#অভিমানেই_আছো_তুমি💚
#Writer:—#TanjiL_Mim
#part:10
.
.
🍁
“রাতের আকাশের জোৎসা ভরা আলো’!!চারিদিকে শীতল মেশানো মিষ্টি বাতাস বইছে’!!শরীরের পুরো শিরা থেকে উপশিরা গুলো প্রসারিত হয়ে যাচ্ছে’!!বিশ তালা উচু বিল্ডিং এর উপরে বসে আদিত্য বলে উঠলঃ
———— “ময়ূরীজান”!!তোমায় আমি নিজের থেকেও বেশি ভালোবাসি’!!আমি জানি তুমিও আমায় ভালোবাসো হয়তো আমার থেকেও বেশি’!!জানি তোমার অভিমানের দেয়ালটা একটু ভাড়ি’!!কিন্তু অনেক তো হলো আর কতো ময়ূরীজান’!!তোমার অবহেলাগুলো যে আমায় তিলে তিলে শেষ করে দিচ্ছে'”!!! প্লিজ আর কষ্ট দিও না আমায় আর তুমিও কষ্ট পেও না’!!আমি তোমায় কথা দিচ্ছি,,সবকিছু আবার আগের মতো করে দিবো’!!তোমার ফেমেলির সবাইকে তোমার সামনে নিয়ে আসবো আমি’!!কিন্তু প্লিজ আর অভিমান করে থেকো না আমার উপর’!!এখন তো তোমার অভিমানের দেয়াল ভেঙে ভালোবাসো আমায়’!!আবার আগের মতো করে “ময়ূরীজান”…….
“এতটুকু বলে থেমে যায় আদিত্য’!!তারপর আবার বলে উঠল সেঃ
~ “তোমার অভিমানের দেয়াল ভাঙবে কি আজকে!!যেখানে সাক্ষী থাকবে ওই আকাশের চাঁদটা,ভরা আকাশ জুড়ে তাঁরাগুলো’!!এই আলোকিত ক্যান্ডেলগুলো,তোমার অভিমান ভেঙে গেলে……
“আবার নতুন করে সবকিছু শুরু করবো আমরা তাহলে’!!সেখানে থাকবে শুধু আদিত্য আরুশির ভালোবাসার কাহিনী……
“বলেই আদিত্য আমার দিকে একটা ডায়মন্ডের আন্টি এগিয়ে দিলো…..
||
“এদিকে আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি’!!এমনটা নয় যে আদিত্যের উপর আমার কোনো অভিমান আছে’!!আমার অভিমানের দেয়াল তো সেই কবেই ভেঙে গেছে’!!এসব ভেবে মুচকি হেঁসে হাত এগিয়ে দিলাম আদিত্যের দিকে……
“আদিত্য আমার কাজে চরম খুশি!!সেও মুচকি হেঁসে আন্টি পরিয়ে দিল আমার হাতে’!!
“আদিত্য উঠে দাঁড়াতেই ঝাপটে জড়িয়ে ধরলাম আমি আদিত্যকে…!!কতোদিনের পূর্ণ বাসনা পূরণ হলো আজ’!!আমি খুশি হয়ে হয়ে আদিত্যকে বলে উঠলামঃ
———-“আমার অভিমানের দেয়াল অনেক আগেই ভেঙে গেছে আমার কিউট জামাই’!!হয়তো এই দিনের অপেক্ষায় এতোদিন বলতে পারি নি’!!আজই বলছি তোমায় প্রিয় আমার “অভিমানেই_আছো_তুমি”💚!!আর তোমায় আমি আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, আগেও বেসেছি এখনও ভালোবাসবো,আর সারাজীবনই বেসে যাবো……
||
“আদিত্য আরুশির কথা মনে মনে খুব হলো’!!তারপর দুজন-দুজনকে খুব শক্ত করে জড়িয়ে ধরল’!!আর আজ থেকেই পূর্নতা পাবে আদিত্য আরুশির ভালোবাসা’!!আর তাদের এই পূর্ণতা পাওয়া ভালোবাসার সাক্ষী হিসেবে রইল এই বিশ তালা উচু বিল্ডিং, আর আকাশ ভরা তাঁরা চাঁদ…..আর আদিত্যের সাজানো ক্যান্ডেল গুলো…….🤗🤗🤗
_____________________________________
_______________________
“পরেরদিন……….
“রান্না ঘরে দাঁড়িয়ে আছি আমি’!!’!!উদ্দেশ্য হচ্ছে রুটি আর আলুভাজি রান্না করবো’!!আজকে খুব খুশি আমি’!!এখন শুধু আব্বু আম্মু মেনে নিলেই সব ঠিক হয়ে যাবে’!!তারপর সবাই মিলে একসাথে উফ খুব মজা হবে’!!এসব ভাবছি আর ময়দা মাখছি…..
এমন সময় পিছন থেকে মুখে ময়দা মেখে দিলো কেউ’!!আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম’!!পরক্ষণেই পিছন ঘুরে আদিত্য দেখে বলে উঠলামঃ
———-“এটা কি হলো…..
———–“কিছু হলো তোমায় একটু ভালোবাসলাম আর কি……
———–“ওহ ময়দা মুখে মাখিয়ে দিয়ে ভালোবাসা,ঠিক আছে তাহলে আমিও একটু দেই এই বলে পুরো দু-হাত ভর্তি করে ময়দা নিয়ে নিলাম’!!আদিত্য তা দেখে বলে উঠলঃ
————“এই না না…..
————-“হুম হুম মাই জামাই মাখতে তো হবেই ভালোবাসতে হবে না….
“এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ছুটাছুটি শুরু হয়ে গেল’!!পুরো রান্না ঘরে দৌড়াদৌড়ি শুরু হয়ে আদিত্য আমার মুখে ময়দা মেখে দিচ্ছে আমার আমি আদিত্য….
~ “রুটি আর বানানো হলো!ময়দা দিয়ে হা-ডু-ডু হয়ে গেছে’!!😂
“হুট করে দৌড়াদৌড়ি মাঝখানে আদিত্য জড়িয়ে ধরল আমায়’!!আচমকা এমনটা হওয়াতে আমি ভরকে গেলাম’!!তারপর আরো ময়দা দিয়ে আদিত্য চুল মুখে পুরো ভরিয়ে দিয়েছে’!!
“এদিকে আদিত্য আমার কাজে কোনো রিয়েকশন দিলো না শুধু নিশ্চুপ ভাবে তাকিয়ে আছে আমার দিকে’!!আদিত্যের এমন কাজ দেখে আমি পুরো হাবলার মতো তাকালাম তারপর বলে উঠলামঃ
———-“কি হলো ওইভাবে তাকিয়ে আছো কেন……
————“তোমার চোখে যে অদ্ভুত মায়া আজে “ময়ূরীজান”!!
————-“মানে…..
“বলতেই আদিত্য একটু একটু কাছে এগোতে লাগলো আমার’!!আদিত্যের এমন কাজে অবাক হয়ে বললাম আমিঃ
————-“ওভাবে এগোচ্ছো কেন….
“বিনিময়ে আদিত্য কিছু বললো না’!!চুপচাপ এগোতে লাগলো আরুশির দিকে…..
||
“একপর্যায়ে দেয়ালের সাথে লেগে গেলাম আমি’!!এদিকে আদিত্য থামার নাম নেই’!!এক পর্যায়ে আদিত্য অনেকটা কাছে চলেছে আমার’!!আদিত্যের নাকের নিশ্বাস এসে পরছে আমার মুখে’!!পুরো শরীর কেঁপে উঠল আমার’!!আমি কাঁপা কাঁপা গলায় বললামঃ
———–“তুমি এতো কাছে কেন এলে…..
“আদিত্য আমার কথা শুনে আমার ঠোঁটে হাত দিয়ে বললোঃ
———–“হুস…..
“আমি অবাক হয়ে তাকালাম আদিত্যের দিকে’!!হুট করেই আদিত্য ঝুঁকে পরলো’!!সাথে সাথে ভয়ে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে নিলাম আমি’!!
||
“এদিকে আদিত্য আরুশির কাজে মুচকি হাসলো’!!তারপর দু হাত মুঠো ভর্তি করে আরুশির পুরো মুখে আর চুলে ময়দা মেখে দিলো আদিত্য’!!তারপর হেঁসে দিল আদিত্য……
||
“এদিকে আদিত্যের এমন কাজে আমি পুরো বোকা বনে গেলাম’!!পরক্ষণেই রেগে বলে উঠলামঃ
———–“এটা কি করলে ঠিক আছে ওয়েট…..
“এই বলে পুরো এক বাটি ময়দা আদিত্য শরীরে মেখে দিলাম আমি’!!
~ “আবারো শুরু হলো ময়দা মাখানোর হা-ডু-ডু খেলা!!😂
_____________________________________
_______________________
“রাত_১০টা……….
“বেলকনিতে দাঁড়িয়ে আছি আমি’!!এমন সময় পিছন থেকে জড়িয়ে ধরল আদিত্য………
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
!
#চলবে…………
🥰❤️❤️❤️[ভুল-ত্রুটি ক্ষমার সাপেক্ষ’!!]❤️❤️❤️🥰
#TanjiL_Mim♥️