#অদ্ভুত_তোমার_নেশা
#লেখিকা_লায়লা_আঞ্জুমান_ইতি
#পার্ট_______০১
হাত পা চোখ মুখ বাধা অবস্থায় বউ সাজা মেয়েটা শুধু উমউম করছে বিভোর রেগে জনিকে বলল,,,,আরে তুই কাকে উঠিয়ে এনেছিস এত ওই মেয়ে না।জনি ভয় পেয়ে বলল,,,স্যার আপনি যাকে বলেছিলেন তাকেই।ওরা নিজেদের মতো কথা বলছে আর মেয়েটা শুধু উমউম করছেন,এটা দেখে বিভোর বলল,,,,মেয়েটার মুখের বাধন খোল। মেয়েটার মুখের বাধন খুলতেই মেয়েটা বলতে লাগল,,,,কোন উগান্ডার হনুমান রে আমাকে তুলে এনেছে আমার হাতের বাধন খোল তোর চৌদ্দ গুষ্টির নাম যদি না ভুলিয়ে দেই না আমার নাম ও কুহু না।বিভোর মেয়েটার কথা শুনে রেগে বলল,,,এই মেয়ে তুমি জানো কার সামনে আছো।মেয়েটা উল্টো বলল,,,,এহহহ নিজেই নিজেকে চেনে না আবার আমাকে জিজ্ঞেস করছে।বিভোর হতভম্ব হয়ে রেগে বলল,,,,এই তোরা হা হয়ে কি দেখছিস ওর মুখটা বেধে ফেল আবার, অসহ্যর কর মেয়ে একটা।
বিভোরের কথা শুনে জনি আবার কুহুর মুখ বেধে দিল,জনি বিভোরকে বলল,,,,স্যার এই মেয়েটার কি করব।বিভোর কিছু বলার আগেই মেয়েটা আবার উমউম শুরু করে দিল বিভোর বিরক্ত হয়ে বলল,,,উফ খুব বিরক্ত করছে তো মেয়েটার মুখ খোল সাথে ওর চোখের বাধনটাও খোল এত ছেলে দেখলে অবশ্যই ভয় পেয়ে চুপ হয়ে যাবে।জনি কুহুর চোখের আর মুখের বাধন খুললো,কুহু সামনে তাকিয়ে দেখে ব্লাক শার্ট পেন্ট পড়া সুদর্শন যুবক ওর সামনে দাড়িয়ে আছে,বিভোর খানিকের জন্য ঘোরে চলে গেলো কুহুকে দেখে।এর মাঝে কুহু বলে উঠল,,,,,,,,,, আপনি কে আর আমাকে এখানে এনেছেন কেন?বিভোর কিছু বলল না, জনি বলে উঠল,,,,, তোমাকে ভুল করে তুলে এনেছি আরেক জনকে আনার কথা ছিল।এই কথা শুনে কুহু খুশি হয়ে বলল,,,,,আমাকে তুলে এনেছো তার মানে আমাকে আর বিয়ে করতে হবে না ইয়াহুু। কুহুর এমন আনন্দে আত্তহারা হয়ে পড়া দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ওর দিকে।আর বিভোর ভ্রু কুচকে কুহুর দিকে তাকিয়ে আছে।তখনি কুহু বলে উঠল,,,, আমার হাতের বাধন টা খুলে দেও আর আমার জন্য খাওয়ার কিছু নিয়ে আসো খুব খিদে লেগেছে।
কুহুর কথা শুনে জনি বিভোরের দিকে তাকালো, বিভোর ইশারা করলো জনি বুঝতে পেরে খাবার নিয়ে আসলো তারপর কুহুর হাতের বাধন খুলে দিল,কুহু সম্পূর্ণ মনোযোগ খাবারে দিয়ে খাবার খেতে লাগল,খাওয়া শেষ করে বলল,,,,আহা খুব খিদে লেগে ছিল, তো এখানে তোমরা কত জন আছো দেখি, ১,২,৩,৪,৫,৬,৭ আর এই উনাকে নিয়ে আট জন বিভোরকে দেখিয়ে বলল।তারপর কুহু আবার বলল,,,,তো এখানে আমরা সবাই বন্ধু আর আমি তোমাদের নতুন ফ্রেন্ড আমি কোথায় থাকবো আর, এটা তো একটা বন্ধ কারখানা মনে হচ্ছে চারপাশ অনেক অপরিষ্কার এখানে থাকা সম্ভব না।
মেয়েটার কথা শুনে সবাই হতভাগ হয়ে তাকিয়ে আছে, তখন ওদের মাঝে শাহিন নামের একটা ছেলে বলে উঠল,,, এই তোমাকে আমরা ঘুরতে নিয়ে আসি নিই। কুহু সাভাবিক ভাবে বলল,, তো কি হয়েছে। কুহু বিভোরের দিকে তাকিয়ে বলল,,,ওই আপনি কি বোবা নাকি কথা বলতে পারেন না।বিভোর কিছু না বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুহুর দিকে বাকিরা সবাই বিভোরের চুপ হয়ে থাকা দেখে ভয় পাচ্ছে,কুহু ধরেই নিয়েছে বিভোর কথা বলতে পারে না,কুহু বিভোরের পাশের চেয়ারে বসে বলতে লাগল,,,আহারে কত সুন্দর দেখতে আপনি অথচ কথা বলতে পারেন না, আপনাকে সবার থেকে আলাদা দেখা যাচ্ছে,আচ্ছা বাদ দেন আমি ভাবছি ওই লোকটা কোথায় যে বলেছিল ” তুমি জানো কার সামনে আছো” বলেই কুহু হাসা শুরু করলো তারপর বলল,,,লোকটা দেখতে ইচ্ছে করছে যেভাবে কথা বলে ছিল নির্ঘাত ডেভিল ডেভিল টাইপের হবে।
জনি বলে উঠল,,, এই মেয়ে চুপ কর। কুহু রেগে বলল,,এই মেয়ে এই মেয়ে করছো কেন আমার নাম কুহু গোট ইট।বিভোর সবার উদ্দেশ্যে বলে উঠল,,,,,, সবাই ওই মেয়েকে উঠিয়ে নিয়ে আসো ফাস্ট।বিভোরের কথা শুনে সবাই চলে গেলো,কুহু অবাক হয়ে বিভোরের দিকে তাকিয়ে বলল,,,,আপনি??
বিভোর বলল,,,,হ্যা একটু আগে তোমার যাকে দেখতে ইচ্ছে করছিল আমি সেই।কুহু চুপ হয়ে গেলো। বিভোর বলে উঠল,,,, ওরা আসলেই তোমাকে তোমার বাড়ী পাঠানো হবে।কুহু বলে উঠল,,,, না। বিভোর অবাক হয়ে বলল,,,,,,
– না মানে
– না মানে জানেন না, বাংলায় খুব দূর্বল মনে হয় আপনি, ওকে আমি বুঝিয়ে দিচ্ছি না মানে নো
– স্টোপিড ইডিয়েট
– ও হ্যালো আপনি আমাকে ইডিয়েট বলছেন কেন
– কারণ তুমি একটা ইডিয়েট তাই
– নিজেকে খুব চালাক মনে করেন তাই না, এতে চালাক হলে ভুল মেয়ে উঠিয়ে এনেছেন কেন
– যা জানো না তা নিয়ে বলবে না, ওরা ভুল করে ফেলেছে
– আচ্ছা যাকে উঠিয়ে আনতে বলেছেন সে কি আপনার গার্লফ্রেন্ড নাকি
– না আমার বন্ধুর
– ও বাহ আপনি তো লাভ গুরু ভালোবাসার মানুষদের এক করে দিতে চাইছেন, খুব ভালো
– তুমি বুঝতে পারছো তোমার সাথে কি হতে চলেছে, তোমার বিয়ে ভেঙ্গে গেছে, এতো খনে সবাই তোমাকে খোজা খুজি শুরু করে দিয়েছে
– ভালো হয়েছে আমি ওই বদ লোকটাকে কখনই বিয়ে করব না, আপনি প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন
– হোয়াট???????আর ইউ ক্রেজি???
– নো
– আমার সাথে চল আমি তোমাকে তোমার বাড়ী পৌছে দিয়ে আসবো,আর সব ঠিক করে দিয়ে আসবো
– না না না না না আমি যাব না
বিভোর আর কিছু না বলে কুহুর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো,কুহু ফ্লোরে বসে পড়লো আর মোড়ামুড়ি শুরু করে দিল যাকে এক প্রকার নাগিন ডান্সও বলা যায়, আর বলতে লাগল,,,,আমি যাব না প্লিজ আমি যাব না।বিভোর শুনলো না ওকে কোলে তুলে নিয়ে হাটতে লাগল,,এবার কুহু কান্না করে দিল।কুহুর কান্নার আওয়াজ পেয়ে বিভোর ওর দিকে তাকালো কাদু কাদু মুখটা বড্ড মায়াবী লাগছে বিভোরের কাছে, ওর চোখের পানি দেখে বিভোর ভাবতে লাগলো,,,এই কাজল কালো চোখে পানিটা বেশ বেমানান।বিভোর কুহুকে গাড়িতে বসিয়ে দিল,তারপর গাড়ি চালাতে লাগলো আর এই দিক দিয়ে কুহু কান্না করেই চলেছে।অনেক খন গাড়ি চালানোর পর একটা বাঙ্গলো বাড়ীরর সামনে গাড়ি থামালো বিভোর, কুহু বাহিরের দিকে তাকালো,কুহু বাড়ী টা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে কারণ এই জায়গাটা কুহু চেনে না।
চলবে,,,,,,,,,,,,,,
ভুলক্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 💙