ভালোবাসি তোমাকে পর্ব:৪

0
1354

গল্প ::::::ভালোবাসি তোমাকে ?❤️
পর্ব:৪
Writer ::Sajna Akther

রোশান :::::হ্যাপি সোনা এভাবে চলে এলে কেনো আমাদের আলোচনা তো এখনো শেষ হয়নি (নেকামো করে)
.
আমি :::::আর একটা কথা যদি আপনি বলেন তাহলে আমারচে খুনি আর কেউ হবে না (দাঁতে দাঁত চেপে)
.
রোশান :::::খুনন? তোমার একমাত্র হবু বরকে তুমি খুন করবে,,, বিয়ের আগেই বিধবা হতে চাও,, দেখো হ্যাপি আমার এতো তাড়াতাড়ি মরার শখ নাই,, আগে আমাদের বিয়ে তারপর বেবি,, বেবির বিয়ে,,, তারপর বেবির বেবি হবে ওদের ও বিয়ে তারপর ওদেরো বেবি,,, এসব না দেখে তো আমি মরছি না thats it
.
এবার মনে হয় আমার মেন্টাল হসপিটাল এর খুঁজ নিতে হবে আর পারছি না,, এমনিতেই রাগে আমার গা জ্বলে যাচ্ছে তারউপর এই ছেলের বকবকানি অসহ্য ? ইচ্ছে করছে নিজের মাথা নিজেই ফাঠিয়ে ফেলি উফ (মনে মনে)
.
আমি :::::গাড়ি স্টার্ট দিবেন নাকি আমি গাড়ি থেকে নেমে নিজেই চলে যাবো ?
.
রোশান ::::আহ এভাবে রেগে ফায়ার হচ্ছো কেনো জানো তোমাকে রাগলে পেত্নির মতো লাগে (বাঁকা হেসে)
.
আমি :::::what ? এই হ্যাপি আর পেত্নি?,,, আপনি একটা মহিষ,,, বাদর,, এলাকন্ডা,,, হনুমান,,,, পেত্নির বর পেত্না?
.
রোশান ::::::জী ম্যাডাম লাস্ট এর কথা একদম সঠিক আমিতো পেত্নির বর ই না মানে পেত্নির হবু বর পেত্না (দাঁত কেলিয়ে?)
.
ইচ্ছেতো করছে লাত্থি মেরে গাড়ি থেকে ফেলে দেই (মনে মনে)
.
বজ্জাত লোকটার সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছে গেছি আমি এসেই সুজা আমার রুমে চলে আসি দেখলাম কয়েকজন বয়স্ক মহিলা আছেন কি না কি প্রশ্ন ছুড়ে মারবে তার আগেই আমি গায়েব
আমার ফ্রেন্ডদের বিয়ের দাওয়াত দিয়েছি একটু পরেই চলে আসবে বিয়ের দিন পর্যন্ত আমার বাড়িতেই থাকবে,,, রিতা আর সুইটি ওরা দুইটাই বর্তমানে আসছে,, এসেই তো জানতে চাইবে আমি কাকে বিয়ে করছি রোশানের কথা জেনে ওদের সিক্রিয়েট কেমন হবে কে জানে ?
.
.
এই এই তোরা কি করছিস দে আমার মোবাইল কাকে কল করতে যাচ্ছিস আরে দে না
.
সুইটি :::::তুই তো সেই কখন থেকে বলছিস ইনা তোর বরের নাম আর তোর হারামি ভাইটাও তো বলছে না বলি নাম জানলে কি তোর বরকে আমরা নিয়ে নিবো,,,
.
রিতা:::::আহারে বেচারির মুখটা দেখ নেওয়ার কথা শুনে কেমন চেহারা ফেকাশে হয়ে গেছে ?
.
আমি :::::ওই বজ্জাতটাকে তোরা নিলেই তো আমি বাচতাম ?
.
রিতা::::আমাদের হ্যাপি তো দেখি হবু দুলাভাই এর উপর খুব রেগে আছে কারণটা কি জানতে পারি ?
.
আমি :::::আমার বিয়ে রোশান আহমেদ এর সাথে হবে ?
.
রিতা + সুইটি :::::::হোয়াট? এটা কিভাবে সম্ভব
.
তারপর সব খুলে বলি ওদের আমার আর রোশান এর সম্পর্কে
আমি ::::::i hate রোশান আমি এখনো রোশানকে ঘৃণা করি ?
.
সুইটি ::::::আমি যা বুঝতে পেরেছি রোশান তোকে ভালোবাসে,,, তার জন্যই এমন করেছে
.
রিতা :::::হুম আমারো তাই মনে হয়
.
আমি ::::আমার কেনো জানি লোকটাকে সহ্য হয়নারে আজ ওর জন্যই বাবা আমাকে ভুল বুঝলেন,,, তারমধ্যে বিয়ের আগে একটা প্রেম ও করতে পারলাম না ভেবেছিলাম আগে একটা প্রেম করবো কিন্তু ওই একটা দুঃস্বপ্ন এসে সবকিছু তোলপাড় করে দিলো,,,, তোরা জানিস লোকটা মেয়েদের মতো করে কেমন ঝগড়া করে আমার সাথে আমিও তো একটা মেয়ে আমি জানি আমরা কেমন ঝগড়া করি,,, এই লোকটার সাথে আমি সারাজীবন থাকবো কি করে ?
.
রিতা::::সরিরে বান্ধবী তোর জন্য আমরা কিছু করতে পারলাম না & পারবোও না কারণ যে রোশান আহমেদ যদি জানতে পারে আমরা তার বিয়ে ভাঙ্গার জন্য উঠে পড়ে লেগেছি আমাদের আস্ত রাখবে না
.
. গল্প আড্ডা করে আরো একদিন পার হয়ে গেলো আজকে আমার গায়ে হলুদ,,, আমার বিয়ে অথচ আমার কোনো রেসপন্স নাই ঘুমে চোখ দুটোর যায় যায় অবস্থা আমার সাথে রিতা আর সুইটির ও সেম অবস্থা মনে হচ্ছে আমার সাথে ওদের ও বিয়ে হয়ে যাবে ?
.
আজকের সকালটা খুব অদ্ভুত লাগছে মানুষের আনাগোনা শুরু আমার প্রতি মায়ের কান্না শুরু বাবা তো আমার সামনে কাঁদছেন না হয়তো রুমে বসে চুপটি করে কাঁদছেন,, আর ভাইয়াকে দেখেও তেমন ভালো লাগছে না কেমন কাঁদো কাঁদো চেহারা,,, বাবা মায়ের আদরের মেয়ে ভাইয়ার আদরের একমাত্র বোন কালোই অন্য কারো পরিবারের একজন হয়ে যাবে,, নিজেকে শান্ত রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি মাকে আর ভাইয়াকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করলাম
এই পৃথিবীতে প্রিয় মানুষ গুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়. কারো জন্য কারো জীবন থেমে থাকে না. জীবন তার মতই প্রবাহিত হয়. তাই, যেটা ছিলনা সেটা না পাওয়ায় থাক, সব পেয়ে গেলে জীবনটাও এক ঘেয়েমি হয়ে যায়, মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষনস্থায়ী..
.
.
এদিকে…..
.
রোশান ::::::বাবা তুমি ওই মহিলাকে কেনো বললে এখানে আসতে তুমি জানোনা আমার ওই মহিলাকে একদম সহ্য হয় না
.
বাবা :::::দেখ বাবা এই বাড়িতে আমরা মাত্র দুই জন পুরুষ মানুষ বিয়ে বাড়িতে একজন মহিলা তো অবশ্যই প্রয়োজন তাই তোর ফুপিকে বলেছি আসতে একটু ম্যানেজ করে নিস
.
রোশান :::::আমার মায়ের নামে বাজে কোনো কথা জেনো ওই মহিলার মুখে না শুনি এটাই আমার শেষ কথা?
.
.
রাতে ডান্স ফাংশন হবে তাই,, রিতা,,, সুইটি,,, ভাইয়া প্রোগ্রাম এর আয়োজন করছে কে কোন গানে নাচ করবে সেটাই
আমার গায়ে হলুদ লাগানো পর্যায় শেষ,,, ধীরে ধীরে অনুষ্ঠান শুরু হচ্ছে..
.

???????????????
Koyi kisi ke bina nahi marta
Aadat ki baat hai
Tumhari bhi chhoot jayegi
Meri bhi chhoot jayegi

Judaa hum ho gaye maana
Magar yeh jaan lo jaana
Judaa hum ho gaye maana
Magar yeh jaan lo jaana

Kabhi main yaad aaun to
Chale aana, chale aana
Tumhein main bhool jaunga
Yeh baatein dil mein na lana

Kabhi main yaad aaun to
Chale aana, chale aana

Tha kaun mera, ek tu hi tha
Saanson se zyada jo zaruri tha
Tere liye main kuchh nahi lekin
Mere liye tu mera sab kuchh tha

Nahi jaana bhula karke
Yeh baatein tum hi kehte the
Rahi khushiyaan nahi meri
Ke tum bhi waqt jaise the

Yahin tak tha safar apna
Tumhein hai laut kar jaana
Kabhi main yaad aaun to
Chale aana, chale aana

Na ra, na ra hmm..
Chale aana, chale aana.
.
আরমান মালিক এর সব গান ই আমার ভালো লাগে হঠাৎ এই গান লাউড স্পিকার এ বাজায় ভালোই লাগছে হয়তো ভাইয়া গানটা সিলেক্ট করেছে ভাইয়া তো জানে আমার প্রিয় গায়ক কে তাই হয়তো ?
.
রিতা:::::এই নে ধর (মোবাইল হাতে দিয়ে)
.
আমি :::::কে ফোন করেছে ?
.
রিতা::::::নিজেই কথা বলে দেখ (ডেভিল হাসি দিয়ে)
.
আমি মোবাইল কানে রেখে বলে উঠলাম
.
আমি :::::হ্যালো
.
রোশান :::::কি করো বৌওও
.
বুঝতেই পারছি এটা কে হতে পারে ?
.
আমি :::::নিত্য পরিবেশন করি (দাঁতে দাঁত চেপে)
.
রোশান :::::অলে আমাল বৌওটা এতো নাচানাচি করে না,, এখন আমি তোমার কাছে নেই যদি পায়ে টায়ে লাগে তখন কি হবে ?
.
বেটা খচ্চর ? আমার পায়ে লাগলে তাতে তোর কি,, কাল বিয়ে আর এখন ফোন করে বলে কি করো তাও বৌওওও সালা বজ্জাত ?(মনে মনে)
.
.
রোশান :::কি হলো বৌও ফোন কেটে দিলে কেনো আরে আমি কার সাথে কথা বলছি বউ তো কল কেটেই দিয়েছে??
জানিনা ভালোবাসার আলাদা আলাদা
নিয়ম আছে কিনা, তবে আমি কোন
নিয়মে তোমাকে ভালবেসেছি তাও জানিনা
শুধু এইটুকু জানি আমি তোমাকে
অনেক অনেক ভালোবাসি
.
.
সুইটি ::::::কিরে দুলাভাই এর সাথে কি কথা বললি (মুচকি হেসে)
.
আমি :::::তোরা আমার বান্ধবী না শত্রু ?
.
রিতা::::কেনো দুটোই তো হতে পারি ?
.
.
.
বুঝাই যাচ্ছে এ দুটোকেই হাত করে ফেলেছে ওই বজ্জাতটা…..
.
.
.
চলবে….