বেয়াইনের প্রেম পর্ব_০১

0
1036

#বেয়াইনের_প্রেম
পর্ব_০১
লেখাঃ নীল মাহমুদ (পিচ্চি পোলা)

কি হলো কত দেরী করবি আর

এইতো হয়ে গেছে পারফিউম টা লাগানো বাকি

জলদি কর, সবাই গাড়িতে ওয়েট করছে তোর জন্য

হয়ে গেছে আম্মু,, চলো চলো

নতুন আত্মীয় ওরা সবাই তোর অপেক্ষায় আছে

হুম এজন্যই তো একটু ফিটফাট হচ্ছি গো আম্মু

চল এবার……

ওহহহ তোমাদের তো বলা হয়নি, আমি নীল,, কিছু দিন আগে আমার বড় ভাইয়ের বিয়ে হলো,, কিন্তু আমি বিয়ে তে আসতে পারিনি,, আমার গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষার জন্য,,(গল্পে কিন্তু বাস্তবে কিছুই না?) তাই পরীক্ষা শেষ করে এসেই সবাই মিলে একসাথে আমার তালোই বাড়ি মানে ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি। শুনেছি ওনারা খুব ভাল পরিবার। আর ভাইয়ের নাকি পিচ্চি একটা শালি আছে। আমার আবার পিচ্চি মেয়ে খুব পছন্দ(গল্পে কিন্তু বাস্তবে সিনিয়রদের উপর ক্রাশ খাই)। আমার ভাইও খুব ভালো বন্ধুর মত। সবকিছু ঠিকঠাক করে এবার আমরা রওনা দিলাম নিজেদের গাড়ীতে। আমি নিজেই গাড়ী চালাতে পছন্দ করি। সে সুবাদে আজ ড্রাইভারকে ছুটি দিয়ে আমি নিজেই গাড়ী চালাবো।

খুব একটা জাঁকজমক ভাবে যাচ্ছি না আমি, জিন্স আর সাদা শার্ট, কালো সানগ্লাস,, হাতে কালো বেল্টের ঘড়ি আর একজোড়া কেডস,, আর লম্বা চুলে একটা ব্যান্ড পরেছি। চুলের যত্নে কোন ত্রুটি করিনা আমি।

গাড়ীতে উঠে….

কি আমার একমাত্র দেবরের কি সাজুগুজু হলো

সাজুগুজু আর কি করলাম ভাবী?? তোমার তো আর বড় বোন নেই থাকলে না হয় করতাম

আহারে ভাইটু আমার,,, এখন চলো জলদি

হুমম হুমম

আব্বু দেখে শুনে গাড়ী চালাবা কিন্তু ( আব্বু বললো)

তোমার ছেলে পাকা ড্রাইভার টেনশন করোনা

গাড়ি চালানো শুরু করলাম,,, অনেকদিন পর শহর ছেড়ে গ্রামের দিকে যাচ্ছি পরিবেশ টা খুবই ভালো লাগছে আর ইনজয়ও করছি সবাই

শহরের শেষ প্রান্ত থেকে কিছু মিষ্টি আর ফলমুল কিনতে গাড়ি থেকে নামলাম,,, আব্বু আর ভাইয়া এগুলো কিনলো আর আমি সেই পিচ্চি মেয়েটার জন্য কিছু চকলেট নিলাম আরো বাচ্চাদের কিছু খাবার।

গাড়ীতে উঠতেই আমার হাতে পিচ্চিদের খাবার দেখে সবাই হাসাহাসি শুরু করলো আমি বোকার মত লজ্জা পেয়ে মুখ ফুলিয়ে আছি।

নতুন ভাবীর সামনে লজ্জা পাওয়াটা মনে হয় একটু স্বাভাবিক যদিও আমি একটা লাজুক ছেলে।

আবার গাড়ী চালাতে শুরু করলাম,,, এখন আমরা গ্রামের পিচঢালা পথে চলছি। চারিদিকে খুব সুন্দর প্রকৃতি।

কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম ভাবীদের বাসায়,,,সবাই বাইরে এলো আমাদের নিতে। আব্বু আম্মু ভাইয়া ভাবী সবাই এক এক করে নামলো,,, তারপর আমি নামতেই ভাবী বললো,,

এই যে আমার একমাত্র দেবর যার জন্য তোমরা অপেক্ষায় ছিলে
আমি সবাইকে সালাম দিলাম…
আন্টি আংকেল সবাই আমাকে আদর করে ঘরে নিয়ে গেলো।।

আমি জিজ্ঞেস করলাম

আন্টি পিচ্চি টা কই ওর জন্য কতকিছু এনেছি,,, কই ও??

পিচ্চি টা কে বাবা ??

কেন আপনার পিচ্চি মেয়ে টা??

বলতে না বলতেই… পিচ্চি হাজির

কে কি আনলো আমার জন্য দেখি?? { একটু আহ্লাদী আর ঢংগি সুরে }

আমি পিছনে তাকাতেই চোখ দুটো ছানাবড়া হয়ে গেলো,,,, এত কিউট একটা মেয়ে,, কি সুন্দর চুলের স্টাইল, ফেস, গেটআপ,,, সবকিছু মিলিয়ে অপরুপ সুন্দরী,,,, আর একে কে পিচ্চি মেয়ে বলে??

আমি তো পিচ্চির জন্য আনছি,,, তুমি কে??

আমিই তো পিচ্চি আম্মু বলে

হিহিহি ধামড়ি মেয়ে একটা পিচ্চি সাজার শখ হইছে তাইনা??

আমি পিচ্চি পিচ্চি পিচ্চি

চিল্লাতে হবে না এই নাও তোমার চকলেট

ওর দিকে চকলেট গুলো দিতেই কেড়ে নিয়ে এক দৌড়ে ভাবীর কাছে চলে গেলো…

আমি ভাবীর দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম

তারপর আমাদের জন্য নাস্তা নিয়ে এলো আন্টি,, হাজার হলেও একমাত্র তালোই বাড়ি তাই আদর আপ্যায়নের কমতি নেই আমারও খাবারের কমতি নেই।

নাস্তা খাচ্ছি আর ভাবীকে বলছি

তোমার এত বড় একটা বোন আছে আমাকে বলোনি কেন হুমমম আমি আরো পিচ্চি মেয়ে ভেবে এসব নিয়ে এলাম,,
হাহাহা শুনো ও চকলেট পাগলি একটা,, ও বড় হয়েছে ঠিকই কিন্তু এখনো বাচ্চামি কমে নি। থাকো একটু বুঝবে পরে। জ্বালিয়ে মারবে। তবে হ্যা ওর চুল নিয়ে কিছু বলোনা যেন তাহলে কিয়ামত করে ছাড়বে।
তাই নাকি?? তবে তো একটু ট্রায়াল করতে হবে

নাস্তা শেষ করতেই ভাবীর সেই বোনটা এলো আমার সামনে…

আচ্ছা আপনি কে?? আগে তো দেখিনি?? বলা নেই কিছু নেই এসেই চকলেট দিলেন কেন??

ওহহ হ্যা তাইতো,,, আমি নীল,,তোমার বোনের একমাত্র দেবর আর তোমার দুলাভাই এর একমাত্র ছোট ভাই। আর তোমার একমাত্র বেয়াই। তো কেমন আছো বেয়াইন সাহেবা??

ওহহ আচ্ছা আপনি সেই মিঃ লেট মানে অমলেট হিহিহিহি,, আপুর বিয়েতে আসতে পারেননি,,, তাই এখন আসছেন তাইনা,, হুমম আমি সবসময় ভালো থাকি বেয়াই সাহেব

তো বেয়াইনের নাম তো জানা হলো না??

আমি তিশা,,, নাম তো শুনছেন মনে হয়

এসব পচা নাম শুনিনা,,,

ওহ আচ্ছা তাই নাকি,,, মেহমান তারওপর প্রথমবার এসেছেন তাই কিছু বললাম না,,,, নাহলে

নাহলে কি শুনি

তিশা কি করতে পারে তা বুঝাতাম

শুনলাম তুমি নাকি তোমার চুলের খুব যত্ন নাও?? ভাবছি একদিন চুলগুলো আমি একটু যত্ন নিব,,

খবরদার আমার চুল নিয়ে একটা কথা বলবেন না তাহলে আপনার খবর আছে,,,

এইযে বেয়াইন ভালো হবে না যদি আমার সাথে লাগতে আসো বুঝলে

আপনিও লাগতে আসবেন না বুঝলেন

ঢংগি মেয়ে একটা,,, বলেই তিশার চুল টেনে হনহন করে চলে গেলাম ভাবীর কাছে

আমার পিছনে তেড়ে আসছে আমার কিউট বেয়াইন

…………… #চলবে