#এক_শ্রাবণ_হাওয়ায়-২
#লেখিকা – কায়ানাত আফরিন
#পর্ব- ৩৪
‘ ব্রেকিং নিউজ! গতকাল আলাস্কা হসপিটাল এ ‘স্টার হিট’ এর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আইডল এআরকে নির্মম ভাবে আঘাত করেছেন চট্টগ্রামের মাশহুর বিজনেসম্যান অপূর্ব হাসানকে। কথা উঠেছে যে এআরকের অপ্রকাশিত প্রেমিকার সাথে কোনো যোগসূত্র আছে তার। হসপিটালের ফুটেজে ভেসে উঠা এমন দৃশ্য ভাবিয়ে তুলছে এআরকের ফ্যানডমকে। বাকি আপডেট পরবর্তীতে হাজির হবে। ন্যাশনাল টিভি। ঢাকা।’
সকাল ১০ টার নিউজে বড় স্ক্রীনে এমন খবর দেখে চমকে উঠলাম আমি। হাতে থাকা কফি মগটা আপনাআপনি রেখে দিলাম সোফার সামনে রাখা টি-টেবিলে। নাহিদ ভাইয়া নিরুত্তর বসে আছেন। অনমনস্কভাবে চালিয়ে যাচ্ছেন মোবাইল। আমি জিজ্ঞেস করলাম,
‘ এসব কি ভাইয়া?’
মলিন হাসলো সে। বললেন,
‘ গতরাত থেকে আপনি যে চিন্তায় ঘুমাতে পারেননি সেটাই।’
কথাটি সত্যি। গতকাল আনভীরের অপূর্ব ভাইয়ার সাথে হাতাহাতির পর মনে ভয় ঢুকে গিয়েছিলো যে মিডিয়ায় খবরটা প্রকাশ পেলে কি অবস্থা হবে। আর আমার ভয়টাই সত্যি হলো। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে এআরকের গোপন প্রেমিকার খবর। সৌভাগ্যবশত মিডিয়া এখনও জানতে পারেনি এআরকের অপ্রক্যাশিত প্রেমিকা কে। সেই সাথে এটাও জানতে পারে নি যাকে তারা অপ্রকাশিত প্রেমিকা ভাবছে, সে আসলে এআরকের ওয়াইফ। গতকাল হসপিটালের ধস্তাধস্তির বিষয়টা সবাই খেয়াল করলেও কারও নজরে এটা পড়েনি যে এর সঙ্গে জড়িত ছিলাম আমিও। এআরকে যে ‘স্টে ইওয়ে ফ্রম মাই গার্ল’ বলে চিৎকার করে উঠেছিলেন, কেউ বিন্দুমাত্র আচঁ করতে পারেনি যে সেই মেয়েটা আমি। একদিক দিয়ে এটা গুড লাক হলেও পরন্তু ভাবলাম এই সবকিছুর পেছনে আমিই দায়ী। এআরকের চিফ সেক্রেটারি হওয়া সত্বে নাহিদ ভাইয়ার মোবাইলে আসছে একের পর এক নিউজ চ্যানেলের কল। নাহিদ ভাইয়া পরনে গ্লাসটা একটু ঠিকঠাকভাবে পড়ে তপ্তশ্বাস ছাড়লেন। মোবাইলের পাওয়ার বাটন অফ করে বললেন,
‘ আজ এরা শান্তিতে থাকতে দিবে না।’
আমি পাশ থেকে ল্যাপটপ নিয়ে অন করলাম এবার। উদ্দেশ্য একটু হসপিটালের ওয়েবসাইট চেক করে দেখা যে আজ কোনো ডিউটি আছে কিনা। কিন্ত পোর্টালে একের পর এক সেই ট্রেন্ডিং নিউজ দেখে মাথাচাড়া দিয়ে উঠলো যেনো। যেই সাইটে যাই সেই সাইটেই এআরকে। আর হেডলাইনগুলো এমন ছিলো যে সেই রাগ আরও চড়ে উঠলো মস্তিষ্কে। টিআরপি বাড়ানোর জন্য মানুষ যে ঠিক কি কি করতে পারে আজ স্পষ্ট টের পেলাম।
আমি দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ শাট ডাউন করলাম। নাহিদ ভাইয়া বললেন,
‘ আজ হসপিটালে যাওয়ার প্রয়োজন নেই আপনার। আবার আপনার ওই অপূর্ব ভাইয়া এসে পড়লে আনভীর ভাই হয়তো মেরেই ফেলবেন অপূর্বকে।’
কথাটা নেহাত মিথ্যা না। কিন্ত ‘অপূর্ব’ নামটা কর্নকুহরে বেজে উঠতেই গতকাল তার বলা কয়েকটি কথা মনে পড়লো। ব্যাপারটা আমি শুরু থেকেই খেয়াল করেছি যখন আনভীর জোরপূর্বক তুলে নিয়ে এসেছিলেন আমায়। কিছু এটা লুকাচ্ছেন আনভীর। প্রথমে উনি চেয়েছিলেন রাহি আপুর খোঁজ পেতে যার জন্য আমায় ব্যবহার করেছিলেন কিন্ত এখন ব্যাপারটি অন্য। উনি আমার পাস্ট লাইফ সম্পর্কে মোটামুটি সবটাই জানেন যা আমার নিকটাত্নীয় ছাড়া কারও জানার কথা নয়। হ্যাঁ আমার বাবা মায়ের লাভ ম্যারিজ ছিলো বলে আনভীরের বাবার সাথে একটা ভালো সম্পর্ক ছিলো আমার বাবা মায়ের। কিন্ত মায়ের মৃতুর পর বাবার আচরণে ক্ষুদ্ধ হয়ে আনভীরের বাবা অনেক আগেই আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এর মানে কি এই দাঁড়ায় যে আনভীর আমার আমার পাস্ট কোনো না কোনোভাবে জড়িত?
নাহিদ ভাইয়া উঠেই যাচ্ছিলো তখনই আমি নাহিদ ভাইয়াকে বললাম,
‘ কিছু কথা আছে আপনার সাথে।’
আমার কথার ধরনে তার গুরুত্ব আন্দাজ করতে পেরেছেন হয়তো নাহিদ ভাইয়া। তাই সবিনয়ে বললেন,
‘ কি কথা?’
‘ আচ্ছা আপনি তো বলেছিলেন যে রাহি আপু আনভীরকে ব্ল্যাক মেইল করছে উনার মেন্টালি কন্ডিশনের জন্য।’
‘ মেন্টালি সিকনেস!’
শুধরিয়ে দিলেন নাহিদ ভাইয়া। উনার কথায় আমি একটা বিশেষ ক্লু পেয়ে গেলাম৷ হঠাৎ একটা দিক স্পষ্ট হয়ে আসতেই বাঁকা হাসি দেই আমি। বলে উঠলাম,
‘ আমি ঠিকই বলেছি নাহিদ ভাইয়া। গুগুলে সার্চ দিন, প্যারানয়েরড পার্সোনালিটি ডিসঅর্ডার মেন্টাল কন্ডিশন, নাকি মেন্টাল সিকনেস।’.
অপ্রস্তুত হয়ে পড়লেন নাহিদ ভাইয়া। বললেন,
‘ তো এখন এ কথা বলছেন যে?’
‘ উনার রিপোর্ট গতরাতে আবার দেখেছি আমি ওই রুমে গিয়ে যেটা আপনি দেখতে দেননি৷ আর যা দেখলাম, উনার এই প্রবলেমটা খুব একটা বড় পর্যায়ে যায় নি। যদি যেত তাহলে অহেতুক সন্দেহ করতো আমায়, অদ্ভুত আচরণ করতো। এতমাসে এর এক অংশও আমি দেখিনি। তাহলে রাহি আপু কেনো ব্ল্যাকমেইল করবে আনভীরকে। এর মানে কি এই যে আপনারা আমার সামনে যেই যুক্তি স্থাপন করেছেন সেটা একটা বাহানা? আপনাদের অন্য সম্পর্ক আছে রাহি আপুর সাথে?’
নাহিদ হকচকিয়ে গেলো এতে। তবুও স্থির রাখার চেষ্টা করলো নিজেকে। আনভীর যে আহির নামের প্রোপার্টি আর আহিকে ওর চাচার ষড়যন্ত্র থেকে বাঁচাতে চাচ্ছে সেটা আহির জানার কথা নয়। নিঃশ্বাস ফেললো সে। বললো,
‘ সেটা আনভীর ভাইকেই নাহয় জিজ্ঞেস করুন।’
‘ কেন আপনি জানেন না?’
‘ না জানি না আমি।’
আমি জানি মিথ্যে বলছেন নাহিদ ভাইয়া। অবিশ্বাসের সুরে বললাম,
‘ এমন কোনো খবর নেই যেটা আনভীর আপনাকে না জানিয়ে করে। তাহলে আপনি ভাবলেন কিভাবে যে আপনার এই কথা আমি বিশ্বাস করবো মিঃ নাহিদ রেজয়ান?’
নাহিদ ভাইয়া তাকিয়ে আছে মেঝের দিকে। যেন পণ করেছে বোমা ফাটালেও বলবে না সত্য কথাটা। অবশ্য আমি আগেই বুঝেছিলাম যে এমন কিছুই একটা হবে। নাহিদ ভাইয়া এবার বলে উঠলো,
‘ আমি আগেই বলেছি ভাবি যে আমার কোনো কিছু বলার সুযোগ নেই। আমার কাজ আপনার টেক কেয়ার করা এন্ড ছায়ার মতো আপনার পাশে থেকে আপনার প্রতিটা খবর এআরকের কাছে দেয়া। আর রইলো রাহির কথা। আমি শুধু এতটুকুই বলবো, যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছেন সেই বড়বোনই আপনার পিছপিছে ছুরি মেরেছে। আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আপনার মতো এমন বাবা-বোন আল্লাহ যেন কাউকে না দেয় যারা টাকার জন্য রক্তের সম্পর্ক কে বিনাশ করতে পারে।’
কথাগুলো একনাগাড়ে বলে চলে গেলো নাহিদ ভাইয়া৷ আমি চুপচাপ বসে ছিলাম সেভাবেই। কেমন যেন গোলকধাঁধায় আটকে গিয়েছি। আমার অতীত নিয়ে ঘাটার ইচ্ছে নেই সত্যি, না ইচ্ছে ছিলো সেগুলোর কথা মনে করার। আমি চেয়েছিলাম আনভীরের সাথে সারাজীবন কাটাতে। হয়তো ভাগ্য সেটাও কেড়ে নিবে আমার থেকে। চাচী ঠিকই বলতো,
আসলেই ভালোবাসার মানুষ পাওয়ার সৌভাগ্যটা আমার নেই। যেই আমার সাথে জড়ায়, তারই জীবন ধ্বংস৷ যেমনটা আনভীরের হচ্ছে। আমি জানি যে এই নিউজের ক্ষেত্রে পরোক্ষভাবে হলেও অপূর্ব ভাইয়ার হাত আছে। আর তাই আমি চাইনা আমার জন্য আনভীরের জীবন বা ক্যারিয়ারে কোনো প্রভাব পড়ুক।
আমি সিড়ি ভেঙে উপরে গেলাম এবার। আনভীর সকালে উঠে ব্রেকফাস্ট করছিলেন আর দেখছিলেন টিভিতে উনাকে নিয়ে অজস্র নিউজ। অন্য কেউ হলে হয়তো ভেঙে পড়তে এমন নিউজ দেখে বা একটু হলেও টেনশনে থাকতো৷ অদ্ভুত হলেও এমন কোনো প্রতিক্রিয়াই দেখিনি আমি আনভীরের৷ যেন এসব কোনো ব্যাপারই না।
তারপর উনি সেই যে রুমে গেলেন, আর বের হলেন না।আমি পা টিপে টিপে রুমে গেলাম এখন। অফ হোয়াইট কালারের ওয়ালে দেখা গেলো আনভীরের একটা বড়ো ফ্রেমের ছবি৷ ছবিটা আনভীরের খুব পছন্দের। কারন এই বার্থডে তে উনার ফ্যানরা উনার উদ্দেশ্যে সারপ্রাইজ হোল্ড করেছিলেন। রুমে কেউই নেই। বারান্দায়ও উনার গিটার পড়ে আছে। আমি সেটা নিয়ে ডেস্কের সাইডে গিটার রাখার জায়গাটিতে রেখে দিলাম। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন আনভীর৷
একটা কালো ট্রাউজার পড়েছেন উনি। এক হাত দিয়ে চুল মুছতে ব্যস্ত। ফর্সা লোমহীন বুকের বিন্দু বিন্দু পানি দেখে অস্বস্তি হলো আমার। কিছুক্ষণ সেদিকে তাকানোর কর নজর ফিরিয়ে বাইরেই পা বাড়াচ্ছিলাম আমার হাত টেনে নিজের কাছে টানলেন আনভীর৷ আমার পুরো শরীর স্তব্ধ। আনভীর বেডে বসে পড়লেন। জড়ানো গলায় বললেন,
‘ চুলটা মুছে দাও তো আহি!’
.
.
.
.
#চলবে..ইনশাআল্লাহ
#এক_শ্রাবণ_হাওয়ায়-২
#লেখনিতে – কায়ানাত আফরিন
#পর্ব – ৩৫
‘চুলটা মুছে দাও তো আহি!’
নির্বিকার কন্ঠ আনভীরের। কথাটির আড়ষ্ট সুরে প্রকাশ পেয়েছে এক অন্যরকম স্নিগ্ধতা। আমি বিনাবাক্যে তাকিয়ে থাকলাম উনার পানে। একজন মানুষের সাথে এতকিছু হয়ে গেলো, বাইরে না জানি উনাকে নিয়ে কত বানোয়াট কথা বলা হচ্ছে তবুও উনি বসে আছেন এতটা ভাবনাহীন ভাবে? এর সঙ্গে আমি জড়িত আছি বলেই কি মানুষটার এত মৌনতা? আমি পাহাড় সমান অস্বস্তি নিয়েই উনার হাত থেকে কেড়ে নিলাম শুভ্র রঙের তোয়ালেটি। অন্যরকম লাগছে। এভাবে আনভীরের কাছে এসে এমন অভিজ্ঞতা কমই হয়েছে আমার।চুলগুলো তারপর আমি মুছে দিতে থাকলাম সন্তর্পণে। আমায় অবাক করে দিয়ে আমার কোমড় জরিয়ে বসে রইলেন আনভীর। চোখের নিষ্প্রভ দৃষ্টি আমার দিকে। এমন চাহিনীতে আমার ধীরগতিতে চলা হাত আরও স্থির হয়ে গেলো। না পারছি এভাবে থাকতে আর না পারছি এই দৃষ্টির মর্ম বুঝতে। চশমাবিহীন এই চোড়জোড়া অন্যরকম লাগছে এই মুহূর্তে। উনার কপট নীরবতা বিষাক্ত লাগছিলো আমার কাছে। হাল ছেড়ে অবশেষে বলেই ফেললাম,
‘এমন কেন আপনি আনভীর? বাইরে যে অপূর্ব ভাইয়ার জন্য আপনার নামে লোকে নানা কথা রটাচ্ছে সেগুলো থামাবেন না? এভাবে চুপ করে থাকলে কি সব মিটমাট হয়ে যাবে?’
‘ সেটা তোমার না ভাবলেও চলবে আহি।’
জড়ানো প্রতিউত্তর আনভীরের। উনার এমন নিরুক্ত ব্যবহার ভালো লাগছে না আমার কাছে। উনি কিছু বলছেন না ঠিকই তবে আমি জানি, এসবের পেছনে দায়ী আমিই। আনভীর অপূর্ব ভাইয়াকে মেরেছেন আমার জন্য, প্রেস কনফারেন্সের পর জরুরি কাজ ছেড়ে শুধুমাত্র ছুটে এসেছেন আমার জন্য। আর তথাকথিত মিডিয়ার কাছে আমি যাতে এআরকে’র প্রোস্টিটিউট হিসেবে পরিচয় না পাই সেজন্যেও উনি সেটা চেপে গিয়েছেন শুধুমাত্র আমার জন্য। অপূর্ব ভাইয়া হয়তো এদিক দিয়ে ঠিকই বলেছেন আমায় সেলফিস বলে। আমি নিজের ভালোর জন্যই তো এভাবে উনাকে বিপদে ফেলে পড়ে আছি বেহায়ার মতো। ঠোঁট কামড়ে নিজের ভারক্রান্ত দুঃখগুলোকে নিয়ন্ত্রনে আনি এবার। ঘোরগ্রস্থের ন্যায় বলি,
‘ আমার জন্যই এসব হচ্ছে আনভীর। আপনি বলুন বা না বলুন, আমি ঠিকই বুঝতে পারছি। আমি…..’
আচমকা বিনাবাক্যে আমায় নিজের কোলে বসিয়ে দিলেন আনভীর। আমি অপ্রস্তুত হয়ে পড়লাম। নিজের বোধবুদ্ধি হারিয়ে অস্থির দৃষ্টি ফেললাম উনার দিকে। মুখে ভাবনার লেশমাত্র নেই। বরং অয়নজোড়ায় খেলা করছে অজস্র অব্যক্ত কিছু কথা। সেই দৃষ্টির অতলে হারিয়ে যাওয়াতে ক্রমেই অস্থিরে ছটফট করতে থাকা মন শান্ত হয়ে গেলো। আনভীর খাটের একপ্রান্তে রাখা হাত উঠিয়ে আমার ঘাড়ের পিছে রাখলেন এবার। আর অন্যহাত দিয়ে চুল সরিয়ে দিলেন কানপিঠে। হাতের শীতল স্পর্শ, যা স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে অন্যকিছু। রুদ্ধশ্বাস ফেলে অবশেষে তাই বলেই ফেললাম,
‘ আনভীর!’
‘ হুসসস! আর কথা না।’
উনি কথা কাটলেন। উনার মতিগতি সবই যাচ্ছে আমার মাথার ওপর দিয়ে। গতকাল থেকেই অন্যরকম আচরণ করছেন উনি। অপূর্ব ভাইয়ার আমার প্রতি সেই ব্যবহারগুলো উনার মনে এতটাই প্রভাব ফেলেছে যে এখন এক মুহূর্তের জন্যও চাননা আমায় কষ্ট দিতে। উনার এই রূপটা অন্তরে ভালোলাগার আরও একধাপ সৃষ্টি করলো। খুব ইচ্ছে করছে এখন উনার ওষ্ঠ্যে একটা ছোট্ট আদুরে স্পর্শ করতে। কিন্ত সাহস নেই। সেই সাথে একদিন তো এই মায়া ছেড়ে আমায় ওই জাহান্নামে ফিরে যেতেই হবে উনার ভালো জন্য। তো কি লাভ এই মায়া বাড়িয়ে?
আনভীর গালে হাত রাখলেন আমার। প্রগাঢ় কন্ঠে বললেন,
‘ তোমায় না বলছি আহি আজেবাজে কথা না বলতে? তোমার জন্য কিছুই হয়নি বুঝেছো? অপূর্ব আঘাত পাওয়ার প্রাপ্য ছিলো। ওর বোঝা উচিত ছিলো যে আমার আহি এখন আর ওর কাঠের পুতুল না। যেই আহির গাল ও হিংস্রের মতো চেপে ধরেছে, প্রোস্টিটিউট বলে সম্বোধন করেছে, সেই আহি আপাদমস্তকই আমার।’
একদফা স্থির রইলাম আমি। এমন কথায় কি প্রতিউত্তর দেয়া উচিত আমার জানা নেই। আমি উনার চুলগুলো মুছে উঠে দাঁড়ালাম উনার কাছ থেকে। মৌনকন্ঠে বললাম,
‘ আমি ন-নিচে য-যাচ্ছি। ক-কাজ আছে আ-আমার।’
কথাটি বলে একদন্ড রুমে দাঁড়াইনি আমি। চুপচাপ নিচে যাওয়ার জন্য পা বাড়ালাম।
__________________________
টিভি স্ক্রিনে টেলিকাস্ট করা নিউজের দিকে একধ্যানে তাকিয়ে আছে অপূর্ব। হাতে একমগ কফি। সেটা সে খাচ্ছে তৃপ্তির সহকারে। কপালে ব্যান্ডেজ থাকলেও সেদিকে ওর কোনো মাথাব্যাথা নেই। ইকবাল সাহেব নিজের আদরের ভাতিজার কাজকর্ম দেখে অবাক না হয়ে পারলো না। না পেরে অপূর্বের বাবার কাছে ফিসফিসিয়ে বলেই ফেললো,
‘ ভাইজান! চাচাজি ওই ছেলের হাতে মাইর খেয়ে মনে হয় মাথা নষ্ট হয়ে গেসে। নাহলে অপূর্বের মতো একটা ভয়ঙ্কর ছেলে, যে একনাগাড়ে পাঁচটা মানুষের জান কবজ করে সেই ছেলে এভাবে মাইর খেয়ে বিন্দাস ঘুরে বেড়ায়?’
‘ এজন্যই তুই একটা মাথামোটা ইকবাল। বয়সে তুই বড় হলেও আমার ছেলের মতো বুদ্ধি তোর হয়নাই বলে ও আহির প্রোপার্টির কাগজ ওর হাতে আর তোর মেয়ে হয়েও তুই নিতে পারলি না।’
অপমানে মুখ থমথমে হয়ে গেলো ইকবাল সাহেবের। অগত্যাই চুপ রইলেন তিনি। তবে আনভীরের বাবার চোখে মুখে সন্দেহের আভাস। গালের দাঁড়িতে হাত বুলিয়ে উনি বললেন,
‘ আমার আগেই মনে হয়েছিলো যে অপূর্ব ব্যাটায় জানে আহির কথা যে ও কোথায় আছে। নইলে ও এভাবে স্থির থাকত? আর আমি ভাবতেও পারিনি যে আহির নিখোঁজ হওয়ার পেছনে তোর ওই পুরনো বন্ধু ইমতিয়াজের ছেলেও জড়িত আছে।’
আনভীরের বাবার এই প্রসঙ্গে দুশ্চিন্তার রেশ দেখা দিলো ইকবাল সাহেবের চোখে-মুখে। কোনো একটা কারনে ইমতিয়াজ খান এর নাম শুনলেই উনি ভীত-সতস্ত্র হয়ে পড়েন। কেননা ইমতিয়াজ খানের এই ছোট ছেলেটার সাথে একটি সুপ্ত অতীত লুকিয়ে আছে আহির। যেটা অপূর্ব আর অপূর্বের বাবা, দুজনেরই অজানা। এরা শুধু এটাই জানে যে আহির মায়ের মৃত্যুর পেছনে ইকবাল সাহেবেই দায়ী।
ইকবাল সাহেব আমতা আমতা করে বললেন,
‘ ইয়ে মানে, ভাইজান হঠাৎ এসব বলছেন যে?’
‘ হঠাৎ বলছি না। আচ্ছা তোর কি মনে হয় যে ওই ইমতিয়াজের ছেলে, কি জানি নাম? হ্যাঁ, আনভীর। আনভীরের সাথে কি সম্পর্ক তোর মেয়ের সাথে? একজন রকস্টার এমনি এমনিই আহিকে নিজের সাথে জড়িয়ে নিলো যেদিকে এটা ওর ক্যারিয়ারের বিষয়?’
এটা নিজেও জানে না ইকবাল। আহির মায়ের মৃত্যুর পর ও আর যোগাযোগ করেনি ইমতিয়াজের সাথে। এর একটা কারন আহির মা মৃত্যুর পূর্বে ওর উইলের কথা বলে দিয়ছিলো আনভীরকে। আনভীর তখন নাবালক হলেও অবুঝ ছিলো না। লন্ডন যাওয়ার পূর্বে শেষ সাক্ষাতেই আনভীরকে আহির মা উইলের কথা বলে। সাথে এটাও বলে এই কথাটি ওর বাবাকে জানাতে। আহির মা পরিবারের অমতে বিয়ে করেছিলো বলে প্রথম কয়েকটা বছর আনভীরদের বাড়িতেই থেকেছিলো তারা। তখনই আনভীর আর আজরানের সাথে আহির মায়ের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আনভীর অজ্ঞান ছিলো ছোটমার প্রতি। আর পরবর্তীতে যখন আহির মা জানতে পারে যে ইকবাল আসলে ওকে বিয়েই করেছে সম্পর্তির জন্য তাই আনভীরকেই বলে যায় তার অব্যক্ত কথা।
ইকবাল সাহেবকে এতটা চুপ থাকতে দেখে অপূর্বের বাবা কিছু বললেন না আর। পা এগিয়ে গেলেন অপূর্বের দিকে। বললেন,
‘ ব্যাথা কমেছে?’
‘ আমি কখন বললাম যে আমার ব্যাথা করছিলো।’
নিষ্প্রভ কন্ঠ অপূর্বের। উনি নিঃশ্বাস ছাড়লেন। ছেলের মতিগতি কিছুই বুঝে উঠতে পারছেন না উনি। তাই বললেন,
‘ তুই এত খুশিতে আছিস কেন বল তো অপূর্ব? তোর কাজকর্ম আমার ভালো ঠেকাচ্ছে না।’
‘ কেন কি হয়েছে?’
‘ কি হয়েছে মানে? তুই আমায় বলিসনি কেন যে আহি কার কাছে? আর ওকে নিয়েই বা আসলিনা কেনো? তুই কি ভুলে যাচ্ছিস যতদ্রুত সম্ভব ওগুলো হস্তান্তর করতে হবে? আহিকে এতগুলো বছর বড় করেছি কি এমনি এমনিই? শোন, আহিকে নিয়ে আমার মাথা ব্যাথা নাই। আমি শুধু ওর মায়ের নামে ওই যে ভিটে পড়ে আছে ওটা আমার চাই। এর বাজারমূল্য ১০ কোটি ছাড়িয়েছে এখন।’
হাসফাস করে বললেন অপূর্বের বাবা। অপূর্ব বললো,
‘ চিন্তা করো না। আহি নিজেই আসবে।’
‘মানে?’
‘ সেটা তোমার না ভাবলেও চলবে। আপাতত ইন্জয় করো ড্যাড। প্রথমে ওই রকস্টারকে মেরে মাটিতে পুতে ফেলতে ইচ্ছে করেছিলো। কিন্তু এমন করিনি কেন জানো? যাতে ওর ইমেজটা সোসাইটিতে নষ্ট হয়। নাহলে অপূর্বকে আঘাত দেওয়া মানুষ এত হজে ফিরে যায়না ড্যাড।’
এমনটা আগেই ভেবে নিয়েছিলেন উনি। অপূর্বের আশ্বাস পেয়ে কিছু না বলে উনি চলে গেলেন এখন। এদিকে অপূর্বের মাথায় চলছে অন্য চিন্তা। যেভাবেই হোক, যেকারনেই হোক, আনভীরের পাস্ট কোনো না কোনো ভাবে আহির সাথে জড়িত। সেটা বের করতেই হবে।
_________________
বিগত দু’দিন ধরে আনি সম্পূর্ণরূপে উপেক্ষা করছি আনভীরকে। এর একটি কারন মনের আতঙ্ক। বস্তুত অপূর্ব ভাইয়ার সেই কথায় আসলেই ভয় পেয়েছিলাম আমি। আর তাই আমি চেষ্টা করছি যতদ্রুত সম্ভব এর একটা ব্যবস্থা করতে। অপূর্ব ভাইয়ার কাছে ফিরবোনা আমি। যেহেতু মামুর সাথে যোগাযোগ হয়েছে উনাকেই একটা ব্যবস্থা করতে বলবো। নাহিদ ভাইয়াকে বলেছিলাম আমার সব কথা। উনি প্রথমে আমার এই সিদ্ধান্তে তেড়ে উঠলেও আনভীরের চিন্তা করে শান্ত রেখেছিলেন নিজেকে। বলেছিলেন,
‘ ভাইয়ের অমতে এই প্রথম আপনার সহায়তা করতে আমি বাধ্য হচ্ছি ভাবি। কিন্ত ভেবে দেখবেন, এই দুরত্ব কষ্ট ছাড়া কিছুই দিবে না। তাই একটু সময় নিন।’
আমি নির্বাক ছিলাম তখন। এভাবেই তারপর মশগুল হয়ে পড়লাম নিজের প্রফেশনাল কাজে। সকালে বেরিয়ে যেতাম, আসতাম সন্ধ্যার দিকে। আনভীরের সাথে সাদামাটা কথা ছাড়া কোনো ধরনের কোনো কথাই বলিনি। রাতে উনি ফিরলে দুদন্ড আমার সাথে কথা বলতে চাইলেই আমি এড়িয়ে যেতাম। উনি বারবার জিজ্ঞেস করছিলেন যে হঠাৎ আমি এমন করছি কেনো, আমি শুধু কাতর কন্ঠেবাধ্য হয়েই বলতাম,
‘ আমার একা থাকতে ভালোলাগছে আনভীর।’
তবে আজ আমার কথা শোনেননি উনি। হসপিটালে সন্ধ্যার সময় সচরাচর নাহিদ ভাইয়াই থাকেন আমার সাথে। তবে আজ আনভীর এসেছেন। আমায় এভাবে চুপ থাকতে দেখে রাস্তার ধারে হুট করে গাড়ি থামালেন উনি। আমি আগেই খেয়াল করেছিলাম যে এটা উনার বাড়ির পথ না। এই জায়গাটি ঢাকা থেকে বাইরের ডিসট্রিক্টে নিয়ে যায়। দুধারে খোলা ঘাসে আচ্ছাদিত মাঠ আর মাঝে বিশাল একটা পথ। সন্ধ্যের আবরণে তা অন্যরকম লাগছে।
আনভীর গাড়ি থামিয়ে বাইরে নিয়ে এলেন আমায়। আমায় অবাক করে দিয়ে চুপচাপ গাড়ির ডিকিতে বসিয়ে দিলেন। আমি প্রতিরোধে কিছু বলবো তা পূর্বেই হাত চেপে ধরলেন উনি।
কাছে এসে থমথমে গলায় বললেন,
‘ সমস্যা কি তোমার?’
.
.
.
.
.
~চলবে ইনশাআল্লাহ!
ভুলক্রুটি মার্জনীয়।