ভোরের কুয়াশা পর্বঃ০৭

0
1420

ভোরের_কুয়াশা
#পর্বঃ০৭
#Misty_Meye(মরিয়ম)

অনেক ক্লান্ত লাগছিলো তাই বিছানায় যেই শুয়েছি অমনি আমাকে ভোর টেনে তুলে বলে,,,,,

______কি হলো এখন শুয়ে পড়ছো যে?

______শুবো না তো,কি করবো কি এখন?আপনার সব জামাকাপড় তো ধুইলামই।তাহলে,,,,,,

______হ্যা,,শুধু জামাকাপড় ধুইলেইতো আর হবে না।সাথে তো আরো কিছু করতে হবে।নাকি,,,,,,

______আরো কিছু মানে,,,,প্লিজ প্লিজ আর কিছু করতে বইলেন না।আমি মরেই যাব।আমি জিবনেও এতো কাজ করিনি।আজকে যতটা না করলাম।

______জিবনে যা যা করোনি এখন থেকে তোমাকে সেইগুলাই করতে হবে।

______বিশ্বাস করেন আমার হাত ব্যথা করছে।আমি হাত নাড়াতে পারছিনা।আর কিছুই করতে পারবো না।প্লিজ।

_______না,,,, তোমাকে করতেই হবে।

_______দেখুন আপনি অল্প বয়সে বিধবা হয়ে যাবেন কিন্তু,,,,,

_______কিইইই,,,,আমি বিধবা (অবাক হয়ে)

_______ও হ্যা আপনি তো আবার ছেলে বিধবার male ভার্সন কি তা তো জানি না।তবে আপনি বউ মরা জামাই হয়ে যাবেন।

_______তাই নাকি,,,,,

_______হ্যা।তাইতো,,,,

_______তবুও তুমি আজকে কাজ করবা।

_______কি কাজ?(ঠোট উলটিয়ে)

_______ঘর ঝাড়ু দিবা।তারপর মুছবে। পুরো ঘর তুমি পরিষ্কার করবে।

_______কি,,,,আমি কেনো।কাজের লোক নেই।

_______না,,,, নেই।

_______আপনি এতো কিপটা।আল্লাহগো।একটা কাজের বুয়া ও রাখতে পারেন না।আমার বাবা তো প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা বুয়া রাখতো।আমাকে এক গ্লাস পানিও নিজে নিয়ে খেতে হতো না।আর আপনি?আপনার থেকে তো আমার বাবাও ভালো ছিলো।শেষ পর্যন্ত বাবা আমাকে এই কিপ্টার সাথে বিয়ে দিলো,,,,,,

________চুপ,,,আমার বাড়িতেও কাজের লোক আছে।কিন্তু সবাইকে ছাড়িয়ে দিছি তোমার জন্য।

________কিইইই।আমার জন্য মানে,,,,,,

________মানে,,,, সব কাজ তুমি করবা।এতোদিন পায়ের উপর পা তুলে খেয়েছো।আর এবার নিজের টা নিজের করে খাও।

________আপনি না ভালো।আমি না আপনার বউ।আপনি আপনার বউকে এতো বড় শাস্তি দিতে পারবেন?

________পারবো।তুমি যদি তোমার বরকে ঝাল আর নোনতা খাওয়াতে পারো তাহলে আমি কেনো পারবো না আমার বউকে ঘর পরিষ্কার করাতে। হু,,,,,,

________এ্যাঁ,এ্যাঁ,এ্যাঁ।আপনি সত্যি সত্যি আমাকে আবার কাজ করাবেন।এ্যাঁ,এ্যাঁ,এ্যাঁ।

________চুপ।যা বলছি তাই করো,,,,

একটা বালতি, ন্যাকরা আর ঝাড়ু হাতে ধরিয়ে দিয়ে ভোর চলে গেলো।

আর আমি কান্না থামিয়ে এগুলা নিয়ে গালে হাত দিয়ে বসে আছি।ভিষণ কান্না পাচ্ছে আমার।এতো বড় বাড়ি কিভাবে আমি একা পরিষ্কার করবো।তোর কপালে বউ জুতবো না বজ্জাত।বউ জুটলেও দজ্জাল বউ, শাঁকচুন্নি বউ জুটবো। যে তোরে দিন রাত মারবো।দূর কি বলি আমি নিজেইতো ওই বজ্জাতটার বউ।নিজেই নিজেরে শাঁকচুন্নি বলি।ওই হারামিটার জন্য আমি সব ভুলে যাচ্ছি দূর,,,,

ভোর আবার এসে বলে কি বলেছি শুনতে পাওনি।যাও পরিষ্কার করতে শুরু কর।

________হ,,,,বিনা পয়সায় চাকর পাইছেতো।খাটাইবাইতো।,,,,,(আমি)খাটাও খাটাও যত পারো খাটাও।সব আমার হারামি বাবার জন্য।কে বলছিলো আমাকে এই বজ্জাতটার সাথে বিয়ে দিতে।এই বজ্জাতটার থেকে আমার হারামি বাবাইতো ভালো ছিলো।কিন্তু আমিও এর প্রতিশোধ নিয়েই ছাড়বো।

তারপর আমি ঘর পরিষ্কার করতে বসে যাই।কিন্তু ঝাড়ু দেই বায়ে ময়লা যায় ডানে।আবার ডানে ঝাড়ু দেই বায়ে চলে যায়।এভাবে কতক্ষন করার পর কোনমতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছতে শুরু করি।মুছতে মুছতে আমার কোমর ব্যথা হয়ে গেছে।আজকে আমার অবস্থা টাইট হয়ে গেছে।

________দাড়া হনুমান।আমি তোরে কি করমু আমি নিজেও জানি না।তোরে আমি দেইখা নিমুওওওওও,,,,,,আমারে দিয়ে কাজ করানো,,,,,,,হু,,,,,,,(আমি)

সব কাজ শেষ করে এসে গোসল করে বসেছি তখন আবারো ডাক দেয় বজ্জাতটা।একটুও শান্তিতে থাকতে দিবোনা মনে হয় আমারে।

________উফঃ ষাড়ের মতো চেঁচাচ্ছেন কেনো?সব কাজতো করলামই।আরো কি কিছু করার বাকি আছে নাকি,,,,,,

_______হুম।আছে।বসো।

_______কেনো?

_______বসো বলছি।(ধমক দিয়ে)

_______(বসে)হুম বলুন।কি করতে হবে আমায়।

_______হা করো।

_______কেনো?

_______খাইয়ে দিবো তাই,,,,,হা না করলে কিন্তু,,,,,

_______করছি,,, কিন্তু আপনিও আবার আমার খাবারে কিছু মিশাননিতো।

_______কিইইইইইই,,,,,,(রেগে চোখ পাকিয়ে)

_______আচ্ছা ঠিক আছে,,ঠিক আছে,,,,,,,,

বলে হা করে খেয়ে নিলাম।ভোর আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খেয়ে নিচ্ছে।

_______আচ্ছা এই,,,,,,

চলবে………………….