তুই আমার জানপাখি পর্ব-২১

0
3392

তুই আমার জানপাখি
Faria Siddique
Part 21

আমরা সবাই বিশালকে নিয়ে হাসাহাসি করতে লাগলাম।।।
ঠিক তখনি সায়মা আর রুশা এলো।।।
রুশাকে দেখে তো আমার ছোট ভাইয়া হা করে তাকিয়ে আছে।।।
সায়মাঃতোরা কি নিয়ে এতো হাসাহাসি করতাছিলি?????
আমিঃআমাগো বিশাল বাবু রে লইয়া….
সায়মাঃসাদা বিলাই আজকে লাল পাঞ্জাবী পরেছে।।।।।।
বিশালঃকি বললা তুমি!!! আমি সাদা বিলাই????
সায়মাঃযে যা তাকে তাই বলেছি।।।।।
বিশালঃতুমি তো মেকআপ করা বিড়ালনী।।
সায়মাঃকি বললেন?আমি বিড়ালনী।।।
তোকে তো আমি আজকে মেরেই ফেলব।।।
এই বলেই সায়মা বিশালকে মারতে শুরু করল।।।।।
আমরা সবাই মিলে ওদেরকে শান্ত করে বসালাম।।।।।
ঠিক তখনি বউমা আসল আর বলল।
বউমাঃফারিয়া আর সায়মা যা তো।।গিয়ে তোদের ভাইয়াকে রাখি বেধে দিয়ে আয়।।।
আমি আর সায়মা গেলাম।।গিয়ে দেখি সবাই বসে আছে।।।।
আমাদের দেখে ভাইয়ার দুইপাশ থেকে দুইজন উঠে গেল।।।।
আমি আর সায়মা গিয়ে বসলাম।।।।
আমরা বসতেই মিরাজ ভাইয়ার একজন ফ্রেন্ড বলে উঠল।।।।।
ফ্রেন্ডঃ একদম লাল পরি লাগছে।।।।
আমি শুনতে না পেলেও সায়মা শুনেছে।।।
সায়মাঃভাইয়া কি আমাদের বললেন????
ফ্রেন্ডঃ না তোমার সাথের মেয়েটাকে বলেছি।।।।তোমাকেও সুন্দর লাগছে।।
ভাইয়ার ফ্রেন্ড এবার আমাকে উদ্দেশ্য করে বলল
ফ্রেন্ডঃকি নাম তোমার????
আমি কিছু না বলে একবার তাকিয়ে আবার রাখি বাধায় মন দিলাম।।।।
ভাইয়ার ফ্রেন্ড আর কিছু বলল না।।।।
এইদিকে এইসব দেখে বিশাল আর রুদ্র রাগে ফুসছে।।।।।।
বউমাঃ এবার প্রোগ্রাম শুরু করা যাক।।।।
মিরাজ ভাইয়াঃনা।। আমার একটা ফ্রেন্ড এখনও আসে নাই।।।
তখনি পিছন৷ থেকে আওয়াজ এলো।।।
-আমি এসে গেছি।।।।।।।।।
সবাই দরজার দিকে তাকিয়ে আছে।।।।
দরজার মানুষটাকে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে আছি।।
শুধু আমি না আমার দুই ভাইও রাগি চোখে তাকিয়ে আছে।।।।
মানুষ টা আর কেউ না,,,,,, জনি ভাই।।।।
আমিঃজনি ভাই।।।।
আমি আমার দুইভাইকে ইশারায় শান্ত হতে বললাম।।।।
জনি ভাই একা আসে নাই তার সাথে একটা মেয়েও আছে।।।।।
আমাদের দেখে জনি ভাই কোন রিয়েক্ট করলেন না।।।।
কারন তিনি আগে থেকেই জানতেন আমরা আসব।।।।।
আমি উঠে গিয়ে ভাইয়াদের কাছে দাড়ালাম।।।
জনি ভাইয়া আমাদের কাছে আসল।।।।
এসে হাটুগেড়ে বসে পরল আমাদের সামনে।।।
এই কাজে আমরা তিনজনই হতভাগ।।
জনি ভাইঃ আমাকে মাফ করে দে বোন।।।আমি তোর সাথে যা কিছু করেছি সব মামার কথায়।।।।আমাকে মামা বলেছিল তোর সাথে এমন ব্যবহার করতে যাতে তোরা ওই বাড়ি ছেড়ে চলে যাস।।।
আমি আমার দুইভাই আর সবাই হতভাগ হয়ে তাকিয়ে আছি।।।।
আমার কথা বলার শক্তি নাই।।।।।
আমি কান্না করে দিলাম।।।।
বড়ভাইয়াঃকি বলছিস এসব তুই জনি????( রেগে)
জনি ভাইঃআমি যা বলছি ঠিকি বলছি ভাইয়া।।।।।আমাকে মাফ করে দে।।।। ওইদিনের পর থেকে আমিও ওদের থেকে আলাদা হয়ে যাই।।।।(কান্না করে)
আমি দুইভাইয়াকে ইশারায় বললাম যে ভাইয়াকে মাফ করে দিতে।।।।
বড়ভাইয়া জনিকে দাড় করিয়ে জড়িয়ে ধরল।।।
আমি আর ছোট ভাইয়াঃহুম আমরা তো পর।।।
তারপর আমরা চার জনে মিলে গ্রুপ হাগ করলাম।।।।
সবাই আমাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে।।।
মিরাজ ভাইয়া আর বউমারা সবাই আমাদের কাছে এসে বললেন কি হইছে।
তারপর জনি ভাইয়া তাদের সব খুলে বলল।।।
বউমাঃযা হবার হয়েছে৷।।। এখন সবাই মজা কর।।।।
আমিঃসবি তো বুঝলাম কিন্তু তোমার সাথের ওই সুন্দরী রমনিটা কে???
জনি ভাইয়াঃও হচ্ছে তোর ভাবি।।।(মাথা চুলকে)
আমরা তিনজন অবাক হয়ে তাকিয়ে আছি।।।
মেয়েটাঃহাই আমি তিয়াশা মিথি।।।।।।
আমিঃহাই।।।এই তো দেখি বাদরের গলায় মুক্তার মালা।।(বলেই হাসতে লাগলাম)
জনি ভাইয়াঃভাইয়া তোমরা কিছু বলবা এই বুড়িরে।।।।
আমরা সবাই হেসে দিলাম।।।।

In siddique vila

মেহেকঃদাদাভাই তোমার ঔষধ খেয়েছ???
দাদাভাইঃ ইয়ে মানে মনে নেই।।।।
মেহেকঃ আমি জানতাম।।।।
এই বলে তারাতারি ঔষধ খুলে দাদাভাইকে খাইয়ে দিল।।।
এমন সময় সারা আর মিম আপু আসল।।।।
দাদাভাইঃ সারা নানুভাই।।।।।কতদিন পর এই বাড়িতে এসেছ।।।
সারাঃকি করে আসব নানুভাই?????? ওইদিনের পর থেকে ইচ্ছাই মরে গেছে এই বাড়িতে আসার।।।
দাদাভাইঃথাক ওইসব কথা আর ভাবতে হবেনা।।।
সারাঃআমি আজও আসতাম না।।।।শুধু মাত্র মেহেকের বিয়ে তাই ওকে দেখতে আসলাম।।।
দাদাভাইঃও আচ্ছা।।।।

চলবে।।।।।।।