#সেলিব্রেটি_লাভার❤
#part:11
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
চোখ লাল করে আয়ান তাকিয়ে আছে অনন্যার দিকে!!এই মুহূর্তে আয়ান অসম্ভব রকম রেগে আছে!!রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে!!!
আর এদিকে অনন্যার হয়তো আর বুঝতে বাকি নেই যে আয়ান এখানে কি কারনে আসতে পারে!!!তারপরও মনে মনে চায় সে!!! সে যেটা ভাবছে সেটা যেন না হয়!!!
তাই কাঁপা কাঁপা গলায় আয়ানকে বললঃ
——-আয়ান বেবি তুমি এখানে???
অনন্যার কথা শুনে আয়ান আরো রেগে যায়!!রাগান্বিত হয়ে বলল সেঃ
——-don’t’ call me baby!!বেশি বার বেড়ে গেছে তোমার!!কী ভাবো নিজেকে তুমি!!আর তোমার সাহস কি করে হলো আমাকে নিয়ে এত বড় জগন্যতম খারাপ একটা জিনিস ভাবতে!!নিহাত তুমি একটা মেয়ে তাই এখনো সম্মান দিয়ে যাচ্ছি!!!
অনন্যা ঘাবড়ে গিয়ে বললঃ
——-আয়ান তুমি যা……
আয়ান আরো রেগে যায়!!
——-চুপ করো লজ্জা করে না তোমার মেয়ে হয়ে এমন একটা খারাপ জিনিস ভাবতে!!!
——প্লিজ আয়ান আমি তোমাকে ভালো…..আর কিছু বলতে পারল না অনন্যা আর আগেই আয়ান ঠাসস করে একটা থাপ্পড় দিয়ে বলল……
——ভালোবাসা তোমাকে আগেও বলেছি আর এখনো বলছি এই সব ফালতু ড্রামা আমার সামনে করো না!!তুমি নিজের স্বার্থের জন্য বলছ ভালোবাসি তা কী আমি জানি না বুঝেছো!!তাই এর পরে এই ধরনের কোনো খারাপ কিছু ভাবার আগে এই থাপ্পড়ের কথা মনে রাখবে!!আর তোমার মুখও আমি দেখতে চাই না!!!এই বলে হন হন করে বেরিয়ে গেল আয়ান!!রাগে তার মাথায় আগুন জ্বলছে!!!নিচে এসে গাড়িতে বসে চললো আয়ান”!!!
এদিকে অনন্যার আয়ানের কথায় মাথা খারাপ হয়ে যায়!!পুরো ঘরের জিনিসপএ এলোমেলো করে ফেলেছে সে!!বিছানার চাদর টেনে নিচে বসে অজস্র হারে কাঁদতে লাগল “অনন্যা”!!!!
__________________________________________
দরজার সামনে দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকবো কি না ভাবছি!!এ মুহূর্তে নিজেকে সত্যি বোকা বলে মনে হচ্ছে আমার!!আমার সাথে রুহানের দেখা হলো কিন্তু অটোগ্রাফ তো আনা হলো না!!আমি না আসলে এমন নি সেলিব্রেটিদের প্রতি অতোটা ইনটারেস্ট নই!!যার কারনে তাদের সাথে দেখা হলেও আমার কোনো ফিলিংস আসে না!! তাই অটোগ্রাফের কথা তো মনেই থাকে না!!কিন্তু এই মুহুর্তে এটা নিয়ে খুবই খারাপ লাগছে আমার!!যা নিতুর ইচ্ছেটা তো পূরন করতে পারলাম না!!এই ভেবে মাথায় একটা চাটি মারলাম আমি!!ভাবছি নিতুকে কিছু বলব না!!এই ভেবে যেই না কলিংবেল এ টিপ দিতে যাব তার আগেই নিতু এসে দরজা খুললো!!হর্ঠাৎ এমনটা হওয়াতে কিছু ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নিলাম আমি!!!!
বুকে ফু দিয়ে বললামঃ
——এখনি তো ভয় পাইয়ে দিয়েছিলি!!!
——-আপু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন???
——দাঁড়িয়ে নেই তো কলিংবেল টিপ দিতে যাব তার আগেই তো তুই খুলে দিলি!!(ঘাবড়ে গিয়ে)
নিতু কিছুক্ষন ভেবেঃ
—–সত্যি তো
——তাহলে তোকে মিথ্যে বলছি নাকি সর আমাকে যেতে দেয়!!এই বলে নিতুকে সরিয়ে চললাম আমি রুমে!!!!
__________________________________________
রাত প্রায় ১২ঃ০০টার কাটায়!!!বলতে গেলে পুরো অন্ধকার হয়ে আছে দেশটা!!সবাই হয়তো এখন ঘুমিয়ে আছে!!কিন্তু এই মুহুর্তে ঘুম আসছে না “রুহানের”!!বিছানায় শুয়ে ভাবছে সে “মিস জার্নালিস্ট” এর কথাগুলো!!মেয়েটা সত্যি খুব হাসি খুশি মনে হচ্ছে!!খুব সহজেই অপরিচিত কারো সাথে মিশতে পারে!!মীমের দেওয়া টিপস শুনে এখনো আনমনে হাসে “রুহান”!!সত্যি কী আইডিয়া রে বাবা!!!আচ্ছা আমাকে কি সত্যি ওই মেয়েটা ভালোবাসে!!বাসলে নিশ্চয়ই দেখা হবে খুব তাড়াতাড়ি!!ঘুম ঘুম চোখে ঘুম নাহি আসে কেন বলতো!!তোমার সেই হাসি আমাকে খুব ক্ষত বিক্ষত করে দিচ্ছে যে!!একবার তোমার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় এই ক্ষতের সুদ সমেত ফেরত দিবো!!দেখে নিও!!আমার রাতের খুব কেঁড়ে নিয়ে মহারানী হয়তো এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে!!এই ভেবে বিছানায় সোয়া থেকে উঠে বসল রুহান!!ঘুম আসছে না তার!!বিরক্ত মাখা মুখ নিয়ে!!রুমের দরজা জানলা সব বন্ধ করে গিটারটা হাতে নিল রুহান!!!তার গিটারটা বাজিয়ে একটা গান গাইতে শুরু করল “সে”!!!!
-টালমাটাল মনটা কিছু তোমায়
বলতে চাই…..!!!
-বেশামাল ভাবনাগুলো তোমায়
ছুতে চায়…!!
-টালমাটাল মন টা কিছু তোমায়
বলতে চাই….!!!
-বেশামাল ভাবনাগুলো তোমায়
ছুতে চায়…..!!
আমি শুধু চেয়েছি তোমায়….
আমি শুধু চেয়েছি তোমায়…
আমি শুধু চেয়েছি তোমায়….
আমি শুধু চেয়েছি তোমায়….
-না লেখা চিঠি গুলো মন পাহারায়…..
আমি শুধু চেয়েছি তোমায়….
আমি শুধু চেয়েছি তোমায়….
আমি শুধু চেয়েছি তোমায়….
আমি শুধু চেয়েছি তোমায়…..
রাতদিন চেনা তুমি ছিলে অচেনা…..
অন্তহীন মনে হতো মিষ্টি যন্ত্রণা……
সে ব্যাথা উঠল সেরে চোখেরি চাওয়ায়……
আমি শুধু চেয়েছি তোমায়……
আমি শুধু চেয়েছি তোমায়……
আমি শুধু চেয়েছি তোমায়……
আমি শুধু চেয়েছি তোমায়…..
[বাকিটা নিজ দায়িত্বে শুনে নিবেন😁]
রুহান তার গান শেষ করে গিটারকে জড়িয়ে ধরে তার মহারানীর কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পরল!!”
__________________________________________
আকাশটা তাঁরায় ভরে গেছে পুরো!!বেলকনিতে দাঁড়িয়ে এই মুহুর্তে সবই পুরো দেখা যাচ্ছে!!! ভালোই লাগছে!!এই মুহূর্তে বিরক্তি মাথা মুখ নিয়ে দাঁড়িয়ে আছি আমি!!মোটেও ভালো লাগছে না!!এর একটাই কারন ঘুম আসছে না!!এই মাঝে মাঝে ঘুম না আসার কারনটা এখনো অজানা আমার কাছে!!আর ওদিকে নিতুর বাচ্চাকে দেখো নাকে তেল দিয়ে দিব্বি ঘুমিয়ে আছে কী সুন্দর!!এতক্ষণ নিতুর কথাগুলোই বার বার মাথায় নাড়ছে ভীষণ!!আয়ানের সাথে দেখা হওয়ার কথাগুলোই বলছিল নিতু!!এই মুহূর্তে আয়ানকে সত্যি খুব ভালো লাগছে!! কারন সত্যি সে খুব ভালো একজন মানুষ!! না হলে দুই দিন একটা বাসায় দুজন থাকলাম কি করে!!আসলেই সব হিরোরা এক রকম হয় না!!তারপরও মুভিতে তো দেখায় জড়াজড়ি কিসা-কিসি যেগুলো সত্যি খুব বাজে!!একটা হিরো কতোগুলো মেয়েদের জড়িয়ে ধরে হাত ধরে!!বিচ্ছিরি ব্যাপার স্যাপার আর এগুলোই ভালো লাগে না আমার!!তাই হিরো হিরোইনরা মটেও পছন্দের মানুষ নয় আমার কাছে!!কিন্তু তারপরও মাঝে মধ্যে তাদের সম্পর্কে ভালো ভালো কথা বলতে হয় আমাদের!!আমরা আসলে এমন নি যত পারি পিছনে বসে!!সামনে গেলে ঠিকই হাওয়া “ফুস”…….আনমনে হাসলাম আমি!!
এমন সময় ফোনটা বেজে উঠল আমার!! কিছুটা ঘাবড়ে গেলাম আমি!!কারণ এত রাতে কে ফোন দিল আমায়!!!
ফোনটা দেখে আরো ঘাবড়ে গেলাম আমি কারন অচেনা নাম্বারে ফোন আসছে!!ফোন টা তুলব কি তুলবো না ভাবতে ভাবতে শেষমেশ ফোন তুলে নিলাম…….
কাঁপা কাঁপা গলায় বললামঃ
——-হ্যালো কে…….
অপরপাশ থেকে বলে উঠল কেউঃ
——-আমি জানতাম তুমি এখনো ঘুমাও নি!!!
অপরপাশের ব্যক্তির কথা শুনে আরো অবাক হলাম আমি!!!!
——মানে…..
——মানে আমি আয়ান……..
—–ওহ… এত রাতে ফোন দিলেন মিস্টার সেলিব্রেটি!!!
——হুম আসলে সারাদিন সময় পাই নি তাই আর কি!???এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করে সরি “মিস”!!!
——-না তেমন কিছু নয় এমনি তেই বসেই ছিলাম ঘুম আসছে না!!ভালোই হলো আপনি ফোন দিয়েছেন!!এখন বলুন কী বলবেন????
আয়ান কিছুক্ষন ভেবে বললঃ
——আমরা কী কোথাও দেখা করতে পারি…..
——এখন!!!???
——আজ নয়!!কাল তবে আমরা মিট করলে রাতেবেলায় করবো!!আর কারনটা আপনার জানা “মিস”!!!
রাতের বেলা….
কি বলব কিছু বুঝতে পারছি না……
আয়ান আমার আওয়াজ শুনতে না পেয়ে বললঃ
——“মিস” আপনার কী ভয় করছে!!!আমাকে বিশ্বাস করতে পারছেন না নাকি????
——না তেমনকিছু নয় আচ্ছা ঠিক আছে তবে কথা হলো আমার সাথে একজনকে নিয়ে যাবো আর আপনাকেও একজনকে নিয়ে আসতে হবে আর সেটা হলো “রুহান”!!!
আয়ান আবারো ভেবে বললঃ
——ঠিক আছে!!আপনি নিশ্চয় আপনার বোনকে নিয়ে আসবেন???
আয়ানের কথা শুনে অবাক হয়ে বললাম আমিঃ
——কি করে বুঝলেন!!!!
—–এমনি জাস্ট গেস করেছি!!!
তারপর আরো কিছুক্ষন আয়ানের সাথে কথা বলতে বলতে কখন যে বেলকনিতে বসেই ঘুমিয়ে পরলাম বুঝতেই পারি নি!!!!
–এদিকে আয়ানও কথা বলতে বলতে ঘুমিয়ে পরল তার বিছানায়!!!
__________________________________________
সূর্যের আলোয় মুখে পরতে ঘুম ভাঙল নিতুর!!নিজের পাশে মীমকে না দেখে অবাক হলো সে!!পুরো রুমের কোথা নেই মীম!!তারপর সে বিছানা থেকে উঠে বেলকনিতে মীমকে দেখে অবাক হয়ে গেল!!!
—–আশ্চর্য আপু কী সারারাত এখানেই ঘুমিয়ে ছিল নাকি!!!এই ভেবে সে ডাকল মীমকে…….
—আপু, এই আপু
—-কী হইছে…..
—–তুমি কী কাল সারারাত এখানেই ঘুমিয়ে ছিলে নাকি!!!
নিতুর কথায় কালরাতের কথা মনে পরে গেল আমার!!কাল রাতে তো আয়ানের সাথে কথা বলতে বলতেই ঘুমিয়ে পরেছিলাম!নিতুর ডাকে নিজের ঘোর কাটল আমারঃ
——কি হলো আপু কথা বলছ না কেন????
—–হো ঘুমাইছিলাম তোর কী তাতে যা তুই নিজের কাজে!!
——যা বাবা এতে রেগে যাওয়ার কী আছে…. এই বলে নিতু বেরিয়ে গেল রুম থেকে….
আমিও তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিলাম অফিস যাওয়ার উদ্দেশ্যে……..
—এদিকে ফোনটা বেশ কয়েকবার বেজে চলেছে “আয়ানের”!!কিন্তু তার ধরার নাম গন্ধ নেই!!হর্ঠাৎই ঘুম ভাঙল আয়ানের!!একরাশ বিরক্তি নিয়ে ফোনটা তুলল আয়ান!!আয়ান কিছু বলবে তা আগেই ওপাশ থেকে রুহান বলে উঠলঃ
——ওই শালা এতক্ষণ সময় লাগে ফোন তুলতে…….
!
!
#চলবে…….
!
❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ!!]