#সে_কি_জানে?
#Writter_Ishanur_Tasmia[Mira]
#Part: { 02 }
হুট করে কিছু লোক আমার হাত,পা,চোখ বেঁধে ফেলে।আমি ছোটার অপ্রাণ চেষ্টা করছি।কিন্তু পারছি না।হঠাৎ কেউ আমার হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে,,,তার নিশ্বাস আমার মুখের উপর পড়ছে,,,বুঝতে পারছি,, সে আমার খুব কাছে।।হয়তো এটা রেয়ান,,,,
—” রেয়ান?? এটা কি আপনি??”
আমার কথা শুনে উনি নেশা ধরানো কন্ঠে বললেন,,,,
—” বাহ,,,তুমি তো দেখি অনেক স্মার্ট,,, মাত্র একদিনের পরিচয়ে আমাকে এতটা চিনে ফেললে।।”
—” দেখুন বাজে কথা বন্ধ করুন,,,একজন পুলিশ হয়ে এমন খারাপ কাজ করতে আপনার লজ্জা করে না?? ”
—” কই?? কিছুই তো এখন করি নি?? যদি বলো এখন করব??”
—” ছিঃ আপনি একটা নির্লজ্জ,,বেহায়া মানুষ,,,সেটা আপনি জানেন,,??”
—” আলবাত জানি।।আচ্ছা একটা কথা বলত,,,তোমার স্বামী তোমাকে কেন ছেঁড়ে চলে গেছে,,,?? এত সুন্দর একটা…..উফফ আর কি বলব,,,তোমাকে দেখলেই আমার ইচ্ছা করে খেয়ে ফেলতে,,,ও কিভাবে ছেঁড়ে যেতে পারলো??তবে ভালোই হয়েছে,,,ওর জন্যই এখন আমি তোমাকে পেতে পারবো,,, কি বলো??”
রেয়ানের এমন বাজে কথা শুনে আমার শরীর ঘৃণায় শিউরে উঠছে।।রাগও হচ্ছে প্রচুর,,,কিন্তু এখন আমি উনাকে যাই-ই বলি না কেন উনি তাতে কোনো রিয়েক্ট করবেন না উল্টা আরও খারাপ কথা শুনাবেন আমাকে,,,,তাই শান্ত কণ্ঠে উনাকে বলি,,,,
—” রেয়ান প্লিজ আমার বাঁধনগুলো খুলে দিন,,,আর আমাকে যেতে দিন,,,আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে।।প্লিজ যেতে দিন আমাকে।।”
এবার রেয়ান কিছু বলল না,,,, আসতে আসতে সরে যেতে লাগলো আমার কাছ থেকে।।এতে আমার ভয় যেন দ্বীগণ বেড়ে গেল,,,চিল্লিয়ে বলে উঠলাম,,,
—” প্লিজ রেয়ান আমাকে ছেঁড়ে দিন,,,আমার ছেলে আমার জন্য অপেক্ষা করছে,,,ও আমাকে ছাড়া বেশিক্ষন থাকতে পারে না,,,প্লিজ যেতে দিন আমাকে রেয়ান,,প্লিজ!!”
এভাবে অনেক কাকুতিমিনতি করার পরও কোনো লাভ হলো না,,, প্রতিবারের মতোই আমি ব্যর্থ।।
হঠাৎ মনে হলো গাড়িটা থেমে গেছে,,,আর আমি শূণ্যে ভাসছি।।বুঝতে পারছি কেউ আমাকে কোলে নিয়েছে।।আমি একটু নড়তে যাবো,,,তার আগেই আমার মুখে কেউ একজন একটা কাপড় ধরে,,, সাথে সাথে আমার শরীর যেন অবশ হতে শুরু করে,,,হাত পা নাড়ানোর সামান্যটুকু শক্তি নেই আমার,,,আর না আছে কথা বলার।।কয়েক সেকেন্ড যেতেই আমার চোখে রাজ্যের ঘুম বিরাজ করে।।পরক্ষনেই তলিয়ে যাই ঘুমের দেশে।।
.
.
.
যখন জ্ঞান ফিরে তখন নিজেকে নিজের রুমেই আবিষ্কার করি।।পাশেই বসে আছে আমার ছোট্ট ছেলেটা।।তার চোখে স্পষ্ট পানি,,,খুব মায়া লাগছে আমার,,কিন্তু মনে এক প্রশান্তি কাজ করছে ” আমার ছেলে আমার সাথে আছে “।। পরক্ষনেই মনে হলো,,,, আমি এখানে কিভাবে??,,, আমাকে রেয়ান কোথায় যেন নিয়ে গিয়েছিলো,,,কিন্তু কোথায়??আর আমাকে এখানেই বা আনলো কে??
আমাকে চোখ খুলতে দেখে রিহান খুব শক্ত করে জড়িয়ে ধরল আমায়,,,কাঁদতে কাঁদতে বলল,,,,
—” কোথায় গিয়েছিলে মা তুমি?? জানো কত কান্না করেছি আমি,,,এভাবে আর যাবে না কেমন,,,নাহলে কিন্তু কথা বলব না আমি তোমার সাথে,,,”
ওর কথার বিনিময়ে আমিও ওকে জড়িয়ে ধরলাম,, আর বললাম,,,
—” আর কক্ষনও যাবো না মা তোকে রেখে ”
.
.
.
প্রায় কিছুক্ষন এভাবে থাকার পর খেয়াল করলাম আমার ছেলেটা ঘুমিয়ে গেছে।।আশেপাশে তাকাতেই দেখি মা দরজায় দাঁড়িয়ে আমাদের মা-ছেলেকে দেখছে,,, আমি আসতে করে রিহানকে পাশে শুইয়ে দিয়ে মার কাছে যেয়ে তাকে জড়িয়ে ধরি,,,কেন যেন একটা ভয় কাজ করছে মনে,,,মাকে আর আমার ছোট্ট ছেলেটাকে হারানোর ভয়,,,কেন যানি চোখের পানি গুলো আজ বাঁধা মানছে না।। ডুকরে কেঁদে উঠি মাকে জড়িয়ে ধরেই।।তা দেখে মা চমকে উঠে বললেন,,,
—” কি হয়েছে মিরা,,,কাঁদছিস কেন??”
আমি মার কাছ থেকে সরে আসলাম,,চোখের পানি মুছতে মুছতে বললাম,,,
—” কেন জানিনা আজকে খুব কষ্ট লাগছে মা,,,তাই কান্না আটকাতে পারি নি ”
আমার কথা শুনে মা কিছু একটা হয়তো আন্দাজ করেছেন।।গম্ভীর কন্ঠে তিনি আমাকে জিজ্ঞেস করেন,,,,
—” আচ্ছা মিরা।।সত্যি করে বল তো তোর কি হয়েছে,,,সন্ধ্যার দিকে কতগুলো লোক তোকে এনেছিল বাসায়,,,তুই নাকি রাস্তায় মাথা ঘুড়িয়ে পড়ে গিয়েছিলি!!”
মার কথা শুনে আমি কি বলব বুঝতে পারছি না,,, তাড়াতাড়ি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত ১২টা বাজে।।সাথে সাথে মনে এক ভয়ংকর ভয় গ্রাস করে আমাকে,,,,আমি বাসা থেকে বের হয়েছি সকালে,,,আর এসেছি সন্ধ্যায়,,,এর মাঝে কি হয়েছে তা কিচ্ছু আমি জানি না।।তাহলে কি রেয়ান আর আমার মাঝে খারাপ কিছু হয়েছে??না,,না এগুলো আমি কি ভাবছি,,,কিন্তু হতেও তো পারে!!
আমার ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে মা বলেন,,,,
—” মিরা,,, সত্যি করে বল,,, কোথায় ছিলি তুই,,,তোর সাথে কি কোনো খারাপ কিছু হয়েছে?? ”
মা জিনিসটা আসলেই অদ্ভুদ,,,নিজের সন্তানের মনে কথাটা তারা বেশ ভাবে বুঝতে পারেন,,তাই অবাক হলাম না,,,এটা বেশ কয়েকবার হয়েছে আমার সাথে,,,
—” আসলে মা,,, আজকে অনেক গুলো চাকরির ইন্টারভিউ দিয়েছি তো,,তাই বেশি প্রেসার পড়েছে মাথায়,,,,এজন্যই হয়তো মাথা ঘুড়িয়ে পড়ে গেছি রাস্তায়,,,”
আমার কথায় মা হয়তো সন্তুষ্ট হন নি,,,সন্দেহ বোধহয় একটা রয়েই গেল তার,,কিন্তু তবুও কিছু বললেন না,,,চুপচাপ চলে গেলেন রুম থেকে,,,,
.
.
.
.
রাত প্রায় ১টা,,, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনটার কথা ভাবছি,,,কিছুতেই মনে করতে পারছি না “কি হয়েছে আমার সাথে”।। হঠাৎ কেউ এক টানে আমাকে পেছনে ঘুড়ালো,,, সামনে তাকাতেই দেখি রেয়ান আমার দিকে নেশাক্ত চাহনি নিক্ষেপ করে তাকিয়ে আছে,,, আর বাঁকা হাসছে,,,,আমি কিছু বলতে যাবো,, তার আগেই সে আমাকে নিজের একদম কাছে নিয়ে আসে,,,,তারপর কানে ফিসফিস করে বলতে থাকে,,,
—” আজকের দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল মরুভূমি!!”
কথাটা শুনে কি রিয়েক্ট দেওয়া উচিত বুঝতে পারছি না,,,রেয়ানের কথার মানে কি?? তাহলে কি আমি যা ভাবছি তা সত্যি??মুহুর্তেই চোখে পানি এসে জমা হয় আমার,,,কিন্তু চোখ থেকে গড়িয়ে নিচে পড়েনি পানিগুলো,,,,
.
.
.
কিছুক্ষন চুপ থেকে রেয়ানকে নিজের কাছ থেকে দূরে সরানোর চেষ্টায় লেগে যাই,,,কিন্তু প্রতিবারের মতী আমি ব্যর্থ,,,এমনিতে বডিবিল্ডার,,,তার উপর পুলিশ,,,আমার শক্তি তার কাছে খুবই নুন্যতম,,,
অনেক চেষ্টার পরও যখন রেয়ানকে নিজের থেকে সরাতে পারলাম না,,, তখন উপায় না পেয়ে তাকে একটা জোড়ে কামড় দিলাম,,,এতে সে “আহহ” বলে আমাকে ছেঁড়ে দিলো,,এ সুযোগে রুমের ভিতরে ডুকতে যাবো,,,অমনি রেয়ান আমার কাছে এসে আরও শক্ত করে চেপে ধরল আমায়।।আমার বাম গালে ২ বার চুমু দিয়ে বলল,,,
—” থেংস ফর গিভিং মি লাভ বাইট বেব,,,আই জাস্ট লাভ ইট ”
.
.
.
#চলবে??