হবে কি আমার পর্ব-০৯

0
4826

#হবে_কি_আমার💞
#writer_Ruhi_mondal
#পর্ব_9

চারিদিকে থমথমে পরিবেশ , মাথার ওপরে বন বন করে সিলিং ফ্যান চলছে, ওইদিকে এসিও,,, তার মধ্যেও অরিন্দম ঘেমে নেয়ে একাকার হয়ে গেছে,, খাটে হেলান দিয়ে ভাবলেশহীন হয়ে বসে আছে সে,, অনু এখনো দাঁড়িয়ে মিটিমিটি হেসে চলেছে,, কিছুক্ষণ আগে অরিন্দম অচেতন অবস্থায় পড়ে গিয়েছিল,, অনু অনেক ডাকাডাকির পর ওর কোন সাড়াশব্দ না পেয়ে, একজগ জল নিয়ে অরিন্দমের মাথা ভর্তি করে ভিজিয়ে দেয়,, অরিন্দম সামান্য স্বাভাবিক হয় উঠে বসে খাটে হেলান দেয়!!

_____________

অরিন্দম ভালো করেই বুঝতে পারছে অনু একটু আগে কোথাও থেকে শিখে ওর সাথে সেগুলো রিহার্সাল করে বলেছে, অরিন্দম হতাশ স্বরে বলল,,

________বউ তোমাকে আমি টিভি দেখতে বারণ করেছিলাম তুমি টিভি দেখছিলে কেন?

অনু মুখ গোমরা করে বলল,,

________”বরবাবু আজ আমি টিভি দেখিনি সত্যি বলছি!”

অরিন্দম একটু অবাক হল টিভি দেখেনি তাহলে কোথা থেকে শিখল,, তাই সে জিজ্ঞাসা করল,,

________ “একটু আগে যেটা বললে ওটা কোথা থেকে শিখেছ?”

অনু খিলখিল করে হেসে অরিন্দমের কোলে গিয়ে বসলো, অরিন্দম অবাক হলো না কারণ অনু মাঝেমধ্যেই এমন করে তাই সে অভ্যস্ত হয়ে গেছে,,

_________”আজকে শিখেছি বরবাবু রাস্তায় থেকে!

অরিন্দম একটু চমকে উঠল রাস্তা থেকে শিখেছে মানে ?রাস্তায় কখন গেলো?

______বউ তোমাকে না বলেছি বাড়ির বাইরের পাঁচিল টপকাবে না, তুমি বাইরে গিয়েছিলে কি করে? তাছাড়া বাড়ির গেটে তালা দেওয়া ছিল?

______”বরবাবু আমি বাইরে বার হয়নি!”

_______”তাহলে!”

বাগানের পাঁচিলে কাছে সে পেয়ারা গাছটা আছে, পেয়ারা খেতে আমি গাছে উঠে ছিলাম, পাঁচিলের বাইরে একটা দিভাই,,,,, একটা দাভাই কে এই কথাগুলো বলছিল, তখন দা ভাই এই কথাটা শুনে খুশি হয়ে দিভাই এর পেটে চুমু খেলো তারপর মুখে অনেক চুমু খেল,,,, তুমি তো এই সব কিছুই করলে না,,,, কেনো করলে না তুমি বলো?

অরিন্দম অসহায় দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে,অনুর মামার ঠিকই বলেছিলেন যে ও যা দেখে তাই দেখে!!

অরিন্দম একটু রাগী গলায় বলল,

_______বউ তুমি কেনো গাছে উঠেছে বাগানে, আর অন্য কারোর কথা শুনতে নেই এই ভাবে লুকিয়ে,,এর পরের বার থেকে যদি তুমি এরকম উল্টোপাল্টা কিছু করো তাহলে একটাও মার বাইরে পড়বে না, আর পেয়ারা গাছে খবরদার কখনো উঠবে না!

অনু ঠোঁট ফুলিয়ে বলল,,

______”হুম!”

অনু অরিন্দমের গলা জড়িয়ে ধরে বলল,

______”ভালোবাসি!”

অরিন্দম চমকে উঠে, ভালোবাসি কথাটা শুনে,,খুশী হয়ে অনুকে জড়িয়ে ধরতে গিয়ে থেমে গেল, কারণ ওর বুঝতে বাকি রইল না এটা অবশ্যই শুনে বলছে,, তাই ও অনু মাথায় হাত বুলিয়ে বলল,,

_______”বউ তুমি এটা কোথা থেকে শিখলে, নিশ্চয়ই ওদের কাছ থেকেই?”

অনু হেসে বলল,

_______হ্যাঁ, আর দাভাইটাও দিভাই কে জড়িয়ে ধরে বলল, আমি ও ভালোবাসি,, কই তুমি এখনো জড়িয়ে ধরে বললে না ভালোবাসি।

______আচ্ছা বউ ভালোবাসা মানে কি জানো।

______অনু মুচকি হেসে বলল,,, “হ্যাঁ!”

______”বলো!”

অনু অরিন্দমের গলা ছেড়ে ওর দিকে তাকিয়ে বলল,,

________আমি মানে আমি,,, তুমি মানে তুমি,,,, সে মানে সে,,,, টিভি মানে টিভি,, আর ভালোবাসা মানে ভালোবাসা,,, বলে হেসে আবার অরিন্দম কে জড়িয়ে ধরে বলল,,

_______”ভালোবাসি বরবাবু তোমাকে!”

অরিন্দম অনুর লজিক শুনে হা করে থাকে কিছুক্ষণ তারপর মাথা চুলকে,,, মুচকি হেসে দুহাতে অনুকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,,

_______”আমিও ভালোবাসি বউ তোমাকে, খুব করে ভালোবাসি!”

________________

অনু হয়তো না জেনে বলছে সে ভালোবাসে, কিন্তু অরিন্দম সে নিজের ইচ্ছায় নিজের মন থেকে বলছে,,,,কারন সে যে তাকে ভালোবাসে খুব ভালোবাসে, হয়তো অনু বুঝতে পারছে না, হয়তো সে পরে বুঝতে পারবে অরিন্দমের ভালোবাসা,,, হয়তো অরিন্দম নিজের ভালোবাসার অনুকে বোঝাবে,,,,, হয়তো ও কোনদিন অনুকে জিজ্ঞাসা করবে,,,

________________বউ ভালোবাসি তোমায় তুমি#হবে_কি_আমার💞 , নতুবা না,, অরিন্দমের ভালোবাসা অনুর জন্য চিরস্থায়ী হলেও,অনু কি সজ্ঞানে অরিন্দম কে ভালবাসতে পারবে কখনো? নাকি সে তার নতুন জগৎ তৈরি করতে চাইবে? এখন সবই সময়ের উপর নির্ভর করছে, দেখা যাক সময়ের সাথে সাথে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়, আর শেষ পরিণতি ও বা–কি হয়।

_________________
____________

কেটে গেল আরও বেশ কয়েকটা দিন,, অনুর এখন কোচিংয়ে ক্লাস করছে কিছুক্ষনের মধ্যেই ছুটি হয়ে যাবে,, অনুরাগ বলে একটা ছেলের সাথে ইতিমধ্যে অনু বেশ ভাব জমিয়েছে,, সেই প্রথম দিন থেকেই অনুর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু অনু প্রথমে কথা না বললেও, এতবার করে একটা মানুষ তার সাথে কথা বলছে চাইছে তাই সে তার সাথে কথা বলে এখন,, ক্লাস শেষে অনু আর তার দুই বান্ধবী তিশা আর মিলি,, কথা বলতে বলতে হঠাৎ করেই মিলি বললো,,

______অনু তোর সাথে যে হ্যান্ডসাম ছেলেটা আসে তোকে দিতে এবং নিতে,, তার ওপর তো তিশা পুরো ক্রাশ খেয়ে বসে আছে, আমারও খুব ভালো লাগে আমি মনে হয় আর দু এক বার দেখলে ক্রাশ খেয়ে বসবো,, কি হ্যান্ডসাম ছেলেটা,, আচ্ছা কে হয় অনু তোর উনি ?

অনু যেনো মিলির কথায় রেগে গেল,,

তারপর কি খাবে বলছে?অনু রেগে গিয়ে মিলির চুল দু হাতে টেনে বললো,,

________ তোর সাহস কী করে হলো বল? তুই ওকে খাবি বলছিস?

অনুর এমন কাজে তিশা আর মিলি দুজনে হতবাক দুজনে চেষ্টা করছে চুল ছারানো, সেই মুহূর্তে অরিন্দম গাড়ি নিয়ে ওখানে চলে আসে, অরিন্দম কে আসতে দেখে অনু মিলিকে ছেড়ে দেয়, অরিন্দম গাড়ি থেকে নেমে ওর পাশে গিয়ে কি হয়েছে জিজ্ঞাসা করতে থাকে, মিলি আর তিশা থতমত খেয়ে বলল,

_______ কিছু না জাস্ট এমনি একটু ইয়ার্কি করছিলাম এই আর কি!! কিন্তু অরিন্দম যে অন্য কিছু দেখেছে, এদিকে অনু রাগে ফুঁসছে, অরিন্দম বুঝতে পারছে তিশা আর মিলির সাথে ওকে আলাদাভাবে অনুর বিষয়ে কথা বলতে হবে, তাই সে অনুকে বলল,,,

________তুমি গাড়িতে গিয়ে বসো আমি আসছি!

অনু যেন এই কথায় আরও রেগে গেলো, রাগী গলায় বলল,,

_______আমি কেন একা যাবো তুমিও চলো!

অরিন্দম আবার বলল ,,

______তুমি যাও আমি আসছি,, কিন্তু অনু এক কথা বলে যাচ্ছে তুমি ও চলো।।

অরিন্দম একটু চেঁচিয়ে বলে উঠলো,,

_________ অনু,,,,তুমি গিয়ে বসো আমি আসছি বলছি,, সেই থেকে একই কথা বলছ কেন যাও বলছি।

অনু খানিকটা কেঁপে উঠল অরিন্দমের চিৎকারে, তারপর রাগ দেখিয়ে গটগট পায়ে হেঁটে গিয়ে মুখ ফুলিয়ে বসে রইল।

অরিন্দম তিশা আর মিলিকে ভাল করে বুঝিয়ে বলল,,, যে অনু এখনো আর পাঁচটা মেয়েদের মতো নয় অনেকটাই ছেলেমানুষ তাই যেন ওরা একটু দেখে রাখে,তারাও ভালো করে বুঝতে পারছে অনু অনেক টাই বোকা তাই তারা ও আশ্বস্ত করলো যে তারা দেখে রাখবে অনুকে।।

ওদের সাথে কথা বলে অরিন্দম গাড়িতে এসেছে দেখে অনু অন্য দিকে মুখ করে বসে আছে, অরিন্দম অনুর সাথে নানান কথা বলছে কিন্তু অনু কথা বলছে না অন্য দিকে তাকিয়ে আছে। বাড়ি ফিরে গাড়ি থেকে নেমে একাই হনহন করে চলে গেছে রুমে,,, অরিন্দম কিছুটা অবাক হলেও ব্যাপারটা আমলের নিলনা , গাড়ি পার্ক করে ফোনে কিছুক্ষণ কথা বলে রুমে গিয়ে দেখে, অনু ফ্রেস হয়ে বই নিয়ে মনযোগ দিয়ে পড়ছে,, অরিন্দম অবাক এর পর অবাক হচ্ছে, যে মেয়ে ওকে ছাড়া পড়তে বসতে চায় না সে একা পড়তে বসে গেল, অরিন্দম কিছু বলতে গিয়েও বলল না হয়তো কোনো কারনে মুড অফ পরে জিগ্গেস করবে,,ভেবে ওয়াশরুম চলে যায়, কিছুক্ষণ পর বার হয়ে দেখে তখন অনু বইয়ের দিকে তাকিয়ে আছে ওর দিকে ঘুরে ও তাকাচ্ছে না, অরিন্দম নিচে কিচেনে চলে গেল রান্নার জন্য,, প্রায় এক ঘণ্টা পর সব রান্না করে অনুকে দেখার জন্য উপরে এসে দেখে, ফ্যান এসি ফুলস্পিডে দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে, অরিন্দম এবার একটু ভয় হল মেয়েটার কি শরীর অসুস্থ নাকি,,তাই তাড়াতাড়ি করে হাঁটুতে ভর দিয়ে খাটের ওপর বসে অনু গা থেকে কাঁথা সরাতে থাকে, সরিয়ে দেখে অনুর চোখে জল অনু কাঁদছে, অনুকে কাঁদতে দেখে অরিন্দমের বুকটা কেঁপে উঠলো, সে তাড়াতাড়ি করে অনুর দু গালে হাত দিয়ে বলতে লাগলো,,

________কি হয়েছে বউ তুমি কাঁদছো কেন?তোমার কি শরীর খারাপ লাগছে? না কেউ কিছু বলেছে?

অনু অরিন্দম কে এক ঝটকায় সরিয়ে দিয়ে খাটের এক কোণে গুটিসুটি হয়ে বসে পরে,,

অরিন্দম যেন আরো অবাক হল, অনুর এমন ব্যবহারে থমথমে গলায় জিজ্ঞাসা করল,,

______ কি হয়েছে তুমি এমন করছ কেন?বলে এগিয়ে যেতে যাবে তখন অনু কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বললো,,

______তুই একদম আমার কাছে আসবি না আলুরদম,,,,তুই আমার সাথে আর কথা বলবি না,, আমি তোর সাথে আর কোনদিন কথা বলবো না,,তুই আর আমার গায়ে হাত দিবি না,, আমাকে আদর করে জড়িয়ে ধরবি না বলে দিলাম,,, আমাকে মামার বাড়ি দিয়ে আয়, আমি থাকবো না তোর সাথে আর এখানে।। তোর কাছ থেকে আমি চলে যাব।।

#চলবে