গল্প ::::::ভালোবাসি তোমাকে ?❤️
পর্ব:::১ + ২
.Writer ::Sajna Akther
.
কলেজে সবার সামনে একটা ছেলে আমাকে প্রপোস করছে,, অবশ্য ছেলেটাকে আমি চিনি আমার ফ্রেন্ড, রবিন রায়হান এতদিন ফ্রেন্ড হিসেবে আমার সঙ্গে ছিলো কিন্তু আজ ও আমাকে সবার সামনে এভাবে প্রপোস করছে,, যখনই আমি রবিনকে কিছু বলতে যাবো কোথা থেকে আচমকা একটা ছেলে এসে আমার গালে চড় বসিয়ে দিলো আমি ঠাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই,, এতো জোরে গালে থাপ্পড় পড়ায় ঠোঁট কেটে রক্ত পড়ছে,, আমার গায়ে কোনোদিন কেউ হাত তোলেনি আজ প্রথম কেউ আমাকে মেরেছে তাই কান্নাটা আর আটকে রাখতে পারলাম না কোনো আওয়াজ ছাড়াই কেঁদে উঠলাম,,, হাত দিয়ে কান্না মুচতে মুচতে চারিদিকে একবার থাকালাম সবাই কেমন জানি ওই ছেলেটার দিকে তাকিয়ে আছে এবার আমিও ছেলেটাকে পর্যবেক্ষণ করছি
এই ছেলেটির নাম হচ্ছে রোশান চৌধুরী বয়স মাএ ২৫,,,, মাফিয়া জগতের কিং রোশান চৌধুরী বিশ্বের প্রায় অনেক গুলো রাষ্ট কে নিজের হাতের মুঠোয় করে রেখেছে,,, মাএ ২৫ বছর বয়সে নিজেকে করে নিয়েছে মাফিয়া,,,, বড় বড় মাফিয়ারা ও রোশান চৌধুরী নাম শুনলে ভয়ে কাঁপে,,,, পুলিশরা অবদি রোশান কে ভয় পায়,,,,
অন্যদিকে বড় বিজনেস ম্যান তিনি
রোশান চৌধুরী বয়স ২৫ লম্বা ৬ ফুট কিলার লুকের জন্য সব মেয়েরাই পাগল,,,, কিন্তুু রোশান সে সব পাত্তা দেয়না,,,, রোশানের ফর্সা গায়ের রং,,,, চুলগুলো ঘন সিল্কি কালো,,,, চোখের মনি হালকা নীল,,, এমন খুব কমই হয়,,, ঠোটগুলো টকটকে লাল,,,,
এমন একজন মানুষ আমার সামনে তাও এভাবে হঠাৎ এসে আমাকে চর মারলেন হোয়াই?
.
রোশান চৌধুরীকে নিয়ে অনেক মেয়েরা আলোচনা করে তাদের কাছ থেকে আমি জানতে পেরেছি ওই লোক কেমন আর ওনার একটা ছবিও দেখেছিলাম যাকে কল্পনাও করিনি সামনাসামনি দেখবো আজ সে আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছে তার উপর আমাকে….
.
আমি গালে এক হাত দিয়ে লোকটার সামনে গিয়ে দারালাম
ভয়ে আমার অবস্থা খারাপ একটা মাফিয়ার সামনে দাঁড়িয়ে আছি আমি ভাবা যায়,, তাওও ভয়কে এক সাইডে রেখে বলে উঠলাম
.
আমি ::::::আআপনি আমাকে মারলেন ককেনো?
.
রোশান::::আজ তো শুধু একটা থাপ্পড় মেরেছি কাল থেকে যদি তোমাকে বোরকা ছাড়া কলেজে দেখি তো ঠ্যাং ভেঙে আমার কাছে রেখে দেবো তুমি নিশ্চয়ই জানো who I am ?
.
আমার মনে হয় লোকটার কোথাও ভুল হচ্ছে অন্য কেউ ভেবে আমার সাথে এমন ব্যবহার করছেন একবার বলেই দেখি (মনে মনে)
.
আমি :::::আমার নাম, নাফিসা জামান হ্যাপি, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে আমার সাথে আপনার কোনোরকম যোগাযোগ নেই,, আপনি যাকে ভেবে আমাকে থাপ্পড় মেরেছেন আমি সে নই,,, আমাকে যেহেতু ভুল বসতো থাপ্পড় মেরেছেন সে সুবাদে একটা সরি বলে যান ?
.
রোশান:::::what? এই রোশান চৌধুরী সরি বলবে
.
আমি :::::না না আপনাকে সরি বলতে হবে না আমিই সরি এখন আমি আসি (ভয়ে ভয়ে) (ওনার সাথে অনেক গার্ডরাও আছে আমারতো গলা শুকিয়ে কাট,, কি এক পরিস্থিতিতে আছি,, আজ আমার দিনটা এভাবে যাবে ভাবতেও পারছি না,, কোনোমতে এখান থেকে যেতে পারলেই বাচি
আমি লোকটার পাস কাটিয়ে যেতে নিলে আমার হাতের কব্জি শক্ত করে চেপে ধরেন,,, এবারতো আমার চিৎকার করে কান্না করার পালা এমনিতেই মাফিয়া গুন্ডা এদের আমার খুব ভয় লাগে
.
রোশান:::::বাংলা বুঝো না, আমি কি বলি আর তুমি কি বলছো,, আমি তোমার সম্পর্কে সব জানি এন্ড এখন যা যা বলেছি শুধু তোমাকেই বলেছি মিস হ্যাপি,,, এখন চুপচাপ গাড়িতে গিয়ে বসো
.
আমি ::::::আপনি কেনো আমাকে এইসব বলছেন এই প্রথম দেখছি আপনাকে আপনিও হয়তো আজকেই আমাকে দেখছেন,,, আমাকে আমার মতো ছেড়ে দিন,, সুন্দরী মেয়ে দেখলেই মাফিয়া গিরি করতে ইচ্ছে করে তাই না (রেগে)
.
তখনি আমার গালে আর একটা ঠাসসস আমি আবার নিচে পরে যাই
ঘুম ঘুম চোখে সারা রুম ঘুরে দেখি নাহ কেউ তো নেই আর আমিতো কলেজে না,,, আমার রুমে,,, তারমানে এতক্ষণ আমি স্বপ্ন দেখেছি,,,
আর চর খেয়ে কলেজের মাটিতে না বিছানা থেকে নিচে পরে আছি ওহ নো এ কেমন স্বপ্ন দেখলাম আমি ? তাও ভোরের স্বপ্ন,,, নাহ এই স্বপ্নকে সত্যি হতে দেওয়া যাবে না,,, উফ নিচে পরে আমার কোমরের বারোটা বাজছে,, কোন দুঃখে যে আমি এরকম স্বপ্ন দেখছি ? ছেলেটার মুখ ও ঠিক মতো দেখলাম না কেমন ঝাপসা ছিলো
.
এসব ভাবতে ভাবতে আমার কলেজ যাওয়ার টাইম এসে গেছে
.
একটা রিকশা নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম
.
আজকে কলেজে রবিন এর সাথে তেমন কথা হয়নি ওকে দেখলেই সেই ভয়ংকর স্বপ্নের কথা মনে পড়ে ?আমার আরো দুটো ফ্রেন্ড আছে একটার নাম ‘রিতা “আর অন্যটার নাম” সুইটি ”
.
গল্প আড্ডা পড়াশুনা করেই কলেজ ছুটির সময় এসে গেছে এখন বাসায় যাবার পালা
আমরা চার জনই গল্প করে করে কলেজ গেটে এসে দাঁড়ালাম
কিন্তু ওই যে হ্যাপির কপাল? নামে হ্যাপি থাকলে কি হবে দুনিয়াতে তো দুঃখী,, বর্তমানে লাল ড্রেস পড়ার অপরাধে কুকুরজি আমাকে তারা করছে হায় আল্লাহ এখন আমাকে কে বাচাবে সারা কলেজ ঘুরপাক খাচ্ছি,, অবশ্য এখানে আমারো একটু দোষ আছে ভাগ্যিস কলেজে তেমন মানুষ নেই নাহলে এতক্ষণ আমাকে নিয়ে হাসি তামাশা শুরু হয়ে যেতো
কোনোরকম গেট খুলেই বাইরে বের হতেই কারো সাথে এমন জোরে ধাক্কা খেলাম আমিতো হাপাতে হাপাতে কাহিল তারপরো যার সাথে ধাক্কা খেয়েছি তার দিকে একবার থাকালাম,,, একটা ছেলে দেখতে লালমরিচ কেমন রাগে ফুসচে এই মনে হয় আমাকে গিলে খাবে ?
” ” haw dare you ? বলেই আমার গালে ঠাসসস
” ‘”অসব্য মেয়ে একটা দেখে শুনে চলতে
পারো না ?”” (বলেই কলেজের ভিতর হনহন করে চলে গেলেন)
.
এই মুহূর্তে আমার কি করা উচিত ঠিক বুঝে উঠতে পারছি না গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি,,, তখনি রিতা এসে বলে
.
রিতা:::::হ্যাপিরে তুই এটা কি করলি জানিস কে এ
আমাদের প্রিন্সিপাল স্যারের ছেলে তারউপর ওনি অনেক বড় বিজনেস ম্যান “” রোশান আহমেদ জানিস এই ছেলে কি রাগী নিজের চোখেই তো দেখলি,, আর তার সাথেই ধাক্কাটা খেলি
.
আমি :::::Whaatt? ররোশান…
..
চলবে….
.
প্রথম পর্ব কেমন লাগলো জানাবেন ?
গল্প ::::::ভালোবাসি তোমাকে ?❤️
Writer ::Sajna Akther
পর্ব :::২
রাস্তায় সবার সামনে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় নামকরা বিজনেস ম্যান রোশান আহমেদ
নিজেকে ছাড়াতে অনেক চেষ্টা করি কিন্তু লোকটা একটুও সরলো না,, আমার এই মুহূর্তে কি করা উচিত চিৎকার করে কান্না করবো না এর প্রতিবাদ করবো,,, এদিকে রোশান আমার ঠোঁট জোড়া ছারছেই না,, এক হাত আমার গাড়ে আরেক হাত কোমরে চেপে ধরে আছে একটুও নরাতে পারছি না ,,,, চারিদিক ভিড় হওয়ার আগেই রোশানের লোকেরা রোশান আর হ্যাপিকে ঘিরে ধরে যাতে লোকজন তাদের না দেখে কড়া পাহারা দিচ্ছে,,,,,
রোশান যখনি আমাকে ছেড়ে দাঁড়ায় কোনকিছু না ভেবেই লোকটার গালে ঠাসসস
.
আমি :::::অসব্য,,, বজ্জাত,,,জানুয়ার একটা আমাকে টাচ করার অধিকার কোথায় পেলেন ?
মেয়ে দেখলেই অসব্যতামি করতে ইচ্ছে করে তাই না ?
.
রোশান :::::সেটআপ ? খুব তো নাচতে নাচতে আমার বাবাকে বিচার দিয়ে আসলে তোমাকে সেদিন থাপ্পড় মেরেছি,,, তো মিস হ্যাপি পারলে কাল ও গিয়ে বলো আমি তোমাকে জড়িয়ে ধরে কিস করেছি তাও তোমার ওই সুস্বাদু ঠোঁটে (বাঁকা হেসে)
.
ছিঃ লোকটা এতো নিচ আমি ভাবতেও পারছি না আমাকে এভাবে অপমান নাও করতে পারতো কি এমন করেছিলাম জাস্ট স্যারকে বলেছিলাম
” ” স্যার আপনার ছেলে সামান্য ধাক্কা লাগায় সবার সামনে আমাকে চড় মেরেছেন,,, আচ্ছা মানলাম স্যার ভুলবসত ধাক্কাটা লেগেছে তাই বলে
মানুষ মাত্রই তো ভুল তাই না স্যার ?
.
স্যার :::::হুম আমার ছেলেটা একটু রাগীরে মা তুই কিছু মনে করিস না আসলে মা হারা ছেলে তো বুঝতেই পারছিস?
.
(আমি পড়াশুনাতে ভালো তাই স্যার এর কাছে অনেক ফ্রি ভাবে কথা বলি,,, স্যাররা ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলায় ফ্রি থাকেন তেমনি)
.
আমি আর স্যারকে কিছু বলিনি বেরিয়ে আসি বাসায় যাওয়ার পথে রাস্তায় ওই অসব্য রোশান আমার সাথে এমন করে
.
.
আমি আর এক মুহূর্ত লোকটার সামনে দাঁড়াতে পারছি না কান্না করতে করতে বাসায় এসে পৌঁছলাম দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দিলাম
রাগ হচ্ছে খুব রাগ রাগে আমার চুল ছিড়তে ইচ্ছে করছে,,, আমি কি খারাপ মেয়ে আমার সাথে এরকম করলো,, লোকটাকে কখনো ক্ষমা করবো না
.
.
.
.
তিন দিন হলো আমি কলেজ যাই না মা না যাওয়ার কারণ জানতে চাইলে আমি বলি শরীর খারাপ লাগছে তাই,,, কিন্তু আমার কেনো জানি বার বার মনে হচ্ছে বাসা থেকে বের হলেই লোকটার সামনে পড়ব,, আর আমি চাইনা অসব্য লোকটার সামনে পড়ি,,, কিন্তু মায়ের চাপে আর ফ্রেন্ড গুলার চাপে পড়ে যেতে হচ্ছে আজ
.
রেডি হয়ে যখন বের হবো ভাইয়া বলে উঠে আজকে নাকি ও দিয়ে আসবে আমাকে কলেজ
ভাইয়ার বাইক আছে বাইকে করেই নিয়ে যাবে
.
.
কলেজের সামনে আমাকে নামিয়ে ভাইয়া চলে গেলো আমি যখন গেটে পা রাখবো কোথা থেকে কয়েকটা লোক এসে আমাকে জোর করে গাড়িতে তোলে নেয় আমি চিৎকার করতে পারছি না মুখ চেপে ধরে এমন গন্ডারের মতো লোকদের সাথে আমি পেরে উটতে পারছি না, ধম বন্ধ হয়ে আসছে
.
.
রোশান আহমেদ এর ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি,,, একটা সরি বলার জন্য মহাশয় আমাকে এভাবে গুন্ডা দিয়ে তোলে এনেছেন ভাবা যায় শেষে কিনা তার সামনেই আমাকে আসতে হলো যার জন্য কলেজ আসা বন্ধ করেছিলাম সেই আবার তারি সামনে
.
রোশান :::::I am really sorry তোমার সাথে এমন ব্যবহার করা আমার ঠিক হয়নি আসলে আমার রাগটা কন্ট্রোল করতে পারছিলাম না যখন শুনেছি সামান্য একটা বিষয়ের জন্য তুমি আমার বাবার কাছে নালিশ করে এসেছো
.
আমি :::::কি ভেবেছেন নিজেকে আমাকে এভাবে তোলে এনে সরি বললেই সব মিটমাট হয়ে যাবে আপনার মতো অসব্য ছেলেকে আমি কক্ষনো ক্ষমা করবো না,,, আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না (বলেই আমি হাঁটা ধরলাম কিন্তু বেশিদূর যেতে পারি না আমার হাতটা হেচকা টান দিয়ে লোকটার সাথে মিশিয়ে নেয়,, এতে আমার প্রচণ্ড রাগ হয় ? আমি রেগে কিছু বলতে যাবো…
.
রোশান ::::::ছেলেটা কে ছিলো ? তুমি যার সাথে বাইকে করে কলেজে গিয়েছিলে
.
আমি :::::আমার সাথে কে থাকবে না থাকবে সেটা দেখার আপনার বিষয় না,,,আর যেই হোক তাতে আপনার কি ? এভাবে ধরে রেখেছেন কেনো ছাড়েন আমাকে
.
রোশান ::::::ভালোবাসি তোমাকে?❤️(শান্ত গলায়)
.
আমি :::::how funny ? প্রথমে আমাকে চর মারলেন তারপর সবার সামনে কিস করলেন আর এখন বলছেন ভালোবাসেন,, আপনার কি মনে হয় আপনার মতো আমারো মাথা খারাপ,,,, আমি কোনো মেন্টাল রোগী নই মিস্টার রোশান আহমেদ,,, আপনার মতো নিচ মনমানসিক ছেলেকে ভালোবাসবো সেটা কখনো হবার না…… i just hate you আমি আপনার মুখ ও দেখতে চাই না ?
.
রোশান :::::তোমাকে পাব না জেনেও ভালবেসেছি। ভালবাসলেই পেতে হবে বিশ্বাস করি না। না পাওয়ার কষ্টটা যেমন, সুখটাও তেমন। তবু ও বুকের মাঝে জমে থাকা একটি দীর্ঘশ্বাস! বের হবার পথ পায় না!!
সেই দীর্ঘশ্বাস আকরে ধরে বাচার জন্য তোমাকে চাই,,,,, সে যতো যুদ্ধ করেই হোক আমার তোমাকেই চাই
সাঈদ (বডিগার্ড)
.
সাঈদ :::::জী স্যার
.
রোশান ::::::ওকে ওর বাসায় পৌঁছে দিয়ে আয়
.
আমি :::::আমার দুটো পা আছে আমি নিজেই যেতে পারবো ?
.
রোশান ::::::এই মেয়ে বেশি কথা বলা আমি পছন্দ করি না ওর সাথে যাবে নয়তো এখানেই থাকতে হবে ?
.
চলুন(সাঈদ কে উদ্দেশ্যে করে)
.
.
.
.
রোশান :::::প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না
যা হয় তা হল ভালো লাগা । আর সেই ভালো
লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালবাসার
ভালোবাসি তোমাকে হ্যাপি (মনে মনে)
.
.
.
মা :::::কিরে আজ এতো তাড়াতাড়ি কলেজ থেকে চলে এলি যে শরীর ভালো আছে তো ?
.
আমি ::::::ভালো লাগছিল না তাই চলে আসছি,,, আমি একটু রেস্ট নিবো মা তুমি এখন যাও
.
মা ::::::কাল সকালে তৈরি হয়ে থাকিস আমরা নয়নার বিয়েতে যাবো
.
আমি :::::নয়না আপুর বিয়ে উফ খুব মজা হবে ঠিক আছে মা আমি তৈরি থাকবো ?
.
(নয়না আমার কাজিন)
রাতে…..
.
ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকের ঘটনার কথা,, সত্যিই কি লোকটা আমায় ভালোবাসেন,, কিন্তু আমারতো লোকটাকে একদম সহ্যই হয় না,,,, না না একে নিয়ে চিন্তা না করাই ভালো,,, কানের কাছে শুধু একটা কথাই বাজছে,,, ভালোবাসি তোমাকে,, এখন মনে হচ্ছে সবচেয়ে বিরক্তিকর সব্দ হচ্ছে এইটা ভালোবাসি তোমাকে,,,, কেনো আমার সাথেই এমন হয়…….
.
.
চলবে….