তুমি_প্রেম_আমার পর্ব-১৫

0
4098

#তুমি_প্রেম_আমার❤️
#part:15💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
“চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আমি’!আর আমার সামনে চোখে ওড়না বেঁধে আমাকে শাড়ি পরাচ্ছে আরিয়ান’!এই প্রথম বার হয়তো কোনো ছেলে এতটা কাছ থেকে আমাকে শাড়ি পরাচ্ছে’!একরাশ নীরবতা নামিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি আমি’!অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে আমার’!এক অদ্ভুত অনুভূতি’!এই অনুভূতিটা না খুব একটা খারাপ লাগছে না’!হর্ঠাৎ হর্ঠাৎ আরিয়ানের হাতে স্পর্শ শরীরে লাগতেই পুরো কেঁপে উঠছি আমি’!!হর্ঠাৎ একরাশ নীরবতার পর্দা সরিয়ে আরিয়ান বলে উঠলঃ

—–“এই কুঁচিগুলো গুঁজে নেও’!!

“আরিয়ানের কথা শুনে চোখ খুলে একবার আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলাম আমি’!তারপর তার হাত থেকে কুঁচিগুলো নিয়ে গুজে নিলাম’!!প্রায় দেড় ঘন্টা সময় নিয়ে আরিয়ান শাড়ি পড়ালো আমায়’!অবাক লাগছে ভীষণ তার সাথে অদ্ভুত সব অনুভূতি’!!আবারো আরিয়ান বললঃ

——–“এবার কি তাহলে চোখ খুলতে পারি’!!

“আমিও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে বলে উঠলামঃ

——-“হুম অবশ্যই”

“আরিয়ান আস্তে করে তার চোখে বাঁধা ওড়না খুলে ফেলল’!!প্রথমে সবকিছু অন্ধকার লাগলেও এখন সব পরিষ্কার লাগছে আরিয়ানের কাছে’!!আরিয়ান তার চোখ ডলতে ডলতে সামনে তাকালো’!!

——–“আমাকে কেমন দেখাচ্ছে “ভাঙা টেপ রেকর্ডার”!

“আরিয়ানের দিকে ঘুরে কথাটা বললাম আমি’!!

“আরিয়ান কিছুক্ষন আমার দিকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বললোঃ

——-“সবই ঠিক আছে কিন্তু……

——–“কিন্তু কি?

“হর্ঠাৎই আরিয়ান কিছুটা কাছে এসে খোঁপা করা চুলগুলো টান মেরে খুলে দিয়ে বললোঃ

——-এইবার পারফেক্ট “ঝাঁঝ বতী লবঙ্গ’!!

“আরিয়ানের এমন কাজে অবাক হলেও কিছু বললাম না’!!শুধু মুচকি হাসলাম’!!

“হর্ঠাৎই আরিয়ান বলে উঠলঃ

——-“এখন তাহলে তাড়াতাড়ি মেঘলা ভাবিকে নিয়ে চলে আসো’!

——–“হুম আপনি একটা কাজ করুন আপনি গিয়ে নিচে দাঁড়ান’!আমি আপুকে নিয়ে আসছি’!!

——-“ওকে তাড়াতাড়ি যাও’!!তারপর আমি চলে আসলাম বাহিরে আর আরিয়ান আবারো পাইপ বেয়ে মানে যেভাবে উপরে এসে ছিল সেভাবেই নিচে নামতে লাগল’!!

__________________________________________

*
দেয়ালের সাথে চেপে ধরে দাঁড়িয়ে আছে আরুশ’!!আর ওদিকে রিতু পুরো হা হয়ে তাকিয়ে আছে আরুশের দিকে’!!হর্ঠাৎই আরুশ বলে উঠলঃ

——–“দেখো চেঁচিও না,আমি তো মেঘলা ভাবিকে নিতে এসেছিলাম’!

“আরুশের কথা শুনে অবাক হয়ে আরুশের দিকে প্রশ্ন মাখা মুখ নিয়ে তাকালো রিতু!!

“আরুশ রিতুর চাহনির অর্থ বুঝতে পেরে বললোঃ

——-“আমি সব বলছি তোমায়’!!

“তারপর আরুশ রিতুকে সব বললো তারা কেন এই সময় এখানে আসল’!!রিতু আরুশের কথা হালকা হেঁসে বললোঃ

——-“ওহ এই ব্যাপার আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি বাহিরে জান আমি আপুকে নিয়ে আসছি’!!

“রিতুর কথা শুনে আরুশ খুশি হয়ে বললঃ

——ঠিক আছে মাই পঁচা পান্তা ভাত’!!

“আরুশের কথা শুনে রিতু কিছুটা অবাক হলেও তেমন একটা পাত্তা দিলো না’!!তারপর রিতু বাহিরে যেতে নিলেই আরুশ রিতুর হাত ধরে ফেললো’!!

“হর্ঠাৎ করে এমন ভাবে হাত ধরার কারন রিতু বুঝতে না পেরে পিছন ঘুরে বললোঃ

——“কি???

——-“আরুশ রিতুর কিছুটা কাছে গিয়ে বললো আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে’!

“আরুশের কথা শুনে মুচকি হাসলো রিতু’!তারপর ছোট্ট করে বললো:

——“Thank you’!

“বিনিময়ে আরুশ কিছু বললো না’!!তারপর রিতু চললো মেঘলার রুমের দিকে’!!আর আরুশ ধীর গতিতে আশেপাশে তাকিয়ে চললো বাহিরে’!!

__________________________________________

*
“আপুর রুমের কাছে আসতেই দেখলাম আপু চুপটি করে বসে আছে আয়নার সামনে’!!আপুকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে এই মুহুর্তে’!!আমি দৌড়ে পিছন থেকে আপুকে জড়িয়ে ধরে বললামঃ

———“আপু তোমাকে খুব সুন্দর লাগছে’!!একদম পরীর মতো’!

“বিনিময়ে আপু শুধু মুচকি হাসলো’!!হর্ঠাৎই বলে উঠলাম আমিঃ

——-“আপু চলো’!!

——–“কোথায়??

——-“আরে গেলেই দেখতে পাবে চলো’!তারপর আপুর হাত ধরে বাহিরে পা বাড়ালাম আমি’!!এমন সময় রুমে ভিতরে ঢুকলো রিতু’!ওকে দেখে প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে বললামঃ

——‘তুই’

——“কোথায় যাচ্ছিস”

“আপুর কাছ একটু সরে রিতুর কানে কানে বললাম আমি তারপর রিতুও চললো আমাদের সাথে’!!

“আশেপাশে তাকিয়ে মাঠ ফাঁকা দেখে পা বাড়ালাম আমি, আপু আর রিতু বাহিরে যাওয়ার উদ্দেশ্যে’!!
.
.
.
.
“বেশকিছুক্ষন যাবৎ গাড়ির পাশেই দাঁড়িয়ে আছে আকাশ’!!আর তার কানের সামনে শুধু মশা এসে গান গাইছে’!!এমন সময় আরিয়ান আর আরুশ দু’জনেই বাহিরে চলে আসল’!!ওদের দেখে প্রথমে খুশি হলেও পরক্ষণে ওদের একা দেখে মনটা খারাপ হয়ে গেল আকাশের’!!

“আরুশ আর আরিয়ান আকাশের সামনে এসে মাথা নিচু করে বললোঃ

——“সরি ভাইয়া অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই ভাবিকে নিয়ে আসতে পারলাম না সরি ভাইয়া’!

“আরুশও বলে উঠলঃ

——“সরি ভাইয়া’!

“আকাশ কিছু না বলেই মন খারাপ করে পিছন ঘুরে গাড়িতে বসতে নিবে এমন সময় কারো চেঁচানোর আওয়াজ শুনে সামনে তাকালো আকাশ’!!

“পিছন ঘুরেই তার মনটা ভালো হয়ে গেল’!!কারন মেঘলা যে আসছে তার দুই শালীকার হাত ধরে’!!আরুশ আর আরিয়ানে দিকে তাকাতেই তারা হেঁসে দিল’!!
.
.
এদিকে মেঘলা আকাশকে দেখে মুচকি হাসলো’!!তার মনটাও কিছুটা খারাপ ছিল’!!এখন ভালো হয়ে যাবে কারন সেও তো চেয়েছিল যাতে সবার আগে আকাশই তার গালে হলুদ লাগাবে’!!

——কি হলো আপু এখন খুশি তো’!!

“বিনিময়ে কিছু না বলে শুধু মুচকি হাসলো মেঘলা’!!

“আকাশ ভাইয়ার কাছে আসতেই বলে উঠলাম আমিঃ

——-“কি দুলাভাই হলুদ না লাগিয়েই চলে যাচ্ছেন’!!

“আকাশ কিছু বললো না’!!তারপর আপু আর আকাশ ভাইয়া গিয়ে বসে পরল গাড়িতে’!” আর আমরা তাদের থেকে অনেকটা দূরে দাঁড়ালাম’!!অপেক্ষা কখন আপু আসবে’!!

__________________________________________

*
গাড়ির ভিতর মেঘলা বসতেই আকাশ বলে উঠলঃ

—–“তোমায় খুব সুন্দর লাগছে মেঘলা একদম হলুদ পরীর মতো’!!

‘আকাশের কথা শুনে লজ্জা মাখা নিয়ে মুচকি হাসলো মেঘলা’!!হর্ঠাৎ আকাশ তার গাড়িতে রাখা হলুদে বাটিটা বের করে মেঘলার গালে হলুদ লাগিয়ে দিলো’!!তারপর মেঘলার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে দিল’!!

“মেঘলা আকাশের স্পর্শে হালকা কেঁপে উঠল’!!তারপর বললঃ

—–“এখন তাহলে যাই’!!

—–“ইচ্ছে তো করছে এখনই বাসরটা সেরে নেই এই বলে হাসলো আকাশ’!!

“আকাশের কথা শুনে মেঘলা লজ্জায় লাল হয়ে আকাশের বুকে মাথা লুকিয়ে বললোঃ

——“তার জন্য যে আরো একদিন অপেক্ষা করতে হবে মশাই’!!

——আমিও সেই অপেক্ষায় রইলাম’!!

“মেঘলা মুচকি হেঁসে নিজের গালে লাগা হলুদ লাগিয়ে দিল আকাশের গালে’!!

“তারপর মেঘলা আস্তে সরে এসে বেরিয়ে গেল গাড়ি থেকে’!!

“আকাশ মেঘলার এমন কাজ দেখে অবাক হয়ে মুচকি হাসলো’……….
.
.
.
এদিকে আপুকে বেরিয়ে আসতে দেখে স্বস্তির নিশ্বাস ফেললাম আমি’!!তারপর সবাইকে বাই জানিয়ে আমরা চলে গেলাম আপুকে নিয়ে বাড়ির ভিতরে’!!না জানি আপুর ডাক পরল নাকি’!!

“এদিকে আরুশ আর আরিয়ানও মুচকি হেসে চললো গাড়ি ভিতরে তারপর চলতে শুরু করল তারা তাদের গন্তব্যে……..

__________________________________________

*
আপুকে বসানো হলো হলুদের আসরে তারপর খুব সুন্দর ভাবে সম্পন্ন করা হলো মেঘলার গায়ে হলুদ’!!আজকে রাত খুব সুন্দর ভাবেই কাটলো আমাদের, নাচ গান হলুদ লাগানো সবই’!!কে কখন কোথায় কোন জায়গায় ঘুমিয়ে পরেছি জানা নেই আমার’!!

“এদিকে আকাশের গায়ে হলুদে আসরেও সেইম অবস্থা’!!আকাশকে তো পুরো ভূত বানিয়ে দিয়েছে আরিয়ান আরুশ আর আকাশের বন্ধুরা’!!সব মিলিয়ে খুব সুন্দর করেই কাটলো তাদের’!!তারপর যে যার মতো যেখানে খুশি সেখানেই ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পরলো’!!

__________________________________________

*
“আজকে আপুর বিয়ে পুরো বাড়িতেই খুশির ছড়াছড়ি’!!চারিদিকে পরিবেশ খুব আনন্দের সাথে মেতে উঠেছে’!!লাল বেনারসি পড়িয়ে আপুকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে’!!বুকের ভিতর দক দক করছে মেঘলার’!!কিছুক্ষনের মধ্যেই একেবারের মতো আকাশের হয়ে যাবে মেঘলা’!!এই ভেবে খুশি লাগলেও আবার বাবা,মা ছোট বোনকে ছেড়ে চলে যাবে ভাবতেই বুক চিঁড়ে কান্না আসছে তার’!!!মেয়েদের ভাগ্য এমন’!!যে ঘরে জন্ম হবে একদিন সেই ঘরের অতিথি হবে’!!এই ভেবে দীর্ঘ শ্বাস ফেললো মেঘলা’!!

*
“এদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে আকাশকে’!!আকাশকে সাজাতে সাহায্য করেছে আরুশ আরিয়ান’!!সবাই খুব সুন্দর ভাবে তৈরি হয়ে চললো নতুন বউকে বাড়ি নিয়ে আসতে’!!আজকে সবাই খুশি……..

*
”ভাড়ি লাল লেহেঙ্গা, ভাড়ি মেকাপ,ভাড়ি গহনা পরে একদম ফুলটু তৈরি আমি’!!অসস্তি লাগলেও আবার ভালো লাগছে’!!আমার পাশে আছে মাই ময়দা সুন্দরী ফুলটো মেকাপ লুকিং এ আজকে রিতুও আমার মতো সেইম সাজ দিয়েছে’!!দুজনকেই সুন্দর লাগছে ভীষণ’!!এই নিয়ে ৫০টা সেলফি তোলা শেষ’!!এমন সময় চারিদিকে শোনা গেল জামাই চলে এসেছে’!!আমরাও চললাম মুচকি হেঁসে’!!

“হাতে শরবতের ট্রে আর মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছি আমি রিতু তার সাথে আরো কিছু মেয়েরা’!!আমাদের কথা হলো ভিতরে ঢুকতে হলে ২০,০০০টাকা দিতে হবে তা না হলে ভিতরে যাওয়া যাবে না’!!!

“এদিকে আমাদের কথা শুনে আরুশ আরিয়ানের কানে কানে বলে উঠলঃ

——“দোস্ত এরা তো পুরো তৈরি হয়েই মাঠে নেমেছে মনে হয়’!!

——-“হুম তাই মনে হচ্ছে’!!

“সবাই তেমন কোনো জামেলা ছাড়াই আমাদের টাকা দিয়ে দিল তারপর আমরাও দুলাভাইকে শরবত আর মিষ্টি খাইয়ে ভিতরে যেতে দিলাম…….
!
!
!
!
#চলবে……………..

❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ]