সেলিব্রেটি লাভার পর্ব-২০

0
8949

#সেলিব্রেটি_লাভার❤
#part:20
#Writer: #TanjiL_Mim❤
.
.
🍁
“আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে!!আজকে আকাশের বুকেও যেমন কোনো জ্বল জ্বল করে হাসার জন্য তারা নেই!!!তেমনি আমার মুখে হাসির কোনো রেখা নেই!!বিকেলে আয়ানের কাছ থেকে ফিরে আসার পর থেকেই কিছুই ভালো লাগছে না আমার!!কি করব এখন আমি???

“হ্যাঁ” বলব নাকি “না”!!

“মস্তিষ্কের কোনায় শুধু এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে!!কথা হলো আমি কী আয়ানকে ভালোবাসি নাকি বাসি না!!লাইফে কম ছেলে আসে নি কিন্তু কখনো কাউকে নিয়ে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার কথা প্রশ্নই আসে নি!!আর না তাকে ভালোবাসার!!কেউ ভালোবাসার কথা বললে আমার দু’মিনিট সময় লাগত না!!তাকে উওর কি দিবো!!!

“তবে এখন কেন আয়ানের সময় লাগছে, এত ভাবতে হচ্ছে আমায়!!কেন না বলতে আঁটকে যাচ্ছে ঠোঁট!!আয়ানের জায়গায় যদি অন্য কেউ থাকত হবে হয়তো বরাবরের মতোই উওর “না” হতো!!তাহলে আয়ানের ক্ষেত্রে ভিন্ন উওর হবে কেন!!শুধু কী সে সেলিব্রেটি বলে নাকি অন্য কিছু!!

—“হায় আল্লা এ কি বিপদে পরলাম আমি!!!!বেলকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললাম আমি!!!

“এমন সময় পিছন থেকে নিতু বললঃ

——“কিসের বিপদ আপু!!!

—–“কিছু না (ঘাবড়ে গিয়ে)

——“কিছু তো একটা হয়েছে আপু না হলে……

——-“তোকে ওতো ভাবতে হবে না তুই যা…..

“কিন্তু নিতু যাচ্ছে না!!সন্দেহের চোখে তাকিয়ে রইল তাই আমি বললামঃ

——“যা তোকে যেতে হবে না আমি যাচ্ছি!!এই বলে একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসলাম!!!

“রুমে এসে বিছানায় শুয়ে পরলাম!!!চোখ বন্ধ করতেই আয়ানের ফেস ভেসে উঠছে!!

“আশ্চর্য”………

_________________________________________


“শীতল ভরা রাতে চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে আয়ান!!অবশ্য ঘুমিয়ে আছে বললে ভুল হবে শুধু চোখ বন্ধ করে আছে সে!!কল্পনায় তার প্রিয়সীকে নিয়ে স্বপ্নে বিভোর সে!!পরক্ষণেই চোখ খুলে উঠে বসল আয়ান!!অস্থির ভাব এসেছে তার!!কি উওর হবে তার “প্রিয়সীর”!!বিকেল থেকে ভাবতে ভাবতে এক প্রকার অস্থির হয়ে উঠেছে সে!!এই মুহুর্তে তার পাশে নাক ডেকে ঘুমিয়ে আছে রুহান!!কিন্তু আয়ান ঘুমাতে পারছে না!!হর্ঠাৎ আয়ান বালিশ টা নিয়ে একটা বারি মারল রুহানকে!!কারন রুহানের নিশ্চিতের ঘুম পছন্দ হচ্ছে না তার!!প্রথম একটা বারি খেয়ে কোনো লাভ হলো রুহানের!!পরে আরেকটা মারল তাতেও কোনো কাজ হলো হলো!!আরেকটা দিবে ভেবেও আর দিল না আয়ান!!ভালো লাগছে না তার কিছুই!!বিছানায় থেকে নেমে বেলকনিতে পা বাড়ালো সে!!মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে রইল সে!!!!

“এরকমভাবে বেশকিছুক্ষন থাকার পর আবার রুমের দিকে পা বাহিরে চলল সে ঘুমাতে যাওয়ার উদ্দেশ্যে……

“তারপরও মস্তিষ্কের কোনায় ভাবনা রয়েই গেল একটা তার “প্রিয়সীর” উওর কী??

—-“হ্যাঁ” হবে নাকি “না”—–

__________________________________________


“মাঝখানে পার হয়ে গেল আরো দু’টো দিন!!কি করব কিছুই বুঝতে পারছি না!!তবে যা ভেবেছি তাই বলব আয়ানকে!!আজকে বিকেলে আসতে বলেছি তাকে!!!!সেও আমার উওরের অপেক্ষায় হয়তো “ব্যাকুল” হয়ে আছে!!!

“এই মুহুর্তে অফিসের ক্যান্টিনে বসে আছি!!উদ্দেশ্য হচ্ছে দিহানকে সব বলা!!কারন জীবনে সবকিছুতেই ওকে সব আমি আগে বলেছি আর ও আমায় ওর সব কিছু আগে বলতো!!কারন আমরা যে “বেস্টফেন্ড”!!!

-“শয়তানের নাম মুখে নিতেই শয়তান এসে হাজির!!কারন দিহান চলে এসেছে!!!দিহান এসে সামনের টেবিলেই বসে বললঃ

——“দোস্ত বলে ফেল তোর আর আয়ানের ব্যাপার…..

——-“কী তুই বুঝলি কিভাবে যে আমি আয়ানকে নিয়ে বলব!!

——-“আরে মনু এখন কী আর খাই সুজজি
আমি একটু হইলেও তোমার কাহিনিটা বুঝঝি!!!

“আমার তো সেদিন রাতের কিছুটা খটকা লেগেছিল যেদিন ও তোকে নিয়ে আমার সামনে থেকে চলে গেল!!সেদিন ওর চোখে আমি তোর প্রতি কানসান দেখেছিলাম সেদিনই বুঝে গেছি….

——“কী বুঝেছিস………

——“এটাই যে ও তোকে ভালোবেসে ফেলেছে!!!

——-“ওহ মাই গড তাই নাকি!!!

——-“হুম!!এখন বল কী প্রবলেম!!!

——-“দোস্ত ও সত্যি সত্যি প্রপোজ করেছে কিন্তু আমি “না” করে দিবো!!!

——-“কী?? পাগল হয়ে গেলি নাকি তুই!!!……

“দিহান এত জোরেই কথাটা বললো যে আসে আশেপাশের সবাই অবাক চোখে তাকালো আমাদের দিকে!!!!

“দিহানের এইসব বোকামি বরাবরই আমাকে অসস্তিতে ফেলে!!আজও তার ব্যতিক্রম কিছু হয় নি!!!তবে এই মুহূর্তে দিহানকে কিছু বললাম না!!

“ঘড়ির দিকে তাকাতেই ঘড়িতে অলরেডি ৪ঃ০০ টা বেজে গেছে এখন না গেলে দেরি হয়ে যাবে!!

“তাই দিহানকে বললামঃ

——“এখন যেতে হবে “মিস্টার সেলিব্রেটি” আমার উত্তরের জন্য অপেক্ষায় রয়েছে!!যাই আমি!!!তুই বসে থাক!!!

“এই বলে চললাম আমি!!

“দিহানও আর কিছু বলল না শুধু অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে!!!

“রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে চললাম আমি!!

“জানা সেই গন্তব্যে”…..

__________________________________________


“গাড়িতে বসে ড্রাইভ করছে আয়ান!!আজকে তার অপেক্ষার অবসান ঘটবে!!একরাশ অস্থিরতা নিয়ে ড্রাইভ করছে সে!!তবে একা নয় তার পাশে আছে রুহান!!তার সাথে গাড়ির ভিতরে বসে আছে “নিতু”!!!কারণ এরা দুজনেও আয়ানের মতো অস্থির হয়ে বসে আছে!!

“কাল রাতেই নিতু সব জেনেছে রুহানের কাছ থেকে আয়ান আর তার আপুর ব্যাপারে!!নিতু তো পুরো অবাক হয়ে গেল রুহানের কথা শুনে!! তার সাথে এটাও জেনে গেল তার আপুর অস্থিরতা ভাবে বসে থাকার কারনটা!!!

“নিতুও সেইম ভাবে অস্থির হয়ে আছে!!কারন তার আপু যে সেলিব্রেটিদের পছন্দ করে না বিশেষ করে হিরোদের!!আর আয়ান ভাইয়াও তো একজন হিরো তবে আপু কি আয়ান ভাইয়াকে রিজেক্ট করে দিবে!!!!!কাল রাত থেকে সে এই ভাবনায় বিভোর হয়ে আছে!!কাল রাতেও তার ঠিকভাবে ঘুম হয় নি!! এসব ভাবতে ভাবতে!!

“রুহানের সাথে কথা বলার পর রাতের ঘুম না আসার কারনে আবারও রুহানকে ফোন দিয়ে বলে দেয় সে___

“যেন তাকেও তাদের সাথে নেয়!!!রুহানও নিতুর কথা ফেলতে না পেরে নিয়ে আসে নিতুকে!!এই মুহূর্তে তারাও যাচ্ছে আয়ানের সাথে সেই “জায়গায়”!!!!!
.
.
.
.

“সেদিনের মতো আজকেও হয়তো আয়ান দেরি করে আসবে!!!কারন আজকে এসেও আয়ানকে দেখতে পেলাম না আমি!!তার জন্য এখন আপাতত বসে আছি একটা “বেঞ্চে”!!!!

-“হর্ঠাৎই চোখ গেল সামনে থাকা গাছের ডালে থাকা দুটো পাখির দিকে!!

“গাছের ডালে দুটো পাখি বসে আছে!!!একটা পাখির গায়ের রং নীলচে তার ভিতর সাদা আর আরেকটার হলুদের উপর সাদা!!আমি যতদূর জানি এগুলোকে “Love_Bird” বলে হয়তো!!

“হলুদ পাখিটা হয়তো কোনো কারনে রাগ করেছে নীল রঙের পাখিটার উপর!!যার কারন নীল রঙের পাখিটা অনেকক্ষন যাবৎ টাস করতে চাইছে হলুদ রঙের পাখিটাকে!!কিন্তু যতবারই টাস করছে ততবারই দূরে সরে যাচ্ছে হলুদ রঙের পাখিটা!!!

“কিছুক্ষন পর কিছু একটা বের করে দিল নীল রঙের পাখিটা হলুদ রঙের পাখিটার দিকে সাথে সাথে খুশি হয়ে গেল হলুদ রঙের পাখিটা!!

“আমি নিচ থেকে অবাক চোখে তাকিয়ে আছি!!কি এমন দিল যে এতটা খুশি হয়ে গেল!!হর্ঠাৎই একে অপরকে জড়িয়ে ধরল তারা!!তারপর খুশি মনে উড়ে চলে গেল দূর আকাশে!!

“আর আমি তাদের কাহিনি দেখে মুচকি হাসলাম!!

“এমন সময় সামনে এসে দাড়ালেন “মিস্টার সেলিব্রেটি”!!

“সামনে এসে বললেন তিনিঃ

——-“সরি মিস একটু লেট হয়ে গেছে!!!

——“it’s okk!!বলে দাঁড়িয়ে পরলাম আমি!!!

“কিছুক্ষনের জন্য চুপ করে দাঁড়িয়ে থেকে দীর্ঘ শ্বাস ফেলে বললাম আমিঃ

——“আমি জানি হয়তো অনেক আশা নিয়ে এসেছেন আপনি এখন!!আমি শুধু কিছু প্রশ্ন করতে চাই আপনাকে!!

——“হুম বলল………

“আমার জীবনে অনেক কিছু ইচ্ছে আছে আমার লাইফ পার্টনারকে নিয়ে সেগুলো পূরণ করতে যে আপনি ব্যর্থ হবেন “মিস্টার সেলিব্রেটি”……

——“কি ইচ্ছে “মিস”…….

——-“হুম বলছি……..

“কিছুক্ষন থেমে শ্বাস ফেলে বললাম আমিঃ

“আমার ইচ্ছে হলো………..

—–★”খোলা আকাশের নিচে থেকে একদিন দিনেরবেলা বাইকের পিছনে বসে ঘুরতে যাব তার সাথে…….!!!সেটা কি পারবেন আপনি???

-“আমার প্রশ্নের উত্তরে কিছু বললেন না আয়ান!!শুধু চুপ করে রইলেন!!!

“তার চুপ থাকাটাই তার উওর কী হবে তা আমায় বলে দেয়!!!

——“দেখুন আমি জানি আপনি পারবেন না!!কারন আপনাকে কেউ দেখে নিলেই আপনার ফ্যানরা আপনাকে ঘিরে ধরবে আর তার সাথে আমাকে হয়তো তখন সামন্য একজন মানুষের মতো আপনার পাশে দাঁড়িয়ে থাকতে হবে!!!

——-“এতটুকু বলে আবার দীর্ঘ শ্বাস ফেললাম আমি!!!তারপর আবার বলতে শুরু করলাম……..

——-★”আবার ধরুন বাকি সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের মতো রেস্টুরেন্টে বসে হাসাহাসি গল্প খুনসুটি করব তার সাথে আমি……সেটা কি পারবেন আপনি……..

——-“এবারেও চুপ করে রইল আয়ান!!!!যার উওর বরাবরই না……….

——-“এটাও পারবেন না!!কারন আপনার সাথে যদি এসব করতে যাই তবে তা সোশ্যাল নেটওয়ার্কে এটা ভাইরাল হয়ে যাবে!!!মিস্টার আয়ান তার বউকে নিয়ে পাতি রেস্টুরেন্টে বসে বাকি সব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের মতো পাগলামি করছে………..সেটা অনেকটাই আপনার জন্য লজ্জার বিষয় হবে “মিস্টার সেলিব্রেটি”…………

“এতটুকু বলে আবারো থামলাম আমি!!তারপর বললাম আরেকটা আছে!!!সেটা হলোঃ

——★আপনি কম মেয়েদের সাথে মেলামেশা করেন না মিস্টার সেলিব্রেটি!!!এই কথাটায় হয়তো আপনি কষ্ট পাবেন তারজন্য আমি খুবই দুঃখিত!!দেখুন আমি জানি এটা আপনার প্রফেশনাল জীবন!!চাইলেও বদলাতে পারবেন না আপনি!!!শুধু এতটুকু বলব আমি যাকে বিয়ে করব তাকে আমি ছাড়া অন্য কেউ টাস করতে পারবে না!!আর সেখানে তো আপনি অন্য সব মেয়েদের সাথে জড়া-কড়ি কিসা-কিসি সবই করবেন নাকি!!!

“তাই আমার মনে হয় না আপনার সাথে আমার যাবে!!!!এতটুকু বলে নীরবতায় চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম আমি!!!!

“আর সামনে আয়ান!!!সে খুব মনোযোগ দিয়েই তার প্রিয়সীর কথাগুলো শুনেছে!!!বিনিময়ে আয়ান শুধু এতটুকু বললো!!

——-“আমায় কী ভাবার জন্য পাঁচ মিনিট সময় দিবেন “মিস”!!!

“আমিও বলে দিলাম……

——“ওকে!!

“এই বলে বসে পরলাম আবার সেই
বেঞ্চটাতে!!!!

“আর আয়ান চুপচাপ কিছু একটা ভাবতে লাগলেন……..

__________________________________________


“এতক্ষণ ঠিক কি কি হলো!!সবই শুনেছে রুহান আর নিতু!!কারন তারা এতক্ষণ আয়ানদের কাছ থেকে কিছুটা দূরে গাছের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে তারা!!এই মুহূর্তে তাঁরাও ব্যাকুলুতার সাথে ৫ মিনিট অপেক্ষায় আছে!!

“কী বলবে এখন আয়ান!!আর যাই হোক রুহান তো জানে!!”মিস জার্নালিস্ট” যা যা বলেছে তা একটাও পূরন করতে পারবে না আয়ান!!আর নাই পারবে আয়ান তার নিজের প্রফেশনাল জীবন থেকে বেরিয়ে আসতে!!তবে কেন চাইল সময় ৫ মিনিট ভাবার জন্য!!!!

“রুহানের ভাবনার মাঝেই আয়ান বলে উঠলঃ

“আমি রেডি “মিস”

“আপনার প্রশ্নের উত্তর দিতে……..

“আয়ানের কথা শুনে রুহান, নিতু ও মীম তিনজনেই আগ্রহের সাথে তাকালো আয়ানের দিকে……..

অপেক্ষা কী উত্তর দিবে “আয়ান মীমকে”………..
!
!
!
!
#চলবে…………..

🦋[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ]🦋
#TanjiL_Mim🦋