#রোদেলা_বেলার_রোদ্দুর
লেখিকা:Sabrin Jahan
পার্ট:০৯(অন্তিম পর্ব)
বর্তমান
সবাই অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকিয়ে আছে,,,আবার খুশিও হয়েছে ওদের মিল দেখে,,,
সারা:wow কাহিনীটা জোস ছিল
ইতি : হ্যাঁ
রোদ্দুর:এটা কাহিনী না বাস্তব ছিল।
সবাই:what!!
রোদ্দুর:হুমম
ইতি :তাহলে ছেলেটা কে ??জীবনে একবার হলেও দেখতে চাই
এবার রোদ্দুর উঠে দাড়ালো,,
রোদ্দুর:ছেলেটা আপাতত তোমার সামনে দাড়ানো ,
সবাই অবাক,,,রোদ্দুর সেই ছেলেটা
সারা:তাহলে ভাইয়া আপুটা কি…
রোদ্দুর : ঐযে গাছতলার নিচে দাড়ানো
রোদ্দুরের এমন কথায় রোদেলা হুমড়ি খেলো ,,কারণ রোদ্দুর তাকে পিঠ করে দাড়িয়ে আছে আর এর মধ্যে সে একবারও ঘুরে নি
রোদেলা:আমি যে এখানে আছি দেখলো কিভাবে আমি তো কোনো শব্দ ও করি নাই
রোদ্দুর এবার রোদেলার দিকে ঘুরল
রোদ্দুর:মহারানী,,,আপনি বোধ হয় ভুলে যাচ্ছেন আপনার উপস্থিতি টের পাওয়া আমার পক্ষে অসম্ভব কিছু না
রোদেলা নিজের মাথায় নিজে বারি দিল,,আসলেই সে ভুলে গেছিলো রোদ্দুর তার উপস্থিতি টের পায়
রোদ্দুর :এখনও কি ওখানে থাকবেন নাকি এখানে আসবেন,,(বলে হাত ছড়িয়ে দাড়ালো)
রোদেলা মুচকি হেসে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো,,,পুরনো স্মৃতিতে হারানোর কষ্ট টা আবার মনে পড়ে গেলো,,কি ভয়াবহ ছিল,,,
রোদ্দুর রোদেলা কে জড়িয়ে থাকা অবস্থাতেই বললো ,,এই হলো মেয়েটা,,,
সবাই অবাক নয়নে তাকালো,,,এতদিন ওদের দেখে হিংসা করলেও এখন ওদের দেখে আনন্দে আত্মহারা হচ্ছে ওরা,,, কতটা কষ্ট করে একে অন্য কে পেয়েছে,,,,মুহুর্তে তালির রোল পড়ে গেলো
রোদেলা অবাক চোখে ইতিকে দেখছে যেই মেয়েটা এতদিন রোদ্দুরের জন্য রোদেলাকে হেরেস করত তার চোখেও আজ আনন্দ দেখতে পাচ্ছে ,,দুনিয়াটা আসলেই অদ্ভুত ,,,,,হুট করেই সব বদলে যায়
সারা:আচ্ছা,,রোদেলা আপি,,রোদ্দুর ভাইয়া তো রাগ করেছিল তাহলে রাগ ভাঙ্গাও নি?
রোদ্দুর : ভাঙ্গিয়েছে,,
ইতি:কিভাবে??
রোদেলা:অনেক কাঠখড় পুড়িয়েছি
রোদ্দুর বাকা চোখে তাকালো😒
রোদেলা:এভাবে তাকিয়ে লাভ নাই,,,😌
রোদ্দুর: বজ্জাতনি
রোদেলা:বজ্জাত
রোদ্দুর:ভালো হচ্ছে না কিন্তু
রোদেলা :অবশ্যই ভালো হচ্ছে
রোদ্দুর:তোমাকে কিন্তু
সারা:আরে তোমরা পরে ঝগড়া করো ,,আগে বলো
রোদেলা:আমি বলি।
স্মৃতি চারণ,,
রোদেলা :এই নীরু
নীরা:বল
রোদেলা:ওর রাগ ভাঙ্গবো কি করে
নীরা:সেটা ওকে লুকানোর আগে ভাবা দরকার ছিল
রোদেলা:আরে তখন কি জানতাম নাকি আমার পরিচয় লুকাবো বলে রাগ করবে
নীরা:এখন আমি কি করতে পারি
আভা:আমি বলি
রোদেলা আর নীরা আভার দিকে তাকালো,,
রোদেলা:বল
আভা: শোন,আসলে রোদ্দুর তোকে খুব করে ভালবাসে তো তাই তুই ওর কাছে থাকা সত্ত্বেও ওর দূরে ছিলিশ নিজের পরিচয় লুকিয়ে ,,এখন রাগ তো হবেই,,যায় হোক প্ল্যান শোন
রোদেলা:হুমম বলো,,,,,
আভা______________(টপ secret)
রোদেলা:done
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
রোদ্দুর:কিরে তোরা এখানে ডাকলি কেনো??
ইমন আর মাহিরের হাওয়া ফুস,,আভা আগেই কেটে পড়ছে,,,প্ল্যান অনুযায়ী রোদেলা এখানে এসে ওকে মানাবে,,,কিন্তু রোদ্দুর রোদেলার সাথে কথা বলে না তাই মাহির আর ইমন কে বলে ওকে এখানে আনিয়েছে,, বর্তমানে ওরা একটা পার্কে
রোদ্দুর: কীরে (বলতে না বলতে এক পিচ্ছি এসে দাড়ালো)
পিচ্চি:ভাইয়া
রোদ্দুর:হুমম বলো
পিচ্ছি:sorry
রোদ্দুর:কেনো
পিচ্ছি কিছু না বলে চলে গেলো
রোদ্দুর অবাক হলো
এরপর আবার আরেকটা পিচ্ছি এলো সেও sorry বলে চলে গেলো ,,এভাবে অনেকে sorry বলে চলে গেলো ,,,,
এরপর রোদেলা এলো,,, রোদ্দুর এবার কাহিনী বুঝলো,,
রোদেলা:sorry,,,পিলিজ আর রাগ করো না,,,,দেখ আর জীবনেও এসব কাম করবো না,,,কখনও পরিচয় লুকাবো না,,না তোমাকে না জানিয়ে কিছু করবো ,,পিলিজ এবারের মতো মাফ করে দেও,,,(হাঁটু গেড়ে বসে কান ধরে কিউট ওয়ালা ফেস করে)
রোদ্দুর ওর আড়ালে মুচকি হাসলো,,,ওর ফেস reaction দেখলে আর রাগ করে থাকা যায় না,,,
রোদেলা:কিছু বলো না কেনো,,,,পিলিজ আর করবো না এমন ,,,তোমাকে খুব ভালোবাসি তো তাই আগে জানতে চেয়েছিলাম তোমার মনে কি চলে,,তোমার মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস না থাকতো তাহলে আমি খুব কষ্ট পেতাম ,,তাই তো এমন করলাম,,প্লীজ রাগ করো না,,এখন মাফ করে দেও,,,
রোদ্দুর বুকে হাত গুজে দাড়িয়ে রোদেলাকে দেখতে লাগলো
রোদেলা:উফ হাঁটু ব্যাথা করছে🥺🥺
রোদ্দুর এবার হেসে দিলো
রোদেলা কে উঠিয়ে জড়িয়ে ধরলো
রোদ্দুর:জানো তোমার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করেছি,,অথচ তুমি এসেও আমাকে পরিচয় দিলে না,,,আর যখন তোমার পরিচয় জানতে পারলাম তখন তুমি অন্য কারো হতে যাচ্ছ,,,মুহূর্তটা কত কষ্টের ছিলো জানো
রোদেলা:sorry আর হবে না,,,
রোদ্দুর:”তুমি না ডাকলে আসবো না
কাছে না এসে ভালো বাসবো না
দূরত্ব কি ভালোবাসা বাড়ায়
নাকি চলে যাওয়ার বাহানা বানায়
দূরের আকাশ নীল থেকে লাল
গল্পটা পুরনো
ডুবে ডুবে ভালোবাসি
তুমি না বাসলেও আমি বাসি”
রোদেলা রোদ্দুর কে নিবিড় ভাবে জড়িয়ে ধরলো,,এই গানের মানে ওকে ক্ষমা করে দিয়েছে,,,এই গান টা রোদেলা আর রোদ্দুরের প্রিয় গান,,,,
স্মৃতি চারণ খতম
সবার চোখে ভার্সিটির বেস্ট কাপল এখন রোদ্দুর – রোদেলা
ইতি: আসলেই #রোদেলা_বেলার_রোদ্দুর তোমরা একে অপরের পরিপূরক
রোদ্দুর রোদেলা মুচকি হাসলো
🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
১ বছর পর
পাল্টিয়েছে অনেক কিছু ,,,রোদ্দুর একটা বিজনেস করছে,,,,রোদেলা ও রোদ্দুর কে যথা সাধ্য সাপোর্ট করেছে,,,দুইজন এখন প্রস্তুত একে অপরের জন্য
আজ রোদেলা আর রোদ্দুরের বিয়ে
বিয়ে তে বর পক্ষ এসে গেছে ,, রোদেলার বাবা ধনী গরীব সবাইকে দাওয়াত দিয়েছেন,,,উনি উনার কৃতকর্মের জন্য অনেক আফসোস করেছেন,,,সব চেয়ে বেশি কষ্ট পেয়েছেন তখন যখন জেনেছেন রোদ্দুর ব্যারিস্টার এর ছেলে,,,যেখানে উনি রোদ্দুরের বাবা কে অপমান করেছে,,,,,এখন উনি আগের মত না ,,ধনী গরীব সবাইকে সমান চোখে দেখে..
লাল শাড়ি ,,,আর ভারী অর্নামেন্টস পড়ে লাল পরি নামছে নিচে,,, যার দিকে অপলক ভাবে তাকিয়ে আছে রোদ্দুর,,,তার রোদ পাখিকে অপরূপ লাগছে ,,,কোনো রূপকথার গল্পের মতো,,,,রোদ্দুর এর এমন চাহনিতে রোদেলা লজ্জা পেয়ে মুচকি হাসলো
অবশেষে সম্পন্ন হলো ওদের বিয়ে,,,
সারা:এবার রোদ্দুর ভাইয়া আর রোদেলা আপু একটা গান গাও
ইতি:একদম নাহলে রোদেলা কে ছাড়ছি না(এই বলে রোদেলা কে নিজের কাছে নিয়ে নিল)
রোদ্দুর:এটা ঠিক না
আভা:কোনটা??
রোদ্দুর:আমার বউ আমাকে দিবা না
আভা:ভাবছিলাম গান গেলে ছেড়ে দিবো ,,কিন্তু তোর এই বউ পাগলা রূপ দেইখা আর ছাড়তে মন চাচ্ছে না
রোদ্দুর: রোদ পাখি (রোদেলার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে)
রোদেলা মুচকি হাসলো
নীরা:এই রোদেলা শুরু কর না
রোদেলা:ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি। (রোদ্দুরের হাত ধরে)
রোদেলা:তোর নামে তোলা থাকে খুনসুটি পাগলামো
তুই না থাকলে বল কাকে আর আগলাবো?
চুপ কেন সব বুঝে, অযথাই বোকা সেজে
কিভাবে বোঝাবো তোকে
হ্যাঁ আমি কতটা ভালোবাসি। (ওর কাছে যেয়ে)
হ্যাঁ তুই বড্ড বাজে পারিস তো মাঝে মাঝে
যে কোনো বাহানা খুঁজে
আসতে আমার কাছাকাছি।(চোখের দিকে তাকিয়ে)
ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি। (রোদেলা সরে আসতে নিলে রোদ্দুর কাছে টেনে নিল)
রোদ্দুর:বায়নারা অবাদ্ধতা
ভুলে যায় তুই কাছে এলে,
মন খারাপ ভিড় করে
আজও তুই দূরে চলে গেলে,
তোর কাছেই শান্তি তাই
থাকছে না মন কোলাহলে,
থাকলে চুপ নিঃশুমে
চোখেরা কত যে কথা বলে।(ওকে কাছে নিয়েই)
রোদ্দুর:আদরেই অভিমান ভুলিয়ে দিস
রেগে গেলে আজ আমায় মানিয়ে নিস,
চোখ যদি জলে ভাসে,
আজ আমার পাশে বসে
আলতো দু’হাতে চোখ মুছিয়ে দিস। (রোদেলার অবাধ্য ছোট চুল গুলো কানে গুজে দিয়ে)
রোদ্দুর আর রোদেলা এক সাথে:-ঠিক-ভুল ভুলে আমি
তোর কাছে বাধা পড়ে গেছি,
ভিড়ে আজও একা হলে
তোর কাছে ছুটে চলে আসি।
তুই মন ছুঁয়ে গেলে
এই ঠোঁট মেখে ফেলে হাসি,
অচেনা শহরে আজও
হেঁটে চলি তোর পাশাপাশি।(একে অপরের চোখের দিকে তাকিয়ে)
সবাই হাতে তালি দিতে শুরু করলো ,,,,
রোদ্দুর রোদেলার কানে ফিস ফিস করে
রোদ্দুর: অবশেষে সম্পন্ন হলো রোদেলা রোদ্দুরের কাহিনী,,,,, এখন আর কেউ আলাদা করবে না
রোদেলা:তুমি আমার #রোদেলা_বেলার_রোদ্দুর
রোদ্দুর:ভালোবাসি রোদ পাখি
রোদেলা:ভালোবাসি মহারাজ
সমাপ্ত…….