ভোরের কুয়াশা পর্বঃ০৮

0
1313

ভোরের_কুয়াশা
#পর্বঃ৮
#Misty_Meye(মরিয়ম)

___আচ্ছা এই খাবারটা কে রান্না করেছে?

___কেনো?

___না আসলে এই খাবারটা খুব টেস্টিতো তাই।বলুন না কে রান্না করেছে?তার হাতে জাদু আছে।উম,,,খুব ইয়াম্মি খেতে।

___আমি রান্না করেছি।(ভাব নিয়ে)

___কি আপনি রান্না করেছেন।(অবাক হয়ে)কখন রান্না করেছেন?এই জন্যই তো বলি খাবার এতো বাজে হলো কিভাবে ।আসলে আপনি রান্না করছেন যে তাই।আপনার হাতে রান্না করা যে এই জন্যই এতো বিস্বাদ হয়েছে খেতে।

___(ভ্রু কুচকে)একটু আগে না তুমি আমার খাবারে প্রশংসা করছিলে।তাহলে এখন আবার দূর্নাম করছো কেনো?

___একটু আগে তো ভুলে বলে ফেলছি।আসলে খুব খারাপ খেতে হয়েছে।

___কুয়াশাআয়ায়ায়ায়া,,,,,,,

___আচ্ছা একটা কথা ছিলো?

___কি?

___আপনি কখন রান্না করলেন?

___তুমি যখন ঘর পরিষ্কার করছিলে আর আমার চৌদ্দ গুষ্টি উদ্ধার করছিলে তখন।

___ওহ আচ্ছা।,,,,তো আপনি রান্না শিখলেন কিভাবে?মানে কার কাছ থেকে শিখলেন।?

___কারো কাছ থেকে শিখিনিতো।রান্না করতে করতে শিখে গেছি।আমি যখন পড়াশুনা করতে বিদেশে গিয়েছিলাম।তখন তো নিজের রান্না নিজের করে খেতে হতো।তখন থেকেই একটু একটু করে রান্না শিখে গেছি।

___ও তাহলে এখন থেকে আপনিই রান্না করবেন তাই না।

___জ্বী না।কাল থেকে তুমি রান্না করবে।আজকে তোমাকে মাফ করে দিছি তাই আমি রান্না করলাম।কালকে কিন্তু কোন মাফ নাই।

___কিইইই,,,,আপনিতো জানেন আমি রান্না পারিনা।তাহলে,,,,,

___পারো না কি হইছে।শিখতে কতোক্ষন।একটু একটু করে শিখে যাবে।

___নাআয়ায়ায়া,,,আমি পারবো না।

___তোমাকে রান্না করতেই হবে।

___প্লিজ না,,,,,

___হ্যা,,,যা বলছি তাই হবে।এর অন্যথা না।নাও হা করো।

মুখ বাকিয়ে অন্য দিক ফিরে তাকিয়ে আছি।

____কি হলো হা কর।

তারপর আমি হা করি,,,,আর ভোর আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি খেয়ে নিচ্ছি।বজ্জাতটা এতো কাজ করায়ছে যে প্রচুর ক্ষুধা লাগছে।তাই খাচ্ছি।তা না হলে ওই খাবার ওরে খাওয়াইতাম।হু,,,,,,

খাওয়া শেষ করে উঠে গিয়ে ঘরে বসে আছি।ভোর মনোযোগ দিয়ে ল্যাপটপ এ কাজ করছিলো।তাই আমার একা একা লাগছিলো।আমি একটু বিছানায় শুই।আবার উঠি।আবার বারান্দায় যাই।আবার ভেতরে আসি।

___দূর,,,,,আমার ফোনটাও বজ্জাতটা নিয়ে গেছে।এখন ফোন থাকলে একটু গান, গেম বা এফবি চালিয়ে সময় কাটাতে পারতাম।আচ্ছা আমি যদি ভোরকে ফোনটা দিতে বলি তাহলেতো উনি আমার ফোনটা দিবে তাই না।আর দিবে না কেনো?অবশ্যই দিবে।যাই চেয়েই দেখিনা।

তারপর আমি ভোরের সামনে গিয়ে,,,,,,

___এইযে,,,,,

___………..

___এইযে

___………

___আশ্চর্যতো।আমি ডাকছিতো নাকি,,,,

___কুয়াশা আমি বিজি আছি এখন।পড়ে কথা বইলো।(ল্যাপটপ এ কাজ করতে করতে)

___কিইইই,,আমি আপনাকে ডাকছি আর আপনি এখন আমাকে ব্যস্ততা দেখাচ্ছেন।(রেগে)

___আচ্ছা বলো।কি বলবে।(ল্যাপটপ এর দিকে তাকিয়ে,,,,,,)

___আমার ফোনটা দিন।আমায় টাইম পাস করতে হবে।এমনিতে সময় কাটছে না।

___(ল্যাপটপ বন্ধ করতে করতে,,,)কি,,,,

___উফঃ আপনি মনে হয় কালা।কানে কম শুনেন।আপনাকে বার বার এক কথা বলতে হয়,,,(বিরক্তি নিয়ে অন্য দিকে তাকিয়ে)

___কোনো ফোন টোন দেওয়া যাবে না।তোমাকে আমি আগে বলেছিনা।

___আচ্ছা তাহলে আপনার ফোনটাই দিন।

___নাহ,,,আমার ফোন ও তোমাকে দেওয়া যাবেনা।

___কেনো?একটু ফোন নিলে কি হবে।আমিতো আর পালিয়ে যাবোনা।শুধু গানই শুনবো।

___গান শুনলে টিভিতে শুনো।যাও,,,,

___টিভিতে,,,,(ঠোট উলটিয়ে) আচ্ছা তাহলে গেম খেলবো।

___তুমি এখনো বাচ্চা না কুয়াশা।যে এখন গেম খেলবে।

___ উফঃ,,,,আপনি বুঝতে পারছেন না।আমি এফবিতে ফ্রেন্ডসদের সাথে কথা বলবো।অনেক দিন ধরে কথা হয় না।তাই আরকি,,,,,,

___হুম,,,,এখন বিষয়টা ক্লিয়ার হলো।আসলে তুমি ফেসবুক চালাবে।

___হ্যা,,,,,

___তাহলেতো তোমাকে আরো ফোন দিবো না।

___মানে,,,কেনো?তাহলে আমি কি করবো এখন।

___নাও এইগুলা পড় বসে বসে।(বুকশেলফ থেকে কতো গুলা বই বের করে দিয়ে)।তাহলে তোমার টাইম পাস হয়ে যাবে।

___এগুলা কি,,,,আমি এগুলা,,,,,,,,,,,,,,,,

চলবে……………..