#ওয়েলকাম_টু_মাই_ডার্কসাইড
#পর্ব_১৪
#সারিকা_হোসাইন
ঝকঝকে সাদা টাইলসে মোড়ানো বিশাল ওয়াশরুমের বেসিনের বেদিতে দুই হাতে ভর দিয়ে কিঞ্চিৎ ঝুকে দাঁড়িয়ে আছে যুবরাজ।বুকের বাম পাশের উপরের দিকে গভীর এক ক্ষত থেকে চুইয়ে চুইয়ে ঘন টকটকে লাল তরল পদার্থ গড়িয়ে ভিজিয়ে দিচ্ছে যুবরাজের সারা শরীর।এতে যুবরাজের কোনো ভ্রূক্ষেপ নেই।আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সে তার নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখছে।তার জলন্ত চোখ জোড়া কোনো হায়েনার থেকে কম নয়।নিজেকে নিজের কাছেই পশুতুল্য লাগছে।এমনটাই কি হবার কথা ছিলো?
“যেই হাতে মানুষের জীবন রক্ষা করতো আজ সেই হাতেই মানুষের মৃত্যু!”
আর ভাবতে পারে না যুবরাজ।রাগে তার চোয়াল শক্ত হয়ে শরীরের পেশী গুলো ফুলে ফেঁপে উঠেছে।গলার আর কপালের শিরা গুলো ছিড়ে যাবার উপক্রম।রাগে নিজের কন্ট্রোল হারিয়ে থরথর করে কাঁপছে যুবরাজ।নিঃশ্বাসের ফস ফস শব্দ ব্ল্যাক ম্যাম্বা বিষাক্ত সাপকেও হার মানাচ্ছে।
মুহূর্তেই যুবরাজ সজোড়ে এক ঘুষি বসিয়ে দিলো চকচকে সুন্দর দামি বেসিনের আয়নায়।ওই ঠুনকো জড়বস্তু কি আর পাথর রূপী মানুষের শক্তি সামলাতে পারবে?
নিমিষেই চূর্ণবিচূর্ণ হয়ে ঝনঝন শব্দ তুলে মেঝেতে পড়ে গেলো শখের বহু দামি আয়না।পরে যাবার আগে অবশ্য সেই আয়না যুবরাজের থাবার ন্যায় হাতকে রক্তাক্ত করতে ভুললো না।
বাইরেই ল্যাপটপে নিজের প্রয়োজনীয় কাজ সারছিলো রায়াফ।হঠাৎ ওয়াশরুমের ভেতরের এমন শব্দে ঘাবড়ে গিয়ে কোলের ল্যাপটপ সোফায় ফেলে দৌড়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো।ভেতর থেকে আর কোনো আওয়াজ আসছে না এখন।রায়াফ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কন্ঠে দরজায় সামান্য নক করে বলে উঠলো।
“কাম ডাউন ইউভি”
ভেতর থেকে কোনো উত্তর এলো না।রায়াফ তার কথা শেষ করে ধীর পায়ে ড্রয়িং রুমে চলে এলো।ল্যাপটপের কাজে আর তার মন বসলো না।ডিভানে গা এলিয়ে মাথার পেছনে দুই হাত রেখে চোখ বন্ধ করতেই দৃষ্টি পটে ভেসে উঠলো বছর দুই আগের হাস্যজল স্মৃতি।
যুবরাজ তখন নিউইয়র্ক মাউন্ট সিনাই হসপিটাল এর বেস্ট কার্ডিও লজিস্ট।নিউ ইয়র্ক শহরের নামি দামি মানুষের একমাত্র আস্থা ছিলো “ডক্টর ইউভরাজ”যেকোনো হার্ট রিলেটেড সার্জারি যুবরাজের কাছে ছিলো ডাল ভাত।যেখানে প্রবীণ ডক্টর রাও জটিল হার্ট অপারেশন করতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতো সেখানে যুবরাজ কোনো চিন্তা ভাবনা না করেই সার্জারির সাইন করে ফেলতো।যুবরাজের জীবনে হার বা ভয় নামক কিছুই ছিলো না।না ছিলো কোনো পিছুটান।যখন যুবরাজ তার সাফল্যের সোপানে তরতর করে উঠে অগ্রসর হচ্ছে সেই সময় হঠাৎই মেগান গ্যাব্রিয়েলা নামক এক সুন্দরী বিদেশি তরুণীর আবির্ভাব হয় যুবরাজের জীবনে।মেয়েটি তার বাবাকে নিয়ে এসেছিলো যুবরাজের কাছে।প্রভাব প্রতিপত্তি সমৃদ্ধ অতীব সুন্দরী মেগান যুবরাজের হাত খামচে ধরে নীল নীল চোখে কেঁদে কেটে বলেছিলো
“প্লিজ ডক্টর সেইভ মাই ফাদার।আই হ্যাভ নো ওয়ান ইলস ইন ডিজ ওয়ার্ল্ড একসেপ্ট মাই ফাদার”
মেয়েটিকে আশ্বস্ত করে অপারেশন এর প্রস্তুতি নিলো যুবরাজ।কিন্তু যুবরাজ কি জানতো এই অপারেশনই তার ক্যারিয়ার ধ্বংস করে তাকে খুনিতে রূপান্তর করবে?
শুধু কি যুবরাজের জীবন ই ধ্বংস হয়েছে?কি দোষ ছিলো সদা হাস্যজল দুস্টুমিতে মেতে থাকা ব্রিলিয়ান্ট ডক্টর রেহান চৌধুরীর?
“কি ভাবছিস এখানে শুয়ে শুয়ে?”
যুবরাজের গম্ভীর কন্ঠে চোখ মেলে তাকালো রায়াফ।উদোম গায়ে শুধু একটা হাফপ্যান্ট পড়ে যুবরাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে রায়াফের দিকে।লম্বা সময় ধরে শাওয়ার নেবার কারনে বুকের ক্ষত টা ফ্যাকাশে দেখাচ্ছে।হাতের মুষ্ঠি টাও সাদা সাদা বর্ন ধারণ করেছে।
যুবরাজ সোফায় ধপ করে বসে সেন্টার টেবিলের নিচ থেকে মেডিকিট বক্স বের করে তুলায় কিছুটা ডেটল লাগিয়ে নিলো
“পুরোনো বীভৎস স্মৃতি যত তাড়াতাড়ি ভুলবি ততই নিজের জন্য মঙ্গল।আই হোপ ইউ গট আন্ডারস্ট্যান্ড!”
কথাটি বলেই যুবরাজ নিজের ক্ষততে ডেটল চেপে ধরে নির্বিকার রইলো।রায়াফ জানে এসব ব্যাথা যুবরাজের নিত্য দিনের সঙ্গী।যুবরাজকে এমন নির্বিকার দেখে প্রথম প্রথম খুব মাথা ঘামাতো রায়াফ।কিন্তু ধীরে ধীরে সেও এসবে অভ্যস্ত হয়ে উঠেছে।
“শেরহাম তোকে পাগল কুকুরের মতো খুঁজছে।পরশু রাতে তুহিন কে খুব মেরেছে।”
ধীর কন্ঠে কথাটি বলে পুনরায় ল্যাপটপ ওপেন করলো রায়াফ।
“ভনিতা না করে যেটা বলতে চাস সেটাই বল।নাটক একদম পছন্দ করিনা”
কাট কাট গলায় কথা খানা বলে বুকে ব্যান্ডেজ লাগাতে উদ্দত হলো যুবরাজ।
রায়াফ তার ল্যাপটপ এর কীবোর্ড এ খটখট করতে করতে বললো
“আর কতো দিন এভাবে পাল্টা হামলা হবে?
“তুই কি ওকে এবারও ওকে ভয় পাচ্ছিস?আমি থাকতে তোর ভয় কিসের,?
“ভয় আমার জন্য পাচ্ছি না ।এবার সে আটঘাট বেঁধে এসেছে।
“আসুক।যমের দুয়ার থেকে যেহেতু ফিরে এসেছিস তাহলে এবার আর মরবি না।”
যুবরাজের এমন হেঁয়ালি কথায় ঠোঁট কামড়ে কপাল কুচকালো রায়াফ।যেই হাতে এক সময় শোভা পেতো স্কাল্পেল,সিজরস,ফোর্সেপ্স সেই হাতে ল্যাপটপ জিনিসটা যেনো বড়ই বেমানান!
_______
শহরের পরিত্যক্ত এক ভাগাড় থেকে আজ দুপুর আনুমানিক দুটো পনেরোর দিকে মেট্রোপলিটন পুলিশ অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পেয়েছে।লাশটির শরীর দেখে আসল নাম ঠিকানা কিছুই শনাক্ত করা যাচ্ছে না।অজ্ঞাত ব্যাক্তিটিকে দেখে মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার খুবলে খেয়েছে ।না আছে চোখ না আছে শরীরের কোনো অর্গান।এরকম বিভৎস লাশ কেউ কোনো দিন দেখেনি।পুলিশের ধারণা কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে কাউকে হত্যা করা সম্ভব নয়।যদি কেউ করে থাকে তবে সে সাইকো কিলার।
টিভির পর্দায় খবরটি দেখে বিরক্তিতে “চ” সূচক শব্দ করে রিমোট দিয়ে টিভি বন্ধ করে রিমোটটি দূরে ছুড়ে মেরে কপাল চেপে ধরে চোখ বন্ধ করে ফেললো রাজ্য।প্রতিদিন কেউ না কেউ খুবই বিভৎস ভাবে মারা যাচ্ছে।এজন্য পুরো ডিপার্টমেন্ট অনেক চাপে আছে।দম ফেলার ফুসরত টুকু হচ্ছে না।এর মধ্যে আবার নতুন খুন।কিলার এতটাই চালাক কোনো ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত রাখছে না।গতো এক বছরে এপর্যন্ত সাইত্রিশ জন মানুষের খুন হয়েছে।একটার ও কোনো প্রুভ রাখেনি কিলার।
নানান ব্যাস্ত চিন্তার মাঝে হঠাৎ কলিং বেলের শব্দে ধ্যান ভাঙলো রাজ্যের ।বার দুয়েক কলিং বেল বাজার পর আশেপাশে মিসেস তনুজা কে না দেখতে পেয়ে নিজেই দরজা খুলতে চলে গেলো।
“একি আপনি এই অসময়ে?
দরজা খুলতেই শেরহাম কে দেখে বেশ অবাক হলো রাজ্য।বাড়ি পর্যন্ত এসে দেখা করার মতো কোনো সম্পর্ক এখনো তৈরি হয়নি তাদের মধ্যে।তাহলে এই লোক দুই দুই বার বাড়িতে এসে কি জাহির করতে চাচ্ছে?
“আমাকে দেখে অখুশী হলেন মনে হচ্ছে?”
প্রশ্নটি করে স্মিত হেসে রাজ্যের পানে গভীর দৃষ্টি ফেললো শেরহাম।
“না না অখুশী হবো কেনো?আসুন ভেতরে আসুন।”
শেরহাম কে ভেতরে আসতে বলে আগে আগে চলে গেলো রাজ্য।এইমুহূর্তে শেরহাম কে নিয়ে তার ভাবার সময় কই?এই কেইস সলভড করতে গিয়ে নিজের জীবনের মোড় কোন দিকে যাবে সেটাই ভেবে কুলকিনারা পাচ্ছে না রাজ্য।
ড্রয়িং রুমে ছেলে মানুষের কন্ঠস্বর শুনে সিঁড়ি বেয়ে ধীর পদে নেমে এলেন রেজোয়ান চৌধুরী।গত রাত থেকে তার শরীর কাঁপিয়ে জ্বর এসেছে।ইদানিং হুটহাট শরীর খারাপের কোনো কারন খুঁজে পাচ্ছেন না তিনি।
রেজোয়ান চৌধুরী কে দেখে সিঁড়ির কাছে এগিয়ে এলো শেরহাম।সম্মান প্রদর্শন শেষে কিছুক্ষন মৌন থেকে পরিস্কার কন্ঠে বলে উঠলো
“আংকেল রাজ্যকে বিয়ের ব্যাপারে বাবা আপনার সাথে কথা বলতে চেয়েছে।আমাদের পক্ষ থেকে কোনো প্রবলেম নেই।”
আকস্মিক বিয়ের কথা শুনে কিছুটা চিন্তিত হলেন রেজোয়ান চৌধুরী ।সেই সাথে অবাক নয়নে শেরহামের পানে তাকিয়ে রইলো রাজ্য।শেরহাম উত্তরের আশায় রেজোয়ান চৌধুরীর পানেই দৃষ্টি নিবদ্ধ রাখলো।
কিছুক্ষন থমকে শেরহামের পানে তাকিয়ে নিচু কন্ঠে রেজোয়ান চৌধুরী বলে উঠলো
“তোমার বাবার সাথে আমি কথা বলবো।তার আগে আমার মেয়ের সাথে আমার কিছু কথা আছে!
“এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় বাবা।আসছি”
কথাটি বলেই রাজ্য গটগট করে সিঁড়ি বেয়ে দুতলায় নিজের রুমে চলে গেলো।
রাজ্যের মুখে নিজের রিজেক্ট হবার ব্যাপারটা শেরহামের ইগোতে খুব বড় একটা ধাক্কা দিলো।
অদ্ভুত কিলবিলিয়ে উঠা রাগে চোয়াল শক্ত হয়ে কপালের শিরা ফুলে উঠলো শেরহামের।
হাত মুষ্টিবদ্ধ করতেই পেশী ফুলে পোশাকের অভ্যন্তরের ভয়ঙ্কর ক্ষতের ব্যান্ডেজ ফেটে গলগল করে বেরিয়ে এলো তরতাজা রক্ত।
#চলবে
#ওয়েলকাম_টু_মাই_ডার্কসাইড
#পর্ব_১৫
#সারিকা_হোসাইন
ফরেনসিক ডিপার্টমেন্ট জুড়ে সকলের মধ্যে বিশাল অস্থিরতা পরিলক্ষিত।পোস্টমর্টেম করেও মোকাদ্দেস এর খুনি কে তা শনাক্ত করা যায়নি।এদিকে মোকাদ্দেস এর চোখ দুটো তুলে নেয়া হয়েছে সাথে কিডনি,হৃদপিন্ড, গুলো ও উধাও।শুধু তাই নয়।খুব সুনিপুণ ভাবে দাঁতের কপাট উপরে ফেলা হয়েছে।টেনে তুলা হয়েছে কাঁচা কাঁচা আঙ্গুলির নখ গুলিও। জিভটাও টেনে ধরে মুড়িয়ে কেটে দেয়া হয়েছে।এরকম রক্ত হিম করা খুন না কেউ দেখেছে না শুনেছে।
হাতে একটা পেপার ওয়েট নিয়ে বেনজির আশফী সেটিকে ঘুরাচ্ছেন আর একমনে চিন্তা করে যাচ্ছেন
“এরকম একজন মধ্য বয়সী লোকের সাথে কার এমন জঘন্য শত্রুতা?যেই শত্রুতায় এমন নিষ্ঠুর মৃত্যু?
********
যুবরাজের বিশাল বড় এপার্টমেন্ট এর থমথমে বেডরুমে সামিনার কোলে মাথা রেখে ফ্লোরে বসে আছে যুবরাজ।না সামিনা তার মাথায় ভালোবাসার হাত বুলাচ্ছেন না কোনো মমতার বাণী শুনাচ্ছেন।কীয়তখন এভাবেই কেটে যাবার পর সামিনা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে সকল নিস্তবতা ভেঙে শক্ত কন্ঠে শুধালেন―
“আজ পর্যন্ত তোর কোনো কিছুতেই আমি বাধা প্রদান করিনি।না তোকে কখনো কোনো বিষয়ে প্রশ্ন করেছি না কোনো জবাব চেয়েছি।তবে আজ তোকে একটা প্রশ্ন করার জন্য মন বার বার আগ্রাসী হয়ে উঠছে।
“কি এমন প্রশ্ন মা যেটা করতে তোমাকে এতো বার ভাবতে হচ্ছে?
কিঞ্চিৎ মাথা তুলে অসহায় ভঙ্গিতে সামিনাকে প্রশ্নটা করে আবার সামিনার হাটু জড়িয়ে শুয়ে পড়লো যুবরাজ।
সামিনা কিছুক্ষন মৌন থেকে নিজের সরু হাতটা যুবরাজের মাথায় পরম মমতায় রাখলেন।এরপর ধীরে ধীরে ঘন চুলগুলোতে বিলি কাটতে কাটতে বলে উঠলেন
“হঠাৎ নিউ ইয়র্ক থেকে দেশে ফিরে এলি কেনো?আর এখানেও কোনো হসপিটালে জয়েন করলি না কি জন্য?আর মানুষ খুন??এই হাতে খড়ি কবে থেকে হলো তোর?
সামিনার এসব কৌতূহলী প্রশ্ন শুনে পুরোনো দিনের হৃদয় বিদারক স্মৃতি গুচ্ছ চোখের সামনে ভেসে উঠতেই যুবরাজের বাদামি চোখ দুটো থেকে খসে পড়লো মুক্ত দানার মতো চকচকে দু ফোটা নোনতা জল।সেই জল তৎক্ষণাৎ মুছে সামিনার দুই পা জড়িয়ে মুখ লুকালো যুবরাজ।
সামিনা বুঝতে পারলেন যুবরাজ কাঁদছে।যুবরাজের কান্নায় বুক ভেঙে এলো সামিনার।তবুও সামিনা কঠোর রইলেন।ছেলেটি তার দিনে দিনে অমানুষ হয়ে যাচ্ছে ,এই অমানুষ হবার পিছনের গল্প তাকে জানতেই হবে।হোক কষ্ট তবুও তিনি আজ গলবেন না।
“কবে থেকে আমাকে এভাবে মনের বাইরে দূর করে দিলি বাবা?আমি তো তোর মা ছিলাম না ! আমি ছিলাম তোর বন্ধু।তবে আজ কেনো সেই জায়গা থেকে আমাকে সরিয়ে দিয়েছিস?
আহত স্বরে কথাগুলো বলে নিজের চোখের জল হাতের আঙ্গুলির সাহায্যে মুছে যুবরাজের দুই চিবুক ধরে মুখ উঁচু করে ধরলেন সামিনা।বাদামি গভীর চোখ দুটিতে আজ কোনো হিংস্রতা নেই।মায়াভরা নেত্রযুগল বিষাদে বিদীর্ণ।কান্না চেপে রাখার কারনে তা রক্তবর্ন ধারণ করেছে।ছলছল চোখ দুটো দেখে মনে হচ্ছে উপচে পড়া জল গুলো এখনই বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে।
ছেলের এহেন বিধস্ত অবস্থা দেখে কলিজা মুষড়ে উঠলো সামিনার।
“তবে কি আমি যোগ্য মা হতে পারিনি?ছেলের মনের খবর ই রাখতে পারিনি আমি?এতোটা অযোগ্য ব্যার্থ মা কবে কবে হয়েছি?
অপরাধীর ন্যায় যুবরাজের দিকে দৃষ্টি পাতলেন সামিনা।ছেলের মায়াবী মুখের দিকে তাকিয়ে অনুসন্ধান এর চেষ্টা চালালেন ।
“আমার জীবনের সব কিছু ধ্বংস হয়ে গেছে মাম্মা,আমি কলঙ্কিত হয়ে গিয়েছি।আমার দুই হাত মানুষের রক্তে রঞ্জিত হয়ে থাকে সব সময়।আমার যে পৃথিবীতে বেঁচে থাকার সকল অবলম্বন ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে মাম্মা!
কথা গুলো বলতে বলতে যুবরাজের গলা ধরে এলো।আরো অনেক কিছুই বলতে চাইলো সে কিন্তু কন্ঠ রোধ হয়ে ব্যাথায় বিষিয়ে উঠলো।ঠোঁট চেপে নিজের কান্না গিলে ফেলার বৃথা চেষ্টা চালালো যুবরাজ।যেই কান্নাটা দীর্ঘ সময় ধরে দমিয়ে রাখার কঠিন চেষ্টা চালাচ্ছিলো সেটা আর আটকে রাখতে পারলো না যুবরাজ।
সামিনাকে জাপ্টে ধরে অবুঝ ছোট শিশুর ন্যায় ফুঁপিয়ে শব্দ করে কেঁদে উঠলো।
“শেরহাম আমার জীবনের সবচেয়ে বিশ্রী কালো অধ্যায় মাম্মা।ও আমার সব শেষ করে দিয়েছে।”
শেরহামের নাম শুনে কেঁপে উঠলেন সামিনা।
“তবে কি সে ই জয়ী হলো?তার উদ্দেশ্যই ছিলো কেবল যুবরাজকে শেষ করে দেয়া?
যুবরাজের কান্নার সাথে পাল্লা দিয়ে ভারী হলো প্রকৃতি।কিছুক্ষন আগের গুমোট শান্ত পরিবেশ মুহূর্তেই ঘন বরষায় রূপ নিলো।
নীরবে টুপটুপ করে অশ্রু বিসর্জন দিলেন সামিনা।
যুবরাজের পিঠে মাথায় সমানে হাত বুলিয়ে যাচ্ছেন সামিনা।আজ এই যুবরাজকে তার মোটেও ঊনত্রিশ বছরের কোনো যুবক বলে মনে হচ্ছে না।মনে হচ্ছে পাঁচ বছর বয়সের সেই ছোট্ট যুবরাজ যে তার মাকে হারিয়ে অসহায় হয়ে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কান্না করছে।
“মাম্মাকে সব খুলে বল বাবা।মাম্মা প্রমিস করছি সব মুশকিল আসান করে দেবো”
এবার যেনো একটু ভরসা পেলো যুবরাজ।সামিনার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে পুরোনো স্মৃতি চারণে ফিরে গেলো।
শেরহাম ছিলো যুবরাজের বড় মামার ছেলে।গুনে গুনে দুই বছরের ছোট বড় শেরহাম আর যুবরাজ।শেরহামের জন্ম বেড়ে ওঠা দুই ই নিউ ইয়র্ক এর ব্রুকলিন শহরে।যুবরাজের মা মারা যাবার পর সাদাফ শাহীর প্রথমেই নবনীতার বড় ভাইকে অনেক অনুনয় করে ছিলেন যাতে শেরহামের সাথে যুবরাজের দেখ ভালের দায়িত্ব যুবরাজের মামী মানে শেরহামের মা শর্মিলা নেয়।
কিন্তু শর্মিলা এক বাক্যে নিষেধ করে বলে দিয়েছেন
“নিজের ছেলের সাথে আরেকজনের ছেলের আদরের ভাগ আমি করতে যাবো কোন দুঃখে?অন্য আরেক জনের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করবার ওতো শখ নেই আমার বাপু।
সেদিন যুবরাজের মামা সুবহান শেখ ছিলেন অসহায়।এক মাত্র আদরের ছোট ভাগ্নের জন্য সেদিন তিনি কিছুই করতে পারেন নি।
খুব ছোট মুখেই তিনি সাদাফ শাহিরকে নিজের অপারগতা জানিয়েছিলেন।
এরপর সাদাফ শাহীর সামিনার দ্বারস্থ হয়েছিলেন ভিখারির ন্যায়।
যুবরাজ যখন সামিনার কাছে লস এঞ্জেলস এ বড় হতে লাগলো তখন প্রায়ই সুবহান শেখ যুবরাজের খুজ খবর নিতে আসতেন এখানে।
যুবরাজের বয়স যখন ছয় শেরহাম তখন আট বছর বয়সের বালক।
হঠাৎ একদিন সুবহান শেখের সাথে সামিনার বাসায় বেড়াতে আসে শেরহাম।
শেরহাম কে দেখেই সামিনার কেমন যেনো অদ্ভুত এক অনুভূতি ঠেকে।একজন আট বছরের বাচ্চার প্রতি নিজের এমন অদ্ভুত মনোভাবের কারনে নিজেকে নিজেই ধিক্কার দিয়েছিলেন সামিনা।
সামিনার বাসাটি ছিলো শহর থেকে একটু দূরে।চারপাশে বড় বড় পাইন আর বার্চ গাছে বেষ্টিত ছিলো সামিনার বাংলো তুল্য বাড়িটি।বাড়িটির অদূরে একটা ছোট ঝিরির মতো ছিলো।শীতকালে সেই ঝিরির পানি গুলো জমে উপরে একটা শক্ত বরফের স্তর পরে যেতো।আশেপাশের এলাকার সকল মানুষ শখের বসে সেই বরফের স্তর গুলোকে কেটে ছোট ছোট কূপের ন্যায় বানিয়ে বড়শি ফেলে মাছ ধরতো।
খেলার ছলে শেরহাম যুবরাজকে কখন ওই কূপের কাছে নিয়ে যায় সামিনা সেটা টেরই পান নি।কাজকর্ম শেষ হতেই যুবরাজের চিন্তা এসে হানা দেয় সামিনার মস্তিষ্কে।সুবহান শেখ কে আদনান সাহিল এর সাথে বসিয়ে কাউকে কিছু না বুঝতে দিয়ে নিজে নিজেই সারা বাড়ি,গার্ডেন ,সুইমিংপুল সব জায়গায় খুঁজে বেড়ান। কিন্তু দীর্ঘ সময় ধরে খুঁজেও সামিনা যুবরাজের দেখা পাচ্ছিলো না যখন তখন সামিনা কান্না কাটি শুরু করে দেয়।
সামিনার কান্নায় দৌড়ে আসেন সুবহান শেখ আর আদনান।
দুজনেই উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করে
“কি ব্যাপার সামিনা এভাবে কাঁদছো কেনো?কি হয়েছে?
“আমার যুবরাজকে কোথাও খুঁজে পাচ্ছি না।আমাকে না বলে ও তো কোথায় এভাবে যায় না!
সুবহান শেখ নিজের ছেলেকে না দেখে নিশ্চিতরূপে বলে উঠেন
“হয়তো শেরহামের সাথে খেলছে।ভয় পেয়ো না সামিনা।কিচ্ছু হবে না।
এরই মাঝে দেখা যায় শেরহাম দৌড়ে জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছে।
সামিনা উদ্ভ্রান্তের ন্যায় দৌড়ে শেরহামের সামনে গিয়ে দাঁড়ায়।
‘”কি ব্যাপার শেরহাম তুমি এখানে যুবরাজ কোথায়?
সামিনার এমন প্রশ্নে চতুর শেরহাম ভড়কে না গিয়ে অবুঝ বাচ্চার মতো তাকিয়ে রয় সামিনার পানে।
“আমি কি করে জানবো যুবরাজ কোথায়?যুবরাজ তো আমার সাথে যায়নি।আমি একাই চারপাশটা ঘুরে দেখছিলাম।কিন্তু আমার মনে হচ্ছে এখানে ভুত আছে।আমার মোটেও ভালো লাগছে না তোমার ভুতের বাড়িটিতে।আমি এক্ষুনি বাড়ি চলে যাবো।
সামিনাকে পাশ কাটিয়ে সুবহান শেখের কাছে এসে বাড়ি ফিরে যাবার জন্য জেদ শুরু করে শেরহাম।
নিজের বোনের শেষ চিহ্ন রাজপুত্রের ন্যায় ভাগ্নের চিন্তায় গলা শুকিয়ে আসে সুবহান শেখের।কিন্তু নিজের ছেলের জেদের কাছে হার মেনে সামিনা কে ওই অবস্থায় ফেলে ব্রুকলিন এ ফিরে আসেন সুবহান শেখ।
যাবার আগে শেরহামের সেই ক্রুর হাসি আজো ভুলেননি সামিনা।ওই টুকুন একটা বাচ্চার মুখে এমন ভয়ঙ্কর হাসি কখনো দেখেনি সামিনা।
শেরহামের সেই বিদঘুটে হাসি মনে পড়লে আজো ভয়ে শিউরে উঠেন তিনি।
শেরহামের সেই হাসিকে উপেক্ষা করে আদনান সাহিল আর সামিনা হন্যে হয়ে খুঁজতে থাকে যুবরাজকে।
সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও যখন যুবরাজের দেখা না পায় সামিনা তখন সে জ্ঞান হারিয়ে ফেলে।
একদিকে যুবরাজের চিন্তা অন্য দিকে সামিনার হাল ছেড়ে দেওয়া সব কিছুই আদনান সাহিল কে চরম অসহায় অবস্থায় এনে দাঁড় করায়।অসহায় আদনান কিভাবে কি সামাল দিবেন কিছুই যেনো সুরাহা করতে পারছিলো না।
ধীরে ধীরে চারপাশে যখন আধার ঘনিয়ে আসছিলো তখনই জঙ্গলের ভেতর ঝিরির পাশ থেকে মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে।
জ্ঞান হীন সামিনা কে একটা গাছের সাথে হেলান দিয়ে রেখে দৌড়ে সেই শব্দ অনুসরণ করে ছুটে চলেন আদনান সাহিল।
ঝিরির পাশে আসতেই দুই পা ভেঙে অসাড় হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আদনান।
কয়েকজন জেলে যুবরাজকে বাঁচানোর প্রানপন চেষ্টা করে যাচ্ছে।ঠান্ডায় যুবরাজের ধবধবে ফর্সা শরীর নীলচে বর্ণ ধারণ করেছে।লাল টকটকে ঠোঁট দুটো কুচকুচে কালো হয়ে নিথর হয়ে পড়ে রয়েছে যুবরাজ।চোখের লম্বা ঘন পাপড়ি গুলোতে বরফ জমে সাদা হয়ে আছে ।নিজের সমস্ত শক্তি খাটিয়ে মাটি খামচে ধরে উঠে দাঁড়ান আদনান সাহিল।এরপর সেখানে জেলেদের সাহায্য নিয়ে দ্রুত গাড়িতে করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান যুবরাজকে।
সামিনা আর আদনান আশাই ছেড়ে দিয়েছিলেন যুবরাজের বেঁচে ফেরার।
“ওগো বিধাতা মনে হয় সারা জীবন আমাকে সন্তান হীন করে রাখবেন।এজন্য হয়তো দিয়েও আবার নিয়ে যাচ্ছে।আমি কি এতোটাই পাপী হয়ে গেলাম?ওরে আল্লাহ তুমি এতোটা নিষ্ঠুর কেনো হলে আমার প্রতি?একটা সন্তানের জন্য দিন রাত তোমার কাছে মাথা ঠুকে কেঁদেছি এটাই আমার পাপ?
সামিনার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠলো সহসাই।হয়তো সৃষ্টিকর্তা সেদিন সামিনার কান্না সহ্য করতে পারেন নি।তাইতো অভিজ্ঞ এক প্রবীণ ডক্টর এর হাতের জাদুতে ফিরিয়ে দিয়েছিলেন যুবরাজের মিইয়ে যাওয়া প্রাণ।
জ্ঞান ফিরেই ভরে থরথর করে কেঁপে উঠে যুবরাজ।নার্স মারফত সামিনার কাছে খবর পাঠালে উন্মাদের ন্যায় কেবিনে প্রবেশ করেন আদনান এবং সামিনা।
বাবা মা কে কাছে পেয়ে ডাঙ্গায় তোলা মাছের মতো তড়পাতে তড়পাতে সামিনার পেট খামচে ধরে মুখ লুকিয়ে গুঙিয়ে উঠে যুবরাজ
“ভাইয়া আমাকে মেরে ফেলেছে মাম্মা,আমার অনেক কষ্ট হচ্ছে”
#চলবে