#মিশে_আছি_তোমাতে ❤
#Writer_Nusrat_Jahan_Bristy
#Part_5
.
.
.
.
আমাদের গল্পের অন্য আরেক হিরো মানে আবিরের ছোট ভাই নিরব রহমান গাড়ি ড্রাইভ করছে আর নিজে নিজে বক বক করছে….
নিরব : উফফ আমি বুঝতে পারি না কেন ভাইয়া আমাকে একা কিছু করতে দেয় না….. সবসময় পিছনে কিছু লোক লাগিয়ে রাখে আমাকে গার্ড করার জন্য দেশের বাইরে ছিলাম ওখানে কিছু লোক পিছনে লাগিয়ে রেখেছিল আর এখন এখানেও……. আজকে কোনো মতো করে ওদের চোখে ফাকি দিয়ে একা এসেছি তার জন্য কত কিছুই না বললো আমাকে….. নিজে একটু গাড়ি ড্রাইভ করতে চাইলে বলে আমি গাড়ি চালিয়ে কিছু অঘটন করে ফেলবে আমি কি এখন বাচ্চা নাকি যে কিছু করতে পারবো না আমি তো এখন বড় হয়ে গেছি তাই না এখন তো নিজের স্বাধীন মতো চলতেই পারি …. মানছি ভাইয়া আমাকে ভীষন ভালোবাসে তা বলে কি আমি নিজের ইচ্ছে করলে একটু গাড়ি ড্রাইভ করতে পারবো গাড়ি ড্রাইভ করলে কি আমি এক্সিডেন্ট করে ফেলবো নাকি……
এক্সিডেন্ট করার কথাটা বলার সাথে সাথে গাড়ির সামনে একটা মেয়ে চলে আসে সাথে সাথে নিরব ব্রেক করে…… নিবর তাড়াতাড়ি করে গাড়ি থেকে বের হয়ে দেখে একটা মেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে দাড়িয়ে আছে…..মেয়েটা সাদা একটা ড্রেস পড়ে আছে চুলগুলো বাতাসের কারনে উড়ছে থুতুনির এক সাইডে একটা কালো তিল যেটা মেয়েটার সোর্ন্দয আরো বাড়িয়ে দিয়েছে বা হাতে একটা কালো ঘড়ি দেখেই বুঝা যাচ্ছে কোনো কলেজে পড়ে……. মেয়েটা একটা চোখ খুলে তাকিয়ে দেখে কিছুই হয় নি ওর জোরে একটা নিশ্বাস ছাড়ে মেয়েটা….. নিবরকে দেখে মেয়েটার রাগ উঠে যায়….
____এই যে মিস্টার এভাবে কি কেউ গাড়ি চালায় যদি কিছু হয়ে যেত আমার তাহলে কি হত???
নিবর গাড়ির সাথে হেলান দিয়ে দাড়িয়ে বলে….
নিবর : বিউটিফুল…..
___হোয়াট?? কি বললেন আপনি??? এই আপনাকে কিন্তু আমি পুলিশে দিবো গাড়ি চালাতে পারে না আবার গাড়ি নিয়ে বের হয়ে গেছেন আপনাদের বড় লোকের ছেলেদের একটা সমস্যাই বড় বড় গাড়ি নিয়ে বের হয়ে যান আর তারপর রাস্তায় মানুষ আছে নাকি নেই সেটা আপনাদের চোখে পড়ে না…… কি হলো এভাবে ডেবডেব করে তাকিয়ে আছেন কেন????
নিবর : ভুল কিন্তু আপনার আপনি হঠাৎ করে গাড়ির সামনে চলে আসেন……. অব্যশই তাতে আমার ভালোই হয়েছে আপনাকে তো দেখতে পেলাম
___মানে….
নিরব : না কিছু না…..
__আমি কিন্তু আপনাকে পুলিশে দেব….
নিরব : দেন পুলিশে তাতে আমি কিছু মনে করবো না তবে দুষটা কিন্তু আপনার……
___দুষ আমার নিজে দুষ করে এখন বলছে আমি দুষ করেছি এখন তো আপানকে সত্যি সত্যি পুলিশে দেব আমি …..দাড়ান পুলিশকে আমি ফোন করছি
নিরব : আরে আরে আপনি তো খুব ডেন্জ্ঞেরাস মেয়ে নিজেই গাড়ির সামনে চলে এসেছেন আর এখন নিজের দুষটা স্বীকার না করে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিছেন আমাকে…..
___হে দিছি পুলিশের কাছে ধরিয়ে…. একদম এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু আমি চিৎকার করে সবাইকে এখানে আনবো…
নিবর : কি আজব ঝামেলাতে পরলাম…..
মেয়েটা পুলিশকে সত্যি সত্যি ফোন করে আর পুলিশ এসে নিবরকে ধরে নিয়ে যায় পুলিশ স্টেশনে …….
অন্যদিকে আবির ঘরে ডুকে দেখে চারিদিকে শাড়ি লেহেঙ্গে গহনা ছড়িয়ে ছিটিয়ে আছে আর তাদের মাঝে তিশা হাটু ঘেড়ে বসে আছে….
আবির : এসব কি তিশা তোমাকে আমি বউ সাজতে বলেছি আর তুমি কি না এভাবে সব কিছু নিচে ফেলে দিয়েছো….
তিশা আবিরের কথা শুনে উঠে দাড়ায়….
আবির : কি হলো আমি তোমাকে কিছু বলছি তো….
তিশা : আমি আর কতবার বলবো আপনাকে আমি বউ সাজাতে পারবো না….
আবির : কেন??? সমস্যা কি তোমার বউ সাজলে কি তোমার কোনো জাত যাবে….
তিশা : না আমার কোনো জাত যাবে না….
আবির : তাহলে প্রবলেমটা কোথায় তুমি বউ সাজলে???? ….
তিশা : আমি আর কত বার বলবো আপনার জন্য আমি বউ সাজতে পারবো না…..
আবির : ঠিক আছে….. তোমাকে বউ সাজানোর জন্য আমার অন্য উপায় জানা আছে তুমি নিজে বউ সাজবে আমার জন্য…. ( সোফাতে আরাম করে বসে)
তিশা : মানে… ( আবাক হয়ে)
আবির : আসলে তুমি না একটু অন্য টাইপের মেয়ে তোমাকে যেটা করতে বলি সেটা তুমি করতেই চাও না… বিশেষ করে আমার ক্ষেএে আমি যেটা বলবো সেটা তুমি করবেই না……. তাই তোমাকে দিয়ে কিছু করাতে হলে কিছু টেকনিক জানা দরকার যেটা আমার জানা আছে সুইটহার্ট….. ( ফোন হাতে নিয়ে ঘুরাতে ঘুরাতে বলছে)
তিশা : কি বলতে চাইছেন আপনি????
আবির : আচ্ছা তুমি কি জানা তোমার বাবা মা বোন এখন কি করছে???
তিশা : না জানি না…..
আবির একটা মুচকি হাসি দিয়ে বলে….
আবির : তুমি না জানলেও আমি কিন্তু জানি তোমার বাবা মা বোন কি করছে…..
তিশা : কি করেছেন আপনি আমার বাবা মা আর বোনের সাথে??? ( আবিরের কলার ধরে)
আবির : কলারটা ছাড়ো তারপর বলছি
তিশা আবিরের কলার ছেড়ে দেয়…..
তিশা : কি করেছেন ওদেে সাথে আপনি বলুন??? যদি খারাপ কিছু করেছেন ওদের সাথে তাহলে কিন্তু আপানকে আমি খুন করে ফেলবো……
আবির: জান রিলেক্স…… আমি কিছুই করে নি তবে করবো তুমি যদি বিয়ের কনে না সাজো তাহলে….
তিশা : আমি বলেছি তো আমি আপনার জন্য বউ সাজবো না….
আবির : ওকে তাহলে তুমি বরং এটা দেখো তোমার বাবা মা বোন কি করছে…..
আবির তিশার কাছে এসে আবিরের ফোনে তিশার বাবা মাকে দেখায়…. তিশা আবিরের ফোনে তাকিয়ে যা দেখে তাতে তিশার প্রান যায় যায় অবস্থা……
#চলবে