তুই আমার জানপাখি পর্ব-১৩

0
3569

তুই আমার জানপাখি
Faria Siddique
Part 13

In Siddique vila

বড় ভাইয়া আজ ১০ বছর পর এই বাড়িতে পা রাখল।।।পুরনো সব কথা মনে পরে যাচ্ছে ভাইয়ার।।।।আমরা তিন ভাইবোন কত মজা করেছিলাম এক সময় এই বাড়িতে আর এখন এই বাড়ির নাম ও শুনতে পারি না।।।।ভাইয়া এসব কথা ভাবতে ভাবতে দরজার কাছে গিয়ে কলিং বেল বাজালো।।।।
কলিং বেল বাজানোর সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দিল।।।।ভাইয়া তো মেয়েটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে।।।
আসুন মেয়েটার সম্পর্কে কিছু জেনে নেই।।।
(নাম মেহেক রহমান স্পর্শ।।।। লম্বা ৫”৫।গায়ের রং হলুদ ফর্সা।চুল গুলা লম্বা।টানা টানা চোখ।। গোলাপি ঠোঁট।। মনে হয় যেন একটা পরী আকাশ থেকে নেমে এসেছে।।)
ভাইয়া কখনও কোন মেয়েকে এত নিখুঁতভাবে দেখেনি।।।।।কিন্তু আজ এই মেয়েকে দেখে ভাইয়া চোখই সরাতে পারছে না।।।।।।
ভাইয়াঃআজব তো।।।আমি তো কোন মেয়েকে এভাবে দেখি নাই তাহলে এই পুচকে মেয়েটাকে আমি এত নিখুঁতভাবে
দেখছি!!!!!!!(মনে মনে)
মেহেক ভাইয়ার সামনে তুরি বাজালো আর বলল।।।
মেহেকঃএই যে বয়রা মশাই।।।।
ভাইয়াঃকিইই।।।।এই মেয়ে কি বললা আমি বয়রা!!!!!(ভ্রু কুচকে)
মেহেকঃতা নয় তো কি…. সেই কখন থেকে ডাকছি কোন সাড়াই দিচ্ছেন না।।।।তাই ভাবলাম বয়রা।।।।
ভাইয়া আর কোন কথা না বলে মেহেককে পাশ কাটিয়ে ভিতরে চলে গেল।।।।
ভিতরে গিয়েই ভাইয়া দাদিমা দাদিমা বলে চিল্লাতে লাগলো।।।।।
দাদিমাঃ কে রে মেহেক এভাবে চিল্লাচ্ছে?????
মেহেকঃজানি না দাদি।।।।আমি চিনি না এই বয়রাকে…….
ভাইয়াঃ এই পুচকে আর একবার যদি বয়রা বল তাহলে দেখবা কি হয়….(রেগে)
দাদিমাঃ আরে কে তুমি?????
ভাইয়াঃ একি বুড়ী তুমি তোমার জামাই কে ভুলে গেছ!!!!!!!!
দাদিমাঃ শুদ্ধ!!!!!!!!(বলেই কান্না করে দিল)
ভাইয়াঃ এই দাদিমা কান্না কর না।।।।
দাদিমা সবাইকে ডাকতে লাগল।।।।
দাদাভাইঃ কি হয়েছে এভাবে চিল্লাচ্ছো কেন????
দাদিমাঃ দেখ কে এসেছে……
দাদাভাইঃ(অবাক হয়ে তাকিয়ে আছে)শুদ্ধ!!!!!!!
ভাইয়াঃ কেমন আছ তোমরা???(দুইজনকে একসাথে জড়িয়ে ধরে)
দাদাভাইঃতোদের ছাড়া আমরা কিভাবে ভাল থাকি বল তো।।।।
ভাইয়া আর কিছু বলল না।।।
ছোটমিমিঃ কেন এসেছিস এখানে????তোরা তিন ভাইবোন আর কত আমাদের কস্ট দিবি????তোরা এই বাড়ি ছেড়ে যাওয়ার পর এই বাড়িতে খুশি নামক জিনিসটাই হারিয়ে গেছে।।।।।(অভিমানের সুরে)
ভাইয়াঃতুমি তো সবই জানো।।তাহলে কেন এভাবে বলছ?????
দাদিমাঃ বাদ দে এসব কথা।।।। আজ আমার নাতি এসেছে এই বাড়ীতে।।।আমি আজকে নিজের হাতে রান্না করে খাওয়াব।।।।
ভাইয়াঃ না দাদিমা আমি খাব না।।।। আমি তোমাদের জন্য কিছু জিনিস এনেছিলাম আমেরিকা থেকে।।ওইগুলাই দিতে আসলাম।।।।আমি এখন যাই।।।
এই বলে ভাইয়া চলে যেতে গেলে দাদিমা বলে
দাদিমাঃতুই যদি আজকে না খেয়ে যাস তাহলে আমার মরা মুখ দেখবি।।।।
ভাইয়াঃ প্লিজ দাদিমা এসব কথা বল না।।।।
দাদাভাইঃ নুরুর মা তুমি গিয়ে রান্না কর।।।। আজ আমি আর আমার নাতি তোমার হাতের রান্না খাব।।।।
দাদিমা মেহেককে নিয়ে রান্না করতে চলে গেল।।।।ভাইয়া মেহেকের দিকে তাকিয়ে থাকল।।।।
দাদাভাই আর ভাইয়া বাগানে বসে আছে।।।
ভাইয়াঃ দাদাভাই একটা কথা ছিল।।।
দাদাভাইঃ বল।।।
ভাইয়াঃ আচ্ছা যে মেয়েটা দরজা খুলল ওইমেয়েটা কে????
দাদাভাইঃ ওর নাম মেহেক রহমান স্পর্শ।।। তোর বড়মিমির ভাসুরের মেয়ে।।।
ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে।।
ভাইয়াঃকিন্তু ও এখানে কেন????
দাদাভাইঃ তার মা মারা যাওয়ার পর তার বাবা আরেকটা বিয়ে করে।।।। সৎমাটা তার ওপর অনেক অত্যাচার করত।।।তাই তোর দাদিমা বলল ওকে এখানে দিয়ে যেতে।।।।ও এখানে থেকে পড়াশুনা করে আর আমাদের খেয়াল রাখে।।।।।
ভাইয়াঃ কিসে পড়ে????
দাদাভাইঃ hsc দিবে….
ভাইয়াঃতার মানে ১৮ বছর হয়ে গেছে….. আচ্ছা দাদাভাই আমি ওকে বিয়ে করতে চাই।।।।
দাদাভাইঃঅবাক হয়ে তাকিয়ে আছে।।।।
ভাইয়াঃ কি হল…আমি কি ভুল কোন সিদ্ধান্ত নিলাম????
দাদাভাইঃ একদমি না।।।।।।তুই ঠিক সিদ্ধান্ত নিয়েছিস।।।
ভাইয়াঃ তাহলে ভিতরে চল।।।আমি মেহেকের সাথে কথা বলতে চাই।।।।
দাদাভাইঃ হুম্মম।।।
ভাইয়া আর দাদাভাই ভিতরে গেল।।
ভাইয়া মেহেক বলে ডাক দিতেই মেহেক আর দাদিমা আসল।।।
ভাইয়াঃ দেখ মেহেক আমি খুবই ক্লিয়ার কথার মানুষ।।।।। আমি সবার মতো এত সুন্দর করে নিজের ভালবাসা প্রকাশ করতে পারি না।।।।।
মেহেক কিছু না বুঝে দাঁড়িয়ে আছে।।দাদিমা কিছু বলতে যাবে তার আগেই দাদাভাই সাইডে নিয়ে দাদিমাকে সব বলল।।।।দাদিমা অবাক হলেও খুবই খুশি হয়েছে।।।
ভাইয়াঃমেহেক তোমার hsc শেষ হতে আর কতদিন????
মেহেকঃ দুইমাস।।।।কেন???
ভাইয়াঃতোমার কি কোন বয়ফ্রেন্ড আছে??? তোমার উত্তর যদি হা হয় তাহলে আজকেই তার সাথে সব শেষ করে দাও।।।
মেহেকঃনা।।।।আমার কোন বয়ফ্রেন্ড নাই।।।।আর থাকলেই বা আপনার কি????
ভাইয়াঃআমি তোমাকে ভালবাসি।।।।
মেহেকঃ আমি বাসি না।।।।আমি তো আপ নাকে আজকে মাত্রই দেখলাম আর আজকেই আপনি বলছেন আমাকে ভালবাসেন।।।।
ভাইয়াঃ just shut up….আমি তোকে ভালবাসি এটাই তোর জন্য যথেষ্ট।।। তুই না চাইলেই ও #তুইআমারজানপাখি।আর হে বিয়ের জন্য প্রস্তুতি নাও।।
এই বলেই ভাইয়া না খেয়েই চলে গেল।।।।দাদিমা কতবার ডাকল শুনল না।।।।
ভাইয়া যেতেই দাদিমা এসে মেহেকের কাছে এসে তার মাথায় হাত দিয়ে বলল।।।
দাদিমাঃ ওরা তিন ভাইবোন এমনি।।।।তুই কিছু মনে করিস না৷ আমার নাতিটা তোকে খুব সুখি রাখবে।।।।।তুই আর না করিস না।।
মেহেকঃ আমি না করলেও উনি শুনবেন না।।।
দাদিমাঃ আমার নাতিকে একটু ভালবাসিস।।ও জীবনে ভালবাসা ছাড়া সব আছে।।।
মেহেকঃ আমি চেষ্টা করব….

রুশাকে ছোট ভাইয়া তার সাথে দেখা করতে বলেছে।।।রুশা রাজি না হলেও ভাইয়ার জোরাজোরিতে রাজি হয়েছে।।।।রুশা কফি শপে ভাইয়ার জন্য অপেক্ষা করতে লাগল।।।আজকে রুশা লাল কালারের চুরিদার পরেছে।।।।
ভাইয়া গাড়ি থেকে নামল।ভাইয়া আজকে লাল শার্ট পরেছে।।।।
ভাইয়াঃ সরি।।।।লেট করার জন্য।।
রুশাঃ It’s ok…
ভাইয়াঃ তোমাকে আজকে লাল পরি লাগছে।।।।।
রুশাঃদেখুন মি.ফারদিন।। আমি আপনার সাথে এসব কথা বলার জন্য আসি নি।।।।আমাকে কেন ডেকেছেন তারাতারি বলুন।।।।
ভাইয়াঃ সরি রুশা।।।
রুশা ঃfor what???

চলবে…….