ভোরের_কুয়াশা
#পর্ব_২
#Misty Meye(মরিয়ম)
তারপর আমাকে জোড় করে বিয়ে দিয়ে দেয়।আর আমি কান্না করেই যাচ্ছি,,,,করেই যাচ্ছি।
আমাকে বিদায় দেওয়ার সময় আমি একটুও কান্না করিনি।মনে মনে অনেক খুশি।অন্তত এই নরক থেকেতো বিদায় নিতে পারবো।তারপর না হয় কোন একটা ব্যবস্থা করে ওই লোকটার বাড়ি থেকে পালাবোনে।উফঃ শান্তি শান্তি লাগছে এখন।
এরপর আমাকে লোকটা নিজের বাড়ি নিয়ে চলে গেলো।
এখন আমি একলা একলা বাসর ঘরে বসে আছি।ফুল দিয়ে সুন্দর করে খাটটা সাজানো।কেউই নাই মনে হয় এই বাড়িতে।খালি একটা খালা টাইপের মহিলা মনে হয় এই বাসায় কাজ করে উনি আমাকে এখানে বসিয়ে রেখে চলে গেছে।
আমি ঘর একলা পেয়ে ব্যালকনি দিয়ে যেই পালাতে যাবো ওমনি কেউ আমাকে হেচকা টান দিয়ে উলটো দিকে টেনে নিয়ে যাচ্ছে।আর আমি পিছন থেকেই চিল্লিয়ে চিল্লিয়ে বলছি এই কেরে ছাড় আমারে,ছাড়।না ছাড়লে কিন্তু কামর দিমু কইতাছি।কিন্তু কে শুনে কার কথা আমারে টানছে তো টানছেই।ছাড়বি না তো দাড়া বইলা ঘুরেই এক কামড় বসিয়ে দিলাম।
———আউউউউচচ,,,,,,কি করলে কি তুমি এটা।জিবনে কি মাংস খাও নাই যে আমাকে কামর দিয়ে পুরো মাংসই উঠিয়ে ফেলছো।(লোকটা বলল)
———-খাবোনা কেনো খাইছি।কিন্তু আপনারটা তো খাই নাই তাই টেস্ট করলাম।হেব্বি টেস্টি,,,,,
———–তুমিতো রাক্ষস মেয়ে।
———–হিহিহি,,,,আমি রাক্ষস না আমি রাক্ষসী।
———–তুমি কি পাগল
———–না তো। আমি পাগলি,,,,,
———–ওহ,,,গড,,,,,আমি মরে যাবো।
———–যদি আমার হাতে মরতে না চান তাহলে আমাকে পালাতে দিন।
———–কখনো না।অনেক কষ্টে তোমাকে আমি খুজে পেয়েছি।এখন তুমি যদি পালাতে চাও,, তাহলে কি করবো তা আমি নিজেও জানিনা।আর তুমি ও না।(রেগে বলল)
————আপনার ভালোর জন্যই বলছিলাম।এখন আপনি না শুনলে কি আর করার,,,,
————-মানে,,,,, (ভ্রু কুঁচকে)
————–মানে,,,আমি রাক্ষসী আর পাগলি আমার কাছে থাকলে আপনার কি হতে পারে আপনি নিজেও জানেন না আর আমিও না।
————–তুমি মার খেতে না চাইলে চুপ চাপ ফ্রেশ হয়ে এসো।যাও।
————–যাবো না।দেখি কিভাবে আপনি আমাকে ফ্রেশ হতে পাঠান,,,,,,
—————তাই নাকি।তো তুমি যাবে না ফ্রেশ হতে,,,,
—————-না।যাবো না।
—————-ঠিক আছে। তাহলে তুমি যখন নিজে নিজে যাবে না তাহলে আমাকেই তোমাকে ফ্রেশ করাতে হবে।
—————-(চোখ বড় বড় করে) না,,,,না।আপনি কেনো?
—————-তুমি না ফ্রেশ হলে আমাকেই করতে হবে কি আর করার।
—————-না।আমার হাত -পা আছে।তাই আমিই নিজে নিজেই ফ্রেশ হতে পারি।আপনাকে আমার লাগবে না।
—————–এইতো গুড গার্ল।যাও,,,,তাহলে,,,,,,,,,,,
চলবে…………………..