বেয়াইনের প্রেম পর্ব_০৫

0
844

#বেয়াইনের_প্রেম
পর্ব_০5
লেখাঃ নীল মাহমুদ (পিচ্চি পোলা)

শোনো ডাইনি রাক্ষসী দজ্জাল মেয়ে,, দুইদিন আমাকে তোমার বাসায় অনেক জ্বালাইছো,, এবার বুঝবা নীলকে কাদাপানিতে চুবানো,, ঝাল খাওয়ানো আর রাতে পানি ঢালার পরিনাম কতটা ভয়ানক হতে পারে ??

ককককককিকিকি করবা তততততততুমি ?

সময় হলেই বুঝবা সুন্দরী ?

আন্টিকে সব সত্যি বললে তোমাকে পিটাবে তখন বুঝবা ??

হাহাহা যাও না বলো দেখি কি করতে পারো।।
এখন একটা কাজ বাকি আছে ?

কি কাজ ?

আমাদের বাসায় এলে কিন্তু তোমাকে তো অভিনন্দন জানানো হয়নি ??

কি করে ?

চোখ বন্ধ করো ☺

কেন কেন ??

আরে করোনা ☺

আচ্ছা করলাম

উমমমমমমমমমমাহহহহ (তিশার ঠোটে আদর দিয়ে) ???

ওইইই শয়তান ছেলে আবারো ?

হুমম আমার যখনই মন চাইবে তখনই দিব,, ?

আমি চলে যাব এখনই ??

ইশশশশ বললেই হলো নাকি ?

হুমম আপুকে বলব আমি থাকব না ??

ওকে দেখি কি করে যাও আমার রুম থেকে ?

আপপপপপপপপু আপপপপপপু

কিছু সময় পর ভাবি রুমে এলো

এই কি হইছে আবার তোর

আরে ভাবী কি পাগলি বোন তোমার দেখো

কি করছে

আমি যদি বিকেলে ওকে ঘুরতে নিয়ে না যাই তাহলে নাকি ও চলে যাবে এখনই বাড়িতে

উলে বাবা তাই নাকি

না না আপু শোন,,,,,

থাম তুই আর কিছু বলতে হবে না,,নীল তোকে নিয়ে ঘুরতে যাবে,, এবার খুশি তো

আমি যাব না ওর সাথে

তুই যাবি না গেলে তোকে পিটিয়ে তারপর পাঠাবো,, এখন খেতে চল

বলে ভাবি চলে গেলো আমি তিশার দিকে তাকিয়ে হাসছি

ওই শয়তান ছেলে আবারো মিথ্যা কথা বলে আপুর কাছে বকা খাওয়ালে ??

হুমম আর ঘুরতে যাবার পারমিশন ও নিয়ে নিলাম,,, ভালো হলো তাইনা

কচু হলো,, তোমার সাথে আমি যাব না তুমি অনেক পচা কিছু হলেই শুধু আমাকে ওইটা দাও,, আমার কেমন জানি হয় ??

কি দেই?? আর কেমন হয় তোমার বেয়াইন

জানিনা বলব না ??

তারমানে প্রেমের কুড়ি ফুটতে শুরু করেছে

ইশশশশশশশ না ?

তবে কি শুনি

কিছু না,,,,,

তিশার একটু মুচকি হাসি দিয়ে আমাকে ওর বড় নখের চিমটি দিয়ে দৌড়ে চলে গেলো ??

আমি বিছানায় ধপাস করে শুয়ে হাত পা ছুড়াছুড়ি করছি,,,, তারমানে তিশা আমাকে একটু একটু করে ফিল করছে,,, ইইইয়ায়ায়াহুহহহহহ ??

প্রথম প্রেমে পড়লে যা হয় আমিও সেমনই করছি,, (বস্তবে আমার কপালে গফ নাই ?)আয়নার সামনে দাড়িয়ে আমার লম্বা চুলে হাত দিয়ে নেড়ে বললাম,,,

নীল তোর এখন প্রেমের সময় শুরু হয়েছে,, সাবধানে থাকিস ??

চলে গেলাম ওয়াশরুমে গোসল করব। শাওয়ার ছেড়ে গান গাইছি জোরে জোরে,,,,

হটাত আম্মু এসে দরজায় টোকা দিচ্ছে

নীল,,, এত জোরে গান গাইছিস কেন,, তোর আব্বু বাসায় তাড়াতাড়ি খেতে আয়

যাও আসতেছি

গোসল করে ভালোমত পারফিউম লাগিয়ে টেবিলে বসলাম

ভাবী বললো
খেতে বসছো তাও পারফিউম লাগিয়ে আসতে হলো
হায়রে আরো কতকি দেখব এ জামানায়,, আমাদের সময় বাপু এসব ছিল না ??

আহা,, কি বিটিশ মহিলা রে,, ছিল না তো এখন আছে,, আর এখন তো আমার ইয়ের সময় ??

ইয়ের সময় মানে

না না কিছু না

আচ্ছা দেবর আমার আজ খুব খুশি যে

আপু ভাইয়ার বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে হিহিহি??

ওই ডাইনি মেয়ে আমি বুড়ো হবো কেন,, তুমি একটা বুড়ি ???

ইশশশ আমার মত এমন কালো চুল কার আছে দেখাওতো?? তোমার বউয়ের মাথায় টাক হবে টাক ??

দেখা যাবে

হুম দেইখো ঢং…… ?

খাবার খেতে খেতে তিশার দিকে বারবার তাকাচ্ছি আর চোখ মারছি,,, আর তিশা মুখ ঘুল্লি দিয়ে আমাকে জবাব দিচ্ছে। ??

খাওয়া শেষ করে তিশাকে বললাম

রেডি হও একটু পর

পারবো না

মাইর দিব কিন্তু

আমি তোমার সাথে যাবো না যাবো না যাবো না ??

তুমি কি সত্যি যাবে না না না না ??

আমার মনটা খুব খারাপ হয়ে গেলো,,, মুখভার করে বললাম

আচ্ছা ঠিক আছে যেতে হবে না,,, থাকো তুমি ??

আমি চলে আসলাম ওর রুম থেকে

আমার রুমে গিয়ে শুয়ে পড়লাম,, এখন কেন জানি সত্যি খুব কষ্ট হচ্ছে,,, এমনটা আগে কখনো হয়নি,, কান্না করতে ইচ্ছে করছে,,, ??

একটু পর তিশা এসে আমার দরজার কাছে লুকিয়ে দাড়ালো কিন্তু ওর ওড়নাটা একটু দেখা যাচ্ছে, হটাত একটা দুষ্ট বুদ্ধি এলো,,, মিথ্যা কলের নাম করে কথা শুরু করলাম,,,

হ্যালো সিমি,,, কেমন আছো,,,
আমি ভালো নেই তোমাকে অনেক মিস করতেছি চলোনা বিকেলে তোমাকে নিয়ে একটু ঘুরব,, অনেক দুরে যাবো,, অনেক দুষ্টামি করব তুমি আর আমি,, ফুসকা খাব আরো কতকি
আচ্ছা তাহলে রেডি হও আমি আসছি তোমাকে নিতে কেমন,, উম্মাহ, বাই ????

এটা বলেই খুশি হয়ে নাচতে লাগলাম যা ছিল সবটাই তিশাকে জ্বালানোর জন্য,,,

আমি টিশার্ট খুলে শার্ট পরলাম,, রেডি হতে হতেই হটাত আম্মু এসে ঠাসসস করে এক চড় বসালো আমার পিঠে

আম্মু কি হলো মারছো কেন কি করলাম আমি ??

বান্দর তুই তিশাকে কি বলেছিস ??

কই কি বলেছি ??

ও নাকি তোকে ঘুরতে নিতে বলছে আর তুই ওকে না নিয়ে নাকি কোন সিমিকে নিয়ে যাবি বলেছিস আবার তিশাকে বকাও দিছিস ??

আজিব আমি কখন এসব বললাম ??

আন্টি,, ভাইয়া আমাকে একটুও সহ্য করতে পারে না সবসময় আমাকে এড়িয়ে চলে,, ( মায়া কান্নার সুরে বলতে বলতে রুমে এলো তিশা) ????

কোন সিমি টিমি বুঝিনা তুই তিশাকে নিয়ে ঘুরতে যাবি এখন,,,

মনে মনে বলি,, ইয়েস,, আমি সাকসেস,, দুষ্ট বুদ্ধিতে কাজ হয়েছে,,, তিশা যে আমাকে পছন্দ করে সেটাও ক্লিয়ার হলো।

আচ্ছা ঠিক আছে তিশাকে নিয়েই যাচ্ছি,, ওকে রেডি হতে বলো ??

মামনি তুমি রেডি হয়ে আসো,,
এবার খুশি তো ☺☺

হুমম লাভ ইউ আন্টি ?

আমিও মনে মনে বলি,,, হায়রে মেয়ে মানুষ কত ঢং যে করতে পারে ??

একটু পর তিশা সুন্দর করে সাজুগুজু করে এলো। মায়াবী চেহারাটা আরও বেশি মায়াবী লাগছিল,,, আল্লাহ যে তাকে কোন মাটি দিয়ে বানিয়েছেন তিনিই ভালো জানেন,,,, সুবহানাল্লাহ,,, ❤

আম্মু বের হবার সময় ২ হাজার টাকা দিলো আমাকে,, তিশা যা খেতে চায় আমি যেন ওর ঠিকমত আপ্যায়ন করি,,, কত দরদ বাবাগো ?

তিশাকে গাড়ীর কাছে নিয়ে গিয়ে বললাম পিছনে বসতে,,, সে আমার দিকে রাক্ষসের মতো তাকিয়ে জোরে চিমটি দিয়ে বললো.. ?

এত কিছু করলাম কি পিছনে বসার জন্য ??

পিছনেই বসো আমার পাশে বসতে হবে না ?

আমার ইচ্ছে আমি সামনে বসব তোমার কি ?

পিছনে যাও ?

আননননননননন্টি গো

আরে আসো আসো পিছনে কেন বসবা সামনে কত জায়গা ????

হিহিহি ভিতুর ডিম একটা ???

….


……
..চলবে