রূপসীর_আচল পর্ব-০৫

0
2237

#রূপসীর_আচল
#লেখক_আকাশ_মাহমুদ
#পর্ব_৫

লাইটের সুইচ অন করতেই ফ্লোরের দিকে নজর গেলো,সারা ফ্লোর রক্তে লাল হয়ে আছে,আর এটা দেখে আমার চোখ তো চড়কগাছ,আল্লাহ হিয়ার কিছু হয়নি তো…!

হিয়া এই হিয়া কোথায় তুমি….?
সারা বাড়ি খোজ করে কোথাও হিয়াকে দেখতে পেলাম না,কি করি এখন মনের মধ্যে একটা ভয় ঢুকে গেলো,আল্লাহ হিয়া ঠিক আছে তো,হটাৎ মনে হলো বারান্দায় দেখিনি এখনো,বারান্দায় গিয়ে দেখি হিয়া একটা চেয়ারের উপরে বসে ঘুমিয়ে আছে,আর হাত থেকে অনবরত রক্ষ ঝড়ে পড়তেছে, হিয়া এই হিয়া…?

ডাক দিতেই লাফ দিয়ে উঠে দাড়িয়ে গেলো,এই কে কে..??

এই আমি আকাশ..!

হিয়া,ওহ আপনি,কখন এলেন…?

আকাশ,রাখো তোমার কখন এলেন আগে বলো হাতের এই অবস্থা হলো কি করে আর রক্ত কেন ঝড়েছে….?

হিয়া,আসলে হয়েছে কি খুব খিদে পেয়েছিলো,কি খাবো কিছুই পাচ্ছিলাম না,কিচেন রুমে গিয়ে দেখি নুডলস এর প্যাকেট, মনে করেছিলাম সেটা রান্না করবো,কিন্তু সেটার জন্য পেয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি?

আকাশ,কিহহহহ
তুমি পেয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছো,কতগুলো রক্ত বের হয়েছে সেই খেয়াল আছে তোমার..?
পুরো ফ্লোর লাল হয়ে আছে রক্তে, আর এখনো এটাতে কিছু দাও নি কেন রক্ত পড়ছে?

হিয়া,এমন বকেন কেন?
খুদা পেয়েছে তার উপরে হাত কেটে ফেলেছি,আবার আপনি এসে বকাও দিচ্ছেন…?

আকাশ,চুপ একদম বকা দিবো না তো কি করবো হা বকার কাজ করলে..?

হিয়া,কিছু খুজে পাচ্ছিলাম না?

আকাশ,তাড়াতাড়ি ড্রেসি টেবিল থেকে ফাস্ট ওয়েভ বক্সটা বের করে হাতটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়…!
যাও এবার চুপচাপ বিছানার উপরে গিয়ে বসো…!

হিয়া,বাধ্য মেয়ের মত খাটের উপরে গিয়ে বসলো,আকাশ আসার সময় খাবার নিয়ে এসেছে বাহির থেকে সেগুলো দুটো প্লেটে করে পরিবেশন করে নিয়ে আসে….!

তারপর হিয়াকে খাইয়ে দেয় সে নিজেও খেয়ে নেয়…!
হিয়া ভেবে পায় না,আকাশকে সে ভালো ভাববে না খারাপ ঐ দিনের আচরণের কথা হিয়া এখনো ভুলতে পারে নাই,ধুর বাবা যে কয়দিন এখানে আছি আমার এত ভালো খারাপ নিয়ে ভেবে লাব নাই,আর মাত্র কিছুদিন তারপর আমি এখান থেকে চলে যাবো…!

আকাশ,মেয়েটা কেমন বুঝেই উঠতে পারছি না,কখনো বাচ্চাদের মত আচরন করে,আবার কখনো কঠোর ব্যবহার করে,মনে মনে ভাবতে থাকে,আচ্ছা হিয়া কি আমায় সত্যি ছেড়ে চলে যাবে,যদি সত্যি চলে যায় আমি ভালোবাসবো কাকে..!

নাহ
আর ভেবে লাব নাই,যে করেই হোক ওকে নিজের করে রাখবো,আকাশ হিয়ার কাছে যায় এই হাতের ব্যথা কমেছে তোমার…?

হিয়া,হা কিছুটা…!
আকাশ,আচ্ছা রেস্ট করো বলে আকাশ নিজেও সোফায় চলে যায় রেস্ট করতে,শুয়ে রেস্ট করছে হটাৎ ফোনটা বেজে উঠে,ফোনটা বের করে দেখে আকাশের আব্বু ফোন করেছে,সে তো ভয় পেয়ে যায় আব্বুুর নাম্বার দেখে,আল্লাহ কিছু জেনে গেলো না তো ?

ফোনটা রিসিভ করে ভয়ে ভয়ে সালাম দেয়..!

আকাশের আব্বু,আকাশ কাল একটু বাড়িতে এসো তুমি..?
জরুরী কাজ আছে,তোমার জন্য মেয়ে দেখতে যাবো আমরা,

আকাশ,মনে মনে যেটা ভয় পাচ্ছিলো,যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়,আব্বু হটাৎ কাল মেয়ে দেখবে..??

আব্বু,তোমায় আসতে বলছি আসবে,তোমার মা একটা একা হয়ে গিয়েছে,তোমার বাঁদর ছোট বোনটা তো কাজ করতেই চায় না,ঘরের সব কাজ তোমার মায়ের একা করতে হয়,তোমার মা আর আমি মিলে ঠিক করেছি তোমাকে বিয়ে করিয়ে দিবো..!

আকাশ,কাল তো অফিস থেকে ছুটি দিবে না?

আব্বু,জানি না এত কিছু আমি,তোমায় আসতে বলেছি তুমি আসবে,আর কি ভাবে আসবে সেটা তুমি জানো, দরকার হয় চাকরি ছেড়ে চলে এসো,এখানে তোমার রফিক মামাকে বলে চাকরির ব্যবস্থা করে দিবো…!

আকাশ,আচ্ছা আব্বু কাল আসবো আমি,তারপর ফোন রেখে দেয়,এখন কি করবে সে, কারন হিয়াকে তো সে বিয়ে করে নিয়েছে,আবার বিয়ে আল্লাহ এখন এক কেলেংকারী হয়ে যাবে মনে হচ্ছে..!

চিন্তায় চিন্তায় সেদিন টা চলে যায়,কিন্তু হিয়াকে বুঝতে দেয় না,পরেরদিন সকাল বেলা উঠে সব কাপড় চোপড় গুছিয়ে নেয়,এই হিয়া উঠো…?

হিয়া,কেন এত সকালে কেন,আমি তো আরো ঘুমাবো এখন উঠবো না ?

আকাশ,উঠতে বলেছি উঠো না হয় না নিয়েই চলে যাবো,তারপর দুইদিন আটকে থেকো এই ঘরে…!

হিয়া,লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে পড়ে,কোথায় যাবেন আমাকে রেখে.?

আকাশ,রেডি হয়ে নাও বাড়িতে যাবো..!

হিয়া,রেডি হয়ে নেয়,তারপর দুজন মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়,প্রায় বাড়িতে পৌঁছে গিয়েছে,বাড়িতে পৌঁছে দরজার বেল বাজায় আর আকাশের আম্মু এসে দরজা খুলে দেয়,আকাশের আম্মু আকাশের সাথে হিয়াকে দেখে,আকাশ এই মেয়েটা কে..?

আকাশ,আম্মু আসলে ওর নাম হচ্ছে হিয়া,আর হিয়া হচ্ছে তোমার বউমা?আমরা বিয়ে করে নিয়েছি?

আকাশের আম্মু,কিহহহহহহহ,
কই গো আকাশের আব্বু তুমি..? তোমার বাঁদর ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে, আল্লাহ এখন আমাদের সব আয়োজনের কি হবে,
আকাশের আব্বু দৌড়ে আসে তাড়াতাড়ি,কি হয়েছে আকাশের আম্মু এত চেচাচ্ছো কেন…?

আম্মু,তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে এসেছে..!
আব্বু,পাশে ফিরে দেখে সত্যি আকাশ বউ নিয়ে এসেছে,
আকাশের আব্বুর তো রাগ উঠে গেছে,আকাশ তোর আম্মু যা বললো সব কি সত্যি..?

আকাশ,মাথা নিচু করে হা আব্বু…!

আকাশের আব্বু,ঠাসসসসসসস করে আকাশের গালে থাপ্পড় বসিয়ে দেয়,কি করে পারলি এমনটা করতে হা, আমরা কি মরে গেছি নাকি আমাদের বললে কি আমরা তোদের বিয়ে দিতাম না…?

আকাশ,চুপ করে আছে,হিয়া তো আকাশের আব্বুর রাগ দেখে ভয়ে শেষ,হিয়া ভয়ে আকাশের সাথে চুপসে লেগে আছে..!

আব্বু,যাও যা করেছো করেছো এখন আর কি করার,আকাশের মা বউমাকে নিয়ে রুমে যাও,আকাশের আম্মু এই মেয়ে চলো আমার সাথে,

হিয়া,না আমি যাবো না আমার স্বামীকে ছাড়া, আপনাদের খুব রাগ পরে আমাকেও মারবেন বলে আকাশকে শক্ত করে হাত দিয়ে চেপে ধরে,আকাশের আব্বুর রাগ তো নিমিষেই উধাও হয়ে গেছে হিয়ার এমন বাচ্চামি দেখে..!?

আর আকাশ তো থথথথথথ হিয়া কি বললো এটা?
স্বামীকে ভক্তি করা কবে থেকে শিখলো..?

আকাশের আব্বু এই মেয়ে এদিকে আসো..?

হিয়া,নাহ আগে বলেন আমায় ও কি থাপ্পড় মারবেন?

আকাশের আব্বু,আরে নাহ পাগল ছেলের বউয়ের গায়ে কেউ হাত তোলে..?

আকাশ,হিয়া যাও..!

হিয়া,ভয়ে ভয়ে আকাশের আব্বুর কাছে যায়..!

আকাশের আব্বু,বাহ মাশাল্লাহ আমার বউমা তো দেখতে খুব সুন্দর ?
তো মা আমার এমন বদমাশ ছেলের কপালে তোমার মত সুন্দরী বউ জুটলো কি করে..!

হিয়া, তো লজ্জায় শেষ,ইশ কি বলে এই সব?
আকাশ,মনে মনে সালার বাপ না হিটলার, নিজের পোলারে বদমাইশ কয়?

আকাশের আব্বু,মা মুরব্বিদের সব সময় সম্মান করতে হয়,নতুন বিয়ে করেছো যাও তোমার শাশুড়ী আম্মুকে সালাম করে এসো,

হিয়া,আকশের আম্মুকে সালাম করে, সাথে আকাশের আব্বুকেও..!

আকাশের আব্বু,যাও অনেকটা পথ জার্নি করে এসেছো এখন একটু রেস্ট নাও,
দুজনেই উপরে চলে যায়,যেখানে আকাশের রুম..!

হিয়া,আপনার আব্বুুর খুব রাগ,তবে কিন্তু মনটা অনেক ভালো ..

আকাশ,হা তুমি তো ভালোই বলবে,কারন তোমার যে সুনাম করেছে, আর আমাকে বদমাশ বলেছে,হিটলার বাপ একটা?

হিয়া,হুহ যাই হোক,আপনার থেকেও ভালো আছে,আপনার মত তো আর না যে মানুষের শরীরের লোভ সামলাতে পারে না?

হিয়ার কথা শুনে আকাশের মনটা একদম ছোট হয়ে গেছে,আমি তো মজা করে বলেছি,তার জন্যে আমার খারাপ উপমা দিতে হবে,হা মানছি আমি শরীর খেকো, ভুল করে না হয় এ দিন ওর সাথে ওমনটা করে ফেলেছি,কিন্তু ভালোবেসে যে খাইয়ে দেই দেখাশোনা করি এগুলার কি কোন মূল্য নাই ওর কাছে?

আকাশ,হা ঠিক বলেছো,আমি শরীরের লোভ সামলাতে পারি না কারন আমি শরীর খেকো?
আর চিন্তা করো না, সময় হলে এটার জন্য আফসোস করবে,সেদিন কেন স্পর্শ করেছি,আজ কেন করছি না..!

আকাশ,মন খারাপ করে রুম থেকে বের হয়ে আসে,

হিয়া,কিরে লোকটার আবার কি হলো?
ধুর মন খারাপ করলে করুক আমার কি,আমি তো সত্যি টাই বলেছি,?
আর আফসোস কখনোই করবো না..!

আকাশ,রুম থেকে বের হয়ে ছাদে চলে যায়,থাক আর নাহ, অনেক ভালোবেসেছি আর ভালোবাসবো নাহ,এতকিছুর পরেও আমি দোষি,কারন আমার করা একটা ভুল আচরন তোমার মনে গেথে গেছে,তার থেকে বড় কথা আমি তোমার যোগ্য না…!

আচ্ছা এখান থেকে গিয়ে আমিও ওকে ছেড়ে দিবো,সে মুক্তি চায় মুক্তি দিয়ে দিবো,আর আজ থেকে তুমি দেখবে আমার আসল রুপ?
ভালোবেসেছি এখন মন থেকে ছুড়ে ফেলে দিবো হিয়া নামক ব্যাক্তি টাকে..!

অনেকটা সময় পরে আকাশ নিচে নামে ছাদ থেকে,ছাদ থেকে নেমে রুমের দিকে যায়, যখন রুমে ঢুকবে হটাৎ কেউ একজন দৌড়ে এসে আকাশকে ধুপধাপ মারতে শুরু করে…!

চলবে…?
ভুল ত্রুটি গুলো ক্ষমার নজরে দেখবেন…..!