তুই আমার জানপাখি পর্ব-২৬

0
3128

তুই আমার জানপাখি
Faria Siddique
Part 26

সকালে….

আমি ঘুমিয়ে আছি।।।।
ছোটআব্বু আমাকে ডাকছে।।।।।
ছোটআব্বুঃমা উঠে পর।।। দেখ ৮ টা বাজে।।।।
আমি এবার লাফ দিয়ে উঠে পড়লাম।।।।
আমিঃআমাকে আগে ডাকনি কেন????
ছোটআব্বুঃডাকিনি মানে!!!!!!!!কত ডাকা ডাকলাম তুই এ তো উঠলি না।।।
আমি আর কথা না বাড়িয়ে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।।।।
আজকে আবার ওই শান স্যারের ক্লাস আছে ফাস্ট ঘন্টায়।।।।।
আমি ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিলাম।।।।
আমি একটা লাল চুরিদার পরলাম।।।।হালকা লিপস্টিক,চোখে কাজল,চুলগুলা ছেড়ে দিলাম আর ওরনা একাসাইডে ছেড়ে দিলাম।।।।
আমি রেডি হয়ে নিচে গিয়ে খেয়ে আমরা তিনজন বের হয়ে গেলাম।।।।
রুদ্র যাওয়ার পর আমি আর বাইক চালাই নি।।।।।
তাই গাড়ি নিয়ে বের হয়ে পরলাম।।।।।

In varsity

আমরা গিয়ে দেখি শান নামের স্যারটা ক্লাস নিচ্ছে।।।।।।
আমিঃmay i come in…..
বিশালঃwe too???
শানঃno……
আমিঃbut why…..what is our fault???
শানঃfor coming late…….
আমরা আর কিছু বললাম না।।।আমরা বাহিরে দাঁড়িয়ে আছি।।।
বিশালঃতোর জন্য সব হইছে।।।।
আমিঃওই কালা কুত্তা আমার জন্য সব হইছে????
জনঃyes only for you….
আমিঃতোরা আর আমার সাথে কথা বলবি না।।।।।
আমাদের কথার মাঝে শান স্যার এসে হানা দিল।।।।
শান স্যারঃতোমাদের কি কথা বলা ছাড়া আর কোন কাজ নাই।।।।।
ওনার মুখে বাংলা ভাষা শুনে আমরা তিনজনই অবাক।।।।।
এভাবে তাকানোর কিছু নাই আমি একজন বাঙালি।।।।।
আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে আছি।।।।।
একদম রুদ্রের মতো কথা বলে।।।।
কিন্তু এ যদি আমার রুদ্র হতো তাহলে আমাকে না চিনার ভান করত না।।।
আমি এসব ভাবতে ভাবতেই স্যার আমাকে জোরে একটা ধমক দিল।।।।
তারপর আমাদের ক্লাস এ ডুকতে দিল।।।।
আমি ক্লাস এ ডুকে রুদ্রের কথা ভাবছি আর শানের দিকে তাকিয়ে আছি।।।।
দুইজন মানুষের মাঝে এতো মিল কিভাবে থাকতে পারে।।।।
শান স্যার আমার সামনে দাঁড়িয়ে আছে আমার সেদিকে কোন খেয়ালি নেই আমি আমার মতো রুদ্রের কথা ভাবতাছি।।।।
শানঃমিস ফারিয়ায়ায়ায়ায়া (রেগে চিল্লিয়ে)
আমিঃজি জি স্যার।।।।।(ভয় পেয়ে)
শানঃএটা আপনার বাসা না যে আপনি যেভাবে ইচ্ছা সেইভাবে থাকবেন।।।(রেগে)
আমিঃ আসলে স্যার…..আমি….
শানঃকি আপনি……..(রেগে)।।।আমার ক্লাস থেকে এখনি বের হয়ে যান।।।।।
আমি আর কোন কথা না বলে বের হয়ে চলে আসলাম।।।।।
ক্লাস শেষে আমি স্যারের রুমে গেলাম।।।
আমার বিশ্বাস যে এটাই আমার রুদ্র।।।।
আমিঃরুদ্র তুমি কেন আমার সাথে এমন করছ???(কান্না করে)
শানঃতুমি এখানে।।।আর কে রুদ্র??? are u crazy????আমি শান।।।। (রেগে)
আমিঃআমি জানি তুমি আমার রুদ্র।।।।
আমি শানের কাছে গিয়ে শানের গাল ধরে বললাম।।। শান আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আমি টেবিলের কোনায় গিয়ে বারি খেয়ে কপাল কেটে ফেলি।।।।
আমিঃআয়ায়া।।।।
বিশাল আর জন বাহিরেই ছিল।। ওরা তারাতারি এসে আমাকে ধরলো।।।।
আমার নাক দিয়ে রক্ত পরা শুরু করেছে।।।।আমি অজ্ঞান হয়ে গেলাম।।
আমার আর কিছু মনে নেই।।।।

চোখ খুলে আমি নিজেকে হসপিটালএ দেখি।।।।।
ভাইয়ারা,ছোটআব্বু,ছোটমা,রুশা,মেহেক,বিশাল আর জন সবাইকে সামনে দেখলাম।।।
ভাইয়ারা কান্না করতে করতে শেষ।।।।
আমিঃতোমরা কি শুরু করেছ????আমি ঠিকাছি।।।।
বড়ভাইয়াঃআমি থাকতে আমাদের টুকুর এই অবস্থা।।। (কান্না করতে করতে)
ছোটভাইয়াঃকিভাবে এমন হল????(কান্না করতে করতে)
আমিঃআরে আমি পড়ে গিয়েছিলাম।।।তাই কপালটা কেটে গেছে।।।।
সবার সাথে কথা বললাম।।।।আমাকে হাস্পাতাল থেকে ছেড়ে দিয়েছে।।।।
বাসায় এসে ভাইয়ারা আমাকে আমার রুমে শুইয়ে দিল।।।।আর আমার দুইপাশে দুইভাই বসল।।।বসে আমাকে ফল খাওয়াচ্ছে।।।
আমিঃবড়ভাইয়া আমি আর খাব না।।।।
আমার কোন কথা কেউ শুনছে।
আমিঃআমি আর খেতে পারছি না।।।।
ছোট ভাইয়াঃআর একটা টুকু।। প্লিজ।।।
আমিঃআর না ভাইয়া।।।।
বড়ভাইয়াঃওকে।।।।।
ভাইয়ারা আমাকে ঔষধ খাইয়ে দিল।।।
বড়ভাইয়াঃআজকে আমরা দুইজন তোর সাথে থাকব।।।।।
আমিঃভাইয়া আমি একাই থাকব।।।।আর তোমরা এতো চিন্তা কর না।।।।
ভাইয়াঃআজকে আমরা তোর কোন কথাই শুনতাছি না।।।।
আমিঃপ্লিজ ভাইয়া।।।।।
ভাইয়াঃওকে কিন্তু আমরা রাতে এসে বারবার দেখে যাব।।।।
আমিঃdone…

আমি ঘুমের মধ্যে বুঝতে পারছি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আমার হাত ধরে কান্না করছে।।।
আমি চোখ খুলে দেখি কালকের সেই লোক।।।
আমিঃকে আপনি??(ভয় পেয়ে)
লোকঃহুসস।।।কোন কথা বলবা না।।।।
আমার এবার রাগ হল।।।।আমার রুদ্র ছাড়া আমাকে কেউ কোনদিন ছোয়নি।।।।
আর এই লোক টা।।।
আমিঃআমার হাত ছাড়ুন।।।আর কে আপনি।।(চিল্লিয়ে রেগে)
আমার চিল্লানি শুনে ভাইয়ারা আমার রুমে আসল।।।এসে লাইট অন করে কাউকে দেখতে পায়নি।।।
ভাইয়ারাঃকি হয়েছে টুকু।।।।
আমিঃকিছু না।।।।
ভাইয়াঃতাহলে চিল্লালি কেন????
আমিঃএমনি।।।।।তোমরা যাও ঘুমিয়ে পর।।।।।
ভাইয়ারা চলে গেল লাইট নিভিয়ে।।।
আমি আবার শুয়ে পরলাম।।।
আমি শুয়ে পরতেই লোকটা আবার এলো।।।
লোকঃতুমি এতো চিল্লাও কেন????
আমিঃআপনি আবার এসেছেন।।।।প্লিজ যান এখান থেকে।।।।আমার রুদ্র ছাড়া আমার জীবনে আর কেউ আসবে না।।।।প্লিজ আপনি চলে যান।।।।।
লোকটা কিছু না বলে মুচকি হেসে চলে গেল।।।
আমি আজকেও লোকটার মুখ দেখতে পেলাম না।।।কারন মুখে মাস্ক পরে ছিল।।।।
আমি আর না ভেবে শুয়ে পরলাম।।।।

চলবে……