#আমার_নিষ্ঠুর_ভালবাসা
#পর্ব_19
#লেখিকা_সালমা_খাতুন
🚫কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ🚫
মায়া এবার ছলছল চোখে তাকালো আরমানের দিকে। আরমানও তখন মায়ার চোখের দিকেই তাকিয়ে। যেন বলতে চাইছে, “কি মিস মায়া? কোথায় গেলো তোমার কনফিডেন্স?”
মিস্টার ড্যানিয়েল:- “মিস্টার হারমান খি হচ্ছে এটা? হামার ডিজাইন খোথায়?”
সবাই যেনো থমকে গেছে। কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। আবির মিস্টার ড্যানিয়েল কে বোঝানোর চেষ্টা করে বলল, “মিস্টার ড্যানিয়েল আপনি একটু শান্ত হন প্লিজ। আপনার সব ডিজাইন রেডি আছে। আর মায়া নিজে রেডি করেছে সবকিছু। ওই ফাইলের সাথে হয়তো এই ফাইল গুলো পাল্টাপাল্টি হয়ে গেছে কোনো ভাবে। আপনি একটু বসুন প্লিজ। আমরা দেখছি।”
মায়া:- “হ্যাঁ মিস্টার ড্যানিয়েল আপনি প্লিজ একটু শান্ত হয়ে বসুন। আমি নিজে আপনার সব ডিজাইন রেডি করেছি। আপনি আমাকে একটু সময় দিন, আমি এখনি নিয়ে আসছি আপনার ডিজাইন।”
মিস্টার ড্যানিয়েল একটু শান্ত হলো যেন। উনি মায়াকে উদ্দেশ্য করে বললেন, “ঠিক হাছে মিস মাইহা। হামি হাফনাকে 20 মিনিটস টাইম দিচ্ছি। হের মধ্যে ডিজাইন হামার সামনে নিইহে হাসুন।”
মায়া বিনয়ী স্বরে বলল, “ অনেক অনেক ধন্যবাদ আপনাকে মিস্টার ড্যানিয়েল। আমি এখনি ডিজাইন এর ফাইল আনার ব্যবস্থা করছি।”
এরপর মায়া আরমানের দিকে তাকিয়ে বলল, “প্লিজ স্যার একটু আসুন না।”
আরমান মায়ার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে উঠে দাঁড়ালো। তারপর মিরাজকে উদ্দেশ্য করে বলল, “মিরাজ, উনাদেরকে ড্রিঙ্কস, নাস্তা দেওয়ার ব্যবস্থা করো। আমরা কিছুক্ষণের মধ্যেই আসছি। ড্যাড তোমরা থাকো।”
আরমানের বাবাও মাথা নাড়িয়ে সম্মতি দিলো। এরপর আরমান, মায়া, আবির তানিশা বেরিয়ে গেলো। ওরা প্রথমেই মায়ার কেবিনে গেলো তারপর পুরো তন্ন তন্ন করে গোটা কেবিন খুঁজলো মায়া আর তানিশা মিলে। কিন্তু কোথাও সেই ফাইল পেলো না। আরমান তখনো নির্বাক। যেনো কিচ্ছু হয়নি। ও চুপচাপ নিজের কেবিনে গিয়ে বসলো। বাকিরাও গেলো ওর পিছন পিছন। আবির বলল, “এখন কি হবে? আর ফাইল দুটোই বা কোথায় গেলো।”
তানিশা কিছুটা দ্বিধা নিয়ে বলল, “স্যার কিছু মনে না করলে আমি একটা কথা বলি?”
আবির:- “হ্যাঁ বলো।”
তানিশা:- “আমার মনে হচ্ছে ফাইল দুটো কেউ ইচ্ছে করেই সরিয়েছে। আর তার জায়গায় ওই একই রকম দেখতে ফাইল দুটো রেখে দিয়েছে। না হলে ওই ফাইল দুটো কোথা থেকে আসবে।”
মায়া:- “কিন্তু ফাইল দুটো আমি কাল আমার টেবিলেই রেখে গেছিলাম। আর আমার কেবিন আমি নিজেই লক করেছিলাম। চাবিও আমার কাছেই ছিল। আবার আজ অফিসে এসে আমি নিজেই কেবিনের দরজা খুলেছি। তখনো সব ঠিকঠাকই ছিল। এরই মধ্যে ফাইল গুলো কি হলো আমি কিচ্ছু বুঝতে পারছি না।”
তানিশা:- “তাহলে ডিজাইনের ফাইল গুলো কোথায় গেলো? ওই ফাইল দুটোও একই রকম দেখতে, কিন্তু ওতে কোনো ডিজাইন নেই।”
আরমান গম্ভীর গলায় বলল, “এখন এইসব কথা বলে কি হবে মিস তানিশা? যদি ফাইল দুটো কেউ সরিয়েও থাকে তাহলে সেটাও মিস মায়ার দোষ। উনি এতোটা ইরেসপন্সিবল কি করে হতে পারল?”
এরপর আরমান মাথা নিচু করে থাকা মায়ার দিকে তাকিয়ে বলল, “কি মিস মায়া? কনফিডেন্স শেষ? পারলে না তো তুমি তোমার দায়িত্ব পালন করতে? শুধু দক্ষতা নয়, দায়িত্ববোধও দরকার—যাতে করা কাজটি যত্ন করে টিকিয়ে রাখা যায়।”
(পরবর্তী পর্ব এই পেজে পেয়ে যাবেন)
https://www.facebook.com/share/19BxWdTt3h/
আবির মাথায় হাত দিয়ে সোফায় বসে গেলো। ও নিজেও জানে না এখন কি হবে। মায়া আরমানের কথার কোনো উত্তর দিলো না। ও শুধু এগিয়ে এসে আরমানের সামনে দাঁড়িয়ে বলল, “আপনার ওয়ারড্রোবের চাবিটা একবার দেবেন প্লিজ!!”
আরমান মায়ার এমন কথায় ভ্রু কুঁচকে তাকালো। আবির এতক্ষণ সোফায় মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসেছিল, মায়ার এমন কথায় ও ও মাথা তুলে মায়ার দিকে তাকালো। এদিকে মায়া তখনো আরমানের দিকে হাত পেতে দাঁড়িয়ে আছে।
এটা দেখে আরমান এগিয়ে গেলো ওর টেবিলে থাকা ড্রয়ারের কাছে। তারপর ওয়ারড্রোবের চাবি ওখান থেকে বের করে মায়ার হাতে দিয়ে দিলো চুপচাপ। আরমানও দেখতে চাই মায়া কি করতে পারে।
এদিকে মায়া ওয়ারড্রোবের দিকে এগিয়ে গিয়ে, ওয়ারড্রোবের লক খুলে দুটো ফাইল বের করলো। আর তার সাথে একটি ছোটো বক্স। ওগুলো বের করে ওয়ারড্রোব আবারও লক করে আরমানের সামনে এসে, ফাইল এগিয়ে দিয়ে বলল, “এই নিন ডিজাইনের আসল ফাইল। আর আমি আমার কেবিনের টেবিলে যেটা অযত্নে রেখে গেছিলাম সেটা ছিল এই ফাইলের কপি। এই ফাইল গুলোতে আসল ডিজাইন গুলো আছে। আর যেই ফাইল দুটো হারিয়ে গেছে সেই গুলোতে এই আসল ডিজাইনের কপি গুলো ছিল। আমি আসল ফাইল এর সাথে কপিও রেডি করে ছিলাম। যদি কোনো অসুবিধা হয় এটা ভেবেই। কিন্তু ভাবতে পারিনি এভাবে কাজে লেগে যাবে।”
আবির তাড়াতাড়ি উঠে এসে মায়ার হাত থেকে ফাইল গুলো নিয়ে খুলে দেখতে শুরু করলো। হ্যাঁ এতে সব ডিজাইন আছে। আবির তো খুশিতে লাফিয়ে উঠলো।
আবির:- “ওহ থ্যাঙ্ক গড। এই তো সব ডিজাইন এখানে আছে। ওহ আল্লাহ! কি যে বলবো আমি খুঁজে পাচ্ছি না। এতোক্ষণ মনে হচ্ছিল আমার প্রাণ টাই বেরিয়ে যাচ্ছে।”
আরমানও ভীষণ অবাক হলো। ও নিজেও আবিরের থেকে ফাইল নিয়ে দেখতে শুরু করলো। হ্যাঁ! এই তো সব ডিজাইনই ঠিকঠাকই আছে। আরমান নিজেও একটা ঝটকা খেলো যেনো। ও সত্যিই ভাবতে পারিনি মায়া এতোটা বুদ্ধিমতি।
মায়া:- “আসলে এই ফাইল দুটো আমি কালকে ফেরার আগে আপনার কেবিনে এসে রেখে গিয়েছিলাম। আপনি তখন ছিলেন না, হয়তো ওয়াশরুমে গিয়েছিলেন। এদিকে আমার দেরি হয়ে গিয়েছিল বলে আপনাকে না জানিয়েই, ফাইল দুটো ওয়ারড্রোবে রেখে চলে গিয়েছিলাম।”
এরপর মায়া ধীরে ধীরে এগিয়ে গেল আবিরের কাছে।
ওর হাতে থাকা বাক্সটা খুলে ভেতর থেকে একটা ছোট মেমোরি কার্ড বের করল।
আবিরের দিকে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, “ভাইয়া, এটা নিন। মিটিং রুমে যে প্রজেক্টরটা আছে, ওখানে লাগিয়ে দেবেন।
কিছু ভিডিও রেডি করেছি এই মেমোরি কার্ডে।
একেকটা ক্যাটাগরির ড্রেস আলাদা করে ভিডিও বানিয়েছি, সব একসাথে দেখাতে সুবিধা হবে।”
আরমান আর আবির মায়ার কাজ দেখে অবাক হয়ে গেল। মায়া এমন কিছু করবে, ওরা কল্পনাও করেনি। আরমান তো নিজের কাছে নিজেই ভুল প্রমাণিত হলো, কিন্তু তাতেও তার খারাপ লাগছে না—বরং সে ভীষণ খুশি। ও কখনো ভাবেনি মায়া এমন কিছু করতে পারে। সত্যি, মেয়েটার মধ্যে ট্যালেন্ট আছে—আর সেটা ওর কাজের মধ্যেই প্রমাণ করে দিল।
এরপর আবির বলল, “আচ্ছা চলো। দেরি হয়ে যাচ্ছে। মিস্টার ড্যানিয়েল অপেক্ষা করছে আমাদের জন্য।”
এরপর আরমান ফাইল দুটো মায়ার হাতে দিয়ে বেরিয়ে গেলো। পিছু পিছু ওরা তিনজনও গেলো।
আরমান প্রথমে গিয়ে নিজের জন্য বরাদ্দকৃত সোফায় গিয়ে বসলো। এরপরই মায়ারা রুমে প্রবেশ করলো। মায়াকে ঢুকতে দেখেই মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, “মিস মাইহা! খোথায় হামার ডিজাইন?”
মায়া হাসি মুখে হাতে ফাইল নিয়ে এগিয়ে গিয়ে, মিস্টার ড্যানিয়েল এর সামনে রাখলো।
মায়া:- “এই নিন আপনার ডিজাইন। এতে সব আছে দেখুন।”
বলেই মায়া নিজের জায়গায় বসলো। এদিকে মিস্টার ড্যানিয়েল একবার সবার দিকে তাকিয়ে নিয়ে, ফাইল হাতে তুলে নিলো। এরপর উল্টে দেখতে শুরু করলো। প্রথম পাতা উল্টাতেই মিস্টার ড্যানিয়েল এর রাগী রাগী মুখটা খুশিতে চকচক করে উঠলো। এদিকে মিস্টার ড্যানিয়েল এর মুখের এমন রিয়্যাকশন দেখে ওই রুমে থাকা সবাই সস্তির শ্বাস ছাড়লো। শুধু আরমান ও মিস দিশা বাদে। আরমান সব সময়ের মতোই ভাব শূন্য হয়ে বসে আছে। আর এদিকে মিস দিশার খুশি খুশি মুখটা চুপসে গেলো, মিস্টার ড্যানিয়েল এর খুশিতে চকচক করা মুখটা দেখে। দিশা যেন অনেক বড়ো একটা ঝটকা খেয়েছে।
চলবে….
#আমার_নিষ্ঠুর_ভালবাসা
#পর্ব_20
#লেখিকা_সালমা_খাতুন
🚫কপি করা সম্পূর্ণ নিষিদ্ধ🚫
দিশা বুঝতে পারছে না এটা কি হলো। সবটা যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। ওর এতো সুন্দর করে করা পরিকল্পনা পুরোটাই ভেস্তে গেলো, এটা যেনো ও কিছুতেই মানতে পারছে না। ও কিছুটা মাথা উঁচু করে ডিজাইন গুলো দেখার চেষ্টা করলো। দেখলো সেই একই ডিজাইন গুলো আছে। এটা কিভাবে কি হলো ও কিছুতেই বুঝতে পারছে না।
আরমান মিস দিশাকে এমন করতে দেখে গম্ভীর গলায় বলল, “কি হলো মিস দিশা? কোনো প্রবলেম?”
দিশা জোড় করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বলল, “না না স্যার। নো প্রবলেম। আ..আমি একটু আসছি।”
বলেই দিশা আর এক মুহূর্তও ওখানে থাকলো না। উঠে দাঁড়িয়ে বেরিয়ে গেলো মিটিং রুম থেকে। দিশাকে এভাবে বেরিয়ে যেতে দেখে সবাই কিছুটা অবাক হলেও কেউ কোনো পাত্তা দিলো না। কিন্তু আরমান একটা বাঁকা হাসি দিলো। তারপর ফোনে কি যেন টাইপ করে ম্যাসেজ দিলো মিরাজের নাম্বারে। মিরাজ ম্যাসেজ এর টোন শুনে ফোন অন করে দেখলো তার সামনে বসে থাকা স্যারের ম্যাসেজ। মিরাজ মুখে তুলে তাকালো তার স্যারের দিকে। আরমানও তাকিয়ে ছিল ওর দিকে। এরপর মিরাজ এক্সকিউজ মি বলে নিজেও বেরিয়ে গেলো মিটিং রুম থেকে।
আর এদিকে মিস্টার ড্যানিয়েল একমনে ডিজাইন দেখতে ব্যাস্ত। উনি একটা ফাইল শেষ করতেই হাঁপিয়ে উঠলেন যেনো। উনি বললেন, “মিস মাইহা, কি ডিজাইন ভানিয়েছেন। যাস্ট হসাধারণ। খিচ্ছু ভলার নেই।”
আবির:- “আরে এখনো বাকি আছে তো। আপনি একশো ডিজাইন রেডি করতে বলেছিলেন আর মিস মাইহা দুইশো ডিজাইন রেডি করেছে। ওগুলোও একটু দেখুন।”
মিস্টার ড্যানিয়েল:- “হারো ডিজাইন হাছে?”
আবির এগিয়ে এসে অন্য ফাইল টা দেখালো, “হ্যাঁ এটাতে আছে। দাঁড়ান আপনাকে আর কষ্ট করে খুলে দেখতে হবে না। এতে আপনার হাতে ব্যাথা করতে পারে। একটু ওয়েট করুন।”
বলেই আবির এগিয়ে গিয়ে মায়ার দেওয়া মেমোরি কার্ডটি প্রজেক্টরে সংযুক্ত করল। প্রথমেই বড়ো টিভির স্ক্রিনে ভেসে উঠল আরমানের কোম্পানির লোগো। তার ঠিক পরেই একে একে ভেসে উঠতে লাগল মায়ার বানানো নানান ডিজাইন।
রুমের সমস্ত জানালার পর্দা টেনে দেওয়া, চারপাশে নেমে এসেছে এক ধরনের মৃদু অন্ধকার। পুরো রুমে রঙবেরঙের মৃদু আলো। তার সঙ্গে বাজছে হালকা সফ্ট মিউজিক শান্ত, অনুভবী। ঘরটা আগে থেকেই সাজানো ছিল অত্যন্ত যত্নে, খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ।
টিভির স্ক্রিনে মায়ার একের পর এক সৃষ্টিশীল ডিজাইন ভেসে উঠছে। এভাবেই যে কতক্ষন সময় কেটে গেলো কেউ টের পেলো না। সবাই যেন একটা ঘোরের মধ্যে থেকে টিভির স্ক্রিনে তাকিয়ে ছিল। ডিজাইন শেষ হতেই সবাই ঘোর থেকে বেরিয়ে এলো যেনো।
মিস্টার ড্যানিয়েল উঠে দাঁড়িয়ে হাত তালি দিতে শুরু করলেন। আর উনার দেখা দেখি বাকি সবাই উঠে দাঁড়িয়ে হাত তালি দিতে লাগলো। আরমান নিজেও মুগ্ধ মায়ার ডিজাইন গুলো দেখে। যদিও ও ডিজাইন গুলো আগেই দেখেছে। ও নিজেও গম্ভীর মুখ নিয়ে উঠে দাঁড়ালো চুপচাপ।
এদিকে সকলে মায়ার কাজে ভীষণ প্রশংসা করলো। আরমানের বাবা, চাচা মায়ার মাথায় হাত বুলিয়ে আদর ও দোয়া দিলেন। মায়া যেনো এভাবে আরো এগিয়ে যাই। আর এদিকে তো মিস্টার ড্যানিয়েল প্রশংসায় পঞ্চমুখ। উনি বললেন, “হামি হাগে হান্ড্রেড ডিজাইন অর্ডার খরলেও এখন হামি টু হান্ড্রেড ডিজাইনই নিহতে ছাই মিস্টার হারমান।”
সবার মুখে তখন বিস্ময়ের ছাপ। মিস্টার ড্যানিয়েল শুরুতে যখন বলেছিলেন, তিনি একশো ভিন্ন ডিজাইনের হাজার হাজার ড্রেস কিনতে চান, তখনই সেটাকে কোম্পানির ইতিহাসের সবচেয়ে বড়ো অর্ডার হিসেবে ধরা হয়েছিল। এমন অর্ডার আগে কেউ দেয়নি। সবাই মনে করেছিল, এটাই হবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি।
এখন হঠাৎ করেই তিনি জানালেন, তিনি এখন একশোর জায়গায় দুইশো ডিজাইনই নিতে চান। অর্থাৎ, আগের পরিকল্পনার চেয়েও ডাবল অর্ডার দিতে প্রস্তুত! এই ঘোষণার পর পুরো মিটিংরুমে যেন এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এলো। এরপর শুরু হয় চাপা উচ্ছ্বাস, সবাই একে অপরের সাথে চোখাচোখি করছে। মিস্টার ড্যানিয়েলের সিদ্ধান্তে প্রতিষ্ঠানটি বিপুল লাভের সম্ভাবনার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে পারবে।
এরই মধ্যে মিরাজও হাজির হয়েছে। তার উপস্থিতি যেন ছিল ঠিক সময়মতো, আরমান এগিয়ে এসে ধীরে গলায় মিরাজের উদ্দেশ্য বলে, “মিরাজ, ডিলের কাগজগুলো নিয়ে এসো।”
মিরাজ মাথা নেড়ে সঙ্গে সঙ্গে স্যুটকেস খুলে বের করে আনে গুরুত্বপূর্ণ ফাইলগুলো। ঘরে তখন নিঃশব্দ উত্তেজনার আবহ। প্রত্যেকে নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আর খানিক পরেই, সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, ডিল সাইন হয়ে যায়।
ডিল সাইনের পরপরই মিস্টার ড্যানিয়েল চেক বের করে অ্যাডভান্স পেমেন্ট করে দেন। যেন সবকিছু সুনিপুণ এক দৃশ্যপটের মতো একে একে সাজানো হয়ে যাচ্ছে।
এরপর সবাই উঠে দাঁড়ায়। একে একে সবাই আরমানকে অভিনন্দন জানাতে এগিয়ে আসে। মুখে প্রশংসার হাসি, চোখে তৃপ্তির দীপ্তি।
আবির তো আর নিজেকে সামলাতে পারল না, সে হঠাৎ করেই আরমানকে জড়িয়ে ধরে।
ঘরটা তখন উচ্ছ্বাসে ভরে গেছে। সবাই হেসে হেসে কথা বলছে, এক সফল চুক্তির আনন্দ ছড়িয়ে পড়ছে চারপাশে।
ঠিক তখনই,
ফটাস!
একটা আচমকা শব্দে সবাই চমকে তাকায় উপরের দিকে। আর তখনই দেখা যায়—রঙিন কাগজ উড়ে উড়ে নেমে আসছে, যেন বৃষ্টির মতো। লাল, সোনালি, নীল কনফেটি ঘরের বাতাসে ভেসে বেড়াচ্ছে, মেঝেতে ঝরে পড়ছে ধীরে ধীরে।
আবিরের হাতে—একটা গোল, রঙিন পাইপের মতো কিছু। সেখান থেকেই ওই কনফেটি ছিটিয়ে দিয়েছে সে। মুখে তার হাসি থামতেই চায় না, ৩২টা দাঁত যেন প্রতিযোগিতায় নেমেছে তার।
ঘরের বাতাসে তখন কনফেটির ঝরার শব্দ আর বিজয়ের এক আনন্দময় নিঃশ্বাস।
আবির:- “কংগ্রাচুলেশন ব্রো।”
মায়া ভয়ে বুকে হাত দিয়ে জোড়ে জোড়ে শ্বাস নিচ্ছে। সবাই এক মুহূর্তের জন্য থমকে গেলেও পর মুহূর্তেই আবিরের সাথে তাল মিলিয়ে সবাই হাসতে লাগলো।
এরপর মিস্টার ড্যানিয়েল বলে উঠলেন, “হাচ্ছা, হাজ খি মাইহায় রানহা কেতে ফাবো নাহ?”
আবির তাড়াতাড়ি মিস্টার ড্যানিয়েল এর দিকে এগিয়ে এসে বলল, “অবশ্যই খেতে পারবেন মিস মাইহার হাতের রান্না। আপনি জানেন মিস মাইহা আপনার জন্য সেই ভোর বেলা উঠে এতো এতো রান্না করেছে।”
আবিরের কথা শুনে আরমান কটমট করে তাকালো আবিরের দিকে। কিন্তু আবির সেইদিকে কোনো পাত্তা দিলো না। এদিকে আরমান খুব ভালোয় বুঝতে পেরেছে, বছর বত্রিশের মিস্টার ড্যানিয়েল মায়ার মায়াই পড়েছে। আর কেন যানি এটা তার একদম সহ্য হচ্ছে না। কি দরকার ছিল মায়ার এতো রান্না করার? ও তো একজন ডিজাইনার তাহলে ডিজাইনার থেকে রাঁধুনি হতে যাচ্ছে কেনো?? শুধু মাত্র এই ডিল টার জন্য আরমান মিস্টার ড্যানিয়েল কে সহ্য করছে। উনার জায়গায় অন্য কেউ থাকলে আরমান তাকে এই অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতো। কেন এইভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে থাকবে উনি? যতোই হোক মায়া ওর একজন কর্মচারী। তাই ও কিছুতেই এটা সহ্য করতে পারছে না।
আরমান জেলাস ফিল করছে। কিন্তু ও সেটা মানতে নারাজ। তাই ও নিজেই নিজের মনকে শান্তনা দিচ্ছি যে মায়া ওর কর্মচারী তাই রাগ ওর হচ্ছে।
মিস্টার ড্যানিয়েল:- “ওহ! তাই নাখি? তাহলে প্লিজ ছলুন হাগে লাঞ্চ টা সেরহে নিই।”
আবির বিরবির করে বলল, “হ্যাঁ আপনি আগে হাগু করে আসুন, তারপর লাঞ্চ করবেন।”
পাশেই তানিশা মায়া দাঁড়িয়ে ছিল, আবিরের এমন কথায় মায়া মুখ টিপে হাসলো, আর তানিশা তো জোড়েই হেসে দিলো।
মিস্টার ড্যানিয়েল:- “খি খিচু ভললেন? থোমরা হেভাবে হাসচো খেন?”
আবির দাঁত দেখিয়ে বলল, “আমি বলছি আমারও পেটে ছুঁচো ইঁদুর সব দৌড়াচ্ছে ক্ষিদে তে তাই ওরা হাসছে।”
মিস্টার ড্যানিয়েল:- “হো হাচ্ছা।”
মায়া মিস্টার ড্যানিয়েল এর উদ্দেশ্যে বলল, “আচ্ছা স্যার আপনি এতো ভালো বাংলা কিভাবে বলতে পারেন?”
মিস্টার ড্যানিয়েল হাসি মুখে বলল, “হাসলে ভাংলা ভাষা হামার কুব বালো লাগে। থাই ভাংলা শিখেছি। হার যেহেথু বিজনেস খরি থাই সভ ধেশের ভাষা এট্টু আট্টু ঝানা হাছে। হার হামার হিচ্ছা হাছে থোমার মথো এখটা ভাঙ্গালি মেহেকে ম্যারেজ খরবো।”
তিশা কিছুতেই নিজের হাসি আটকাতে পারছে না। তাই ও ওখান থেকে সরে গেলো। মায়া মুখ টিপে হাসছে। আরমান এদিকে রাগে কটমট করছে। আবির বিরবির করে বলল, “হ্যাঁ বেটা সে তো ভালোই বুঝতে পারছি, তোমার মতো না বলে, তোমাকেই বিয়ে করতে চাই বলে ফেল না।”
আবির মুখ জোড় করে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে বলল, “আরে চলুন অনেক হয়েছে গল্প, এবার খাওয়া দাওয়া সেরে নিই।”
মিস্টার ড্যানিয়েল:- “ হ্যাঁ হ্যাঁ ছলুন ছলুন, হামি থো মাইহার রানহা খাওয়ার জনহো ওয়েট খরেই হাছি।”
আবির:- “হ্যাঁ তো চলুন।”
বলেই আবির সকলকে নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো। আর এতে সফলও হলো। সবাই একে একে বেরিয়ে গেলে মায়াও পিছু পিছু বেরোতে গেলো, কিন্তু তখনি ওর কানে ভেসে এলো, একটা গম্ভীর আওয়াজ।
“দাঁড়ও মিস মায়া, কিছু কথা আছে তোমার সাথে।”
মায়া পিছনে ঘুরে হাসি মুখে বলল, “বলুন স্যার।”
আরমান:- “সবাই আমাকে কংগ্রাচুলেশন জানালেও এই ডিলটা তোমার জন্যই পাওয়া সম্ভব হয়েছে। তাই থ্যাঙ্কস। এর জন্য কি চাও বলো? আমি কারো কাছে ঋণী থাকতে পছন্দ করি না।”
মায়া হাসি মুখেই বলল, “কিচ্ছু চাই না স্যার। আমাকে আমার কাজের জন্য মাইনে দেওয়া হবে। তাই আমার কাছে কেউ ঋণী নয়। আর আমি আমার কাজ করেছি শুধু মাত্র। তাই এই নিয়ে আপনাকে অতো ভাবতে হবে না।”
আরমান কিছুটা গম্ভীর গলাতেই বলল, “তুমি তো দেখছি বেশ চালাক।”
মায়া আবারও মুচকি হেসে বলল, “একটু চালাক না হলে নিজের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারবো না স্যার। তাই একটু চালাক হওয়া অবশ্যই দরকার। আর আমাকে সবাই বোকা সোকা ভাবলেও আমি অতটা বোকাও নয়।”
আরমান:- “হ্যাঁ। তা তো দেখতেই পাচ্ছি।”
মায়া একটু আরমানের কাছে এগিয়ে এসে বলল, “আচ্ছা স্যার, আপনি আগে থেকেই জানতেন তাই না? যে ফাইল টা ওখান থেকে সরানো হয়েছে।”
আরমান বাঁকা হাসি দিয়ে বলল, “তুমি ভাবলে কি করে, এই আরমান শাহরিয়ার এর অফিসে আরমানের পিছনে কিছু হবে আর আরমান সেটা জানতে পারবে না?”
মায়া হতাশ গলায় বলল, “তাহলে আপনি আমাকে আগেই জানালেন না কেন? তাহলে তো এতোটা হয়রানি হতে হতো না।”
আরমান মায়ার দিকে আরো কিছুটা এগিয়ে এসে বলল, “তুমি প্রথমেই তোমার আসল ফাইল বের করলে না কেন? তাহলেও তো এতো হয়রানি হতে হতো না।”
এখন ওরা দুজন একদম এক হাত দূরত্বে সামনা সামনি দাড়িয়ে আছে। ওরা দুজন ছাড়া এই রুমে আর কোনো প্রাণী নেই। এখনো হালকা আওয়াজে গান চলছে। কিভাবে যেনো হঠাৎ করেই গানটাও রোমান্টিক হয়ে গেছে। আর মিটিং রুমের দরজাটাও বন্ধ।
এটা আর কারোর কাজ না, এক মাত্র আবির ছাড়া। ও মিটিং রুম থেকে বেরিয়ে গিয়ে দরজা টা লাগিয়ে দিয়ে গেছে।
আরমান মায়া চোখের দিকেই তাকিয়ে আছে। মায়া বললে, “ওই কপি ফাইলটাও কিন্তু আমরই কষ্ট করে বানানো ছিল। তাই ওটা অতো সিকিউরিটির পরও গায়েব হয়ে যাবে ভাবতে পারিনি। কিন্তু আপনি সব জেনেও চুপ থাকলেন কেন?”
আরমান মায়ার চোখের দিকে তাকিয়ে থেকেই বলল, “আমিও দেখতে চেয়েছিলাম এমন পরিস্থিতিতে তুমি কি করো। আর কিছুটা রাগও ছিল তোমার উপর…”
মায়া:- “ভেবেছিলেন আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। দায়িত্বজ্ঞানহীন এর মতো কাজ করেছি আমি তাই না?”
আরমান এই কথার কোনো উত্তর দিলো না। মায়া আবারও আরমানের চোখে চোখ রেখে বলল, “আমি জানতে চাই স্যার, ফাইল দুটো কে সরিয়েছে?”
আরমান মায়ার এই কথার ঠিক মতো পাত্তা না দিয়ে, এগিয়ে গেলো সোফার সামনে থাকা টেবিলের দিকে, ওখান থেকে ওর ফোনটা হাতে নিতে নিতে বলল, “খুব শীঘ্রই জানতে পারবে সেটা।”
মায়া অধৈর্য্য হয়ে আরমানের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, “না আমি এক্ষুনি জানতে চাই।”
আরমান মোবাইল নিয়ে মায়ার দিকে ঘুরতেই দুজনের শরীর ছুঁয় ছুঁয় অবস্থা, কিন্তু এতেও মায়ার কোনো হেলদোল নেই। ওর এখন কি হচ্ছে কোথায় আছে সেদিকের কোনো খেয়াল নেই, ওর মাথায় এখন জেদ চেপেছে, ও জানতে চাই ওর এতো কষ্ট করে রেডি করা ফাইল কে সরিয়েছে।
আরমান গম্ভীর গলায় বলল, “বললাম তো খুব শীঘ্রই সেটা জানতে পারবে। আর শোনো, তুমি না একদম ওই ড্যানিয়েল এর সাথে হেসে হেসে কথা বলবে না। আমি চাইনা কেউ আমার ক্লাইন্ট কে নিজের দিকে আকৃষ্ট করুক। তাই মিস্টার ড্যানিয়েল এর থেকে দূরে থাকবে।”
মায়া রাগে জেদে চিল্লিয়ে উঠলো, “বেশ করেছি উনার সাথে হেসে হেসে কথা বলেছি, আরো বলবো। আমি কার সাথে হেসে হেসে কথা বলবো আর বলবো না, এটা আপনি বলার কে?”
মায়ার এমন কথায়, আরমান মায়ার কোমর পেঁচিয়ে ধরে এক টানে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে তারপর আর এক হাত দিয়ে মায়ার থুতনি চেপে ধরে, মায়ার মুখের কাছে নিজের মুখ নিয়ে গিয়ে রাগে হিসহিসিয়ে বলল, “ভুলে যেওনা তুমি আমার এক মাসের জন্য কেনা সম্পত্তি। কথা ছিলো এই এক মাস তোমায় আমি যা বলবো তুমি তা অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু না, তুমি আমার কথার অবাধ্য হচ্ছো। এটা তো মানা যাই না মিস মায়া তালুকদার… তোমায় আমি এক মাসের জন্য কিনে নিয়েছি। সেটা কিভাবে ভুলে গেলে?? হ্যাঁ? এই একমাসে যদি আমি তোমায় আমার বিছানায় উঠতে বলি, সেটাও করতে হবে
তোমায় মিস মায়া তালুকদার।”
এদিকে আরমানের হাতের নোখ কমোরে চেপে বসায় জায়গা টা চিড়বিড় করে জ্বলে উঠলো। অন্যদিকে আবার আর এক হাত দিয়ে এমন ভাবে জোড়ে ওর চিবুক ধরেছে যে, মায়ার মুখের দাঁত নরম চামড়ায় বসে গিয়ে, রক্ত বেরিয়ে এলো। সেই নোনতা তরলের স্বাদ খুব ভালো ভাবেই অনুভব করতে পারলো মায়া। ব্যাথার তীব্রতায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো ওর। তবুও নির্দয় আরমান একবারের জন্যও হাত সরালো না।
চলবে….