আমার তুমি পর্ব-৩৩+৩৪

0
371

#আমার তুমি
#পর্বঃ৩৩
#তানিশা সুলতানা

প্রথম স্পর্শ। প্রথম ভালোবাসার ছোঁয়া। কিন্তু ভালো লাগছে না তুলতুলের। সায়ানের কাছে আসাতেই আরও বেশি রাগ হচ্ছে। নিজেকে ছোট মনে হচ্ছে। মনটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে।

তুলতুল নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। দুই হাত সায়ানের কাঁধে রেখে খামচি দেয়। বড়বড় নখ হওয়াতে অনায়াসে নখ গুলো ঢুকে যায় সায়ানের পিঠে। রক্ত চলে আসে।
সায়ান ব্যাথা পেলেও কোনো শব্দ করে না। তুলতুলের ওষ্ঠদ্বয়ে কামড় বসিয়ে দেয়৷ তুলতুল ঠিক যতটা শক্তি দিয়ে নখ বসিয়েছে সায়ানও ঠিক ততটাই শক্তি দিয়ে কামড়ে দিয়েছে।

তুলতুলও কোনো শব্দ করে না৷ সায়ান বেশ অবাক হয়। ছেড়ে দেয় তুলতুলকে।
ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। চোখ দিয়ে পানি গড়াচ্ছে।তুলতুল চোখ বন্ধ করে হাত দিয়ে ঠোঁটের রক্ত মুছে নেয়। লম্বা লম্বা শ্বাস টানে।

সায়ান তুলতুলের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে ওর? কেনো এমন করছে? কই আগে তো এমন করতো না?
এতোটা ব্যাথা পেলো তবুও শব্দ করলো না।
এতোটা সয্যশক্তি ওর? কি করে?

সায়ান ভাবছে।
তুলতুল চোখের পানি মুছে ফেলে। চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে।

“আপনি এটা ঠিক করেন নি। একদম ঠিক করেন নি। ভালো বাসেন নি আমায়। আমি শুধুই আপনার জেদ ছিলাম। আর কিছুই না।
বিশ্বাস করুন একটুও ভালোবাসেন নি আমায়। ভালোবাসা কি আপনি জানেন ও না।

একদমে কথা গুলো বলে থামে তুলতুল।
সায়ান বুকে হাত গুঁজে সরু চোখে তুলতুলের দিকে তাকিছে আছে।

” তুই চাচ্ছিস আমি তোকে ভালোবাসি? কেয়ার করি? তুই ব্যাথা পেলে আমি ঔষধ খাই?

বাঁকা হেসে বলে সায়ান।

“একদমই না। আর আমার চাওয়া না চাওয়ার কোনো দাম দেওয়া হয় না। যদি হতো তাহলে আজ আমি আপনার সাথে এভাবে থাকতাম না।

সায়ান চোয়াল শক্ত করে ফেলে। এই মেয়ে এতে ফটর ফটর কথা বলতে শিখলো কি করে? হঠাৎ এতো সাহস বাড়লো কি করে?
সায়ান হাত মুষ্টিবদ্ধ করে রাগ কমানোর চেষ্টা করে।

তুলতুলকে আজকে অন্য রকম সুন্দর লাগছে। অদ্ভুত সুন্দর। চোখের কাজল লেপ্টে গেছে। চোখ দুটো লাল টকটকে। সেই চোখে টলমল করছে পানি। ঠোঁটের লিপস্টিক মুছে হালকা হয়ে গেছে। খোলা চুলগুলো এলোমেলো হয়ে গেছে। বেবি হেয়ার গুলো মুখে এসে পড়েছে। চোখের পানিতে কিছু চুল ভিজে লেপ্টে গেছে। নীল শাড়ির আঁচলটা মাটিতে বিছিয়ে পড়েছে। হাত দুটো ফাঁকা।

সায়ানের রাগ নিমিষেই গলে জলে হয়ে যায়। তুলতুলের দিকে তাকালেই বুকের ভেতর তোলপাড় শুরু হয়ে যায়।

তুলতুল সায়ানের পাশ থেকে উঠে দাঁড়ায়। বেলকনির রেলিং ধরে আকাশের দিকে তাকায়।

” আমি আপনার জীবনটা এলোমেলো করে দিয়েছিলাম। এখানে আমার কোনো দোষ ছিলো না। আপনার সাথে যদি আমার রিলেশন থাকতো তাহলে আপনি আমাকে দোষ দিতে পারতেন। আমি মাথা পেতে নিতাম। বা ইফাদকে যদি আমি ইচ্ছে করে বিয়ে করতাম তাহলেও ধরে নিতাম আমারই দোষ।

কেউ পাশে ছিলো না আমার। খুব ইচ্ছে করতো কেউ একজন আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিক। মাথায় হাত বুলিয়ে বলুন “তুলতুল আমি আছি তো সব ঠিক করে দেবো”
পড়তে খুব ভালোবাসি আমি। ছোট থেকে স্বপ্ন ছিলো ব্যাংকার হবো। সেই স্বপ্নের পড়ালেখাটাও শেষ হয়ে গেছে আমার।
কাঁদতে কাঁদতে ভোর হয়ে যেতো।

গলা ধরে আসে তুলতুলের। সায়ান মাথা নিচু করে ফেলে। বলার মতো কিছুই নেই।

“আমি বাঁচতে চাই ভাইয়া। একটু ভালো থাকতে চাই। স্বাধীনতা চাই।
একটু মানসিক শান্তি চাই। পড়াশোনা কাটতে চাই।

বলতে বলতে কান্না করে ফেলে তুলতুল।
সায়ান তুলতুলের কাঁধে হাত রাখে। তুলতুল সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। সায়ান তুলতুলের মাথায় হাত বুলিয়ে দেয়।

” আমি পারছি না আর। একটা স্বাভাবিক জীবন চাই আমার। কেনো আর পাঁচটা মেয়ের মতো আমি সুখ পাই না? কেনো আমি সব সময় অবহেলার পাএী হয়ে যাই? কেনো কেউ আমাকে ভালোবাসে না? আমি কি ভালোবাসা পাওয়ার যৌগ্য নই?
তুলতুল কাঁদতে কাঁদতে বলে।
সায়ান চোখ বন্ধ করে তুলতুলকে জড়িয়ে থাকুক।

“পৃথিবীর সব সুখ আমি তোর পায়ের কাছে এনে দেবো তুলতুল৷ তোকে সুন্দর একটা জীবন উপহার দেবো। কলা তোর বার্থডে কালকেই তোকে প্রপোজ করবো।

সায়ান মনে মনে বলে।

বেশ কিছুখন কান্না করার পরে তুলতুল এক ঝটকায় সায়ানের থেকে সরে আসে। মাথা নিচু করে ফেলে।

” সরি
এই ভুল দ্বিতীয় বার হবে না।
বলেই তুলতুল চলে যায়। সায়ান মুচকি হাসে।
“এতোটা অভিমান? কিন্তু কেনো? এই অভিমানের কারণ কি?

এক তালা একটা বাড়ির সামনে এসে নামে তুলতুল সায়ান পাখি তুহিন আর ইমন।

আজকে থেকে এখানেই থাকবে সবাই। বাড়িটা খুব সুন্দর। মন জুড়িয়ে যাওয়ার মতো জায়গা।

তুলতুল হেঁটে হেঁটে দেখছে। সায়ান নিজেদের লাগেজ নিয়ে রুমে চলে যায়।

” তুলতুল শোনো

পাখির ডাকে তুলতুল থেমে যায়। পাখির দিকে তাকিয়ে মৃদু হাসে।

“কিছু বলবে আপু?

” হুমমম।
পাখি আমতা আমতা করে বলে।

“বলো?

” ভালোবাসো সায়ানকে?
চমকে ওঠে তুলতুল। পাখি উওর জানার জন্য অধিক আগ্রহে তাকিয়ে আছে তুলতুলের দিকে।
তুলতুলের ইচ্ছে করছে গলা ছেড়ে চিৎকার করে বলতে “হ্যাঁ ভীষণ ভালোবাসি আমি ওনাকে”
কিন্তু বলা যাবে না।

“নাহহহ
ভালোবাসি না।

দাঁতে দাঁত চেপে বলে তুলতুল।
পাখি খুশিতে লাফিয়ে ওঠে।

” আমি জানতাম তুমি ওকে ভালোবাসো না। কিন্তু আমি বাসি। খুব ভালোবাসি। নিজের থেকেও বেশি ভালোবাসি।

“জানি

” ডিভোর্স দিয়ে দাও ওকে প্লিজ। তারপর আমরা বিয়ে করবো।
পাখি খুশিতে গদগদ হয়ে বলে।
তুলতুল চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করে।

“সায়ান আপনাকে ভালোবাসে?
তুলতুল পাল্টা প্রশ্ন করে।

” যদি বলি ভালোবাসে না তাহলে বেঁকে বসবে”
মনে মনে বলে পাখি।

“হ্যাঁ খুব ভালোবাসে।

” প্রমাণ দিতে পারবেন?

“কিরকম?

” আজকে দেখে আপনিও সায়ানের গায়ে পড়ে থাকবেন আর আমিও ওনার গায়ে পড়ে থাকবো। আই মিন ইমপ্রেস এট্রাকশন এসব করার চেষ্টা করবো। দশ দিন সময়। যার প্রতি উনি বেশি সিমপ্যাথি দেখাবে যাকে ছোঁয়ার চেষ্টা করবে আমরা বুঝে নেবো উনি তাকেই ভালোবাসে।
রাজি?

পাখি কিছু একটা ভাবে।

“হ্যাঁ রাজি। সায়ান এমনিতেই সব সময় আমার দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে থাকে।

“এবার চোখ গেলে দেবো।
তুলতুল বিরবির করে বলে।

তুহিন এক গাল হেসে দরজার আড়াল থেকে তুলতুলকে বেস্ট অফ লাক জানায়।
আসলে তুহিন আগেই পাখির মতলব জেনে গেছিলো। তাই তুলতুলকে বলেছে এসব বলতে। তুলতুল প্রথমে রাজি হয় নি। পরে ভেবে দেখলো এটলিস্ট এটা তো জানা যাবে সায়ান কাকে ভালোবাসে।

” আসছি তাহলে?
প্লান করি গিয়ে কি কি করবো। আপনিও ভাবেন গিয়ে।

তুলতুল চলে যায়। রাগ হচ্ছে প্রচুর। পাখির ওপর না সায়ানের ওপর। ওই লোকটাকে জাস্ট সয্য হচ্ছে না তুলতুলের। শুধুমাত্র তুহিন কথায় রাজি হয়েছে তুলতুল আর কিছু না।
নেক্সট টাইম কখনো যাবি অপমান করে আর তুলতুল চুপ করে থাকবে না। পাল্টা অপমান করে দেবে + সাথে সাথে ডিভোর্স পেপার সামনে ফেলে দেবে সাইন করে।

অনেক হয়ে গেছে আর না।
শুরু দশটা দিন। তারপর অসবে নতুন ঘুর্ণিঝড় তুলতুল।

চলবে

#আমার তুমি
#পর্বঃ৩৪
#তানিশা সুলতানা

অনার্স প্রথম বর্ষের ফাইনাল এক্সাম শুরু কাল থেকে৷ সুমুর এখনো এডমিন কার্ড নেওয়া হয় নি। পড়ার চাপে ভুলেই গেছিলো। সায়ান কল করে তাড়া দিচ্ছে এডমিন কার্ড আমার জন্য। তাই সকাল সকাল ভার্সিটিতে যাচ্ছে সুমু। শানকে বলেছিলো শান মুখের ওপর না করে দিয়েছে। আজকে না কি শানের আর্জেন্ট কাজ আছে।

সকালের মিষ্টি রোদ সুমুর কাছে তেঁতো লাগছে। লাগারই কথা জৈষ্ঠ্যমাস। প্রচন্ড গরম সাথে রোদের তাপও বেশি।

মিষ্টি কালারের ওড়নাটা মাথায় ভালোভাবে পেঁচিয়ে দ্রুত হেঁটে চলেছে সুমু। রাস্তায় একটা রিক্সা বা অটো কিছুই নেই।
মেজাজ বিগড়ে যাচ্ছে।

“সুমু

কেঁপে ওঠে সুমু। বুকটা ধক করে ওঠে। কয়েক সেকেন্ডেই চোখ দুটো টলমল করে ওঠে। পেছনে ঘোরার সাহস সুমুর নেই।
আচ্ছা লোকটা কি পেছনে? নয় মাস পর লোকটার কন্ঠ শুনছে সুমু। কন্ঠ একটুও পরিবর্তন হয় নি। আচ্ছা মানুষটা কি পরিবর্তন হয়ে গেছে? মোটা হয়ে গেছে? না কি চিকন? কালো হয়েছে না কি ফর্সা?
এখানে কেনো এসেছে?

নিজের ভাবনায় নিজেই বিরক্ত সুমু।
কাঠফাঁটা রোদ্দুরে রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে সুমু। এক পাও করতে পারছে না।

আশিক বুঝতে পারে সুমু পেছন ঘুরবে না। তাই নিজেই সুমুর সামনে গিয়ে দাঁড়ায়।
মাথা নিচু করে আছে সুমু। ধবধবে ফর্সা মেয়েটার মুখটা খানিক কালো হয়ে গেছে। চোখের নিচে কালি জমেছে৷ মুখে কয়েকটা ব্রণ উঠেছে।
মুচকি হাসে আশিক।

” তাকাবে না আমার দিকে?

সুমুর খুব কাছে দাঁড়িয়ে বলে আশিক। সুমু দু পা পিছিয়ে যায়। হতাশ হয় আশিক।

“আমি অস্ট্রেলিয়া চলে গেছিলাম। জানতাম না সায়ানের এক্সিডেন্টের কথা। অস্ট্রেলিয়া যাওয়ার কথা তোমাকে বলি নি। কারণ তুমি তো জানোই আমি আমার পবলেম গুলো নিজেই সলভ করতে ভালোবাসি।

তোমাকে অনেক বার কল করেছি কিন্তু তুমি রিসিভ করো নি। ফেসবুক ইনস্টাগ্রাম হটসঅপস সব জায়গায় তোমায় খুঁজেছি কিন্তু তুমি আমায় ব্লক করে দিয়েছিলে।

আজকেই বাড়ি ফিরেছি। সদর হাসপাতালে পার্মানেন্ট ডাক্তার হয়েছি আমি।
আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। এখন আর কোনো বাঁধা নেই।

আশিক সুমুর ডান হাতটা ধরে বলে।
সুমু চোখ তুলে আশিকের দিকে এক পলক তাকায়। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে লোকটা।
সুমু তাচ্ছিল্য হেসে নিজের হাতটা ছাড়িয়ে নেয়।

” কংগ্রাচুলেশনস
একদিন বাসায় আসবেন। মা আপনার কথা খুব বলে।
আসছি ভাইয়া।

আশিক চোখ বন্ধ করে ফেলে। এতোটা চেঞ্জ কি করে হয়ে গেলো সুমু? এটা সেই সুমু তো যে আশিককে পাগলের মতো ভালোবাসতো?

“আমায় ইগনোর করছো?

দু পা এগিয়ে গেছিলো। আশিকের কথায় থেমে যায়। আশিকের দিকে ঘুরে মুচকি হাসে।

” একদম না।

“তাহলে এভাবে কেনো কথা বলছো? বাড়ি ফিরেই তোমার কাছে চলে আসলাম আর তোমার কথা বলার কি ধরন?
মনে হচ্ছে চিনোই না।
আশিক বেশ রেগে বলে।

“আপনার শূন্য পকেটে আপনার পাশে থাকতে চেয়েছিলাম আমি। আপনার পাশে থেকে আপনার সাকসেস দেখতে চেয়েছিলাম। আপনি সাকসেস হওয়ার পর আপনার হাত ধরতে চাই নি আমি।

সুমু আশিকের চোখে চোখ রেখে বলে।
আশিক থমকায়।

” সুমু এখানে কেনো? ভার্সিটিতে যাবে তো?

ঈশান (ইশার ভাই) সুমুর সামনে বাইক থামিয়ে বলে। সুমু আশিকের দিকে এক পলক তাকায়।

“হুমম যাবো তো

” আমার সাথে এসো।

“হুমম চলো

ঈশানে বাইকে ওঠে সুমু। এক বারও পেছন ফিরে তাকায় না। আশিক সুমুর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে।

” স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আমি কি ভালোবাসা হারিয়ে ফেললাম?

🥀🥀
সকাল সকাল পাখি রান্না করছে। সায়ানকে ইমপ্রেস করার প্রথম ধাপ। মোরগ পোলাও বানাচ্ছে। সায়ান তুলতুলের দিকে তাকিয়ে আছে। তুলতুল মন দিয়ে টিভি দেখছে। খাটের ওপর গোল হয়ে বসে রিমোট থুতনিতে ঠেকিয়ে একটুখানি হা করে এক দৃষ্টিতে টিভির দিকে তাকিয়ে আছে। একটা হিন্দি মুভি দেখছে।

সায়ান তুলতুলের পাশে বসে তাকিয়ে আছে। আজ কাল মেয়েটা একটু বেশিই সাজুগুজু করছে। সায়ানকে পাগল করার ধান্দা।
আজকে গোলাপি শাড়ি পড়েছে। সিল্কের শাড়ি। পাতলা ছিলছিলে।

সায়ান কখন থেকে ভাবছে শাড়ি চেঞ্জ করতে বলবে। কিন্তু পারছে না। অবশ্য ইচ্ছে করেই বলছে না। মারাক্তক সুন্দর লাগছে তুলতুলকে। ইচ্ছে করছে খেয়ে ফেলতে।
এই সৌন্দর্য উপভোগ করার জন্য সায়ান রুমের বাইরে যাচ্ছে না। স্যার কয়েক বার কল করেছে। সায়ান ফোন সুইচঅফ করে রেখেছে।

তুহিন দরজায় নক করছে।

“তুলতুল কথা ছিলো।

তুহিনের গলা শুনতেই তুলতুল লাফ দিয়ে নামে। তুহিনের খবর মানেই তরতাজা খবর৷ একদম কাজের ছেলেটা।

” তুলতুল ওখানেই দাঁড়িয়ে থাক।
সায়ান চোখ পাকিয়ে বলে।

“আপনার কথা আমি শুনবো? হাসালেন?

সায়ানকে ভেংচি কেটে তুলতুল দরজার দিকে যেতে নেয়।
সায়ান কটমট চোখে তাকায় তুলতুলের দিকে। তুলতুল সেদিকে পাত্তা দেয় না।
দরজার ছিটকেনিতে হাত দেবে তখনই সায়ান তুলতুলের হাত ধরে ফেলে। তুলতুল রেগে তাকায় সায়ানের দিকে।

” তুহিন তুলতুল এখন বিজি। আমার পা টিপছে। পরে বইলো যা বলার। এখন ডিস্টার্ব করবা না একদম।

দুই হাতে তুলতুলকে উঁচু করে খাটের কাছে নিয়ে যেতে যেতে বলে সায়ান।
তুলতুল সায়ানের হাতে নখ বসিয়ে দেয়। রাগে চোয়াল শক্ত করে।
আজাইরা লোক একটা।

“তুলতুলকে খাটে বসিয়ে দেয় সায়ান। তুলতুলের সামনে হাঁটু মুরে বসে। তুলতুলের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। তুলতুল সরু চোখে সায়ানের দিকে তাকিয়ে আছে।

” শাড়িটা একদম পাতলা। তোর শরীরের গঠন বোঝা যাচ্ছে। এভাবে বাইরে গেলে সবাই তাকাবে তোর দিকে। সেটা আমার সয্য হবে না।
এসব শাড়ি শুধু বেডরুমে পড়বি। আমাকে ইমপ্রেস করতে। বাইরে যদি পড়েছিস তো তোকে সহ শাড়ি পুরিয়ে ফেলবো।

বলতে বলতে তুলতুলের হাতে চুমু খায় সায়ান। চমকায় তুলতুল। চোখ দুটো বন্ধ করে নেয়।
আচমকা সায়ান তুলতুলের কোমর জড়িয়ে তুলতুলের কোলে মাথা রাখে। আরেকবার চমকে ওঠে তুলতুল। হাত পা,অবশ হয়ে যাচ্ছে।

“তুই আবার আমায় ঠকাবি তুলতুল। কিন্তু সেই সুযোগ তোকে আমি দেবো না। আমার বেবি চাই।

সায়ানের কথা শুনে চমকে ওঠে তুলতুল৷ এক লাফে উঠে যায়। চোখ দুটো বড়বড় করে তাকায় সায়ানের দিকে।
সায়ান মাথা চুলকে সোজা হয়ে বসে।

” কি বললেন আপনি?
তুলতুল রিনরিনিয়ে বলে।

“বললাম তোকে এখন শাড়ি পড়াবো আমি।

সায়ান নিজের লাগেজ খুলে গোলাপি রংয়ের একটা জামদানী শাড়ি বের করে।

তুলতুল এখনো সায়ানের দিকে তাকিয়ে আছে। সায়ান সেদিকে পাত্তা না দিয়ে তুলতুলের শাড়ির কুঁচি গুলো এক টানে খুলে ফেলে। হুশ ফেরে তুলতুলের।

” আআমি একাই পারবো।

সায়ানের থেকে শাড়ি নিতে চেয়ে বলে।

“জানি পাড়বি তবুও আমি পড়াবো।

“প্লিজ আমি একাই

তুলতুলের কথা শেষ হওয়ার আগেই সায়ান তুলতুলের কোমর জড়িয়ে তুলতুলের মুখে হাত দেয়।
” হিসসসসসসসসস কোনো কথা নয়।
তুলতুলের কানে ফিসফিস করে বলে সায়ান।

তুলতুল চুপ করে যায়। সায়ান তুলতুলের মুখ থেকে হাত সরিয়ে শাড়ির ভাজ খুলতে থাকে।
এই সুযোগেই তুলতুল এক দৌড়ে গিয়ে দরজা খুলে।

“আগে প্রমাণ করেন ভালোবাসেন তবেই আপনার কথা শুনবো।
বলেই তুলতুল ঝড়ের গতিতে চলে যায়।

রাগে সায়ানের চোখ মুখ লাল হয়ে যায়।

” তোকে আজকে হাতের কাছে পেলে লবন মরিচ দিয়ে কাঁচা খেয়ে ফেলবো আমি।
সায়ান শাড়িটা মুঠ করে ধরে চোয়াল শক্ত করে বলে।

চলবে