তুমি_প্রেম_আমার পর্ব-২২

0
4030

#তুমি_প্রেম_আমার❤️
#part:22💘
#Writer: #TanjiL_Mim❤️
.
.
🍁
“অবাক চোখে তাকিয়ে আছি আমি সামনের ছেলেটির দিকে কারন সামনের ছেলেটি হলো প্রথম দিন ভার্সিটিতে বসে যেই ছেলেটি আরিয়ানকে আই লাভ ইউ বলতে বলেছিল সে’!!কিন্তু ওনার এভাবে আমাকে ধরে আনার কারনটা এখনও বুঝতে পারছি না আমি'”!!!আর ওনাদের তো সেদিনের পর আর ভার্সিটিতে দেখেছি বলে মনে পরছে না'”!!!এক বুক সাহস নিয়ে সামনের ছেলেটিকে বললামঃ

——–“ভাইয়া আমি কি করেছি তোমরা এইভাবে ধরে এনেছো কেন??

“আমার কথা শুনে তাচ্ছিলে হাসি দিল ছেলেটি তারপর বললোঃ

——-“কি করেছিস মানে তোর জন্য পুরো একমাস হসপিটালে ছিলাম আমরা’!!!

“ওনার কথা শুনে অবাক হয়ে বললামঃ

——–“কেন??

“সামনের ছেলেটি রাগান্বিতভাবে বলে উঠল তুই জানতে চাস তাহলে শোন সেদিন রাতে………….

❤__________🌸ফ্লাসবেক🌸__________❤️

“সেদিন রাতে ক্লাব থেকে বাড়ি ফিরছিল দিহানসহ আরো কিছু ছেলেরা,,এমন সময় ওদের সামনে থেকে কাঁধে ব্যাগ নিয়ে বাড়ি ফিরছিল একটা মেয়ে’!!দিহান ওরা সেই মেয়েটার সামনে গিয়ে প্রচুর টিছস করছিল ওদিক থেকে এদিকে আসছিল আরিয়ান আরুশসহ আরো কিছু ছেলেরা’!!দিহানের কান্ড দেখে’!!
ওদের সামনে এসে দাঁড়ায় আরিয়ান,আরুশ’সহ ওদের বন্ধুরা’!!আরিয়ান প্রচুর পরিমান রেগেছিল একে তো একটা মেয়েকে ডিস্টার্ব করছিল তার ওপর সকালে ভার্সিটিতে বসে “ঝাঝ বতী লবঙ্গকে রাগিং এর শিকার হতে হয়েছিল’!”সব মনে করে আরিয়ান ভিতরে ভিতরে রেগে আগুন হয়ে যায়’!!অনেকবার আরিয়ান আরুশওরা বারন করেছিল রাগিং করতে কিন্তু এই দিহান ওরা কিছুতেই শুনি নি তাই আজকে ওদের উচিত শিক্ষা দিবে আরিয়ান এমন ভাবনা চিন্তা সামনে দাড়ালো ওরা’!!তারপর শুরু হলো মারামারি’!!আরিয়ান প্রচুর পরিমানে রেগে থাকার কারনে অনেক মেরেছে দিহান আর ওর বন্ধুকে যাতে করে পুরো একমাস হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়েছে দিহানদের’!!সেদিন আরিয়ানের কিছু করতে না পারলেও মনে মনে রাগ পুষিয়ে রেখেছিল দিহান’!!আর যার জন্য এতটা মারলো আরিয়ান তার শাস্তি স্ব-রূপ মীমকে তুলে এনেছে দিহান’!!!

“বর্তমানে…………

“দিহানের কথাগুলো শুনে শুকনো ঢোক গিললাম আমি’!!সেদিনের সব রাগ এখন আমার উপর ঝারবে’!!তবে এই মুহুর্তে আরিয়ানের প্রতি কয়েকশত গুন ভালোবাসা বেড়ে গেল আমার’!!মেয়েদের খুব সম্মান করে আরিয়ান হর্ঠাৎ করে চেয়ারে স্ব-জোরে লাথি মারল দিহান’!!তার শব্দে পুরো ঘর কেঁপে উঠল’ সাথে আমিও’!!হর্ঠাৎই দিহান আমার কাছে এসে বললঃ

——–“এখন তোমার কি হবে সুন্দরী’!!

আমি ভয়ে কান্না করতে করতে বললামঃ

———“ভাইয়া প্লিজ আমায় ছেড়ে দিন….এখানে আমার দোষ কোথায় ছিল বলুন সব দোষ তো আপনাদেরই’!!!

“আমার কথা শুনে দিহান আরো রেগে গেল’!!আবারো স্ব-জোরে আরেক গালে থাপ্পড় মারলো দিহান’!!থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে পুরো মাথায় জিম গেল আমার’!!হর্ঠাৎ দিহান বলে উঠলঃ

———“তুই ভাবতেও পারছিস না এখন তোর সাথে ঠিক হতে চলেছে’!!

“আমি কান্না করতে করতে হাত জোর করে বললামঃ

——–“প্লিজ ভাইয়া আমাকে যেতে দিন’!!

“একটু একটু করে দিহান আমার দিকে এগোচ্ছে আর আমি পিছনে এগোচ্ছি একপর্যায়ে দেয়ালের সাথে মিশে গেছি আমি’!!দিহান আমার কাছে ওড়না টান দিতে গেল যা দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেলেছি আমি’!!এমন সময় জড়ের গতিতে এসে দরজা ভেঙে ফেললো’!!হয়তো আরিয়ান এসেছে’!!

“তারপর এসে আরিয়ান এসে মারতে শুরু করল দিহানকে’!!!কিন্তু আমি এই মুহুর্তে নিজের হুস পাচ্ছি চোখের সামনে সব কিছু ঝাপসা দেখছি’!!পুরো মাথা জিম ধরে আছে আমার’!!আমি অবস্থা বুঝতে পেরে এক চিৎকার দিয়ে ডাকলাম আমি আরিয়ানকে……..

“সাথে সাথে আরিয়ান দৌড়ে আসল আমার কাছে’!!এমন সময় রুমে ঢুকলো আরুশ সাথে রিতু আরুশ কিছু করার আগেই দিহান আর ওর বন্ধুরা দৌড়ে পালালো’!!আরুশও গেল তার পিছন পিছন’!!

“এদিকে আরিয়ান আমাকে জড়িয়ে ধরে বললঃ

——–“তোমার কিছু হবে না আমি আছি তো’!!কিন্তু তার কথা গুলো হয়তো কান পর্যন্ত গেল না’!!মুহূর্তেই সব অন্ধকার হয়ে গেল আমি পরে গেলাম আরিয়ানের বুকে তারপর আর কিছু মনে নেই’!!!

__________________________________________

________________

*
“জ্ঞান ফিরতেই নিজেকে হসপিটালের বেডে দেখতে পেলাম’!!আমার পাশে বসে আম্মু এখনো কাঁদছে,বেডের সামনে দাঁড়িয়ে আছে আকাশ ভাইয়া,আপু,আকাশ ভাইয়ার আম্মু, রিতু’!!কিন্তু কোথাও আরিয়ানকে দেখতে পেলাম না আমি’!!হর্ঠাৎই মাথায় হাত দিয়ে আম্মু বললোঃ

——–“এখন কেমন লাগছে তোর

——-“ভালো……..

———“তুই জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম ‘!!

“আম্মুর কথা শুনে আপু বললোঃ

——-“মা ওসব এখন বাদ দেও আগে ওকে কিছু খাইয়ে দেও তারপর বাকি সব কথা হবে’!!

“আপুর কথা শুনে আম্মু ছুপ নিয়ে আসলো’!!

“আম্মু মুখের সামনে এক চামচ ধরলো কিন্তু কথা হলো আমি খাবো’ না তাই মাথা নাড়ালাম যার অর্থ খাবো না’!!কিছুতেই আম্মু খাওয়াতে পারলো না’!!একে সবাই ট্রাই কর কিন্তু কেউ পারলো না’!!এমন সময় রুমে ঢুকলো আরুশ আর আরিয়ান হাতে কিছু ঔষধ নিয়ে’!!

“আরিয়ানকে দেখেই আপু ইশারায় বুঝিয়ে দিল এখান থেকে চলে যেতে’!!!

“হর্ঠাৎই সবাই বেরিয়ে গেল’!!যা দেখে অবাক হলাম আমি আশ্চর্য সবাই বেরিয়ে যাচ্ছে কেন??একে একে সবাই চলে গেল এমন কি আম্মু পর্যন্ত’!!সবাই চলে যেতেই আরিয়ান আমার সামনে এসে বসে পরল’!!সামনের টেবিল ঔষধগুলো রাখতে রাখতে বললোঃ

———এখন কেমন লাগছে তোমার ঝাঁঝ বতী লবঙ্গ????

“ওনার কথা শুনে বললাম আমিঃ

——–“এখন ভালো আছি আমি শুধু একটু মাথায় ব্যাথা করছে,,খুব জোরে মেরে ছিল দিহান’!!!

“যা শুনে আরিয়ানের ভিতরটা দক করে উঠল’!!তার জন্যই আজকে তার ঝাঁঝ বতীর এমন অবস্থা কিছুতেই মানতে পারছে আরিয়ান’!!হর্ঠাৎই আরিয়ান আমার হাত ধরে বললঃ

——–“সরি আমার জন্যই আর কিছু বলার সুযোগ দিলাম না আমি আরিয়ানকে তার আগেই বলে উঠলামঃ

———“আপনার কিছু হয়নি আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক ছিল’!!হর্ঠাৎ আরিয়ানের ছুপের বাটিটা হাতে নিয়ে বললোঃ

———-“খেয়ে নেও”!!!

———“আমার খেতে ইচ্ছে করছে না’!!

———“সব খেতে হবে না একটু খাও……

“আরিয়ান এমন ভাবে কথাটা বললো যে আমিও তার কথা মতো খেতে লাগলাম’!!তারপর আরিয়ান খাইয়ে দিতে লাগল আমায়’!!
.
.
.
.
“ওদিকে আরিয়ানের খাওয়ানো দেখে মুচকি হাসলো সবাই’!!তারা হয়তো বুঝতে পেরেছে এখানে কি হচ্ছিল’!!সবাই ভেবে নিয়েছে আরিয়ান আর মীমের বিষয়টা’!!!তারপর সবাই চলে গেল একটা রেস্টুরেন্টে’!!কারন কারোই তেমন কিছু খাওয়া হয়নি’!!তারপর সবাই রেস্টুরেন্টে খাবার খেল তার সাথে কথা বলতে লাগল আরিয়ান আর মীমের বিষয় নিয়ে’!!এদিকে আরুশ আর রিতু তাদের কথা শুনে খুশি হলো’!!!

“এখন আপনারা সবাই ভাবছেন সবাই কি করে জানলো আরিয়ান আর মীমের বিষয়টা’!!তাহলে যেনে নিন হসপিটালের আসতেই আরিয়ান পুরো পাগল হয়ে গেছে মীমকে নিয়ে তার সাথে অনবরত অস্থিরতা ভাব যা দেখে কারোই বাকি রইল না আরিয়ান কেন এমন করছে’!!

“মাঝখানে কেটে গেল একদিন’!!আজকে বাসায় যাবো আমি’!!হসপিটালের সব কাজ শেষ করে সবাই মিলে চলে গেলাম বাড়িতে’!!তারপর আকাশ ভাইয়া আর আন্টি চলে গেল তাদের বাড়িতে আপু গেল না’!!তাদের সাথে আরুশ আর আরিয়ানও চলে গেল,,!!তার কিছুক্ষন পর রিতুও চলে গেল’!!

__________________________________________

_________________________

“বিকেল ৪:০০টা……..
বিছানায় ঘুমিয়ে আছি আমি’!!এমন সময় রুমে আসলো আপু হাতে চা নিয়ে’!!আপুকে দেখে উঠে বসলাম আমি’!!আপু একটা চায়ের কাপ হাতে দিয়ে বললঃ

———“এখন কেমন আছিস তুই

———“হুম ভালো আপু…….

“আপু চায়ের কাপে চুমুক দিতে দিতে বললোঃ

——–“আরিয়ানকে ভালোবাসিস…….

“আচমকা আপির মুখে এমন কথা শুনে অবাক হলাম আমি’!!

“আপু আমাকে চুপ থাকতে দেখে আবারো বললঃ

———“কি হলো কথা বলছিস না কেন???

“এই মুহুর্তে আপুর প্রশ্নের কি উত্তর দিবো বুঝতে পারছি না আমি’!!!আপু চায়ের কাপ টা টেবিলে রেখে আমার হাত ধরে বললঃ

——–“দেখ আমি কিন্তু সত্যিটা জানি তারপরও তোর মুখ থেকে সত্যিটা জানতে চাই’!!আর আরুশ রিতুও সব বলেছে আমায়’!!দেখ তুই যদি সত্যি আরিয়ানকে ভালোবেসে থাকিস তাহলে বলে দে’!!!!

“আপুর কথার উওর দিলাম না আমি’!!কিন্তু কেন দিলাম না আমি তো সত্যি আরিয়ানকে ভালোবাসি’!!আপু আবারো বলে উঠলঃ

——–“কি হলো তুই বলবি…….

“আপুর কথা শুনে আমিও মাথা নাড়িয়ে হা বলে দিলাম’!!যার অর্থ হা ভালোবাসি আমি আরিয়ানকে’!!আমার উওর শুনে খুশি হয়ে আপু বেরিয়ে গেল’!!!আমিও আর কিছু না ভেবে চা খেয়ে আবারো ঘুমিয়ে পরলাম’!!

__________________________________________

__________________

“রাত ২টা হর্ঠাৎ কারো মুখের গরম নিশ্বাস পরছে মুখ তা আমি অনুভব করছি’!!হর্ঠাৎ ভুত দেখার মতো চমকে উঠলাম আমি সাথে সাথে সামনের মুখে রুমাল ধরল সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম আমি’!!

“জ্ঞান ফিরতেই নিজেকে গাড়িতে দেখতে পেলাম আমি আর আমার পাশে আরিয়ান ড্রাইভ করছে’!!ওনার এমন কাজে অবাক হয়ে বললাম আমিঃ

——“কোথায় যাচ্ছি আমরা…….

“বিনিময়ে আরিয়ান কিছু বললো না শুধু বললো আমাকে বিশ্বাস করতো তাহলে চুপ থাকো’!!!

“ব্যস আমিও আর কিছু বলি নি’!!কারন সত্যি আমি আরিয়ানকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি তার সাথে ভালো বাসি’!!!!

“বেশ কিছুক্ষন পর আরিয়ান গাড়ি থামালো’!!তারপর গাড়ি থেকে কোলে করে নিয়ে হাটা ধরল”!! আরিয়ান এমন কাজ দেখে অবাক হলাম’!!তারপরও কিছু বললাম ন’!!!

“আরিয়ান কোলে করে একটা সমুদ্রের কিনারায় নিয়ে আসল’!!তার সাথে আকাশে জ্বল জ্বল তারার হাসি’,তার সাথে চারিদিকের মিষ্টি বাতাস !!সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত’!!!তারপর আরিয়ান আমায় কোল থেকে নিচে নামিয়ে দাঁড় করিয়ে দিল’!!আমিও চুপটি করে দাঁড়িয়ে রইলাম’!!!

“কিছুক্ষন পর আরিয়ান তার পকেট থেকে একটা চকলেট বের করল যা দেখে খুব খুশি হলাম আমি’!!তারপর আরিয়ানের কাছ থেকে চকলেট আবারো চকলেট দিল আরিয়ান সেটাও নিলাম আমি তারপর একে একে অনেকগুলো চকলেট দিল আরিয়ান’!!এক পর্যায়ে পুরো হাত ভরে গেছে আমার'”!!!

“কিন্তু আরিয়ানের থামার নাম নেই’!!হর্ঠাৎ আরিয়ান আরেকবার পকেটে হাত দিল’!!যা দেখে আবারো বিষময় ভাবে তাকালাম আমি’!!কারন আর চকলেট নিতে গেলে সব পরে যাবে’!!আমাকে অবাক করে দিয়ে এই আরিয়ান একটা লাল গোলাপ বের করল’!!যা দেখে মনে মনে খুব খুশি হলাম আমি’!!আরিয়ান গোলাপটা হাতে নিয়ে হাঁটু গেরে বসে বলতে লাগলঃ
!
!
!
!
!
!
চলবে……………..

#TanjiL_Mim❤️