পাপ পর্ব-১+২

0
1214

#পাপ
পর্ব ২
#Abu_Saleh

কুমারী কাজের মেয়েটা প্রেগন্যান্ট শুনে শ্বশুর মশাই বললেন ” আমার বাড়িতে থেকে এই কুৎসিত পাপ কাজটা করলি! ”

স্বামী রেগেমেগে বুয়ার গা”লে প্রচন্ড এক চ”র বসিয়ে দিয়ে ” ছোটলোকের বাচ্চা,এক ঘন্টার মধ্যে ভাগবি ”

কাজের মেয়েটা কেঁদে বললো ” কই যাবো,কাউরে তো চিনি না ”

” যার সাথে পে”ট বাঁধাইছিস তার কাছে যা।আশেপাশে তোকে দেখলে খবর আছে ”

ওর কাছে গিয়ে স্বাভাবিক ভাবে বললাম ” টুম্পা সত্যি করে বলো তো তোমার সন্তানের বাবা কে? ”

স্বামী হুংকার দিয়ে বললো ” কে আবার,পাড়ার টংরু।ওর সাথে তো প্রায়ই দেখি হেসে হেসে গল্প করে ”

কাজের মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে গেলো।ভাগ্যের পরিহাসে তার সাথে রাস্তায় দেখা প্রায় ৯ বছর পর।সাথে তার ছেলে।ছেলেকে দেখে হকচকিয়ে গেলাম।দেখতে হুবহু আমার স্বামীর মতো।সেই চুল,সেই চোখ,সেই মুখের কাটিং,গায়ের রং।তবে কি!

চলবে।

#পাপ
পর্ব ২
#Abu_Saleh

তবে কি??
নাহ নিজের মনের সাথে এভাবে আর পারা যায় না,,, এবার ওকে আমার জিজ্ঞেস করতেই হবে! একটা মানুষ এর চেহারা এভাবে মিলবে কিভাবে,,। আমি আর নিজেকে আটকে রাখতে না পেরে দৌড়ে গেলাম।
৯ বছরে অনেক পরিবর্তন এসেছে বুয়ার ।
আমি কাছে যেতেই ও হকচকিয়ে গেলো, জেনো ভুত দেখার মতো অবস্থা।
মুহুর্তেই আমার শরিরে কেমন যেনো একটা বাতাস বয়ে গেলো।
কাছে গিয়ে বললাম,,,
,টুম্পা কেমন আছিস? এতদিন কোথাই ছিলি দেখি নাই কখনো,, এভাবে কোথাই উধাও হয়ে গেলি???আর ছেলেকে নিয়ে কোথাই থাকিস তুই এখন?

এক সাথে এত গুলো প্রশ্ন শুনে হকচকিয়ে গেলো টুম্পা।!!!!!!

ওদের পোষাকে অনেক পরিবর্তন এসেছে।। বুয়ার যে পরিবেশ ছিলো এরকম নেই,
একটা সম্রান্ত পরিবার যেভাবে থাকে, সেরকম লাগছে।

টুম্পা কথার কোনো উত্তর না দিয়ে ছেলেকে নিয়ে সামনে এগিয়ে যেতে শুরু করলো।!
যা দেখে মনের সন্ধেহ আরো শক্ত হলো!

কিন্তু আমাকে দেখে টুম্পা এভাবে পালাচ্ছে কেনো,,

তাহলে কি আমি যা ভাবছি বা যেটা ভেবে আসছি তাই সঠিক।
এই সন্তান কি তাহলে আমার পাপিষ্ঠ স্বামীর!!!

আমি টুম্পা কে রিতিমতো জুরে জুরে ডাকতে শুধু করেছি,,,
টুম্পা ছেলে কে নিয়ে একটা রিক্সা নিয়ে নিলো।

আমিও তার পিছু নিলাম
,,কিছুতেই থামছে না টুম্পা,,যার কারণে আমার ভিতর টা ভয়ে কুকড়ে উঠছে???

ধাওয়া করতে করতে,,,
অনেক সময় তার পিছু নিয়ে এসেছি,, হঠাৎ দেখলাম রিক্সা থামিয়ে একজন বলিষ্ট পুরুষ টুম্পার ছেলেকে কোলে নিলো!!

চলবে,,,,