ব্ল্যাকমেইলার চাচাতো বোন যখন বউ পর্ব-০৪

0
2348

গল্প:ব্ল্যাকমেইলার চাচাতো বোন যখন বউ
লেখক: ইমরান ( পিচ্চ)

পর্বে:04
(৩য় পর্বের পর থেকে শুরু)

নিধি: এই তোর কি হইছে এভাবে বসে পড়লি কেন.?

নিধি: এই তোর কি বেশি লাগছে আসলে অনেক সরি আমি এভাবে দিতে চাইনি প্লিজ কথা বল..

আস্তে আস্তে ছাদ থেকে নেমে গেলাম ব্যাথার কারনে মুখ দিয়ে কথা বের হচ্ছে না।

গিয়ে শুয়ে পড়লাম চিৎ হয়ে।কিছুক্ষন পরে দেখি কেউ আমার পান্জাবী পেটের উপর উঠিয়ে গরম ছ্যাকা দিচ্ছে চেয়ে দেখি নিধি তখন বললো…

নিধি: প্লিজ তুই আর আমার সাথে রাগ করে থাকিস না আমার অনেক কষ্ট হয়..??

কি আর তাকে বলবো কেঁদে কেঁদে একদম বেহাল অবস্থা করে ফেলছে তাই বলল সরি..

আমিঃ নিধি তকে কতবার বললাম আমারে এরকম মাইর দেইস না..

নিধি: সরি বললাম তো আর দিব না..

আমি: মনে থাকে যেন..

নিধি: হুম একশ বার মনে থাকবে..

বলেই আমার উপর শুয়ে পড়লো..

আমি: নিধি যা তোর রুমে যা..

নিধি: যাব তার আগে তোর আদরটা দে…

আমি:বিয়ের আগে এত আদর ভালো না স্বামির জন্য একটু জমিয়ে রাখ।

নিধি: হুম প্রচুর আছে আমার এ স্বামীর জন্য। কিন্ত আমার এখন লাগবে..

আমি:কি আর করার কপালে আর গালে চুমু দিয়ে দিলাম আর সে চলে গেলো।

ব্যাথা টাও কমে গেছে । রাতে সবাই খাবার খেয়ে শুয়ে পড়লাম।

নিধি: আচ্ছা তানহা এতো ভাবি ভাবি করো নাতো আমার লজ্জা লাগে।

তানহা:ওরে আমার লজ্জাবতী ভাবি রে..??

নিধি: আবারো…??

তানহা: আচ্ছা আচ্ছা আর বলবো না।

নিধি: হুম না বললেই ভালো..

ওরা কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়লো..

সকালে দরজা খুলার শব্দ পাচ্ছি তখন দরজার দিকে তাকিয়ে দেখি নিধি দরজা খুলছে আমি তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম।

নিধি এসে আমার নাক চেপে ধরসে তখন আমি মুখ দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি।

আবার মুখে হাত দিয়ে ধরছে আমি নাক দিয়ে নিঃশ্বাস নিতে শুরু করি

এভাবে কিছুক্ষন পালাবদল করার পর ‌নিধি বুঝে ফেলছে আমি সজাগ তখন নাক আর মুখ একসাথে চেপে ধরছে।

দম না নিতে পেরে লাফিয়ে উঠলাম।

আমি: এই তুই তো আমাকে মারতে আইছিস.

নিধি:আর করবি নি মজা আমার সাথে।

নিধিঃ এই ইমরান আমরা না ঘুরতে যাবো।

আমি: হুম কখন যাবো।

নিধি: এইতো সকাল সকাল যাবো..

তারপর আমরা সকালের নাস্তা খেয়ে বের হবো এমন সময় তানহা এসে বলতাছে..

তানহা : তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে তোমাদের বাসায় যাবো।

নিধি: আচ্ছা দেখা যাবে কি সারপ্রাইজ নিয়ে আসো।

তানহা: হুম খুব জলদি আসতাছি তোমাদের বাড়িতে।

নিধি: হুম আইসো।

তারপর আমরা রওনা দিলাম পার্কের উদ্যেশে সেখানে যেয়ে অনেক ঘুরলাম নিধির সাথে তারপর 1:45 এ যেয়ে দুজনে রেস্টুরেন্টে খেয়ে আসলাম।

তবে ঘুরার সময় অনেকে আমাদের দিকে চেয়ে রইছে কারন নিধি কালো বোরখা আর আমি কালো পান্জাবী সব মিলিয়ে যেন সদ্য বিয়ে করা কাপল।

তারপর বিকালের দিকে গেলাম নদীর পাড়ে সেখানে কতক্ষন বসে আড্ডা দিলাম সব মিলিয়ে আজকের দিনটা বেস্ট ছিল।

আর বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল।আর আব্বু আম্মুর প্রশ্ন শুরু হয়ে গেলো আর আমি বলছি নিধি সব বলবে আপনাদের।

এই বলে সেখান থেকে কেটে পড়লাম আমি জানি নিধি সব সামলিয়ে নিবে।

এভাবে চলে গেলো‌ 2 সপ্তাহ আমাদের ভালোবাসা কাউকে না জানিয়ে….

আজকে তানহা আর তানহার বড় ভাই আসবে যে কিনা আমার চেয়ে দুই ব্যাচ সিনিয়র তানভির ভাই এতোদিন হোস্টেলে থেকে পড়াশুনা করতো।

তানহা আসার পর তানহার ভাই চাচা চাচির সাথে কথা বলছে আর তানহা নিধির কাছে আসছে…

নিধি: কিরে তানহা আমার সারপ্রাইজ কই.?

তানহা:সারপ্রাইজ দিব তবে আগে আমার একটা কাজ করে দিতে হবে..

নিধি: আগে তো সারপ্রাইজ টা বল পরে নাহয় কাজটা করে দিব..

তানহা: ভাইয়া তোমাকে অনেক আগে থেকেই‌‌ পছন্দ করতো তাইতো আমি তোমাকে ভাবী বলতাম..

নিধি:মানে কার কথা বলছিস তুই ?

তানহা:কার আবার আমার তানভীর ভাইয়ের কথা..

নিধি:একথা শুনার পর আমি চোখ বড় বড় করে ফেলছি…আর তোর কি কাজ করতে হবে বল..

তানহা:বেশি কিছু না আমি তোমাদের লাইন ক্লিয়ার করলাম এখন তুমি আমার টা করবে..

নিধি: মানে ?

তানহা:মানে আমি অনেক আগে থেকেই ইমরান কে পছন্দ করতাম কিন্ত কখনো বলা হয়নি কারন ইমরান যদি মানা করে দেয় তাই…

একথা নিধি শুনার পর নিধির এত রাগ হচ্ছে মন চাচ্ছে তানহাকে চিবিয়ে খেয়ে ফেলতে।

রাগে ক্ষোভে তানহার হাত ধরে আমার রুমে আনে তখন আমি একটা গল্পের বই‌ পড়তাছিলাম এসেই আমাকে চেয়ার থেকে ‌টেনে তুলে দুটি ঠোট এক করে দিল আমি তানহাকে দেখি নাই তাই আমিও রেসপন্স দিতে শুরু‌ করি।

কিছুক্ষন পর ছেড়ে দিছে।আমিতো তানহাকে দেখে মাথা নিচু করে ফেলছি লজ্জায়।

আর তানহা চোখ বড় বড় করে চেয়ে রইছে তখন নিধি বলতে শুরু করলো…

নিধি: আমার মনে হয় তানহা তুই তোর উওর এতোক্ষনে পেয়ে গেছিস।যে আমরস দুজন দুজনকে ভালোবাসি।

তানহা:আর আমি যখন তোমাকে ভাবী বলতাম তখন তুমি লজ্জা পেতে কেন বলো..

নিধি:আরে আমি তো‌ মনে করেছিলাম তুমি আমার আর ইমরানের সম্পকের কথা জেনে গেছি,আর তুমি ইমরানকে ভাই বলে ডাকতে..

তানহা: ওহ আমি আরো তানভীর ভাইকে কি বলে ফেললাম যাক ভাইকে আমি সামলাতে পারবো আর সরি নিধি আমি আসলে বুজতে পারি নাই তাই তোমাকে ওই কথা গুলো বলে ফেললাম মাফ করে দিও.‌..

নিধি: আচ্ছা ঠিক আছে…

তারপর তানহা চলে গেলো আর আমি বলতে শুরু করলাম…….

চলবে………