নরপিচাশ ফুফি পর্ব-০২

0
992

#নরপিচাশ_ফুফি
#পর্ব_২
#লেখক_আরিয়ান

এটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি কি করবো আর কি করবো না তবে এর রহস্যটা আমি বের করবোই ।
কেন করে তামান্না আমার এই ছোট্ট মেয়েটার সাথে?
তখনি আরিয়ান বললো আচ্ছা ঠিক আছে আমিও দেখতে চাই। আমার বোন একজন পর্দা করে বেড়াই সে এই কাজটা কি ভাবে করতে পারে।

সব কথা শেষ করে আরিয়ান অফিসে চলে গেলো আর আমি ভাবতে লাগলাম। আমার মেয়ে সত্যি কথা বললো কি না।।!!

মেয়ের এই কথা ভাবতে ভাবতে আমার সারাদিন কোন কাজেই ঠিকভাবে হচ্ছে না।
এদিকে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করল আজকে বৌমা তোমার কেমন লাগছে মনে হচ্ছে তুমি কোন কিছু নিয়ে চিন্তিত আছো?

আমি আমার শাশুড়ি আম্মাকে সত্যতা বলতে পারছি না। কারণ এই কথাটা এমন একটা জঘন্য একটা কথা যদি বলি কখনোই সে বিশ্বাস করবে না। কারন আমার ননদ তামান্না সব সময় পর্দায় চলে। তখন আমার শাশুড়ি আমাকে বললাম এমনিতেই মনটা ভালো লাগছে না আম্মা।

শাশুড়ি আম্মা তখন বলল আচ্ছা ঠিক আছে তোমার কিছু করা লাগবে না সবকিছু আমি করতেছি।
তুমি তোমার রুমে যাইয়া রেস্ট করো।
আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম না আমি ঠিক আছি সমস্যা নেই।
এদিকে আমার মেয়ের সে তার স্কুলে গিয়েছে। আর আমার ননদ বাসায় আছেন। কারণ তার এখন কোন ক্লাস নাই।

আমি আমার কাজের ফাঁকে ফাঁকে তামান্নার রুমে একটু উঁকিঝুঁকি মারতে লাগলাম। দেখতে লাগলাম আসলে তামান্না কি করতেছে।
শুধু এটুকু দেখতে পেলাম তামান্না মোবাইলে যেন কি দেখতেছে।

আমি ওর রুমে ঢুকে পড়লাম। এমনি একটা জিনিস আনার জন্য অজুহাত দিলাম। তখনই তামান্না বললো ভাবি কোন কিছু লাগবে?
আমি বললাম হ্যাঁ আমার একটা জিনিস খুঁজে পাচ্ছি না তোমার রুমে তনু এনেছে কিনা দেখতে এলাম।

তামান্নাকে জিজ্ঞেস করলাম মোবাইলে কি দেখো এত সারাদিন?
তামান্না তখন বলল ভাবী তেমন কিছু না এমনি নাটক দেখি। তাই বলে সারাদিন মোবাইলে তুমি নাটক দেখো?
তামান্না তখন বলল জী ভাবি ।
তুমি তো সবসময় পর্দা করো এ ধরনের অশ্লীলতা নাটক দেখার কি মানে আছে?

তামান্না তখন বলল ভাবি কই অশ্লীলতা কোন কিছু দেখি নাতো আমি।
এই যে তুমি বললে নাটক দেখো।

আমি কিছুটা কথা নেওয়ার চেষ্টা করছি তামান্নার কাছ থেকে কিন্তু সে কোন মতেই কিছু বলতে চাচ্ছে না। আর আমি মনে মনে জিদ করেছি এর রহস্যটা বের করবো।

যেহেতু তামান্না কিছু বলতেছে না সেহেতু আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। এরই মধ্যে আমার মেয়ে মিম স্কুল থেকে আসার সময় হয়ে গিয়েছে।
যেহেতু আজকে মনটা ভালো না সে তো আমি তামান্নাকে বললাম।
তামান্না তুমি তো ফ্রি আছো তাই না?
জি ভাবি কোন কিছু করতে হবে বলেন।
এমনিতেই আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না তনু কে স্কুল থেকে আনতে পারবা?

হ্যাঁ ভাবি আনতে পারবো সমস্যা নেই আমি তো ফ্রি আছি। এই বলে তামান্না সোজা তনুর স্কুলের দিকে চলে গেল। এবং তনু নিয়ে আসলো বাড়িতে।
স্কুল থেকে আনার সময় তনুকে অনেক কিছু বলেছে আমার ননদ তামান্না।
তনু রুমে ঢুকে ফ্রেশ হয়ে তখন আমাকে বলল আম্মু।
আমি বললাম হ্যাঁ কিছু বলবা তুমি?
জি আম্মু আজকে ফুপি যখন আমার স্কুল থেকে আনার সময় আমাকে অনেকগুলো চকলেট এবং আইসক্রিম কিনে দিয়েছে। বলল গত কালকে রাতে তোমার সাথে যেটা করেছে হয়তোবা তোমার অনেক ব্যথা পেয়েছো।

আর এই কথাটা কাউকে বলিও না। আমার লক্ষ্মী আম্মু তনু । আরো বলল তোমাকে রোজ আইসক্রিম চকলেট কিনে দেবো।
আমি তখনই ফুপিকে বললাম আপনি যেটা করেন আমার অনেক ব্যাথা হয় এগুলো আমাকে আর করবেন না। যদি কথা দেন তাহলে আপনার চকলেট এবং আইসক্রিম খাবো।

আরে পাগ*ল মেয়ে এটা তো অনেক শান্তি পাওয়া যায়।
তুমি ছোট বাচ্চা তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।
তনু তখন বলল ফুঁপি আমি এটা করতে পারবো না। যদি তুমি এই যে আমার হিসু করার জায়গায় ব্যথা দাও তাহলে কিন্তু আমি আপনার সাথে রাতে ঘুমাতে যাবো না।

আম্মু আজকে রাতেও নাকি ফুপি ওই যে ভিডিও দেখবে আর আমার সাথে অনেক খারাপ কাজ করবে।
আমি কিছুতেই ফুফির সাথে ঘুমাতে যাবো না।

তখনই আমি বললাম আচ্ছা আম্মু তোমার এটা নিয়ে ভাবতে হবে না কি করা যায় সেটা রাত আসুক।!!!

#চলবে (কপি সম্পূর্ণ নিষেধ)