে দিলো। রিকশার পেছনের অংশটা বেঁকে গেলেও রিক্সাটা এখনো চলার মতো উপযুক্ত। তূর্য আর ইভান বসতেই সানায়া বলল,
“আমার বাইকটা কে উঠাবে?”

তূর্য আবার রিকশা থেকে নামতে যাবে, তখন ইভান বলল,
“মামা রিকশা টানেন। এতো ঝামেলা ভালো লাগে না।”

রিক্সা চলা শুরু করতেই সানায়া হাঁ করে রিকশার যাওয়ার দিকে তাকিয়ে রইলো। তারপর নিজেই বাইক উঠাতে যাবে ততোক্ষণে তার বডিগার্ডদের গাড়ি চলে এলো। তারা এসেই বাইকটা উঠিয়ে বলল,
“ম্যাম আপনি ঠিক আছেন?”

সানায়া দাঁতে দাঁত চেপে বলল,
“না, কিভাবে ঠিক থাকবো? তোমরাই যেখানে আমার পিছু ছাড়ছো না।”

“মন্ত্রী সাহেব আপনার সাথে থাকতে বলেছেন।”

সানায়া বিড়বিড় করতে কর‍তে গাড়িতে উঠে বসে তার বাইকের চাবিটা গার্ডকে দিয়ে বলল,
“স্কুটিটা গ্যারেজে নিয়ে যাও। সমস্যা থাকলে ঠিক করিয়ে বাসায় দিয়ে আসবে।”

“ওকে ম্যাম।”

এদিকে আজ দুপুরে মাওশিয়াত ইমনকে তার বাসায় নিয়ে এলো। মাওশিয়াত ইমনকে রুমে বসিয়ে দিয়ে বলল,
“আজকে আমি নিজের হাতে তোমার জন্য রান্না করেছি।”

ইমন মুচকি হেসে মাওশিয়াতের হাতে হাত রাখলো। মাওশিয়াত বলল,
“তুমি বসো, আমি এক্ষুনি আসছি।”

ইমন মাওশিয়াতের রুমে এদিক-ওদিক হাঁটছে। তখনই সে পেছন ফিরে একজন মহিলাকে দেখে থমকে গেলো। ইমন তার দিকে কিছুক্ষণ ভ্রূ কুঁচকে তাকিয়ে রইলো। মহিলাটি একটা কাপড় দিয়ে মাওশিয়াতের চেয়ার টেবিল মুছছিল। সে মহিলাটির দিকে আগাতেই মাওশিয়াত এসে বলল,
“চলো। ফ্রেশ হয়ে খেতে আসো।”

ইমনও বেশিক্ষণ না ভেবে ফ্রেশ হয়ে খেতে বসলো। খাওয়া-দাওয়ার পর ইমন আর মাওশিয়াত এক রুমে বসে গল্প করছিল। মাওশিয়াত দরজাটা ভেতর থেকেই বন্ধ করে দিয়েছে। ইমন তখন উঠে দরজার কাছে এসে দাঁড়ালো। মাওশিয়াত অবাক হয়ে বলল,
“দরজায় কি দেখছো?”

ইমন মাওশিয়াতের পাশে বসে ধীর কন্ঠে বললো,
“এই মহিলাটা কে?”

মাওশিয়াত ভ্রূ কুঁচকে বললো,
“কার কথা বলছো?”

“এই যে একটু আগে রুমে এলো।”

“ওহ উনি তো রাহেলা খালা। উনি আমাদের বাসায় কাজ করেন।”

“কখন থেকে?”

“সাড়ে তিন বছর হচ্ছে।”

“ওহ।”

“উনার কথা কেন জিজ্ঞেস করছো?”

“এমনিতেই।”

ইমন অজানা ভাবনাতেই ডুবে গেলো। এদিকে তূর্য আর ইভান আদিলের সামনে বসে আছে। আদিল তূর্যকে ভালোভাবে দেখে বলল,
“উপমা আমার একমাত্র বোন। ছোটবেলা থেকে ওর সব আবদার আমি আর বাবা পূরণ করেছি। ওকে কষ্টে দেখলে, আমার খুব খারাপ লাগে। যা বুঝলাম, তুমি ওকে ইগনোর করছো।”

ইভান তূর্যকে কিছু বলতে না দিয়ে নিজেই বলল,
“এমন কিছুই না। ও একটু অসুস্থ ছিল, তাই হয়তো…”

আদিল ইভানকে থামিয়ে দিয়ে বলল,
“আমি নিজেও একজন পুরুষ। আমি বুঝি পুরুষ মানুষের অবহেলা, আর তাদের অজুহাত। ও যদি সত্যিই অসুস্থ থাকতো, তাহলে অন্তত উপমাকে জানাতে পারতো।”

তূর্য প্রসঙ্গ পালটে বললো,
“আপনি আমার সাথে কেন দেখা করতে চেয়েছিলেন?”

“আমি তোমাকে জোর করতে আসি নি। শুধু বলতে এসেছি, অনেক বছর ধরেই উপমা রিকির পেছনেই সময় নষ্ট করে গেছে। বাসার সবাই এটা জানে। আর সবার কাছে এটা অস্বাভাবিক ছিল না, কারণ তুমি একজন স্টার। স্বাভাবিকভাবেই একজন গায়কের ভক্ত থাকেই। কিন্তু তোমার সাথে কথাবার্তা না হলে জিনিসটা স্বাভাবিকই থাকতো। এখন তুমি উপমার সাথে কথা বলেছো, ও এটাকে ভালোবাসা ভেবে অনেক আশা করেছিল। কিন্তু দিনশেষে ওর আশা, ওর অনুভূতি, সব মিথ্যে হয়ে গেলো। যদিও আমি ওর ফোন নিয়ে ফেলেছি। দেখলাম, তোমাকে অনেক উল্টাপাল্টা মেসেজ দিয়েছে, তোমার কাছে ভিক্ষা চেয়ে বলেছে, ওর কাছে ফিরে আসতে। ও তোমাকে অনেক ভালোবাসবে। ব্লা, ব্লা, ব্লা। শুনো, ও এসব আবেগের বশে লিখে ফেলেছে। হয়তো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে নি। রাখবেই বা কিভাবে, যাকে সে অনেক বছর ধরে দেখার আশায় ছিল, যাকে সে না দেখেই ভালোবাসতো, তাকে দেখে ফেলার পর, পাওয়ার লোভটা তো একদম স্বাভাবিক। আমি তোমাকে শুধু এতোটুকুই বলবো, উপমাকে সুন্দর করে বুঝিয়ে বলো, তুমি কেন অবহেলা করছো? ওকে এটা বুঝতে দিও না যে তুমি একজন স্টার, তাই তুমি ওকে চাও না। তুমিই একমাত্র ওকে স্বাভাবিক করতে পারবে। এভাবে অবহেলা করে, তুমি উপমাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছো। ওকে শক্ত করার জন্য তোমার ওকে বোঝাতে হবে, তোমার সমস্যাগুলো দেখিয়ে, ওকে তোমার সমস্যা বানিয়ে না।”

আদিলের কথাগুলো শুনে তূর্যের ভেতর অনুশোচনা কাজ কর‍তে লাগলো। সে হুট করেই বলে ফেলল,
“আমি উপমাকে বিয়ে করতে চাই।”

তূর্যের কথা শুনে আদিলের চেয়ে বেশি ইভানই অবাক হলো। তূর্য আবার বলল,
“আমি উপমাকে বিয়ে করবো, যদি আপনাদের আপত্তি না থাকে।”

চলবে-