গোপন_বিয়ে ৬ষ্ঠ_পর্ব

0
933

#গোপন_বিয়ে
#৬ষ্ঠ_পর্ব
#অনন্য_শফিক



এরপর দিন সকাল বেলা পুণম চলে গেল ওদের বাড়িতে।পুণম চলে যাওয়ার পর থেকেই বিন্দুর কেমন মন ভার ভার।রাতে আমার সাথে সেদিন একটি কথাও বললো না বিন্দু।কী অদ্ভুত কান্ড!
এর দুদিন পর হঠাৎ করেই পুণম আবার চলে এলো। ওইদিন থেকে আবার বিন্দু প্রাণোচ্ছল হয়ে উঠলো।সব সময় হাসিখুশি থাকতো।’
‘তারপর!’
না চাইতেও আমার মুখ থেকে বেরিয়ে এলো এ শব্দটি ।
ইমতিয়াজ ভাইয়া বললেন,’সেদিন ফ্রাইডে ছিল। আমি গোসল সেরে নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মায়ের সেদিন হঠাৎ করে প্রেশার বেড়ে গেল।এলিজা মায়ের মাথায় পানি ঢেলে দিচ্ছে। বিন্দু তখন বললো,নামাজে যাওয়ার আগে মার জন্য ফার্মেসি থেকে দুটো টেবলেট নিয়ে আসো।
ওর কথায় আলনা থেকে শার্টটা নামিয়ে গায়ে লাগিয়ে বের হয়ে যাই। কিন্তু অর্ধেক পথ গিয়ে মনে হলো ড্রয়ার থেকে টাকা নিয়ে আসিনি।তাই দ্রুত ফিরে এলাম বাসায়। আর ফিরেই দেখি –!’
ইমতিয়াজ ভাইয়া চোখ মুছলেন। তারপর আবার একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে বললেন,’এই দিন দুপুরেই ওরা অসভ‍্যতামি করছিলো দরজার এক পাশে দাঁড়িয়ে!’
ইমতিয়াজ ভাইয়া কান্নার জন্য কথা বলতে পারছেন না। তিনি কান্নাভরা গলায়ই বললেন,’আমি বিন্দুকে খুব ভালো বেসে ফেলেছিলাম। কিন্তু এই দৃশ্য দেখে আমার মাথায় রক্ত চড়ে গিয়েছিল। আমি হাতে বটি নিয়ে ওদের খুন করে ফেলতে চাইলাম। কিন্তু এলিজা এসে আমায় জাপটে ধরে ফেললো আর কাঁদতে কাঁদতে বললো,ভাইয়া,পুণম আমায় ভালো না বাসুক আমি তো তাকে বাসি। আমার চোখের সামনে তাকে তুই কিংবা অন্য কেউ আঘাত করলে আমি সহ্য করতে পারবো না রে ভাইয়া!
এলিজার জন‍্যই মারতে পারিনি ওদের। বিকেল বেলা ঠিক করলাম পুণমের বাবা আর বিন্দুর বড় ভাইকে খবর দিবো। খবর দিলামও।ওরা জানালো পরদিন সকাল বেলা আসবে।’
ইমতিয়াজ ভাইয়া এবার থামলেন। আবার একটা সিগারেট ধরিয়ে তিনি বাতাসে ধোঁয়া ছাড়লেন। তারপর একবার আকাশের দিকে তাকালেন।তার সাথে আমিও আকাশের দিকে তাকালাম। আকাশ ভরা কালো কালো মেঘ। বৃষ্টি আসবে হয়তো!
ইমতিয়াজ ভাইয়া বললেন,’ওরা তো বলেছিলো পরদিন আসবে কিন্তু পরদিন আর আসার প্রয়োজন হয়নি ওদের।রাতেই ওরা খবর পেলো পুণম বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে।’
‘কোথায় পালিয়ে গিয়েছিল ওরা?আর এখন ওরা কোথায় আছে?’
‘জানি না।আজ পর্যন্ত কোন খবর পাইনি।’
‘তবে কী পুণম এলিজার কাছাকাছি এসেছিল শুধুমাত্র বিন্দুর জন্যই?’
আমার ধারণা এটাই!’
‘এলিজার কথা বলুন প্লিজ!ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে।আর আপনার জন্যও!’
‘এলিজা তো কষ্ট নিয়ে মারাই গেল। একেবারেই মারা গেল। কিন্তু আমি কষ্ট নিয়েও মরার মতো বেঁচে আছি!’
‘এলিজা কীভাবে মারা গেলো?’
এই জন্যই ছাদে এসে গল্প করছি তোমার সাথে।এলিজা কীভাবে মারা গেলো তোমায় দেখাবো বলে।’
ইমতিয়াজ ভাইয়া বসা থেকে উঠে বললেন,’আমার সাথে এসো।’
আমি বসা থেকে উঠে তার পেছন‌ পেছন হাঁটলাম। ইমতিয়াজ ভাইয়া হেঁটে গেলেন একেবারে ছাদের পশ্চিম কিনারে। আমিও গিয়ে ওখানে দাঁড়ালাম। তিনি এবার বললেন,’নীচে তাকাও।’
আমি নীচে তাকালাম।
তিনি এবার বললেন,’ছাদ থেকে নীচটা অনেক ব‍্যাবধান না?মানে এখান থেকে লাফ দিলে বাঁচার পসিবিলিটি কতটুকু?’
‘জিরো পার্সেন্ট। যদি আল্লাহ বাঁচিয়ে দেন তা ভিন্ন!’
ইমতিয়াজ ভাইয়া হঠাৎ ডুকরে কেঁদে উঠলেন। তারপর কান্নাভেজা গলায় বললেন,’পুণমের থেকে পাওয়া এতো বড় আঘাতটা আমার বোন সহ‍্য করতে পারেনি।আর পরদিন সকাল বেলা এখান থেকেই নীচে ঝাঁপ দিয়েছিল এলিজ! আমার লক্ষ্মী এলিজ!’
ইমতিয়াজ ভাইয়া ছাদের রেলিং ধরে হেঁচকি তুলে কাঁদছেন। এমন ভাবে কোনদিন আমি কোন পুরুষকে কাঁদতে দেখিনি।
আমি ইমতিয়াজ ভাইয়াকে কীভাবে সান্ত্বনা দিবো তা বুঝতে পারছি না। তবে একটা কাজ আমি করেছি। ইমতিয়াজ ভাইয়ার হাতটা টেনে ধরে মায়াময় গলায় বললাম,’ভাইয়া,এলিজ না থাকলেও আপনার বোন নাতাশা আছে।আপনি কাঁদবেন না প্লিজ!’
ইমতিয়াজ ভাইয়া শান্ত চোখে আমার দিকে তাকাতেই তার ফোন বেজে উঠলো।
‘হ‍্যালো।’
‘আমি নাতাশার হাজবেন্ড।নাতাশা কোথায় আছে জানেন?’
‘নাতাশা আছে।আপনি বলেছিলেন সে যেন কয়দিনের জন্য কোথাও সেটেলড হয়।সে এখন সেটেলড হয়েছে।’
ও পাশ থেকে নিতুলের কন্ঠ কেমন যেন শুনালো!
সে বললো,’কোথায় আছে ও এখন?’
‘তার ভাইয়ের কাছে।’
‘তার ভাই আবার কোত্থেকে এলো?তার কোন ভাই বোন নাই।সে একা।’
ইমতিয়াজ ভাইয়া হেসে বললেন,’যার কেউ না থাকে তারও কেউ হয়ে যায়।নাতাশার ভাই আগে ছিল না। এখন আছে।’
‘ওর ভাইয়ের নাম বলুন।’
‘ইমতিয়াজ রহমান।’
‘ডাঃ ইমতিয়াজ রহমান।মানে আপনি?’
‘হুম আমি।’
‘তাহলে এতো ভণিতা করছেন কেন? এক্ষুনি আপনার ঠিকানা দিন!’
ইমতিয়াজ ভাইয়া বললেন,’ঠিকানা দিয়ে আপনি কী করবেন?’
‘আমার ওয়াইফ আপনার এখানে আর আপনি বলছেন আমি ঠিকানা দিয়ে কী করবো আপনার!’
‘ও আই সি! আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি নাতাশার হাজবেন্ড!’
ও পাশ থেকে রাগী গলা শোনা যাচ্ছে নিতুলের।
ইমতিয়াজ ভাইয়া ঠিকানা বলে দিলেন।
তারপর ফোন কেটে ইমতিয়াজ ভাইয়া আমার দিকে তাকিয়ে বললেন,’তোমার হাজবেন্ড ফোন করেছিল।’
‘ভাইয়া ও বোধহয় আপনার কথায় রাগ করেছে।’
ইমতিয়াজ ভাইয়া অদ্ভুত ভাবে হেসে বললেন,’এই নারী জাতিটা বড়ো অদ্ভুত।এরা যাকে ভালোবাসে এর জন্য জীবন পর্যন্ত কুরবান করে দেয়। এমনকি এটা জানার পরেও যে তার ভালোবাসার মানুষটি তাকে ঠকাচ্ছে!’
আমি ইমতিয়াজ ভাইয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম।আজ হয়তো নিতুল আসবে আমায় নিতে।বাসায় সব মিটমাট করে নিয়েছে বোধহয় সে।এটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু কষ্ট হচ্ছে এই জন্য যে, ইমতিয়াজ ভাইয়া আবার একা হয়ে যাবে।আর কেউ থাকবে না তার কষ্টগুলো শোনার জন্য!

#চলবে