আমার হৃদয়ে সে পর্ব-২৯

0
670

#আমার_হৃদয়ে_সে
#রোকসানা_আক্তার
পর্ব-২৯

বউ,আমার?মিস ইউ!”

বলেই মাথাটা তার এগিয়ে এনে আমার ঠোঁটজোড়ার উপর আলতো একটা চুম্বন এঁকে দেয়।আমি জোরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই।নাক ফুলিয়ে চাপা অভিমানটা এবার আমার মাথায় মাথাচাড়া দিয়ে ওঠে।ধড়াম বলে উঠি,

“মিথ্যাবাদী!”

আমার কথার পিঠে হৃদয় একদণ্ড হেসে ফেলে।হাসি থামিয়ে বলে,
“বউ রাগ করছে কেন?কি করেছে তার স্বামী?”
“ইউ স্টপ!ন্যাঁকা অভিনয় বন্ধ করুন।”

হৃদয় আবারো হেসে ফেলে।আমি নাকের পাটা ফুঁলিয়ে বলে উঠি,
“বেহায়া।”

হৃদয় এবার যেনো হাসিতে আরে লুটোপুটি খাবে এহেন অবস্থা হয়ে যায়।তা দেখে আমার পিত্তি জ্বলে উঠে।কপালে দীর্ঘ ভাঁজ ফেলে চলে আসতে উদ্ভুত হলে হৃদয় পেছন থেকে আমাকে টেনে ধরে।তার বাহুদ্বরে আবদ্ধ করে নিয়ে পেছনের চুলগুলো ঠিক করতে করতে বলে,

“রাগ করে না বউ।বাবা যে এতো তাড়াতাড়ি আসছে আমিও জানতাম না।আজ হঠাৎ ফোনে আমার সদ্য ঘুম ভাঙ্গিয়ে বলে এই সপ্তাহের ভেতরই নাকি তিনি আসছেন।সেই কথাটা দু’ঘন্টা পর তোমার আঙ্কেলকে কল করে জানাই। তোমাকে সরাসরি সারপ্রাইজ দিবো ভেবে জানাই নি।এই দ্যাখো,এখন আসলাম সেই সারপ্রাইজটা দিতে।আর এসে দেখি বউ যদি আমার তার স্বামীর উপর রাগ করে থাকে তাহলে স্বামীর কাছে কেমন টা লাগে?”

শেষ কথাগুলো শুনে আমার কপালের ভাঁজ মসৃণ হয়ে এলো।সাথে মুচকি হাসিও ফুটে উঠলো।পেছন ফিরি।বলি,
“হয়েছে বুঝলাম।এবার আমাকে ছাড়ুন।সোফায় যেয়ে বসুন।আমি আসছি।”
“পরে যাবো।আজ অনেকদিন পর বউকে কাছে পেয়েছি এতো তাড়াতাড়ি কি ছেড়ে দেওয়ার জন্যে?”

এই লোকটার উদ্দেশ্য সৎ ঠেকছে না।যেকোনো মুহূর্তে অঘটন ঘটিয়ে ফেলতে পারে।দরজাটাও ভিড়ানো।খালামণি বা আঙ্কেল যে কোনো মুহূর্তে এর দরজা ঠেলে যদি রুমে ঢুলে গেলো?ভেবেই দেরী করলাম না।পেছনের কাঁধ দিয়ে হৃদয়কে খুব জোরে ধাক্কা।ওমনি হৃদয়,

“আআআ পড়ে যাচ্ছি…! ”

আমি আতঙ্ক মাখা চোখে পেছনে ফিরি।আচমকা ঠোঁটের উপর হাত চলে আসে।একহাতে রেলিং চেপে ধরে অন্যহাত শূন্যে ছুঁড়ে আছে হৃদয়ের।রেলিং না ধরলে নিচে পড়ে যেত নির্ঘাত।অল্পের জন্যে বেঁচে গেছে।আমি দৌড়ে হৃদয়কে ধরতে নিলে হৃদয় আমাকে সময় না দিয়ে ছিটকে উঠে দাঁড়ায়।বুকে হাত রেখে জোরে বার কয়েক শ্বাস নেয়।তারপর বলে,
“বাব্বাহ এতে জোরে কেউ ধাক্কা মারে,বউ?অল্পের জন্যে বাঁচলাম।”

বলে আবারো হাঁপাতে থাকে।আমার চোখের দৃষ্টি নত হয়ে আসে।দিলাম তো আস্তে। এতো জোরে পড়েছে!ভাবনার মাঝে খালামণি দৌড়ে দরজা ঠেলে ভেতরে ঢুকেন।বেলকনির দিকে এগিয়ে বলেন,
“কি হয়েছে পারিসা?এখান থেকে কিচেনে যে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম?”

আমার ঠোঁট নড়ে উঠে।মুখ দিয়ে শব্দ বের করতে পারিনি।তবে হৃদয় চুপ করে থাকে নি।ছটাং বলে উঠে,

“আপনার মেয়ে তো আমাকে শেষ করে দিত আজ, খালামণি?”
“মানে?”
“নাহ মানে হলো ও রেলিং এর উপর একটা তেলাপোকা দেখে ভয় পেয়ে চিৎকার দিয়েছিলো। ওর চিৎকারে আমিও ভয় পেয়েছিলাম।”

খালামণি হৃদয়ের কথায় চোখজোড়া ক্রমাগত ছোট্ট করতে থাকেন।এর মানে হৃদয়ের কথা খালামণির বোধগম্য হচ্ছে না।কারণ খালামণি জানেন আমি
তেলাপোকায় ভয় পাইনা। আমি অসংযতে পড়ে গেলাম।খালামণিকে শুধলাতে ফোঁড়ন কেঁটে বলে উঠলাম,
“নাহ মানে খালামণি তেলাপোকাটা রেলিং এর উপর থেকে আমার গাঁয়ের উপর ঝাঁপ দিতে চেয়েছিল।আচমকা কিছুর উপস্থিততে ভয় পেয়ে যাই আর কি।এই আপনিও না ভালোমতো গুছিয়ে বলতে পারেন না।”

শেষ কথাটা হৃদয়কে উদ্দেশ্য করে।হৃদয় চোখ ছোট্ট করে মৃদু হাসে ।তারপর মাথা নাড়ে।খালামণি এবার বুঝতে পারেন।হাই তোলে বলেন,
“দাঁড়িয়ে কত আর কথা বলবি?মেহমানকে খেতে দিতে হবে না?বাবা সোফা যেয়ে বসো।”

৪৬.
আজ আরো দুইদিন কেঁটে গেলো।শুনলাম আজ রাতেই নাকি হৃদয়ের বাবা বাড়িতে ফিরবেন। সন্ধের দিকে হৃদয় আমাকে কল করে সংবাদটা জানায়।সে সংবাদ শুনে আমি ভেতরে ভেতরে খুব পুলকিত।পুলকিত কেন অবশ্যি তার কারণ জানি না।তবে বেশ পুলকিত।রাতে খাওয়াদাওয়া সেরে রুমে এসে শুলাম।এমন সময় ফোন বেজে। স্ক্রিনে তাকিয়ে আমার জামাইটা।রিসিভ করে বললাম,

“বলো?”

ওপাশ থেকে হৃদয়ের নৈঃশব্দতা।বললাম,
“চুপ কেন?আচ্ছা,এই শুনুন?বাবা কি পৌঁছেছেন?”

বার কয়েক দৃঢ় শ্বাস ছেড়ে ওপাশ থেকে এবার হৃদয়ের খুব স্বর ভেসে আসে।তবে খুব আস্তে,
“হ্যাঁ।”

আমি হেসে দিলাম।বললাম,
“এটাতো ভারী খুশি খবর।তো এই খুশির মুহূ্র্তে আমার স্বামীর লাগে মন খারাপ?”

হৃদয়ের আবারো নিরবতা।বললাম,
“এই বারবার চুপ হয়ে যান কেন?কথার জবাব দেন।এবার কিন্তু চুপ থাকলে এখুনি আপনার বাড়িতে যেয়ে আপনাকে কিস করবো।”
বলে নিজ মনে খিলখিল করে আবারো হেসে উঠলাম।
“পারিসা?বাবা যেন কেমন বিহেভ করছে!”

এবার মুখের হাসিটা ঠোঁটের সাথে চেপে যায়।কপালের উপর উপচে পড়া চুলগুলো বামহাত দিয়ে কানের পেছনে গুঁজে নিই বলি,
“কেমন বিহেভ করে মানে?”
“পারিসা, আমি বুঝতেছি না বাবা কেন ডিভোর্সের বিষয়টা নিয়ে এতটা বিগড়াচ্ছেন।সামান্য একটা ডিভোর্সের ব্যাপারই তো।তুমিতো অভির সাথে সংসারও করোনি।তারপরও বাবাকে বুঝাতে পারছি না।মরে যেতে ইচ্ছে করতেছে পারিসা আমার।খুব মরে যেতে ইচ্ছে করতেছে।এই সময় বাবার এরকম বিহেভিয়ার সত্যিই আমি আশা করি নি।”

বলে হৃদয় কেমন ছন্নছাড়া পাখির মতন ছটফট আওয়াজ তুলতে থাকলো।আওয়াজগুলো বেদনার আওয়াজ।বললাম,
“আপনি আমাদের বিয়ের আগে বলেন নি আপনার বাবাকে আমার যে আগে একজায়গায় ডিভোর্স হয়েছিল?”
“বাবাকে এসব বলার সময় পাইনি।মাকে বলেছিলাম।ভাবলাম মা বাবাকে বলেছেন হয়তো।এখন শুনলাম মা বাবাকে কিছুই বলেননি।তবে যা হবার তো হয়েই গেছে তাই না?বাবা এখন আগের ইতিহাস ঘেঁটে কি লাভ পারিসা!কি লাভ!”
“উনার অনেক লাভ।কারণ আপনি উনার একমাত্র ছেলে।এক ছেলেকে নিয়ে বাবাদের কত স্বপ্ন থাকে।কত আশা থাকে।আপনি উনার সেই স্বপ্ন এবং আশায় গুড় বালি দিয়েছেন।ভুল করেছেন।খুব ভুল করেছেন।”
“নাহ,পারিসা,নাহ।কোনো ভুল করি নি।আমি তোমাকে ভালোবাসি।আর আমার ভালোবাসাই সত্যি।সত্যি আমাদের বিয়ে।পারিসা তুমি শুধু আমাকে একটু আশ্বাস…..!”

কেঁটে দিলাম হৃদয়ের কল।শুনলাম না ওর আর কোনো কথা! আঘাতটা এবার ঠিক বুকের মাঝখানে এসে বিঁধলো।ভেতরে সব দুমড়ে মুচড়ে যাচ্ছে।চোখের পাতা ভার হয়ে এসেছে।গলা জড়িয়ে কান্নাগুলো বেরিয়ে আসতে চাইছে।মুখ চেপে গলার বেগতিক কান্না চাপাতে উঠে লাগলাম।
“আমি আর পারছি না আল্লাহ!আর নিতে পারছি না!আর না!

সেই রাতে ঘুম আসে নি আর।পুরো রাত জেগে থেকেছিলাম।শেষরাতে চোখবুঁজে এসেছিলো।পরক্ষণে আবার ধপ করে খুলে গেলো।পুরো রাতে হৃদয়ের অসংখ্যবার কল এসেছিলো।মেসেজ এসেছিলো।রিসিভ করি নি!মেসেজ গুলো দেখিনি।ওর কল,মেসেজ দেখবোই বা আর কেন আমি যে আবারো আরো একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি!এই ভুলের এবার মাশুল কিভাবে দেব?কিভাবে?

৪৭.
বেলা দশটা/এগারোটার দিকে দরজায় প্রবল করাঘাতে চোখ থেকে তন্দ্রাঘুম ছুটে যায়।এলোপাতাড়ী চোখে উঠে বসি।মাথাটা ভার খুব।সাথে মাথাব্যথাও ।চারদিকে চোখ বুলাই।সবকিছু ঝাপসা ঝাপসা লাগছে।মাথার চুলগুলো আলতো টেনে ধরি।আবারো দরজায় করাঘাত।

” পারিসা?পারিসা?পারিসা?”

ওপাশে হৃদয়ের আওয়াজ!হৃদয়ের কন্ঠস্বর শুনতে চোখজোড়া আবারো পানিতে ভরে গেলো।তরতর করে কয়েক ফোঁটা ঝরে পড়লো।বুকে হাত রেখে শান্ত করার চেষ্টা করলাম।লাভ তেমন হলো না।কান্না যেন আরো বেরিয়ে আসতে চাইছে।
“পারিসা?দরজা খোলো প্লিজ?কিছু হবে না।আমি আছি না?দরজা খোলো?”

হৃদয়ের সাথে তাল মিলিয়ে খালামণিও ডাকতে থাকলেন।কান চেপে ধরলাম। কারো গলার স্বর শুনবো না।কান চেপেও ধরে রাখতে বিরক্ত লাগছে এখন।সবকিছুই বিরক্ত লাগছে।সবকিছু।
“দ্যাখো পারিসা?পাগলামো করো না।দরজাটা খোলো প্লিজ।তোমার সাথে আমার কথা আছে।আগে আমার কথাগুলো শুনো প্লিজ?তারপর নাহয় দরজাটা বন্ধ করে ফেলে আর খুলো না?”

খালামণিও তাল মিলিয়ে তাই বলতে থাকলেন।এবার কিছুটা নিজেকে ধাতস্থ করলাম। বিছানা থেকে নামলাম।টলমল পায়ে পড়ে যেতে নিলে আবার খাটের চৌকাঠ ধরে ফেললাম।তারপর আস্তে আস্তে হেঁটে দরজার দিকে ঘুরলাম।দরজা খুললাম।ওমনি হৃদয় আমাকে জড়িয়ে ধরলো।খুব শক্ত করে জড়িয়ে ধরলো। কাতর জড়ানো কন্ঠে বলে উঠলো,

” কেন এরকম পাগলামো করো তুমি?তুমি আমার স্ত্রী।আমার সাথে তোমার বন্ধন হয়েছে আল্লাহকে সাক্ষী রেখে।পৃথিবীর কোনো শক্তিই আমাদের বন্ধনে বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না।বিশ্বাস রাখো বউ এই হৃদয়ের উপর।এই হৃদয় তোমার স্বামী।তোমার ভবিষ্যতে একই পথের পায়তারার সাথী।”

বলে আমাকে আলতো ছাড়িয়ে নেয় হৃদয়।চোখের কোণের পানি মুছে নেয়।তারপর খালামণির দিকে তাকায়,

“খালামণি?আমাদের বিয়ে তো হয়েছে,না?আর কোনো অনুষ্ঠান লাগবে না।আমি আল্লাহর উপর ভরসা রেখে আজই পারিসাকে আমার বাসায় নিয়ে যাচ্ছি।আর এক মুহূর্তও দেরী করতে চাচ্ছি না।”

খালামণি চুপ করে থাকলেন।নিরবতা সম্মতির শামিল।

চলবে….