ভোরের কুয়াশা পর্বঃ০৯

0
1275

ভোরের_কুয়াশা
#পর্বঃ৯
#Misty_Meye(মরিয়ম)

___এগুলা কি,,,,আমি এগুলা দিয়ে কি করবো?

___কেনো?মানুষ বই দিয়ে কি করে?পড়ে তাই তো,,,, আর তাই তুমি ও পড়বে।বুঝেছো?

___আমি বই পড়ি না।বই পড়তে আমার বিরক্ত লাগে।

___বিরক্ত লাগলেও তোমাকে বই পড়তে হবে আর তা না হলে এভাবেই বসে থাকো।

___দূর,,,,ভালো লাগে না।(বলে)

এরপর আমি একটু বই দেখি আবার একটু হাটাহাটি করি।আবার বই পড়ি।ভালোই লাগছে না।কই ভাবলাম একটু ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিবো তা না এখন বই পড়।হুর,,,,,

রাতে এক সাথে খাবার খেয়ে আবার বজ্জাতটা আমাকে জরিয়ে ধরে শুয়ে পড়ে।মনে হয় আমি পালিয়ে যাবো হু,,,,

___এইযে,,,,আমাকে এভাবে জড়িয়ে ধরার কি আছে?আমি কি পালিয়ে যাবো নাকি,,,,

___যেতেই পারো।কে বলতে পারে।

___(মুখ বাকিয়ে),,,আমাকে জিবনেও কেউ এভাবে জরিয়ে ধরেনি।আমার অভ্যাস নেই।আমার অসহ্য লাগে কেউ আমাকে জরিয়ে ধরলে,,,,,

___এখন থেকে অভ্যাস করে নাও। কারণ এখন থেকে আমি তোমাকে জড়িয়ে ধরেই ঘুমাবো।

___কিইইই,,,আপনার লজ্জা লাগে না অন্য একটা মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে,,,,,

___অন্য একটা মেয়ে মানে,,,,আমিতো তোমাকেই জড়িয়ে ধরেছি।আর তুমি আমার বিয়ে করা বউ।তাহলে জরিয়ে ধরতে লজ্জা করবে কেনো?

___হ্যা তাই তো,,,,,(এহ্ আসছে বলতে বিয়ে করা বউ,,,,কচু,,,, খালি একবার পালাতে পারলে বউ বলা ছুটে যাবে।মনে মনে)

তারপর দুইজনই ঘুমিয়ে পরলাম।সকালে ঘুম থেকে উঠে দেখি ভোর ঘুমিয়ে আছে।আমাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে,,,,,

আমি আস্তে করে নিজেকে ছাড়িয়ে,,,, উঠে গিয়ে ফ্রেশ হয়ে দেখি ভোর এখনো ঘুমিয়েই আছে।তাই আমি একটা বুদ্ধি বের করি। আমি একটা মার্কার নিয়ে ভোরের মুখে দাড়ি-গোফঁ একে দিই।আর রাক্ষসের মতো সাজিয়ে দিয়ে নিচে চলে যাই।ওকে দেখতে পুরাই ভয়ংকর লাগছে।এবার ব্যাটা নিজেই নিজেকে দেখে ভয় পাবে।হিহিহি,,,,,,,

আমি সোফায় বসে টম এন্ড জেরি দেখতে শুরু করি।।আর অপেক্ষা করতে থাকি ভোরের রিএ্যাকশন দেখার জন্য।

ভোর ঘুম থেকে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে আয়নায় তাকাতেই নিজেকে দেখে চমকে উঠে চিৎকার করে বলে কুয়াশায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়ায়া

___ওরে বাবারে এতো চিল্লানি দেয় কেনো?কানতো ফাটাইয়া ফেলেবো।

ভোর হনহন করে নিচে এসে দেখে আমি কার্টুন দেখতে ব্যস্ত।ভোর যে এসেছে সে দিকে আমি পাত্তাই দিচ্ছিনা।তাই ভোর আরো রেগে গিয়ে,,,,,,

___কুয়াশায়ায়ায়া

___…………..

___কুয়াশায়া(চোখ পাকিয়ে)

___কি হয়েছেটা কি চোখ পাকিয়ে আছেন কেনো?ওমা এটা কে?রাক্ষস নাকি আপনি।এই রকম রাক্ষস সেজেছেন কেনো হুম,,,,,আপনাকে কিন্তু অস্থির মানিয়েছে,,,,,(মজা করে)

___মজা করো আমার সাথে,,,,,তুমিইইইই।তুমিই এসব করছো তাই না।

___মজাআয়ায়া,,,,আমি,,,, তাও আবার আপনার সাথে……আর আমি মজাই বা করতে যাবো কেনো।আমার খেয়ে দেয়েতো আর কাজ নাই যে আপনারে আমি রাক্ষস সাজাইতে যামু।(ডোন্ট কেয়ার ভাব নিয়ে)

___দেখো কুয়াশা।একদম ন্যাকা সাজবা না।আমি তোমার সব অভিনয় বুঝি বুঝছো।

___আমি ন্যাকা,,,,,,,,,,,,,,,,,

চলবে………………