আমার হৃদয়ে সে পর্ব-১৬

0
821

আমার_হৃদয়ে_সে
#রোকসানা_আক্তার
পর্ব-১৬

দেখতে দেখতে আজ সাতদিন শেষ হলো।এই সাতদিনেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারি নি। ইনসিকিউরডের মধ্যে আছি।আর এই সাতদিনের ভেতর অভি অনেক মেসেজ করেছে।তিনশোর মতন হবে হয়তো।আমি একটাও মেসেজেরেও রিপ্লাই দিই নি।মেসেন্জারেও পাঠিয়েছে।সেগুলো সিনই করি নি!শুনলাম অভির বাবা কামাল শেখ,মানে আমার শ্বশুর আগামী সোমবার দেশে ফিরবেন!তিনি এসেই একটা সিদ্ধান্ত নেবেন।

২৩.
আজ সোমবার।দুপুরেই উনি আসবেন।তাই খালামণি রান্নাবান্না সব সেরে ফেলেছেন।আঙ্কেলও আজ উনার অফিসে যান নি উনি আসবেন তাই।বেলা দু’টার দিকে আমার শ্বশুর আসেন।সাথে আমার বাবাও এসেছেন দেখছি!বাবাকে যে আসবেন এটা আমি আন্দাজ করিনি।হয়তো অভির বাবাই নিয়ে এসেছেন।আমি দরজার ফাঁক দিয়ে উনাদের দেখলাম। আঙ্কেল বলেন,

“কেমন আছেন,বেয়াই সাহেব?অনেকদিন পর দেখলাম।”
“জ্বী অনেকদিন পরই দেখা হচ্ছে।আসলে কোম্পানিতে
প্রচুর লোকসান হয়েছিলো পণ্যের প্রডিউস খারাপ হওয়ার কারণে।তাই আর কি বিদেশ থেকে ভালো কিছু পণ্যের স্যাম্পল আমাদের কোম্পানিতে প্রোভাইড করেছি যাতে লোকসান কমে।এই নিয়ে বহুৎ ঝামেলা সইতে হয়েছে রে ভাই!কতগুলা স্যাম্পল সিলেক্ট করেছি আবার রিজেক্ট করেছি এই আর কি।তাই ফিরতে এতো দেরী হয়েছে।”
“বুঝলাম,বেয়াই।রাহেলা?টেবিলে নাস্তা দিয়ে যাও।”
“আমি কিছু খেতে আসি নি, বেয়াই সাহেব?আমি পারিসার সাথে কথা বলতে এসেছি।আপনি পারিসাকে একটু ডাকুন কষ্ট করে।”
“আচ্ছা ডাকবো, বেয়াই।সেটা নিয়ে তাগাদার কিছু নেই।
আগে খাওয়াদাওয়া শেষ করেন। কতদিন পর এলেন এই গরীবদের বাড়িতে!”
“এটা কেমন কথা,বেয়াই?আসলে খেতাম।কিন্তু আজ
খাওয়ার মতন আমার মানসিকতা টা নেই।তাই প্লিজ খাওয়ার জন্যে জোর করবেন না।আপনি পারিসাকে ডাকুন।”

আঙ্কেল অভির বাবার এ’কথার পিঠে আর কোনো জবাব তুললেন না।বোধহয় আমার রুমের দরজার দিকে তাকালেন।দুই সেকেন্ডস বাদেই শুনলাম,

“পারিসা তোমার শ্বশুর তোমাকে ডাকছেন?”

আমি আয়নার দিকে তাকিয়ে মাথার ওড়নাটা ভালোভাবে ঠিক করে বাইরে এলাম।সালাম করলাম।অভির বাবা হেসে সালামের জবাব নিলেন।বললাম,
“কেমন আছেন,বাবা?”
“ভালো আর কীভাবে,মা?”
বলে মুখটা নিরস করে ফেলেন।তারপর ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলেন,

“বসো এখানে।”

আমি উনার পাশের সোফাটায় বসলাম।উনি চোখের চশমাটা খুলে সেন্টার টেবিলের উপর রাখলেন।সাত-আঁট সেকেন্ডস চুপ থেকে এবার আবার আমার দিকে তাকালেন।অত্যন্ত শান্ত এবং সুদৃঢ় কন্ঠে বলেন,
“পারিসা,নিশ্চয় জানো এখানে কেন এসেছি।”

আমি আলতো মাথা নেড়ে “জ্বী” ইঙ্গিত করলাম।বললেন,
“অভির ব্যাপারগুলো শুনলাম তার মার থেকে।তবে তুমি খুব পাষাণ মেয়ে! ”

আমি প্রশ্নসূচক চোখে অভির বাবার দিকে তাকালাম।বললেন,
“এই আঁট মাস ধরে কীভাবে পারলে এতটা কষ্ট লুকিয়ে রাখতে!কীভাবে!আমার মাথায়ই আসছে না!তোমার ধৈর্য্যের তারিফ করছি না।তোমার মান্যতা, শান্ত্বতা এবং ভদ্রতা দেখে যথেষ্ট অবাক হচ্ছি!তবে এতটা শিষ্টাচারও ভালো না!হীতে বিপরীত।অভির ওরকম বিহেভিয়ারে তোমার উচিত ছিল অভিকে তার যোগ্য কথা শুনিয়ে দেওয়া।তেমার শাশুড়ী ছিল,ননদী ছিল বা ফোনে আমাকেও বলতে পারতে এই ব্যাপারটা!”
“আসলে বাবা,আমি ভাবলাম ব্যাপারটা আমার এবং অভির ম…!”

অভির বাবা আমাকে পুরো কথা শেষ করতে না দিয়ে হাত উঁচিয়ে থামিয়ে দেন। বলেন,
“সমস্যাটা এখানেই!”

মাথা নুইয়ে চুপ করে রইলাম।অভির বাবা এবার আমার বাবার দিকে তাকিয়ে বলেন,

“তোরও উচিত ছিল তোর মেয়ের ব্যাপারে খোঁজখবর রাখা ও কেমন আছে?কীভাবে আছে?ইত্যাদি তাও রাখোস নি।এতটা অজ্ঞার্তীয় হলে হয় না!ও তোদেরই মেয়ে।আমাদের না বললেও তোদের ঠিকই বলতো!’

বাবাও মাথা নুইয়ে ফেলেন।তারপর চোখের চশমাটা ঠিক করে আমতা আমতা গলায় বলেন,
“আ স লে আমি ভাবলাম মেয়ে সুখে আছে তাই আর কি..!আর হ্যাঁ পারিসা বলেছিলো অনেকবার।বিশ্বাস হয়নি!”
“এখন বিশ্বাস হয়েছে,তাই না?এই তোদের জন্যে মেয়েদের কপালে এতটা দুর্ভোগ!নিজের মেয়েকে বিশ্বাস না করে পরের ছেলেকে বিশ্বাস!”
“আসলে কামাল তোকে ত আমি চোখবুঁজে বিশ্বাস করি তা তুই জানোস ই। তাই তোর ছেলে ভেবে অভিকেও তাই করেছি।”
“আমার ছেলে আমার মতন এটাই ভেবেছিস তাইতো?”

বাবা মাথা নাড়েন।অভির বাবা নাকের পাটা ফুঁলিয়ে বলেন,
“বড় ঠিকই হয়েছিস।বুদ্ধি টা বাড়ে নি।ডান হাত দিয়ে ভাত খায় মানুষ।তাই বলে বাম হাত দিয়ে খেতে হয়?হাতের কনিষ্ঠা আঙ্গুল ছোট্ট তাই বলে অনামিকাও ছোট্ট হয়ে যাবে?একটু সর্বধিক ভাবার চেষ্টা কর!এত কম বুদ্ধি দিয়ে কীভাবে পারিস অফিস করতে?ক্লাইন্টরা কি অফিস দেখতে আসে নাকি?আচ্ছা যাইহোক বাদ!পারিসা?আমি তোমাকে বলতেছি এবার!ডিরেক্ট উত্তর দিবা!তোমার এখন ডিসিশন কী?”

আমি গাঢ় চোখে অভির বাবার দিকে তাকাই।তারপর আমার বাবার দিকে!কী উত্তর করবো এই মুহূর্তে কিছুই বুঝতেছি না ঠিক!চুপ থাকার সময়টা ১০/১২ সেকেন্ডসের উপরে গিয়ে গড়ায়।আমার উত্তর দিতে দেরী দেখে অভির বাবা আবার বললেন,

“অনেকদিন ধরে শুনতেছি ঝামেলা টা চলছে!তবে এভাবে কতদিন?এভাবে হয় না!”
“হ্যাঁ।” খালামণি।
“একটা ডিসিশন নেওয়া উচিত, পারিসা?একটা ডিসিশন দাও!কি করবে?ডিভোর্স নাকি অন্যকিছু?আঙ্কেল।

আমিও জানি এভাবে লম্বা সময় নিয়ে হয় না।আসলেই একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমাকে।বললাম
“আমাকে আর দুইদিন কষ্ট করে সময় দিন!আমি দুইদিনের মধ্যেই ডিসিশন নিয়ে জানাবো।”

সবাই মানে।সেদিন দুপুরে সবাই চলে যাবার সন্ধের পর হঠাৎ অভি এসে হাজির হয়।তবে সে একা।খালামণিকে একটু সৌজন্যতা দেখিয়ে সরাসরি সে আমার রুমে চলে আসে।আমি তাকে দেখে চরম মাত্রায় অবাক।সে প্যান্টের পকেটে হাত গুঁজে সরু হয়ে দাঁড়ায়।বলে,

“অনেকটা চ্যাঁচড়া হয়েছি তোমার কাছে।আমার বাবার কাছে।আমার মার কাছে!আমার বোনের কাছে।ইভেন তোমার খালামণি এবং আঙ্কেলের কাছেও!আমার নিজেরও যে একটা আত্মসম্মান বলে কথা আছে তা আমি নিতান্তই ভুলে গেছি!আর আমার আত্মসম্মানের দিকটা এই সামনের মানুষটার কোনো হেলদোল নেই।তুমি বড্ডই পাষাণ পারিসা!আজ এটুকু কথাই বলতে এসেছি তোমাকে দু’দিন পর তোমার ফাইনাল ডিসিশন হবে।ফাইনাল ডিসিশন নেবার আগে সবদিক টা একটু ভাববে আশা করি!”

বলে পকেট থেকে হাতদুটো বের করে ।তারপর তিন চার সেকেন্ডস চুপ থেকে আবার বলে,
“তোমার সাথে আমার বিয়ে হয়েছে।কিন্তু বিয়ের আগে তোমাকে আমি ওতটা ভালোভাবে জানি নি।জানবোই বা কীভাবে?তোমাদের বাড়িতে যতবার গিয়েছি একবারও তোমার সাথে দীর্ঘ কথা হয়নি।ক্লোজ হয়নি শুধু সৌজন্যমূলক কথা ছাড়া!আর সেই তোমার সাথেই আমার বিয়ে হয়ে গেছে!বিয়ের রাতে কত স্বপ্ন ছিল তোমাকে একফোঁড় দেখবো।তোমার সাথে কথা বলবো।সারারাত দুজনে বসে বসে গল্প করবো।দরজা ঠেলে ঢুকার আগ মুহূর্তেইও অবাধ্য মনটা খুব আনচান করেছিলো।কিন্তু কপালটা যে আমার মন্দ?তোমাকে দেখার,ছোঁয়ার আক্রোশটা ভাগ্যের ফেরে দমিয়ে আবিষ্কার হলো তুমি চরিত্রহীনা!বুঝলাম ই না এরকম কীভাবে হলো!যাইহোক,ইউর লাইফ,ইউর চোজ।তোমাকে জোর করছি না!আই হোপ সবকিছু অন্তত একটিবার ভেবে ইউ উইল টেক ডিসিশন!”
“আপনার বলা কথা শেষ?”

অভি সরু চোখে তাকায়!বললাম,
“এতকিছু আর জানি না! আমাকে চরিত্রহীন বিয়ের রাতেই উপাধি দিয়েছেন।তো দিলেন যে একবারও জাস্টিফাই করার ভাবনা মাথায় আসে নি?আঁট আঁটটা মাস তো দেখলেন আমাকে?আমার চলনবলন।আমার হাবভাব!তাতেও মনে হলো আমি চরিত্রহীনা?আসলে আপনার মাঝে ব্যক্তিত্বতার অভাব আছে।আর একজন ব্যক্তিত্বহীন পুরুষ আমার জন্যে সামনে কী নিয়ে আসবে এখনই বুঝতেছি!আপনি পরিস্থিতির কারণে এখন চাপা!পরিস্থিতি স্বাভাবিক হলে বা আমার সাথে সংসারে গেলে আপনার সেই ব্যক্তিত্বহীন রূপটা আবার আসবে!”

“আমাকে চেনো নি তুমি,পারিসা!যদি চিনতে চাও?কাইন্ডলি রিকুয়েষ্ট আমাকে অন্তত আর একটাবার সুযোগ দাও!যদি এই সুযোগে আমাকে তোমার ভালো মনে হয় তাহলে এভাবে পাশেই থেকো।যদি সুইটেবল না হয় তাহলে ডিভোর্স দিয়ে দিও!কোনো আপত্তি করবো না।”
“সুযোগ দিলে আবারো আরেকটা চরিত্রহীনার দাগ বসাতে হবে আমাকে!”
“তাহলে ডিভোর্স দেবে?এটাই চাচ্ছ?”
“আপনার কি মনে হয়?”

অভি সরু চোখে আমার দিকে তাকায়।আমিও তাকাই তার দিকে।তার তাকানোর মাঝে চোখমুখ ক্রমশ কুঁচকে আসতে থাকে।দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে।বলে,

“বিয়েটা পুতুল খেলা নয়!”
“আর জীবনটাও!”

চলবে।