সাইকো লাভার পর্ব-বোনাস

0
3766

#সাইকো লাভার❤
#লেখিকাঃ নাবিলা আহমেদ
#পর্ব- বোনাস

শুভ্র রোজের দিকে তাকিয়ে মনে মনে বললো।”

—-” আজ থেকে তোমার উপর। একমাএ আমার অধিকার জান। আজ থেকে তুমি সেটাই করবে। যেটা আমি তোমাকে করতে বলবো,

এংগেজমেন্ট শেষ শুভ্র সবার সাথে কথা বলছে। রোজ একপাশে মুখ ফুলিয়ে দাড়িয়ে আছে। সেখানে মিম আর তামান্না এসে বললো!”

—-” কি রে কি হয়েছে?”

রোজ চুপ করে বললো,

—-” কিছু হয়নি কি হবে?”

মিম ভ্রু কুঁচকে বললো।”

—-” তাহলে মুখটা এমন করে আছিস কেন?”

রোজ একটা বড় শ্বাস নিয়ে বললো,

—-” না তেমন কিছু না!”

এরমাঝে তামান্না দৌড় দিলো। তামান্নাকে দৌড় দিতে দেখে। মিম আর রোজ সেদিকে তাকালো। তাকিয়ে রোজ অবাক হয়ে গেলো। সাথে, সাথে রোজও দৌড় দিলো। কারন রোদ হেটে, হেটে আসছে। রোজ রোদকে জড়িয়ে ধরে বললো,

—-” ভাইয়া তুই ঠিক আছিস?”

রোদ ভ্রু কুঁচকে বললো।”

—-” আমার আবার কি হবে?”

রোজ অবাক হয়ে বললো,

—-” তুই না কিডন্যাপ ছিলিস?”

রোদ চমকে বললো!”

—-” এসব কি বলছিস তুই? আমি কেন কিডন্যাপ হবো?”

তামান্নাও রোজকে বললো,

—-” হ্যা রোজ রোদ তো এখানেই ছিলো।”

রোজ ধপ করে বসে পড়লো। তামান্না ওকে ধরে বললো,

—-” আর ইউ ওকে?”

রোজ অবাক চোখে বললো!”

—-” এটা কি করে হতে পারে?”

_________________________

তখন সেখানে শুভ্র এসে বললো,

—-” কি হলো তোমাদের?”

রোদ শুভ্রকে বললো।”

—-” দেখ তোর বউয়ের কি হয়েছে?”

শুভ্র মুচকি হেসে বললো,

—-” কি হয়েছে?”

রোদ কপালে হাত দিয়ে বললো!”

—-” ও বলছে আমি নাকি কিডন্যাপ ছিলাম?”

রোজ শকড হয়ে বললো,

—-” ভাইয়া প্লিজ তুই মনে কর।”

রোদ হেসে বললো,

—-” কি মনে করবো আমি?”

রোজ এবার শুভ্রকে বললো!”

—-” আপনি কি করেছেন ভাইয়াকে? ভাইয়া কেন কিছু মনে করতে পারছে না বলুন?”

শুভ্র রোজের কলার ছাড়িয়ে বললো,

—-” তোমার কোথাও ভুল হচ্ছে রোজ।”

রোজ চিৎকার করে বললো,

—-” না আমার কোন ভুল হচ্ছে না। এসব আপনি করেছেন তাই না?”

রোদ রোজকে নিজের দিকে ফিরিয়ে বললো!”

—-” এসব কি হচ্ছে রোজ?”

রোজ চিৎকার করে বললো,

—-” ভাইয়া ও একটা সাইকো।”

রোদ ঠাস করে রোজকে চর মেরে দিলো। রোজ সেন্সলেস হয়ে নিচে পড়ে গেলো। যখন সেন্স এলো নিজেকে ফুল দিয়ে সাজানো একটা রুমে পেলো,

#চলবে…